আগামীকাল আসছেন ‘হেডমাস্টার’ হাথুরু

অনেক জল্পনা-কল্পনা চন্ডিকা হাথুরুসিংহকে দ্বিতীয় মেয়াদে বাংলাদেশ দলের প্রধান কোচ হিসেবে দায়িত্ব দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দুই বছরের চুক্তিতে টাইগারদের দায়িত্ব নিতে সোমবার (২০ ফেব্রুয়ারি) ঢাকায় আসছেন শ্রীলঙ্কান এই কোচ।

আসন্ন ইংল্যান্ড সিরিজ দিয়ে শুরু হচ্ছে হাথুরুর দ্বিতীয় অধ্যায়। তার আগে সোমবার দিবাগত রাত ১০টা ৪০ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবনদরে পৌঁছানোর কথা রয়েছে তার।

এর আগে ২০১৪ থেকে ২০১৭ পর্যন্ত টাইগারদের প্রধান কোচের দায়িত্ব পালন করেছেন হাথুরুসিংহে। তার আমলে মাঠের ক্রিকেটে সাফল্য আসলেও সিনিয়র ক্রিকেটারদের সঙ্গে দ্বন্দ্বসহ মাঠের বাইরে জন্ম দিয়েছিলেন অনেক সমালোচনার। ক্রিকেটারদের কাছেও হাথুরু ছিলেন কড়া ‘হেডমাস্টার’।

এবার রাসেল ডোমিঙ্গো পদত্যাগ করার পর থেকেই জাতীয় দলের জন্য নতুন কোচ খুজতে গিয়ে ফের সেই হাথুরুসিংহের শরণাপন্নই হলো বিসিবি।

ঢাকায় পা রেখেই ইংল্যান্ড সিরিজের দল নিয়ে প্রস্তুতি শুরু করতে হবে হাথুরুসিংহকে। ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে আর তিন ম্যাচের টি-টোয়েন্টি সিইরজ সামনে রেখে ২২ ফেব্রুয়ারি থেকেই জাতীয় দলের ক্যাম্প শুরু করার কথাও রয়েছে।

সূত্র: ইত্তেফাক




গাংনীতে জমি সংক্রান্ত জেরে প্রতিপক্ষের হামলায় আহত-৪

মেহেরপুরের গাংনীতে জমি জায়গা সংক্রান্তের জেরে একই পরিবারের চার জন আহত হয়েছে।  আজ রবিবার (১৯ ফেব্রুয়ারি) সকাল ৬ টার দিকে উপজেলা ছাতিয়ান গ্রামের ব্রিকফিল্ড পাড়ায় এ ঘটনা ঘটে।

আহতরা হলো,ছাতিয়ান গ্রামের ব্রিকফিল্ড পাড়ার মৃত পারো মালিথার ছেলে ইয়াজ উদ্দীন(৬০),তার স্ত্রী ময়না খাতুন(৫৫), তার মেয়ে জোসন খাতুন(২৭) ও আবুল কাশের স্ত্রী রঙ্গীলা খাতুন(৬৫)।

আহত ইয়াজ উদ্দিন জানান, ১৯৯৮ মৃত আজিমার উদ্দিনের ছেলে জহিরুদ্দিনের কাছ থেকে ৪ শতক জমির মধ্যে,আমরা ৩ শতক জমি ক্রয় করি ও আমার নিকট আত্মীয় মিনারুল ইসলামরা ১ শতক জমি ক্রয় করে। কয়েক বছর ধরে আমার ওই জমির গাছ-গাছালি তারা কেটে নিচ্ছিল এজন্য আমি থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছিলাম। এখানে আমি কোন বিচার না পেয়ে আবার স্থানীয় কুমারীডাঙ্গা ক্যাম্পে একটি অভিযোগ দায়ের করলে কাল শনিবার (১৮ ফেব্রুয়ারি) বিকেলে উভয় পক্ষের লোকজন নিয়ে বসে মীমাংসা চেষ্টা করি কিন্তু তাতেও ব্যর্থ হই। আজকে সকালে আমার জমির উপরে তারা ৫ তলা বাড়ি ফাউন্ডেশন নির্মাণের জন্য কাজ শুরু করে।

