চুয়াডাঙ্গা জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত

চুয়াডাঙ্গা পুলিশ লাইন্স ড্রিলশেডে চুয়াডাঙ্গা জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল সাড়ে দশটার সময় চুয়াডাঙ্গা পুলিশ সুপার আব্দুল্লাহ্ আল মামুন সভাপতিত্বে মার্চ মাসের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়।

চুয়াডাঙ্গা জেলার পুলিশ সুপার আব্দুল্লাহ্ আল-মামুন উক্ত কল্যাণ সভায় অংশগ্রহণকারী সকল অফিসারদের কথা শোনেন। পূর্ববর্তী কল্যাণ সভায় উপস্থাপিত বিষয়ে সমাধান সহ সার্বিক বিষয়ে আলোচনা করেন। চাহিদার প্রেক্ষিতে থানা/ক্যাম্প/ফাঁড়িতে দাপ্তরিক ব্যবহার্য জিনিস-পত্রাদি প্রদান করেন। চুয়াডাঙ্গা জেলা পুলিশে কর্মরত অফিসার ফোর্সদের বিভিন্ন ক্যাটাগরিতে শ্রেষ্ঠত্ব অর্জন করায় এবং দাপ্তরিক কাজ সুষ্ঠুভাবে সম্পন্ন করায় ভাল কাজের স্বীকৃতি স্বরূপ ৪৮ জনকে পুলিশ সুপার ক্রেস্ট, সার্টিফিকেট ও অর্থ পুরস্কার প্রদান করেন।

উক্ত কল্যাণ সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (দামুড়হুদা সার্কেল) মো:মুন্না বিশ্বাস , ডিআইও-১, জেলা বিশেষ শাখা, সকল অফিসার ইনচার্জগন, কোর্ট পুলিশ পরিদর্শক, আরআই, আরওআই, টিআই (পশাসন), ক্যাম্প ইনচার্জসহ চুয়াডাঙ্গা জেলা পুলিশের সকল পর্যায়ের অফিসার ফোর্সবৃন্দ।




গাংনীতে কীটনাশক পানে যুবকের আত্মহত্যার চেষ্টা

মেহেরপুরের গাংনীতে প্রেমিকার সাথে পরিবারের লোকজন সম্পর্ক মেনে না নেয়ায় অভিমান করে কীটনাশক পান করে স্বপন (২২)। নামের এক যুবক আত্মহত্যার চেষ্টা চালিয়ে ব্যার্থ হয়েছে।

সোমবার সকালে সে ভুট্টা ক্ষেতে দেয়া কীটনাশক পান করে সে। পরিবারের লোকজন টের পেয়ে তাকে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। ওই যুবক মেহেরপুরের গাংনীর রুয়েরকান্দি গ্রামের মালেশিয়া প্রবাসী শহিদুল ইসলামের ছেলে ও গাংনী পাইলট স্কুল অ্যান্ড কলেজের প্রথম বর্ষের ছাত্র।

স্বপনের নানী জরিনা খাতুন জানান, স্বপন তার সহপাঠি প্রতিবেশী সাহেব আলীর মেয়ে জান্নাতুল ফেরদৌসের সাথে প্রেমজ সম্পর্কে জড়িয়ে পড়ে। প্রায় দু’বছর যাবত উভয়ের মাঝে মন দেয়া নেয়ার বিষয়টি স্বপনের পরিবারের লোকজন জেনে যায়। এনিয়ে প্রেমিকার পরিবারের সাথে বেশ কয়েকবার দ্বন্দ্বও হয়। কয়েকদিন আগে স্বপন তার পরিবারের কাছে প্রেমিকার সাথে বিয়ের দাবী তোলা।

