আন্তঃজেলা গরু চোরচক্রের মূল হোতা রনি, আরো দুটি চোরাই গরু উদ্ধার

দামুড়হুদার উজিরপুর থেকে আরও দুটি চোরাই গরু উদ্ধার করেছে পুলিশ। গত সোমবার দিনগত রাতে দামুড়হুদা থানা পুলিশ অভিযান চালিয়ে উজিরপুর শখেরপাড়ার মৃত নিজাম উদ্দিনের ছেলে আবদুল আলিমের বসতবাড়ির গোয়ালঘর থেকে লাল রঙের দুটি এড়ে গরু উদ্ধার করা হয়।

গরু চোরচক্রের মূলহোতা রনির দেওয়া তথ্য মতে অভিযান চালিয়ে গরু দুটি উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় উদ্ধারকৃত গাভীর মালিক হোগলডাঙ্গার শাহাবুদ্দিন বাদী হয়ে রনিকে আসামী করে গতকাল সোমবার রাতে দামুড়হুদা মডেল থানায় মামলা দায়ের করেন। এ দিকে

উজিরপুর শখেরপাড়ার রিহান আলীর ছেলে গোলাম মুরশিদ জানান, কিছুদিন আগে আমার গোয়ালঘর থেকে একটি পাকিস্তানি এড়ে গরু চুরি হয়ে যায়। এ ছাড়া একই পাড়ার মৃত মোক্তার আলীর ছেলে ইনছান আলীর গোয়ালঘর থেকেও একটি এড়ে গরু চুরি হয়ে যায়।

দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) ফেরদৌস ওয়াহিদ বলেন, আটক রনিকে গতকাল মঙ্গলবার দুপুরে আদালতে সোপর্দ করা হয়েছে। তাকে জেলহাজতে পাঠিয়েছেন আদালতের বিজ্ঞ বিচারক।
এদিকে স্থানীয়রা নাম প্রকাশ না করার শর্তে অনেকে জানান, এলাকায় এক বছরে অনেক গরু ও ছাগল চুরি হলেও পুলিশ কাউকে আটক করতে পারেনি। তারা আরও জানান, চোরচক্রের নেপথ্যের গডফাদার কারা ? তাদের চিহিৃত করে আইনের আওতায় আনা এখন সময়ের দাবী। এছাড়া আটক রনিকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করলেও থলের বিড়াল বেরিয়ে আসবে বলেও মন্তব্য করেন তারা।

এলাকাবাসীর ধারণা পুলিশ ততপর হলে এলাকায় চুরি হওয়া গরু উদ্ধারসহ চোর সনাক্ত করা সম্ভব হবে।খেটে খাওয়া মানুষের এক মাত্র সঞ্চয় একটি গরু আর সেই গরু চুরি হলে কৃষকের সব স্বপ্ন মাটির সাথে মিশে যায়।তাই এলাকার চোরগুলি আটক করে আদালতে সৌর্পদ করবে পুলিশ এমনটিই চাওয়া স্বপ্নহারা কৃষকের।

উল্লেখ্য, আন্তঃজেলা গরু চোরচক্রের মূলহোতা পুড়াপাড়া গ্রামের শাহাবুদ্দিনের ছেলে রনির বসতবাড়ির গোয়ালঘর থেকে গত সোমবার বিকেলে দুইটি চোরাই গরু উদ্ধার করে পুলিশ। তার দেওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ উজিরপুর শখেরপাড়ার মৃত নিজাম উদ্দিনের ছেলে এলাকার চিহিৃত গরুচোর আলিমের বসতবাড়ির গোয়ালঘর থেকে আরও দুটি চোরাই গরু উদ্ধার করা হয়।




বামন্দীতে সুইট ফ্লাওয়ার মিলসের মালিকে  ১৫ হাজার টাকা জরিমানা

মেহেরপুরের গাংনী উপজেলার বামন্দী বাজারের ময়দা ও সেমাই প্রস্তুতকারক প্রতিষ্ঠান মেসার্স সুইট ফ্লাওয়ার মিলসে্ জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ১৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

মঙ্গলবার (২৮শে মার্চ) বিকেলে বাণিজ্য মন্ত্রণালয়ের নির্দেশে পবিত্র রমজান মাসে বিভিন্ন জিনিসপত্রের বাজার মূল্য স্বাভাবিক রাখতে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মেহেরপুর জেলা কার্যালয় বামন্দী বাজারে এ অভিযান পরিচালনা করে। অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মেহেরপুর জেলার সহকারী পরিচালক সজল আহমেদ। এসময় অভিযান পরিচালনায় সহোযোগিতা করে র‍্যাব-১২ গাংনী ক্যাম্পের একটি দল।