এতে আমরা নিষেধ করলে আমাদের ক্ষিপ্ত হয়ে একই এলাকার দিদার বাক্সের ছেলে আনারুল(৬৫),আনারুলের স্ত্রী সফেনা(৫৫),তার ছেলে মিনারুল(৪০) মিনারুলের ছেলে সজল(২২) ও তার মেয়ে প্রেমা(১৮),তালেপের মেয়ে ছুম্মা(৩৫)।

মিনারুল পরিবারের লোকজন পলাতক থাকা,তার মুঠোফোনে একাধিকবার ফোন দিয়েও ফোন রিসিভ না করাই তার সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি।

মটমুড়া ইউনিয়ানের ৮নং এর ইউপি মেম্বার হাফিজুর জানান, জমি জায়গার সংক্রান্ত জেরে সকালে মারামারি হয়েছে শুনেছি। ইয়াজ উদ্দিন অসচ্ছল ব্যক্তি হওয়ায় তার ওপর প্রায় এভাবে হামলা চালায় মিনারুলের লোকজন। যেন এই অসহায়টি আইনের সেবা পায় সেই আশা ব্যক্ত করেন তিনি।

গাংনী থানার ডিউটি অফিসার আবুল কালাম আজাদ জানান, এখন পর্যন্ত এ বিষয়ে আমাদের কাছে কোন তথ্য নেই।




দামুড়হুদায় কলেজ ছাত্রীকে অপহরণ থানায় এজাহার দায়ের

দামুড়হুদা উপজেলার কুশাঘাটা গ্রামের নজরুল ইসলামের মেয়ে আব্দুল ওদুদ শাহ ডিগ্রি কলেজের একাদশ শ্রেনীর ১ম বর্ষের ছাত্রী যুথি খাতুনকে অপহরনের অভিযোগ। একই উপজেলার দামুড়হুদা সদর ইউনিয়নের উজিরপুর দীঘির পাড়া গ্রামের আব্দুল আজিজ এর বখাটে ছেলে বাবু আলী। কলেজে যাওয়ার পথে বিভিন্ন সময় উত্যক্ত সহ- প্রেম নিবেদন করে।

কলেজ ছাত্রী যুথি খাতুন তার প্রস্তাব প্রত্যাখান করায় ক্ষিপ্ত হয়ে বাবু (২২) তাকে অপহরনের হুমকি দেয়। কলেজ ছাত্রীর বাবা নজরুল ইসলাম বিষয়টি বাবু আলীর পরিবারের কাছে বিচার দিলে আরো বেপরোয়া হয়ে যায় বাবু, পরবর্তিতে ১৪ ফেব্রুয়ারি মঙ্গলবার আনুমানিক রাত ৯ টার দিকে বাড়ির পাশ থেকে অপহরন করে নিয়ে যায়।

এ ঘটনায় কলেজ ছাত্রীর বাবা বাদি হয়ে দামুড়হুদার মডেল থানায় বাবু আলীকে প্রধান আসামি সারজেত আলী সহ- ৪/৫ জনের নাম উল্লেখ করে আসামি করে একটি অপহরনের এজাহার দায়ের করেছে।

এজাহারে বলা হয়, ১৪ই ফেব্রুয়ারি আনুমানিক রাত ৯ টার দিকে প্রকৃতির ডাকে নিজ বাড়িতে রাস্তা সংলগ্ন পায়খানার নিকট পৌছাইলে পূর্বে থেকে ওৎ পেতে থাকা বাবু আলী তার ভাড়াটে বাহিনী নিয়ে অস্ত্রের মুখে জিম্মি করে ইচ্ছার বিরুদ্ধে জোর পৃর্বক অপহারন করে ইজি বাইক গাড়ীতে উঠাইয়া নিয়ে যায়। এসময় আমার মেয়ের আত্নচিৎকার শুনিয়া আমি ঘটনাস্থলে পৌছানোর পূর্বেই বাবু আলী আমার মেয়েকে উক্ত ইজি বাইক যোগে দ্রুত চলিয়া যায়।

এ বিষয়ে দামুড়হুদার মড়েল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস ওয়াহিদ বলেন, একটি অভিযোগ পাওয়া গেছে। তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।




দামুড়হুদার জুড়ানপুরে ভাষা দিবস ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন

দামুড়হুদার উপজেলার বিষ্ণুপুরে ১৬ টি দলের অংশগ্রহণে ভাষা দিবস ক্রিকেট টুর্নামেন্ট-২০২৩ উদ্বোধন করা হয়েছে। শনিবার বিকাল ৩টায় বিষ্ণুপুর ফুটবল মাঠে,বিষ্ণুপুর ক্রিকেট দলের আয়োজনে উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে বিষ্ণুপুর ২নং ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি মতিয়ার রহমান মন্টুর সভাপতিত্বে, চুয়াডাঙ্গা জেলা জর্জ কোর্টের পাবলিক প্রসিকিউটর(পিপি) এ্যাডভোকেট রফিকুল আলম রান্টু খেলার উদ্বোধন করেন।
এসময় উপস্থিত ছিলেন,দামুড়হুদা উপজেলা আওয়ামীলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মান্নান, দামুড়হুদা উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক সাইদুর রহমান সন্টু মাস্টার, প্যানেল চেয়ারম্যান ও ২নং ওয়ার্ড ইউপি সদস্য আল মাহমুদ আসলাম, ২নং ওয়ার্ড আওয়ামীলীগ সাধারণ সম্পাদক গোলাম ছারোয়ার নান্নু, সাবেক সাধারণ সম্পাদক ইদ্রিস আলী, যুবলীগ নেতা শেখ শাখাওয়াত হোসেন। খেলায় সার্বিক সহযোগিতায় সাদা, শাফিন, সোহেল, সুজন, বিপুল, শিপন, জুয়েল, আবু সাইদ রতন, বিপুল, আকাশ, তুসার, ইকবাল, সজিব, সাজিদ, আক্তার।

অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন বঙ্গবন্ধু ছাত্র পরিষদ দামুড়হুদা উপজেলার সাধারণ সম্পাদক সারাফায়েত হোসেন বাবু।

উদ্বোধনী ম্যাচে মেহেরপুরের রাজনগর ও শিবপুর একাদশ অংশগ্রহণ করে। টসে জিতে শিবপুর একাদশ ব্যাটিং করার সিদ্ধান্ত নেয়,শিবপুর একাদশের রনির ঝড়ো অর্ধশতকে নির্ধারিত ১৪ ওভার শেষে ৮ উইকেট হারিয়ে ১২৩ রান সংগ্রহ করে। ১২৪ রানের লক্ষ্য নিয়ে রাজনগর একাদশ সবকয়টি উইকেট হারিয়ে ১২১রান সংগ্রহ করে ফলে শিবপুর একাদশ ৩ রানে জয়লাভ করে। ম্যান অফ দ্যা ম্যাচ নির্বাচিত হন শিবপুর একাদশের রনি। প্রিন্স ট্রেডার্সের পক্ষ থেকে তাকে ম্যান অফ দ্যা ম্যাচ ও মঞ্জুরুলের সৌজন্যে সেরা সিক্সার পুরুষ্কার দেয়া হয়। ম্যাচে আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করেন মশিউর রহমান তুষার ও মিলন হোসেন ও শিপন আলী। ধারাভাষ্য প্রদান করেন শেখ সাদায়েত ও জিয়া হায়দার।




দামুড়হুদায় রপ্তানীযোগ্য আম উৎপাদন বিষয়ক সেমিনারে অতিরিক্ত সচিব রবীন্দ্রশ্রী বড়ুয়া

চুয়াডাঙ্গার দামুড়হুদায় বিষমুক্ত রপ্তানীযোগ্য নিরাপদ আম উৎপাদনের লক্ষে আম ব্যবসায়ীদের সাথে সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সেমিনারে চুয়াডাঙ্গা, মেহেরপুর, সাতক্ষীরাসহ বেশ কয়েকটি জেলার আম ব্যবসায়ীসহ কৃষি কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।

শনিবার বেলা ১১ টার দিকে উপজেলার ইব্রাহিমপুরস্থ মেহেরুন্নেসা পার্কে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ি ঢাকার আয়োজনে দামুড়হুদা উপজেলা কৃষি অফিসের সার্বিক সহযোগিতায় অনুষ্ঠিত সেমিনারে সভাপতিত্ব করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক বাদল চন্দ্র বিশ্বাস।

