জীবননগরে ৬ ইউপি নির্বাচনে চেয়ারম্যানসহ ২৬৭ প্রার্থীর মনোনয়ন জমা

আগামী ১৬ মাচ অনুষ্ঠিত হতে যাচ্ছে জীবননগর উপজেলার ৬টি ইউনিয়ন পরিষদের নির্বাচন। আর এই নির্বাচনে ৬টি ইউনিয়নে চেয়ারম্যান পদে মোট ৩১ জন, মেম্বার পদে ১৮০ জন এবং সংরক্ষিত মহিলা পদে ৫৬ জন প্রার্থী মনোনয়ন পত্র জমা দিয়েছেন।

রোববার মনোনয়ন পত্র দাখিলের শেষ দিন বিকেল পর্যন্ত প্রার্থীরা উপজেলা রিটার্নিং কর্মকর্তা মোঃ মেজর আহম্মেদের কাছে তাদের মনোনয়ন পত্র জমা দেন।

জীবননগর উপজেলা রিটার্নিং কর্মকর্তা মোঃ মেজর আহম্মেদ বলেন, জীবননগর উপজেলার ৬টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন পর্যন্ত মোট ২৬৭ জন প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেছেন। এদের মধ্যে চেয়ারম্যান পদে রয়েছে ৩১ জন, মেম্বার পদে রয়েছেন ১৮০ জন এবং সংরক্ষিত মহিলা পদে রয়েছেন ৫৬ জন প্রার্থী। আগামীকাল  সোমবার দাখিলকৃত মনোনয়ন পত্র যাচাইবাছাই করা হবে।’

উপজেলা নির্বাচন অফিসের তথ্যমতে, ৬টি ইউনিয়নের চেয়ারম্যান পদে মনোনয়ন পত্র দাখিলকৃত প্রার্থীরা হলেন- উথলী ইউনিয়নের আওয়ামী লীগের দলীয় মনোনয়ন প্রাপ্ত প্রার্থী আব্দুল হান্নান, স্বতন্ত্র প্রার্থী আবুল কালাম আযাদ, স্বতন্ত্র প্রার্থী আফজালুর রহমান, স্বতন্ত্র প্রার্থী শাখাওয়াত হোসেন, স্বতন্ত্র প্রার্থী মোঃ আব্বাস উদ্দিন জোয়াদ্দার,লিমন ফেরদৌস ।

মনোহরপুর ইউনিয়নের আওয়ামী লীগের দলীয় মনোনয়ন প্রাপ্ত প্রার্থী সোহরাব হোসেন খান, স্বতন্ত্র কামরুজ্জামান, স্বতন্ত্র প্রার্থী মোঃ রাজা মিয়া,ইসলামী আন্দোলনের আবু নাঈম ।

কে,ডি,কে ইউনিয়নের আওয়ামী লীগের দলীয় মনোনয়ন প্রাপ্ত প্রার্থী মোঃখাইরুল বাশার শিপলু , স্বতন্ত্র প্রার্থী মোঃ তানভির হোসেন, স্বতন্ত্র প্রার্থী মোঃ মহিবুল হক।

বাকা ইউনিয়নের আওয়ামী লীগের দলীয় মনোনয়ন প্রাপ্ত প্রার্থী আব্দুল কাদের প্রধান , স্বতন্ত্র প্রার্থী মোঃ আবুল কাশেম মুন্সী,স্বতন্ত্র প্রাথী মাওলানা হাফিজুর রহমান, স্বতন্ত্র প্রার্থী রাজা আহাম্মেদ, স্বতন্ত্র প্রার্থী মোঃ শামীম হোসেন, স্বতন্ত্র প্রার্থী মোঃ শাহাববুদ্দিন মালিতা, স্বতন্ত্র প্রার্থী মোঃ তরিকুল ইসলাম।

হাসাদহ ইউনিয়নের আওয়ামী লীগের দলীয় মনোনয়ন প্রাপ্ত প্রার্থী রবিউল ইসলাম , স্বতন্ত্র প্রার্থী মোঃসোহরাব বিশ্বাস ,স্বতন্ত্র প্রাথীমোঃ ইসরাফিল হুসাইন, স্বতন্ত্র প্রার্থী মোঃ সামছুল আলম, স্বতন্ত্র প্রার্থী মোঃ বাবুল আকতার টলো ,জাতীয় পাটির মোঃ মতিয়ার রহমান ।

