মেহেরপুরের ঝাঁঝা সীমান্তে ১৮ লাখ টাকাসহ আটক ১

মেহেরপুরের ঝাঁঝা সীমান্তে ১৮ লাখ টাকাসহ মোঃ ইমাত উল্লাহ নামের এক চোরাকারবারীকে আটক করেছে বিজিবি।

মঙ্গলবার দুপুরে ঝাঁঝা সীমান্ত এলাকা থেকে ইমাত উল্লাকে আটক করা হয়। আটক ইমাত উল্লাহ মেহেরপুর সদর উপজেলার গোভীপুর গ্রামের হাফিজ উদ্দিনের ছেলে।

জানা গেছে ঝাঁঝা বিওপির কমান্ডার নায়েব সুবেদার কাজী আজাদের নেতৃত্বে বিজিবি’র একটি টহল দল টহল থাকাকালীন সময় ঝাঁঝা সীমান্তের ১২২ নম্বর পিলারে ২০ গজ দূরে ইমাত উল্লাহকে আটক করে। এসময় তার কাছে থাকা একটি প্লাস্টিকের বস্তা তল্লাশি করে বাংলাদেশী ১৮ লক্ষ টাকা উদ্ধার করে।

ঝাঁঝা বিওপি’র কমান্ডার নায়েব সুবেদার কাজী আজাদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে ঝাঁঝা বিওপি’র একটি বিশেষ দল অভিযান চালিয়ে তাকে আটক করে।

এসময় তার নিকট থেকে একটি প্লাস্টিকের বস্তার ভিতরে থাকা নগদ ১৮ লাখ টাকা উদ্ধার করা হয়। এ ঘটনায় মেহেরপুর সদর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।




বুড়িপোতা ইউনিয়নের বিভিন্ন গ্রামে এম এ এস ইমনের উদ্যোগে বুকলেট বিতরণ

মেহেরপুর জেলার বুড়িপোতা ইউনিয়নের বিভিন্ন গ্রামে তরুন রাজনীতিবীদ এম এ এস ইমনের উদ্যোগে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের মাঝে সরকারের উন্নয়ন চিত্র সম্বলিত বুকলেট বিতরণ করা হয়|

আজ মঙ্গলবার ২১শে ফেব্রুয়ারী আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা রেখে এম এ এস ইমনের অনুসারীরা বুড়িপোতা ইউনিয়নের গোভীপুর, কামদেবপুর, ঝাঁঝাঁ, ইচাখালী, হরিরামপুর, বাড়িবাঁকা, শালিকা, যাদবপুর গ্রামে এ বুকলেট বিতরণ করেন। মেহেরপুর পৌর আওয়ামীলীগের সহ-সভাপতি বেলাল হোসেন এতে নেতৃত্ব দেন।

বুকলেট বিতরণ ও গণসংযোগকালে শিশির অরুপ, মেহেরপুর জেলা যুবলীগ শাখার আহ্বায়ক কমিটির সদস্য প্রভাষক মোঃ সাজ্জাদ হোসেন, জেলা স্বেচ্ছাসেবক লীগের সম্মেলন ও প্রস্তুতি কমিটির সদস্য মোস্তাফিজুর রহমান চন্দন, আব্দুর রাজ্জাক, ফারুক হোসেন, সানা, ডন, আবুল হোসেন, ফারুক শেখ, ছাত্রলীগ নেতা ইব্রাহীম ইবু সহ অন্যান্য নেতাকর্মীরা অংশগ্রহন করেন।

আওয়ামী লীগ নেতা বেলাল হোসেন বলেন, আওয়ামী লীগ সরকারের বিভিন্ন উন্নয়নমূলক চিত্রের পাশাপাশি বিএনপির সরকারের উন্নয়নের তুলনা করে এ বুকলেট তৈরি করা হয়েছে। যাতে করে সাধারণ মানুষ আওয়ামী লীগ সরকারের উন্নয়ন চিত্র সম্পর্কে ধারণা পায়। এবং একই সঙ্গে পুনরায় আওয়ামী লীগ সরকারকে ভোট দিয়ে ক্ষমতায় নিয়ে আসে। এ বুকলেট ভালোভাবে পড়লেই সাধারণ মানুষ আওয়ামী লীগ সরকারের প্রতি বিশ্বাস ও আস্থা রাখতে পারবে।

