কার্পাসডাঙ্গায় হত্যা মামলায় দুইজনের ১০ বছরের কারাদণ্ড

দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গায় হত্যা মামলার দুই আসামিকে ১০ বছর করে সাজা দেয়া হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে চুয়াডাঙ্গার অতিরিক্ত জেলা ও দায়রা জজ-২ আদালতের বিচাকর মাসুদ আলী আসামিদের উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।

সাজাপ্রাপ্তরা হলেন দামুড়হুদা উপজেলার পিরপুরকুল্লা গ্রামের রজব আলীর ছেলে নজরুল (৪০) ও একই এলাকার আজ্জেল মোড়লের ছেলে ইস্রাফিল (৪৩)।

আদালত সূত্রে জানা যায়, চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার পিরপুরকুল্লা গ্রামে সিমিরখালীর মাঠে ২০১৩ সালের ১৬ নভেম্বর সকাল ৭টার দিকে জমি নিয়ে পূর্ব বিরোধের জেরে একই এলাকার শাহাদৎ মন্ডলের ছেলে স্বার্থক আলীকে পিটিয়ে হত্যা করা হয়। ওই ঘটনার পরদিন স্বার্থক আলীর ছেলে বরকত আলী বাদী হয়ে একই গ্রামের রজব আলীর ছেলে নজরুল, মরহুম আজ্জেল মোড়লের দুই ছেলে ইস্রাফিল ও শহিদুল এবং নজরুলের ছেলে তামিমকে আসামি করে ৩৪১, ৩০২ ও ৩৪ ধারায় দামুড়হুদা মডেল থানায় মামলা দায়ের করেন। ঘটনার পরপরই আসামিরা পালিয়ে থাকলেও ২০১৪ সালের ৩১ মার্চ চুয়াডাঙ্গা আদালতে আত্মসমর্পণ করে।

পরে আসামিরা জামিনে মুক্ত হয়। বাদী পক্ষের ১৭ জন সাক্ষীর সাক্ষগ্রহণ শেষে দীর্ঘ ১০ বছর পর বিজ্ঞ বিচারক এ রায় ঘোষণা করেন। রায়ে আসামি নজরুল ও ইস্রাফিলকে ১০ বছর কারাদণ্ড এবং ১০ হাজার টাকা জরিমানা এবং অপরাধ প্রমাণিত না হওয়ায় মামলার অপর দুই আসামি শহিদুল ও তামিমকে বেকসুর খালাস দেয়া হয়।




চ্যাম্পিয়ন ও রানার্স দলসহ ৫ খেলোয়াড়ের পুরস্কারে সমাপ্ত নবম আসর

ফাইনালের মধ্য দিয়ে বৃহস্পতিবার শেষ হলো বিপিএল নবম আসর। টুর্নামেন্টের ফাইনালে সিলেটকে ৭ উইকেটে হারিয়ে চতুর্থবারের মতো শিরোপা জিতে নেয় কুমিল্লা।

মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বিপিএল নবম আসরের সমাপনী দিন দেওয়া হয়েছে ৩ কোটি ২৮ লাখ টাকার পুরস্কার।

চ্যাম্পিয়ন হিসেবে কুমিল্লা পেয়েছে ২ কোটি টাকা। আর রানার্স আপ হিসেবে সিলেট পেয়েছে ১ কোটি টাকা।

পুরো আসরে দারুণ খেলে প্লেয়ার অব দ্য টুর্নামেন্ট হয়েছেন নাজমুল হোসেন শান্ত। পুরো আসরে ৪ ফিফটিতে ৫১৬ রান করে তিনি পেয়েছেন ১০ লাখ টাকা। আসরের সর্বোচ্চ রান সংগ্রাহকের পুরস্কার ৫ লাখ টাকাও জিতেছেন তিনি।

ফাইনালে ৫২ বলে সাত চার আর ৫টি ছক্কার সাহায্যে ৭৯ রানের অনবদ্য ইনিংস খেলে ফাইনালের সেরা খেলোয়াড়ের পুরস্কার হিসেবে ৫ লাখ টাকা নিজের করে নিয়েছেন জনসন চার্লস।

