সাকিবদের আইপিএল খেলা নিয়ে যা বললেন হাথুরুসিংহে

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) শুরু হবে ৩১ মার্চ। ১ এপ্রিল সাকিব আল হাসান ও লিটন দাসদের কলকাতা নাইটরাইডার্সের প্রথম ম্যাচ। একই দিনে মোস্তাফিজুর রহমানদের দিল্লিরও প্রথম ম্যাচ।

৩১ মার্চ চট্টগ্রামে আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের শেষ টি-টোয়েন্টিতে মুখোমুখি হবে বাংলাদেশ দল। সেই ম্যাচে খেলে আইপিএলে অংশ নিতে ভারত সফরে যেতে পারেন পেস বোলার মোস্তাফিজুর রহমান। তার কারণ তিনি টেস্টে বিবেচনায় থাকেন না।

তবে সাকিব ও লিটন বাংলাদেশ টেস্ট দলের অধিনায়ক ও সহঅধিনায়ক। ৪ এপ্রিল মিরপুরে আয়ারল্যান্ডের বিপক্ষে শুরু হবে একমাত্র টেস্ট ম্যাচটি। পুরো ৫দিন খেলা হলে ৮ এপ্রিল ঢাকার টেস্ট শেষ হওয়ার কথা।

এরপর জাতীয় দলের প্রধান কোচ হাথুরুসিংহের অনুমতি সাপেক্ষে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) এনওসি পাওয়ার শর্তে আইপিএল খেলতে ভারত সফরে যেতে পারেন সাকিব-লিটনরা।

তবে আগামী ৯, ১২ ও ১৪ মে ইংল্যান্ডের চেমসফোর্ডে আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে বাংলাদেশ দল। সেই সিরিজে সাকিব-মোস্তাফিজ-লিটনকে ছুটি দিলে তাদের বিকল্প কারা হবেন সেটা নিয়েই বেশি চিন্তিত বোর্ড ও প্রধান কোচ হাথুরুসিংহে।

সাকিব-লিটন-মোস্তাফিজদের আইপিএল খেলা প্রসঙ্গে রোববার চট্টগ্রামে জাতীয় দলের প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে বলেন, বোর্ডের সিদ্ধান্ত হলো দেশের হয়ে আগে খেলতে হবে। বোর্ড তাদের এই বার্তাই দিয়েছে-তারা অনাপত্তিপত্র পাওয়ার আগে,এমনকি নিলামে নাম তোলার আগেও। সে বার্তা বদলায়নি।

আয়ারল্যান্ডের বিপক্ষে সোমবার দুপুর ২টায় চট্টগ্রামের শুরু হবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম খেলা। তার আগে হাথুরুসিংহে বলেন, হ্যাঁ আমি বিশ্বাস কিরি আইপিএল খেললে সাকিব-লিটন-মোস্তাফিজের স্কিলের উন্নতি হবে, এটা নিয়ে সংশয় নেই। আইপিএল শীর্ষমানের টুর্নামেন্ট। তবে সবকিছুর আগে প্রাধান্য পাবে দেশের হয়ে খেলা।




গাংনীতে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস পালিত

মেহেরপুরের গাংনীতে নানা আয়োজনের মধ্যদিয়ে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস পালিত হয়েছে। দিবসের শুরুতে রবিবার দিবাগত রাত ১২টা ১ মিনিটে ৩১ বার তােপধ্বনির মাধ্যমে দিবসের কর্মসূচি শুরু হয়।

সকাল ৬টার দিকে গাংনী উপজেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়।  গাংনী উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উপজেলা নির্বাহী অফিসার সাজিদা সিদ্দিকা সেতু পুষ্পস্তবক অর্পণ করেন।

এসময় সেখানে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমএ খালেক, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাবির হোসেন সহ সরকারের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।