প্রসঙ্গত, ইতোমধ্যে এম এ এস ইমনের উদ্যোগে মুজিবনগর উপজেলার মোনাখালী, দারিয়াপুর, বাগোয়ান, মহাজনপুর ও মেহেরপুর সদর উপজেলার কুতুবপুর, বুড়িপোতা, আমদহ, আমঝুপিসহ বিভিন্ন গ্রামে একই কর্মসূচীর মাধ্যমে বুকলেট বিতরণ করা হয়।




গাংনীতে ডা.নাজমুল হক সাগরের পক্ষ থেকে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন

গাংনী উপজেলা আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি,সাবেক গণপরিষদ সদস্য ও সাবেক সংসদ সদস্য মরহুম নূরুল হকের সুযোগ্য পুত্র রাজশাহী মেডিকেল কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদক ডা.এ.এস.এম.নাজমুল হক সাগরের পক্ষ থেকে ২১ শে ফেব্রুয়ারি মহান ভাষা শহীদদের প্রতি পুস্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করা হয় ও শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

এসময় উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও জেলা যুবলীগের সাবেক সিনিয়র সহ-সভাপতি সবুক্তগীন মাহমুদ পলাশ,মেহেরপুর জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহজাহান আলী,গাংনী উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক জিয়াউর রহমান জিয়া,জেলা ছাত্রলীগের সহ-সভাপতি হুমায়ন কবির লিখন,সাবেক ছাত্রনেতা চপল,গাংনী উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি তৌফিক আজিজ মুন্না,তরিকুল ইসলাম উজ্জ্বল,শিমুল পারভেজ অন্তর,সহ-সম্পাদক নয়ন আলী,শ্রমিক নেতা পলাশ,হাফিজুর হাফি,ছাত্রনেতা কনিক,মুন্না, আশিক প্রমুখ।




দামুড়হুদায় কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন

দামুড়হুদায় কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলী নিবেদনের মধ্য দিয়ে ভাষা শহীদের প্রতি শ্রদ্ধা জানানো হয়েছে। রাত ১২ টা এক মিনিটে দামুড়হুদা উপজেলা শেখ রাসেল মিনি স্টেডিয়াম সংলগ্ন কেন্দ্রীয় শহীদ মিনারে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়।

প্রথমেই চুয়াডাঙ্গা-২ আসনের সাংসদ হাজি আলী আজগার টগর শহীদ বেদীতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। এরপর পর্যায়ক্রমে উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, উপজেলা আওয়ামী লীগ, মুক্তিযোদ্ধা সংসদ, দামুড়হুদা মডেল থানা, দর্শনা থানা, আব্দুল ওদুদ শাহ ডিগ্রি কলেজ, শিক্ষা অফিস, ফায়ার সার্ভিস, উপজেলা সাব রেজিস্ট্রী অফিস, দামুড়হুদা উপজেলা শ্রমিকলীগ, ইউনিয়ন আওয়ামী লীগ, সদর ইউনিয়ন পরিষদ, উপজেলা যুবলীগ, দামুড়হুদা প্রেসক্লাব, উপজেলা ছাত্রলীগ, হেঁসেল ঘর কফি হাউজসহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়।

