২০৩১ সালে তথ্যপ্রযুক্তি খাতে ২০০০ কোটি ডলার রপ্তানি আয় সম্ভব

২০২৫ সাল নাগাদ তথ্যপ্রযুক্তি খাতে ৫০০ কোটি (৫ বিলিয়ন) মার্কিন ডলার রপ্তানি আয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার। বাংলাদেশে অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেসের (বেসিস) সভাপতি রাসেল টি আহমেদ বিশ্বাস করেন, ৫০০ কোটি নয়, ২০৩১ সাল নাগাদ এই খাত থেকে ২ হাজার কোটি (২০ বিলিয়ন) ডলার রপ্তানি আয় করা সম্ভব। সরকার, শিল্প (ইন্ডাস্ট্রি) ও শিক্ষা (একাডেমিয়া)—এই তিন খাতের অংশীজনেরা সমন্বিতভাবে তিনটি কাজ করলেই সেটি সম্ভব হবে।

কাজগুলো হলো তথ্যপ্রযুক্তি খাতের গবেষণা ও উন্নয়ন, দেশ–বিদেশে ইন্ডাস্ট্রি ব্র্যান্ডিং ও দক্ষ জনবল তৈরি। শনিবার রাজধানীর পূর্বাচলে অবস্থিত বঙ্গবন্ধু বাংলাদেশ-চীন মৈত্রী প্রদর্শনী কেন্দ্রে চলমান বেসিস সফটএক্সপোতে প্রথম আলোকে এসব কথা বলেছেন বেসিসের সভাপতি রাসেল টি আহমেদ।

রাসেল টি আহমেদ প্রথম আলোকে বলেন, ‘২০২৫ সাল কিন্তু খুব দূরে নয়, কাল বাদে পরশুর মতো। ২০৩১ কিংবা ২০৪১ সালও খুব বেশি দূরে নয়। আমাদের সামনে অনেক সম্ভাবনা। উন্নত দেশগুলোর নৌকা চলছে কিন্তু আমাদের নৌকাটি ঘাটে ভিড়ে আছে। দুই হাজার কোটি ডলার রপ্তানি আয়ের কথা যে বলছি, এটা আমাদের কেউ দান করবে না। আমাদের এটা ব্যবসা করে আনতে হবে। অন্যান্য দেশের সঙ্গে প্রতিযোগিতা করেই আমাদের এই অর্থ আনতে হবে। এই সুযোগ আমাদের রয়েছে। এই জন্য তিন ক্ষেত্রের অংশীজনেরা (স্টেকহোল্ডার) সমন্বিতভাবে তিনটি কাজ করলেই সেটি সম্ভব।’

বাংলাদেশকে আইসিটির (তথ্য ও যোগাযোগপ্রযুক্তি) দেশ হিসেবে কেউ চেনে না বলে মন্তব্য করেন রাসেল টি আহমেদ। তিনি বলেন, ‘আমাদের দেশকে প্রধানমন্ত্রীর জন্য চেনে। তাই আমাদের দেশকে বিশ্বের দুয়ারে তুলে ধরতে সঠিক ব্র্যান্ডিং করতে হবে। আমরা পাবলিক–প্রাইভেট পার্টনারশিপের কথা বলছি, কিন্তু আমরা বাস্তবে সেই কাজ করছি না। প্রধানমন্ত্রীর কাছে আমাদের তথ্যপ্রযুক্তি খাতের যাঁরাই যাচ্ছেন, তাঁরাই বলছেন “ভালো আছি”, তাহলে তিনি আমাদের কীভাবে সাহায্য করবেন? আমরা তথ্যপ্রযুক্তি খাত আসলে ভালো নেই। আমাদের অনেক কিছু করার আছে। সে কাজগুলো করতে হবে। ডিজিটাল বাংলাদেশে কী করতে পারিনি, আমাদের তা দেখতে হবে। সে কাজগুলো স্মার্ট বাংলাদেশে করতে হবে।’

