ঝিনাইদহে আমেনা খাতুন কলেজের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান

ঝিনাইদহ সদর উপজেলার নারিকেলবাড়ীয়া আমেনা খাতুন কলেজে তিন দিনব্যাপী বার্ষিক ক্রীড়া সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

দুপুরে আমেনা খাতুন কলেজ পরিচালনা পরিষদের সভাপতি মোঃ নাসের শাহরিয়ার জাহেদী মহুল এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড.মোঃ আহসান হাবিব,ঝিনাইদহ পৌর সভার মেয়র কাইয়ুম শাহরিয়ার জাহেদী হিজল,সাবেক অধ্যক্ষ আমিনুর রহমান টুকু, ঘোড়শাল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও কলেজের সদস্য পারভেজ মাসুদ লিল্টন ও অধ্যক্ষ মহিদুল ইসলাম,উপাধ্যক্ষ আব্দুস সালাম প্রমুখ। পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।




সাকিবের সঙ্গে মাঠের সম্পর্ক ঠিক আছে: তামিম

বাংলাদেশ ক্রিকেটের বড় দুই তারকা, বর্তমান সময়ের সবচেয়ে বর ভরসার নাম, দলের দুই অধিনায়ক সাকিব আল হাসান আর তামিম ইকবালের ব্যক্তিগত সম্পর্ক নিয়ে বিগত অনেকদিন ধরেই প্রচুর জল্পনা-কল্পনা। সম্প্রতি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন সেই গুঞ্জন আরও উসকে দিয়েছেন দুজনের ড্রেসিংরুমের সম্পর্ক নিয়ে মন্তব্য করে। এবার নিজেদের মধ্যে সেই সম্পর্ক নিয়ে মুখ খুললেন টাইগারদের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল।

রোববার (২৬ ফেব্রুয়ারি) মিরপুরের হোম অব ক্রিকেটে এক সংবাদ সম্মেলন তামিম ইকবাল মুখ খুললেন সাকিবের সঙ্গে সেই সম্পর্ক নিয়ে। বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক বলেন, ‘সবকিছুই স্বাভাবিক আছে। দলের আবহাওয়া খুব ভালো। শুধু আজ না, অনেকদিন ধরেই। এর রেজাল্টও দেখেছেন। শেষ পাঁচ বছর ধরে ওয়ানডেতে ভালো ছিলাম। যখন ড্রেসিংরুম খুশি থাকে, তখনই এমন ফল আসে। সবকিছুই স্বাভাবিক আছে।’

তামিম আরও বলেন, ‘আমি পরিষ্কার করে বলছি, বাংলাদেশের জার্সি গায়ে আমরা যখন মাঠে নামি, তখন আমাদের মধ্যে কোনো সমস্যা থাকে না। আমরা একসঙ্গে ব্যাটিং করি, পার্টনারশিপ করি। তখন আমাদের মধ্যে কোনো ঝামেলা থাকে না। আমি ওয়ানডে অধিনায়ক। ম্যাচে তার যখন প্রয়োজন তখন তাকে দিয়ে বোলিং করাই। ফিল্ডিং সাজাই। সে উইকেট পেলে তাকে কংগ্রাচুলেট করি, হাইফাই করি। সেও তাই করে। কাজেই আপনাদের বলতে পারি, মাঠের মধ্যে আমাদের দু’জনের সম্পর্কে কোনো সমস্যা নেই।’

শনিবার (২৫ ফেব্রুয়ারি) বাংলাদেশ দলের দুই অধিনায়কের বিরোধ নিয়ে বিসিবি বস পাপনের বক্তব্য যেন ছিলো ঠিক আগুনে ঘি ঢালার মতো। একটি গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে পাপন বলেন, সাকিব আল হাসান ও তামিম ইকবালের মধ্যকার সম্পর্ক ভালো যাচ্ছে না। একে অপরের সঙ্গে কথা বলাও নাকি বন্ধ, যা বিভাজন তৈরি করেছে জাতীয় দলে। দুইজনের সম্পর্ক জোড়া লাগানোর চেষ্টা করে ব্যর্থও হয়েছেন তিনি। ড্রেসিংরুমের পরিবেশ এখন স্বাস্থ্যকর নয়। আসন্ন ইংল্যান্ড সিরিজ থেকেই ড্রেসিংরুমে পরিবর্তন চান বলেও জানান তিনি।