এছাড়াও গাংনী উপজেলা আওয়ামী লীগের পক্ষে পুষ্প স্তবক অর্পণ করেন, মেহেরপুর-২ (গাংনী) আসনের সংসদ সদস্য ও
উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ সাহিদুজ্জামান খােকন।

এসময় সেখানে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ। এছাড়াও পুষ্পমাল্য অর্পণ করে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও সংগঠন।

সকাল ৮টার দিকে গাংনী হাইস্কুল ফুটবল মাঠে আয়ােজিত অনুষ্ঠানে জাতীয় পতাকা উত্তােলন করা হয়। পতাকা উত্তােলন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এমএ খালেক।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সাজিদা সিদ্দিকা সেতু, গাংনী থানার অফিসার ইনচার্জ আব্দুর রাজ্জাক। পতাকা উত্তোলনের সাথে সাথে জাতীয় সংগীত পরিবেশন করা হয়। এরপর অতিথিবৃন্দরা অভিবাদন গ্রহণ করেন।

পরে বাংলাদেশ পুলিশ, আনসার ভিডিপি ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা প্যারেড ও কুচকাওয়াজে অংশগ্রহণ করেন । সকাল ১১টার দিকে, উপজেলা পরিষদ চত্বরে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানের আয়ােজন করে উপজেলা প্রশাসন ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার সাজিদা সিদ্দিকা সেতু।




মেহেরপুরে কেটে কেটে বিক্রি হচ্ছে ব্রয়লারের মাংস

নিম্ন আয়ের মানুষের পুষ্টির চাহিদা মিটত ব্রয়লার মুরগি দিয়ে। দাম বেশি হওয়ায় সেই ব্রয়লারও এখন কেটে কেটে বিক্রি হচ্ছে বাজারে। নিম্ন আয়ের মানুষগুলো ৫শ গ্রাম ৭শ গ্রাম বা যেটুকু প্রয়োজন সেটুকুই কিনছেন কাটা ব্রয়লারের মাংস।

রোজার মাসে গরু-ছাগলের মাংসের দাম বৃদ্ধি হওয়ায় মুরগির বাজারে ক্রেতা বেশি ২৩০ থেকে ২৫০ টাকা পর্যন্ত ব্রয়লার বিক্রি হচ্ছে বাজারে। সোনালীর দাম ৩৬০ টাকা লেয়ার ৩১০ টাকা এবং দেশি মুরগি প্রায় ৭শ টাকা।

মুরগি বিক্রেতা তাহের আলী বলেন, রোজার কারণে বাজারে মাংশের ক্রেতা অনেক বেশি। গরুর মাংস, ছাগলের মাংস এমনকি মাছের দাম বেশি হওয়ার কারণে মুরগির উপর চাপ পড়েছে। অনেকেই মুরগির কাটা মাংস কিনছেন প্রয়োজন অনুযায়ী।

শহরের নতুন পাড়ার সামাদ বলেন, রোজার মাসে তরকারি ভালো না হলে কেউ খেতে চায়না। তাই ৬০০ গ্রাম ব্রয়লারের মাংস কিনলাম। সেহরীর সময় এটা দিয়ে খাওয়া হবে। অন্য মাংসের অনেক দাম। রোজার মাসে অনেক খরচ একটু হিসাব করে এই মাস চালাতে হবে।

বাজারে প্রতি কেজি গরুর মাংস সাড়ে ৭০০ থেকে ৮০০ টাকা এবং খাসির মাংস ৯০০ থেকে ৯৫০ টাকায় বিক্রি হচ্ছে।




নিয়োগ দেবে টিআইবি, বেতন ৯৭ হাজার টাকা

জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। প্রতিষ্ঠানটি ‘অ্যাসিস্ট্যান্ট কো-অর্ডিনেটর’ পদে নিয়োগ দেবে। আগ্রহী যোগ্য প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।

