জীবননগর থানার ওসির বিদায় ও নবাগত ওসি নাসির উদ্দিন মৃধার যোগদান

জীবননগর থানার সাবেক অফিসার ইনচার্জ (ওসি)মোঃ আব্দুল খালেককে বিদায় ও নবাগত অফিসার ইনচার্জ (ওসি) হিসাবে মোঃ নাসির উদ্দিন মৃধার যোগদান উপলক্ষে মতবিনিময় আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্টিত হয়েছে।

শনিবার বিকাল ৫টার সময় জীবননগর থানার আয়োজনে জীবননগর থানা কার্যলয়ে এ আলোচনা, মতবিনিময় সভা ও সংবর্ধনা প্রদান করা হয়।

জীবননগর থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) মোঃ নাসির উদ্দিন মৃধার সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন, জীবননগর থানার সাবেক অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আব্দুল খালেক ,জীবননগর থানার (ওসি) তদন্ত স্বপন কুমার, ওসি (অপারেশন) মাহাবুব হোসেন, সীমান্ত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইসাবুল ইসলাম মিল্টন, সাংবাদিক জাহিদ বাবু, আতিয়ার রহমান, মিঠুন মাহমুদ, জীবননগর থানার এস আই নাহিরুল ইসলাম, রায়হান, মাহফুজ, নওশাদ প্রমুখ।

উক্ত অনুষ্ঠানটি সার্বিক পরিচালনা করেন জীবননগর থানার এস আই কেরামত আলী।




চুয়াডাঙ্গায় জমে উঠেছে ঈদ বাজার

চুয়াডাঙ্গায় পবিত্র মাহে রমজানের শুরুতে জমে উঠেছে আসন্ন ঈদুল ফিতরের ঈদ কেনাকাটা। দক্ষিণ-পশ্চিম অঞ্চলের চুয়াডাঙ্গা জেলায় এবার জমে উঠেছে ঈদের কেনাকাটা। ঈদ যতই এগিয়ে আসছে ক্রেতা-বিক্রেতাদের ব্যস্ততা ততই বাড়ছে। এখন দোকানিদের এক মুহূর্তও দম ফেলার উপায় নেই। ক্রেতারাও সকাল থেকে গভীর রাত পর্যন্ত ব্যস্ত কেনাকাটায়।

ঈদ উপলক্ষে এবার শহরের অভিজাত বিপণীবিতানগুলো বর্ণিল আলোকসজ্জায় সজ্জিত হয়েছে। রমজানের প্রথম সপ্তাহ ও নবম রোজা থেকে শহরের বাজারগুলোতে ঈদের কেনাকাটা ব্যস্ত সময় পার করছে দোকানীরা।

শনিবার দুপুরে চুয়াডাঙ্গা সদর উপজেলার নিউ মার্কেট, আব্দুল্লাহ সিটি, আলী হোসেন সুপার মার্কেট, মুন্সী সুপার মার্কেট, প্রিন্স প্লাজা, বিগ বাজার ও মালিক টাওয়ার ঘুরে দেখা গেছে সব মার্কেটেই উপচে পড়া ভিড়।

ঈদ কেনাকাটা করতে আসা ক্রেতা ফাহাদ হোসেন বলেন, এবার ঈদে পোষাকের দাম তুলনামূলক একটু বেশি। সেইসাথে রমজানের যেহেতু দ্বিতীয় সপ্তাহ চলছে ভাবলাম একটু ভিড় কম হবে কিন্তু প্রচন্ড পরিমাণের ভিড় হচ্ছে মার্কেট গুলোতে।

চুয়াডাঙ্গা নিউ মার্কেটের নিউ থ্রি- পিচ বস্ত্রালয়ের পরিচালক মানিক বলেন পবিত্র মাহে রমজানের দ্বিতীয় সপ্তাহে থেকে ক্রেতাদের আগমন শুরু হয়েছে সেইসাথে আমরা আশা করছি পবিত্র ঈদুল ফিতরের ঈদ আসতে আসতে এবং রমজানের শেষের দিকে আরও বেশি পরিমাণের ক্রেতা আসবে ও বেঁচাকেনা ভালো মানের হওয়ার আশা করছি।