প্রধান অতিথি ছিলেন কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (সম্প্রসারণ অনুবিভাগ) রবীন্দ্রশ্রী বড়ুয়া তিনি বলেন, আমাদের দেশের আমের কোয়ালিটি ভাল। তিনি আম ব্যবসায়ীদের প্রতি আহবান জানিয়ে বলেন, আপনারা আরও একটু যত্নবান হয়ে রফতানিযোগ্য নিরাপদ আম উৎপাদন করবেন। দেখবেন বাংলাদেশের আম অচিরেই বিশ্ব বাজার দখল করে নিয়েছে।

দামুড়হুদা উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো: মনিরুজ্জামানের সঞ্চালনায় সেমিনারে প্রধান বক্তা ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সাবেক মহাপরিচালক কৃষিবিদ ড. হামিদুর রহমান। বিশেষ অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পরিচালক (সরেজমিন উইং) তাজুল ইসলাম পাটোয়ারী। শুভেচ্ছা বক্তব্য রাখেন রফতানিযোগ্য আম উৎপাদন প্রকল্পের প্রকল্প পরিচালক মোহাম্মদ আরিফুর রহমান।

বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মূখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা বাবুল কুমার সরকার, যশোর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক আবু হোসেন, গাজীপুর আম উৎপাদন প্রকল্পের উর্দ্ধতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো: শরফ উদ্দীন, চুয়াডাঙ্গা জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক বিভাস চন্দ্র সাহা।

উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক (শষ্য) তালহা জুবায়ের মাশরুর, দর্শনা উদ্ভিদ সংগনিরোধ কেন্দ্রের অতিরিক্ত উপপরিচালক রফিকুল ইসলাম, যশোর টেকসই কৃষি উন্নয়ন প্রকল্পের মনিটরিং অফিসার মাসুম আব্দুল্লাহ, মেহেরপুর সদর উপজেলা কৃষি অফিসার আলমগীর হোসেন, দামুড়হুদা উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা অভিজিত কুমার বিশ্বাস।

আম চাষিদের মধ্যে বক্তব্য রাখেন আম উৎপাদনকারী কৃষক মোহাম্মদ সফি মল্লিক, দামুড়হুদা উপজেলা আম ব্যবসায়ী সমিতির সভাপতি হাজি মোহা: ফারুক সিদ্দিকী ও সাধারণ সম্পাদক আসলাম উদ্দিন।

সার্বিক সহযোগিতায় ছিলেন দামুড়হুদা উপজেলা কৃষি অফিসের উপসহকারী কৃষি কর্মকর্তা জালাল উদ্দীন, সোহরাব হোসেন, মামুন অর রশিদ, সাইফুল ইসলাম, মেহেদী হাসান, সাইদুর রহমান, লিপ্টন বাদশা, নাজনিন সুলতানা, আজহারুল ইসলাম, বজলুর রহমান প্রমূখ।




আমদহ আ. লীগের মনোনীত প্রার্থী রওশন আলী টোকনের শোভাযাত্রা

আমদহ আওয়ামী লীগের মনোনীত প্রার্থী রওশন আলী টোকনের শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। গতকাল শনিবার বিকেলে আমদহ ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড প্রদক্ষিণ করেন।

শোভাযাত্রায় উপস্থিত ছিলেন আমদহ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট কাজী শহিদুল হক, জেলা আওয়ামী লীগের উপর দপ্তর সম্পাদক গোলাম কিবরিয়া, জেলা আওয়ামী লীগের সাবেক উপদেষ্টা ও আমদহ ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি রুস্তম আলী, জেলা তাঁতী লীগের সভাপতি নূর ইসলাম সুবাদ, আমদহ ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আতিয়ার রহমান হীরা, মেহেরপুর সদর থানা ছাত্রলীগের সভাপতি বাইজিদ, আমদহ ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক হাসিবুর রহমান রিন্টু, আমদহ ইউনিয়ন যুবলীগের সভাপতি বাইজিদ আহমেদ সুইট, আমদহ ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আব্দুল হান্নান, আমদহ ৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি শওকত আলী, আমদহ ৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোঃ মনিরুল ইসলাম ও সাধারণ সম্পাদক শাহিন আলম সহ ছাত্রলীগ, যুবলীগ এবং আওয়ামী লীগের বিভিন্ন নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এ সময় ৩ শতাধিক মোটরসাইকেল সহ কয়েকটি মাইক্রো গাড়ি শোভা যাত্রায় অংশ নেয়।




