দামুড়হুদা কার্পাসডাঙ্গায় ৩কেজি গাঁজাসহ গ্রেফতার ১

দামুড়হুদা কার্পাসডাঙ্গায় ৩কেজি গাঁজাসহ লাল্টু নামের একজনকে গ্রেফতার করেছে দামুড়হুদা থানা পুলিশ।

বুধবার সকাল ৬ টার দিকে উপজেলার আরামডাঙ্গা গ্রামে রশিদের বাড়ি সংলগ্ন মুদি দোকানের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত হলো উপজেলার কার্পাসডাঙ্গা ইউনিয়নের আরাম গ্রামের আলাল উদ্দিনের ছেলে লাল্টু (৩২)।

পুলিশ সুত্রে জানাগেছে গোপন সংবাদের ভিত্তিতে দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ ওসি ফেরদৌস ওয়াহিদ এর দিক নির্দেশনায় কার্পাসডাঙ্গা পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই ইমরান ও এএসআই মসলেম উদ্দিন সঙ্গীয় ফোর্স সহ উপজেলার কার্পাসডাঙ্গা ইউনিয়নের আরামডাঙ্গা গ্রামে অভিযান চালিয়ে একটি মুদি দোকানের সামনে থেকে ৩কেজি গাঁজাসহ লাল্টু কে গ্রেফতার করে। আসামীকে দামুড়হুদা মডেল থানায় হস্তান্তর করা হয়।

এবিষয়ে দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ ওসি ফেরদৌস ওয়াহিদ বলেন ৩কেজি গাঁজাসহ গ্রেফতারকৃতকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।




টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। চন্ডিকা হাথুরুসিংহের দ্বিতীয় মেয়াদের প্রথম পরীক্ষার মাঠে নামতে প্রস্তুত টিম টাইগার্স।

মিরপুরের শের -ই-বাংলা জাতীইয় ক্রিকেট স্টেডিয়ামে আজ দুপুর ১২টায় ইংলিশদের মুখোমুখি হবে বাংলাদেশ। টস জিতে থ্রি লায়নসদের বোলিংয়ে আমন্ত্রণ জানিয়েছে টাইগার অধিনায়ক তামিম ইকবাল।

প্রায় সাত বছর পর বাংলাদেশ সফরে এসেছে ইংল্যান্ড। সর্বশেষ ২০১৫ বিশ্বকাপ পরবর্তী সময়ে ভারত, পাকিস্তান বা দক্ষিণ আফ্রিকার মতো জায়ান্টদের হারালেও আক্ষেপ হয়ে রয়েছে এই ইংলিশ বধ। সর্বশেষ সিরিজে ২-১ ব্যবধানে হেরেছিলো বাংলাদেশ।

সাত বছর পর আবার থ্রই লায়নসরা এসেছে বাঘের ডেরায়। এবার অবশ্য আরো শক্তিশালী ইংল্যান্ড, বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন তারা। ওয়ানডে, টেস্ট বা টি-টোয়েন্টি সব ফরম্যাটেই আক্রমণাত্মক ক্রিকেটের পসরা সাজিয়ে যে কোনো দলের জন্য হুমকি হয়ে উঠেছে জস বাটলারের দল।

এদিকে, ঘরের মাঠে বাংলাদেশকে হেলাফেলা করা যাবে না কোনোভাবেই। ঘরের মাঠে সর্বশেষ সাত ওয়ানডে সিরিজেই জয়। তামিম ইকবালের দল নিয়ে তাই বেশ সাবধানীই থাকবে ইংলিশরা।

ভারতের বিপক্ষে সর্বশেষ সিরিজে ইনজুরির কারণে দলে ছিলেন না নিয়মিত অধিনায়ক তামিম ইকবাল। ইংল্যান্ড সিরিজ দিয়ে ফের মাঠে নামছেন টাইগারদের নিয়মিত অধিনায়ক। এছাড়া এই সিরিজ দিয়ে ওয়ানডে একাদশে ফিরছেন তাইজুল ইসলাম। আজ প্রথম ম্যাচে মাঠেও নামছেন তাইজুল। তবে, বিপিএলে সাড়া জাগিয়ে বাংলাদেশে দলে দাক পাওয়া তৌহিদ হৃদয়কে প্রথম ম্যাচে সাইড বেঞ্চেই কাটাতে হচ্ছে।

বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, আফিফ হোসেন, মেহেদি হাসান মিরাজ, তাসকিন আহমেদ, তাইজুল ইসলাম, মুস্তাফিজুর রহমান।

ইংল্যান্ড একাদশ: জস বাটলার (অধিনায়ক), জেসন রয়, ফিল সল্ট, ডেভিড মালান, জেমস ভিন্স, মঈন আলী, উইল জ্যাকস, ক্রিস ওকস, আদিল রশিদ, জোফরা আর্চার, মার্ক উড।

সূত্র: ইত্তেফাক




আলমডাঙ্গার নাগদাহ ও আইলহাস ইউপি নির্বাচনে প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ

আলমডাঙ্গা উপজেলার নাগদাহ ও আইলহাঁস ইউপির নির্বাচনে প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ সম্পন্ন হয়েছে।

মঙ্গলবার নির্বাচন কর্মকর্তার অফিস কক্ষে প্রার্থীদের উপস্থিতিতে উপজেলা রিটার্নিং কর্মকর্তা এমএজি মোস্তফা ফেরদৌস উপজেলার ২টি ইউনিয়নের ১২ চেয়ারম্যান প্রার্থীদের মাঝে প্রতিক বরাদ্ধ করেন।

নগদাহ ইউনিয়নে ৯ প্রার্থীর মধ্যে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী, মোঃ হায়াত আলী (নৌকা প্রতিক), স্বতন্ত্র প্রার্থী দারুস সালাম(মটর সাইকেল প্রতিক), আলমগীর হোসেন (রজনীগন্ধা প্রতিক), মোহাম্মদ হাবিবুল্লাহ (আনারস প্রতিক ), মোহাম্মদ আতিকুর রহমান (ঘোড়া প্রতীক), আওয়ালুজ্জামান (আটো রিক্সা প্রতিক), মোঃ মিশর আলী (টেলিফোন প্রতিক ), মোহাম্মদ এজাজ ইমতিয়াজ বিপুল( চশমা প্রতিক), মোহাম্মদ আবুল হোসেন (টেবিল ফ্যান)

আইলহাঁস ইউনিয়নে ৩ প্রার্থীর মধ্যে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী, মোঃ জাহিদুল ইসলাম বাদল (নৌকা প্রতিক) ও স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ বিল্লাল গনি (আনারস প্রতিক ) ও মিনাজ উদ্দিন বিশ্বাস (চশমা প্রতিক )।

একই দিন উপজেলার ২টি ইউনিয়নের সংরক্ষিত আসনের মহিলা ২৩ জন ও সাধারণ সদস্য ৫১ জন প্রার্থীদের মাঝেও উপজেলা নির্বাচন অফিস বিভিন্ন প্রতিক বরাদ্দ করেন।

উপজেলা নির্বাচন অফিসার ও রিটানিং কর্মকর্তা এম, এ, জি মোস্তফা ফেরদৌস বলেন,নির্বাচন কমিশনের ঘোষিত তপশিল অনুযায়ী আগামী ১৬ মার্চ দ্বিতীয় ধাপে আলমডাঙ্গা উপজেলার ২টি ইউনিয়নে শান্তিপূর্ণভাবে ও সুষ্ঠভাবে নির্বাচন সম্পন্ন করার জন্য সকলের সহযোগিতা কামনা করছি। সেই সাথে সকলকে নির্বাচনী আচরণ বিধি মেনে চলার আহবান জানাচ্ছি।




দামুড়হুদায় মুন্সীপুর বিদ্যালয়ের নির্মাণকাজ পরিদর্শনে ইউএনও

দামুড়হুদায় মুন্সীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম এবং বিদ্যালয়টির শ্রেনীকক্ষ সম্প্রসারণের নির্মাণকাজ পরিদর্শন করেছেন দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার রোকসানা মিতা।

মঙ্গলবার বিকাল ৪ টার দিকে তিনি এ পরিদর্শন করেন।

এ সময় তিনি চলমান নির্মাণ কাজ পরিদর্শন করেন এবং কাজের সঠিক মান ও যথা সময়ে কাজ শেষ করার জন্য বলেন। তিনি বলেন যতটুকু কাজ হয়েছে তা সন্তোষ জনক। ভালোভাবে কাজ শেষ হবে।

এসময় উপস্থিত ছিলেন প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ও মুন্সীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশরাফুল হক।