বেসিস সফটএক্সপো ২০২৩ দেশের এযাবৎকালের সর্ববৃহৎ তথ্যপ্রযুক্তি প্রদর্শনী। সম্পূর্ণ বেসরকারি খাতের উদ্যোগে এমন বৃহৎ পরিসরে কোনো তথ্যপ্রযুক্তি প্রদর্শনী এর আগে অনুষ্ঠিত হয়নি বলে জানালেন রাসেল টি আহমেদ। তিনি বলেন, ‘আমাদের এই আয়োজনের মূল লক্ষ্য হচ্ছে স্থানীয় তথ্যপ্রযুক্তি প্রতিষ্ঠানের সক্ষমতার পাশাপাশি সম্ভাবনাকে তুলে ধরা। আমাদের তথ্যপ্রযুক্তি খাতের অগ্রণী ভূমিকাতেই ডিজিটাল বাংলাদেশ রূপকল্প বাস্তবায়িত হয়েছে। ২০৪১ সালের মধ্যে দেশকে ডিজিটাল বাংলাদেশ থেকে “স্মার্ট বাংলাদেশ”-এ রূপান্তর করার ক্ষেত্রে একমাত্র শক্তিশালী অংশীদার হিসেবে বেসিসই পারবে স্মার্ট বাংলাদেশ বাস্তবায়ন করতে।’

একনজরে বেসিস সফটএক্সপো ২০২৩
রাজধানীর পূর্বাচলে অবস্থিত বঙ্গবন্ধু বাংলাদেশ-চীন মৈত্রী প্রদর্শনী কেন্দ্রে চলে বেসিস সফটএক্সপো। মেলা শুরু হয়েছে ২৩ ফেব্রুয়ারি। মেলা চলবে আগামীকাল ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত। মেলা প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত খোলা।

* ২০৪টি দেশি-বিদেশি তথ্যপ্রযুক্তি প্রতিষ্ঠানের স্টল বা প্যাভিলিয়ন।
* ২০০ জনের বেশি দেশি-বিদেশি তথ্যপ্রযুক্তি–বিশেষজ্ঞের অংশগ্রহণ।
* আইসিটি-বিষয়ক ১৮টি সেমিনার।
* ২ হাজারের বেশি শিক্ষার্থীর অংশগ্রহণে আইসিটি ক্যারিয়ার ক্যাম্প।
* ৫০টির বেশি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উদ্ভাবনী প্রকল্প প্রদর্শনী।
* ৫টি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের রোবট প্রদর্শনী।
* আউটসোর্সিং সম্মেলন।
* অ্যাম্বাসেডর নাইট, মিনিস্ট্রিয়াল কনফারেন্স, উইমেন ইন আইটি প্রোগ্রাম
* স্টার্টআপ সম্মেলন।
* ডেভেলপারস সম্মেলন ও জাপান ডে।
* গেমিং জোন, বিজনেস লাউঞ্জ, ফুড কোর্ট ও মিডিয়া কর্নার।
* দেশি-বিদেশি ব্যবসায়ীদের বিটুবি ম্যাচমেকিং।
* বিজনেস লিডারস মিট।
* প্রতিদিন সন্ধ্যায় কনসার্ট।

সূত্র: প্রথমআলো




কোটচাঁদপুর ১৮তম জুমাতুল হুজ্জাজ সম্মেলন অনুষ্ঠিত

ঝিনাইদহ কোটচাঁদপুরে  শনিবার উপজেলার হাজি সমিতির ১৮তম বার্ষিকজুমাতুল হুজ্জাজ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

স্থানীয় পাইলট হাইস্কুল মাঠে এই সম্মেলনে উপজেলার হাজি সমিতির সভাপতি আলহাজ্ব মোঃ গোলাম রসুলের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ আনিসুজ্জামান মান্নু সঞ্চালনায় শতাধিক হাজি অংশগ্রহণ করে।

এ সময় সম্মেলনে বক্তব্য রাখেন হাজি মোঃ শাহাজান আলী , হাজি মোঃ আমিরুল ইসলাম, ও হাজি মোঃ আমিন উদ্দিন খান সহ বিভিন্ন হাজি গণ ।

