দামুড়হুদায় মটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা, আহত ২

দামুড়হুদায় মটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে দুইজন গুরুতর আহত হয়েছে দুইজনকেই রাজশাহী রেফার্ড করা হয়েছে।

রবিবার রাত ৯টার দিকে দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা টু আরামডাঙ্গা রোডের মাঝামাঝি স্থানে পাকা রাস্তার উপর এই দূর্ঘটনা ঘটে।

আহতরা হলেন দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা ইউনিয়নের পীরপুর কুল্লা গ্রামের হাজী আব্দুল হান্নানের ছেলে হারুন অর রশিদ (৪২),ও একই গ্রামের মৃত সুন্নাত আলীর ছেলে রায়হান (৪৫)।

স্থানীয় সূত্রে জানা গেছে দর্শনা থেকে বাড়ি ফেরার পথে মোটরসাইকেল চালিয়ে যাওয়ার সময় দামুড়হুদা থানাধীন কার্পাসডাঙ্গা টু আরামডাঙ্গা রোডের মাঝামাঝি স্থানে পৌঁছালে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা খেচুর গাছের সঙ্গে ধাক্কা লেগে দুইজন গুরুতর আহত হয়। পথচারীরা দেখতে পেয়ে তাৎক্ষণিক উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে জরুরী বিভাগে নিয়ে আসেন। জরুরী বিভাগের কর্তব্যরত ডাক্তার, শাপলা খাতুন প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য দুইজনকেই রাজশাহী মেডিকেল ও কলেজ হাসপাতালে রেফার্ড করেন।

এবিষয়ে দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ ওসি ফেরদৌস ওয়াহিদ বলেন থানা পুলিশ কর্তৃক পরবর্তী আইনানুগ কার্যক্রম চলমান রয়েছে।




আলমডাঙ্গায় দিনব্যাপী প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনীর উদ্বোধন

‘স্মার্ট লাইভস্টক, স্মার্ট বাংলাদেশ’ প্রতিপাদ্য নিয়ে আলমডাঙ্গা মৎস্য ও প্রাণিসম্পদের উদ্যোগে দিনব্যাপী সেবা সপ্তাহ ও প্রদর্শনী- ২০২৩ অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২৬ফেব্রুয়ারি) বেলা ১১টায় উপজেলা প্রাণিসম্পদ দফতর ও ভেটেনারি হাসপাতালে এ প্রদর্শনী অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানটি বিকেল ৩ টায় সমাপনী অনুষ্ঠানের মাধ্যমে পুরস্কার বিতরণ করা হয়।

প্রাণিসম্পদ অধিদফতরের বাস্তবায়নে প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্পের (এলডিডিপি) সহযোগীতায় ও উপজেলা প্রাণিসম্পদ দফতর ও ভেটেনারি হাসপাতালের বাস্তবায়নে প্রদর্শনী অনুষ্ঠানে সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রেজওয়ানা নাহিদের সভাপতিত্বে বিকেল ৩ টায় প্রাণীসম্পদ প্রদর্শনী -২০২৩ এর সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

প্রাণীসম্পদ প্রদর্শনী-২০২৩ এর সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা আওয়ামীলীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়াদ্দার ছেলুন এমপি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আয়ুব হোসেন, জেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক লিঠু বিশ্বাস, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আবু মুছা, সাধারণ সম্পাদক ইয়াকুব আলী মাস্টার, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সালমুন আহম্মেদ ডন, মহিলা ভাইস চেয়ারম্যান কাজী মারজাহান নিতু, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সোহেল রানা, প্রাণীসম্পদ কর্মকর্তা আব্দুল্লাহীল কাফি, থানার অফিসার ইনচার্জ ওসি সাইফুল ইসলাম, বীরমুক্তিযোদ্ধা জকু, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এনামুল হক, পৌর আওয়ামীলীগের সভাপতি দেলোয়ার হোসেন,সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম পিন্টু, প্রাণীসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডা. বাইজিদ খন্দকার।

প্রদর্শনীতে ৫০টি ষ্টলে ৭০ জন খামারি গরু, মহিষ, ছাগল, ভেড়া, হাঁস, মুরগিসহ বিভিন্ন প্রজাতির পাখি ও প্রাণীর প্রদর্শনসহ প্রাণীসম্পদ উন্নয়নে বিভিন্ন দিক নির্দেশনা দেওয়া হয়।




