দামুড়হুদা কার্পাসডাঙ্গায় ৩৭ পিচ ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার- ১

দামুড়হুদা কার্পাসডাঙ্গায় ৩৭পিচ ইয়াবা সহ মিকাইল নামের একজনকে গ্রেফতার করেছে দামুড়হুদা থানা পুলিশ।

শুক্রবার সকাল ৬ টার দিকে উপজেলার বাঘাডাঙ্গা নতুনপাড়া মসজিদের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত হলো উপজেলার দর্শনা থানার দুর্গাপুর গ্রামের আইয়ুব আলীর ছেলে মিকাইল (৩৯)।

পুলিশ সুত্রে জানাগেছে গোপন সংবাদের ভিত্তিতে দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ ওসি ফেরদৌস ওয়াহিদ এর দিক নির্দেশনায় কার্পাসডাঙ্গা পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই ইমরান ও এএসআই মসলেম উদ্দিন সঙ্গীয় ফোর্স সহ উপজেলার কার্পাসডাঙ্গা ইউনিয়নের বাঘাডাঙ্গা নতুনপাড়া মসজিদের সামনে থেকে ৩৭ পিচ ইয়াবা সহ মিকাইল কে গ্রেফতার করে। আসামীকে দামুড়হুদা মডেল থানায় হস্তান্তর করা হয়।

এবিষয়ে দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ ওসি ফেরদৌস ওয়াহিদ বলেন ইয়াবা সহ গ্রেফতারকৃতকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।




মেরিন ইঞ্জিনিয়ারিংয়ে ক্যাপ্টেন হিসেবে পদোন্নতী পেলেন মেহেরপুরের শুভ

মেরিন ইঞ্জিনিয়ারিংয়ে ক্যাপ্টেন হিসেবে পদোন্নতী পেলেন মেহেরপুরের কৃতি সন্তান আবু মোহাম্মদ সালেহ শুভ। ২০০৩ সালে মেরিন ইঞ্জিনিয়ারিং প্রবেশন অফিসার হিসেবে যোগদান করার পর ধাপে ধাপে তিনি পদোন্নতী লাভ করে সর্বশেষ ক্যাপ্টেন হিসেবে পদোন্নতী পান।

আবু মোহাম্মদ সালেহ শুভ মেহেরপুর শহরের কাসারি পাড়ার বিশিষ্ট রাজনীতিক ইলিয়াস হোসেনের ছেলে। তিনি মেহেরপুর সরকারি উচ্চ বিদ্যালয় থেকে ১৯৯৭ সালে এসএসসি এবং মেহেরপুর সরকারি কলেজ থেকে ১৯৯৯ সালে এইচএসসি পাশ করেন। পরে তিনি চট্ট্রগাম মেরিন একাডেমি থেকৈ ২০০৩ সালে ব্যাচেলর অব মেরিটাইম সাইন্স ডিগ্রি অর্জন করে। ওই বছরে বাংলাদেশী একটি জাহাজে কর্মজীবন শুরু করেন। পরে তিনি ইটালিয়ান, জাপানি সহ বিভিন্ন দেশের জাহাজে চাকরি করেছেন। এ পর্যন্ত তিনি ২৫টি জাহাজে চাকরি করেছেন। তার মধ্যে কার্গো, ট্যাংকার, বাল্ক, কন্টেনেইনার জাহাজ রয়েছে।  ইতোমধ্যে তিনি ৬০টি দেশে জাহাজ নোঙর করেছেন।

ক্যাপ্টেন আবু সালেহ শুভ বলেন, মেরিন পেশা খুবই ভালো এবং ডিমাণ্ডেবল পেশা। এখানে আছে সংগ্রাম, এখানে আছে ত্যাগ। তার বিনিময়ে দেশের জন্য বৈদেশিক মুদ্রা আয় করার সুযোগ। প্রতিনিয়ত এ সেক্টরে জবের চাহিদা বাড়ছে এবং তরুণরা আগ্রহী হচ্ছে। শুভ আরো বলেন, এ পেশাতে বিশ্বের বিভিন্ন দেশ ঘোরার সুযোগ রয়েছে।  এ পেশাকে বিকশিত করার লক্ষ্যে বাংলাদেশে সরকার দেশে আরো চারটি মেরিন একাডেমি চালু করেছে।