রায়পুর ইউনিয়নের আওয়ামী লীগের দলীয় মনোনয়ন প্রাপ্ত প্রার্থী তাহাজ্জদ মিজা , স্বতন্ত্র প্রার্থী মোঃ আব্দুর রশিদ শাহ ,স্বতন্ত্র প্রাথী সাজ্জাদ বিশ্বাস, স্বতন্ত্র প্রাথী মোঃ সাজ্জাদ হোসেন , স্বতন্ত্র প্রার্থী মোঃ আব্দুল হান্নান।




জীবননগরে জামায়াতের ১২ নেতা কর্মী গ্রেফতার

নাশকতার প্রস্তুতির সময় জীবননগর থেকে জামায়াতের ১২ নেতা-কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় ৪টি বোমা সাদৃশ্য বস্তু ও জিহাদী বই উদ্ধার করা হয়। গতকাল শনিবার সন্ধা থেকে রাত পর্যন্ত জীবননগর উপজেলার হাসাদহ ইউনিয়নের বিভিন্ন স্থান থেকে তাদের আটক করে পুলিশ।

আটককৃত আসামীরা হলেন, হাসাদহ ইউনিয়নের মাধবপুর গ্রামের সাইদুল ইসলাম, মারুফদাহ গ্রামের মোঃ শাহ আলম,বালিহুদা গ্রামের মোঃ ফজলুর রহমান, নতুন চাকলা গ্রামের মোঃ আতিকুর রহমান মন্টু, কাটাপোলা গ্রামের মোঃ মিনাজ উদ্দিন, বৈদ্যনাথপুর গ্রামের ওলিউর রহমান, সীমান্ত ইউনিয়নের নতুনপাড়া গ্রামের রেজাউল করিম, বেনীপুর গ্রামের সাবেকি ইউপি সদস্য মোঃ রবিউল হোসেন, গোয়ালপাড়া গ্রামের সাবেক ইউপি সদস্য মোঃ জহুর আলম,যাদবপুর গ্রামের মইনুদ্দিন,জীবননগর পৌর সভার আশতলা পাড়ার মোঃ নুরুজ্জামান বিশ্বাস এবং উথলী ইউনিয়নের মৃগমারী গ্রামের মোঃ হাসানুজ্জামানকে আটক করে পুলিশ।

জীবননগর থানার ভারপ্রাপ্ত কমকতা (ওসি) মোঃ আব্দুল খালেক বলেন, গতকাল শনিবার সন্ধায় জামায়াতের নেতা-কর্মীরা নাশকতার পরিকল্পার প্রস্তুতি নিচ্ছে এমন সংবাদ পায় পুলিশ। জীবননগর থানার এসআই রায়হান সঙ্গীয় ফোর্স নিয়ে জীবননগর উপজেলার হাসাদহ ইউনিয়নের বৈদ্যনাথপুর গ্রামের একটি আম বাগানে অভিযান চালায়। জামায়াতের প্রায় ৬০/৭০ জন নেতা- কর্মী নাশকতার পরিকল্পনার প্রস্তুতি নিচ্ছিল। এসময় তারা পুলিশের উপস্থিতি টেরে পেয়ে পালিয়ে যাওয়ার সময় বেশ কয়েক জনকে আটক করে।

পরে উপজেলার মাধবপুর ও হাসাদহ এলাকায় অভিযান চালিয়ে ১২ জামায়াতের নেতা-কর্মীকে আটক করে। গ্রেফতারকৃতদের  রোববার দুপুরে আমলী জীবননগর আদালতে সোপর্দ করা হয়। এবং তাদের কাছ থেকে ৪টি বোমা সাদৃশ্য বস্তু ও বেশ কিছু জিহাদি বই উদ্ধার করা হয়েছে।

এঘটনায় পুলিশ বাদী হয়ে বিস্ফোরক ও বিশেষ ক্ষমতা আইনে ৩৪ জনের নাম উল্লেখসহ আর ৩৫ জনকে অজ্ঞাত আসামি করে মামলা দায়ে করেছে। তিনি আরও বলেন, এধরনের অভিযান অব্যাহত থাকবে।




দামুড়হুদায় জাতীয় ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইন অবহিতকরণ সভা অনুষ্ঠিত