ভোক্তা অধিকার অধিদপ্তরের ভ্রাম্যমান আদালতের অভিযান সূত্রে জানা যায়, বামন্দী বাজারের হাজী মতিয়ার রহমান পরিচালিত মেসার্স সুইট ফ্লাওয়ার মিলসে্ আটা ও ময়দার প্যাকেটে মূল্য না দেওয়া, সেমাই তৈরি ও প্যাকেটজাতকরণে যথাযথ নিয়ম না মানা সহ অপরিচ্ছন্নতা এবং অব্যবস্থাপনার অভিযোগে ভোক্তা অধিকার আইনের ৩৭ ও ৪৩ ধারায় ১৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মেহেরপুর জেলার সহকারী পরিচালক সজল আহমেদ বলেন, বাণিজ্য মন্ত্রণালয়ের নির্দেশে জিনিসপত্রের অস্বাভাবিকভাবে মূল্য বৃদ্ধি নিয়ন্ত্রণে রাখতে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বাজার মনিটরিং কার্যক্রমের আওতায় বামন্দী বাজারের মেসার্স সুইট ফ্লাওয়ার মিলস্’কে বেশ কয়েকটি অসঙ্গতির কারণে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। রমজান মাসব্যাপী আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।




মুজিবনগরে ট্রলি চাপায় শিশু নিহত 

মুজিবনগরে মাটিবহনকারী অবৈধ ট্রলি ট্রাক্টর চাকায় পিষ্ট হয়ে ইব্রাহিম (১২) নামের এক শিশু নিহত হয়েছে। মঙ্গলবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে। নিহত স্কুল ছাত্র ইব্রাহিম মুজিবনগর উপজেলার আনন্দবাস গ্রামের মন্ডলপাড়া খাইরুল ইসলামের ছেলে। সে আনন্দবাস প্রাইমারি স্কুলের ৫ম শ্রেনীর ছাত্র।

স্থানীয়রা জানান, ইব্রাহিম তার বাড়ির সামনে বাইসাইকেল চড়ে ঘোরাফেরা করছিল। এসময় মাটিবহনকারী অবৈধ ইঞ্জিন চলিত ট্রলি ট্রাক্টর পেছন দিক থেকে ধাক্কা দিলে, ট্রলি ট্রাক্টর এর চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

স্থানীয়রা আরো জানায়, খায়রুল ইসলামের দীর্ঘ দিন সন্তান না হওয়ায় অনেক সাধনা ও টাকা পয়সা খরচ করে তার ঘরে একটি সন্তান জন্ম নেয়। শিশুটি নিহত হওয়ায় পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।

ইব্রাহিমের নানা সাব্বির হোসেন বলেন, ট্রলি চালক মোবাইলে কথা বলতে বলতে গাড়ি চালিয়ে যাচ্ছিল । সে সব সময় নেশা গ্রস্থ অবস্থায় গাড়ি চালায়। আমরা থানায় মামলা দায়ের জন্য গেলে লোক মারফত হুমকি দিয়েছে। বলে, মামলা করে কোন লাভ নেই। আমি সব দেখে নেব।

নিহত ইব্রাহিম হোসেনের চাচা বললেন, অবৈধ ভাবে মাটি ও বালি তুলে বিক্রি করে। এতে গ্রামের ভিতর দিয়ে গেলে অনেক ধুলা বালি উড়ে। এগুলো গ্রামের মানুষ বলতে গেলে ট্রলি চালক ও মালিকদের হুমকি আসে। প্রসাশনের কাছে বলে কোন লাভ নেই। দিনে দুপুরে এধরনের যান চলাচল বন্ধ করতে হবে। এই শিশু হত্যার বিচার চাই।

মুজিবনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদি রাসেল জানান, নিহত শিশু ইব্রাহিমের লাশ উদ্ধার করে মেহেরপুর জেলার হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। নিহতর পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।