সর্বোচ্চ উইকেট শিকারি হিসেবে ৫ লাখ টাকা পুরস্কার যৌথভাবে পেয়েছেন চ্যাম্পিয়ন দলের তানভির ইসলাম ও তৃতীয় হওয়া রংপুর রাইডার্সের হাসান মাহমুদ। ১২ ম্যাচে ১৭ উইকেট নিয়েছেন কুমিল্লার বাঁহাতি স্পিনার। হাসান ১৪ ম্যাচে পেয়েছেন সমান উইকেট।

সেরা ফিল্ডারের পুরস্কার জিতেছেন রানার্স-আপ দলের মুশফিকুর রহিম। উইকেটের পেছনে ১৪টি ডিসমিসালের সৌজন্যে ৩ লাখ টাকা পেয়েছেন তিনি।

সূত্র: যুগান্তর




দামুড়হুদা কার্পাসডাঙ্গায় ৩ দিন ব্যাপী কবি নজরুল মেলার উদ্বোধন

দামুড়হুদার কার্পাসডাঙ্গায় ৩দিন ব্যাপী কবি নজরুল মেলা উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকাল ৩ টার দিকে তিন দিন ব্যাপী কবি নজরুল মেলা ২০২৩ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা ০২ আসনের মাননীয় সংসদ সদস্য হাজী আলী আজগর টগর এমপি।

মেলার উদ্বোধন ও আলোচনা পর্বে কার্পাসডাঙ্গা নজরুল স্মৃতি সংসদের সভাপতি অধ্যাপক এম এ গফুরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা ০২ আসনের মাননীয় সংসদ সদস্য হাজী আলী আজগর টগর এমপি,বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন,দামুড়হুদা উপজেলা আ:লীগের সাধারন সম্পাদক হাজী শহিদুল ইসলাম,ছড়াকার কবি আতিক হেলাল,চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদের সভাপতি কবি নাজমুল হেলাল,কার্পাসডাঙ্গা ইউনিয়ন আ:লীগের সভাপতি শাফিকউর রহমান, চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি সরদার আল আমিন,প্রধান আলোচক হিসাবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা সরকারী কলেজের সহযোগী অধ্যাপক মুন্সী আবু সাইফ,দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ ওসি ফেরদৌস ওয়াহিদ,স্বাগত বক্তব্য রাখেন বাঁশরী একটি নজরুল চর্চা কেন্দ্রের সভাপতি ড.ইঞ্জিনিয়ার খালেকুজ্জামান,শুভেচ্ছা বক্তব্য রাখেন কার্পাসডাঙ্গা নজরুল স্মৃতি সংসদের সাধারন সম্পাদক সাইফুল ইসলাম।

এসময় আরো উপস্থিত ছিলেন কার্পাসডাঙ্গা ইউপির সাবেক চেয়ারম্যান খলিলুর রহমান ভুট্ট, কুড়ুলগাছি ইউনিয়ন আ:লীগের সাধারন সম্পাদক সরোয়ার হোসেন, আহম্মাদ মাস্টার, জাহিদুর রহমান মুকুল, মন্টু মেম্বার, রাজ্জাক, নুর মোহাম্মদ ভগু, জালাল, গেগার, শওকত, শহিদ বিশ্বাস, যুবলীগ নেতা মোস্তাফিজ কচি, শরীফ রতন, মেহেদী হাসান মিলন, বখতিয়ার খলজি বকুল, জব্বার খাবলি, হামিদ, নুরুল ইসলাম, আকলিমা খাতুন, আবু বক্কর, আটচালা ঘর মালিক প্রকৃতি বিশ্বাস বকুল, মধু, রঘুনাথ পাল প্রমূখ।




দুষ্টু বাচ্চাদের লিডার মিথিলা

ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা; যিনি মিথিলা নামেই সমধিক পরিচিত। দীর্ঘ ক্যারিয়ারে অনেক চরিত্রে অভিনয় করতে দেখা গেছে তাকে। তার অভিনীত অনেক চরিত্রই হয়েছে জনপ্রিয়। তবে এবার তার প্রথম শিশুতোষ সিনেমায় অভিনয়।

সম্প্রতি শিশুতোষ সিনেমাতে দুষ্টু বাচ্চাদের লিডার নেলী খালা চরিত্রে অভিনয় করেছেন এই অভিনেত্রী। এ বছরই সিনেমাটি মুক্তি পাওয়ার কথা রয়েছে।