ঝিনাইদহে তথ্য অফিসের আয়োজনে মহিলা সমাবেশ

স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ এবং মাদকাসক্তি, আত্মহত্যা, বাল্যবিবাহসহ বিভিন্ন সামাজিক ইস্যুতে জনগণকে সচেতন ও উদ্বুদ্ধ করার লক্ষ্যে ঝিনাইদহ জেলা তথ্য অফিসের আয়োজনে ঝিনাইদহ সদর উপজেলার বাজার গোপালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়।

মঙ্গলবার জেলা তথ্য অফিসার মোঃ আবুবকর সিদ্দীকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৩২৭ সংরক্ষিত মহিলা আসনের জাতীয় সংসদ সদস্য খালেদা খানম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা কালচারাল অফিসার মোঃ জসিম উদ্দিন, জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা রিয়াদ রায়হান আবির, যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ মিজানুর রহমান, মধুহাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আলতাফ হোসেন ও সহকারী উপজেলা শিক্ষা অফিসার মোঃ আলী হাসান।

অনুষ্ঠানের উদ্দেশ্যসহ স্মার্ট বাংলাদেশ, বাল্যবিবাহ, আত্মহত্যা প্রভৃতি বিষয় তুলে ধরে স্বাগত বক্তব্য প্রদান করেন জেলা তথ্য অফিসার আবুবকর সিদ্দীক।

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য খালেদা খানম বলেন, স্মার্ট বাংলাদেশ প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত নতুন এক উন্নয়ন দর্শন। এটি এমন এক উন্নয়ন দর্শন যেখানে প্রযুক্তিকে কাজে লাগিয়ে দুর্নীতিমুক্ত একটি রাষ্ট্র বিনির্মাণ করা হবে এবং ভোগান্তি ছাড়া প্রত্যেক নাগরিক পাবে অধিকারের নিশ্চয়তা এবং কর্তব্য পালনের সুবর্ণ এক সুযোগ। এই স্মার্ট বাংলাদেশের চারটি ভিত্তি থাকবে সেগলি হলো- স্মার্ট সিটিজেন, স্মার্ট ইকনোমি, স্মার্ট গভর্নমেন্ট ও স্মার্ট সোসাইটি। মূলত স্মার্ট সিটিজেন গড়ে তুলতে পারলেই পরবর্তী ভিত্তিগুলি রচনা করা সম্ভব হবে। ইতোমধ্যে ডিজিটাল বাংলাদেশ গড়ার মধ্য দিয়ে স্মার্ট গভর্নমেন্টের শক্ত ভিত্তি রচিত হয়েছে। সময়ের সাথে সাথে এই প্রক্রিয়া আরো শক্তিশালী হবে। তিনি স্মার্ট সিটিজেন গড়ে তোলার জন্য ছেলে-মেয়েদেরকে আধুনিক তথ্য-প্রযুক্তিতে দক্ষ করে গড়ে তোলার উপর গুরুত্ব আরোপ করেন।

এছাড়া সমাজ থেকে বাল্যবিবাহ, মাদক ও আত্মহত্যা প্রতিরোধে তিনি সকলকে সোচ্চার ভূমিকা রাখার আহবান জানান।
মহিলা সমাবেশে বিভিন্ন শ্রেণি পেশার তিন শতাধিক মহিলা অংশগ্রহণ করেন।




‘১০৭৯ দিনের চুয়াডাঙ্গা’ বইয়ের মোড়ক উন্মোচন

পুলিশ সুপার মো. জাহিদুল ইসলামের লেখা ‘১০৭৯ দিনের চুয়াডাঙ্গা’ বইয়ের মোড়ক উন্মোচন করা হয়েছে।

গতকাল  সোমবার ২৭ ফেব্রুয়ারি অমর একুশে বইমেলা প্রাঙ্গণের সোহরাওয়ার্দী উদ্যানের মোড়ক উন্মোচন মঞ্চে বইটির মোড়ক উন্মোচন করা হয়।

মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমান।

বিশেষ অতিথি ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের শিক্ষক অধ্যাপক ড. জি এম তারিকুল ইসলাম, শিক্ষক ও প্রকাশক রফিকুল ইসলাম।

১০৭৯ দিনের চুয়াডাঙ্গা’ বইটি প্রকাশ করেছে রাদ্ধ প্রকাশ। মো. জাহিদুল ইসলাম চুয়াডাঙ্গা জেলা পুলিশ সুপার হিসেবে দায়িত্বপালন করার সময়ের ঘটনাবলি নিয়ে বইটি লেখা।