দামুড়হুদা উপজেলা চেয়ারম্যান আলি মুনছুর বাবু, উপজেলা নির্বাহী কর্মকর্তা রোকসানা মিতা, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সজল কুমার দাস, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজি সহিদুল ইসলাম, দামুড়হুদা মডেল থানার ওসি ফেরদৌস ওয়াহিদ, দর্শনা থানার ওসি এএইচএম লুৎফুল কবীর, অধ্যক্ষ কামাল উদ্দিন, আওয়ামী লীগ নেতা আতিয়ার রহমান হাবু, সাব রেজিস্ট্রার নফিয বিন যামান, ফায়ার সার্ভিসের সাব অফিসার নাসির উদ্দীন, ইউপি চেয়ারম্যান হযরত আলী, দামুড়হুদা সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিউল কবীর ইউসুফ, উপজেলা আওয়ামী লীগের অন্যতম নেতা সেলিম উদ্দিন বগা, দামুড়হুদা প্রেসক্লাবের সভাপতি এম নুরুন্নবী, সাধারণ সম্পাদক বখতিয়ার হোসেন বকুল, দামুড়হুদা উপজেলা প্রেসক্লাব সভাপতি আরিফুল ইসলাম মিলন, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবিব, উপজেলা শ্রমিক লীগের সভাপতি হাজি আব্দুল কাদির, উপজেলা যুবলীগের সভাপতি আব্দুল হান্নান ছোট, যুবলীগ নেতা মহসিন আলী, হযরত আলী, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাজু আহমেদ রিংকুসহ প্রমূখ স্ব-স্ব প্রতিষ্ঠানের পক্ষে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।
অনুষ্ঠানটি পরিচালনা করেন উপজেলা সমবায় অফিসার হারুন অর রশিদ।




মহাজনপুরে উদ্ধার হওয়া লাশ গাংনীর বালিয়াঘাট গ্রামের বুলুয়ারার

মেহেরপুরের মুজিবনগর উপজেলার মহাজনপুর গ্রামের এস আর ইটভাটার পশ্চিমে গমক্ষেত থেকে বস্ত্রবিহীন এক মধ্য বয়সি নারীর উদ্ধার করা মরদেহের পরিচয় সনাক্ত হয়েছে।

নিহত ওই নারী গাংনী উপজেলার বামন্দি ইউনিয়নের বালিয়াঘাট গ্রামের পশ্চিমপাড়ার আব্দুল আজিজের মেয়ে বুলুয়ারা। তার বয়স ৩৩ বছর।

সোমবার দুপুর ২ টার দিকে তার মরদেহ উদ্ধার মেহেরপুর জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে মুজিবনগর থানা পুলিশ।
বালিয়াঘাট গ্রামের স্থানীয় সূত্রে জানা যায়, নিহত ঐ নারীর নাম বুলুয়ারা খাতুন (৩৩) গাংনীর বামুন্দি ইউনিয়নের বালিয়াঘাট গ্রামের পশ্চিমপাড়ার আব্দুল আজিজের মেয়ে। নিহত

বুলুয়ারা খাতুনের প্রথম বিয়ে হয় ওই গ্রামেরই হেফাজ উদ্দিন এর ছেলে আব্দুস সালামের(৪০) সাথে। ওই পক্ষের আকাশ নামের একটি ছেলে সন্তান আছে। পারিবারিক কলহের কারণে সে বিয়ে বিচ্ছেদ হয়। পরে বুলুয়ারা খাতুনের ২য় বিয়ে হয় বামুন্দি নিশিপুর গ্রামের রফিকুল ইসলামের সাথে। ওই ঘরেও একটি সামিয়া নামের একটি মেয়ে সন্তান রয়েছে। স্বামী রফিকুল ইসলামের অকাল মৃত্যু হওয়ার পর তৃতীয় বিয়ে হয় মেহেরপুর সদর উপজেলার পিরোজপুর গ্রামের আব্দুস সাত্তার মোল্লার ছেলে আহসান আলীর সাথে। তবে যে কোন কারণে বুলুয়ারার প্রতি বাবা আজিজুলের মান অভিমান চলে আসছে। গতকাল সন্ধ্যায় মেয়ের মৃত্যুর খবর জানার পরও অভিমানে লাশ সনাক্ত করতে যায়নি বলে জানা গেছে।

বুলুয়ারা খাতুনের লাশের প্রাথমিক সনাক্তের কথা স্বীকার করেন গাংনী থানার ওসি আব্দুর রাজ্জাক। তিনি বলেন, বামন্দী ক্যাম্প ইনচার্জ বিষয়টি নিয়ে কাজ করছে।