এ দাবী প্রত্যাক্ষান করায় অভিমানে আত্মহত্যার জন্য কীটনাশক পান করে স্বপন। কীটনাশক পান করার পর মোবাইল ফোনে স্বপন তার পিতা শহীদুল ইসলামকে কীটনাশক পান করার বিষয়টি জানালে শহীদুল ইসলাম বাড়িতে জানায়। পরিবারের লোকজন স্বপনকে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। প্রয়োজনীয় চিকিৎসা দেয়ার পর স্বপন আশংকামুক্ত বলে জানিয়েছেন জরুরী বিভাগে কর্তব্যরত চিকিৎসক আবির হাসান।




জনপ্রিয় ব্যক্তিদের অ্যাকাউন্ট বেদখল, নীরব টুইটার

জেস রবার্টসন ও ডেভিড ডেন দুজনই টুইটারে বেশ জনপ্রিয়। জেস রবার্টসন জনপ্রিয় মার্কিন টেলিভিশন শো ডাক ডাইন্যাসটির জন্য বহুল পরিচিত। আর ডেভিড ডেন দ্য আমেরিকান প্রসপেক্ট সাময়িকীর নির্বাহী সম্পাদক। খুদে ব্লগ লেখার ওয়েবসাইটটিতে অনেক অনুসারীও রয়েছে তাঁদের। কয়েক সপ্তাহ ধরেই এই দুজনের টুইটার অ্যাকাউন্ট থেকে একই রকম খুদে বার্তা পোস্ট করা হচ্ছে। হ্যালো টুইটার ফ্যামিলি দিয়ে শুরু করা এ বার্তায় বলা হচ্ছে, আমার কাছে ১০টি ম্যাকবুক রয়েছে। এগুলো ৬০০ ডলারে বিক্রি করা হবে। যাঁরা আগে ফরমাশ দেবেন, তাঁরা আগে কিনতে পারবেন। ম্যাকবুক বিক্রির অর্থ দাতব্য সংস্থায় দেওয়া হবে। আগ্রহীরা সরাসরি বার্তা পাঠাতে পারেন। বার্তার সঙ্গে একই রকম ছবিও জুড়ে দেওয়া হয়েছে।

ছবিতে দেখা যাচ্ছে, কাঠের মেঝেতে ম্যাকবুক প্রো রয়েছে। এই পোস্ট এবং ছবি দেখে যে কেউ ভাবতে পারেন, দুজন ব্যক্তিই কোনো দাতব্য সংস্থার হয়ে কাজ করছেন। কিন্তু আসলে তা নয়, দুজনের টুইটার অ্যাকাউন্ট হ্যাক করে এ বার্তা পোস্ট করা হয়েছে। তাঁদের দাবি, বিষয়টি জানানোর পরও টুইটার নীরব ভূমিকা পালন করছে। কোনো ব্যবস্থা না নেওয়ার পাশাপাশি অ্যাকাউন্ট দুটি নিষ্ক্রিয় করেনি টুইটার। অথচ হ্যাকাররা এ প্রচারণা চালিয়ে হাজারো মানুষের কাছ থেকে অর্থ হাতিয়ে নিতে পারে।

অ্যাকাউন্ট হ্যাকড হওয়ার বিষয়ে ডেভিড ডেন প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট ম্যাশেবলকে বলেন, ‘গত বছর ইলন মাস্ক টুইটার কেনার আগে একবার আমার অ্যাকাউন্ট হ্যাকড হয়েছিল। অভিযোগ করার পর সঙ্গে সঙ্গেই অ্যাকাউন্টটি নিষ্ক্রিয় করেছিল টুইটার। প্রায় এক মাস পর অ্যাকাউন্টের নিয়ন্ত্রণ ফিরে পাওয়ার পর আমি দুই স্তরের নিরাপত্তা ব্যবস্থা চালু করি। কিন্তু আবার অ্যাকাউন্ট হ্যাকড হয়েছে এবং প্রতারকেরা টুইটার ব্যবহার করে বিভিন্ন বার্তা পোস্ট করছে। বিষয়টি টুইটারকে জানানোর পরও অ্যাকাউন্টটি সচল রয়েছে। এমনকি প্রতারকদের পোস্ট করা টুইট বার্তাগুলোও অন্যরা দেখতে পারছেন।’