ঝিনাইদহে ড্রাইভিং লাইসেন্স পরীক্ষা ও বায়োমেট্রিক গ্রহন কার্যক্রমের উদ্বোধন

“আইন মেনে সড়কে চলি,নিরাপদে ঘরে ফিরি” স্মার্ট বাংলাদেশ বিনির্মানে বিআরটিএ ঝিনাইদহের উদ্দোগে একই দিনে ড্রাইভিং লাইসেন্স পরীক্ষা ও বায়োমেট্রিক গ্রহন কার্ষত্রুমের উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার সকালে ঝিনাইদহ জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এ অনুষ্ঠানের উদ্বোধন করেন জেলা প্রশাসক মনিরা বেগম।

এসসময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক রথিন্দ্রনাথ রায়, সালমা সেলিম, আরিফুল ইসলাম, বিআরটিএর সহকারী পরিচালক আতিয়ার রহমান, মেডিকেল আফিসার ডা, মেহেদী হাসান, বিআরটিএর পরির্দশক এস এম সবুজ, ট্রাফিক ইন্সপেক্টর মশিউর রহমানসহ অন্যানরা। এসময় বক্তারা বলেন, বায়োমেট্রিক পদ্ধতি গ্রহন করায় ড্রাইভিং লাইসেন্স পেতে সাধারণ মানুষকে আর ভোগান্তি পোহাতে হবেনা। এক দিনেই ড্রাইভিং লাইসেন্স পরীক্ষা দেওয়া ও গ্রহন করা যাবে। এতে করে বিআরটিএর সকল কর্মকান্ড দুর্নীতি মুক্ত করা সম্ভব হবে মনে করেন তারা।




কার্পাসডাঙ্গা ইউনিয়ন পরিষদে ভিডব্লিউবির চাল বিতরণ

দামুড়হুদার কার্পাসডাঙ্গা ইউনিয়ন পরিষদের ২০২৩-২০২৪ মহিলা বিষয়ক অধিদপ্তরের আওতায় ভালনারেবল উইমেন বেনিফিট (ভিডব্লিউবি) প্রকল্পের অধীনে ৪৪৫জন সুবিধাভোগী ‘মহিলাদের মাঝে খাদ্য শয্যে” পুষ্টি চাল বিতরনের শুভ উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

মঙ্গলবার ১১টার দিকে কার্পাসডাঙ্গা ইউপি চেয়ারম্যান আ: করিম বিশ্বাসের সভাপতিত্বে ইউনিয়ন পরিষদ চত্তরে উদ্বোধনী অনুষ্ঠানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দামুড়হুদা উপজেলা চেয়ারম্যান আলি মুনসুর বাবু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার রোকসানা মিতা দামুডহুদা উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা হোসনে জাহান। কার্পাসডাঙ্গা ইউনিয়ন আ: লীগের সাধারন সম্পাদক নজীর আহমেদ যুগ্ন সম্পাদক আ: সালাম বিশ্বাস সাংগঠনিক সম্পাদক জাহিদুর রহমান মুকুল। প্যানেল চেয়ারম্যান মনিরুজ্জামান মন্টু ২নং প্যানেল চেয়ারম্যান বিল্লাল হোসেন ৩নং প্যানেল চেয়ারম্যান দেলোয়ারা খাতুন ইউপি সদস্য আলমগীর হোসেন, আ: সালাম, মাহবুবুর রহমান, সিরাজুল ইসলাম, নুর মোহাম্মদ ভগু, সাজিবার রহমান, সুমিয়া খাতুন, আনেহার খাতুন, উদ্দ্যেক্তা ওমিদুল ইসলাম ও হারুনার রশীদ অতিথিবৃন্দ উপকারভোগী মহিলাদের মাঝে বিষদ আলোচনা করে বক্তব্য দেন।

আলোচনা সভাটি পরিচালনা করেন কার্পাসডাঙ্গা ইউপি সচিব হাসানুজ্জামান।




দামুড়হুদা হাউলী ইউনিয়নে ভিডব্লিউবি চাউল বিতরণ

দামুড়হুদা হাউলী ইউনিয়ন পরিষদে ভিডব্লিউবি চাউল বিতরণের শুভ উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ৯টার সময় হাউলী ইউনিয়ন পরিষদ চত্বরে এই চাউল বিতরণের শুভ উদ্বোধন করা হয়।

২০২৩-২৪ চক্রের জানুয়ারি ও ফেব্রুয়ারী মাসের চাউল বিতরণ করার মধ্যো দিয়ে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের ভিডব্লিউবি কার্ডের ৩৭৪ জন উপকারভুগীর কার্ডের চাউল বিতরণ শুরু হয়।

