মুজিবনগরে প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত

“স্মার্ট লাইভস্টক” “স্মার্ট বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে মুজিবনগরে প্রাণিসম্পদ প্রদর্শনীর -২০২৩ উদ্বোধন ও সমাপনী অনুষ্ঠিত হয়েছে।

প্রাণিসম্পদ অধিদপ্তরের প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প (এলডিডিপি) এর আয়োজনে মুজিবনগর উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল এর বাস্তবায়নে। শনিবার সকাল সাড়ে ১০ টার সময়  রামনগর খেলার মাঠে আয়োজিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার অনিমেষ বিশ্বাস প্রধান অতিথি হিসাবে ফিতা কেটে উদ্বোধন করেন। পরে প্রদর্শনীর প্রাঙ্গণে আলোচনা সভার আয়োজন করা হয়।

গাংনী উপজেলা প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডা:আলাউদ্দীনের সঞ্চালনায় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি রফিকুল ইসলাম তোতা, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা: হারিছুল আবিদ,উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা রকিবউদ্দীন, উপজেলা প্রাণিসম্পদ সম্প্রসারণ ডা: কর্মকর্তা তানিয়া আখতার, জেলা ট্রেনিং অফিসার ডা: শেখ মোহাম্মদ মশিউর রহমান, বিশিষ্ট উদ্যোক্তা ও সমাজসেবক হাসানুজ্জামান লালটু।

প্রাণিসম্পদ প্রদর্শনীতে ২০ টি গরুর, ১০টি ছাগলের, ১০টি ভেড়ার এবং ১০টি বিভিন্ন প্রাণিসহ মোট ৫০টি ষ্টল স্থাপন করা হয়।
পরে দুপুরে পানিসম্পদ প্রদর্শনীর সমাপনী অনুষ্ঠিত হয়। সমাপনী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার অনিমেষ বিশ্বাস প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রদর্শনীতে গাভি পালন, ষাড় পালন, ছাগল পালন, ভেড়া পালন এবং অন্যান্য ক্যাটাগরিতে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারী খামারিদের মাঝে পুরস্কার ও সনদ বিতরণ করেন।

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা প্রাণী সম্প্রসারণ কর্মকর্তা জয়নাল আবেদীন, মুজিবনগর উপজেলা প্রাণিসম্পদ অফিসের এল এফ এ মিঠুন আলী, এল এফ এ হাবিবুর রহমানসহ অফিসের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

পুরস্কার ও সনদ বিতরণ শেষে নির্বাহী অফিসার পানিসম্পদ প্রদর্শনীর-২০২৩ এর সমাপনী ঘোষণা করেন।




মেহেরপুরে শান্তিপূর্ণভাবে বিএনপির পদযাত্রা অনুষ্ঠিত

নিত্য প্রয়োজনীয় পণ্যসহহ কৃষি উপকরণের মূল্য বৃদ্ধি, বেগম খালেদা জিয়াসহ কারাবন্দীদের মুক্তি ও ১০ দফা দাবী আদায়ে পদযাত্রা করেেেছ মেহেরপুর জেলা বিএনপি।

শনিবার সকাল ১১টার সময় মেহেরপুর শহরের নতুন বাসস্ট্যান্ড থেকে পদযাত্রা শুরু করে শহর প্রদক্ষিণ শেষে সরকারি বয়েজ স্কুল মাঠে গিয়ে শেষ হয়।

জেলা বিএনপির সভাপতি ও সাবেক সাংসদ মাসুদ অরুনের নেতৃত্বে পদযাত্রায় সিনিয়র সহ-সভাপতি জাভেদ মাসুদ মিল্টন, সদর উপজেলা সভাপতি এ্যাড. মারুফ আহমেদ বিজন, মুজিবনগর উপজেলা সভাপতি আমিরুল ইসলাম, মেহেরপুর পৌর বিএনপির সভাপতি জাহাঙ্গীর বিশ্বাস, গাংনী পৌর বিএনপির সভাপতি মুরাদ আলীসহ জেলা ও উপজেলা বিএনপির অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।

পদযাত্রায় কর্মসুচী শুরুতে মাসুদ অরুন বলেন, গনতন্ত্রের পূনরুদ্ধারের লড়াই চলছে। জনগণের ভাত ও ভোটের অধিকার প্রতিষ্ঠার মধ্য দিয়ে দেশের কর্তৃত্ব জনতার হাতে ফিরিয়ে দিতে আমাদের আন্দোলন চলবে।