এ সিনেমায় অভিনয় আরও করছেন চিত্রনায়ক ইমন। শাহরিয়ার কবিরের লেখা ‘নুলিয়াছড়ির সোনার পাহাড়’ উপন্যাস অবলম্বনে একই নামে নির্মিত হচ্ছে সিনেমাটি। পরিচালনা করছেন লুবনা শারমিন। বর্তমানে এফডিসিতে সিনেমার শেষ ভাগের শুটিং চলছে। দ্রুত কাজ শেষ করে চলতি বছরেই প্রেক্ষাগৃহে সিনেমাটি মুক্তি দিতে চান নির্মাতা।

‘নুলিয়াছড়ির সোনার পাহাড়’ সিনেমায় নেলী খালা চরিত্রে অভিনয় করা প্রসঙ্গে মিথিলা বলেন, সবাই জানে আমি শিশুদের নিয়ে কাজ করি। ব্র্যাক ইন্টারন্যাশনালের আর্লি চাইল্ডহুড ডেভেলপমেন্টের প্রধান হিসেবে রয়েছি। এ বিষয়ে পিএইচডিও করছি। তাই শিশু-কিশোরদের নিয়ে তৈরি এই সিনেমার সঙ্গে যুক্ত হওয়া। আর একটি কারণ আছে, সেটি হলো, সিনেমাটি তৈরি হচ্ছে শাহরিয়ার কবিরের বিখ্যাত উপন্যাস থেকে।

নিজের চরিত্র নিয়ে মিথিলা বলেন, ‘সিনেমাটি মূলত শিশু-কিশোরদের নিয়ে। তারাই এ সিনেমার মূল চরিত্র। নেলী খালা হয়ে আমি তাদের সঙ্গ দিয়েছি। নেলী খালা আসলে দুষ্টু বাচ্চাদের লিডার। অনেক ভার্সেটাইল, একসঙ্গে অনেক ধরনের কাজ করে সে। দৃঢ়প্রতিজ্ঞ একজন মানুষ। ব্যক্তিগতভাবে আমিও দৃঢ়চেতা, মানসিকভাবে শক্তিশালী। সে হিসেবে চরিত্রটা আমার সঙ্গে যায়। পরিচালকও বিশ্বাস করেছেন এ চরিত্রটা আমি ঠিকঠাক করতে পারব।’

উপন্যাসের চরিত্র পর্দায় ফুটিয়ে তোলাটা অনেক চ্যালেঞ্জিং মনে করেন মিথিলা। তবে নিজের সর্বোচ্চ দিয়ে চরিত্রটি ফুটিয়ে তোলার চেষ্টা করছেন বলে জানান তিনি।

সূত্র: যুগান্তর




দর্শনা হটাৎপাড়ায় বিলাতি মদ আটক ২

দর্শনা হটাৎপাড়ায় চুয়াডাঙ্গা জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর মাদক বিরোধী অভিযান চালিয়েছে। এ অভিযানে দর্শনা কেরুজ বিভিন্ন ব্রান্ডের ৭ বোতল বিলাতি মদ সহ দর্শনা হটাৎপাড়ার চিনি কারখানায় চুক্তিভিত্তিক হিসাবে চাকুরী করেন, আমিরুল ইসলাম (৪০) ও জাহিদ হোসেন (২৭) নামের দুই মাদক ব্যাবসায়ীকে আটক করেছে।

আটককৃত মাদক ব্যবসায় জড়িত থাকার অপরাধে দুই জনকে আটক দেখিয়ে দর্শনা থানায় আসামিদের বিরুদ্ধে একটি নিয়মিত মামলা দায়ের করেছে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের পরিদর্শক আব্দুল্লাহ আল মামুন, গতকাল বৃহস্পতিবার বিকাল সাড়ে ৫ টার দিকে চুয়াডাঙ্গা জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কার্যালয় বিভাগীয় স্টাফদের সমন্বয়ে দর্শনা থানাধীন বিভিন্ন এলাকায় অভিযান করে পরিচালনা কালে দর্শনা আনোয়ারপুর হঠাৎপাড়া মোড় হতে আমিনুল ইসলাম (৪০) ও সাথে থাকা জাহিদ হোসেন (২৭) নামের দুই মাদক ব্যাবসায়ীকে আটক করা হয়।