এসময় বক্তব্যে তারা বাইতুল্লা শরীফে তোয়াবকারী হাজি গণ কে পরম সৌভাগ্যবান উল্লেখ করে বাইতুল্লা শরীফে শপথের কথাটি স্মরন করেন। পরে হাজিদের সম্মানে মধ্যাহ্নভোজের আয়োজন সম্পূর্ণ করা হয়। সম্মেলনে হাজী সমিত পুরাতন কমেটি দায়িত্ব পালন করেন বলে সকল হাজিগণের মতামত গৃহীত হয়।




চুয়াডাঙ্গায় পদযাত্রায় এসে বিএনপি নেতার মৃত্যু

চুয়াডাঙ্গা জেলা বিএনপির পদযাত্রায় এসে আলমডাঙ্গা উপজেলা বিএনপির সভাপতি আব্দুল জব্বার (৬৮) মারা গেছেন। নেতাকর্মীরা বলছেন, হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়েছে।

আজ শনিবার বিকেল ৪টার দিকে চুয়াডাঙ্গার নতুন জেলখানার সামনে থেকে পদযাত্রায় অংশ নেন তিনি। পদযাত্রা শুরুর পরপরই তিনি অসুস্থ হয়ে পড়েন। তাকে দ্রুত চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

চুয়াডাঙ্গার মোমিনপুর ইউনিয়ন বিএনপির সভাপতি হাবিবুর রহমান শেখন জানান, তিনি আগে থেকেই অসুস্থ ছিলেন। পদযাত্রায় অংশ নিয়ে তিনি আরো বেশি অসুস্থ হয়ে পড়েন। এ সময় একটি গাড়িতে করে তাকে দ্রুত চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।




ঝিনাইদহে ১০ দফা দাবিতে বিএনপির পদযাত্রা

বেগম খালেদা জিয়াসহ সকল নেতাকর্মীদের মুক্তি, বিদ্যুৎ, গ্যাস ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের কমানোসহ ১০ দফা দাবিতে ঝিনাইদহে পদযাত্রা কর্মসূচি পালন করেছে বিএনপি।

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শনিবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে জেলা বিএনপির আয়োজনে শহরের উজির আলী স্কুল মাঠ থেকে পদযাত্রা শুরু হয়। এতে জেলা ও ৬ উপজেলার নেতাকর্মীরা অংশ নেয়।

পদযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে বাস টার্মিনাল হয়ে আরাপপুর গিয়ে শেষ হয়। সেখানে অনুষ্ঠিত হয় সংক্ষিপ্ত সমাবেশ।

এতে কেন্দ্রীয় বিএনপি নেতা অ্যাড. আসাদুজ্জামান, বাবু জয়ন্ত কুমার কুন্ডু, জেলা বিএনপির সভাপতি অ্যাড. এম এ মজিদ, সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনাসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বক্তব্য রাখেন।

সে সময় বক্তারা বেগম খালেদা জিয়াসহ সকল নেতাকর্মীদের মুক্তি ও বিএনপির ঘোষিত ১০ দফা বাস্তবায়নের দাবি জানান।




এইচএসসি পাসে নিয়োগ দেবে আদ্-দ্বীন ফাউন্ডেশন

নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আদ্-দ্বীন ফাউন্ডেশন। প্রতিষ্ঠানটিতে সুপারভাইজার পদে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী যোগ্য প্রার্থীরা আবেদন করতে পারবেন।

পদের নাম

সুপারভাইজার-হাসপাতাল।

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা

প্রার্থীকে ন্যূনতম এইচএসসি / সমমান পাস হতে হবে। পুরুষ প্রার্থীরা আবেদন করতে পারবেন।

কর্মস্থল

ঢাকা।

বেতন

১৫,০০০/- (মাসিক )।

কোম্পানির সুযোগ সুবিধাদি

প্রভিডেন্ট ফাণ্ড, গ্র্যাচুইটি, উৎসব ভাতা ও চিকিৎসা সেবা সুবিধা রয়েছে।

আবেদনের প্রক্রিয়া

আগ্রহী প্রার্থীরা (https://hotjobs.bdjobs.com/jobs/addinh/addinfound27.htm ) এই ঠিকানায় আবেদন করতে পারবেন।