নাজমুল হাসান পাপন বলেন, ‘বাংলাদেশ ক্রিকেটের এই মুহূর্তে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে গ্রুপিং এবং এটাই বাস্তবতা। আমার আর অন্য কিছুতে সমস্যা নেই। আমি শুধুমাত্র এই গ্রুপিং নিয়ে ভীত এবং সম্প্রতি এই ব্যাপারে জানতে পেরেছি। বিশ্বকাপের সময় তাদের হোটেলে না থাকা সত্ত্বেও যা দেখেছি, শুনেছি… তা আমি বিশ্বাস করতে পারি না, এটা কীভাবে সম্ভব হয়। বাংলাদেশ ক্রিকেটের সুন্দর ভবিষ্যৎ দেখতে হলে আমাদের এই জিনিসের অবসান ঘটাতে হবে, কারণ একটা জিনিস সবারই বোঝা দরকার তা হলো এখানে গ্রুপিং করার সুযোগ নেই।’

সূত্র: ইত্তেফাক




নেপালে চার মন্ত্রীর পদত্যাগ, টালমাটাল ক্ষমতাসীন জোট

নেপালে উপ-প্রধানমন্ত্রী এবং অন্য আরও তিন মন্ত্রীর পদত্যাগে টালমাটাল ক্ষমতাসীন জোট সরকার। শনিবার নেপালের প্রধানমন্ত্রী পুস্প কমল দহল ওরফে প্রচণ্ড আগামী মাসের প্রেসিডেন্ট নির্বাচনে বিরোধীদল থেকে একজন প্রার্থীকে সমর্থন দেওয়ার পরিকল্পনা জানান। প্রচণ্ডের এই সিদ্ধান্তের প্রতিবাদে পদত্যাগ করেন উপপ্রধানমন্ত্রী রাজেন্দ্র লিংডেন। তার সঙ্গে পদত্যাগ করেন নগর উন্নয়ন মন্ত্রী, আইন বিষয়ক মন্ত্রী এবং একজন উপমন্ত্রীও।

প্রধানমন্ত্রী প্রচণ্ডর কার্যালয় চার মন্ত্রীর পদত্যাগের সিদ্ধান্ত নিশ্চিত করেছে। তবে তাদের পদত্যাগপত্র গৃহীত হয়েছে কিনা সে সম্পর্কে কিছু বলেনি।

শুক্রবার প্রচণ্ড বলেন, তিনি বিরোধীদল নেপালি কংগ্রেস পার্টি (এনসিপি) থেকে রাম চন্দ্র পৌদেলকে প্রেসিডেন্ট নির্বাচনে সমর্থন দেবেন। জোট সরকারের শরিক দল ‘দ্য কমিউনিস্ট ইউনিফাইড মার্কসিস্ট লেনিনিস্ট’ (ইউএমএল)-এর প্রার্থীর পরিবর্তে রাম চন্দ্রকে সমর্থন দেওয়ার সিদ্ধান্ত জানান তিনি।

এই সিদ্ধান্তের কোনও কারণ প্রচণ্ড জানাননি। যদিও নেপালি কংগ্রেস পার্টি এর আগে প্রচণ্ডর মাওবাদী সেন্টার পার্টিরই মিত্রদল ছিল। বার্তা সংস্থা রয়টার্সকে রাজেন্দ্র বলেন, “যে জোটের অধীনে আমরা সরকারে যোগ দিয়েছিলাম তা আর অখন্ড নেই।”

তবে, রাজনীতি বিশ্লেষকরা বলছেন, মন্ত্রীদের পদত্যাগে তাৎক্ষণিকভাবে সমস্যায় পড়বে না প্রধানমন্ত্রী পুষ্প কমল দহলের সরকার। কারণ, এখনও পার্লামেন্টে তার সরকারের সংখ্যাগরিষ্ঠতা আছে। তবে যে টালমাটাল পরিস্থিতি সৃষ্টি হয়েছে, তাতে নতুন একটি জোট গঠিত হতে পারে।

আগামী ৯ মার্চে তৃতীয় প্রেসিডেন্ট নির্বাচন করতে চলেছে নপাল। এই পদটি অলঙ্কারিক। পরোক্ষভাবে এই নির্বাচন করা হয়ে থাকে। পার্লামেন্টের উভয় কক্ষের সদস্য এবং সাতটি প্রদেশের বিধানসভা সদস্যদের নিয়ে তৈরি ইলেক্টোরাল কলেজ প্রেসিডেন্ট নির্বাচনে ভোট দেয়।