ক্যাপ্টেন পদে পদোন্নতী লাভ করায় তাকে অভিনন্দন জানিয়েছেন তার বন্ধুরা। বিশেষ করে মেহেরপুর সরকারি উচ্চ বিদ্যালয়ের ১৯৯৭ সালের বন্ধু ডা. কাজল আলী,  ডা. আবুল কাশেম, মেহেরপুর প্রতিদিনের সম্পাদক ইয়াদুল মোমিন, মেহেরপুর সরকারি কলেজে প্রভাষক নাহিদ রেজা, বন্ধু সদরুল আহমেদ নাহিদ, ওয়ালিয়ুর রহমান রাজা, হিমু, সন্দিপ দাস সহ সকল বন্ধুরা।




মেহেরপুরে মউকের আয়োজনে ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত

মেহেরপুরে উপানুষ্ঠানিক প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা ও সুপারভাইজার দের সঙ্গে দিন ব্যাপী ইন্কুসিভ ও এক্সক্লুসিভ এডুকেশন বিষয়ে এক ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে।

আজ শুক্রবার সকাল দশটার দিকে মানব উন্নয়ন কেন্দ্র মউকের হলরুমে উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো ও গনসাক্ষরতা অভিযানের সহায়তায় মানব উন্নয়ন কেন্দ্র মউকের আয়োজন এ সভা অনুষ্ঠিত হয়।

মানব উন্নয়ন কেন্দ্র মউকের নির্বাহী প্রধান আসাদুজ্জামান সেলিমের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন মেহেরপুর সদর উপজেলা নির্বাহী অফিসার মো উবায়দুল্লাহ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো: মনিরুল ইসলাম , রিসোস পারসন হিসেবে উপস্থিত ছিলেন সিডিডিএর কো-অর্ডিনেটর মো: জাহাঙ্গীর আলম, মউকের সিনিয়র প্রোগ্রাম ম্যানেজার মুরাদ হোসেন, পোগ্রাম ম্যানেজার আবদুল করিম, শিরিন আকতার, আব্দুললাহ আল মামুন।

কর্মশালায় সবার জন্য মানসম্মত শিক্ষা, একীভূত শিক্ষা ও প্রতিবন্ধী শিশুর শিক্ষা অধিকার বিষয়ে আলোচনায় করা হয়। মেহেরপুর সদর উপজেলার উপানুষ্ঠানিক প্রাথমিক বিদ্যালয়ে ৭০ জন শিক্ষক শিক্ষিকা এ অনুষ্ঠানে অংশ গ্রহন করে।

অনুষ্ঠান টি পরিচালনা করেন ডিপিএম সাদ আহাম্মদ।




দামুড়হুদার দর্শনায় রেলের ৬ দফা দাবিতে আল্টিমেটাম

চুয়াডাঙ্গা জেলার দামুুড়হুদা উপজেলার দর্শনায় ঢাকা গামী সুন্দরবন আপ ও চিত্রা ডাউনের যাত্রা বিরতি ২ টি ট্রেন পুনঃচালু করন সহ ৬ দফা দাবিতে ২৭ তারিখ পর্যন্ত আল্টিমেটাম না মানলে ১ মার্চ রেলপথ অবরাধের কর্মসূচি দিয়ে লিফলেট বিতরণ করা হয়েছে।

গতকাল বৃহস্পতিবার দুপুরে দর্শনা রেলবাজার ও মুজিবনগর সড়ক লিফলেট বিতরণ করা হয়।

লিফলেট অনুষ্ঠানে নেতৃত্বে দেন দর্শনার জন্য আমরা সংগঠনের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা মোঃ আনারুল ইসলাম বাবু।

এসময় উপস্থিত ছিলেন দর্শনা সরকারি কলেজের সাবেক ছাত্র নেতা ইমরুল কাইয়ুম, দর্শনা জুয়েলারি সমিতির সাধারণ সম্পাদক অবনী সান্তরা মানা, মো রবিউল আলম বাবু, বীর মুক্তিযোদ্ধা আবুল বাসার, বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাকিম, নাহিদুল ইসলাম আদন, সাব্বির হোসেন ইমন, আব্দুর রহমান রতন, কবিরুল হক লিপু, মিরাজুর রহমান মিরাজ প্রমুখ।