আবেদনের শেষ তারিখ

২৫ ফেব্রুয়ারি , ২০২৩।

সূত্র : বিডিজবস।




গাংনীতে ঈমামদের সাথে মতবিনিময় সভায় এমপি খোকন

আওয়ামীলীগ সরকার আলেম ওলামাদের যথাযথ মর্যাদা, সম্মান ও শ্রদ্ধা করেন। মাননীয় প্রধানমন্ত্রী দেশ রত্ন শেখ হাসিনা নিজেও আলেম ওলামাদের সম্মান ও শ্রদ্ধা করেন। মুসলিম দেশ হিসেবে একমাত্র আওয়ামীলীগ সরকারই দেশের প্রতিটি উপজেলায় একটি করে দৃষ্টি নন্দন মডেল মসজিদ নির্মাণ করেছেন। যাতে মানুষ একত্রিত হয়ে স্বাচ্ছন্দে সালাত আদায় করতে পারেন।

কোরআন ও হাদিস অনুযায়ী মানুষকে সঠিক শিক্ষা ও সঠিক বয়ানের মাধ্যমে মানুষকে বিপথ থেকে রক্ষা করা এবং কোরআন হাদিসের সঠিক ব্যাক্ষা বোঝানো প্রতিটি ঈমামের দায়িত্ব বলে মন্তব্য করেছে মেহেরপুর-২ আসনের সংসদ সদস্য মোহাম্মদ সাহিদুজ্জামান খোকন। শনিবার বেলা ১১ টার সময় গাংনী কেন্দ্রীয় ঈদগাহ মাঠে উপজেলা ঈমাম সমিতি আয়োজিত মতবিনিময় ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এমপি সাহিদুজ্জামান আরও বলেন একজন ঈমাম সেই মহল্লার সর্বোচ্চ সম্মানীত মানুষ। আমি ব্যক্তিগত ভাবেও আলেম ওলামাদের প্রতি সব সময় শ্রদ্ধা জানিয়ে আসছেন। ঈমামদেও কাছে তিনি নেতা হিসেবে নয়, ভাই হয়ে থাকার প্রত্যয় ব্যাক্ত করেন এমপি সাহিদুজ্জামান। তিনি বলেন, ঈমামদের কথা,আলেম ওলামাদের তার কথা সব মানুষ বিশ্বাস করে এবং গ্রহন করে। কারন আলেম ওলামারা কোরআন ও হাদিসের আলোকে কথা বলেন। মানুষকে একজন মানবিক মানুষ হিসেবে গড়ে তোলার জন্য আলেম ওলামাদের কোন বিকল্প নেই । তাই মানুষকে জঙ্গি ও সন্ত্রাসবাদ থেকে সচেতন করা ঈমামদের সঠিক দায়িত্ব পালন খুবই গুরুত্বপুর্ণ ভুমিকা রাখবে বলে বিশ্বাস করেন তিনি।

গাংনী দারুচ্ছালাম জামে মসজিদের ঈমাম মওলানা রুহুল আমিনের সভাপতিত্বে মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাংনী ঈদগাহ পরিচালনা কমিটির সভাপতি হাজী মহসিন আলী, বিশিষ্ট ব্যবসায়ী মোঃ এনামুল হক. ও হাফেজ মাওলানা রোকুনুজ্জামান।

মতবিনিময় শেষ উপজেলার প্রতিটি জামে মসজিদের ঈমামদের মাঝে জায়নামাজ,টুপি,তসবিহ বিতরণ করা হয়।




চুয়াডাঙ্গায় সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

চুয়াডাঙ্গায় ৩৪ তম বার্ষিক সরকারি কর্মকর্তা- কর্মচারী ও তাদের ছেলে-মেয়েদের ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার বেলা সকাল দশটার সময় চুয়াডাঙ্গা পুরাতন স্টেডিয়ামে চুয়াডাঙ্গায় সরকারি কর্মকর্তা কর্মচারী ও তাদের ছেলে-মেয়েদের সমন্বয়ে জেলা পর্যায়ে ৩৪তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