হাউলী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নিজাম উদ্দিন এর সভাপতিত্বে উক্ত চাউল বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দামুড়হুদা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলী মুনছুর বাবু। এসময় তিনি বলেন পিছিয়ে পড়া মহিলাদেরকে আরো সামনের দিকে এগিয়ে আনার লক্ষ্যেই সামাজিক নিরাপত্তার বেষ্টনীর আওতায় ভিডব্লিউবি কার্ড দেওয়া হয়েছে। দুই বছর আপনারা ৩০ কেজি করে চাউল পাবেন। আপনাদের কথা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভেবেছেন। তাই আপনারা এই সুবিধা পাচ্ছেন। প্রকৃত মানুষ যেন এই চাউল পাই সেদিকে সবাই খেয়াল রাখবেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রোকসানা মিতা, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা হোসনে জাহান।

এসময় আরও উপস্থিত ছিলেন, ট্যাগ অফিসার আতিকুর রহমান, হাউলী ইউনিয়ন পরিষদের সচিব নাঈম উদ্দিন, প্যানেল চেয়ারম্যান ২ শহিদুল ইসলাম, ইউপি সদস্য আ: হান্নান পটু, শাহাজামাল হোসেন, রিকাত আলী, জাহাঙ্গীর আলম টিক্কা, আব্দুল্লা সেলিম, রহিমা খাতুন, সাবিনা ইয়াসমিন মিনি। সংরক্ষিত মহিলা ইউপি সদস্য রওশনারা খাতুন রানি, রহিমা খাতুন। হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর শামসুল ইসলাম, ভিডব্লিউবি ফিল্ড ট্রেনার মিনারুল ইসলাম, ডিজিটাল সেন্টারের উদ্দোক্তা মাহমুদা পারভীন, সামসুজ্জোহা সৌরভ। গ্রাম পুলিশ আ: আজিজ, শরিফুল ইসলাম, বিজয় কুমার দাস, ইউসুফ আলী প্রমূখ।




দামুড়হুদা উপজেলা বিএনপির সভাপতি সাধারণ সম্পাদকসহ ১৭ নেতাকর্মী কারাগারে

নাশকতা মামলায় দামুড়হুদা উপজেলা বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদকসহ ১৭ নেতাকর্মীকে কারাগারে পাঠানো হয়েছে। মঙ্গলবার বেলা ১২ টার দিকে চুয়াডাঙ্গা জেলা দায়রা জজ আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করলে বিচারক মো. জিয়া হায়দার জামিন না মঞ্জুর করে তাদেরকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

আটকরা হলেন-দামুড়হুদা উপজেলা বিএনপির সভাপতি মনিরুজ্জামান মনির, সিনিয়র সহসভাপতি আব্দুল ওয়াহেদ, সাধারণ সম্পাদক রফিকুল হাসান তনু, যুগ্ম সম্পাদক মন্টু মিয়া, সাংগঠনিক সম্পাদক প্রভাষক আবুল হাশেম, নাটুদহ ইউনিয়ন বিএনপির সভাপতি শামসুল আলম, সাধারণ সম্পাদক ওসমান গনি, জুড়ানপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ইদ্রিস আলী, সাধারণ সম্পাদক রুহুল আমিন, হাউলী ইউনিয়ন বিএনপির সভাপতি ইউসুফ আলী, দামুড়হুদা সদর ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুর রহিম, সাধারণ সম্পাদক কুতুব উদ্দীন, নতিপোতা ইউনিয়ন বিএনপির সভাপতি মাসুদ রানা, সদস্য রফিকুল ইসলাম, সুমন, কার্পাসডাঙ্গা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সাঈদ বিশ্বাস ও চুয়াডাঙ্গা জেলা কৃষকদলের আহবায়ক মোর্কারম হোসেন।

উল্লেখ্য, গত ৯ মার্চ বৃহস্পতিবার রাত ১০ টার দিকে দামুড়হুদা পাইলট হাইস্কুল মাঠে বিএনপির ৫০-৬০ জন নেতাকর্মী সরকার বিরোধী কর্মকাণ্ড করার লক্ষ্যে গোপন বৈঠক করছে, এমন সংবাদ পেয়ে দামুড়হুদা মডেল থানার ওসি ফেরদৌস ওয়াহিদের নেতৃত্বে পুলিশের একটি বিশেষ টিম ঘটনাস্থলে অভিযান চালায়।

এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ককটেলের বিস্ফোরণ ঘটিয়ে কয়েকজন পালিয়ে যায়। পুলিশ ঘটনাস্থল থেকে বিএনপির ৫ জন নেতাকর্মীকে গ্রেপ্তার করেন। তাদের কাছ থেকে ৭ টি বোমা সাদৃশ্য বস্তু ও ১৫ টি বাঁশের লাঠি উদ্ধার হয় বলে পুলিশ দাবি করেন। এ ঘটনায় এসআই সোয়াদ বিন মোবারক বাদী হয়ে দামুড়হুদা মডেল থানায় বিশেষ ক্ষমতা আইনের ২২ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ২০/২৫ জনের নামে মামলা দায়ের করেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই তাপস কুমার জানান, এজাহার নামীয় ২২ জন আসামির মধ্যে ১৭ জন হাইকোর্ট থেকে ৬ সপ্তাহের জামিনে ছিলেন। মঙ্গলবার জামিনের মেয়াদ শেষে নিম্ন আদালতে জামিনের জন্য হাজির হলে তাদেরকে জেলহাজতে পাঠান বিচারক মো.জিয়া হায়দার। এ ছাড়া এজাহার নামীয় অপর ৫ জন আসামি জামিনে আছেন।




পেলে-ম্যারাডোনার পাশে মেসি

ফুটবল ইতিহাসের সর্বকালের সেরা কে? এই প্রশ্নে এক সময় ভক্তদের মধ্যে তর্ক উঠতো পেলে-ম্যারাডোনাকে নিয়ে। বর্তমানে সেই পেলে-ম্যারাডোনার পাশেই সর্বকালের সেরার তালিকায় লিওনেল মেসির নামটিও উচ্চারিত হয় অবধারিতভাবেই। অনেকের কাছে তো তাদের পাশে না, মেসি যেন সর্বসাকুল্যেই ফুটবল ইতিহাসের সেরা। বিশেষত ৩৬ বছরের অপেক্ষা ঘুচিয়ে আর্জেন্টিনাকে বিশ্বকাপ জেতানোর পর থেকে তো মেসির শ্রেষ্ঠত্ব নিয়ে সংশয় কেটে গেছে অনেকেরই।

এবার বিশ্বকাপ জয়ের স্বীকৃতি হিসেবে মেসিকে অনন্য এক সম্মানে ভূষিত করলো দক্ষিণ আমেরিকান ফুটবল ফেডারেশনের (কনমেবল)। প্যারাগুয়ের লুকে শহরে গত সোমবার (২৭ মার্চ) কনমেবলের সদর দপ্তরে উন্মোচিত করা হয়েছে বিশ্বকাপ ট্রফি হাতে মেসির ভাস্কর্য। কনমেবল সদর দপ্তরের জাদুঘরে ফুটবলের দুই কিংবদন্তি পেলে আর ম্যারাডোনার ভাস্কর্যের পাশেই থাকবে মেসির এই ভাস্কর্যও।

মেসির এই ভাস্কর্য উন্মোচনের সময় সেখানে উপস্থিত ছিলেন মেসি নিজেও। কোপা লিবার্তাদোরেসের ড্র অনুষ্ঠানের আগে এই আয়োজনে মেসির অর্জনের স্বীকৃতি দেয় কনমেবল।

নিজের অর্জনের স্বীকৃতি পাওয়ার পর মেসি জানান, ‘আজকের এখানে আসতে অনেক লম্বা পথ পাড়ি দিতে হয়েছে আমাকে। সেই পথে অনেক মোড় এসেছে, পরাজয় এসেছে। তবে আমি সবসময় সামনে তাকিয়েছি এবং সাফল্য অর্জন করতে চেয়েছি, বিজয় চেয়েছি। আমার মনে হয়, সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে নিজের স্বপ্নকে তাড়া করা, সবকিছুকে সম্ভব করতে লড়াই চালইয়ে যাওয়া এবং খেলা উপভোগ করা, যা সবচেয়ে সুন্দর।’

সূত্র: ইত্তেফাক




হোয়াটসঅ্যাপে যুক্ত হচ্ছে অডিও চ্যাট

বার্তা আদান–প্রদানের পাশাপাশি মুখের কথা ধারণ করে অডিও চ্যাট সুবিধা চালু হচ্ছে হোয়াটসঅ্যাপে। এরই মধ্যে অ্যান্ড্রয়েড ২.২৩.৭.১২ বেটা সংস্করণ ব্যবহারকারীদের ওপর এ সুবিধার কার্যকারিতা পরখ করছে মেটার মালিকানাধীন অ্যাপটি। অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমে চলা যন্ত্রে শিগগিরই এ সুবিধা ব্যবহার করা যাবে।

