জমকালো আয়োজনে আলমডাঙ্গা বণিক সমিতির ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

জমকালো আয়োজনে আলমডাঙ্গায় বণিক সমিতির ত্রি-বার্ষিক সম্মেলন-২০২৩ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার সকাল ১০ টায় আলমডাঙ্গা সরকারি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সকালে মঞ্চ প্রাঙ্গণে বণিক সমিতির নেতৃবৃন্দ জাতীয় ও বণিক সমিতির পতাকা উত্তোলন করেন। পরে অতিথিদের ফুলেল শুভেচ্ছায় শিক্ত করা হয়।

এছাড়াও সমিতির তিন বছরের আয় ব্যয়ের হিসেবে তুলে ধরা হয়। কোরআন তেলওয়াত ও গীতা পাঠের মধ্য দিয়ে আলোচনা সভা শুরু হয়।

ত্রি-বার্ষিক সম্মেলনের আলোচনা সভায় আলমডাঙ্গা বণিক সমিতির সভাপতি আরেফিন মিয়া মিলনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি ও পৌর আলহাজ্ব মেয়র হাসান কাদির গনু।

সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে হাসান কাদির গনু বলেন,বণিক সমিতির সব সময়ই ব্যবসায়ী ও মানুষের কল্যাণে কাজ করে আসছে। বিগত দিনে দেখা গেছে বিভিন্ন সময়ে মানুষের কল্যাণে পাশে দাঁড়িয়েছে। এজন্য আমি বৃহৎ এই সংগঠনকে ধন্যবাদ জানায়। আমরা পৌর সভায় পরিচ্ছন্ন রাখতে কাজ করে যাচ্ছি। এজন্য বণিক সমিতির সহযোগিতা একান্ত প্রয়োজন। আমাদের সাথে আপনারাও যদি এগিয়ে আসেন তাহলে আলমডাঙ্গা একটি সুন্দর ও পরিচ্ছন্ন শহর হিসেবে গড়ে তুলতে পারবো।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলমডাঙ্গা থানার পরিদর্শক ওসি (অপারেশন) ফরিদ উদ্দিন, বণিক সমিতির সাবেক সভাপতি বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব মো: শমসের আলি মল্লিক, আলহাজ্ব মো: রফিকুল ইসলাম, আলহাজ্ব মো: মকবুল হোসেন, বণিক সমিতির সাবেক সাধারণ সম্পাদক মো: আমিনুল হক ঘেটু ও রবিউল ইসলাম পকু, সেকেন্দার আলী কচি, বিশিষ্ট ব্যবসায়ী আলগাজ্ব লিয়াকত আলী লিপু মোল্লা।

ত্রি-বার্ষিক সম্মেলনে প্রভাষক একে এম ফারুক হোসেন, ও বণিক সমিতির সাধারণ সম্পাদক মো: কামাল হোসেন ও হাবিবুল করিম চনচলের সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন আলমডাঙ্গা বণিক সমিতির সহ-সভাপতি আলহাজ্ব একেএম এনামুল কবির, কামরুজ্জামান হিরা, সহ-সম্পাদক হাজী মো: রফিকুল আলম, শরিফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আব্দুল লতিফ, দপ্তর সম্পাদক আইয়ুবুর রহমান, ধর্ম সম্পাদক মো: মোতালেব হোসেন, ক্রিড়া সম্পাদক বাবলুর রহমান। এছাড়াও ত্রি-বার্ষিক সম্মেলনে কার্যনির্বাহী সকল সদস্য উপস্থিত ছিলেন।




আলমডাঙ্গার কোর্টপাড়ায় ১৯৯৭ সালের মামলা নিষ্পত্তি হলো ২০২৩ সালে

আলমডাঙ্গা পৌরসভার কোর্টপাড়ার বাসিন্দা মৃত মনোয়ারা খাতুন গংয়েরা দীর্ঘ ২৭ বছর পর আবারো আদালতের রায়ে নিজ বসতবাড়ি ফিরে পেয়েছে।