পদের নাম

অ্যাসিস্ট্যান্ট কো-অর্ডিনেটর-এমআইএস।

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা

প্রার্থীর কম্পিউটার সায়েন্স বা কম্পিউটার ইঞ্জিনিয়ারিং অথবা ইনফরমেশন টেকনোলজি বা এ সম্পর্কিত যেকোনো বিষয়ে চার বছরের বিএসসি ডিগ্রি থাকতে হবে। প্রার্থীর পদ সংশ্লিষ্ট কাজে পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। এছাড়াও শিক্ষাজীবনের কোনো পর্যায়ে প্রার্থীর ফলাফল তৃতীয় শ্রেণি বা সিজিপিএ ৪ স্কেলে ২.৫ অথবা ৫ স্কেলে ৩ পয়েন্ট এর নিচে হলে আবেদন করতে পারবে না। প্রার্থীর বয়সসীমা ২৫-৬০ বছর।

কর্মস্থল

ঢাকা।

বেতন

৯৭ হাজার ৩ শত ৭৪ টাকা। সপ্তাহে দুইদিন ছুটি, বছরে দুটি উৎসব ভাতা, মোবাইল বিল, প্রভিডেন্ট ফান্ড, গ্রাচুইটি প্রদান করা হবে।

আবেদন প্রক্রিয়া

প্রার্থীরা বিডিজবস অনলাইনে আবেদন করতে পারবেন।

আবেদনের শেষ তারিখ

৮ এপ্রিল, ২০২৩।

সূত্র: বিডিজবস।




৫০ জনকে কোরআন শরীফ উপহার দিলেন সংগীতশিল্পী মুন্নী

প্রথম রোজায় ৫০ জনকে পবিত্র কোরআন শরীফ উপহার দিয়েছেন জনপ্রিয় সংগীতশিল্পী দিনাত জাহান মুন্নী। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বিষয়টি জানিয়েছেন এই গায়িকা নিজেই।

দিনাত জাহান তার ফেসবুক পোস্টে বলেন, ‘আলহামদুলিল্লাহ, ব্যক্তিগতভাবে ৫০ জনের হাতে কোরআন শরীফ তুলে দিতে পারলাম প্রথম রোজায়।’

পোস্টের ক্যাপশনে তিনি আরও বলেন, ‘ছবি দেবার কারণ সমালোচনাকারীদের উদ্দেশ্যে জানান দেওয়া। আমরা ভালো কাজ করি এবং তা অন্যদের অনুপ্রাণিত করুক।’

এ বিষয়ে সংগীতশিল্পীর স্বামী জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত গীতিকার কবির বকুল জানান, প্রথম রোজায় গ্রামের মসজিদ, মাদ্রাসায় কোরআন শরীফগুলো উপহার দেওয়া হয়।

বর্তমানে দুই মেয়ে ও এক ছেলেকে নিয়ে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে বসবাস করছেন দিনাত জাহান মুন্নী।

সূত্র: ইত্তেফাক




আমঝুপিতে মহান স্বাধীনতা দিবস পালিত

মেহেরপুর সদর উপজেলার আমঝুপিতে ইউনিয়ন আওয়ামী লীগসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান মহান স্বাধীনতা দিবস পালন করেছে।

সকাল সাড়ে ৬টায় ইউনিয়ন আওয়ামীলীগের দলীয় কার্যালয়ের সামনে জাতীয় পতাকা উত্তোলন করেন ইউনিয়ন আওয়ামীলীগ
সভাপতি বীর মুক্তিাযোদ্ধা মতিউর রহমান। এসময় উপস্থিত ছিলেন মেহেরপুর সদর থানার আওয়ামীলীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান বোরহান উদ্দীন আহমেদ, আমঝুপি ইউনিয়ন কৃষকলগীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মহাবুল হক।
আমঝুপি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে সকাল সাড়ে ৬টায় জাতীয় পতাকা উত্তোলন করেন প্রধান শিক্ষক রুহুল আমিন ও সহকারি শিক্ষক হাফিজুজ্জামান।