দামুড়হুদায় জাতীয় ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইন সফল করার লক্ষ্যে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার বেলা ১১ টার দিকে দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কন্ফারেন্স রুমে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়।
দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: হেলেনা আক্তার নিপার সভাপতিত্বে অনুষ্ঠিত অবহিতকরণ সভায় বিশেষ অতিথি ছিলেন দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) ফেরদৌস ওয়াহিদ, দামুড়হুদা উপজেলা শিক্ষা অফিসার সাকী সালাম, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: বেলাল উদ্দীন, সহকারী পরিবার পরিকল্পনা কর্মকর্তা হোসনে মোবারক শিলন, দামুড়হুদা প্রেসক্লাব সভাপতি এম নুরুন্নবী, সাধারণ সম্পাদক বখতিয়ার হোসেন বকুল। দামুড়হুদা উপজেলা প্রেসক্লাবের সভাপতি আরিফুল ইসলাম মিলন, সাংগঠনিক সম্পাদক রকিবুল হাসান তোতা, সহ-দপ্তর সম্পাদক ইমরান হোসেন।

উপজেলা স্বাস্থ্য পরিদর্শক কামাল উদ্দিনের সঞ্চালনায় সভায় এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য পরিদর্শক খন্দকার ময়নুদ্দীন, মুফতিলুর রহমান, সিনিয়র স্টাফ নার্স নাজমা খাতুন, পরিবার পরিকল্পনা পরিদর্শক আতিকুর রহমান, আবুল কালাম আজাদ, মতিয়ার রহমান, হাসানুল আলম। সার্বিক সহযোগিতায় ছিলেন এএসএম ফারুক আহমেদ।

সভায় আজ রবিবার ২০ ফেব্রুয়ারী উপজেলার ১৬৯ টি কেন্দ্র থেকে ৬-১১ মাস বয়সী ৩৭১০ জন শিশুকে ১ লাখ পাওয়ারের একটি করে নীল রঙের এবং ১২-৫৯ মাস বয়সী ২৭৩০১ জন শিশুকে ২ লাখ পাওয়ারের একটি করে লাল রঙের ভিটামিন-এ প্লাস ক্যাপসুল খাওয়ানো পরিকল্পনা রয়েছে বলে জানান সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।




দামুড়হুদায় হাউলী বিট পুলিশিং উঠান বৈঠক অনুষ্ঠিত

“বিট পুলিশিং বাড়ি বাড়ি, নিরাপদ সমাজ গড়ি” তথ্য দিন সেবা নিন, এই স্লোগানকে সামনে রেখে দামুড়হুদা উপজেলার হাউলী ইউনিয়নের লোকনাথপুর বাজারে “হাউলী বিট পুলিশিং উঠান বৈঠক” অনুষ্ঠিত হয়েছে।

রবিবার বিকেল ৫টার দিকে দামুড়হুদা মডেল থানার আয়োজনে এই উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।

এসআই মারজান আল মোনায়েম এর সভাপতিত্বে উক্ত উঠান বৈঠক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দামুড়হুদা মডেল থানার এসআই শেখর চন্দ্র মল্লিক।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাউলী ইউপি সদস্য রিকাত আলী। এসময় আরও উপস্থিত ছিলেন এসআই ওবায়দুর রহমান, এএসআই আলমগীর হোসেন বাবু সহ এলাকার গণ্যমান্য ব্যক্তি বর্গ।

এসময় উঠান বৈঠকে বাল্যবিবাহ, চুরি, ইভটিজিং, মাদক, মেয়েছেলের প্রেমঘটিত পলায়ন, সামাজিক শান্তি-শৃঙ্খলা প্রতিষ্ঠা, একে অপরের প্রতি স্মমান, স্নেহ প্রদর্শন বিষয়ে আলোচনা করা হয়। এছাড়া জরুরী প্রয়োজনে ৯৯৯ নাম্বারে ফোন করা, বিট অফিসার ও থানা পুলিশকে যেকোনো সময়ে যেকোন সমস্যায় অবহিত করার জন্য বলা হয়।




চুয়াডাঙ্গায় এসএসসি ও সমমানে জিপিএ-৫ পাওয়া কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা

চুয়াডাঙ্গায় উৎসবমুখর পরিবেশে প্রথম আলো ও শিখো এর পক্ষ থেকে এসএসসি ও সমমানের পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে।

 রবিবার সকাল ৮টায় চুয়াডাঙ্গা সদরের ঘোড়ামারা এলাকায় অবস্থিত ফার্স্ট ক্যাপিটাল ইউনিভার্সিটি অব বাংলাদেশ-এর প্রাঙ্গণে শুরু হয় সংবর্ধনা ও আনন্দ আড্ডা উৎসব।