গাংনীতে ছেলের হাতে বাবা খুন

মেহেরপুরের গাংনীতে মানষিক প্রতিবন্ধী ছেলে সুজন আলীর ধারালো অস্ত্রের আঘাতে বাবা আফেল উদ্দীন (৬০) খুন হয়েছে।

শনিবার সকাল সাড়ে ১০ টায় উপজেলার কাজিপুর ইউনিয়নের হাড়াভাঙ্গা কালিতলা পাড়ায় এ ঘটনা ঘটে। নিহত আফেল উদ্দীন হাড়াভাঙ্গা কালিতলা পাড়ায় ইয়াদ আলীর ছেলে।

আফেল উদ্দীনের স্ত্রী তহমিনা খাতুন জানান,সুজন আলী ও তার বাবা আফেল উদ্দীন দুজনে বাড়িতে থাকাবস্থায় তিনি বাড়ির পার্শে একটি দোকানে ডিম কিনতে যায় সেখান থেকে বাড়ি ফিরে স্বামীর রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখেন। এসময় ছেলে সুজন আলীকে বাড়িতে পাওয়া যায়নি। ধারনা করা হচ্ছে সুজন তার বাবাকে ধারালো অস্ত্র দিয়ে মাথায় আঘাত করে হত্যা করে পালিয়ে যায়।

ইউপি সদস্য মো: মহিবুল ইসলাম বলেন,ইতোপূর্বে সুজন আলী তার বাবাকে মারধর করেছে বলে প্রতিবেশি সূত্রে জানতে পেরেছেন। তবে সে মানষিক প্রতিবন্ধী বেশ কিছু দিন রাজশাহী,পাবনা সহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। সুজন বিজ্ঞান বিভাগের মেধাবী ছাত্র ছিলো। মানষিক সমস্যার কারনে তার জীবন নষ্ট হয়ে গেছে।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: আব্দুর রাজ্জাক বলেন,সুজন আলী পলাতক রয়েছে। ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়না তদন্ত করার জন্য মর্গে প্রেরন করা হয়েছে। পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেয়া হবে।




রাজনীতির শুরু থেকে এ পর্যন্ত জনগণের সাথে মিশে আছি

রাজনীতির শুরু থেকে এ পর্যন্ত জনগণের সাথে মিশে আছি। কৃষক শ্রমিক মানুষের সাথে মিশে আছি। একজন কৃষক পরিবারের ছেলে হিসেবে রাজনীতির শুরু থেকে এ পর্যন্ত কৃষক পরিচয় দিতে গর্ববোধ করেছি।

মেহেরপুর জেলা যেহেতু কৃষি প্রধান জেলা এ জ্বালায় যেহেতু শিল্প কলকারখানা নেই সেহেতু কৃষকদের ভাগ্য পরিবর্তন করতে পারলে মেহেরপুরের উন্নয়ন হবে, মেহেরপুরের মানুষের উন্নয়ন হবে। এই কথা ভেবেই নির্বাচনের পরে সংসদ সদস্য হিসেবে আমার নির্বাচনী এলাকার গাংনীর বিভিন্ন মাঠে কৃষক ছাউনি স্থাপন করেছি।যাতে কৃষকরা ঝড় ঝাপটা ও প্রাকৃতিক দুর্যোগ থেকে রক্ষা পেতে পারে। যার নাম দিয়েছি “শেখ হাসিনা কৃষক ছাউনি” এই প্রকল্পটি জাতীয় সংসদে উপস্থাপন করেছি। যেটি দেশব্যাপী সমাদৃত হয়েছে।

গাংনী শহর ফোরলেন রাস্তায় পরিণত হচ্ছে। মেহেরপুর একটি বিশ্ববিদ্যালয় হচ্ছে। গাংনী উপজেলায় একটি মডেল মসজিদ হয়েছে এবং একটি মিনি স্টেডিয়াম নির্মাণ হচ্ছে। বিভিন্ন স্কুল কলেজের অবকাঠামো উন্নয়ন হয়েছে ব্যাপক। যার ফলশ্রুতিতে মানুষ আবারো আমাকে এমপি হিসেবে নির্বাচিত করবে। এমন আশা ব্যক্ত করেন মেহেরপুর -২( গাংনী) আসনের সংসদ সদস্য মোহাম্মদ সাহিদুজ্জামান খোকন। দৈনিক মেহেরপুর প্রতিদিনের “নিয়মিত আয়োজন “মুক্ত কথা” আলোচনায় অনুষ্ঠান সঞ্চালকের বিভিন্ন প্রশ্নোত্তর পর্বে এসব কথা বলেন তিনি।