হোয়াটসঅ্যাপের চ্যাট উইন্ডোতে অডিও চ্যাট অপশন যুক্ত করা হবে। চ্যাট উইন্ডোর ডানদিকে থাকা তিনটি ডট মেনুতে ট্যাপ করলেই অডিও চ্যাট অপশন চালু হবে। ফলে বর্তমানে চালু থাকা ভয়েস বার্তার আদলেই একে অপরের সঙ্গে অডিও চ্যাট করা যাবে। অডিও চ্যাটে আদান–প্রদান করা বার্তাগুলো শোনার পরপরই স্বয়ংক্রিয়ভাবে মুছে যাবে না। আর তাই প্রয়োজনে অডিও চ্যাটে আদান–প্রদান করা বার্তাগুলো একাধিকবার শোনা যাবে।

অডিও চ্যাট–সুবিধা ভবিষ্যতে আইওএস অপারেটিং সিস্টেমে চালু করা হবে। ফলে আইফোনেও মুখের কথা ধারণ করে একে অপরের সঙ্গে অডিও চ্যাট করা যাবে। অডিও চ্যাট চালুর পাশাপাশি স্বয়ংক্রিয়ভাবে মুছে যেতে সক্ষম অডিও বার্তা পাঠানোর সুবিধা চালু করতে যাচ্ছে হোয়াটসঅ্যাপ। নতুন এ সুবিধা চালু হলে প্রাপক পড়ার পরপরই অডিও বার্তা মুছে যাবে। ফলে গুরুত্বপূর্ণ বা গোপনীয় তথ্য নিরাপদের আদান–প্রদান করা যাবে।

সূত্র: গ্যাজেটস ৩৬০




কোটচাঁদপুর জমি নিয়ে গোলযোগে রক্তক্ষয়ী সংঘর্ষ, গুরুতর আহত ৯

জমি নিয়ে গোলযোগে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে করে উভয় পক্ষের গুরুতর আহত হয়েছেন ৯ জন। এদের মধ্যে উন্নত চিকিৎসার জন্য যশোর হাসপাতালে রেফার্ড করা হয়েছে ৫ জনকে। মঙ্গলবার সকালে কোটচাঁদপুর পৌরসভাধীন নওদাগা গ্রামে এ ঘটনা ঘটে।

ওয়ার্ড কাউন্সিলর রকিব উদ্দিন বলেন, জমি নিয়ে গোলযোগ খিদির মন্ডল ও ভেজাল মন্ডল পক্ষের মধ্যে। মঙ্গলবার সকালে ওই জমি আমিন দিয়ে মাফ চলছিল।

এ সময় উভয় পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায় উভয় পক্ষের মধ্যে রক্ত ক্ষয়ী সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে করে উভয় পক্ষের ৭ জন গুরুত্বর আহত হন।

এ সময় স্থানীয়রা তাদের উদ্ধার করে কোটচাঁদপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। আহতরা হলেন,ওই গ্রামের গোলাপ মন্ডল ( ৫৫),আলমগীর হোসেন ( ৪৫)আলতাফ হোসেন ( ৫২),বিপুল হোসেন(৪০) ইসমাইল হোসেন ( ১৮), শাহাজান আলী (৪৫), তোফাজ্জেল হোসেন( ৪২),আকলিলাম খাতুন ( ৪০), জামেনা খাতুন(৪৫)।

এদের মধ্যে গুরুত্বর ৫ জনকে উন্নত চিকিৎসার জন্য যশোর হাসপাতালে রেফার্ড করেছেন চিকিৎসকরা। স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক শারমিন আক্তার বলেন, আহতদের মধ্যে গুরুত্বর দুই জনকে যশোর রেফার্ড করেছেন। বাকিরা কোটচাঁদপুর স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে। এ ছাড়া আরো কয়েকজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে বাড়ি পাঠানো হয়েছে।

এ ব্যাপারে কোটচাঁদপুর থানার ডিউটিরত উপপরিদর্শক (এসআই) ইদ্রিস আলী বলেন, এখনও পর্যন্ত ওই ঘটনায় কেউ কোন অভিযোগ করেনি। তবে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করছেন।