ইনস্টাগ্রামে চালু হচ্ছে চ্যানেলস

সহজে ছবি ও ভিডিও বিনিময়ের পাশাপাশি সেগুলো ২৪ ঘণ্টা পর স্বয়ংক্রিয়ভাবে মুছে যাওয়ায় ব্যবহারকারীদের কাছে খুবই জনপ্রিয় ইনস্টাগ্রাম। নিজেদের এ জনপ্রিয়তা ধরে রাখতে এবার ‘চ্যানেলস’ নামের নতুন চ্যাট সুবিধা চালু করতে যাচ্ছে ছবি ও ভিডিও বিনিময়ের সামাজিক যোগাযোগমাধ্যমটি।

চ্যানেলস সুবিধা চালু হলে কনটেন্ট নির্মাতারা সরাসরি অনুসরণকারীদের কাছে বার্তা, ছবি পাঠানোর পাশাপাশি বিভিন্ন বিষয়ে জরিপও করতে পারবেন। এসব তথ্য অনুসরণকারী ছাড়া অন্য কেউ দেখতে পারবেন না। ফলে ইনস্টাগ্রামের পাবলিক অ্যাকাউন্ট ব্যবহারকারীরাও শুধু অনুসরণকারীদের কাছে বার্তা ও ছবি পাঠাতে পারবেন।

ইনস্টাগ্রামের তথ্যমতে, ভবিষ্যতে চ্যানেলস সুবিধা কাজে লাগিয়ে কনটেন্ট নির্মাতারা অনুসরণকারীদের সঙ্গে সরাসরি প্রশ্নোত্তর অনুষ্ঠানও আয়োজন করতে পারবেন। শুধু তা–ই নয়, একাধিক কনটেন্ট নির্মাতার সঙ্গে ভার্চ্যুয়াল আলোচনার সুযোগও মিলবে।

প্রাথমিকভাবে যুক্তরাষ্ট্রে বসবাসকারী নির্দিষ্ট সংখ্যক কনটেন্ট নির্মাতাদের জন্য পরীক্ষামূলকভাবে চ্যানেলস সুবিধা উন্মুক্ত করা হয়েছে। পর্যায়ক্রমে বিভিন্ন দেশে এ সুবিধা চালু করা হবে।

সূত্র: টেক ক্র্যান্চ




সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার তোফায়েল হাসান রুপক সলিমুল্লাহ এতিমখানার পৃষ্ঠপোষক মনোনিত

দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রার (বিচার) মেহেরপুরের কৃতি সন্তান এসকে এম তোফায়েল হাসান রুপককে সলিমুল্লাহ এতিমখানার পৃষ্ঠপোষক হিসেবে মনোনিত করা হয়েছে।

গতকাল সলিমুল্লাহ এতিমখানার পরিচালনা পরিষদের সভাপতি মেহেরপুরের আরেক ‍কৃতি সন্তান এম এ এস ইমন তাঁর হাতে মনোনয়ন পত্র তুলে দেন।

সম্প্রতি, গত ৮ ফেব্রুয়ারি প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী  সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রার (বিচার) পদে  এসকে এম তোফায়েল হাসান রুপকে নিয়োগ দেন ।




মুজিবনগরে ভ্রাম্যমান আদালতে জরিমানা আদায়

মুজিবনগরে ভ্রাম্যমান আদালতে মটরসাইকেলের চালকের কাছ থেকে জরিমানা আদায় করা হয়েছে। গাড়ির কাগজ, ড্রাইভিং লাইসেন্স এবং হেলমেট না থাকার কারনে এ জরিমানা করা হয়।

আজ শনিবার সকালে মুজিবনগর কমপ্লেক্স গেটে  উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমান আদালতের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট অনিমেষ বিশ্বাস ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।

এ সময় কাগজপত্র না থাকায় ১৫ টি গাড়ির মালিকের কাছ থেকে ৭ হাজার ৪শত ৫০ টাকা জরিমানা আদায় করেন।
এবং মটরসাইকেল চালানোর সময় লাইসেন্স ও হেলমেট সাথে রেখে সাবধানে গাড়ি চালানোর পরামর্শ দেন তিনি।