সকাল ১০টার সময় ছাত্রীদের নিয়ে ২ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে আলোচনা সভা, খেলাধুলা ও বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের জীবনকাহিনী নিয়ে রচনা প্রতিযোগিতা ও চিত্রাংকন প্রতিযোগিতার আয়োজন করে আমঝুপি মাধ্যমিক বালিকা বিদ্যালয়।

এ সময় সভাপতিত্ব করেন আমঝুপি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সভাপতি ও  আমঝুপি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বোরহান উদ্দীন আহমেদ। বক্তব্য রাখেন, প্রধান শিক্ষক রুহুল আমিন, সহকারি প্রধান শিক্ষক হাফিজুজ্জামান, সহকারী শিক্ষক শরীফ উদ্দীন, আবুল হাসান, ফারাহ হোসেন লিটন, রফিকুল ইসলাম, হাবিবুর রহমান, রাফিউল ইসলাম, আসাদুল হক, আলহাজ¦, শাহেদা বানু, শাহনাজ খাতুন, নারগিস খাতুন, মোঃ রুবেল।

আমঝুপি মাধ্যমিক বিদ্যালয়ে সকালে জাতীয় পতাকা উত্তোলন করেন প্রধান শিক্ষক আহম্মদ আলি ও সহকারী প্রধান শিক্ষক কামরুদ্দোজা পরাগ। পরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে আলোচনা সভা, খেলাধুলা ও বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের  জীবনকাহিনী নিয়ে রচনা প্রতিযোগিতা ও চিত্রাংকন প্রতিযোগিতার আয়োজন করা হয়। বক্তব্য রাখেন প্রধান শিক্ষক আহম্মদ আলী, সহকারী শিক্ষক মোঃ শরিফ, মোঃ আতিকুর রহমান, ফয়জুল কবির, স্বপন কুমার হালদার, মোঃ আনারুল ইসলাম, মোছাঃ মুসলিমা খাতুন। ছাত্র-ছাত্রীদের পক্ষে বক্তব্য রাখেন ১০ম শ্রেণির ছাত্রী আনিকা।

মেহেরপুর সদর উপজেলার আমঝুপি বিএডিসিতে সকালে জাতীয় পতাকা উত্তোলন করেন ডাউল, তেল ও বীজ প্রক্রিয়াজাতকরণের উপপরিচালক জিয়াউর রহমান ও সিনিয়র পরিচালক ইকবাল হোসেন কন্ট্রার্ক্ট্রেগায়ার্স জোনের  উপপরিচালক সঞ্জয় কুমার দেব নাথ, উপসহাকারী পরিচালক মোঃ আবু তাহের সর্দ্দার, উপ-সহকারী পরিচালক আনিসুর রহমান, মোঃ সিরাজুল ইসলাম, মোঃ কাউছার আলী।

আমঝুপি গন্ধরাজপুরপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালেয় সকালে জাতীয় পতাকা উত্তোলন করেন প্রধান শিক্ষক মোঃ কিতাব আলী। উপস্থিত ছিলেন সভাপতি মুজিবনগর সরকারী কলেজের প্রফেসর মোঃ জাহির হোসেন চঞ্চল,  ওমর ফারুক লিটন।




যথাযোগ্য মর্যাদায় মেহেরপুরে মহান স্বাধীনতা দিবস পালিত

একত্রিশবার তোপদ্ধনি, জাতীয় পতাকা উত্তোলন, শহিদ স্মৃতিসৌধে পুস্পস্তবক অর্পণ, কুচকাওয়াজ ও শরীরচর্চা প্রদর্শণসহ বিভিন্ন কর্মসূচীর মধ্যে দিয়ে জাকজমকপূর্ণভাবে পালন করা হয়েছে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস।