১৯৯৭ সালে শুরু হওয়া আলমডাঙ্গা পৌরসভার কোর্টপাড়ার একটি দেওয়ানী মামলা ২০২৩ সালে নিষ্পত্তির পর গতকাল শুক্রবার সকালে চুয়াডাঙ্গা আদালতের নির্দেশে আদালতে নিযুক্ত প্রতিনিধিরা উপস্থিত থেকে বিবাদীপক্ষকে ৪.৫০ শতক জমির দখল বুঝিয়ে দিয়েছেন।

পূণরায় আবারো পৈত্রিক ভিটে বাড়ি ফিরে পেয়ে কান্নায় ভেঙে পড়েন নাজির শেখ ও তার ভাই আশাবুল হক লালু শেখ। ওই জমি কেন্দ্রিক দুশ্চিন্তায় তার বাবাকেও হারিয়েছেন বলে তারা জানান।

জানাগেছে, আলমডাঙ্গা উপজেলার কুমারী গ্রামের মৃত আমেনা খাতুনের সাথে দীর্ঘদিন পৈত্রিক সম্পত্তি নিয়ে বিরোধ চলে আসছিলো। ওই সময় স্থানীয়দের সহযোগিতায় কয়েক দফা সালিশ-বৈঠকও অনুষ্ঠিত হয়। আমেনা খাতুন গংয়েরা প্রভাবশালী হওয়ায় তৎকালীন সময়ে জোরপূর্বক জমি দখলের চেষ্টা চালায়। তবুও বসতবাড়ি না ছাড়তে কঠোর অবস্থান নেয় মনোয়ারা খাতুন গংয়েরা।

১৯৯৭ সালে আমেনা খাতুন বাদি হয়ে চুয়াডাঙ্গা জুডিশিয়াল আমলী আদালতে জমিসংক্রান্ত দেওয়ানী মামলা করেন। ওই মামলায় ২০০৬ সালের অক্টোবরে কোর্টপাড়ার তৎকালীন বাসিন্দা মনোয়ারা খাতুন গংয়ের বসতবাড়ি উচ্ছেদের নির্দেশ দেন আদালত। তারপরই আদালতের নির্দেশে বাসিন্দাদের ঘরবাড়ি ভেঙে দেয় বাদী পক্ষ। স্থায়ী বসতবাড়ি থেকে বের হতে হয় মনোয়ারা খাতুন গংদের। বিগত ২৭ বছর যাবৎ নিজ বসতবাড়ি ছেড়ে তারা ভাড়া বাড়িতে বসবাস করছে।

উচ্ছেদ পূর্বক মনোয়ারা খাতুন বাদি হয়ে ২০০৭ সালের ২২ জুলাই হাইকোর্টে পূণরায় আপিল করেন। চলতে থাকে দীর্ঘ মামলার সাক্ষ্য গ্রহন। দীর্ঘদিন মামলা চলার পর ২০১৮ সালের ৮ জুলাই হাইকোর্ট মনোয়ারা খাতুনের পক্ষে ডিক্রি প্রদান করেন। হাইকোর্ট চুয়াডাঙ্গা জুডিশিয়াল আমলী আদালতের মাধ্যমে ডিক্রি প্রাপ্ত মালিককে জমি বুঝিয়ে দেবার নির্দেশ দেয়।

এরই ধারাবাহিকতায় গতকাল শুক্রবার সকালে চুয়াডাঙ্গা আদালতের ৬ সদস্য প্রতিনিধি দল কোর্টপাড়ায় উপস্থিত হয়ে মনোয়ারা খাতুন গংদের জমি বুঝিয়ে দেয়। তারা দীর্ঘদিন পর জমি ফিরে পাওয়ায় আনন্দে ঢোল-ঢাক বাজিয়ে নিজ বসতবাড়ির জমি বুঝিয়ে নেয়।




দর্শনায় কেরুর চুক্তিভিত্তিক ৩ শ্রমিক ১ শ লিটার বাংলা মদসহ গ্রেফতার

দর্শনা থানা পুলিশ মাদক বিরোধী অভিযান চালিয়ে দর্শনায় কেরুর চুক্তিভিত্তিক ৩ শ্রমিকে ১শ লিটার বাংলা মদসহ গ্রেফতার করেছে। পুলিশ জানায় গত বৃহস্পতিবার দিনগত রাত ২টার দিকে দর্শনা থানার অফিসার ইনচার্জ বিপ্লব কুমার শাহার নেতৃত্বে অভিযান চালায় কেরু এন্ড (কোম্পানী) বাংলাদেশ লিমিটেডের চিনিকলের প্রধান গেটে।