ডেভিড ডেনের টুইটার পোস্ট দেখে এরই মধ্যে হ্যাকারদের প্রতারণার শিকার হওয়া এক নারীর খোঁজ পেয়েছে ম্যাশেবল। এই নারী ম্যাকবুক কেনার জন্য ১ হাজার ৫০০ ডলার পাঠানোর পর আর কোনো যোগাযোগ করছে না প্রতারকেরা। আরও অনেকেই এ ধরনের প্রতারণার শিকার হয়েছেন বলে ধারণা করা হচ্ছে।

জেস রবার্টসন ও ডেভিড ডেন ছাড়াও সম্প্রতি আরও বেশ কয়েকজন জনপ্রিয় ব্যক্তির টুইটার অ্যাকাউন্ট হ্যাকড হয়েছে। তাঁদের মধ্যে রয়েছেন যুক্তরাষ্ট্রের রাজনীতিবিদ বার্নি স্যান্ডার্সের সাবেক রাজনৈতিক উপদেষ্টা উইনি ওং। তাঁর অ্যাকাউন্ট থেকেও ম্যাকবুক বিক্রির একই রকম টুইট বার্তা পোস্ট করা হয়েছে।
সূত্র: ম্যাশেবল




মুশফিকের ঝড়ো সেঞ্চুরিতে নতুন রেকর্ড বাংলাদেশের

তিন ম্যাচ ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে আয়ারল্যান্ডকে ৩৫০ রানের টার্গেট দিয়েছে বাংলাদেশ। সোমবার (২০ মার্চ) সিরিজ নিশ্চিত করার লক্ষ্যে টস হেরে ব্যাট করতে নামে বাংলাদেশ। প্রথমে ব্যাট করে মুশফিকের সেঞ্চুরিতে ওয়ানডেতে দলীয় সর্বোচ্চ রানের রেকর্ড গড়ে বাংলাদেশ। নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেট হারিয়ে ৩৪৯ রান সংগ্রহ করে বাংলাদেশ।

টস হেরে ব্যাট করতে নেমে বাংলাদেশকে ভালো শুরু এনে দেন দুই টাইগার ওপেনার তামিম ইকবাল ও লিটন দাস। দেখেশুনে খেলতে থাকে এই দুই ব্যাটার। উদ্বোধনী জুটিতে ৪২ রান সংগ্রহ করে তারা। তবে এরপর রান আউটে কাটা পড়েন অধিনায়ক তামিম ইকবাল।

৩১ বলে ২৩ রান করে সাজঘরে ফিরে যান তামিম। তামিমের বিদায়ের পর ক্রিজে আসেন নাজমুল হাসান শান্ত। শান্তকে সঙ্গে নিয়ে রানের চাকা সচল রাখেন লিটন। নিজের সাবলীল ব্যাটিংয়ে ৫৪ বলে নিজের অর্ধশতক পূরণ করেন লিটন দাস।

অর্ধশতক পূরণে পর আগ্রাসী হয়ে ব্যাট করতে থাকেন লিটন। তবে দলীয় ১৪৩ রানে আউট হন তিনি। ৭১ বলে ৭০ রান করে সাজঘরে ফিরে যান লিটন। এরপর ক্রিজে আসেন সাকিব আল হাসান। সাকিবকে সঙ্গে নিয়ে ব্যাট করতে থাকেন শান্ত।

নিজের সাবলীল ব্যাটিংয়ে ৫৯ বলে ফিফটি তুলে নেন শান্ত। তবে দলীয় ১৮২ রানে ১৯ বলে ১৭ রান করে সাজঘরে ফিরে যান সাকিব। সাকিবের বিদায়ের পর ক্রিজে আসেন তাওহিদ হৃদয়। এরপর দলীয় ১৯০ রানে ৭৭ বলে ৭৩ রান করে আউট হন শান্ত। শান্তর বিদায়ের পর ক্রিজে আসেন মুশফিক।