ভোরে মেহেরপুর সার্কিট হাউজ প্রাঙ্গনে ৩১ বার তপোধ্বনির মধ্যে দিয়ে দিবসের সূচনা হয়। পরে সূর্যদয়েরর সাথে সাথে মেহেরপুর সরকারি কলেজ মোড়ে অবস্থিত শহিদ স্মৃতিসৌধে পুস্পস্তবক অর্পণ করা হয়। জেলা প্রশাসক ড. মোহাম্মদ মুনসুর আলম খান রাষ্ট্রের পক্ষে পুস্পস্তবক অর্পণ করেন। পরে পুলিশ সুপার মো. রাফিউল আলম,পিপিএম সেবা, জেলা পরিষদের চেয়ারম্যান আব্দুস সালাম, পৌর মেয়র মাহফুজুর রহমান রিটন, মেহেরপুর সরকারি কলেজে অধ্যক্ষ প্রফেসর শফিউল ইসলাম সর্দার, মেহেরপুর সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর রফিকুল ইসলামসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন সংগঠনের কর্মকর্তারা পুস্পস্তবক অর্পণ করেন।

পরে সকাল সোয়া ৮টার সময় মেহেরপুর ষ্টেডিয়াম মাঠে জেলা প্রশাসক ড. মোহাম্মদ মুনসুর আলম খান আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করেন। এসময় পুলিশ সুপার রাফিউল আলম উপস্থিত ছিলেন। পরে শান্তির প্রতীত কবুতর উড়ানো হয়।

এর পরপরই বীর মুক্তিযোদ্ধা, পুলিশ, আনসার ওভিডিপি, ফায়ার সার্ভিস, বিএনসিসি, রোভার স্কাউট, বয় স্কাউট, গার্লসগাইড ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা কুচকাওয়াজ ও শরীর চর্চা প্রদর্শনী করেন। শেষে কুচকাওয়াজ ও শরীরচর্চা প্রদর্শনীর বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।




মেহেরপুর শহরের ফুলবাগান পাড়ায় ড্রেন ও রাস্তার কাজের উদ্বোধন

মেহেরপুর পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড ফুলবাগান পাড়ায় ড্রেন ও রাস্তার কাজের উদ্বোধন করেন মেহেরপুর পৌর মেয়র মাহফুজুর রহমান রিটন।
আজ রবিবার দুপুর ১২ টার দিকে পৌর মেয়র এ কাজের উদ্বোধন করেন।

এ সময় পৌর মেয়র মাহফুজুর রহমান রিটন বলেন, পৌরসভার আনাচে-কানাচে অনেক রাস্তার কাজ অসমাপ্ত রয়েছে, আস্তে আস্তে সবগুলো কাজ করা হবে। তিনি বলেন, আপনারা যেভাবে নির্বাচনের সময় আমাকে ভালোবেসে আমার পাশে ছিলেন আমিও ঠিক তেমনি আমার সর্বত্র দিয়ে সব সময় আপনাদের পাশে থাকবো।

এ সময় ৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আব্দুর রহিম, সংরক্ষিত ওয়ার্ডের মহিলা কাউন্সিলর শারমিনা পারভীন শামীমা, ঠিকাদার আসলাম খান পিন্টুসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।




মাইক্রোসফটের নিজস্ব গেমস স্টোর তৈরির পরিকল্পনা

আইফোন ও অ্যান্ড্রয়েড স্মার্টফোনের জন্য একটি মোবাইল গেমস অ্যাপ স্টোর তৈরি করছে প্রযুক্তি প্রতিষ্ঠান মাইক্রোসফট। আগামী বছরের শুরুর দিকে এই স্টোর উন্মুক্ত করার পরিকল্পনা নিয়ে এগোচ্ছে প্রতিষ্ঠানটি। সংবাদমাধ্যমে প্রকাশিত সাম্প্রতিক এক প্রতিবেদনে বলা হয়েছে, এই পরিকল্পনা বাস্তবায়নে মাইক্রোসফট ইতিমধ্যে ভিডিও গেম কোম্পানি অ্যাকটিভিশন ব্লিজার্ড কিনে নিচ্ছে। মাইক্রোসফটের সাড়ে সাত হাজার কোটি (৭৫ বিলিয়ন) ডলারের অ্যাকটিভিশন ব্লিজার্ড অধিগ্রহণ এখন নিয়ন্ত্রক সংস্থার অনুমোদনের অপেক্ষায় রয়েছে।