এ সময় দর্শনা থানার এসআই শামিম রেজা এএসআই আশিকুর রহমান, শফিকুল ইসলাম, এ এস আই রাইসুল ইসলাম গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় ফোর্সসহ মাদক বিরোধী অভিযান চালিয়ে বাংলা মদসহ ৩ জনকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃতরা হলেন বেগমপুর ইউনিয়নের আকন্দবাড়িয়া ফার্মপাড়ার মৃত দুলাল মন্ডলের ছেলে কেরুজ গ্যারেজের চুক্তিভিত্তিক ড্রাইভার সাবেক মেম্বার সাইফুল ইসলাম (৪০),সহকারী হেলফার দামুড়হুদা হাউলী ইউনিয়নের জয়রামপুর চৌধুরী পাড়ার মতলেব মন্ডলের ছেলে নজরুল ইসলাম (৩৫) ও কেরু হাসপাতালপাড়ার সাবেদ খানের ছেলে সুজন খান (৩৩) কে ৬টি প্লাষ্টিকের কন্টিনেটারে ১শ লিটার বাংলামদসহ তাদেরকে গ্রেফতার করে।

এ ঘটনায় দর্শনা কেরুর এডিএম ইউসুফ আলী বলেন আমি শুনেছি ১শ লিটার বাংলামদসহ চুক্তিভিত্তিক ড্রাইভার ও দুজন হেলফারকে গ্রেফতার করেছে।

এ বিষয়ে দর্শনা থানার অফিসার ইনচার্জ বিপ্লব কুমার শাহা বলেন মাদকদ্রব্য আইনে তাদের বিরুদ্ধে মামলা হয়েছে যার মামলা নং১। গতকালই এস আই শামীম বাদি হয়ে তাদের ৩ জনের বিরুদ্ধে মামলাসহ চুয়াডাঙ্গা কোর্ট হাজতে প্রেরন করেছে।

এ ঘটনায় সচেতন মহল বলেছে কেরুজ প্রশাসনের দুর্বলতার কারনেই চুরি করেও পার পাচ্ছে চোর চক্র। কেরু প্রশাসনের দুর্বলতা না কি অন্য কোন গোপন কিছু আছে তা খতিযে দেখার দাবি সচেতন মহলের।




কার্পাসডাঙ্গায় জাসদের ইউনিয়ন কমিটি গঠন

কার্পাসডাঙ্গায় জাসদের ইউনিয়ন কমিটি গঠন করা হয়েছে আমজাদ হোসেন সভাপতি ও আহসান হক সাধারণ সম্পাদক কওে কমিটি গঠন করা হয়।

গতকাল শুক্রবার বিকাল ৫ টার সময় উপজেলার কার্পাসডাঙ্গা কলোনি পাড়ার জামে মসজিদের দক্ষিণ দিকে শ্রী শম্ভু গোপাল বসু’র বালিগাদা সংলগ্ন স্থানে আমজাদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানটি পরিচালিত হয়।

এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদের) চুয়াডাঙ্গা জেলা শাখার সাধারণ সম্পাদক শামসুল আলম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা জাসদের দপ্তর সম্পাদক নাজমুল আলম, রহমত হোসেন, নজরুল ইসলাম, জাকির হোসেন, নুরুল আমিন, হাবিবুর, মজু, রাজা, শরিফুল, সিলাম, মিলন, সহ আরো অনেকে।
এসময় সর্ব সাধারণের মতামতের পরিপেক্ষিতে আমজাদ হোসেনকে সভাপতি এবং আহসান হক কে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়।




কোটচাঁদপুরে বিএনপির ৪৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

ঝিনাইদহের কোটচাঁদপুরে পুলিশের বাধা উপেক্ষা করে নানা আয়োজনের মধ্য দিয়ে বিএনপি’র (৪৫) তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।