চুয়াডাঙ্গা অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক) মোঃ নাজমুল হামিদ রেজা সভাপতিত্বে বার্ষিক ক্রিয়া প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শুভ উদ্বোধন করেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক মোহাম্মদ আমিনুল ইসলাম খান, এ সময় তিনি বলেন, নতুন প্রজন্মকে দেশ ও জাতীয় চেতনার সাথে সম্পৃক্ত করতে তাদেরকে পরিপূর্ণভাবে ক্রীড়া ও সংস্কৃতি চেতনায় গড়ে তুলতে হবে। আমাদের তরুণরা খেলাধুলা ও সংস্কৃতি চর্চায় উৎকর্ষতা অর্জনের মাধ্যমেই আন্তর্জাতিক বিভিন্ন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হবার মতো বিজয় অর্জন করবে।

সকালে জাতীয় সঙ্গীতের মাধ্যমে পতাকা উত্তোলন ও বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে উৎসব শুরু হয়। দলগত ডিসপ্লে, মশাল প্রজ্জ্বলন, মার্চ পাস্টের পর বিভিন্ন ক্রীড়া ও সাংস্কৃতিক ইভেন্টের মধ্যে ছিল, চকলেট দৌড়, রিলে দৌড় সহ বিভিন্ন প্রতিযোগিতা

উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চুয়াডাঙ্গা অতিরিক্ত জেলা প্রশাসক( রাজস্ব) মোঃ আরাফাত রহমান, চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী অফিসার শামীম ভূইয়া, চুয়াডাঙ্গা জেলা শিক্ষা অফিসার আতাউর রহমান, চুয়াডাঙ্গা নেজারত ডেপুটি কালেক্টর সাদাত হোসেন সহ সকল উপজেলার নির্বাহী অফিসার, সহকারী কমিশনার(ভূমি) ও সকল উপজেলা থেকে আগত সরকারি কর্মকর্তা- কর্মচারি ও তাদের ছেলে-মেয়ে।




শোয়েব আখতারকে ‘মানুষ’ হতে বললেন রমিজ

পাকিস্তানের সাবেক তারকা ক্রিকেটাররা একে অপরের সমালোচনায় লিপ্ত। সম্প্রতি জাতীয় দলের অধিনায়ক বাবর আজম ও সাবেক দুই তারকা ক্রিকেটার কামরান আকমল আর রমিজ রাজার সমালেচনা করেন ক্রিকেট ইতিহাসের দ্রুত গতির পেসার শোয়েব আখতার।

রমিজ রাজাকে নিয়ে শোয়েব আখতার বলেন, অনেকেই তার ওপর খুশি ছিল না। ক্রিকেট বোর্ডের ভেতর বাইরে অনেকে। আমি অনেকের কাছে শুনেছি তিনি সভাপতি হয়েছিলেন নিজের প্রচারের জন্য।

সাবেক ক্রিকেটার কামরান আকমলের ইংরেজি উচ্চারণ এবং পাকিস্তানের বর্তমান অধিনায়ক বাবর আজমের তারকা হয়ে ওঠার পথে ইংরেজি কম জানাকে সবচেয়ে বড় বাধা বলেও মন্তব্য করেন শোয়েব আখতার।

শোয়েব আখতারের সমালোচনার জবাব দিয়েছেন রমিজ রাজা। এক টেলিভিশন টকশোতে অংশ নিয়ে রমিজ রাজা বলেছেন, কিছু মানুষের বেশ ভুল ধারণা থাকে। এরা বিভ্রান্ত সুপারস্টার। সে সবাইকে এসবই বলতে থাকে। কামরান আকমলের সঙ্গেও তার সমস্যা ছিল। সব সময় ব্র্যান্ড ব্র্যান্ড করতে থাকে, ব্র্যান্ড হওয়ার আগে মানুষ হওয়া জরুরি। আগে মানুষ হতে হবে, তারপর ব্র্যান্ড হওয়া যাবে।

রমিজ রাজা আরও বলেছেন, আমাদের ক্রিকেট নিচে নেমে যাওয়ার একটি কারণ হচ্ছে, এ ধরনের যেসব সাবেক ক্রিকেটার আছেন, তারাই আমাদের ক্রিকেটকে টেনে নিচে নামান। এটা আমাদের প্রতিবেশী দেশ ভারতে কখনো দেখবেন না।