আইওএসেও বার্তা সম্পাদনার কার্যকারিতা পরখ করছে হোয়াটসঅ্যাপ

মনের ভুলে কোনো বার্তা পাঠালে সেটি ফেরত আনা যায় হোয়াটসঅ্যাপে। কিন্তু এতে প্রাপক জানতে পারেন, আপনি বার্তাটি ফেরত এনেছেন। ফলে অনেকেই বিব্রতকর পরিস্থিতির মুখোমুখি হন। সমস্যা সমাধানে দীর্ঘদিন থেকেই পাঠানো বার্তা সম্পাদনার সুযোগ চালুর জন্য কাজ করছে বার্তা আদান–প্রদানের অ্যাপটি। এরই ধারাবাহিকতায় অ্যান্ড্রয়েড অ্যাপের পর এবার আইওএস অ্যাপেও বার্তা সম্পাদনা সুবিধার কার্যকারিতা পরখ শুরু করেছে হোয়াটসঅ্যাপ।

বার্তা সম্পাদনা সুবিধা চালু হলে হোয়াটসঅ্যাপে ‘এডিট’ বাটন যুক্ত করা হবে। বাটনটিতে ক্লিক করে পাঠানো বার্তার তথ্য পরিবর্তনের পাশাপাশি বানান ঠিক করা যাবে। ফলে হোয়াটসঅ্যাপের ডিলিট ফর এভরিওয়ান সুবিধার মাধ্যমে পুরো বার্তা মুছে ফেলে নতুন করে বার্তা পাঠাতে হবে না।

অ্যান্ড্রয়েডের পর আইওএস অপারেটিং সিস্টেমে বার্তা সম্পাদনার কার্যকারিতা পরখ শুরু করায় শিগগিরই এ সুবিধা উন্মুক্ত করা হতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে কবে নাগাদ এ সুবিধা চালু হবে, সে বিষয়ে সুনির্দিষ্ট কোনো তথ্য জানা যায়নি।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া




দর্শনায় বেগমপুরের রাঙ্গিয়ারপোতায় পুকুর খননে হুমকীর মুখে ঘর-বাড়ি

ভয়ংকর হুমকির মুখে চুয়াডাঙ্গার বেগমপুরের রাঙ্গিয়ারপোতা গ্রামের মাঝপাড়ার বাসিন্দারা। ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যানের একটি পুকুর খননের কারণে ঘটতে পারে বড় ধরনের দূর্ঘটনা।

যে কারণে আতঙ্কিত গ্রস্থ হয়ে রয়েছে পুকুরের চারি পাশে বসতবাড়ির বসবাসকারীরা। তবে চেয়ারম্যানের সকল অন্যায়কে ভয়ে মুখ বুঝে নীরব দর্শকের ভুমিকা পালন করছে স্থানীয় বাসিন্দারা।

বিষয়টি প্রশাসনিক ভাবে ব্যাবস্থা গ্রহণের দাবী জানিয়েছে স্থানীয় বাসিন্দা সহ সচেতন মহল।

জানাগেছে, চুয়াডাঙ্গা সদর উপজেলার দর্শনা থানাধীন বেগমপুর ইউনিয়নের রাঙ্গিয়ারপোতা গ্রামের মাঝপাড়ার আব্দুল কাদেরের ছেলে দর্শনা থানা বিএনপির সাধারন সম্পাদক ও বেগমপুর ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান আহম্মদ আলী বিশ্বাস নিজ বসত বাড়ির সন্নিকটে স্কেভেটর ভিড়িয়ে একটি পুকুর খনন করছে। সে পুকুরের মাটি ট্রাক্টর যোগে বিভিন্ন স্থানে বিক্রি হচ্ছে। এ পুরেরর মাটি বিক্রির কারণে অতি গভীর করে খনন করা হচ্ছে পুকুর। যে কারণে আশপাশের বাড়ি-ঘর পড়েছে হুমকীর মুখে। সেই সাথে চরম নিরাপত্তা হীনতা সহ আতঙ্কের মধ্যে রয়েছে বসবাসরত বাড়ির মানুষ জন।