মুজিবনগর থানা অফিসার ইনচার্জ (ওসি) মেহেদি রাসেল বিষয়টি নিশ্চিত করে জানায়, সোমবার সকালে সবাই যে যার মতো কাজে কর্মে চলে যায়। এ এলাকায় কাজ করতে যাওয়া কিছু কৃষকেরা গম ক্ষেত এলোমেলো দেখে ক্ষেতের মধ্যে ঢুকে দেখে বস্ত্রবিহীন এক নারীর মৃতদেহ দেখে। পরে স্থানীয়রা মুজিবনগর থানা পুলিশ কে খবর দিলে মৃতদেহ উদ্ধার করা হয়।
তিনি আরও জানান, লাশের শরীরে বেশ কয়েকটি আঘাতের চিহৃ রয়েছে। প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে তাকে হত্যা করা হতে পারে।




মুজিবনগরে প্রথম প্রহরে শহীদ বেদিতে শ্রদ্ধাঞ্জলি অর্পন

রাষ্টের পক্ষে পুষ্পমাল্য অর্পণ করেন উপজেলা প্রশাসনের পক্ষে উপজেলা নির্বাহী অফিসার অনিমেষ বিশ্বাস ও উপজেলা চেয়ারম্যান জীয়াউদ্দীন বিশ্বাস।

পূষ্পমাল্য অর্পন করেন মুজিবনগর থানার পক্ষে অফিসার ইনচার্জ মেহেদি রাসেল ,বীর মুক্তিযোদ্ধা আহসান আলী খাঁন এর নেতৃত্বে জাতীর শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাবৃন্দ, উপজেলা আওয়ামীলীগের সভাপতি রফিকুল ইসলাম তোতা ও সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ এর নেতৃত্বে উপজেলা আওয়ামীলীগ , উপজেলা যুবলীগ ,উপজেলা সেচ্ছাসেবকলীগ এর সহ সভাপতি মতিউর রহমান মতিন এর নেতৃত্বে উপজেলা সেচ্ছাসেবক লীগ, উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক শাহিনুর রহমান মানিক এর নেতৃত্বে উপজেলা কৃষকলীগ, ছাত্রলীগের পক্ষে মোনাখালি ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি স্বপন গাজী ও বাগোয়ান ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবু সাঈদ নেতৃত্বে উপজেলা ছাত্রলীগ, বাগোয়ান ইউপি চেয়ারম্যান আয়ুব হোসেন এর নেতৃত্বে ইউনিয়ন পরিষদ, ইউপি চেয়ারম্যান মফিজুর রহমান মফিজের নেতৃত্বে মোনাখালী ইউনিয়ন পরিষদ, মুজিবনগর উপজেলার সভাপতি হাসানুজ্জামান লালটুর নেতৃত্বে ইয়াং বাংলা ফিউচার লিডার, সহ আওয়ামীলীগের বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ পুষ্পার্ঘ অর্পণ করেন ।

এছাড়াও বিভিন্ন সামাজিক রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠন এবং শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষে পুষ্পার্ঘ অর্পণ করা হয়।




একুশের প্রথম প্রহরে বীর শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি নিবেদন

একুশের প্রথম প্রহরে রাত ১২.১ মিনিটে শহীদ বেদীতে শ্রদ্ধাঞ্জলি নিবেদনের মাধ্যমে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের কর্মসূচী শুরু হয়েছে।

মেহেরপুর শহীদ ড. সামসুজ্জোহা পার্কের কেন্দ্রীয় শহীদ মিনারে প্রথমে রাষ্ট্রের পক্ষে শ্রদ্ধাঞ্জলি অর্পন করেন জেলা প্রশাসক ড. মোহাম্ম¥দ মুনসুর আলম খান।