গতকাল শুক্রবার সকালে উপজেলা ও পৌর বিএনপি’র আয়োজনে উপজেলা ও পৌর কার্যালয়ের সামনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। বিকালে স্থানীয় মেইন বাসষ্টান্ড উপজেলা বিএনপির কার্যালয়ের সামনে থেকে একটি মিছিল বের হয়ে খান আবাসিকের সামনে পৌছালে মিছিল টি তে পুলিশ বাধা দেয়। বাধা উপেক্ষা করে পৌর পাঠাগারের সামনে গিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির তথ্য ও গবেষণা বিষয়ক সহ-সম্পাদক আমিরুজ্জামান খাঁন শিমুল।

সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সভাপতি অধ্যাপক আব্দুর রাজ্জাক। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সভাপতি এ্যাডঃ আব্দুল মজিদ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি আবুবকর বিশ্বাস, পৌর বিএনপি’র সভাপতি ও সাবেক পৌর মেয়র সালাহউদ্দীন বুলবুল সিডল, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ফারুক হোসেন খোকন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক লিয়াকত আলী

পৌর বিএনপির সাধারণ সম্পাদক আবুল কাশেম, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ হারুন অর রশীদ, উপজেলা বিএনপির সহ-সভাপতি প্রভাষক মোঃ সাইফুর রহমান পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মির্জা টিপু, সাবেক উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও এলাঙ্গী ইউনিয়ন বিএনপি’র সভাপতি ইকরামুল হক,উপজেলা বিএনপি দপ্তর সম্পাদক মোঃ শহিদুল ইসলাম ভূঁইয়া, উপজেলা যুবদলের আহ্বায়ক আশরাফুজ্জামান খাঁন মুকুল, সদস্য সচিব মাহফুজ আলম মামুন, উপজেলা সেচ্ছাসেবক দলের আহ্বায়ক কামরুজ্জামান সিদ্দিক, পৌর যুবদলের আহ্বায়ক ফয়েজ আহমেদ তুফান, সদস্য সচিব সেলিম রেজা মধু, যুগ্ম আহ্বায়ক আবু তালেব রিপন, উপজেলা ছাত্রদের আহ্বায়ক নাছির উদ্দীন লিয়ন,সদস্য সচিব হুমায়ূন কবির হিরা, পৌর ছাত্র দলের আহ্বায়ক নিশু, সদস্য সচিব ফজলে রাব্বি প্রমূখ।

এসময় উপজেলা ও পৌর বিএনপি সহ সকল অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।




ঝিনাইদহে জাতীয় যুবজোটের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

ঝিনাইদহে জাতীয় যুবজোটের ১৯তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে। গতকাল শুক্রবার সকালে শহরের উদয়ন স্কুল মাঠে জেলা যুবজোটের উদ্যোগে এই প্রতিষ্ঠা বাষির্কী পালন করা হয়।

জেলা যুবজোটের সভাপতি মনিরুজ্জামামান উজ্জলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা জাসদের সভাপতি চন্দন চক্রবর্তি।

এছাড়াও জাসদের সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান মানিক, দপ্তর সম্পাদক শাহানুর আলম, যুবজোটের সাধারণ সম্পাদক আশানুর রহমানসহ অন্যান্য নেতৃবৃন্দ বক্তব্য দেন।

এসময় বক্তারা বলেন বেকার যুবকদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে। দেশে ঘুষ দুর্নীতি বন্ধ করে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য কমাতে হবে। যুবকদের চাকুরিতে প্রবেশের বয়স ৩৩ বছর করার দাবি জানান। এছাড়া বিএনপি, জামায়াত-শিবির ও যুদ্ধাপরাধীদের তান্ডব প্রতিহত করতে যুবসমাজকে ঐক্যবদ্ধ ভাবে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বাধীনতার পক্ষের শক্তি ১৪দলীয় জোটের পক্ষের প্রার্থীদের নির্বাচিত করার আহবান জানান।