তাওহিদ হৃদয় ও মুশফিক মিলে রানের চাকা সচল রাখেন। মারমুখী ব্যাটিংয়ে ৩৩ বলে অর্ধশতক পূরণ করেন মুশফিক। অর্ধশতকের পর আরও আগ্রাসী ব্যাটিং করতে থাকেন মুশফিক। তবে দলীয় ৩১৮ রানে ৩৪ বলে ৪৯ রান করে আউট হন তরুণ ব্যাটার তাওহিদ হৃদয়।

হৃদয়ের বিদায়ের পর ক্রিজে আসেন ইয়াসির রাব্বি। অন্যদিকে ঝড়ো ব্যাটিং চালিয়ে যান মুশফিক। অন্যদিকে দলীয় ৩৩৯ রানে ৭ বলে ৭ রান করে আউট হন ইয়াসির রাব্বি। তবে ইনিংসের শেষ বলে সিঙ্গেল নিয়ে সেঞ্চুরি পূর্ণ করেন মুশফিক। ৬০ বলে ১০০ রানে অপরাজিত থাকেন মুশফিক। শেষ পর্যন্ত নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেট হারিয়ে ৩৪৯ রান সংগ্রহ করে বাংলাদেশ।

সূত্র: ইত্তেফাক




মেহেরপুরে মরহুম হুসেইন মুহাম্মদ এরশাদের জন্মবার্ষিকী পালন

শান্তির জন্য পরিবর্তন,পরিবর্তনের জন্য জাতীয় পার্টি এই স্লোগানে জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও সাবেক প্রেসিডেন্ট মরহুম হুসেইন মুহাম্মদ এরশাদ এর ৯৩ তম জন্মবার্ষিকী উপলক্ষে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে‌।

সোমবার সকালে জেলা জাতীয় পার্টির কার্যালয়ে আহ্বায়ক কমিটির আয়োজনে এ কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

জেলা জাতীয় পার্টির যুগ্ন আহ্বায়ক কেতাব আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা জাতীয় পার্টির আহ্বায়ক আব্দুল হামিদ।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা জাতীয় পার্টির সদস্য বাবলু বিশ্বাস, কুতুব উদ্দিন।

এছাড়া উপস্থিত ছিলেন ,জেলা জাতীয় পার্টির সদস্য মামলত হোসেন, নজরুল ইসলাম, জান মোহাম্মদ মিন্টু , ইকবাল হোসেন, সেলিম রেজা প্রমুখ।




কোটচাঁদপুরে জাসদের রাজনৈতিক কর্মশালা অনুষ্ঠিত

ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলা জাসদের উদ্যোগে দিনব্যাপি এক রাজনৈতিক ও সাংগঠনিক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

গতকাল রবিবার সকাল ১১ টা থেকে কোটচাঁদপুর জেলা পরিষদ মিলনায়তনে এই কর্মশালার উদ্বোধন ঘোষণা করা হয়।

কোটচাঁদপুর উপজেলা জাসদ সভাপতি জহুরুল ইসলাম পান্নুর সভাপতিত্বে রাজনৈতিক কর্মশালায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন জাসদের কার্যকরী সভাপতি এ্যাড.রবিউল আলম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় প্রচার ও প্রকাশনা সম্পাদক জিয়াউল হক মুক্তা। এছাড়া ঝিনাইদহ জেলা জাসদের সাধারণ সম্পাদক শামীম আখতার বাবু, সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান মানিক, সদর উপজেলা জাসদের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান উজ্জলসহ জেলা ও উপজেলা জাসদের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।