দৈনিক মেহেরপুর প্রতিদিনের ব্যবস্থাপনা সম্পাদক মাহাবুব চান্দুর সঞ্চালিত ” মুক্ত কথা” অনুষ্ঠানে যুব সমাজকে নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, যুব সমাজ আজ হাতের মুঠোয় পৃথিবী পেয়েছে, প্রযুক্তিগত শিক্ষায় শিক্ষিত হচ্ছে। বর্তমান সরকার শিক্ষিত যুব সমাজকে কাজে লাগানোর জন্য বিভিন্ন প্রশিক্ষণের সুযোগ তৈরি। বিভিন্ন ট্রেডে প্রশিক্ষণ দিয়ে বিদেশে কর্মসংস্থানের ব্যবস্থা করেছে। যুব সমাজকে মাদক থেকে দূরে সরিয়ে রাখার জন্য বিভিন্ন খেলাধুলায় পুরস্কার দেওয়ার সুযোগ তৈরি করা হয়েছে। বিভিন্ন শিক্ষামূলক বিনোদনের ব্যবস্থা করা হচ্ছে। খেলাধুলায় মনোযোগী হচ্ছে অনেকেই। তবে দেশীয় খেলাধুলা কিছুটা ভাটা পড়েছে বলেও স্বীকার করেন তিনি।

২৪ ফেব্রুয়ারি ২০২৩ শুক্রবার সন্ধ্যায় এমপি সাহিদুজ্জামান খোকনের বাসভবনে “মুক্ত কথা”র আলোচনা সভায় অতিথি হিসেবে এমপি সাহিদুজ্জামান খোকনকে আমন্ত্রণ জানাই দৈনিক মেহেরপুর প্রতিদিন। এম এ এস ইমন এর প্রকাশনায় এবং ইয়াদুল মোমিন সম্পাদিত দৈনিক মেহেরপুর প্রতিদিন মেহেরপুর জেলার একটি সরকারি মিডিয়া তালিকাভুক্ত পত্রিকা। পত্রিকাটি প্রকাশনা কাল থেকেই এ পর্যন্ত অন্যায়ের বিরুদ্ধে কথা বলে আসছে। সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ড নিয়মিতভাবে প্রচার করে আসছে। সাদা কে সাদা ও কালোকে কালো বলায় এবং সরকারের উন্নয়ন কর্মকান্ড প্রচার করে পত্রিকাটি স্থানীয় প্রশাসন থেকে শুরু করে বিভিন্ন মহলে আস্থার পত্রিকা হিসেবে জনপ্রিয়তা বেড়েছে বলে জানান এমপি সাহিদুজ্জামান খোকন।

সঞ্চালকের রাজনৈতিক প্রশ্নের উত্তরে তিনি বলেন, আমাদের বাংলাদেশ একটি স্বাধীন সার্বভৌমত্ব দেশ। যে দেশের মানুষ স্বাধীনভাবে চলাফেরা করতে পারে, স্বাধীনভাবে কথা বলতে পারে। সকল শ্রেণীর পেশার মানুষ রাজনীতি করতে পারে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এদেশের পরাধীন মানুষকে স্বাধীনতার স্বপ্ন দেখিয়েছিলেন এবং স্বাধীনতা এনে দিয়েছিলেন। তারই সুযোগ্য কন্যা শেখ হাসিনা ক্ষমতায় এসে দেশের উন্নয়ন ঘটিয়েছেন জনগণের উন্নয়ন ঘটিয়েছেন। মানুষ আজ নির্বিঘ্নে চলতে পারে নির্বিঘিলে কথা বলতে পারে এবং ব্যবসা-বাণিজ্য করতে পারে কোথাও বোমাবাজি হয় না কোথাও ছিনতাই হয় না। রাজনৈতিক ভেদাভেদ ভুলে গিয়ে দেশের সকল মানুষকে সমান সুযোগ সৃষ্টি করে দিয়েছেন বর্তমান সরকার। ঠিক তেমনি ভাবেও নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন করেছেন।