চুয়াডাঙ্গা বড় বাজার ও নিউ মার্কেট এলাকায় চুয়াডাঙ্গা জেলা প্রশাসন ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পক্ষ থেকে সার্বক্ষণিক বাজার মনিটরিং করা হচ্ছে।

চুয়াডাঙ্গা জেলার পুলিশ সুপার আব্দুল্লাহ্ আল মামুন বলেন, ঈদের কেনাকাটা নির্বিঘ্ন করতে এবং ক্রেতাদের বাড়তি নিরাপত্তা দিতে আমরা সর্বপরি প্রস্তত আছি, শহরে বিভিন্ন স্থানে পোশাকী পুলিশ, সাদা পোশাকে পুলিশ, গোয়েন্দা পুলিশ ও হুন্ডা মোবাইল টিম ব্যবস্থা করা হয়েছে।




মেহেরপুর সাবেক প্রধান শিক্ষক ইফতেখাইরুল ইসলামের ইন্তেকাল

মেহেরপুর সরকারি উচ্চ বালক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক ও সাবেক জেলা শিক্ষা অফিসার গাংনী বিশ্বাসপাড়া নিবাসী হাজী ইফতেখাইরুল ইসলাম ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৮২ বছর।

আজ  শনিবার দুপুরে বার্ধক্যজনিত কারণে তিনি মৃত্যুবরণ করেন। ইফতেখাইরুল ইসলাম স্ত্রী,৩ ছেলে, ২ মেয়েসহ অসংখ্য গুনাগ্রহী রেখে গেছেন।  রাত ১০টার সময় গাংনী দারুল উলুম মাদ্রাসায় জানাজা শেষে দাফন সম্পন্ন করা হয়েছে।




মেহেরপুর সদর উপজেলা শিক্ষা অফিসার আপিল উদ্দিনের বিদায় সংবর্ধনা

মেহেরপুর সদর উপজেলা শিক্ষা অফিসার আপিল উদ্দিনের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার সকালে মেহেরপুর সদর উপজেলা হলরুমে এ বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

উপজেলা শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) এস এম জয়নুল ইসলামর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার ভূপেষ রঞ্জন রায়।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী উপজেলা শিক্ষা অফিসার (মেহেরপুর সদর) মোঃ আসাফুদৌলা, সহকারী উপজেলা শিক্ষা অফিসার (মেহেরপুর সদর) মোঃ জহুরুল হক, সোনালি ব্যাংক মেহেরপুর শাখার ম্যানেজার তৌহিদুল আলম।

এছাড়াও উপস্থিত ছিলেন প্রধান শিক্ষক মোঃ সামসুল আরেফিন মোঃ জাহিদুল ইসলাম, মোঃ নুরুল ইসলাম, শাহীন আক্তার, ইয়াছ নবী, সহিদুল ইসলাম, সহকারী শিক্ষক মামুনুর রহমান ও কমর উদ্দীন।

এসময় বিদায়ী উপজেলা শিক্ষা অফিসার আপিল উদ্দিন কে ক্রেস্ট, মানপত্র ও উপহার সামগ্রী প্রদান করা হয়।




মেহেরপুরে মায়ের হাত থেকে জীবনের নিরাপত্তা চেয়ে ছেলের সংবাদ সম্মেলন

মেহেরপুর জেলা শহরের বড় বাজারের ‘মেহেরপুর বীজ ভান্ডারের’ মালিক মো. রাসেল আহমেদ মায়ের প্রতি অভিযোগ এনে নিজ জিবনের নিরাপত্তা চেয়েিআজ শনিবার মেহেরপুর জেলা প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করেছে।

রাসেল অভিযোগ করেছেন মা ও আমার ছোট চাচা জয়নাল বিভিন্নভাবে তাকে হত্যা চেষ্টা করছে। ইতো মধ্যে কয়েকবার তাদের হত্যা চেষ্টা ব্যর্থ হয়েছে।

সংবাদ সম্মেলনে মায়ের কথা বলতে গিয়ে রাসেল ডুকরে কাঁদছিলেন। তিনি অভিযোগ করেন, তার মা রোকেয়া বেগমের ও তার ছোট চাচা জয়নাল হোসেনের মধ্যে সম্পর্ক রয়েছে।

