আমদহের নতুন চেয়ারম্যান টোকন

মেহেরপুর সদর উপজেলার আমদহ ইউনিয়ন পরিষদের নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী রওশন আলী টোকন নির্বাচিত হয়েছেন।

নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী রওশন আলী টোকন ১২ হাজার ৩৭৪ ভোট পেয়ে বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হন। তার নিকটতম প্রার্থী বর্তমান চেয়ারম্যান আনারুল ইসলাম ৬ হাজার ৯২৪ ভোট এবং জাতীয় পার্টির নজরুল ইসলাম ৭৫০ ভোট পান। গতকাল বৃহস্পতিবার রাতে মেহেরপুর জেলা নির্বাচন অফিস মিলনায়তনে নির্বাচনী ফলাফল ঘোষণা করেন সদর উপজেলা নির্বাচন অফিসার ও আমদহ ইউনিয়ন পরিষদ নির্বাচনের রিটার্নিং অফিসার দোলন কান্তি চক্রবর্তী।

২৫ হাজার ৪০ জন ভোটারের মন জয় করতে ৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। বৃহস্পতিবার সকাল ৮ টায় ভোটদান পর্ব শুরু হয়ে বিরতিহীন ভাবে বিকাল ৪ টা পর্যন্ত ভোটদান পর্ব চলে। আমদহ ইউনিয়নের ১০টি কেন্দ্রে ভোটারদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি লক্ষ্য করা গেছে। ২০ হাজার ৪৮ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। ১১৪ টি ভোট বাতিল হয়ে যায়।

এদিকে, নির্বাচনে সাধারণ সদস্য পদে যারা নির্বাচিত হয়েছেন। তারা হলেন, ১ নং ওয়ার্ডে আবুল হায়াত, ২ নং ওয়ার্ডে আক্কাস আলী, ৩নং ওয়ার্ডে দরুদ আলী, ৪ নং ওয়ার্ডে মাওলাদ হোসেন, ৫ নং ওয়ার্ডে ফিরোজ হোসেন, ৬ নং ওয়ার্ডে রেজাউল করিম, ৭ নং ওয়ার্ডে কাউসার আলী, ৮ নম্বর ওয়ার্ডে রেজাউল করিম এবং ৯ নং ওয়ার্ডে মোকাসেদ হোসেন।

এছাড়া সংরক্ষিত সদস্য পদে ১নং ওয়ার্ডে (১,২ ও ৩ নং ওয়ার্ড) পিপুলি খাতুন, ২ নং ওয়ার্ডে (৪,৫ ও ৬ নং ওয়ার্ড) মনিরা খাতুন এবং ৩নং ওয়ার্ডে (৭, ৮ ও ৯ নং ওয়ার্ড) জেসমিন নির্বাচিত হয়েছেন।




মুজিবনগরে আওয়ামী লীগের কার্যালয় দখল পেলো নতুন কমিটি

মেহেরপুরের মুজিবনগর মুক্তিযুদ্ধের স্মৃতিগাথা ও ঐতিহাসিকভাবে গুরুত্বপূর্ণ উপজেলা। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের এর নামে নামাঙ্কিত এই উপজেলায় আওয়ামী লীগের রাজনীতিও গুরুত্বের দাবি রাখে। তবে বেশ কিছুদিন ধরে উপজেলা আওয়ামী লীগের রাজনীতিতে বিভাজন চলে আসছে।

মুজিবনগর উপজেলা আওয়ামী লীগের নতুন সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন রফিকুল ইসলাম তোতা ও সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন মুজিবনগর সরকারি ডিগ্রী কলেজের সাবেক শিক্ষক আবুল কালাম আজাদ। পূর্বের কমিটিতে সভাপতি হিসেবে দীর্ঘদিন দায়িত্বে ছিলেন জিয়াউদ্দিন বিশ্বাস যার হাত ধরে মুজিবনগরে আওয়ামী লীগ প্রতিষ্ঠা লাভ করে এবং বর্তমানে তিনি মুজিবনগর উপজেলা পরিষদ চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন।