উপজেলা নির্বাহী অফিসার বলেন, মুজিবনগর কমপ্লেক্সের ভিতরে সারাদেশের পর্যটকরা ঘুরতে আসেন।এখানে আসার পর মহিলা,শিশু হেটে হেটে মুজিবনগর ঘুরে থাকেন। আমরা সম্প্রতি দেখছি কিছু কিছু মটরসাইকেল চালকরা এখানে এসে বেপরোয়া ভাবে গাড়ি চালাচ্ছে,একটি মটরসাইকেল আরেকটির সাথে রেসিং খেলছে। এতে করে ঘুরতে আসা পর্যটকদের বিপদের সম্মুখীন হতে হচ্ছে। এছাড়া যারা আইনশৃঙ্খলা মানছে না, গাড়ির লাইসেন্স, হেলমেট নেই তাদের বিরদ্ধে আমরা কঠোর পদক্ষেপ নিচ্ছি এবং আমরা মোবাইল কোর্ট পরিচালনা করছি। যাতে করে এখানে ঘুরতে আসা পর্যটকদের দূর্ঘটনার স্বীকার না হয়।

সে লক্ষে সড়ক পরিবহন আইন ২০১৮ অনুযায়ী মোবাইল কোর্টের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে।




চিতাবাঘের হামলায় আহত অক্ষয়-টাইগার শ্রফের মেকআপ আর্টিস্ট

অক্ষয় কুমার বর্তমানে টাইগার শ্রফের সঙ্গে ‘বড়ে মিয়া ছোটে মিয়া’ সিনেমার শুটিং সারছেন। এই সিনেমাতে তারা প্রথমবার জুটি বাঁধতে চলেছেন। আর শুটিং সেটেই হানা দিয়ে বসে চিতাবাঘ।

সূত্র থেকে পাওয়া খবর অনুযায়ী, শুটিং শেষ হওয়ার পরে এই ছবির মেকআপ আর্টিস্ট তার এক বন্ধুকে হোটেলের উদেশ্যে নিয়ে যাওয়ার সময় একটি চিতাবাঘ হামলা করে। চিতাবাঘের হামলায় ওই ব্যক্তি গুরুতর আহত হয়ে আপাতত হাসপাতালে ভর্তি।

হাসপাতালের বিছানায় শুয়ে আহত মেকআপ আর্টিস্ট শ্রাবণ বিশ্বকর্মা ভারতীয় একাধিক সংবাদমাধ্যমকে জানান, মোটরসাইকেলে করে আমি আমার এক বন্ধুকে হোটেলে দিতে গিয়েছিলাম। হঠাৎই একটি চিতা বাঘ গায়ে ঝাঁপিয়ে পড়ে। আমি বাইক থেকে পড়ে অজ্ঞান হয়ে যাই। পরে যখন জ্ঞান ফেরে তখন হাসপাতালের বিছানায়।

১৯৯৮ সালে মুক্তি পেয়েছিল ‘বড়ে মিয়া ছোটে মিয়া’। ডেভিড ধাওয়ানের পরিচালনায় সে ছবিতে অভিনয় করেছেন অমিতাভ বচ্চন ও গোবিন্দা। নায়িকা হিসেবে ছিলেন রাবিনা ট্যান্ডন এবং রামিয়া কৃষ্ণণ। নয়ের দশকের সে ছবি ছিল আউট অ্যান্ড আউট কমেডি।

জানা গেছে, নতুন এই ছবি মোটেই পুরনো ছবির রিমেক নয়। ডেভিড ধাওয়ানের পুরনো ছবি থেকেই শুধু নাম ধরা করা হয়েছে। গল্পও একেবারে থাকবে নতুন।

শোনা যাচ্ছে, যেহেতু টাইগার ও অক্ষয় জুটি- তাই পরিচালক আব্বাস অ্যাকশনকেই বেশি গুরুত্ব দেবেন। আগামী বছরের প্রথম দিকেই শুরু হতে পারে এই ছবির শুটিং। তবে অক্ষয় ও টাইগার ছাড়া আর কারা অভিনয় করবেন, তা এখনও ফাঁস করতে চাইছেন না পরিচালক।

সূত্র: ইত্তেফাক