নেপালে ২০০৮ সালে ২৩৯ বছর পুরোনো রাজতন্ত্র অবসানের পর থেকে ১১ বার সরকার বদল হয়েছে।

সূত্র: ইত্তেফাক




মেহেরপুরে হেরোইনসহ দুই মাদক কারবারি আটক

মেহেরপুর সদর উপজেলা বুড়িপোতা সড়কে অভিযান চালিয়ে ১৩ গ্রাম হেরোইনসহ দুই মাদক কারবারিকে আটক করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

গতকাল শনিবার মাদকদ্রব্য অধিদপ্তরের পরিদর্শক আবুল হাসেমের নেতৃত্বে একটি টিম অভিযান চালিয়ে তাদের আটক করেন।

আটকরা হলেন- মেহেরপুর শহরের ভূমি অফিসপাড়া এলাকার কুবাদ শেখের ছেলে সাহারুল ইসলাম ওরফে মাইকেল (২৮) ও একই এলাকার নজরুল ইসলামের ছেলে মো. রনি (৩০)।

জানা গেছে, গোপন তথ্যের ভিত্তিতে শনিবার ভোরের দিকে মেহেরপুর-বুড়িপোতা সড়কের কানাপুকুর এলাকায় অভিযান চালিয়ে ওই দুই মাদক কারবারিকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে জব্দ করা হয় ১৩ গ্রাম (৯৯ পুরিয়া) হেরোইন।

পরিদর্শক আবুল হাসেম বলেন, আটক ওই দু’জনের বিরুদ্ধে মেহেরপুর সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি দায়ের করা হয়েছে।




বিএনপি সফল চুরি ডাকাতি জঙ্গিবাদের ক্ষেত্রে

জনপ্রশাসন প্রতিমন্ত্রী ও মেহেরপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ফরহাদ হোসেন,এমপি বলেছেন, মেহেরপুরে বিশ্ববিদ্যালয় হবে, আমরা আইন পাশ করেছি। মেহেরপুর-কুষ্টিয়া সড়কে ৭০০ কোটি টাকা ব্যয়ে সসড়ক সম্প্রসারণের কাজ শুরু হয়েছে। মেহেরপুর চেক পোস্ট পাচ্ছে, স্থল বন্দর হচ্ছে, শেখ রাসেল আইটি পার্ক হচ্ছে। আজকে সারা বাংলাদেশের একই চিত্র। মানুষ এসকল উন্নয়ন বিএনপি দেখতে পায়না। বিএনপি সফল হয়েছে জ্িঙ্গবাদের ক্ষেত্রে, চাঁদাবাজির ক্ষেত্রে, বিএনপি সফল চুরি ডাকাতির ক্ষেত্রে। চুরিডাকাতির জন্য গ্রামে মানুষ থাকতো পারতো না। এগুলো হচ্ছে বিএনপির সফলতা।

গতকাল শনিবার মেহেরপুর শহিদ ড. সামসুজ্জোহা পার্কে বিএনপি জামাতের নৈরাজ্য ও সহিংসতার প্রতিবাদে মেহেরপুর জেলা আওয়ামী লীগের শান্তি সমাবেশে সভাপিতর বক্তব্যে তিনি এ কথা বলেন।

যারা দেশকে ভালোবাসেন, মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাস করে তারা জানে দেশের উন্নয়নের কথা। তারা জানে বিএনপির গণতন্ত্রের কথা। বিএনপির গণতন্ত্র হলো সেই গণতন্ত্র যে গণতন্ত্রের মাধ্যমে লুটপাটের মাধ্যমে দুনীতিতে দেশকে সেরা হিসেবে রুপান্তরিত করেছিলো। যখন মীজা ফখরুলের মুখে মানুষ গনতন্ত্রের কথা শোনে মানুষ তখন আতঙ্কিত হয়। যখন বিএনপি বলে দেশ ধ্বংস হয়ে গেছে। দেশে উন্নয়ন হয়নি। তখন লোকজনকে প্রশ্ন করে তাহলে এই যে উন্নয়ন সারাদেশে এত ভবন হলো কিভাবে, তখন তারা বিএনপিকে মিথ্যাচারে দল বলে।

