দামুড়হুদায় প্রবাসীর স্ত্রীর গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা

দামুড়হুদায় তিন সন্তানের জননী প্রবাসীর স্ত্রী ঘরের আড়ার সাথে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। গতকাল বৃহস্পতিবার বিকাল সাড়ে ৫টার দিকে নিজ বাড়িতে পাটের রশি দিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন। তিনি দামুড়হুদা উপজেলার সদরের পুড়াপাড়া গ্রামের ইলিয়াস হোসেন (বর্তমানে বিদেশে থাকেন) এর স্ত্রী নেহারুন খাতুন (৪৫)।

পুলিশ ও স্থানীয় সুত্রে জানাগেছে উপজেলার পুড়াপাড়া গ্রামে তিন সন্তানের জননী প্রবাসী ইলিয়াস হোসেন এর স্ত্রী নেহারুন খাতুন কে গতকাল বিকাল পাঁচটা দিকে নেহারুন খাতুনের বড় ছেলে মশিউর রহমান (২৪) বাড়িতে এসে মা’কে খোঁজ করলে কোথাও দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। না পেয়ে দরজা বন্ধ দেখতে পায়। দরজা বন্ধ দেখতে পেয়ে স্থানীয় লোকজনের সহায়তায় দরজা ভেঙে ঘরের ভিতর ঢুকে গলায় পাটের রশি দিয়ে ঝুলতে দেখতে পায়। পরে রশি কেটে তাকে নিচে নামিয়ে মৃত অবস্থায় দেখতে পান।

ঘটনা জানতে পেরে দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ ওসি ফেরদৌস ওয়াহিদ ঘটনাস্থল পরিদর্শন করেন এবং স্বামী ইলিয়াস হোসেন এর সাথে মোবাইল ফোনে কথা বলেন।

বড় ছেলে মশিউর রহমান সহ নিকট আত্মীয়-স্বজন এবং স্থানীয় লোকজনের নিকট থেকে জানা যায়, নেহারুন খাতুনের পূর্ব থেকে উপর দৃষ্টি ভাব ছিল। যাহার কারণে তিনি মাঝে মধ্যেই এলোমেলো কথাবার্তা বলতেন। এই কারণেই তিনি আত্মহত্যা করতে পারেন মর্মে জানা যায়।

এবিষয়ে দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ ওসি ফেরদৌস ওয়াহিদ বলেন কারো কোন অভিযোগ না থাকায় লাশ ময়নাতদন্ত ছাড়াই নিহতের পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।




মেহেরপুর জেলা জাসাসের আহবায়ক অশেষের পিতার ইন্তেকাল

মেহেরপুর পৌরসভার ৩ নম্বর ওয়ার্ড তাঁতীপাড়া নিবাসী উজুলপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সাবেক শিক্ষক মোঃ মোশারেফ হোসেন (৭৬) হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন।

গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় ঢাকা জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন ( ইন্না লিল্লাহি ওয়া ইন্না লিল্লাহি রাজিউন) ।

তিনি ছহিউদ্দিন ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক জেলা জাসাসের আহবায়ক মো. মাহফুজুর রহমান অশেষের পিতা।

মরহুমের পারিবারিক সূত্রে জানা গেছে, আজ শুক্রবার সকাল ১০টার সময় মেহেরপুর শেখপাড়া ঈদগাহ ময়দানে জানাযা অনুষ্ঠিত হবে।




দর্শনায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

দর্শনায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি মূলক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বেলা ১১ টার দিকে দর্শনা পৌর ভবনের সম্মেলন কক্ষে এ প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়।

দর্শনা পৌরসভা কর্তৃক আয়োজিত এ প্রস্তুতিমূলক সভায় দর্শনা পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র রবিউল হক সুমনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে দিকনির্দেশনা মূলক আলোচনা করেন, চুয়াডাঙ্গা জেলা পরিষদের চেয়ারম্যান ও দামুড়হুদা উপজেলা আওয়ামীলীগের সভাপতি মাহফুজুর রহমান মনজু।

বিশেষ অতিথি ছিলেন দর্শনা পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা রুস্তম আলী, দর্শনা সরকারি কলেজের অবসরপ্রাপ্ত ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোশারফ হোসেন।