রাসেল বলেন- বোন রাখি, ভগ্নিপতি মামুনুর রশীদ, ছোট চাচা জয়নাল হোসেন বিভিন্ন সময়ে তাকে হত্যা চেষ্টা করে। ২০২২ সালের ৮ জানুয়ারি বাবা মারা যায়। বাবার মৃত্যুও রহস্যজনক। বাবার মৃত্যুর দিনই আলমারীতে থাকা ৭২ লাখ টাকা, মাঠান ১১ বিঘা জমি ও বাড়ির জমির মূল্যবান কাগজপত্র, ব্যাংক লেনদেনের চেক ও জমাবই, স্বর্ণালংকারসহ মূল্যবান সামগ্রি নিয়ে জামাতার বাড়ি চলে যায়। জামাতার সাথেও মায়ের সম্পর্ক নিয়ে প্রশ্ন তোলেন রাসেল। ইতোমধ্যে মা কয়েকবিঘা জমি বিক্রি করে ফেলেছে। মান সম্মানের ভয়ে এসব কথা বাইরে বলতে পারিনা।

সুবিচার পেতে গত ডিসেম্বরে মেহেরপুর আদালতে একটি মামলা করেছে রাসেল আহমেদ। বিভিন্ন সময়ে পুলিশ দিয়েও তাকে হয়রানী করা হয়। ৩ বছরের একমাত্র সন্তানের পিতা রাসেল বলেন- আমার সব সম্পত্তি নিয়ে নিলেও জীবনের নিরাপত্তা চাই। বাঁচতে চাই একমাত্র সন্তানের জন্য।




ঝিনাইদহ জেলার পূজা উদযাপন পরিষদের বার্ষিক সম্মেলন

সমঅধিকার, সমমর্যাদা ও অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার প্রত্যয়ে গঠিত বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, ঝিনাইদহ জেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১ এপ্রিল) দুপুরে জেলা শহরের হামদহ কালীতলা প্রাঙ্গণে ব্যাপক আয়োজনে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সম্মেলনের শুরুতে জাতীয় পতাকা ও সংগঠনের পতাকা উত্তোলন করা হয়। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সভাপতি জে এল ভৌমিক। জেলা পুজা উদযাপন পরিষদের সভাপতি কনক কান্তি দাসের সভাপতিত্বে ও উত্তম গাঙ্গুলীর সঞ্চালনায় এতে প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সাধারন সম্পাদক অধ্যাপক ড. চন্দ্রনাথ পোদ্দার।

এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ পুজা উদযাপন পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক শুভাশিস বিশ্বাস সাধন, যুগ্ম সাধারণ সম্পাদক শ্রমতি পদ্মাবতী দেবী, সাংগঠনিক সম্পাদক তাপস কুমার কুণ্ডু, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ ঝিনাইদহ জেলা শাখার সভাপতি নারায়ণ চন্দ্র বিশ্বাস, শৈলকূপা উপজেলা পরিষদের চেয়ারম্যান এম আবদুল হাকিম আহমেদসহ প্রমুখ।

সভায় বক্তারা বলেন, সনাতনী ধর্মাবলম্বীদের সার্বিক নিরাপত্তাসহ যাবতীয় অধিকার আদায়ের লক্ষ্যে ১৯৮২ সালে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ নামে সংগঠনটির পথচলা শুরু হয়। শুরুতে এটি মহানগর পূজা পরিষদ নামে শুরু হয়। বর্তমানে সারা দেশের জেলা-উপজেলা পর্যায়ে এ সংগঠনের কমিটি রয়েছে। এটি এ যাবৎকালে সনাতনী ধর্মীয়দের সবচেয়ে বৃহৎ প্ল্যাটফর্ম।

শুরু থেকে এখন পর্যন্ত সংগঠনটি বিভিন্ন কার্যক্রমের মধ্য দিয়ে সনতনী ধর্মীয়দের সমমর্যাদা, সমঅধিকার নিশ্চিতকরণসহ অসাম্প্রদায়িক বাংলাদেশ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলছে।




এইচএসসি পাসে চাকরির সুযোগ আনোয়ার গ্রুপে

জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আনোয়ার গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ। প্রতিষ্ঠানটিতে ল্যাব সহকারী পদে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী যোগ্য প্রার্থীরা অনলাইনে সহজেই আবেদন করতে পারবেন।