বঙ্গবন্ধুর নামে নামাঙ্কিত মুজিবনগর, আমাদের আর কোন বিকল্প নেই। আমাদের বিকল্প শেখ হাসিনা, আমাদের একটি বিকল্প নৌকা। নৌকা যখন বিজয়ী হবে তখন মেহেরপুর-মুজিবনগরের উন্নয়ন হবে। তাই আসুন আমাদের মেহেরপুরের এই দুটি আসনকে নৌকাকে বিজয়ী করে মুজিবনগরের মানসম্মানকে ধরে রাখবো।

জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এ্যাড. ইব্রাহিম শাহীনের সঞ্চালনায় বক্তব্য দেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও গাংনী উপজেলা চেয়ারম্যান এম এ খালেক, জেলা আওয়ামী লীগের সহসভাপতি আব্দুস সামাদ বাবলু বিশ্বাস, সহসভাপতি আব্দুল মান্নান, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বারাদি ইউপি চেয়ারম্যান মোমিনুল ইসলাম, জেলা যুব মহিলা লীগের সভাপতি সামিউন বাশিরা পলি, নাজমুল হুদা, জেলা ছাত্রলীগের সভাপতি আব্দুস সালাম বাঁধন।

সমাবেশে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সাবেক ত্রাণ বিষয়ক সম্পাদক মিজানুর রহমান রানা, মুজিবনগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি রফিকুল ইসলাম তোতা, কুতুবপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ইদ্রিস আলী, জেলা কৃষকলীগের সভাপতি মাহবুবুল আলম শান্তি, বুড়িপোতা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শাহ জামান চৌধুরী।

সমবেশে জেলা, উপজেলা আওয়ামী লীগ ও বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।




কুতুবপুর ইউনিয়নের বিভিন্ন গ্রামে ইমনের বুকলেট বিতরণ

বর্তমান সরকারের উন্নয়ন মূলক চিত্র তুলে ধরতে মেহেরপুরের বিভিন্ন গ্রামে গ্রামে তরুণ রাজনীতিবীদ এম এ এস ইমনের বুকলেট বিতরণ অব্যহত রয়েছে।

গতকাল শনিবার বিকালে মেহেরপুর সদর উপজেলার কুতুবপুর ইউনিয়নের শোলমারী, শুভরাজপুর, কুতুবপুর, রামদাসপুরসহ বিভিন্ন গ্রামে তরুন রাজনীতিবীদ এম এ এস ইমনের উদ্যোগে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের মাঝে সরকারের উন্নয়ন চিত্র সম্বলিত বুকলেট বিতরণ করা হয়েছে।

মেহেরপুর পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি বেলাল হোসেনের নেতৃত্বে এম এ এস ইমনের অনুসারীরা মুজিবনগরের কেদারগঞ্জ, সোনাাপুর, মাঝপাড়া গ্রামে এ বুকলেট বিতরণ করেন।

বুকলেট বিতরণ ও গণসংযোগকালে জেলা স্বেচ্ছাসেবক লীগের সম্মেলন ও প্রস্তুতি কমিটির সদস্য মোস্তাফিজুর রহমান চন্দন, মেহেরপুর জেলা যুবলীগ শাখার আহ্বায়ক কমিটির সদস্য প্রভাষক মোঃ সাজ্জাদ হোসেন, শিশির অরুপ, আব্দুর রাজ্জাক, ফারুক হোসেন, সানা, ডন, আবুল হোসেন, ফারুক শেখ, ছাত্রলীগ নেতা ইব্রাহীম ইবু সহ অন্যান্য নেতাকর্মীরা অংশগ্রহন করেন।

স্বেচ্ছাসেবক লীগ নেতা মোস্তাফিজুর রহমান চন্দন বলেন, শেখ হাসিনার সরকারের সাফল্যগুলো প্রতিদিনই আমরা মেহেরপুরের বিভিন্ন গ্রামে সাবেক ছাত্রনেতা এম এ এস ইমনের তৈরি করা এই বুকলেটগুলো বিতরণ করছি। আমরা এই বুকলেচগুলো গ্রামের সাধারণ মানুষের কাছে তুলে ধরছি আগামী জাতীয় নির্বাচনে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে আমরা প্রচার কাজ চালিয়ে যাচ্ছি। বিরোধী শক্তি যাতে মাথাচাড়া দিয়ে উঠতে না পারে সে লক্ষ্যে আমরা প্রতিনিয়ত বুকলেট বিতরণ ও প্রচার কাজ চালিয়ে যাচ্ছি।