জেলা জজ আদালতের পক্ষে জেলা জজ মো. শহিদুল ইসলাম, পুলিশ সুপারের পক্ষে অতিরিক্ত পুলিশ সুপার জামিরুল ইসলাম, জেলা পরিষদের চেয়ারম্যান এ্যাড. আব্দুস সালাম, মেহেরপুর জেলা আওয়ামী লীগের পক্ষে সহসভাপতি আব্দুস সামাদ বাবলু বিশ্বাস, এ্যাড. মিয়াজান আলী, আব্দুল মান্নান, এ্যাড. ইয়ারুল ইসলাম, যুগ্ম সম্পাদক এ্যাড. ইব্রাহীম শাহীন, উপজেলা পরিষদের পক্ষে এ্যাড. ইয়ারুল ইসলাম, পুলিশ বিভাগের পক্ষে পুলিশের সকল কর্মকর্তা, মেহেরপুর পৌরসভার পক্ষে পৌর মেয়র মাহফুজুর রহমান রিটন ও কাউন্সিলর বৃন্দ, মেহেরপুর জেলা প্রেসক্লাবের পক্ষে সভাপতি তোজাম্মেল আযম, সাধারণ সম্পাদক মাহাবুব চান্দু। একে একে বিভিণ্ন সংগঠণ, রাজনৈতিক দল, বিবিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের পক্ষে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়।




মেহেরপুর জেলা আওয়ামী যুবলীগের বিক্ষোভ মিছিল

পদযাত্রার নামে বিএনপি জামাতের সন্ত্রাস সহিংস রাজনীতি প্রকাশ্যে অস্ত্রের মহড়া ও সাধারণ জনগণের উপর হামলার প্রতিবাদে মেহেরপুর জেলা আওয়ামী যুবলীগের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

গতকাল সোমবার রাতে মেহেরপুর কমিউনিটি সেন্টার থেকে মিছিলটি বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে গিয়ে শেষ হয়। এতে নেতৃত্ব দেন জেলা যুবলীগের আহবায়ক পৌর মেয়র মাহফুজুর রহমান রিটন।

সদর থানা যুবলীগের যুগ্ন আহবায়ক সাজেদুর রহমান সাজুর সঞ্চালনায় মেহেরপুর জেলা যুব লীগের আহবায়ক ও মেহেরপুর পৌরসভার চেয়ারম্যান মাহফুজুর রহমান রিটনের সভাপতিত্বে  উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা যুবলীগের যুগ্ন আহবায়ক শহিদুল ইসলাম পেরেশান, মেহেরপুর সদর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আল মামুন, মেহেরপুর পৌরসভার ৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আরিফ, মেহেরপুর আইনজীবী সমিতির সদস্য এডভোকেট রাসেল, মেহেরপুর জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মফিজুর রহমান মফিজ, শহর যুবলীগের যুগ্ন সাধারণ সম্পাদক শহিদুজ্জামান সুইট, জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক জুয়েল রানা সহ বিভিন্ন নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।




মিরপুরে দিশার সহযোগীতায় ৫জন সদস্যদের মাঝে উপকরণ বিতরণ

মিরপুরে দিশার সহযোগীতায় ছাগল পালন প্রদর্শনীর ৫জন সদস্যদের মাঝে উপকরণ বিতরণ করা হয়েছে সকালে মিরপুর উপজেলার মশানে এসব সদস্যদের মাঝে এসব বিতরণ করা হয়।