আগামী জাতীয় সংসদ নির্বাচনে সকল দলের অংশগ্রহণ নিশ্চিতকরণের জন্য বিরোধী বিভিন্ন রাজনৈতিক দলকে সমানভাবে সভা সমাবেশ করার সুযোগ তৈরি করে দিয়েছে। বিরোধীদলের রাজনৈতিক নেতারা তাদের রাজনৈতিক কর্মকান্ড নির্বিঘ্নে চালিয়ে যাচ্ছেন। আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি সহ সকল দল নির্বাচনে অংশগ্রহণ করবে বলেও জানান তিনি। সরকারের উন্নয়নের পাশাপাশি গাংনী উপজেলায় নির্বাচনী এলাকায় ৮০ ভাগ জনগণকে দেয়া নির্বাচনী প্রতিশ্রুতি পূরণ করতে পেরেছেন বলেও দাবি করে সংসদ সদস্য মোঃ সাহিদুজ্জামান খোকন বলেন, জনগণ আবারও আমাকেই এমপি হিসেবে দেখতে চাই। বাংলাদেশ আওয়ামী লীগকে আবারো সরকার গঠন করতে চাই।

সবশেষে সাহিদুজ্জামান খোকন বলেন, তিনি আবারও নৌকার মনোনয়ন চাইবেন এবং দল তাকে মূল্যায়িত করবেন। বাংলাদেশ আওয়ামীলীগকে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সরকার গঠনে বিভিন্ন মানুষের দ্বারে দ্বারে যাচ্ছেন এবং সরকারের উন্নয়ন তুলে ধরেছেন। শেখ হাসিনার কথা তুলে ধরছেন। তিনি বিশ্বাস করেন বর্তমান সরকারের উন্নয়ন দেখে আবারও বাংলাদেশ আওয়ামী লীগকে সরকার গঠনে জনগণ সর্বাত্মক সহায়তা করবে।




দর্শনায় মুদি দোকানের দেয়াল ভেঙ্গে দুটি দােকানে চুরি

চুয়াডাঙ্গার দর্শনায় দুটি দােকানের দেয়াল ভেঙ্গে ও তালা ভেঙ্গে চুরি সংঘটিত হয়েছে। দর্শনা পৌর এলাকার পুরাতন বাজার রেলগেট মুল সড়কের পাশে ব্যস্ততম স্থান।

গতকাল শুক্রবার ভােরে আনিসুরের মুদি দােকানের ২০ ইঞ্চি দেওয়াল ভেঙ্গে চাের চক্র হানা দেয়। এ সময় দােকানের ক্যাশ বাক্স ভেঙ্গে নগদ ৭০ হাজার টাকা, ৫ লিটারের ১০টি সায়াবিন তেলের বোতল

বিভিন্ন ব্রান্ডের সিগারেট, সাবান, কাটুন ভর্তি এলাচ অন্যান্য মালামাল সহ প্রায় দুইলাখ টাকার মালামাল নিয়ে যায়। এছাড়া রাস্তার বিপরীত পাশের আতিয়ার রহমানের দােকানের তালা ভেঙ্গে বিভিন্ন ব্রান্ডের চাপাতি, সিগারটসহ অন্যান্য মালামাল নিয়ে যায়।

গতকাল শুক্রবার সকালে দর্শনা থানার এসআই রাম চদ্র সহ সঙ্গীয় ফার্স ঘটনাস্হল পরিদর্শন করেন। তিনি দাবী করেন- আমি নিজ রাত ২ টার দিকেও এই সড়কে টহল ছিলাম। ভােরে এঘটনা ঘটত পারে। এ বিষয় দাকানর মালিক আনিসুর রহমান দর্শনা থানায় একটি অভিযােগ দায়ের করেছে।

এ বিষয়ে দর্শনা থানার অফিসার ইনচার্জ এ এইচ এম লুৎফুল কবির ঘটনার সত্যতা স্বীকার করে বলেন দেয়াল ভেঙ্গে চুরি করেছে। তবে আমরা সিসি ক্যামেরা দেখে চোর সনাক্তসহ প্রয়োজনীয় ব্যাবস্থা নেব।