অপরদিকে সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্বে ছিলেন মহাজনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমাম হোসেন মিলু । তবে সম্মেলনের পূর্বকালীন কমিটির সাধারণ সম্পাদক আমাম হোসেন মিলুর সাথে সভাপতি জিয়াউদ্দিন বিশ্বাসের কোন্দল ছিল প্রকাশ্যে । অফিসের দুটি কক্ষ দুজনের নামে থাকলেও সাধারণ সম্পাদক আমাম হোসেন মিলু ওই অফিস ব্যবহার করতেন না । নিজের প্রভাব নিয়ে সাবেক উপজেলা আওয়ামী লীগের সভাপতি জিয়াউদ্দিন বিশ্বাস অফিস ব্যবহার করতেন। নতুন কমিটি দায়িত্বে আসার প্রায় এক বছর হতে চললো। বর্তমান কমিটির সভাপতির নির্দেশে অফিস দুটিতে তালা খুলে পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়েছে গত ১৪ মার্চ।

এ বিষয়ে জিয়াউদ্দিন বিশ্বাস অভিযোগের তীর ছুড়েছেন বর্তমান সভাপতির বিরুদ্ধে। তিনি বলেন, অফিস দুটি সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদক দুজনের নামে বরাদ্দ নেওয়া। কিভাবে তারা অফিসে প্রবেশ করে।

এ বিষয়ে বর্তমান সভাপতি রফিকুল ইসলাম তোতার কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন, এ বিষয়টি সম্পূর্ণ মুজিবনগর সরকারি মাধ্যমিক বিদ্যালয় মার্কেট কমিটির সিদ্ধান্ত। বর্তমান উপজেলা আওয়ামী লীগের কমিটির সাথে হাই স্কুল মার্কেট কমিটির নতুন চুক্তির বলে এই অফিসে প্রবেশ করা হয়েছে।

মুজিবনগর সরকারি মাধ্যমিক বিদ্যালয় মার্কেট কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা অনিমেষ বিশ্বাসের কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন. বরাদ্দকৃত দুটি কক্ষ যাদেরকে বরাদ্দ দেয়া হয়েছিল তারা চুক্তির সমস্ত শর্ত ভঙ্গ করেছে। কয়েক মাসের বিল ও ভাড়া বকেয়া রয়েছে। তাই মার্কেট কমিটির সিদ্ধান্তেই নতুনভাবে ভাড়ার চুক্তি দেওয়া হয়েছে মুজিবনগর উপজেলা আওয়ামী লীগকে।




মুজিবনগরে মহিলা উদ্যোক্তাদের নিয়ে উঠান বৈঠক

‘শেখ হাসিনার বারতা ,নারী-পুরুষ সমতা’ শ্লোগানে মুজিবনগরে অনলাইন প্লাটফর্ম জুমে উদ্যোক্তাদের নিয়ে বিশেষ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে মুজিবনগর উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এক আলোচনা সভায় সভাপতি করেন তথ্য আপা কামরুন নাহার। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোঃ হারিসুল আবেদ, উপজেলা শিক্ষা কর্মকর্তা মোঃ আলাউদ্দিন, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা কাউসার আলী। এই উঠান বৈঠকে মুজিবনগর উপজেলার বিভিন্ন শ্রেণী পেশার প্রায় ২০০ জন মহিলা অংশগ্রহণ করেন।
তথ্য আপা কামরুন নাহার বলেন, ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে তথ্য যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে মহিলাদের ক্ষমতায়ন (দ্বিতীয় পর্যায়) শীর্ষক এই প্রকল্পটি গ্রামীণ সুবিধা বঞ্চিত নারীর দৈনন্দিন সমস্যা সমাধানের কাজ করছে বলে জানান মুজিবনগর উপজেলা তথ্য সেবা কর্মকর্তা কামরুন নাহার।




আলমডাঙ্গার ২ ইউপি নির্বাচনে নৌকার ভরাডুবি

আলমডাঙ্গার নাগদাহ ও আইলহাঁস ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে দুজন স্বতন্ত্র প্রার্থীরা জয়ী হয়েছেন।

বৃহস্পতিবার এই দুটি ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়।

রাতে আলমডাঙ্গা রিটানিং কর্মকর্তা ও নির্বাচন কর্মকর্তা এমএজি মোস্তফা ফেরদৌস নির্বাচনের ফলাফল ঘোষণা করেন।

চেয়ারম্যান পদে আইলহাঁস ইউনিয়নে মো. মিনহাজ উদ্দীন ৪ হাজার ৬০৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের প্রার্থী জাহিদুল ইসলাম বাদল পেয়েছেন ৪ হাজার ১৫০ ভোট।

নাগদাহ ইউনিয়নে এজাজ ইমতিয়াজ বিপুল ৪ হাজার ৮০ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামীলীগের নৌকার প্রার্থী মো. হায়াত আলি পেয়েছেন ২ হাজার ৫২৭ ভোট।