এদিকে নামপ্রকাশ না করার সর্তে পুকুরের পাশে বসবাসরত একজন বলেন, চেয়ারম্যানের পুকুরের পাশে আমার বাড়ি। তাছাড়া পুকুরের চারিপাশে একাধিক ব্যাক্তির ইটের ও টিনের ঘর-বাড়ি রয়েছে। এখানে বসবাসরত ঘর-বাড়ির মাঝখানে এত গভীর করে একটি পুকুর খননের কারণে আমি সহ আশপাশের বাড়ির লোকজন হুমকীর মুখে রয়েছি। সেই সাথে স্ত্রী-সন্তান সহ পরিবারের সকলে নিয়ে আতঙ্কের মধ্যে রয়েছি। রাতে ঘুমালে মনে হয় কখন যেন ঘর-বাড়ি ভেঙ্গে পুকুরগর্ভে তলিয়ে যায় এবং প্রাণহানী ঘটে। তবে চেয়ারম্যান প্রভাবশালী হওয়ায় এতবড় অপরাধের প্রতিবাদ করার কেউ সাহস পাচ্ছেনা। তাই বিষয়টি প্রশাসনিক ভাবে ব্যাবস্থা গ্রহণের দাবী জানিয়েছে স্থানীয় বাসিন্দা সহ সচেতন মহল।

এ বিষয়ে আহম্মদ আলী বিশ্বাস বলেন, এ পুকুর খননের অনুমতি নেওয়া আছে ডিসি স্যারের।

বেগমপুর ইউনিয়ন (ভুমি) অফিসের সহকারী কর্মকর্তা সেলিম বলেন, পুকুর খননের বিষয়টি আমাদের জানা নেই। তবে অনুমতির বিষয়ে চেয়ারম্যান আহম্মদ আলীর ছেলে কয়েকদিন আগে কোন কাগজ এসেছে কিনা খোঁজ নিতে এসেছিল আমার কাছে। তবে কোন অনুমতি আছে কিনা আমার জানা নেই।




ঢাকায় পৌঁছেছে ইংল্যান্ড ক্রিকেট দল

তিন ওয়ানডে এবং তিন টি-টোয়েন্টি ম্যাচ খেলতে ঢাকায় পৌঁছেছে ইংল্যান্ড জাতীয় ক্রিকেট দল।

শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে নামেন ক্রিকেটাররা। আজ সারাদিন তারা বিশ্রাম নেবেন।

আগামীকাল শনিবার সকালে মিরপুরের একাডেমি মাঠে অনুশীলন শুরু করার কথা রয়েছে ইংল্যান্ড দলের। সিরিজ শুরুর আগে দুটি প্রস্তুতি ম্যাচ খেলার কথা থাকলেও দুই বোর্ডের সমঝোতায় তা বাতিল হয়েছে।

মিরপুর শেরে-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আগামী ১ মার্চ প্রথম ওয়ানডে দিয়ে শুরু হবে সিরিজ। বাকি দুই ওয়ানডে মাঠে গড়াবে ৩ ও ৬ মার্চ। এরপর ৯, ১২ ও ১৪ মার্চ তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলার মধ্য দিয়ে সিরিজ শেষ হবে।

সূত্র: ইত্তেফাক




গাংনীতে তা’লিমুল কুরআন ইসলামী একাডেমির নুতন ভবনের ভিত্তি প্রস্থর স্থাপন

গাংনীতে তা’লিমুল কুরআন ইসলামী একাডেমির নুতন ভবনের ভিত্তি প্রস্থর স্থাপন উপলক্ষ্যে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে একাডেমি চত্বরে একাডেমির প্রতিষ্ঠাতা হাজী মহসিন আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ভবনের ভিত্তি প্রস্থর কাজের উদ্বোধন করেন মেহেরপুর ২ গাংনী আসনের সংসদ সদস্য ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি সাহিদুজৃজামান খোকন।