আটককৃত আমিনুল ইসলামের ডান হাতে থাকা একটি প্লাস্টিকের বাজারের ব্যাগ তল্লাশি করে ব্যাগের মধ্যে সংযুক্ত ছবি সম্বলিত কেরুজ গোল্ড রিবেন্ড জিন ৭৫০ মিলি ৪ বোতল বিলাতি মদ, কেরুজ টিসারিনা ভদকা নামিও ৭৫০ মিলি ২ বোতল ও কেরুজ ফাইন ব্রান্ডি নামীয় ৭৫০ মিলিএক বোতল সহ সর্বমোট ৭ বোতল বিলাতি মদ উদ্ধার করা সহ তাদেরকে আটক করা হয়। আটক হওয়া আমিনুল ইসলাম (৪০) দর্শনা আনোয়ারপুর হটাৎপাড়ার মৃত সোনা মিয়ার ছেলে ও জাহিদ হোসেন (২৭) একই এলাকার রাহিদুল ইসলামের ছেলে।

আটককৃত মাদক ব্যবসায় জড়িত থাকার অপরাধে তাদেরকে আসামি করে দর্শনা থানায় আসামিদের বিরুদ্ধে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।




দামুড়হুদা লোকনাথপুরে হাসুয়া দিয়ে স্ত্রী ও শ্বাশুড়িকে কোপালো জামাই

দামুড়হুদা উপজেলার হাউলী ইউনিয়নের লোকনাথপুরে গ্রামে ধারালো হাসুয়া দিয়ে স্ত্রী ও শ্বাশুড়িকে কুপিয়ে আহত করেছে জামাই টিটু ড্রাইভার (৩০)। গতকাল বৃহস্পতিবার বিকাল ৪টার দিকে লোকনাথপুর গ্রামের মতিয়ার ড্রাইভার এর বাড়ির সামনে পাকা রাস্তার উপর এই ঘটনা ঘটে।

আহতরা হলেন স্ত্রী কবিতা খাতুন (২৫)। তিনি সুবল পুর গ্রামের আফসার আলীর মেয়ে। অপরজন হলেন শ্বাশুড়ি সালিমা খাতুন (৪০)। তিনি সুবলপুর গ্রামের মৃত ফকির মোহাম্মদ এর মেয়ে এবং আফসার আলীর স্ত্রী।

জানাগেছে শ্বশুর বাড়ির গরু বিক্রি করা টাকা নিয়ে বিরোধের সৃষ্টি করে তারই জের ধরে স্ত্রী ও শ্বাশুড়ী কে ধারালো হাসুয়া দিয়ে কুপিয়ে জখম করেছে উপজেলার লোকনাথপুর গ্রামের জামাই আকবর আলীর ছেলে টিটু ড্রাইভার। এ সময় স্থানীয়রা আহতদের উদ্ধার করে দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

এবিষয়ে দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ ওসি ফেরদৌস ওয়াহিদ বলেন, ঘটনাস্থলে পুলিশ গিয়েছিল। কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।




দর্শনা পৌর এলাকায় এল ই ডি লাইট স্থাপন কাজের উদ্বোধনী

প্রয়াত পৌর মেয়র মতিয়ার রহমানের স্বপ্ন পূরনে দর্শনা পৌর এলাকায় এল ই ডি লাইট স্হাপন কাজের উদ্বোধনী ও সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় দর্শনা বাসস্ট্যান্ড চৌরাস্তা মোড়ে ২ নং ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি জাহিদুল ইসলাম এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দামুড়হুদা উপজেলা চেয়ারম্যান আলি মুনসুর বাবু। এসময় তিনি বলেন, প্রয়াত মেয়র মতিয়ার রহমানের স্বপ্ন ছিল দর্শনা

পৌরসভাকে একটি মডেল হিসেবে গড়ে তোলা। তার স্বপ্ন বাস্তবায়নের আগেই তার অকাল মৃত্যু হয়েছে। এ স্বপ্ন বাস্তবায়নে দর্শনা পৌর সভার উপ নির্বাচনে মেয়র মতিয়ারের সহদার আঃ লীগের সদ্য নৌকা প্রতিক প্রাপ্ত ও দর্শনা পৌর মেয়র পদপ্রার্থী উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি আতিয়ার রহমান হাবুকে নির্বাচিত করে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে হবে। এবং আগামী ১৬ মার্চ নির্বাচনে জয়ী করে মতিয়ারের স্বপ্ন পুরন করবে বলে তিনি মনে করেন।