দামুড়হুদায় মাথাভাঙ্গা নদীতে ভাসমান অবস্থায় প্রতিবন্ধীর লাশ উদ্ধার

দামুড়হুদা থানাধীন দশমীপাড়ার সরকারি পাইলট হাইস্কুলের পিছনে মাথাভাঙ্গা নদীতে ভাসমান অবস্থায় এজিনা আক্তার এজি (৪০) নামে এক জনের লাশ উদ্ধার করেছে মডেল থানা পুলিশ।

আজ শুক্রবার সকাল ৭টার দিকে। নিহত এজিনা আক্তার এজি চুয়াডাঙ্গা হাটকালুগঞ্জ গ্রামের রুস্তম মল্লিকের মেয়ে।

থানা সূত্রে জানা গেছে গত ৩১ আগষ্ট বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার দিকে নিহত এজিনা আক্তার এজি জন্মগত ভাবে প্রতিবন্ধী পরিবারের কাউকে কিছু না বলে বাড়ি থেকে বের হয়ে আর বাড়ি ফিরে না যাওয়ায় পরিবারের লোকজন খোঁজাখুঁজি করতে থাকে।পরের দিন শুক্রবার সকালে দামুড়হুদা সরকারি পাইলট হাইস্কুলের পিছনে মাথাভাঙ্গা নদীতে ভাসমান অবস্থায় পাওয়া যায়।

এবিষয়ে দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ ওসি আলমগীর কবির সত্যতা নিশ্চিত করে জানান দামুড়হুদা সরকারি পাইলট হাই স্কুলের পেছনে মাথাভাঙ্গা নদী থেকে একজনের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। থানায় একটি অপমৃত্য মামলা হয়েছে।




ঝিনাইদহে বিএনপি’র ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

নানা আয়োজনে বিএনপি’র ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। আজ শুক্রবার সকালে ঝিনাইদহ জেলা বিএনপি’র আয়োজনে শহরের এইচএসএস সড়কের দলীয় কার্যালয়ের সামনে থেকে একটি র‌্যালী বের করা হয়।

র‌্যালীটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে ঝিনাইদহ প্রেসক্লাবের সামনে আলোচনা মঞ্চে গিয়ে শেষ হয়। পরে সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

জেলা বিএনপি’র সভাপতি এ্যাড. এম এ মজিদ এর সভাপতিত্বে জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা, যুগ্ম-সাধারন সম্পাদক আব্দুল মজিদ বিশ্বাস, উপজেলা বিএনপির সভাপতি কামাল আজাদ পান্নুসহ বিএনপি ও এর অন্যান্য সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

আলোচনা সভায় বক্তারা বলেন, অবৈধ সরকার আজ দেশের গণতন্ত্রকে হত্যা করে মানুষের স্বাধীনতা হরণ করে পুলিশ দিয়ে জোর করে ক্ষমতায় বসে আসে। দেশের মানুষের ভোটাধিকার ও গনতন্ত্র ফিরিয়ে আনতে আগামী দিনের আন্দোলন সংগ্রামে সকলকে ঐক্যবদ্ধ হয়ে রাজপথে থাকার আহবান জানান তারা।




চুয়াডাঙ্গায় মরহুম আঙ্গির মোল্লা স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

চুয়াডাঙ্গা সদর উপজেলার শংকরচন্দ্র ইউনিয়নের ডিঙ্গেদহ বাজার বাফার মাঠে আজ শুক্রবার দুপুর সাড়ে তিনটার সময় টুর্নামেন্টের শুভ উদ্বোধন করা হয়।

টুর্নামেন্টে শংকরচন্দ্র ইউনিয়ন যুবলীগের সভাপতি ও ৪নং ওয়ার্ডের সাবেক মেম্বর আবুল কালাম আজাদের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা যুবলীগের আহবায়ক ও চুয়াডাঙ্গা জেলা ক্রিয়া সংস্থার সাধারণ সম্পাদক নঈম হাসান জোয়ার্দ্দার।