দামুড়হুদায় নবীন বরণ ও বিদায় অনুষ্ঠান

দামুড়হুদায় রামনগর- কলাবাড়ী মাধ্যমিক বিদ্যালয় চত্বরে শিক্ষা- শান্তি- প্রগতি এই স্লোগানকে সামনে রেখে বিদ্যালয় কর্তৃপক্ষের আয়োজনে রবিবার সকাল ১০ টায় ছাত্র-ছাত্রীদের নবীন বরণ ও বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান ও দামুড়হুদা উপজেলা আওয়ামী লীগের সভাপতি মাহফুজুর রহমান মঞ্জু।

এসময় তিনি বলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন ছিল সোনার বাংলা গড়ার সেই স্বপ্নকে বাস্তবায়ন করতে, তারই সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণ করে, আগামীর স্মার্ট বাংলাদেশের স্বপ্ন দেখছি, আমরা যখন লেখাপড়া করেছি তখন আমরা এত সুন্দর বই পাইনি, লেখাপড়ার উপকরণ এত সহজলভ্য ছিল না, আওয়ামী লীগ সরকার পহেলা জানুয়ারি ২০২৩ অর্থবছরে প্রাথমিক ও মাধ্যমিক স্তরে ছাত্র-ছাত্রীদের মাঝে প্রায় ৩৪ কোটি বই বিতরণ করেছে, যাহা ইতিহাসের পাতায় দৃষ্টান্ত স্থাপন করেছে। এখন ছেলেদের চেয়ে মেয়েরা লেখাপড়ায় বেশ এগিয়ে প্রায় সরকারি দপ্তরের বড় বড় অফিসার এখন মেয়েরা। সুতরাং সকল অবিভাবকদের দায়িত্ব হবে ছেলে মেয়েদের বাল্য বিবাহ না দিয়ে লেখাপড়ায় মনোনিবেশ করানো।

অত্র বিদ্যালয়ের সভাপতি ও জুড়ানপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোহরাব হোসেনের সভাপতিত্বে এ সময়ে উপস্থিত ছিলেন জুড়ানপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট রেজাউল হক, ৭নং নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা জালাল উদ্দিনসহ অত্র বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা এবং ছাত্র ছাত্রী বৃন্দ।




সিরিজ নিশ্চিত করার লক্ষ্য টাইগারদের

টানা দ্বিতীয় জয় তুলে নিয়ে দ্বিতীয় ম্যাচেই আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ওয়ানডে সিরিজ নিজদের করে নিতে চায় স্বাগতিক বাংলাদেশ। সোমবার (২০ মার্চ) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে দুপুর ২টায় শুরু হবে ম্যাচটি।

প্রথম ওয়ানডেতে আয়ারল্যান্ডের বিপক্ষে হেসেখেলেই জয় তুলে নেয় বাংলাদেশ। প্রথমে ব্যাট করে ৮ উইকেটে ৩৩৮ রান তুলে বাংলাদেশ। নিজেদের ওয়ানডে ইতিহাসে এটিই সর্বোচ্চ দলীয় রান টাইগারদের। জবাবে ৩০ দশমিক ৫ ওভারে মাত্র ১৫৫ রানে অলআউট হয় আয়ারল্যান্ড। এতে ১৮৩ রানের বিশাল ব্যবধানে ম্যাচ জিতে নেয় তামিম-সাকিবরা। ওয়ানডে ফরম্যাটে রান বিবেচনায় এটিই সবচেয়ে বড় ব্যবধানে জয় বাংলাদেশের।