দ্য ফিন্যান্সিয়াল টাইমসকে মাইক্রোসফটের গেমিং প্রধান ফিল স্পেনসার বলেছেন, ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) ডিজিটাল মার্কেট অ্যাক্ট (ডিএমএ) ২০২৪ সালের মার্চে কার্যকর হবে। এই আইন মাইক্রোসফটের মোবাইল অ্যাপ স্টোর তৈরির লক্ষ্য অর্জনে সহায়তা করবে। অ্যাপল ও গুগলকে ডিএমএ অনুরোধ করবে তাদের সিস্টেম উন্মুক্ত করে আইফোন ও অ্যান্ড্রয়েড ফোনে মাইক্রোসফটের অ্যাপ স্টোরকে জায়গা দিতে।

ফিল স্পেনসার বলেন, ‘আমাদের লক্ষ্য হলো মানুষ খেলতে চায়, এমন যেকোনো পর্দায় আমাদের তৃতীয় পক্ষের অংশীদারদের কাছ থেকে এক্সবক্স ও আধেয় (কনটেন্ট) সরবরাহ করা। আমরা মুঠোফোনে এখন তা করতে পারি না। কিন্তু আমরা এমন একটা বিশ্বের দিকে যেতে চাই, যেখানে সেটা করা সম্ভব হবে। আমরা মনে করি, সামনের দিনে তা হবে।’

যদিও যুক্তরাষ্ট্র, ইউরোপ ও যুক্তরাজ্যের নিয়ন্ত্রকেরা অ্যাকটিভিশন ব্লিজার্ডকে মাইক্রোসফটের অধিগ্রহণের ফলে এই বাজারে প্রতিযোগিতায় যে প্রভাব পড়বে, তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। ফলে মাইক্রোসফট বর্তমানে এই নিয়ন্ত্রকদের মোকাবিলা করছে।

এই ব্যাপারে ফিল স্পেনসারের অভিমত হলো, মাইক্রোসফটের এই অধিগ্রহণ গেমিংয়ে প্রভাবশালী প্ল্যাটফর্মে বরং প্রতিযোগিতা বাড়াবে।

সূত্র: লাইভ মিন্ট ডটকম




 ব্রাজিলকে হারাল মরক্কো

কাতার বিশ্বকাপে সবচেয়ে বড় চমক দেখানো মরক্কো এবার ২-১ গোলে হারাল পাঁঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলকে।

রোববার (২৬ মার্চ) ভোর ৪টায় তাঞ্জিয়ারে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে মুখোমুখি হয় দু’দল। এই ম্যাচ উপলক্ষ্যে তরুণ নির্ভর দল ঘোষণা করে ব্রাজিলের অভ্যন্তরীণ কোচ র‌্যামন মেনেজেস।

এরপরই তিনি বিশ্বকাপ দলের অনেককে বাদ দিয়ে দল গড়ায় সমালোচনার ‍মুখে পড়েন। টানা দুই বিশ্বকাপে ব্যর্থতার দায় নিয়ে কাতার থেকে দেশে ফিরেই পদত্যাগ করেন দলটির কোচ তিতে।

এর আগেই পুরো মৌসুমের জন্য ছিটকে গেছেন নেইমার। ইনজুরির কারণে নেই দলের নিয়মিত অধিনায়ক ডি সিলভা। নতুন দলে রাখা হয়নি সাম্প্রতিক সময়ে ফর্মে থাকা বার্সেলোনা ফরোয়ার্ড রাফিনিয়া, আর্সেনালের গ্যাব্রিয়েল মার্টিনেল্লি ও মিডফিল্ডার ব্রুনো গুইমারেস। তবুও ম্যাচে বিশ্বচ্যাম্পিয়নরা ভালো ফলের আশা নিয়েই নতুন শুরু করতে চেয়েছিল।