জীবননগরে উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের শুভ উদ্বোধন

জীবননগর উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের শুভ উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার সকাল ১০টার সময় জীবননগর উপজেলা প্রশাসন ও ইসলামিক ফাউন্ডেশন এর আয়োজনে বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে এই উদ্বোধন ঘোষণা করেন।

উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জীবননগর উপজেলা নির্বাহী অফিসার মোঃ রোকনুজ্জামান, সরকারি কমিশনার (ভূমি) তিথী মিত্র, উপজেলা কৃষি কর্মকর্তা শারমিন আক্তার, সহ উপজেলা প্রশাসনের সকল কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, প্রমুখ।




আজ চুয়াডাঙ্গায় আসছেন নির্বাচন কমিশনার

আজ চুয়াডাঙ্গায় আসছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল মোঃ আহসান হাবিব খান (অবঃ)। বিকাল সাড়ে ৪ টায় ঢাকা হতে বিমান যোগে যশোর বিমানবন্দরের উদ্দেশ্যে যাত্রা করবেন এবং সন্ধা সাড়ে ৬টার সময় চুয়াডাঙ্গা সাকিট হাউজের উদ্দেশ্যে যাত্রা শুরু করবেন এবং চুয়াডাঙ্গা সাকিট হাউজে রাত্রিযাপন করবেন।

এছাড়া আগামীকাল বৃহস্পতিবার সকাল ৮টা থেকে জীবননগর উপজেলার ৬টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিভিন্ন ওয়ার্ডে নির্বাচনি পরিবেশ পর্যবেক্ষণ করবেন। এবং সন্ধা সাড়ে ৬টার সময় চুয়াডাঙ্গা সাকিট হাউজ থেকে যশোর বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা দিবেন।




চুয়াডাঙ্গায় সাংবাদিকদের সাথে পানি সাশ্রয়ী নিরাপদ খাদ্য প্রকল্পের কর্মশালা

চুয়াডাঙ্গায় সাংবাদিকদের সাথে পানি সাশ্রয়ী নিরাপদ খাদ্য এবং টেকসই পরিবেশবান্ধব দক্ষ কৃষি অনুশীলন প্রকল্পের ফলাফল ও প্রভাব বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

গতকাল মঙ্গলবার বেলা ১১টার দিকে প্রত্যাশা সামাজিক উন্নয়ন সংস্থার আয়োজনে জাপান ফান্ড ফর গোবাল এনভাইরমেন্ট (জেএফজিই) এর সহযোগিতায় অফিস সম্মেলন কক্ষে সাংবাদিকদের নিয়ে কর্মশালা অনুষ্ঠিত হয়। এসময় দামুড়হুদা উপজেলার চারটি ইউনিয়নে ৪০ টি গ্রামের ৪০০ জন কৃষকের সাথে পানি সাশ্রয়ী নিরাপদ খাদ্য এবং টেকসই পরিবেশবান্ধব দক্ষ কৃষি অনুশীলন প্রকল্পের কার্যক্রম প্রজেক্টর এর মাধ্যমে উপস্থিত সাংবাদিকদের দেখানো হয়।

কর্মশালায় প্রত্যাশা সামাজিক উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক বিল্লাল হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দামুড়হুদা উপজেলা কৃষি অফিসার মনিরুজ্জামান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা নিরাপদ খাদ্য অফিসার সজীব পাল, চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক মাথাভাঙ্গার সম্পাদক ও প্রকাশক সরদার আল আমিন, দৈনিক পশ্চিমাঞ্চল পত্রিকার নির্বাহী সম্পাদক রুবাইদ বিন আজাদ সুস্থির, দৈনিক সময়ের সমীকরনের প্রধান সম্পাদক নাজমুল হক স্বপন, দৈনিক আকাশ খবরের সম্পাদক ও প্রকাশক জান্নাতুল আওলীয়া নিশি।