প্রভাষক শফি কামাল পলাশ এর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিশিষ্ট ব্যবসায়ী হাজী আলফাজউদ্দীন, এনামুল হক,আওয়ামীলীগ নেতা মনিরুজ্জামান আতু, মাওলানা আব্দুল কাদের, হাফিজুর রহমান মানিক , মাওলানা খালেদ সাইফুল্লাহ, সাংবাদিক রফিকুল আলম বকুল ও মাদ্রাসার পরিচালক গাংনী কেন্দ্রীয় জামে মসজিদের ঈমাম হাফেজ মাওলানা রুহুল আমিন। অনুষ্ঠানে গাংনী বাজারের ব্যবসায়ী শিক্ষকগণ ও বিভিন্ন শ্রেণিপেশার মানুষ অংশগ্রহণ করেন।

স্বাগত বক্তব্যে একাডেমির প্রতিষ্ঠাতা হাজী মহসিন আলী মাদ্রাসার প্রতিষ্ঠায় সকলের সহযোগিতা কামনা করেন।

প্রধান অতিথির বক্তব্যে সাহিদুজ্জামান খোজন এমপি বলেন, এই একাডেমির প্রতিষ্ঠার মাধ্যমে হাজী মহসিন তার ভাল কাজের মাধ্যমে বেঁচে থাকবেন। এলাকার মানুষের কল্যাণে ও ইসলামের খেদমতে এই প্রতিষ্ঠান কাজ করে যাবে। তিনি এই প্রতিষ্ঠানে বিভিন্ন ভাবে সহযোগিতার জন্য সবাইকে আহবান জানান।

তিনি বলেন, সবচেয়ে ভাল কাজের মধ্যে এটা একটি। এই প্রতিষ্ঠানে জন্য সকল প্রকার সহযোগিতার আশ্বাস দেন তিনি। আলোচনা শেষে ভিত্তি প্রস্থর স্থাপন করা হয় ও দোয়া ও মোনাজাত পরিচলনা করা হয়। দোয়া পরিচালনা করেন মাওলানা আব্দুল কাদের। আমন্ত্রিত সকলের জন্য দুপুরের খাবারের ব্যবস্থা করা হয়।




আওয়মীলীগ ক্ষমতায় না থাকলে নেতা কর্মীদের কবরেও জায়গা হবেনা—এমপি খোকন

গাংনীর সাহারবাটিতে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার সন্ধায় সাহারবাটি সরকারি প্রাথমিক বিদ্যালয় শহিদ এমলাক হোসেন স্মৃতি মঞ্চে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন মেহেরপুর-২ (গাংনী) আসনের জাতীয় সংসদ সদস্য ও উপজেলা আওয়মীলীগের সভাপতি মোহাম্মদ সাহিদুজ্জামান খোকন।

মেহেরপুর সরকারি কলেজের সহযোগী অধ্যাপক আব্দুল্লাহ আল আমিন ধুমকেতুর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাংনী উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ মোখলেছুর রহমান মুকুল,সাহারবাটি ইউপি চেয়ারম্যান মশিউর রহমান। স্কুল শিক্ষক দানেসুর রহমানের কোরআন তেলায়াতের মধ্য দিয়ে সুচনা অনুষ্ঠানে সাহারবাটি ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক তৌহিদ মুর্শেদ অতুলের সঞ্চালিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন সাবেক ইউপি চেয়ারম্যান গোলাম ফারুক। অনুষ্ঠানে গাংনী উপজেলার আওয়ামীলীগ,যুবলীগ,কৃষকলীগ,ছাত্রলীগসহ অংগ সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