এছাড়াও উপস্থিত ছিলেন দর্শনা পৌর সভার ৯টি ওয়ার্ডের কাউন্সিলর ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর এবং কর্মচারী, দর্শনা পৌরসভাধীন সকল শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক সহ অন্যান্য সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান সমূহের প্রতিনিধিবূন্দ।




মেহেরপুরে মেহেগুনি বাগান প্রিমিয়ার লিগে ইলেভেন চ্যালেঞ্জার চ্যাম্পিয়ন

মেহেরপুরে ১নং ওয়ার্ড ঘোষপাড়া সালাত কায়েম পরিষদের আয়োজনে মেহেগুনি বাগান প্রিমিয়ার লিগ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার বিকেলে পুরস্কার বিতরণের মধ্য দিয়ে এ মেহেগুনি বাগান প্রিমিয়ার লিগ টুর্নামেন্ট শেষ হয়।

টিম নাইরা টসে জিতে ব্যাটিংয়ে গিয়ে ১০ ওভারে ৫ উইকেট হারিয়ে ৮১ রান সংগ্রহ করে। জবাবে ইলেভেন চ্যালেঞ্জার ৮ ওভার ৩ বলে ৮২ রান সংগ্রহ করে চাম্পিয়ন খেতাব অর্জন করে।

টুণামেন্ট সেরা হন ইলেভেন চ্যালেঞ্জারের নাহিদ সেখ,টুণামেন্ট সেরা ব্যাটসম্যান হন ইলেভেন চ্যালেঞ্জারের মিলন সেখ। খেলা শেষে বিজয়ী ও বিজিতদের মধ্যে ট্রফি বিতরণ করেন ১নং ওর্য়াড কাউন্সিলর মীর জাহাঙ্গীর।

এছাড়া উপস্থিত ছিলেন ঘোষ পাড়া জামে মসজিদের পেশ ইমাম তরিকুল ইসলাম, জাহাঙ্গীর হার্ডওয়ারের স্বত্বাধিকারী জাহাঙ্গীর হোসেনসহ এলাকাবাসীরা উপস্থিত ছিলেন।

টুর্নামেন্টে মোট চারটি টিম নিয়ে খেলা শুরু হয় টিমগুলো হলো ইলেভেন চ্যালেঞ্জার, টিম নাইরা, ইলেভেন ওয়ারিয়ার্স, ইলেভেন সুপার কিং




দর্শনা সীমান্তে ভৃষির বস্তার ভিতর থেকে ১০টি স্বর্নের বার উদ্ধার

দর্শনা সীমান্তে চোরাচালান বিরোধী অভিযান চালিয়ে ৩ কেজি ১৬৩গ্রাম ওজনের ১০ টি স্বর্নের বার উদ্ধার করেছে চুয়াডাঙ্গা-৬ বিজিবি।

বিজিবি জানায়,  বৃহস্পতিবার দুপুর ৩ টার দিকে চুয়াডাঙ্গা-৬ বিজিবি’র অধিনায়ক লেঃ কর্ণেল সাঈদ মোহাম্মদ জাহিদুর রহমানের নেতৃত্বে চোরাচালান বিরোধী অভিযান চালায় চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার পারকৃষ্ণপুর-মদনা ইউনিয়নের ঝাঝাডাঙ্গা গ্রামে।

এসময় ৬ বিজিবির সুলতানপুর ক্যাম্পের টহলদল নায়েক দিদার বাদশা সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালায় সীমান্তের পিলার ৭৮/৬-আর হতে আনুমানিক ৩শ গজ বাংলাদেশের অভ্যন্তরে ঝাঝাডাঙ্গা গ্রামের চার রাস্তার মোড়ে পাকা রাস্তার উপর। উক্ত এলাকা দিয়ে ১টি ব্যাটারীচালিত ভ্যান নাস্তিপুর সীমান্ত এলাকার দিকে যেতে দেখলে বিজিবি সশস্ত্র টহলদল উক্ত ব্যাটারী চালিত ভ্যানটির গতিরোধ করে।

এসময় বিজিবির উপস্থিতি টেরপেয়ে ভ্যানে অবস্থানরত এক চোরাচালানী পাখিভ্যান থেকে দৌড়ে পালিয়ে যায়। পরে বিজিবি পাখিভ্যানের উপর থেকে একটি গমের ভূষির বস্তা জব্দ করে তাতে তল্লাশী করে তার মধ্য থেকে ছোট বড় ১০ টি স্বর্নের বার উদ্ধার করে। টহলদল তাদেরকে জিজ্ঞাসা করলে তারা পলাতক ব্যক্তিকে চিনে না বলে জানায় এলাকাবাসী।