জাগো মেহেরপুর এর উদ্যোগে মেহেরপুর জেলা দিবস পালন

জাগো মেহেরপুর এর উদ্যোগে মেহেরপুর জেলা দিবস পালন করা হয়েছে।
গতকাল শুক্রবার সন্ধ্যায় মেহেরপুর এশিয়া নেট মোড় ইচ্ছে গিফট কর্ণারে কেক কেটে জেলা দিবস পালন করা হয়। জাগো মেহেরপুরের মুখপাত্র শোয়েব রহমানের সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা অব) ক্যাপ্টেন আব্দুল মালেক, বীর মুক্তিযোদ্ধা ও সাবেক ব্যাংকার জিল্লুর রহমান, মেহেরপুর প্রতিদিনের সম্পাদক ইয়াদুল মোমিন।
জাগো মেহেরপুরের সমন্বয়কারী আব্দুল আলিমের সঞ্চালনায় কেক কেটে মেহেরপুর জেলা দিবস পালন করা হয়। অনুষ্ঠানে জাগো মেহেরপুরের সংগঠক হৃদয়, নাসিম হাসানসহ অন্যানরা উপস্থিত ছিলেন।

বীর মুক্তিযোদ্ধারা জাগো মেহেরপুরের আয়োজনকে সাধুবাদ জানিয়ে বলেন, মেহেপুরের কোন সংগঠনকে আজকের দিনটি পালন করতে দেখিনি, যেটা অনেক কষ্টের। জাগো মেহেরপুর এ অনুষ্ঠানের মধ্যে দিয়ে নতুন করে ইতিহাসে নাম লেখালো। জাগো মেহেরপুরের সকল ভালো কাজের সাথে আমরা থাকবো।
প্রসঙ্গত, ১৯৮৪ সালের ২৪ ফেব্রুয়ারি মেহেরপুর কে জেলা হিসেবে ঘোষনা করে তৎকালীন সরকার।




সরকারের উন্নয়ন চিত্র তুলে ধরতে তৃণমূলে ইমনের বুকলেট বিতরণ অব্যহত

বর্তমান সরকারের উন্নয়ন মূলক চিত্র তুলে ধরতে মেহেরপুরের বিভিন্ন গ্রামে গ্রামে তরুণ রাজনীতিবীদ এম এ এস ইমনের বুকলেট বিতরণ অব্যহত রয়েছে।

তারই অংশ হিসেবে শুক্রবার বিকালে মুজিবনগর উপজেলার কেদারগঞ্জ, সোনাাপুর, মাঝপাড়া গ্রামে তরুন রাজনীতিবীদ এম এ এস ইমনের উদ্যোগে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের মাঝে সরকারের উন্নয়ন চিত্র সম্বলিত বুকলেট বিতরণ করা হয়েছে।

মেহেরপুর পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি বেলাল হোসেনের নেতৃত্বে এম এ এস ইমনের অনুসারীরা মুজিবনগরের কেদারগঞ্জ, সোনাাপুর, মাঝপাড়া গ্রামে এ বুকলেট বিতরণ করেন।

বুকলেট বিতরণ ও গণসংযোগকালে জেলা স্বেচ্ছাসেবক লীগের সম্মেলন ও প্রস্তুতি কমিটির সদস্য মোস্তাফিজুর রহমান চন্দন, মেহেরপুর জেলা যুবলীগ শাখার আহ্বায়ক কমিটির সদস্য প্রভাষক মোঃ সাজ্জাদ হোসেন, শিশির অরুপ, আব্দুর রাজ্জাক, ফারুক হোসেন, সানা, ডন, আবুল হোসেন, ফারুক শেখ, ছাত্রলীগ নেতা ইব্রাহীম ইবু সহ অন্যান্য নেতাকর্মীরা অংশগ্রহন করেন।

আওয়ামী লীগ নেতা বেলাল হোসেন বলেন, আওয়ামী লীগ সরকারের বিভিন্ন উন্নয়নমূলক চিত্রের পাশাপাশি বিএনপির সরকারের উন্নয়নের তুলনা করে এ বুকলেট তৈরি করা হয়েছে। যাতে করে সাধারণ মানুষ আওয়ামী লীগ সরকারের উন্নয়ন চিত্র সম্পর্কে ধারণা পায়। এবং একই সঙ্গে পুনরায় আওয়ামী লীগ সরকারকে ভোট দিয়ে ক্ষমতায় নিয়ে আসে। এ বুকলেট ভালোভাবে পড়লেই সাধারণ মানুষ আওয়ামী লীগ সরকারের প্রতি বিশ্বাস ও আস্থা রাখতে পারবে।