তামাক নিয়ন্ত্রণে বিকল্প ফসল উৎপাদন ও বহুমুখী আয়ের উৎস সৃষ্টি শীর্ষক কার্যক্রমের আওতায় সমন্বিত কৃষি কৃষি ইউনিট ভুক্ত প্রাণী সম্পদ খাতের আওতায় তামাক চাষ নিয়ন্ত্রণে বিকল্প ফসল উৎপাদন ও বহুমুখী আয়ের উৎস সৃষ্টি শীর্ষক কার্যক্রম মাচা পদ্ধতিতে ছাগল পালন প্রদর্শনীর ৫জন সদস্যদের মাঝে ঘাসের কাটি, কৃমিনাশক ট্যাবলেট, ভিটামিন ও মিনারেল রেজিষ্টার বিনামুল্যে বিতরণ করা হয়।
পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর সহযোগিতায় এবং স্থানীয় দিশা স্বেচ্ছাসেবী আর্থ সামাজিক উন্নয়ন ও মানবিক কল্যাণ সংস্থার বাস্তবায়নে এসব বিতরনে উপস্থিত ছিলেন দিশার কারিগরি কর্মকর্তা কৃষিবিদ জিল্লুর রহমান, সহকারী কৃষি কর্মকর্তা এনামুল হক, প্রাণী সম্পদ কর্মকর্তা মিলন আলীসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
দিশার কারিগরি কর্মকর্তা কৃষিবিদ জিল্লুর রহমান বলেন, এই মিরপুর উপজেলার বারুইপাড়া ইউনিয়নের এগারোটি গ্রামে তামাক চাষ কমিয়ে আনতে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। এরই ফলশ্রুতিতে প্রাণী সম্পদ খাতের আওতায় তামাক চাষ নিয়ন্ত্রণে বিকল্প ফসল উৎপাদন ও বহুমুখী আয়ের উৎস সৃষ্টি শীর্ষক কার্যক্রম মাচা পদ্ধতিতে ছাগল পালন প্রদর্শনীর ৫জন সদস্যদের মাঝে ঘাসের কাটি, কৃমিনাশক ট্যাবলেট, ভিটামিন ও মিনারেল রেজিষ্টার বিনামুল্যে বিতরণ করা হয়।
তিনি বলেন, সরকারের কৃষি বিভাগের পাশাপাশি পিকেএসএফের সহযোগিতায় ও দিশার বাস্তবায়নে আমরা প্রান্তিক পর্যায়ের কৃষকের সাথে যোগাযোগ রেখে এই কৃষিখাতকে আরো সামনের দিকে এগিয়ে নিতে কাজ করছি।
মিরপুর উপজেলায় তামাক চাষ নিরোধে তামাক নিয়ন্ত্রণে বিকল্প ফসল উৎপাদন ও বহুমুখী আয়ের উৎস সৃষ্টি শীর্ষক কার্যক্রম চালু করেছে দিশা স্বেচ্ছাসেবী আর্থ সামাজিক উন্নয়ন ও মানবিক কল্যাণ সংস্থা।




আলমডাঙ্গার নাগদাহ ও আইলহাঁস ইউপি নির্বাচনে মনোনয়ন পত্র যাচাই বাছাই সম্পন্ন

আলমডাঙ্গার নাগদাহ ও আইলহাঁস দু’টি ইউপি নির্বাচনে প্রার্থীদের মনোনয়ন যাচাই-বাছাই কার্যক্রম শেষ হয়েছে। সোমবার সকাল ৯ টায় আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার অফিসে যাচাই-বাছাই কার্যক্রম শুরু হয় এবং কোন প্রার্থীর মনোনয়ন বাতিল ব্যতিত বিকাল ২ টায় এ কার্যক্রম শেষ করেন।

যাচাই-বাছাইয়ে দু’টি ইউনিয়নে চেয়ারম্যান পদে ১২ জন, সংরক্ষিত মহিলা আসনে ২৩ জন এবং সাধারণ সদস্য পদে ৫১ জনের মনোনয়নপত্র বৈধ বলে ঘোষনা করা হয়।

নাগদাহ ইউনিয়নে চেয়ারম্যান পদে ৯ জন, হায়াত আলী (নৌকা), দারুস সালাম (জামায়াত), এজাজ ইমতিয়াজ বিপুল, মিশর আলী, আবুল হোসেন, আলমঙ্গীর হোসেন, হাবিবুল্লাহ, আওয়ালুজ্জামান, আতিকুর রহমান (স্বতন্ত্র) এবং সংরক্ষিত মহিলা আসনে ১৩ জন সাধারণ সদস্য পদে ২৪ জন।

আইলহাঁস ইউনিয়ন চেয়ারম্যন পদে ৫ জন, জাহিদুল ইসলাম বাদল (নৌকা), মিনাজ উদ্দীন বিশ্বাস (বিএনপি) ও বিল্লাল গণি (স্বতন্ত্র) এবং সংরক্ষিত মহিলা আসনে ১০ জন, সাধারণ সদস্য ২৭ জন।

এদের সবার মনোনয়ন পত্র বৈধ বলে ঘোষনা করেণ আঞ্চলিক নির্বাচন ও রিটার্নিং অফিসার এম এ জি মোস্তফা ফেরদৌস। এদের মধ্যে দুই ইউনিয়নে আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নৌকা প্রতীক পেয়ে নির্বাচনে অংশ নিচ্ছেন।