এসমময় প্রধান অতিথি সাহিদুজ্জামান খোকন বলেন, সাহারবাটি গ্রাম একটি সাংস্কৃতিমনা গ্রাম। এগ্রামে অনেক গুণি মানুষের জন্ম হয়েছে। ইতিহাস ঐতিহ্যে গ্রামটি জেলার একটি মডেল গ্রাম। ১৯৭১ সালের মহান মুক্তি যুদ্ধের সময় পাক হানাদার বাহিনীর হাতে নিহত হয় শহিদ এমলাক হোসেন,উজির মালিথাসহ অনেকেই। দেশ স্বাধীনে এ গ্রামের মানুষের অনেক অবদান রয়েছে। যারা মুক্তিযুদ্ধে হানাদারদেও হাতে নিহত হয়েছেন তারা কেউ স্বাধীনতার ৫০ বছরেও মুক্তিযোদ্ধা হিসেবে স্বীকুতি পাইনি। মুক্তিযুদ্ধ বান্ধব সরকার বাংলাদেশ আওয়ামীলীগ সরকার। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মুক্তিযোদ্ধাদের সম্মান দিয়েছেন। তারই সুযোগ্য কণ্যা শেখ হাসিনা ক্ষমাতায় এসে পিতার স্বপ্ন বাস্তবায়নে মুক্তিযোদ্ধাদের ভাতা বৃদ্ধি করেছেন,বাড়ি বানিয়ে দিয়েছেন,তাদের সন্তানদের চাকরি দিয়েছেন। কোন মুক্তিযোদ্ধা আজ দুরাবস্থায় নেই। তাই শেখ হাসিনা সরকারের আমলে মুক্তিযুদ্ধের সময় যারা জীবন দিয়েছেন তাদের মুক্তিযোদ্ধা হিসেবে স্বীকৃতির দাবী তুলেছেন। এদাবী সময়ের দাবী। এদাবী ন্যায্য দাবী। সাহারবাটি গ্রামের শহিদ এমলাক হোসেন,উজির মালিথাসহ অন্ততঃ ১০জনের মুক্তিযোদ্ধা হিসেবে স্বীকৃতির দাবীর সাথে একাত্নতা ঘোষানা করেছেন তিনি।

এসময় সাংসদ সাহিদুজ্জামান খোকন আরও বলেন, আওয়ামীলীগ সরকার ক্ষমতায় এলে দেশের উন্নয়ন হয়,রাস্তাঘাটে বোমা ফাটেনা,মানুষ নির্বিগ্নে রাস্তায় চলতে পারে গৃহস্থের কোমরে গোয়ালের গুরুর দড়ি বেঁধে কৃষককে রাত জেগে বসে থাকতে হয়না। আওয়ামীলীগ সরকার ক্ষমতায় না থাকলে বিএনপি-জামাতের অত্যাচারে এলাকা ছাড়া হতে হবে আওয়ামীলীগ নেতা কর্মীদের, এসরকার ক্ষমতায় না থাকলে আওয়ামীলীগ নেতাদের কবরেও জায়গা হবেনা। তাই অওয়ামীলীগের মধ্যে বিভক্ত না হয়ে বাড়িতে ঘুমাতে চাইলে, পরিবারের সাথে সংসারে থাকতে চাইলে আবারও আওয়ামীলীগকে ক্ষমতায় আনতে হবে। না হলে স্বাধীনতা বিরোধীরা আপনাদের এলাকা ছাড়া করবে। রাস্তায় রাস্তায় খুনের শিকার হতে হবে। বিএনপি নেতারা যতই নাচানাচি করুক না কেন এর পর থেকে তারা আর আন্দোলনের নামে নাশকতা ও বিশৃংখলা করতে চাইলে রাস্তায় তাদের দাঁত ভাঙ্গা জবাব দেয়ার জন্য নেতা কর্মীদের প্রস্তুত থাকতে বলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও সংসদ সদস্য মোহাম্মদ সাহিদুজ্জামান খোকন। আলোচনা সভা শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন বিভিন্ন এলাকা থেকে আসা সংগীত শিল্পীরা।




দামুড়হুদায় উপজেলা আশ্রয়ণ-২ প্রকল্প বাস্তবায়ন টাস্কফোর্স কমিটির সভা অনুষ্ঠিত

দামুড়হুদায় উপজেলা আশ্রয়ণ-২ প্রকল্প বাস্তবায়ন টাস্কফোর্স কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। বেলা ১২টার দিকে উপজেলা রাজস্ব প্রশাসনের আয়োজনে পরিষদের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার রোকসানা মিতা’র সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দামুড়হুদা উপজেলা পরিষদের চেয়ারম্যা মোঃ আলী মুনছুর বাবু।

এসময় উপস্থিত ছিলেন দামুড়হুদা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সজল কুমার দাস, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিজানুর রহমান, দামুড়হুদা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হযরত আলী, কার্পাসডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আ: করিম, কুড়ালগাছি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামাল উদ্দিনসহ উপজেলার সব দপ্তরের কর্মকর্তা বৃন্দ।