পদের নাম

ল্যাব সহকারী।

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা

প্রার্থীকে এইচএসসি পাসে হতে হবে। বয়স ২০ থেকে ৩০ বছর। পুরুষ প্রার্থীরা আবেদন করতে পারবেন।

কর্মস্থল

মুন্সিগঞ্জ (গজারিয়া)।

বেতন

আলোচনা সাপেক্ষে।

আবেদন প্রক্রিয়া

আগ্রহী প্রার্থীরা বিডিজবস অনলাইনে আবেদন করতে পারবেন।

আবেদনের শেষ তারিখ

১০ এপ্রিল, ২০২৩।

সূত্র : বিডিজবস




দাবদাহ হলে সতর্ক করবে গুগল

এবার নিজেদের অনুসন্ধান ফলাফলে দাবদাহের সতর্কবার্তাও দেখাবে গুগল। নতুন এ সুবিধা চালু হলে সার্চ ইঞ্জিনটির অনুসন্ধান বক্সে নির্দিষ্ট স্থান বা শহরের আবহাওয়ার তথ্য খোঁজ করলেই সেখানকার তাপমাত্রার পাশাপাশি দাবদাহ চলছে কি না, তা–ও জানা যাবে। শুধু তাই নয়, দাবদাহ বিষয়ে আগাম পূর্বাভাসও মিলবে।

এক ব্লগ বার্তায় গুগল জানিয়েছে, প্রতিবছর প্রচণ্ড দাবদাহের কারণে বিভিন্ন দেশে অনেক মানুষ মারা যান। তাই দাবদাহ অঞ্চলে বসবাসকারীদের সম্ভাব্য ক্ষতি থেকে রক্ষার পাশাপাশি নিরাপদ রাখতে অনুসন্ধান ফলাফলে দাবদাহের সতর্কবার্তা দেখাবে গুগল। গ্লোবাল হিট হেলথ ইনফরমেশন নেটওয়ার্কের তথ্য ব্যবহার করে এ সতর্কবার্তা দেওয়া হবে। ফলে নির্দিষ্ট অঞ্চলে দাবদাহ শুরুর সম্ভাব্য দিনক্ষণ সম্পর্কে আগে থেকেই ধারণা পাওয়া যাবে। আগামী কয়েক মাসের মধ্যে এ সুবিধা সবার জন্য উন্মুক্ত করা হবে।

নতুন এ সুবিধা চালু হলে গুগলের অনুসন্ধান বক্সে উত্তপ্ত আবহাওয়া এবং দাবদাহ লিখে খোঁজ করলেই ব্যবহারকারীরা আশপাশের বিভিন্ন স্থানের তাপমাত্রা দেখতে পারবেন। শুধু তাই নয়, অনুসন্ধান ফলাফলে স্থানীয় তাপমাত্রার তথ্য বা সংবাদনির্ভর ওয়েবসাইটের লিংক দেখা যাবে। ফলে স্থানীয় বাসিন্দাদের পাশাপাশি দাবদাহ এলাকায় ভ্রমণে আগ্রহী ব্যক্তিরাও সতর্ক হতে পারবেন।

সূত্র: অ্যান্ড্রয়েড পুলিশ




আলমডাঙ্গার মুন্সিগঞ্জে একাধিক ভুল চিকিৎসার অভিযোগ

আরিফুজ্জামান ফরজ। গ্রামের বাড়ি চুয়াডাঙ্গা সদর উপজেলার ডিঙ্গেদহ। নব্বই দশকে তিনি গ্রামের স্কুল থেকে ৮ম শ্রেণী পাশ করেছেন। এরপর তিনি আলমডাঙ্গা মুন্সিগঞ্জ বাজারে এক দাঁতের ডাক্তারের সহকারী (পিয়ন) হিসেবে কয়েক বছর কাজ করেন।

তিনি অভিজ্ঞতার মাধ্যমে নিজেই মুন্সিগঞ্জ বাজারে মেডিকেল এন্ড ডেন্টাল নামের একটি প্রতিষ্ঠান শুরু করেন। নিজের নামের সাথে ডি.এম.এফ ও ডি.ডি.সি যশোর ডেন্টিষ্ট যুক্ত করেছে। গত ২ দশকের উপরে এ নাম যুক্ত টাইটেল ব্যবহার করে মানুষের সাথে প্রতারণা করে আসছে। নিজেকে ডিগ্রি প্রাপ্ত ডাক্তার হিসেবেও পরিচয় দিয়ে থাকেন।