কর্মশালায় অংশগ্রহন করেন ইনডিপেন্ডেন্ট টেলিভিশনের জেলা প্রতিনিধি এ্যাড. মানিক আকবর, চ্যানেল আই টেলিভিশনের জেলা প্রতিনিধি রাজীব হাসান কচি, মাছরাঙ্গা টেলিভিশনের জেলা প্রতিনিধি ফাউজার চৌধুরী, এটিএন বাংলা টেলিভিশনের জেলা প্রতিনিধি রফির রহমান, জিটিভি-র জেলা জেলা প্রতিনিধি রিফাত রহমান, একাত্তর টেলিভিশনের জেলা প্রতিনিধি এমএ মামুন, একুশে টেলিভিশনের জেলা প্রতিনিধি প্রফেসর আতিয়ার রহমান, প্রথম আলো জেলা প্রতিনিধি শাহ আলম সনি, চ্যানেল টয়েন্টিফোর টেলিভিশনের জেলা প্রতিনিধি রেজাউল করীম লিটন, ডিবিসি নিউজ টেলিভিশনের জেলা প্রতিনিধি কামরুজ্জামান সেলিম, যমুনা টেলিভিশনের জেলা প্রতিনিধি জিছান আহম্মেদ, দি ইনডিপেনডেন্ট এর জেলা প্রতিনিধি এমএম আলাউদ্দিন, ডেইলি অবজারভার এর জেলা প্রতিনিধি আবুল হাসেম, নাগরিক টেলিভিশনের জেলা প্রতিনিধি হুসাইন মালিক ও দৈনিক জবাবদিহির জেলা প্রতিনিধি আলমগীর কবীর শিপলু, দামুড়হুদা উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক পশ্চিমাঞ্চল পত্রিকার দামুড়হুদা প্রতিনিধি আরিফুল ইসলাম মিলন, দামুড়হুদা উপজেলা এপেক্স ফেড়ারেশনের সহসভাপতি আশরাফুজ্জামান পিন্টু, সাধারন সম্পাদক আব্দুর রাজ্জাক প্রমুখ।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন পানি সাশ্রয় নিরাপদ খাদ্য এবং টেকসই পরিবেশবান্ধব দক্ষ কৃষি অনুশীলন প্রকল্পের প্রকল্প সমন্বয়কারী তোফায়েল আহাম্মেদ।

অনুষ্ঠানটি পরিচালনা করেন প্রত্যাশা সামাজিক উন্নয়ন সংস্থার সমন্বকারী সাইদুর রহমান।




এই জয় আরও এগিয়ে দেবে আমাদের: শান্ত

ইংল্যান্ডকে হোয়াইটওয়াশ করায় গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন নাজমুল হোসেন শান্ত। জাতীয় দলের এই তরুণ তারকা ব্যাটসম্যান তিন ম্যাচের সিরিজে সর্বোচ্চ ১৪৪ রান করে সিরিজ সেরা হন।

মঙ্গলবার মিরপুরে ১৬ রানের জয়ের ম্যাচে ৪৭ রানের অনবদ্য ইনিংস খেলেন শান্ত। এদিন জয়ের পর সাংবাদিকদের শান্ত বলেন, আল্লাহকে ধন্যবাদ। এভাবে সিরিজ জিততে পারাটা দারুণ। কোচিং স্টাফ ও খেলোয়াড়দের বিশেষ ধন্যবাদ।

গত নভেম্বরে অস্ট্রেলিয়ার মেলবোর্নে পাকিস্তানকে হারিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয় ইংল্যান্ড। ইংরেজদের হোয়াইটওয়াশ করা প্রসঙ্গে শান্ত বলেন, এই জয় দল হিসেবে আমাদের আরও এগিয়ে দেবে। ফিল্ডিং ভালো হলে তা বোলারদের সহায়তা করে। সামনে আরেকটি বড় সিরিজ। আশা করি, এই ছন্দটা ধরে রাখতে পারব আমরা।




দামুড়হুদা আব্দুল ওদুদ শাহ ডিগ্রি কলেজে নবীন বরণ অনুষ্ঠান

দামুড়হুদা আব্দুল ওদুদ শাহ ডিগ্রি কলেজে নবীন বরণ ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরুষ্কার বিতরণ করা হয়েছে। চুয়াডাঙ্গা-২ আসনের সাংসদ হাজি আলী আজগার টগর এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরুষ্কার তুলে দেন।

এ উপলক্ষে  মঙ্গলবার বেলা ১১ টার দিকে কলেজ প্রাঙ্গনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। কলেজের অধ্যক্ষ কামাল উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন এমপি আলী আজগার টগর।