আলমডাঙ্গায় মেয়ের ধাক্কা, ইটের আঘাতে বাবার মৃত্যু

আলমডাঙ্গায় মেয়ের ধাক্কায় পড়ে গিয়ে ইটে আঘাতে সানোয়ার হোসেন (৫২) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।

রোববার বিকেলে আলমডাঙ্গার বকশিপুর গ্রামে ঘটনা ঘটে। পরে আহত অবস্থায় স্থানীয় একটি ক্লিনিকে নেয়া হলে চিকিৎসক কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। সেখানে চিকিৎসারত অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনার পরই পুলিশ অভিযান চালিয়ে মেয়ে ববিতাকে আটক করেছে।

আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

স্থানীয় সূত্রে জানাযায়, আলমডাঙ্গা উপজেলার ডাউকি ইউনিয়নের বকসিপুর গ্রামের কেসমত আলীর জামাই সানোয়ার হোসেন (৫২)। রবিবার বিকেলে মেয়ে ববিতার ছেলেকে মোবাইলের রিচার্জ করতে পাঠায়। সে না গিয়ে ঘোরাঘুরি করে। এতে রাগান্তিত হয়ে মেয়ে ও নাতীকে কুপিয়ে জখম করে সানোয়ার।

এ সময় মেয়ে তার পিতাকে ধাক্কা দিলে ইটের উপর পড়ে মাথায় আঘাতপ্রাপ্ত হন। পরিবারের লোকজন সানোয়ারকে উদ্ধার করে আলমডাঙ্গা হারদি হাসপাতালে নেয়। জরুরি বিভাগে দায়িত্বরত চিকিৎসক কুষ্টিয়া মেডিকেল হাসপাতালে ভর্তি করলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। খবর পেয়ে আলমডাঙ্গা থানাপুলিশ সানোয়ারের মেয়ে ববিতাকে আটক করে পুলিশ।

আলমডাঙ্গা থানার (ওসি) সাইফুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে অভিযুক্ত মেয়েকে আটক করা হয়েছে। লাশ হাসপাতাল থেকে আসলে সুরতহাল রিপোর্ট শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।




চুয়াডাঙ্গায় মাদকবিরোধী ফুটবল টুর্নামেন্ট ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত

চুয়াডাঙ্গায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের আয়োজনে মাদকবিরোধী ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। রবিবার বেলা সাড়ে চারটার সময় চুয়াডাঙ্গা পুরাতন স্টেডিয়ামে মাদকবিরোধী ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, চুয়াডাঙ্গার আয়োজনে মাদকবিরোধী ফুটবল টুর্নামেন্ট ২০২৩ এর সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ শরীয়ত উল্লাহ সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক মোহাম্মদ আমিনুল ইসলাম খান।

এ সময় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, খেলাধুলা ও সুস্থ সংস্কৃতি চর্চা ছাত্র-ছাত্রীদের অনন্য মানুষে পরিণত করে। ভালো শিক্ষার্থী হওয়ার পাশাপাশি ভালো মানুষ হতে হলে খেলাধুলার বিকল্প নেই৷ মানবিক মূল্যবোধ সমৃদ্ধ উন্নত জাতি গড়তে সুস্থ সাংস্কৃতিক চর্চা ও ক্রীড়াঙ্গনেও দক্ষ হতে হবে।তিনি আরও বলেন, খেলায় যেমন প্রতিযোগিতা রয়েছে তেমনি রয়েছে মানুষ হিসেবে প্রয়োজনীয় গুনাবলী অর্জনের সুযোগ। তোমাদের সেই গুনাবলী অর্জন করতে হবে।

চুয়াডাঙ্গা পুরাতন স্টেডিয়ামে চারটি দলের অংশগ্রহণে নকআউট পর্বে ফাইনাল খেলায় চুয়াডাঙ্গা টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ ও চুয়াডাঙ্গা পৌর ডিগ্রী কলেজ অংশগ্রহণ করে। চুয়াডাঙ্গা পৌর ডিগ্রী কলেজ চ্যাম্পিয়ান লাভ করেন ও চুয়াডাঙ্গা টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ রানার্সআপ হয়।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত চুয়াডাঙ্গা পৌর মেয়র জাহাঙ্গীর আলম মালিক, চুয়াডাঙ্গা অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আবু তারেক, চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী অফিসার শামীম ভূইয়া, চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি সরদার আল আমিন সহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তা কর্মচারী বৃন্দ।




স্বামীকে জেলে পাঠিয়ে নাচলেন রাখি!