আওয়ামী লীগ নেতা এস এম ফরিদ উদ্দীন বলেন, গত ১৪ বছরে বর্তমান সরকার বাংলাদেশে অনেক বড় বড় উন্নয়নমূলক কাজ করেছে। সে উন্নয়ন মূলক কাজগুলো বিস্তারিত ভাবে এ বুকলেটে তুলে ধরা হয়েছে। শেখ হাসিনা সরকার বয়স্কভাতা, বিধবা ভাতা, মুক্তিযোদ্ধা ভাতা বাড়িয়েছেন এই সরকার।

স্বেচ্ছাসেবক লীগ নেতা মোস্তাফিজুর রহমান চন্দন বলেন, শেখ হাসিনার সরকারের সাফল্যগুলো প্রতিদিনই আমরা মেহেরপুরের বিভিন্ন গ্রামে সাবেক ছাত্রনেতা এম এ এস ইমনের তৈরি করা এই বুকলেটগুলো বিতরণ করছি। আমরা এই বুকলেচগুলো গ্রামের সাধারণ মানুষের কাছে তুলে ধরছি আগামী জাতীয় নির্বাচনে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে আমরা প্রচার কাজ চালিয়ে যাচ্ছি। বিরোধী শক্তি যাতে মাথাচাড়া দিয়ে উঠতে না পারে সে লক্ষ্যে আমরা প্রতিনিয়ত বুকলেট বিতরণ ও প্রচার কাজ চালিয়ে যাচ্ছি।

প্রসঙ্গত, ইতোমধ্যে এম এ এস ইমনের উদ্যোগে মেহেরপুর শহর, মুজিবনগর উপজেলার মোনাখালী, দারিয়াপুর, বাগোয়ান, মহাজনপুর ও মেহেরপুর সদর উপজেলার কুতুবপুর, বুড়িপোতা, আমদহ, আমঝুপিসহ বিভিন্ন গ্রামে বুকলেট বিতরণ করা হয়েছে।




দামুড়হুদা বিষ্ণুপুর গ্রামে পুকুরের মধ্যে সদ্য ভূমিষ্ট শিশুর লাশ উদ্ধার

দামুড়হুদা উপজেলার বিষ্ণুপুর গ্রামে পুকুরের মধ্যে সদ্য ভূমিষ্ট শিশুর লাশ উদ্ধার হয়েছে।

শুক্রবার বেলা সাড়ে ১১ টার দিকে স্থানীয়রা এই লাশ উদ্ধার করে পুকুর পাড়ের মাটিতে দাফন করে।

পুলিশ ও স্থানীয় সুত্রে জানাগেছে দামুড়হুদা উপজেলার জুড়ানপুর ইউনিয়নের বিষ্ণুপুর গ্রামের দক্ষিণ পাড়ার আবুল হোসেনের ছেলে

সাইফুল ইসলাম আপেল ও একই গ্রামের বদরউদ্দিন এর ছেলে ইসমাইল হোসেনের পুকুরের ভিতরে বাজার করা ব্যাগের মধ্যে অজ্ঞাতনামা শিশুটিকে ভাসমান অবস্থায় দেখতে পান। পরবর্তীতে সাইফুল ইসলাম স্থানীয় লোকজনের সহায়তায় পুকুর হইতে শিশুটিকে উদ্ধারপূর্বক পুকুর পাড়ের মাটিতে দাফন করেন।

স্থানীয় লোকজনের মাধ্যমে দামুড়হুদা থানা পুলিশ সংবাদ পেয়ে ঘটনাস্থলে দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ ওসি ফেরদৌস ওয়াহিদ এবং এসআই শেখর চন্দ্র মল্লিক ঘটনা স্থানে উপস্থিত হয়ে মাটি খুঁড়ে অজ্ঞাতনামা শিশুটি উদ্ধারপূর্বক জব্দ তালিকা প্রস্তুত করিয়া মৃত শিশুটির ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতালে প্রেরণ করা হয়।

এবিষয়ে দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ ওসি ফেরদৌস ওয়াহিদ বলেন শিশু বাচ্চাটির লাশ উদ্ধার করে ডাক্তারি পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।




মহাজনপুর ইউনিয়নের সকল ওয়ার্ডের ছাত্রলীগের কমিটি গঠন

মুজিবনগরে এক বছরের জন্য মহাজনপুর ইউনিয়নের আওতাধীন ৯ টি ওয়ার্ডে ছাত্রলীগের ওয়ার্ড কমিটি গঠন করা হয়েছে।
আজ শুক্রবার বিকেলে মহাজনপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ইমাম হোসেন ইমন ও সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম স্বাক্ষরিত পত্রে এ সকল ওয়ার্ড কমিটির অনুমোদন দেওয়া হয়েছে।