এ অনুষ্ঠানে অংশ নিতে চুয়াডাঙ্গা জেলার ১ হাজার ১০৯ জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থী নিবন্ধন করে। সকাল আটটায় অনুষ্ঠান শুরুর কথা থাকলেও সকাল সাড়ে সাতটার মধ্যে কৃতী শিক্ষার্থীদের অনেকেই পৌঁছে যায় অনুষ্ঠানস্থলে। অনেক শিক্ষার্থীর সঙ্গে তাদের অভিভাবকও এসেছেন। সেখানে শিক্ষার্থীদের সংবর্ধনা এবং আনন্দ আড্ডা ও সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করে তারা।

কৃতী শিক্ষার্থীদের পক্ষে স্বাগত বক্তব্যে মো. কামরুল ইসলাম বলেন, এমন সুন্দর আয়োজন করার জন্য প্রথম আলো ও শিখো প্রতি অশেষ কৃতজ্ঞতা। আগামী দিনগুলোতেও প্রথম আলোকে এভাবে পাশে চাই।

অনুষ্ঠানস্থলে এসে শিক্ষার্থীরা নির্দিষ্ট বুথের সামনে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে সনদ, ক্রেস্ট ও স্ন্যাক্স বক্স সংগ্রহ করে। সকাল ১০টায় জাতীয় সংগীতের মাধ্যমে অনুষ্ঠানের উদ্বোধন করা হয়। এ সময় অতিথি, কৃতী শিক্ষার্থী ও অভিভাবকেরা দাঁড়িয়ে এতে গলা মেলান।

চুয়াডাঙ্গা বন্ধুসভার সদস্য নুসরাত জাহান করবীর সঞ্চালনায় স্বাগত বক্তব্য দেন প্রথম আলোর চুয়াডাঙ্গা প্রতিনিধি শাহ আলম। শিক্ষার্থীদের অনুপ্রাণিত করতে মঞ্চে বক্তৃতা করেন ফার্স্ট ক্যাপিটাল ইউনিভার্সিটি অব বাংলাদেশ-এর উপাচার্য মোফাজ্জেল হোসেন, বিশ্ববিদ্যালয়টির ট্রাস্টি বোর্ডের কো-চেয়ারম্যান রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার, সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের গণিত বিষয়ের শিক্ষক মো. হাসানুজ্জামান হাসান, প্রথম আলোর উপ-সম্পাদক লাজ্জাত এনাব মহছি প্রমুখ।

বিশ্ববিদ্যালয়টির ট্রাস্টি বোর্ডের কো-চেয়ারম্যান রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার বলেন, ভেন্যু হিসেবে প্রথম আলো কর্তৃপক্ষ আমাদের বেছে নেওয়ায় বিশেষভাবে কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমরা চাই, আগামী দিনগুলোতে প্রথম আলোর ভালো কাজের সহযোগী হতে।

শিক্ষার্থীদের এ সাফল্য উদযাপন করতে সাংস্কৃতিক পর্বে ছিল শান্ত আহম্মেদ, নুসরাত জানান, আরাফাত ফাগুন ও বলাকা ঘোষের নানা পরিবেশনা। বক্তৃতার ফাঁকে ফাঁকে চলে কৃতী শিক্ষার্থী ও বন্ধুসভার সদস্যদের অংশগ্রহণে নাচ, গান ও কবিতা আবৃত্তি।

প্রথম আলো ও শিখো ব্যবস্থাপনায় দেশের প্রতিটি জেলায় এসএসসি ও সমমান ২০২২ সালের পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত হচ্ছে।




স্নাতক পাসে নিয়োগ দেবে ইস্টার্ন ব্যাংক

নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ইস্টার্ন ব্যাংক লিমিটেড। ব্যাংকটিতে কন্টাক্ট সেন্টার এক্সিকিউটিভ পদে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী যোগ্য প্রার্থীরা অনলাইনের মাধ্যেম সহজেই আবেদন করতে পারবেন।

পদের নাম

কন্টাক্ট সেন্টার এক্সিকিউটিভ।

শিক্ষাগত যোগ্যতা

স্বীকৃত যেকোনো শিক্ষাপ্রতিষ্ঠান থেকে যেকোনো বিষয়ে ন্যূনতম স্নাতক পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। স্নাতকে ন্যূনতম সিজিপিএ ৩.০০ থাকতে হবে। প্রার্থীর ন্যূনতম ছয় মাসের পূর্ব অভিজ্ঞতা থাকতে হবে। কম্পিউটারে অভিজ্ঞতা, বাংলা ও ইংরেজিতে যোগাযোগ দক্ষতা থাকতে হবে।