প্রতারণা ও নারী নির্যাতনের অভিযোগে গত ৭ ফেব্রুয়ারি গ্রেফতার হন রাখি সায়ন্তর স্বামী আদিল দুরানি। আদিল আপাতত জেলে। তার বিরুদ্ধে মামলায় লড়ছেন রাখি।

রাখি ও আদিল কখনো প্রেমে মজেছেন, কখনো পরস্পরের প্রতি কাদা ছোড়াছুড়ি করে ভাইরাল হয়েছেন। এবার স্বামীকে জেলে ঢুকিয়ে আনন্দে ক্যামেরার সামনে নাচলেন রাখি। সেই ভিডিওটিও ভাইরাল হতে দেখা গেছে। নাচের সময় তার গায়ে ছিল হলুদ টপ ও জিন্স। মুখে মেক-আপ ও সুসজ্জিত চুল।

ভিডিওতে তাকে বলতে দেখা যায়, ‘নিজের স্ত্রীকে কাঁদিয়েছে, তার গায়ে হাত তুলেছে, এখন জেলের ঘানি টানতে হচ্ছে তো? এজন্যই কখনো নিজের স্ত্রীকে কাঁদাতে নেই!’

ভিডিওতে রাখির চোখেমুখে ছিল আনন্দের ছাপ। তিনি বেশ মজা করেই ভিডিওটি বানিয়েছেন।

আদিল-মামলায় সম্প্রতি কান্নাকাটি থেকে সরে এসেছেন রাখি। আদালতে মামলা লড়ছেন তার বিরুদ্ধে। এমনকি বিয়ের কনের সাজে ক্যামেরার সামনে এসেছেন তারকা। জমকালো লেহেঙ্গা পরে ভ্যানিটি ভ্যান থেকে বেরোতেও দেখা যায় তাকে।

সূত্র: যুগান্তর




ভরিতে সোনার দাম কমলো ১ হাজার ১৬৬ টাকা

সোনার দাম ভরিতে এক হাজার ১৬৬ টাকা কমিয়ে নতুন দাম নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। এতে সবচেয়ে ভালো মানের সোনার দাম হয়েছে ভরি প্রতি ৯১ হাজার ৯৬ টাকা। যা এ‌তদিন ছিল ৯২ হাজার ২৬২ টাকা।

রোববার বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ স্থায়ী কমিটির চেয়ারম্যান এম এ হান্নান আজাদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সোমবার থেকে স্বর্ণের এই নতুন দাম কার্যকর করা হবে।

নতুন দাম অনুযায়ী, সোমবার থেকে ২২ ক্যারেটের প্রতি ভরি সোনা কিনতে লাগবে ৯১ হাজার ৯৬ টাকা। ২১ ক্যারেটের প্রতি ভরি ১০৫০ টাকা কমিয়ে করা হ‌য়ে‌ছে ৮৭ হাজার ১৩ টাকা, ১৮ ক্যারেটের দাম ৮৭৫ টাকা কমিয়ে ৭৪ হাজার ৫৯১ টাকা করা হয়েছে। আর সনাতন পদ্ধতির সোনার দাম ভরিতে ৬৯৮ টাকা কমিয়ে ৬২ হাজার ১৬৯ টাকা করা হয়েছে।

এদিকে সোনার দাম কমা‌নো হ‌লেও অপরিবর্তিত রাখা হয়েছে রুপার দাম। ক্যাটাগরি অনুযায়ী ২২ ক্যারেটের রুপার দাম প্রতি ভ‌রি ১ হাজার ৭১৫ টাকা নির্ধারণ করা হয়েছে। ২১ ক্যারেটের রুপার দাম ১ হাজার ৬৩৩ টাকা, ১৮ ক্যারেটের দাম ১৪০০ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার দাম ১০৫০ টাকায় অপরিবর্তিত রাখা হয়েছে।