প্রসঙ্গত, ইতোমধ্যে এম এ এস ইমনের উদ্যোগে মেহেরপুর শহর, মুজিবনগর উপজেলার মোনাখালী, দারিয়াপুর, বাগোয়ান, মহাজনপুর ও মেহেরপুর সদর উপজেলার কুতুবপুর, বুড়িপোতা, আমদহ, আমঝুপিসহ বিভিন্ন গ্রামে বুকলেট বিতরণ করা হয়েছে।




দামুড়হুদা নতিপোতায় কৃষি মেলার উদ্বোধন ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

দামুড়হুদা উপজেলার নতিপোতায় কৃষি মেলার শুভ উদ্বোধন ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।

শনিবার বেলা ১১টার সময় প্রত্যাশা সামাজিক উন্নয়ন সংস্থার আয়োজনে নতিপোতা হাই স্কুল চত্বরে এই কৃষি মেলার উদ্বোধন করা হয় এবং বিকাল ৪টার সময় পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।

কৃষি মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব স্থানীয় সরকার পরিচালক (ভারপ্রাপ্ত) আরাফাত রহমান। বিকালে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিভাস চন্দ্র সাহা উপপরিচালক কৃষি সম্প্রসারণ অধিদপ্তর চুয়াডাঙ্গা।

প্রত্যাশা সামাজিক উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক বেলাল হোসেন এর সভাপতিত্বে এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার রোকসানা মিতা, উপজেলা কৃষি অফিসার মনিরুজ্জামান মনির, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সজল কুমার দাস, দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ ওসি ফেরদৌস ওয়াহিদ, দামুড়হুদা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হযরত আলী, দামুড়হুদা উপজেলা সিআইজি কৃষক সংগঠনের সভাপতি সামসুল ইসলাম প্রমুখ।




দামুড়হুদায় সিএসএস এর উদ্যোগে দিনব্যাপী ফ্রী মেডিকেল ক্যাম্পের উদ্বোধন

দামুড়হুদায় বেসরকারি এনজিও প্রতিষ্ঠান সিএসএস এর উদ্যোগে দিনব্যাপী ফ্রী মেডিকেল ক্যাম্পের শুভ উদ্বোধন করেন দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রোকসানা মিতা।

শনিবার সকালে দিকে সিএসএস মাইক্রোফাইন্যান্স প্রোগ্রাম, যশোর জোন এর আয়জনে দামুড়হুদা সিএসএস এর শাখা কার্যালয়ে এই ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করা হয়।

দামুড়হুদা সদর ইউপি সদস্য নূরুল ইসলাম এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার রোকসানা মিতা।

সিএসএস এর আরএম তাপস ঘোষ এর সঞ্চালনায় এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চুয়াডাঙ্গা কার্যালয়ের এআরএম রুবেল হোসেন, দামুড়হুদা উপজেলা প্রেসক্লাবের সভাপতি আরিফুল ইসলাম মিলন, ব্যাবসায়ী মিজানুর রহমান, দামুড়হুদা ব্রাঞ্চ ম্যানেজার আজিম উদ্দীন।

সিএসএস এর স্থপতি রেভারেন্ড পল মুন্সী’র স্মরণে প্রতি বছরের ন্যায় এবারও ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়। গতকাল শনিবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চলে ফ্রী মেডিকেল ক্যাম্প। প্রায় দুই শত জন সেবা প্রত্যাসীর মাঝে স্বাস্থ্যসেবা প্রদান করা হয়। মেডিকেল ক্যাম্প পরিচালনা করেন দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা: মো: মোখলেছুর রহমান (মামুন)। এসময় আরও উপস্থিত ছিলেন স্হানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।




দামুড়হুদায় প্রাণিসম্পদ প্রদর্শনীর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান

দামুড়হুদায় প্রাণিসম্পদ প্রদর্শনীর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকাল ৪টার সময় উপজেলা চত্বরে অনুষ্ঠানের সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।

উপজেলা প্রাণী সম্পদ অফিসার তাসলিমা আক্তার এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দামুড়হুদা উপজেলা চেয়ারম্যান আলী মুনছুর বাবু।  বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান শহিদুল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান সাহিদা বেগম।