এ সময় উপস্হিত ছিলেন দর্শনা নাগরিক কমিটির সদস্য সচিব গোলাম ফারুক আরিফ, দর্শনা পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র রবিউল হক সুমন, কাউন্সিলর মনির সর্দার, এনামুল কবির, আওয়ামীলীগ নেতা ইদ্রীস আলি, হায়দার আলি,দামুড়হুদা উপজেলা যুবলীগের সভাপতি আঃ হান্নান ছোট,হবা জোয়ার্দার, মামুন শাহ সহ স্হানীয় আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ ও এলাকার সুধীজনেরা ।




দলীয় মনোয়নপত্র নিয়ে ফিরলেন দর্শনায়, ফুলের শুভেচ্ছায় সিক্ত আতিয়ার রহমান হাবু

ঢাকা থেকে দলীয় মনোয়নপত্র নৌকা প্রতীক নিয়ে ফিরলেন আতিয়ার রহমান হাবু।পথে পথে ফুলের শুভেচ্ছায় সিক্ত হলেন দলীয় নেতা কর্মীদের ভালবাসায় আতিয়ার রহমান হাবু।

গতকাল বৃহস্পতিবার ১২ টার দিকে দর্শনার আকন্দবাড়িয়া আবাসন প্রকল্পের কাছে পৌছালে নেতা কর্মীরা আতিয়ার রহমান হাবুকে ফুলেল শুভেচ্ছায় বরন করে নেন। পরে মোটরসাইকেল যোগে দর্শনা রেল বাজার বঙ্গবন্ধু চত্তরে পৌছালে নেতা কর্মীদের স্লোগানে মুখরিত হয়ে উঠে বঙ্গবন্ধু চত্তর।

এ সময় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা ২ আসনের গণ মানুষের নেতা সংসদ সদস্য হাজী মোঃ আলী আজগার টগর, দামুড়হুদা উপজেলা চেয়ারম্যান ও দর্শনা পৌর আ’ লীগের সাধারন সম্পাদক আলী মুনছুর বাবু, পৌর আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা রুস্তম আলী, আ’ লীগ নেতা বিল্লাল হোসেন, বীর মুক্তিযোদ্ধা এরশাদ মাষ্টার, হাজী ইদ্রিস আলী, দর্শনা পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র রবিউল কবির সমুন, আ’ লীগ নেতা সোলায়মান কবির, দামুড়হুদা উপজেলা যুবলীগের সভাপতি আব্দুল হান্নান ছোট, মামুন শাহ, কমিশনার এনামুল কবির, মকুল জোয়াদ্দার, মনির সর্দার, ছাত্রলীগের নেতা নাহিদ পারভেজ, অপু সরকার, এ সময় উপজেলা আ’ লীগের সহ সভাপতি দলীয় মনোনীত প্রার্থী আতিয়ার রহমান হাবু সবার কাছে দোয়া চান।

উল্লেখ্য গত বুধবার বিকাল ৪ টায় গণ প্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা এমপির সরকারী বাসভবন গণ ভবনে বাংলাদেশ আওয়ামী লীগের স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের এক সভা অনুষ্ঠিত হয়।

এসভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা (এমপি)। সভায় সম্মতিক্রমে দর্শনা পৌর উপ-নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের দলীয় প্রার্থী হিসাবে মনোনীত করেন দামুড়হুদা উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আতিয়ার রহমান হাবুকে।




দামুড়হুদায় বিদ্যুৎ স্পর্শে নির্মাণ শ্রমিক পলাশ নিহত

দামুড়হুদায় বিদ্যুৎ স্পর্শে পলাশ (২০) নামের এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। ঝলসে গেছে তার বুকসহ দেহের বিভিন্ন অংশ। নিহত যুবক পলাশ দামুড়হুদা দশমীপাড়ার ইসলাম মন্ডলের ছেলে।