পুরো ম্যাচের মধ্যে শুধুমাত্র প্রথম ১০ ওভারে পেসারদের সুইংকে কাজে লাগিয়ে ভালো অবস্থায় ছিলো আয়ারল্যান্ড। পরবর্তীতে ম্যাচের লাগাম নিয়ে নেয় গত আট বছর ধরে ঘরের মাঠে দুর্দান্ত পারফরমেন্স করা বাংলাদেশ। এই সময় মাত্র দু’টি সিরিজে হারে তারা। দু’টি সিরিজ হারই ছিলো ইংল্যান্ডের বিপক্ষে। তৃতীয়বারের মত দ্বিপক্ষীয় সিরিজে এবার মুখোমুখি বাংলাদেশ ও আয়ারল্যান্ড। ২০০৮ সালে তিন ম্যাচের সিরিজে আইরিশদের হোয়াইটওয়াশ করেছিলো বাংলাদেশ। ২০১০ সালে আয়ারল্যান্ডের মাটিতে তিন ম্যাচের সিরিজ ১-১ সমতায় শেষ করেছিলো টাইগাররা। ঐ সিরিজের একটি ম্যাচ পরিত্যক্ত হয়েছিলো।

সব মিলিয়ে এখন পর্যন্ত ১১টি ম্যাচে মুখোমুখি হয় বাংলাদেশ ও আয়ারল্যান্ড। এরমধ্যে বাংলাদেশের জয় ৮টিতে, আয়ারল্যান্ডের জয় ২টিতে। সাম্প্রতিক ফর্ম এবং শক্তি বিচারে এক ম্যাচ বাকি রেখে সিরিজ জয় নিশ্চিতের পথেই আছে বাংলাদেশ। তবে আগামী ওয়ানডে বিশ্বকাপকে মাথায় রেখে পর্যাপ্ত বিকল্প তৈরি করতে এই সিরিজে খেলোয়াড়দের ঘুড়িয়ে-ফিরিয়ে খেলানোই মূল লক্ষ্য বাংলাদেশের। প্রথম ওয়ানডেতে অভিষেক ম্যাচে ৯২ রানের ইনিংস খেলে দলের আস্থার প্রতিদান দিয়েছেন তাওহিদ হৃদয়। অভিষেক ওয়ানডেতে বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ রানের ইনিংসের মালিক বনে যান তিনি।

অন্য দিকে প্রথম ম্যাচে বাংলাদেশের কাছে লজ্জাজনক হারের পর দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়ানোর লক্ষ্য আয়ারল্যান্ডের। দ্বিতীয় ওয়ানডেটি আইরিশদের জন্য ‘ডু অর ডাই’ ম্যাচে রূপ নিয়েছে। প্রথম ম্যাচের পর আয়ারল্যান্ডের অধিনায়ক অ্যান্ড্রু বলবির্নি বলেছিলেন, ‘ম্যাচের অর্ধেক সময়েও আমরা খুব বেশি হতাশ ছিলাম না। যখন আমরা ব্যাটিং করতে নামি তখনও উইকেট ভালো ছিলো। তারপর আমরা ৪-৫ উইকেট হারিয়ে ম্যাচ থেকে ছিটকে যাই। অভিজ্ঞতার অভাব ছিলো-এটি অজুহাত হিসাবে দাঁড় করাতে চাই না আমরা। তবে তারা ছন্দে ছিলো এবং খুব ভাল খেলেছে।’

তিনি আরও বলেন, ‘তবে ভালো বিষয় হলো, আমরা সোমবার আরও একটি সুযোগ পাবো। আমরা প্রতিদ্বন্দ্বিতা করতে চাই। প্রথম ম্যাচের চেয়ে আরও ভালো খেলতে চাই, বিশেষ করে ব্যাটিংয়ে।’

সূত্র:ইত্তেফাক




ঝিনাইদহ পৌরসভায় দরিদ্র মানুষের মাঝে ত্রাণ বিতরণ

আসন্ন রমজান উপলক্ষে ঝিনাইদহ পৌরমেয়রের আমন্ত্রণে দুই তুরস্ক নাগরিকের উদ্যোগে ৬ হাজার হতদরিদ্র মানুষের মাঝে ত্রাণ ও বিপুল পরিমান নগদ অর্থ বিতরণ করা হয়েছে।