ভুয়া ডিগ্রি ধারী ডাক্তারের বিরুদ্ধে একাধিক ভুল চিকিৎসার অভিযোগ উঠেছে। ভুক্তভোগীরা আলমডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার লিখিত অভিযোগ জানালেও প্রতিকার মেলেনি। পূণরায় ওই ডাক্তার প্রকাশ্যে নারী-পুরুষের চিকিৎসা দিয়ে যাচ্ছে।

ওই মেডিকেল ও ডেন্টালে অপারেশন থিয়েটার নোংরা আচ্ছিন্ন।সে নিজে ৮ম শ্রেণী পাশ হলেও দশম শ্রেণীর অদক্ষ সহকারী (পিয়ন) এর মাধ্যমে দাঁতের অপারেশন কার্যক্রম চালাচ্ছে। মহিলাদের জন্য নেই সহকারী (পিয়ন)। ছোট রুমে একাধিক বেড বিছানোর পাশাপাশি নেই ওয়াশ রুম।

অভিযোগকারী মুন্সিগঞ্জ এলাকার ব্যবসায়ী বলেন, গত ১ মাস পূর্বে উপজেলা নির্বাহি অফিসারের নিকট লিখিত অভিযোগ দিয়েছি। তিনি আরো বলেন – ভুয়া দাঁতের চিকিৎসকের নিকট চিকিৎসা নিয়ে অনেক মানুষ কঠিন রোগে আক্রান্ত হয়েছে। তিনি অশিক্ষিত। দাঁতের পাশাপাশি নাক, কান, গলার চিকিৎসা দিয়ে থাকেন।

আরেক ভুক্তভোগী শাহাদাত হোসেন জানান, গত কয়েক মাস পূর্বে স্ত্রীর দাঁতের চিকিৎসা করায়।সে ইচ্ছার বিরুদ্ধে দাঁত তুলে এখনো দাঁতের বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে। এবিষয় উপজেলা নির্বাহি অফিসারের নিকট লিখিত অভিযোগ দিয়েও প্রতিকার মেলেনি।

উপজেলা নির্বাহি অফিসার রনি আলম নুর জানান, লিখিত অভিযোগের ভিত্তিতে তাকে তলব করা হয়েছে। দাঁতের চিকিৎসা দেবার জন্য নিষেধ করা হয়েছে। পূণরায় চিকিৎসা দিলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।




সদস্যপদ বাতিলের বিষয়ে এবার মুখ খুললেন জায়েদ খান

জায়েদ খানের সদস্যপদ স্থগিতের সিদ্ধান্ত রোববার। জরুরি সভা ডেকেছে শিল্পী সমিতির বর্তমান কমিটি। শোনা যাচ্ছে, মিটিংয়ের মূল আলোচনার বিষয় জায়েদ খান। এ জরুরি সভা থেকে আসতে পারে জায়েদ খানের সদস্যপদ বাতিলের সিদ্ধান্ত। যদিও এ নিয়ে আগাম কোনো মন্তব্য করতে রাজি হননি কেউ।

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক পদ নিয়ে কম ঘোলা হয়নি জল। পদটি নিয়ে নিপুণ আর জায়েদ খানের মধ্যে কোর্ট-কাছারিও হয়েছে। এবার আলোচনা উঠেছে জায়েদ খানের সদস্যপদ নিয়ে।

এ বিষয়ে জায়েদ খান বলেছেন, আমি যখন মুম্বাই গিয়েছিলাম, ঠিক তখনই আমাকে চিঠি পাঠানো হয়েছে। যাতে আমি উত্তর না দিতে পারি। সেই ইস্যু তুলে আমার বিরুদ্ধে নানা অপকর্ম চালানো হচ্ছে। এর আগে রুবেল ভাই ও সুচরিতা আপার কার্যনির্বাহী পদ বাতিল করা হয়েছে। এবার আমার পেছনে লেগেছে।