তিনি কলেজ শুরু থেকে এ পর্যন্ত সার্বিক চিত্র তুলে ধরে বলেন, এই কলেজে কিছুই ছিলনা। আজকে আপনারা যে বিল্ডিং দেখছেন তা ২০০৮ সালে আওয়ামী লীগ রাষ্ট্রীয় ক্ষমতায় আসার পর করা হয়েছে। অনার্স কোর্স চালু করা হয়েছে। তিনি তার শিক্ষা জীবনের স্মৃতিচারণ করে বলেন, আমরা যখন স্কুলে পড়েছি তখন স্কুলে বেঞ্চ পর্যন্ত ছিলনা। বাঁশের কাবারী দিয়ে ঘিরে ক্লাসরুম করা হয়েছে। আজ সবই আছে। এখন তোমাদেন একমাত্র কাজ মন দিয়ে লেখা পড়া করা। অন্যথায় প্রতিযোগিতায় টিকে থাকতে পারবেনা। তোমাদের সুশিক্ষায় শিক্ষিত হতে হবে। গুরুজনদের শ্রদ্ধা করতে হবে। তোমাদের কাছে পরিবারের অনেক প্রত্যাশা। সুশিক্ষায় শিক্ষিত হয়ে তোমরাই স্মার্ট বাংলাদেশ গড়ে তুলবে।

প্রভাষক মিল্টন কুমার সাহা ও মরিয়ম মারুর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন দামুড়হুদা উপজেলা আওয়ামী লীগের সভাপতি চুয়াডাঙ্গা জেলা পরিষদের চেয়ারম্যান মাহফুজুর রহমান মনজু, কলেজ গভর্নিং বডির সভাপতি দামুড়হুদা উপজেলা চেয়ারম্যান আলি মুনছুর বাবু, উপজেলা নির্বাহী কর্মকর্তা রোকসানা মিতা, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজি সহিদুল ইসলাম। উপস্থিত ছিলেন কলেজের উপাধ্যক্ষ জিন্নাত আলী, দামুড়হুদা সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি উপজেলা ভাইস চেয়ারম্যান শহিদুল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান সাহিদা খাতুন, দামুড়হুদা সদর ইউপি চেয়ারম্যান হযরত আলী, দামুড়হুদা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিউল কবীর ইউসুফ, হাউলী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কলেজ গভর্নিং বডির সদস্য আবু সাইদ খোকন, গভর্নিং বডির সদস্য ইসমাইল হোসেন, ফারুক হোসেন, নিশান তরফদার । সার্বিক সহযোগিতায় ছিলেন সহকারী অধ্যাপক মাওলানা রফিকুল ইসলাম, রবিউল ইসলাম, আনিছুজ্জামান মল্লিক, জহির উদ্দিন, প্রভাষক শরীফুল ইসলাম মিঠু, ক্রীড়া শিক্ষক বশীর আহমেদসহ অন্যান্য শিক্ষকবৃন্দ।




গাংনীতে ৩ কেজি গাঁজা ও মোটরসাইকেল উদ্ধার

পুলিশের হাতে গ্রেপ্তার এড়াতে তিন কেজি গাঁজা ও একটি মোটরসাইকেল ফেলে পালিয়েছে দুই মাদক কারবারী।

মঙ্গলবার সকালে মেহেরপুরের গাংনী উপজেলার ভাটপাড়া এলাকায় এ ঘটনাটি ঘটে। পুলিশ মাদক কারবারী অজ্ঞাত দুজনকে আসামী করে একটি মামলা দায়ের করে। ওই মামলায় গাঁজা ও মোটরসাইকেলটি জব্দ দেখানো হয়েছে।

গাংনী থানার ওসি আব্দুর রাজ্জাক জানান, সীমান্ত এলাকা থেকে মোটরসাইকেল যোগে দুজন মাদক কারবারী আসছে মর্মে সংবাদের ভিত্তিতে গাংনী থানার এসআই আবুল কালাম আজাদ ও সঙ্গীয় ফোর্স ভাটপাড়া গ্রামের ইকোপার্ক সড়কে অবস্থান নেন। এ সময় মোটরসাইকেল আরোহী দুই ব্যক্তির গতিবিধি সন্দেহ হলে পুলিশ তাদের থামার সংকেত দেয়। পুলিশের সংকেত পেয়ে তারা একটি লাল রংয়ের অ্যাপাচি ফোর ভি মোটরসাইকেল ফেলে পালিয়ে যায়। যার রেজিস্ট্রেশন নং মেহেরপুর ল-১১-৭৬৬২।

ওসি আরো জানান, মোটর সাইকেলের মালিক ও মাদক কারবারীদেরকে সনাক্ত করে গ্রেফতারের চেষ্টা চলছে।