মো. জাহিদুল ইসলাম বর্তমানে সিআইডি পুলিশ সুপার হিসেবে কর্মরত। পাশাপাশি তিনি নিয়মিত লেখালেখি করে থাকেন।




মুজিবনগরে শাওমি অফিসিয়াল ব্র্যান্ড শপ এর উদ্বোধন

মুজিবনগরে কেদারগঞ্জ বাজার হাই স্কুল মার্কেটে শাওমি মোবাইল ফোনের অফিসিয়াল ব্র্যান্ড শপের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার বিকেলে ব্র্যান্ড শপের উদ্বোধন অনুষ্ঠিত হয় বাগওয়ান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আয়ুব হোসেন এবং বাগোয়ান ইউপি ১ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি এবং কেদারগঞ্জ বাজার ব্যবসায়ী কমিটির সভাপতি ফারুক হোসেন প্রধান অতিথি হিসাবে উপস্হিত থেকে কেক ও ফিতা কেটে ব্র্যান্ড শপের উদ্বোধন করেন।

এসময় উপস্থিত ছিলেন শাওমি মোবাইল ফোনের এরিয়া সেলস ম্যানেজার মশিউর রহমান, রিজিওনাল ম্যানেজার হুমায়ুন কবির, রিটেইল প্রোগ্রাম ম্যানেজার মাহবুবুর রহমান, চ্যানেল সেলস ম্যানেজার আশীষ কুমার,বাগোয়ান ইউপি ১ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জহির উদ্দীন, উপজেলা মৎস্য লীগের সাধারণ সম্পাদক ফারুক হোসেন (শাহিন),কেদারগঞ্জ বাজার মসজিদ কমিটির সভাপতি রেজাইল ইসলাম।




মুজিবনগরে গুডনেইবার্সের উদ্যোগে সরকারি স্কুল শিক্ষকদের প্রশিক্ষণ 

মুজিবনগরের গুড নেইবারস বাংলাদেশ মেহেরপুর সিডিপি এর উদ্যোগে উপজেলার সরকারি মাধ্যমিক ও প্রাথমিক স্কুলের ইংরেজি ও গণিত শিক্ষকদের বেসিক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার বিকেলে উপজেলার বল্লভপুর মিশন মাধ্যমিক বিদ্যালয় এবং বল্লভপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কক্ষে অনুষ্ঠিত প্রশিক্ষণ কর্মশালা মুজিবনগর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ আলাউদ্দিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন করেন।

এ সময় উপস্থিত ছিলেন গুডনেইবার্স বাংলাদেশ মেহেরপুর সিডিপি এর প্রজেক্ট ম্যানেজার বিভব দেওয়ান, উপজেলা সহকারী শিক্ষা অফিসার মোহাম্মদ সামসুজ্জোহা, উপজেলা একাডেমিক সুপারভাইজার হাসনাইন করিম, গুডনেইবার্স এর সিনিয়র প্রোগ্রাম অফিসার রিফাত আল মাহমুদ।

প্রশিক্ষণ কর্মশালায় উপজেলার ৫টি মাধ্যমিক বিদ্যালয়ের ১ জন করে ইংরেজি ও অংকের শিক্ষক এবং ৫টি প্রাথমিক বিদ্যালয়ের ১জন করে অঙ্ক ও ইংরেজি শিক্ষক নিয়ে মোট ২০ জন শিক্ষক প্রশিক্ষণ গ্রহণ করেন।

মাধ্যমিক পর্যায়ে প্রশিক্ষক হিসেবে ছিলেন, আদর্শ মাধ্যমিক বিদ্যালয় শিবপুর এর সহকারী শিক্ষক মোশারফ হোসেন এবং ফিরাতুল ইসলাম। প্রাথমিক পর্যায়ে প্রশিক্ষক হিসেবে ছিলেন, কেদারগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক শাহজাহান আলী এবং মুজিবনগর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক রাজিব মিয়া।