রবিবার দুপুরে পৌরসভার ৭নং ওয়ার্ডের গিলাবাড়িয়া গ্রামে কিংশুক ইট ভাটায় ঝিনাইদহ পৌরসভার মেয়র কাইয়ুম শাহরিয়ার জাহেদী হিজল এই ত্রাণ বিতরণ উদ্বোধন ঘোষণা করেণ।

এসময় অতিথি হিসেবে উপস্থিত থেকে ত্রাণ বিতরণ করেণ তুরস্কের নাগরিক ও বিশিষ্ট ব্যবসায়ী তাহসিন ইয়াজান এবং ফাতিইলমালী। এছাড়াও উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী তবিবুর রহমান লাবু ও পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এসময় অতিথিবৃন্দ বলেন, পৌরসভার মেয়রের আহবানে আমরা এদেশে এসেছি, বাংলদেশ আমাদের বন্ধু রাষ্ট্র আমরা তার ডাকে সাড়াদিয়ে ঝিনাইদহের দরিদ্র মানুষের মাঝে কিছুটা সহায়তার হাত বাড়িয়েছি। আমাদের এই সহযোগীতার হাত অব্যাহত থাকবে বলেও আশাকরছি। এবিষয়ে ঝিনাইদহ পৌরসভার মেয়র কাইয়ুম শাহরিয়ার জাহেদী হিজল বলেন তুরস্কের নাগরিক তাহসিন ইয়াজান এবং ফাতিইলমালী হলেন আমাদের ব্যবসায়িক বন্ধু আমাদের দেশে বেড়াতে এসেছেন এবং তারা নিজেরা উদ্যোগি হয়ে ঝিনাইদহে ৬ হাজার মানুষের মাঝে ত্রাণ বিতরণ করলেন। তিনি আরও বলেন, আমাদের পারিবারের পক্ষ থেকে প্রতি বছরের ন্যায় এবারো পবিত্র রমজান উপলক্ষে ৪০ থেকে ৪৫ হাজার মানুষের মাঝে ত্রাণ বিতরণ করা হবে।

তাছাড়া পৌরসভা থেকে যা করা যায় সেটাতো অবশ্যই থাকবে, সব মিলে ঝিনাইদহের ৫০ থেকে ৫৫হাজার মানুষ এই ত্রাণের সুবিধা ভোগ করবে বলে তিনি আশা প্রকাশ করেণ।




দর্শনায় ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

দর্শনা থানা পুলিশ অভিযান চালিয়ে ১১০ বোতল ফেনসিডিলসহ এক মাদক ব্যাবসায়ীকে গ্রেফতার করেছে।পুলিশ জানায় রবিবার ১৯ মার্চ ভোর সাড়ে ৪টার দিকে দর্শনা থানার অফিসার ইনচার্জ এ এইচ এম লুৎফুল কবীরের নেতৃত্বে অভিযান চালায় ছয়ঘরিয়া গ্রামে।

এ সময় দর্শনা থানার এস আই রাম প্রসাদ সরকার, এ এস আই বশির আহমেদ,এ এস আই মামুনুর রহমান গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় ফোর্সসহ মাদক বিরোধী বিশেষ অভিযান চালায় ছয়ঘরিয়া মাঠপাড়া পাকা রাস্তার উপর। এ সময় পুলিশ আক্তারুল ইসলাম টোটন((৪০) কে গ্রেফতার করে। তার স্বীকারোক্তিতে তার বাড়ি তল্লাশি করে ১১০ বোতল ফেনসিডিল উদ্ধার করে।

সে দর্শনা থানাধীন পারকৃষ্ণপুর মদনা ইউনিয়নের ছয়ঘরিয়া মাঠপাড়ার শমসের আলীর ছেলে।

আজ তাকে এস আই রাম প্রসাদ সরকার বাদি হয়ে মাদক আইনে মামলা দায়ের করে কোর্ট হাজতে প্রেরন করেছে।