আরেকটা কারণেও মরক্কোর বিপক্ষে ম্যাচটি ছিল বিশেষ। কিংবদন্তি পেলের মৃত্যুর পর এই প্রথম ব্রাজিলের মাঠে নামা। ম্যাচের শুরুতে তাই পেলেকে স্মরণ এবং প্রত্যেক খেলোয়াড়ের জার্সির পেছনেও ছিল ফুটবল-রাজার নাম। এসব উপলক্ষ্যও যেন ব্রাজিলকে উজ্জীবিত করতে পারেনি!

ম্যাচের শুরু থেকেই তুলনামূলক বেশি গতিসম্পন্ন ছিল মরক্কো। ব্রাজিলিয়ানদের থেকে বল কেড়ে নিয়ে দ্রুতই তারা আক্রমণে উঠছিল বারবার। ম্যাচের প্রথম ভালো সুযোগ তৈরি করে ব্রাজিল। ১৩ মিনিটে লুকাস পাকুয়েতার থ্রু বল পেয়ে কাছ থেকেও শট লক্ষ্যে রাখতে পারেননি রনি।

মিনিট দশেক পর মরক্কো গোলরক্ষক ইয়াসিন বুনুর ভুলে গোল প্রায় পেয়েই যাচ্ছিল ব্রাজিল। আন্দ্রে সান্তোসের শট এগিয়ে আসা বুনুর হাত ফসকে পেছনে গোলমুখের দিকে চলে যাচ্ছিল। শেষমুহূর্তে পেছনে গিয়ে বল নিয়ন্ত্রনে নেন তিনি। এর দুই মিনিট পরই অবশ্য বল জালে পাঠান ভিনিসিয়াস জুনিয়র। তবে আক্রমণ তৈরির সময় অফসাইডের কারণে গোল বাতিল হয়।

২৯ মিনিটে পাল্টা আক্রমণে এগিয়ে যায় মরক্কো। বিলাল এল খাননুসের কাছ থেকে বল নিয়ে দুই ডিফেন্ডারকে ফাঁকি দিয়ে বল জালে জড়িয়ে দেন বুফাল। ৩৬ মিনিটে সমতা ফেরানোর সুযোগ ছিল রদ্রিগোর সামনে। নেইমারের অনুপস্থিতিতে দশ নম্বর জার্সি পরা এই ফরোয়ার্ড শট লক্ষ্যে রাখতে ব্যর্থ হন।

২-১ গোলে হারের একরাশ হতাশা নিয়েই শেষপর্যন্ত মাঠ ছাড়তে হয়েছে সেলেসাওদের। অধিনায়ক ক্যাসেমিরো এবং ভারপ্রাপ্ত কোচ মেনেজেসের আপাত অধ্যায়টাও শুরু হল বিবর্ণতায়।

কাতার বিশ্বকাপে আফ্রিকার দেশ হিসেবে প্রথমবারের মতো মরক্কো নকআউট পর্বে ওঠে। শুধু তাই নয়, সেমিফাইনাল পর্যন্ত ওঠার যাত্রাপথে তারা বেলজিয়াম, স্পেন ও পর্তুগালের মতো দেশকে হারায়।

যার মাধ্যমে তারা ফুটবল বিশ্বের নতুন জায়ান্ট দল গড়ারই ইঙ্গিত দেয়। অন্যদিকে, বিশ্বকাপে হতাশাজনক বিদায়ের ঘোর এখনও কাটিয়ে উঠতে পারেনি পাঁঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। বিশ্বকাপের পর প্রথমবার মাঠে নেমেও তারা মরক্কোর কাছে হোঁঁচট খেয়েছে।

সূত্র: যুগান্তর