ঝিনাইদহে জলাতঙ্ক নির্মূলের লক্ষ্যে অবহিতকরণ সভা

বাংলাদেশ থেকে জলাতঙ্ক নির্মূলের লক্ষ্যে ঝিনাইদহ জেলায় ব্যাপক হারে কুকুরের টিকাদান (এমডিভি) কার্যক্রম ২০২৩ সদর উপজেলা অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার দুপুরে সদর উপজেলা সভাকক্ষে উপজেলা স্বাস্থ্য বিভাগের আয়োজনে সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মিথিলা ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া জেরিন।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌরসভার মেয়র কাইয়ুম শাহরিয়ার জাহেদী হিজল, জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ মনোজিৎ কুমার, মেডিকেল অফিসার ডাঃ ফয়সাল আহমেদ, স্বাস্থ্য পরিদর্শক ইনচার্জ নাজিম উদ্দীন জোয়ার্দার, উপজেলা ভাইস চেয়ারম্যান আরতি দত্ত, ইউপি চেয়ারম্যান বিকাশ কুমার বিশ্বাস,পারভেজ মাসুদ লিল্টন, জাহাঙ্গীর আলম, আতিকুল হাসান মাসুম, সিরাজুল করিমসহ জনপ্রতিনিধি, সাংবাদিক ও স্বাস্থ্য বিভাগের ৬০ জনসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা অবহিতকরণ কর্মশালায় অংশ নেয়।




কোটচাঁদপুরে আগুনে পুড়ে ছাই কয়েল তৈরির কাঁচামাল কারখানা

কোটচাঁদপুরে আগুনে পুড়ে ছাই হয়েছে কয়েল তৈরির কাঁচামাল কারখানা। এতে করে ২৭ লাখ টাকার ক্ষতি সাধিত হয়েছে বলে দাবি ভুক্তভোগিদের। গতকাল সোমবার গভীর রাতে ঘটনাটি ঘটেছে কোটচাঁদপুেরর বড়বামনদহ সড়কের একটি কারখানায়।

ভুক্তভোগী রাশেদুল ইসলাম বলেন, সোমবার রাত ২.৩০ মিনিটের সময় কারখানায় আগুন লাগে। এ সময় স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করেন। খবর পেয়ে ছুটে আসেন ফায়ার সার্ভিসের সদস্যরা। আগুন নিয়ন্ত্রণে আসার আগেই পুড়ে ছাই হয়ে যায় আমার প্রতিষ্ঠানটি।

কারখানায় নারকেলের মালায় ভেঙ্গে চুর্ন করা হত। করা হত কাঠের গুড়ারও চুর্ন। যা কয়েল তৈরিতে কাঁচা মাল হিসেবে ব্যবহারিত হত।

এ ছাড়া ছিল পুরাতন প্লাস্টিক,পলিথিন পসেসিংয়ের মেশিন। আগুনে মোট ৫ টি মেশিন পুড়ে ছাই হয়ে গেছে। পুড়ে নস্টো হয়েছে কয়েল তৈরির ৬ শ বস্তা কাঁচা মাল,কারখানার আসবাবপত্র। ।

কারখানার মালিক রাব্বি কোটচাঁদপুর কলেজের বাসস্ট্যান্ড এলাকার আব্দুর রহিমের ছেলে। তিনি বলেন, আমার পিতা আব্দুর রহিমের অনেক পুরাতন ব্যবসা ছিল এটা। গেল বছর ইসলামি ব্যাংক থেকে ১২ লাখ টাকা লোন করা হয়। গড়ে তোলা হয় প্লাস্টিক কারখানাটি।

তিনি বলেন, এ কারখানায় নারকেলের মালায় ভেঙ্গে চুর্ন করা হত। করা হত কাঠের গুড়ারও চুর্ন। যা কয়েল তৈরিতে কাঁচামাল হিসেবে ব্যবহারিত হত। সব মিলিয়ে আগুন লেগে ২৭ লাখ টাকার ক্ষতি সাধিত হয়েছে আমার।

এ ব্যাপারে কোটচাঁদপুর ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার আক্কাস আলী বলেন,খবর পেয়ে আমরা রাত ৩.২০ মিনিটের সময় ঘটনা স্থলে পৌছায়। ২ ঘন্টার চেষ্টার পর আগুন নিয়ন্ত্রনে আসে।

তিনি বলেন, বৈদ্যুতিক গোলযোগে এ ঘটনা ঘটতে পারে। বিষয়টি নিয়ে তদন্ত শুরু হয়েছে। তদন্তের পর বলা যাবে প্রকৃত ক্ষতির পরিমান। তবে আনুমানিক ১২ লাখ টাকার ক্ষতি সাধিত হয়েছে। আর উদ্ধার করা হয়েছে প্রায় ৩০ লাখ টাকার মালামাল।