গতকাল বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪ টার দিকে দামুড়হুদা উপজেলা শহরের বনানীপাড়াস্থ শাহিনুর রহমানের নির্মাণাধীন দোতালা বিল্ডিংয়ে রড কেটে সিড়ি দিয়ে নামার সময় বিল্ডিংয়ের সামনে দিয়ে যাওয়া ১১ হাজার ভোল্টের বিদ্যুতের তারে তার হাতে থাকা রডটি ঠেকে যায় এবং বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার।

বিল্ডিংয়ে কর্মরত হেড মিস্ত্রি ইস্রাফিল হোসেন জানান, নিহত যুবক পলাশ আমার সহকারী হিসেবে কাজ করতো। সে একটি রড কেটে বিল্ডিংয়ের সিড়ি দিয়ে নামার সময় বিল্ডিংয়ের সামনে দিয়ে যাওয়া তারে রড ঠেকে যায়। সাথে সাথে একটা বিকট শব্দ হয়। আমরা কোনো কিছু বুঝে ওঠার আগেই পলাশ মারা যায়। বিদ্যুতায়িত হয়ে ঝলসে যায় তার দেহ।

দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ ওসি ফেরদৌস ওয়াহিদ বলেন বিদ্যুৎস্পর্শে যে ব্যক্তি মারা গেছে তার পরিবারের পক্ষ থেকে কেউ কোনো অভিযোগ দায়ের করেন নি।




বর্তমান সরকার কৃষিতে বিপ্লব ঘটিয়েছে –জনপ্রশাসন প্রতিমন্ত্রী

জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এমপি বলেছেন, ২০০১ থেকে ২০০৬ সালে বিঘাপ্রতি থেকে ৭ মনের বেশি ধান পাওয়া যেতনা। আজকে উন্নত বিজের মাধ্যমে ৩০ মন পর্যন্ত ধান পাওয়া যাচ্ছে। আজ গ্রাম শহরে পরিণত হয়েছে। গ্রামে বসেই মানুষ শহরের সকল সুবিধা পাচ্ছে। যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের কারণে কৃষি ফসল মাঠ থেকে ট্রাকে করে দেশের বিভিন্ন স্থানে পাঠানো যায়। এর ফলে কৃষিতে ব্যাপক বিপ্লব ঘটেছে।

বৃহস্পতিবার বিকালে আমঝুপি বালক সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে আমঝুপি ইউনিয়ন কৃষকলীগের ত্রি-বার্ষিক সম্মেলনে এ কথা বলেন।

ফরহাদ হোসেন বলেন, আজ সারা বাংলাদেশে পরিবর্তন ঘটে গেছে। ২০০৮ সালের আগে দেশে সারের যে অব্যবস্থাপনা ছিলো। কৃষকরা ঠিক মত সার পাচ্ছিলেন না, ৬০ টাকা কেজি ইউরিয়া সার কিনেছেন। এমওপি পাওয়া যাচ্ছিলো না। ৯০ টাকা কেজি দরে এমওপি কিনতে হতো। ২০০৮ সালের ২৯ ডিসেম্বরের নির্বাচনের মধ্যে দিয়ে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান বাংলাদেশ কৃষিতে খাদ্য উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ রাষ্ট্রে পরিণত হয়েছে। আওয়ামী লীগ সরকার কৃষি বান্ধব সরকার।

আমঝুপি ইউনিয়ন কৃষক লীগের আহ্বায়ক মাহবুবুল হকের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ও জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মেহেরপুর জেলা কৃষক লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাহবুব আলম শান্তি, সাংগঠনিক সম্পাদক নাজমুল ইসলাম পানু, মেহেরপুর জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক এ্যাডভোকেট ইব্রাহিম শাহিন, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও আমঝুপি ইউনিয়নের চেয়ারম্যান বোরহান উদ্দিন আহমেদ চুন্নু, সাধারণ সম্পাদক ও বাড়াদী ইউনিয়নের চেয়ারম্যান মোমিনুল ইসলাম।

সম্মেলনে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক ওয়াসিম সাজ্জাদ লিখন।

সম্মেলন শেষে মুক্তিযোদ্ধা মাহবুবুল হককে সভাপতি এবং সাদ আলীকে সাধারণ সম্পাদক করে আমঝুপি ইউনিয়ন কৃষক লীগের কমিটি ঘোষণা করা হয়।