উদ্বোধনী খেলায় দুরন্ত কোলনী সংঘ ও সরিষাডাঙ্গা টাইগার স্পোর্টিং ক্লাব অংশগ্রহণ করে। নিদিষ্ট সময় শেষে কোন দল গোল না পাওয়াই খেলা ট্রাইবেকার গড়াই। ট্রাইবেকারে দুরন্ত কোলনী সংষ জয়লাভ করে। টুর্নামেন্ট মোট ১৬ দল অংশগ্রহণ করবে।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেহালা ইউনিয়ন যুবলীগের আহবায়ক ও চেয়ারম্যান শিলন আহমেদ, চুয়াডাঙ্গা জেলা যুবলীগ নেতা রামিম হাসান সৈকত, সুইট আহমেদ, এবি ট্রেডার্সের নির্বাহী পরিচালক আশির উদ্দিন বিশ্বাস ইমরান, রাসেল হাসান নয়ন, আবু সুফিয়ান,মাহফুজ, সেলিম, শুভ,আলিফ,রাজু।

ম্যাচটি পরিচালনা করেন বাবুল মুন্সি। উদ্বোধনী অনুষ্ঠানে প্রাণবন্ত সঞ্চালনা করেন আবু হানজালা।




দামুড়হুদা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী খেলা অনুষ্ঠিত

দামুড়হুদায় বর্নিল সাজে শেখ রাসেল মিনি স্টেডিয়ামে দামুড়হুদা গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট কমিটির জমকালো আয়োজনে শুভ উদ্বোধন হয়েছে।

আজ শুক্রবার বিকাল সাড়ে ৪ টার সময় দামুড়হুদা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট- ২০২৩ এর প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শুভ উদ্বোধন করেন দামুড়হুদা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলী মুনছুর বাবু।

এসময় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, খেলা মানুষের দেহ সুস্থ রাখে, মন রাখে প্রফুল্ল। মাদকের ভয়াল থাবা থেকে যুব সমাজকে রক্ষা করতে খেলাধুলার কোন বিকল্প নেই। ফুটবল খেলা আমাদের প্রানের খেলা। আমাদের এই উপজেলায় অনেক বর্ষীয়ান খেলোয়াড় রয়েছে। খেলায় হারজিত থাকবে। সেটা সবাইকে মেনে নিতে হয়। সর্বপরি এত সুন্দর একটা ফুটবল খেলার আয়োজন করায় খেলার আয়োজক কমিটিকে ধন্যবাদ জানান।

উদ্বোধনী খেলায় অংশ গ্রহণ করেন দামুড়হুদা স্টার ক্লাব বনাম চুয়াডাঙ্গা ফুটবল একাডেমি। খেলার নির্দিষ্ট সময় পরে চুয়াডাঙ্গা ফুটবল একাডেমিকে ২-০গোলে হারিয়ে জয়ী হয় দামুড়হুদা স্টার ক্লাব।

দামুড়হুদা সদর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও দামুড়হুদা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের আহ্বায়ক শফিউল কবির ইউসুফের সভাপতিত্বে এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দামুড়হুদা মডেল থানার (ওসি) অপারেশন শফিউল আলম, দামুড়হুদা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হযরত আলী, উপজেলা শ্রমিকলীগের সভাপতি হাজী মো: আব্দুল কাদির, দামুড়হুদা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হবি, আওয়ামীলীগনেতা আমজাদ হোসেন, মোমিনুল ইসলাম মোমিন,ইমতিয়াজ হোসেন, সিরাজুল ইসলাম, আবুল হাশেম, শমসের আলী প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন দামুড়হুদা সদর ইউনিয়ন যুবলীগের সভাপতি আব্দুল হালিম ভুট্টু।

উদ্বোধনী খেলার শুরুতেই পবিত্র কোরআন তেলওয়াত করেন উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য জহুরুল ইসলাম। খেলায় প্রধান রেফারির দায়িত্ব পালন করেন যশোর থেকে আগত সাইফুল ইসলাম, সহকারী রেফারি ছিলেন বসির আহাম্মেদ ও মেহেদী হাসান এবং ৪র্থ রেফারি ছিলেন মাসুদুর রহমান। খেলার ধারাভাষ্যকার ছিলেন শিক্ষক মুস্তাফিজুর রহমান ও শামীম খান।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন দামুড়হুদা প্রেসক্লাব সভাপতি ও ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক এম নুরুন্নবী।