তিনি বলেন, পাকিস্তানে এখন এমন একটা পরিস্থিতি তৈরি হয়েছে যে যার যেটা কাজ, তাকে সেটা করতে না দেওয়া এবং অহেতুক সমালোচনা করা। দূরে বসে সবাই সমালোচনা করতে পারে। কিন্তু কেউ এসে কাজটা করবে না।

রমিজ রাজা জানান, শোয়েব আখতার বলেছিলেন তিনি সভাপতি হলে ক্রিকেটারদের পূর্ণ স্বাধীনতা দেবেন। রমিজ বলেন, ‘সভাপতি হওয়ার জন্য ন্যূনতম স্নাতক পাস করতে হয়।’

সূত্র: যুগান্তর




নতুন পরিচয়ে রানী মুখার্জি

বলিউডের সুপারস্টার রানী মুখার্জি প্রথমবার সিনেমার গানে কণ্ঠ দিয়েছেন। সম্প্রতি এ অভিনেত্রীর ‘মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে’ নামে একটি সিনেমার ট্রেলার প্রকাশ হয়।

যেখানে মিসেস চ্যাটার্জিরূপে প্রশংসা কুড়াচ্ছেন বলিউডের গুণী এ অভিনেত্রী। শুধু তাই নয়, সিনেমাটি আরও বিশেষ আকর্ষণ হলো, এতে প্রথমবারের মতো গানে কণ্ঠ দিয়েছেন রানী।

ভারতীয় গণমাধ্যম জানিয়েছে, ‘মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে’তে রানীর দেখা মিলবে গায়িকা হিসাবে। বলা হয়েছে চমৎকার সংগীতায়োজনে গানটি গেয়েছেন তিনি।

গানটি হিন্দি ও বাংলায় লেখা হয়েছে।’ রানী জানিয়েছেন, একটি অনুপ্রেরণাদায়ক গল্পে নির্মিত হয়েছে সিনেমাটি, গল্পটি মন ছুঁয়ে গেছে তার। যে কারণে এর একটি গানে কণ্ঠ দেওয়ার প্রস্তাব এলে নিজের শতভাগ দেওয়ার সিদ্ধান্ত নেন তিনি।

‘মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে’ সিনেমাটি মুক্তি পাবে ১৭ মার্চ। পরিচালনা করেছেন অসীমা চিব্বার। ছবিতে আরও অভিনয় করেছেন অনির্বাণ ভট্টাচার্য, নীনা গুপ্তা, জিম সার্ভ প্রমুখ।

সূত্র: যুগান্তর




দামুড়হুদায় প্রাণী সম্পদ প্রদর্শনী উদ্বোধন

দামুড়হুদায় প্রাণী সম্পদ প্রদর্শনীর উদ্বোধন করেছেন উপজেলা নির্বাহী অফিসার রোকসানা মিতা। শনিবার সকাল ১০টার সময় দামুড়হুদা উপজেলা চত্বরে উপজেলা প্রশাসন ও উপজেলা প্রাণী সম্পদের আয়োজনে আনুষ্ঠানিকভাবে এই প্রদর্শনীর উদ্বোধন করেন।

উপজেলা প্রাণী সম্পদ অফিসার তাসলিমা আক্তার এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার রোকসানা মিতা। এসময় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন বর্তমান সরকার প্রাণী সম্পদ বিভাগকে বাংলাদেশে খুবই শক্ত অবস্থানে দাঁড় করিয়েছেন। সরকার এই বিভাগকে অনেক সাহায্য সহযোগিতা করছেন। আত্মকর্মসংস্থান হিসাবে প্রাণী সম্পদ এখন বাংলাদেশে খুবই গুরুত্ব বহন করে। আমিষ ও প্রোটিনের চাহিদা পূরণে অপরিহার্য ভূমিকা পালন করে প্রাণী সম্পদ বিভাগ।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান শহিদুল ইসলাম, উপজেলা সহকারী কমিশনার ভূমি সজল কুমার দাস, উপজেলা কৃষি অফিসার মনিরুজ্জামান মনির। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রাণিসম্পদ অফিসার তাসলিমা আক্তার। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সমবায় অফিসার হারুন অর রশিদ।