চিঠির বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, কারণ দর্শানোর চিঠিতে বলা হয়েছে— গঠনতন্ত্রের ৭-এর ‘ক’ ধারা মোতাবেক আমার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। ধারাটি এমন যে সংগঠনের উদ্দেশ্য পরিপন্থী ও বিরোধী কার্যক্রম করলে সদস্যপদ স্থগিত করা হবে। কিন্তু এটা পুরোপুরি উদ্দেশ্যপ্রণোদিত।

সমিতির সাধারণ সম্পাদক পদটি নিয়ে মামলা এখনো বিচারাধীন। হাইকোর্ট আমাকে সাধারণ সম্পাদক হিসেবে রায় দিয়েছে। এর বিরুদ্ধে নিপুণ আপিল করেছে, যে আপিলটি গ্রহণ করে শুনানির জন্য রাখা হয়েছে। সেই বিচারাধীন পদ নিয়ে নিজেকে কীভাবে সাধারণ সম্পাদক দাবি করে তিনি আমাকে কারণ দর্শানোর নোটিশ দেন।
জায়েদ খান দাবি করেন, জোর করে সাধারণ সম্পদকের দায়িত্ব নেওয়া নিপুণের গঠনমূলক সমালোচনা করেছি বলেই তিনি আমার সদস্যপদ বাতিলের পাঁয়তারা করছে।

এদিকে গেল ২০২১-২৩ মেয়াদি চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে সুচরিতা কার্যনির্বাহী সদস্য আর রুবেল সহসভাপতি হিসেবে নির্বাচিত হয়েছিলেন। পরে কার্যনির্বাহী কমিটির পর পর তিন মিটিংয়ে অংশগ্রহণ করেননি— এমনকি সমিতির উন্নয়নমূলক কোনো কাজে দেখা যায়নি বলে তাদের সদস্যপদ স্থগিত করে শিল্পী সমিতি। এ বিষয়টি নিয়েও বললেন জায়েদ খান।

তিনি দাবি করেন, ‘রুবেল ও সুচরিতার সঙ্গেও অন্যায় হয়েছে। আদালত যখন সাধারণ সম্পাদক পদে স্থিতাবস্থার রায় দিয়েছেন, তখন তারা কেউ-ই সমিতির মিটিংয়ে যাননি। তখন তাদের কারণ দর্শানোর চিঠি দেওয়া হয়। কিন্তু ইলিয়াস কাঞ্চন সাহেবতো সমিতির সভাপতি হিসেবে তাদের চিঠি দিতে পারেন না। গঠনতন্ত্র অনুযায়ী চিঠি দিতে পারেন সাধারণ সম্পাদক অথবা সহসম্পাদক। কিন্তু তা হয়নি, এ বিষয়ে সুচরিতা ম্যাডাম ও রুবেল সাহেব ব্যাখ্যা চাইলেও জবাব মেলেনি। উল্টো তাদের সদস্যপদ স্থগিত করে দেওয়া হয়।

শিল্পী সমিতির সভাপতি ইলিয়াস কাঞ্চনের কাছে জানতে চাইলে তিনি বলেন, আগামীকাল সভায় কি হবে তা আমি বলতে পারছি না। তা ছাড়া জায়েদ খান ইস্যুতেও কোনো কথা বলতে চাই না।

জায়েদ খান অভিযোগ করেছেন— সাংগঠনিক কাজে ইলিয়াস কাঞ্চন সমিতির সভাপতি হিসেবে রুবেল ও সুচরিতাকে চিঠি দিতে পারেন না। সাধারণ সম্পাদক না থাকলে প্রয়োজনে এজিএস চিঠি দেবেন।

এ বিষয়ে জানতে চাইলে ইলিয়াস কাঞ্চন বলেন, সভাপতি হিসেবে আমি কি তাদের চিঠি দিতে পারি না। কোন গঠনতন্ত্রে আছে চিঠি দেওয়া যাবে না। জায়েদ খান কেন এ কথা বলেছেন তা তাকেই জিজ্ঞেস করুন। এ বিষয়ে আর বেশি কিছু বলতে চাইছি না।
তবে জায়েদ খানের এসব অভিযোগ নিয়ে চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক নিপুণ আক্তারের কোনো মন্তব্য পাওয়া যায়নি।

সূত্র: যুগান্তর