দামুড়হুদা উপজেলা বালাইনাশক বিক্রেতা এসোসিয়েশনের বার্ষিক সম্মেলন 

দামুড়হুদা উপজেলা বালাইনাশক বিক্রেতা এসোসিয়েশন বার্ষিক সম্মেলন ২০২৩ অনুষ্ঠিত হয়েছে। রবিবার দুপুর ২টার সময় ডিসি ইকোপার্কে চড়ুইভাতি চত্বরে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা -২ আসনের সংসদ সদস্য হাজী আলী আজগার টগর। এসময় তিনি বলেন বাংলাদেশ কৃষি প্রধান দেশ, এদেশের অর্থনীতি প্রবৃদ্ধিতে কৃষি বিভাগ অগ্রণী ভূমিকা পালন করে। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সোনার বাংলা গড়তে তারই সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সরকার একটি কৃষি বান্ধব সরকার। মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে কৃষি বিভাগের তত্ত্বাবধানে কৃষকের মাঝে ন্যায্য মূল্যে কৃষকের কাছে সার পৌঁছে দিচ্ছে। বঙ্গবন্ধুর এ স্বপ্ন পূরণে অগ্রনী ভূমিকায় রয়েছেন আপনাদের মতো বালাইনাশক খুচরা বিক্রেতা।বর্তমানে দামুড়হুদা উপজেলায় বালাই নাশক খুচরা বিক্রেতাদের মাধ্যমে প্রতি বছরে বিনা সুদে বাকিতে প্রায় সরকারি মূল্যে দেড়শো কোটি টাকার উন্নত মানের বীজ,সার ও কীটনাশক সরবারহ করে থাকি।

দামুড়হুদা উপজেলা বালাইনাশক বিক্রেতা এসোসিয়েশন কর্তৃক আয়োজিত বার্ষিক সম্মেলনে চুয়াডাঙ্গা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক বিভাস চন্দ্র সাহা’র সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান মাহফুজুর রহমান মঞ্জু, দামুড়হুদা উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হাজী শহিদুল ইসলাম, দামুড়হুদা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলী মুনছুর বাবু, উপজেলা ভাইস চেয়ারম্যান শহিদুল ইসলাম, দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ ওসি ফেরদৌস ওয়াহিদ, দামুড়হুদা উপজেলা সিআইজি কৃষক সংগঠনের সভাপতি সামসুল ইসলাম।

দামুড়হুদা উপজেলা কৃষি অফিসার মনিরুজ্জামান মনিরের প্রাণবন্ত সঞ্চালনায় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন কার্পাসডাঙ্গা ইউপি চেয়ারম্যান আ: করিম,কুড়ালগাছি ইউপি চেয়ারম্যান কামাল উদ্দিন, দামুড়হুদা সদর ইউপি চেয়ারম্যান হযরত আলী,নাটুদাহ ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম,হাউলী ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান নিজাম উদ্দিন, দামুড়হুদা উপজেলা বালাইনাশক এসোসিয়েশন সভাপতি আব্দুর রাজ্জাক, সাধারণ সম্পাদক মিনহাজ উদ্দিন। উপস্থিত ছিলেন বিভিন্ন উপজেলা কৃষি কর্মকর্তা, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সাংবাদিক বৃন্দ ও দামুড়হুদা উপজেলার বালাই নাশক ব্যাবসায়িক বৃন্দ।




নিয়োগ দেবে ডিবিএল গ্রুপ

নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ডিবিএল গ্রুপ। প্রতিষ্ঠানটিতে ‘ম্যানেজার’ পদে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী যোগ্য প্রার্থীরা অনলাইনের মাধ্যমে সহজেই আবেদন করতে পারেন।

পদের নাম

ম্যানেজার (কৃষি)।

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা

স্বীকৃত যেকোনো বিশ্ববিদ্যালয় থেকে কৃষি অথবা এ জাতীয় যেকোনো বিষয়ে বিএসসি অথবা স্নাতকোত্তর পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। ন্যূনতম আট বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। প্রার্থীর যোগাযোগ দক্ষতা থাকতে হবে। ৩৫ থেকে অনূর্ধ্ব ৫০ বছর বয়স পর্যন্ত আবেদন করা যাবে।

কর্মস্থল

গাজীপুর।

বেতন

আলোচনা সাপেক্ষে।

আবেদন প্রক্রিয়া

আগ্রহী যোগ্য প্রার্থীরা বিডিজবস অনলাইনে আবেদন করতে পারবেন।

আবেদনের শেষ তারিখ

২৮ ফেব্রুয়ারি, ২০২৩।

সূত্র : বিডিজবস




ঝিনাইদহে ২২ লাখ টাকাসহ ২ সুদ কারবারি আটক

ঝিনাইদহের কালীগঞ্জে অভিযান চালিয়ে দুই সুদের কারবারিকে আটক করেছে পুলিশ। রোববার (২৬ ফেব্রুয়ারি) সকালে উপজেলার বড়তালিয়ান গ্রাম থেকে রেজাউল ও শরিফুল নামের দুইজনকে আটক করা হয়।

কালিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহিম মোল্লা বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয়দের বরাত দিয়ে ওসি জানান, মানুষের অভাব-অনটনকে পুঁজি করে বড়তালিয়ান গ্রামের ওই দুই ব্যক্তি মানুষের কাছ থেকে দীর্ঘদিন ধরে চড়া সুদে ঋণ দিয়ে আসছিলেন। টাকা দেওয়ার সময় ব্ল্যাঙ্ক চেক ও স্টাম্প স্বাক্ষর করিয়ে নিতেন তারা। পরে তাদের মামলার ভয় দেখিয়ে টাকা আদায় করে আসছিলেন তারা। বিষয়টি জানতে পেরে কালীগঞ্জ থানা পুলিশ স্থানীয়দের সহযোগিতা নিয়ে তাদের আটক করে। এসময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয় নগদ ২২ লাখ ৫০ হাজার টাকা, ৪ টি স্ট্যাম্প ও ১৫০ পাতা তালিকা খাতা।

আজ বিকেলে পুলিশের পক্ষ থেকে দ্রুত বিচার আইনে মামলা করে তাদের আদালতে পাঠানো হবে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।




মেসেঞ্জারে আসছে রোলকল সুবিধা

তাৎক্ষণিক বার্তা আদান–প্রদানের অ্যাপ মেসেঞ্জারের জন্য বিরিয়ালের মতোই ‘রোলকল’ নামে একটি সুবিধা নিয়ে অভ্যন্তরীণ পরীক্ষামূলক কার্যক্রম চালাচ্ছে ফেসবুকের মূল প্রতিষ্ঠানটি মেটা। প্রতিষ্ঠানটি এ তথ্য নিশ্চিত করেছে। এর আগে এর আগে সামাজিক যোগাযোগমাধ্যম পরামর্শক ম্যাট ন্যাভারা প্রথম এ সুবিধা সামনে আনেন।

এর মাধ্যমে ব্যবহারকারীকে কোনো মুহূর্তের তাৎক্ষণিক কর্মকাণ্ড শেয়ারের জন্য আমন্ত্রণ জানানোর পর তাঁরা ছবি বা ভিডিও যুক্ত করতে পারবেন। ছবি বা ভিডিওতে প্রতিক্রিয়াও জানানো যাবে এবং রোলকলে যুক্ত থাকা অন্য ব্যবহারকারীরা এগুলো দেখতে পারবেন। এটি অনেকটা বিরিয়ালের ফিচারের মতোই। বিরিয়ালে ব্যবহারকারীকে যেকোনো মুহূর্ত শেয়ারের জন্য আমন্ত্রণ জানানো যায়। ব্যবহারকারীরা তাতে সামনের ও পেছনের ক্যামেরা দিয়ে ছবি তুলে মুহূর্ত বিনিময়ের সুযোগও পেয়ে থাকেন।

মেসেঞ্জারের নতুন এ ফিচারে ব্যবহারকারী গ্রুপ চ্যাটে রোলকল থ্রেড শুরু করতে পারবেন। তবে বিরিয়ালে এভাবে ছবি শেয়ারের আমন্ত্রণ জানানো যায় না। অংশগ্রহণ বাড়ানোর জন্য মেসেঞ্জারের এ ফিচারে ক্ষণগণনা (কাউন্টডাউন) যুক্ত হতে পারে। বলা হচ্ছে, পরীক্ষামূলক সংস্করণ ও পরবর্তী সময়ে প্রকাশিত সংস্করণের মধ্যে বেশ কিছু পার্থক্যও থাকবে।

গ্রুপ চ্যাটে কোনো ব্যবহারকারী রোলকল চালু করলে গ্রুপের অন্যদের কাছে নোটিফিকেশন চলে যাবে। এদিকে ইনস্টাগ্রামে নতুন ব্রডকাস্ট চ্যানেল সুবিধা চালু করেছে মেটা। যার মাধ্যমে নির্মাতারা একসঙ্গে অসংখ্য অনুসরণকারীর সঙ্গে সরাসরি যুক্ত হতে পারবেন।

সূত্র: গ্যাজেটস নাউ