ঘোষিত কমিটিতে মহাজনপুর ইউনিয়ন এর ১ নম্বর ওয়ার্ডে ছামিন হোসেন( ডি এস )কে সভাপতি ও ইখলাস হোসেনকে সাধারণ সম্পাদক, ২ নং ওয়ার্ডে মোহাম্মদ আকাশকে সভাপতি ও মামুন আলী কে সাধারণ সম্পাদক, ৩ নং ওয়ার্ডে সুইট রানাকে সভাপতি ও আশিক রহমানকে সাধারণ সম্পাদক, ৪ নং ওয়ার্ডে মোহাম্মদ শাহাবুল ইসলাম মুন্নাকে সভাপতি ও ওয়াসিম আকরাম কে সাধারণ সম্পাদক, ৫ নং ওয়ার্ডে মোহাম্মদ মেহেরাব হোসেনকে সভাপতি ও হুসাইন আহমেদকে সাধারণ সম্পাদক, ৬ নং ওয়ার্ডে মোঃ ইবনে সিনাকে সভাপতি ও রেজাউল হককে সাধারণ সম্পাদক, ৭ নং ওয়ার্ডের রিফাত হোসাইনকে সভাপতি ও আকাশ আলীকে সাধারণ সম্পাদক, ৮ নং ওয়ার্ডের মুস্তাফিজুর রহমান মুন্নাকে সভাপতি ও ইয়াসিন আরাফাতকে সাধারণ সম্পাদক, এবং ৯ নম্বর ওয়ার্ডে পারভেজ হোসেনকে সভাপতি ও শ্রী বিশ্বজিৎ কুমারকে সাধারণ সম্পাদক করে প্রতিটি ওয়ার্ডে মোট দশ সদস্য বিশিষ্ট কমিটির অনুমোদন দেওয়া হয়েছে।

মহাজনপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ইমাম হোসেন ইমন বলেন, শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ গড়তে ও বাংলাদেশ ছাত্রলীগ মেহেরপুর জেলা শাখার হাতকে শক্তিশালী করতে এই সমস্ত কমিটি গঠন করা হয়েছে।




ইসলামী আন্দোলন বাংলাদেশ কোটচাঁদপুর শাখার বিক্ষোভ মিছিল ও সমাবেশ

দ্রব্যমূল্যের উর্দধগতি প্রতিবাদে ও পাঠ্যপুস্তক হতে ধর্ম ও জাতিসত্ত্বা বিরোধী বিতর্কিত বিষয় সমূহ বাতিল ও শিক্ষার সর্বস্তরের ধর্মীয় শিক্ষা বাধ্যতামূলক করার দাবীতে বিক্ষোভ মিছিল করেছেন কোটচাঁদপুর উপজেলা ইসলামী আন্দোলন বাংলাদেশ।  শুক্রবার বিকেলে এ বিক্ষোভ করেন সংগঠনটি।

ইসলামী আন্দোলন বাংলাদেশের কোটচাঁদপুর উপজেলা শাখার সভাপতি মুক্তি ওমর ফারুক বলেন, দ্রব্যমূল্যের উর্দধগতি প্রতিবাদে ও পাঠ্যপুস্তক হতে ধর্ম ও জাতিসত্ত্বা বিরোধী বিতর্কিত বিষয় সমূহ বাতিল ও শিক্ষার সর্বস্তরের ধর্মীয় শিক্ষা বাধ্যতামূলক করার দাবীতে আমাদের আজকের এ বিক্ষোভ মিছিল ও সমাবেশ করা হয়েছে।

কোটচাঁদপুর বাজার চত্বরের সমাবেশে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মুক্তি ওমর ফারুক। বক্তব্য রাখেন, ইসলামী আন্দোলন বাংলাদেশের সাধারণ সম্পাদক ফারুক হোসেন, আব্দুল মালেক সহ আরো অনেকে।

এর আগে কোটচাঁদপুর মেইন বাসস্ট্যান্ড থেকে বিক্ষোভ সমাবেশ টি বের হয়। পরে মিছিলটি পৌর শহরের বিশেষ বিশেষ সড়ক প্রর্দক্ষিন শেষে বাজার চত্বরের সমাবেশে মিলিত হন।