কর্মস্থল

ঢাকা।

বেতন

২৮,০০০/-টাকা।

আবেদন প্রক্রিয়া

আগ্রহী প্রার্থীরা অনলাইনে (লিংক) আবেদন করতে পারবেন।

আবেদনের শেষ তারিখ

২৬ ফেব্রুয়ারি, ২০২৩।

সূত্র : প্রতিষ্ঠান ওয়েবসাইট।




ট্রলের শিকার শাহরুখপত্নী

বলিউড তারকা শাহরুখ খানের স্ত্রী গৌরী খান ফটোশপ করা ছবি আপলোড করে ট্রলের শিকার হয়েছেন। সম্প্রতি গৌরী দুবাইয়ে একটি অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন। সেখানে তোলা ছবি তিনি পোস্ট করেন ইনস্টাগ্রামে।

এদিকে গেটি ইমেজের পক্ষ থেকে পোস্ট করা হয়েছে গৌরীর ওই ছবি। ফটোশপের কারণে দুটো ছবির মধ্যে বেশ পার্থক্য লক্ষ্য করা যায়। দুই ছবিতে গৌরীকে দু-রকম দেখা যাচ্ছিল। গৌরীর পোস্ট করা ছবিতে তাকে অনেক ফর্সা, ত্বক জেল্লাদার, চোখগুলো বেশ বড় এবং চোখের রং গাঢ় দেখাচ্ছে। আর গেটি ইমেজের পোস্ট করা ছবিতে তাকে ওই রকম দেখা যাচ্ছিল না।

ছবি দেখে গৌরীর সমালোচনা করেছেন অনেকেই। সমালোচকরা বলেছেন, ইনস্টায় নিজের ছবিকে আকর্ষণীয় করে তুলতে ছবিটা একটু বেশিই ফটোশপ করে ফেলেছেন গৌরী।

রেডিট ইউজারদের দাবি- ‘তারকাদের কি দরকার নিজের ছবিকে আরও সুন্দর করে ছবি সম্পাদনা করার?’

কেউ লিখেছেন- ‘বুড়ি বয়সে ছুঁড়ি (মেয়ে) সাজার চেষ্টা করছে’। আবার অপর এক নেটিজেন লেখেন- ‘এরা ভগবানের দেওয়া রূপ-রঙে সন্তুষ্ট নয়।’

এদিকে সমালোচকদের জবাব দিয়েছেন গৌরীর ভক্তরা। তাদের অনেকেই লিখেছেন- ‘সবাই নিজেদের ছবিতে ফিল্টার ব্যবহার করে, সবাই ছবি এডিট করে, এটা স্বাভাবিক ব্যাপার।’




গাংনীতে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন অবহিতকরণ সভা

মেহেরপুরের গাংনীতে জাতিয় ভিটামিন এ প্লাস অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোব্বার বেলা সাড়ে ১১টার দিকে অনুষ্ঠিত এ সভার আয়োজন করেন গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হলরুমে অনুষ্ঠিত ও স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সুপ্রভা রানীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথী ছিলেন গাংনী উপজেলা পরিষদ চেয়ারম্যান এমএ খালেক।

এমপি ইপিআই আব্দুর রশীদের সঞ্চালনায় অনুষ্ঠানে গাংনী থানার ওসি (তদন্ত) মনোজিৎ কুমার নন্দী, বিভিন্ন সরকারী অফিসের কর্মকর্তা,স্বাস্থ্য বিভাগে কর্মরত কর্মকর্তা কর্মচারী এবং সাংবাদিকগন উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, এবার গাংনী উপজেলায় ২১৭ টি কেন্দ্রে ছয় থেকে ১১ মাস বয়সী তিন হাজার ৯৪১ জন ও ১২ থেকে ৫৯ মাস বয়সী ৩০ হাজার ২৮৩জন শিশুকে ভিটামিন এ খাওয়ানো হবে।




আমদহ ইউপি নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী আনারুল ইসলামের মনোনয়নপত্র জমা

আমদহ ইউনিয়নের স্বতন্ত্র চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ আনারুল ইসলামের মনোনয়নপত্র জমা।

বুধবার বিকেলে সদর উপজেলা রিটার্নিং কর্মকর্তা দোলন কান্তি চক্রবর্তী কাছে মনোনয়নপত্র জমা দেয়।