এ ব্যাপারে নায়েক দিদার বাদশা বাদী হয়ে দর্শনা থানায় মামলা করেছে। আটককৃত স্বর্ণের বারগুলি চুয়াডাঙ্গা ট্রেজারী অফিসে জমা দিয়েছে।




দর্শনায় চেক জালিয়াতি মামলার সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার

দর্শনা থেকে চেক জালিয়াতি মামলার সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত পলাতক আসামীকে গ্রেফতার করেছে ঝিনাইদহ র‌্যাব ৬।

জানাগেছে  বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে র‌্যাব-৬ (ঝিনাইদহ ক্যাম্প) এর একটি চৌকস আভিযানিক দল গোপন সংবাদের মাধ্যমে সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালায় দর্শনা রেলবাজারে।

এ সময় র‌্যাব সিরাজগঞ্জ জেলার পরিচালক বিন্দু ফ্লাওয়ার মিলস লিঃ সারঘাট এলকার আঃ সাত্তারের ছেলে প্রতারনা মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামী জুয়েল (৪৮) কে গ্রেফতার করে।

র‌্যাব জানায় সিরাজগঞ্জের সদর থানার সিআর মামলার ১৩৪৩/১৪, দায়রা ০৭/১৬ এর ১৮৮১ সালের এনআই এ্যাক্ট এর ১৩৮ ধারার সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত আসামী। গতকালই গ্রেফতারকৃত জুয়েলকে সিরাজগঞ্জ জেলার সদর থানায় হস্তান্তর করেছে।




ডিপ্লোমা পাসে নিয়োগ দেবে আরডিআরএস

জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আরডিআরএস বাংলাদেশ। প্রতিষ্ঠানটিতে সহকারী কৃষি কর্মকর্তা পদে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী যোগ্য প্রাথীরা আবেদন করতে পারবেন।

পদের নাম

সহকারী কৃষি কর্মকর্তা ।

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা

প্রার্থীকে কৃষি বিষয়ে ডিপ্লোমা ধারী হতে হবে। বয়স সর্বোচ্চ ৩৫ বছর। অধিক অভিজ্ঞতাসম্পন্নদের অগ্রাধিকার দেওয়া হবে। কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে। অধিকতর যোগ্যতা সম্পন্ন প্রার্থীদের ক্ষেত্রে বয়স শিথিলযোগ্য।

কর্মস্থল

বাংলাদেশের যেকোনো স্থানে।

বেতন

মাসিক ২২,০০০/- টাকা

আবেদনের প্রক্রিয়া

আগ্রহী যোগ্য প্রাথীরা বিডিজবস অনলাইনে আবেদন করতে পারবেন।

আবেদনের শেষ তারিখ

২৬ মার্চ, ২০২৩।

সূত্র : বিডিজবস।




ঝিনাইদহে মাহে রমজান উপলক্ষে আড়াই’শ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ

পবিত্র মাহে রহমান উপলক্ষে ঝিনাইদহে আড়াই’শ এতিম, বিধবা ও দুস্থ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে শহরের আরাপপুর উকিলপাড়ায় ফোরাম ৮৬ ইউএসএ’র অর্থায়নে ‘এলাইভ’ নামের একটি বেসরকারি উন্নয়ন সংস্থার পক্ষ থেকে এ খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।

এলাইভ’র প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মেহেদি মাসুদের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আরিফুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টু, দৈনিক সকালের সময় পত্রিকার নির্বাহী সম্পাদক রবিউল ইসলাম, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সাবেক প্রচার সম্পাদক মঞ্জুর পারভেজ তুষারসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

সেসময় শহরের বিভিন্ন এলাকার আড়াই’র পরিবারের মাঝে ২৫ কেজি চাউল, ১ লিটার তেলসহ ডাউল, বেশন, চিনি, খেজুর ও মুড়ি বিতরণ করা হয়। দ্রব্যমুল্যের উর্দ্ধগতির বাজারে এ সহযোগিতা পেয়ে খুশি হতদরিদ্র মানুষগুলো।