এসময় আরও উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সজল কুমার দাস, উপজেলা কৃষি অফিসার মনিরুজ্জামান মনির, আনসার ভিডিপি কর্মকর্তা রাফেজা খাতুন, দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ ওসি ফেরদৌস ওয়াহিদ, দামুড়হুদা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হযরত আলী। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সমবায় অফিসার হারুন অর রসিদ।




মুজিবনগরে হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার

মেহেরপুরের মুজিবনগরে বুলুয়ারা(৩৫) হত্যা মামলার প্রধান আসামি আহসান আলী(৩৫) কে গ্রেপ্তার করেছে মুজিবনগর থানা পুলিশ।

গত বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে তথ্যপ্রযুক্তির সহায়তায় শরিয়তপুর জেলার সখিপুর থানাধীনচর কমরিয়া ইউনিয়নের মোল্লার হাট পেদা মার্কেটের নাজমুলের হোটেলের সামনে হইতে তাকে গ্রেফতার করে পুলিশ। গ্রেপ্তারকৃত, আহসান আলী মেহেরপুর সদর উপজেলার পিরোজপুর হঠাৎপাড়া এলাকার আব্দুস সাত্তারের ছেলে।

মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই আব্দুল আলিম জানান, গত ২০ ফেব্রুয়ারি অজ্ঞাত পরিচয় মুজিবনগর উপজেলার মহাজনপুর গ্রামের মাঠের একটি গমক্ষেত থেকে লাশ উদ্ধার করে মুজিবনগর পুলিশ। পরে বিভিন্ন গণমাধ্যমের সংবাদ প্রচারের পর গাঙ্গে উপজেলার নিশিপুর গ্রামের মৃত রফিকুল ইসলামের স্ত্রী বুলুয়ারা খাতুন (৩৫) লাশ বলে শনাক্ত করে তার আত্মীয়রা।

এ ঘটনায় নিহত ভাই আব্দুল হামিদ মুজিবনগর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। যার মামলা নং-০৮, তারিখঃ ২১-০২-২৩। এরপর থেকেই আসামি আটকের জন্য মাঠে নামে মুজিবনগর থানা ও জেলা ডিবি পুলিশের টিম।

পরবর্তীতে চাঁদপুর, শরীয়তপুর, ঢাকা সহ বিভিন্ন এলাকার উদ্দেশ্যে অভিযানে বের হয়। অভিযান চলাকালে তথ্যগত প্রযুক্তির সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে ২৩ ফেব্রুয়ারি তারিখ দুপুর আড়াইটার দিকে মেহেরপুর জেলার ডিবি পুলিশ, মুজিবনগর থানা পুলিশ ও শরিয়তপুর জেলার সখিপুর থানা পুলিশের সহায়তায় সখিপুর থানাধীন চরকমরিয়া ইউনিয়ন এর মোল্লার হাট পেদা মার্কেটে নাজমুলের হোটেলের সামনে থেকে আহসান আলীকে গ্রেফতার করা হয়।

উল্লখ্যঃ বুলুয়ারা খাতুনের স্বামী রফিকুল ইসলাম মারা যাওয়র পর, একটি কন্য সন্তান রেখে দুই বছর পূর্বে মেহেরপুর সদর উপজেলার পিরোজপুর গ্রামের আহসান আলীর সাথে বিয়ে করে। বিয়ে পর থেকে তাদের মধ্যে প্রায় সময় ঝগড়া বিবাদ লেগেই থাক। এর কারণ আহসান ছিল মেয়ে লোভি। গত দেড়বছরে আগেও বামন্দী রানা সিনেমা হলের পেছনে জুতারপেটা করেছিলেন বুলুয়ারা। বুলুয়ারা মুত্যুর পর সেই জুতা পেটার ছবি সামাজিক গণমাধ্যম ফেজবুকে ছড়িয়ে পড়েছে। গত শনিবার (১৮ ফেব্রুয়ারি)বুলুয়ারার নিশিপুর গ্রামে তার মেয়ের সাথে দেখা করে দ্বিতীয় স্বামীর বাড়ি পিরাজেপুর গ্রামের উদ্দেশ্যে রওনা দেন। পরে নিখোঁজ হন। গত সোমবার (২০ ফেব্রুয়ারি) দুপুর আড়াইটার দিকে মহাজনপুর গ্রামের একটি ইটভাটার কাছে গমক্ষেত থেকে অজ্ঞাত নারীর রক্তাক্ত লাশ উদ্ধার করে মুজিবনগর থানা পুলিশের একটি দল।