আমদহ ইউনিয়নের স্বতন্ত্র চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ আনারুল ইসলামের মনোনয়নপত্র জমা দেওয়ার সময় উপস্থিত ছিলেন আশরাফপুর ৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মনোরুদ্দিন ও সাধারণ সম্পাদক আজিম মন্ডল, আশরাফপুর ৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ঝন্টু হালসোনা ও সাধারণ সম্পাদক জিয়া, ইসলামপুর ও সাহেবপুর ৮ নাম্বার ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, জেলা ছাত্রলীগের সাবেক আইন বিষয়ক সম্পাদক টিটু খান, জেলা ছাত্রলীগের সাবেক ধর্ম বিষয়ক সম্পাদক হাফিজুল ইসলাম, টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের সাবেক সাংগঠনিক সম্পাদক নাহিদ সহ বিভিন্ন নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।




কুষ্টিয়ায় কাজী আরেফসহ জাসদের ৫ নেতা হত্যা দিবসে স্মরণ সভা

কাজী আরেফ আহমেদ সহ পাঁচ জাসদ নেতার ২৪তম হত্যা দিবস উপলক্ষে কুষ্টিয়া জেলা শিল্পকলা একাডেমিতে গতকাল শনিবার সকাল ১১ টায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভাপতিত্ব করেন কুষ্টিয়া সমিল্লিত সামাজিক আন্দোলনের সভাপতি বীর মুক্তিযুদ্ধা নজরুল ইসলাম। প্রধান অতিথি হিসে সম্মিলিত সামাজিক আন্দোলনের কেন্দ্রীয় নির্বাহী সভাপতি অধ্যাপক রোবায়েত ফেরদৌস। বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট গবেষক ও লেখক এ্যাডঃ লালিম হক ও সালেহ আহমেদ।

বক্তব্য রাখেন কুষ্টিয়া জেলা জাসদের সভাপতি আলহাজ্ব গোলাম মহসিন, জাসদ কেন্দ্রীয় কমিটির সদস্য জাহিদ আলম,কেন্দ্রীয় কমিটির সদস্য মিরপুর উপজেলা জাসদের সাধারণ সম্পাদক জননেতা আহাম্মদ আলী, অধ্যাপক জাহাঙ্গীর আলম সবুজ, হাসিবুর রশিদ তামিম, কমরেড হাফিজ সরকার, অধ্যাপক গোপা সরকার, খলিলুর রহমান মজু,শহীদ লোকমান হোসেনের সন্তান এ্যাডঃ আল মুজাহিদ মিঠু, সাংস্কৃতিক ব্যাক্তি কনক চৌধুরী, কুষ্টিয়া সরকারি মহিলা কলেজের সহকারী অধ্যাপক অজয় মৈত্র,শহীদ এ্যাডঃ ইয়াকুব আলী’র সন্তান জনাব ইউসুফ আলী রুসো,এ্যাডঃ সোহেলী পারভীন ঝুমুর সাধারণ সম্পাদক অরিন সাংস্কৃতিক সংসদ কুষ্টিয়া, শাফি আব্দুল্লাহ রিডিং সার্কেল কুষ্টিয়া,সাংবাদিক হাসান আলী, মিরপুর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান শেখ মোহাম্মদ বাহাদুর, কুষ্টিয়া সদর উপজেলা জাসদের সভাপতি বীর মুক্তিযুদ্ধা আমিরুল ইসলাম মুকলু, কুষ্টিয়া আদর্শ কলেজের সহকারী অধ্যাপক কবি ও লেখক দিলশাদ বেগমসহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক, ছাত্রলীগ, যুবজোট, নারীজোট ও জাসদের সর্বস্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সভা পরিচালনা করেন কুষ্টিয়া জেলা জাসদের নেতা কারশেদ আলম।

নেতৃবৃন্দ জাতীয় নেতা কাজী আরেফ আহমেদ সহ পাঁচ জাসদ নেতা হত্যার সাজাপ্রাপ্ত পলাতক আসামীদের গ্রেপ্তার করে রায় কার্যকর করার দাবি জানান,একই সাথে সামপ্রদায়িক স্বাধীনতা বিরোধী অপশক্তি,দুর্নীতি দখলবাজদের মোকাবিলা করে – মুক্তিযুদ্ধের চেতনায় সমাজ বিনির্মানে কার্যকরী পদক্ষেপ গ্রহণ করতে হবে। সম্মিলিত সামাজিক আন্দোলন সারাদেশে কাজী আরেফ আহমেদের স্বপ্ন বুকে ধারন করেই সামাজিক সন্ত্রাসী রাজাকারদের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম গড়ে তুলবে।