ঝিনাইদহে ৩ হাজার ৪’শ কৃষকের মাঝে বিনামুল্যে সার ও বীজ বিতরণ

ঝিনাইদহে ৩ হাজার ৪’শ ৫০ জন কৃষকের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার সকালে সদর উপজেলা পরিষদ চত্বরে কৃষি বিভাগের পক্ষ থেকে এ সার-বীজ বিতরণ করা হয়।

সেসময় জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক আজগর আলী, জেলা প্রশিক্ষণ অফিসার বিজয় কৃষ্ণ হালদার, সদর উপজেলা কৃষি কর্মকর্তা জাহিদুল করিম, ভাইস চেয়ারম্যান রাশিদুর রহমান রাসেল, মহিলা ভাইস চেয়ারম্যান আরতী দত্তসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

কৃষি বিভাগের কর্মকর্তারা জানায়, ২০২২-২৩ অর্থ বছরে খরিপ-১ মৌসুমে আউশ ও পাটের আবাদ বৃদ্ধির লক্ষ্যে সরকারের প্রণোদনা কর্মসূচীর আওতায় সদর উপজেলার বিভিন্ন গ্রামের ১৩’শ ৫০ জন কৃষকের প্রত্যেককে ৫ কেজি ধানের বীজ ও ২০ কেজি রাসায়নিক সার এবং ২১’শ কৃষককের প্রত্যেককে ১ কেজি পাট বীজ দেওয়া হয়।




সালমানকে হত্যার হুমকি, তদন্তে নতুন মোড়

সালমান খানকে যে ইমেইলের মাধ্যমে হত্যার হুমকি দেওয়া হয়েছে সেই ইমেইল অ্যাকাউন্ট খুলতে ব্যবহার করা হয়েছে যুক্তরাজ্যের একটি মোবাইল নাম্বার। পুলিশি তদন্তে এমন তথ্য উঠে এসেছে। খবর টাইমস অব ইন্ডিয়ার।

শনিবার হুমকির সঙ্গে সঙ্গে সালমানের ব্যবস্থাপক প্রশান্ত গুঞ্জালকর মুম্বাইয়ের বান্দ্রা পুলিশ স্টেশনে অভিযোগ করেছেন। এ মামলায় বান্দ্রা পুলিশ আইপিসির ধারা ৫০৬ (২), ১২০ (বি), এবং ৩৪ অনুযায়ী গ্যাংস্টার লরেন্স বিষ্ণোই, গোল্ডি বরাড়, আর রোহিত বরাডের বিরুদ্ধে মামলা করেছে। আপাতত সালমান খানের বাড়ির চারপাশ নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে মুম্বাই পুলিশের পক্ষ থেকে।

এর আগে এ ঘটনার পর গ্রেফতার করা হয়েছে লরেন্স বিষ্ণোই এবং গোল্ডি ব্রারকে। আপাতত তিহার জেলে রয়েছেন তারা। অভিনেতাকে হুমকির সুরে লরেন্স বলেছিলেন, বিষ্ণোই সম্প্রদায়ের কাছে ক্ষমা চাইতে হবে অভিনেতাকে। তাদের গ্রামের মন্দিরে গিয়ে ক্ষমা চেয়ে আসতে হবে। না হলে খুন করা হবে তাকে।

সালমানকে এখন Y+ ক্যাটাগরির সুরক্ষা দেওয়া হয়েছে। গত নভেম্বরে তার ভাই সোহেল খান এবং তার ব্যক্তিগত সিকিউরিটি গার্ড এসে ভেন্যু পর্যবেক্ষণ করে গেছেন; যাতে অভিনেতার নিরাপত্তা নিয়ে কোনো প্রশ্ন না ওঠে।

এদিকে সালমান খানের কলকাতার শো স্থগিত হয়ে গেল অনির্দিষ্টকালের জন্য। তবে বাতিল হয়নি। এমনই খবর প্রকাশ্যে এলো অর্গানাইজারদের তরফে। তাদের তরফে জানানো হয় নিরাপত্তার কথা ভেবে এই শো স্থগিত করা হয়েছে। মে থেকে জুনের মধ্যে কোনো এক সময়ে এ শো অনুষ্ঠিত হবে। এই শোতে কেবল সালমান নন, বলিউডের একাধিক তাবড় তাবড় অভিনেতার আসার কথা ছিল। এদের মধ্যে আছেন সোনাক্ষী সিনহা, জ্যাকুলিন ফার্নান্দেজ, প্রভু দেবা, আয়ুষ শর্মা প্রমুখ।

সূত্র: যুগান্তর