টুইটারের মতো ওয়েবসাইট তৈরি করছে মেটা

আলাদাভাবে লেখা আদান–প্রদানের সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাপ নিয়ে কাজ করছে ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটা। ধারণা করা হচ্ছে, মেটার নতুন এই প্ল্যাটফর্ম হতে যাচ্ছে খুদে ব্লগ লেখার ওয়েবসাইট টুইটার ও মাসটোডনের প্রতিদ্বন্দ্বী।

কবে নাগাদ নতুন এই সামাজিক যোগাযোগমাধ্যমটি চালু হবে সে বিষয়ে বিস্তারিত জানা যায়নি। মেটার মুখপাত্র বলেছেন, ‘হালনাগাদ লেখা আদান–প্রদানের জন্য আমরা একটি স্বতন্ত্র সামাজিক যোগাযোগমাধ্যম চালুর জন্য কাজ করছি। আমরা বিশ্বাস করি পৃথক একটি প্ল্যাটফর্ম তৈরির সুযোগ রয়েছে, যেখানে নির্মাতা ও জনপ্রিয় ব্যক্তিরা তাঁদের আগ্রহ সম্পর্কিত বিষয়ের হালনাগাদ তথ্য লেখার মাধ্যমে সময়মতো প্রকাশ করতে পারবেন।’

তবে এর আগে গত বছরের ডিসেম্বরে ফেসবুকের লেখাভিত্তিক একটি সাইট চালুর গুঞ্জন শোনা গিয়েছিল। তখন এও প্রকাশ করা হয়, লেখাভিত্তিক নতুন এ সাইট মেটার আর এক প্রতিষ্ঠান ইনস্টাগ্রামের প্রযুক্তি ব্যবহার করবে। যদিও ইনস্টাগ্রাম ছবি আদান–প্রদানের সাইট ও নির্মিতব্য সাইটটি লেখাভিত্তিক হবে বলে শোনা যাচ্ছে।

নতুন এই সাইটের কাজ এখনো প্রাথমিক পর্যায়ে রয়েছে। সাম্প্রতিক বিবৃতিতে একে স্বতন্ত্র ওয়েবসাইট হিসেবে আত্মপ্রকাশের দাবি করা হচ্ছে। বলা হচ্ছে, এটি একেবারেই ইনস্টাগ্রামের বৈশিষ্ট্য অনুসরণ করবে না। মেটার নতুন সাইটটি মাসটোডোনের মতো স্যোশাল নেটওয়ার্কিং প্রটোকল সমর্থন করবে। বলা হচ্ছে, টুইটারের নতুন প্রতিপক্ষ হতে যাচ্ছে মেটার নতুন এই উদ্যোগ।

সূত্র: ম্যাশেবল




বাচ্চাদের সব থেকে বড় বিদ্যালয় তার পরিবার- জনপ্রশাসন প্রতিমন্ত্রী

সচেতন অভিভাবক ছাড়া সন্তানদের সফল হওয়া সম্ভব না। বাচ্চাদের সবথেকে বড় বিদ্যালয় তার পরিবার। স্মার্ট বাংলাদেশ বিনির্মানে আজকের স্মার্ট সিটিজেন তৈরিতে শিক্ষার কোন বিকল্প নেই। তাই আজকের শিশুকে আগামীর বাংলাদেশের দক্ষ নাগরিক করে গড়ে তোলার ক্ষেত্রে শিক্ষা প্রতিষ্ঠানের পাশাপাশি বাবা-মায়ের ভূমিকা অনেক। শনিবার সকালে মুজিবনগর সরকারি বিদ্যালয়ে নবীন বরণ ও অভিভাবক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন জনপ্রশান প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এমপি।

এছাড়াও তিনি বলেন, শিক্ষার উন্নয়নে শেখ হাসিনার সরকার যা করেছে তা আর কোন সরকার করেতে পারেনি। বছরের শুরুতে নতুন বই, দৃষ্টি নন্দন একাডেমীক ভবন, কম্পিউটার ল্যাব, দক্ষ শিক্ষক নিয়োগসহ নানা কর্মকান্ড বাস্তাবায়ন করেছেন সরকার প্রধান। যুগের সাথে তাল মিলিয়ে যুগোপযোগী শিক্ষা ব্যবস্থা বাস্তবায়ন করতে কাজ করছে বর্তমান সরকার।

মুজিবনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা অনিমেষ বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও স্বাগত বক্তব্য দেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইজারুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন পুলিশ সুপার রাফিউল আলম।

এসময় উপস্থিত ছিলেন, মেহেরপুর জেলা শিক্ষা অফিসার মাহফুজুল হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক লিংকন বিশ্বাস, মুজিবনগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি রফিকুল ইসলাম তোতা, সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, মহাজনপুর ইউনিয়নের চেয়ারম্যান আমাম হোসেন মিলু, বাগোয়ান ইউনিয়নের চেয়ারম্যান আয়ুব হোসেন, বাগোয়ান ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মুজিবুর রহমান মধু, দারিয়াপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোস্তাকিম হক খোকন কমান্ডার, অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন মুজিবনগর সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আলিফ হোসেন।




মেহেরপুর হোমিও প্যাথিক চিকিৎসকের বার্ষিক সম্মেলন

আমরা হোমিও প্যাথিক চিকিৎসক পরিবার মেহেরপুর সংগঠনের ৬ষ্ঠ বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।  শনিবার সকালে মেহেরপুর সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজে এ বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়।

মেহেরপুর জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক মোঃ সাইদুর রহমানের সঞ্চালনায় বার্ষিক সম্মেলন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আমরা হোমিও প্যাথিক চিকিৎসক পরিবার মেহেরপুরের সভাপতি ডাঃ মোঃ সাদিকুজ্জামান সেন্টু (ডি এইচ এম এস, ঢাকা)।

এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ ডাঃ মোঃ শাজাহান আলী (ডি এইচ এম এস), ঢাকা।

প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন ডাঃ মোঃ রফিকুল ইসলাম বি এইচ এম এস (ঢাকা বিশ্ববিদ্যালয়), ডাঃ এম এ আজিজ ডি এইচ এম এস (ঢাকা), ডাঃ মোঃ আমিনুল হক (হোমিওপ্যাথিক) ডাঃ মোঃ শফিউজ্জামান ডি এইচ এম এস (ঢাকা), ডাঃ মাহফুজুর রহমান সহ মেহেরপুরের বিভিন্ন এলাকার ডাক্তাররা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান আয়োজন করে আমরা হোমিও প্যাথিক চিকিৎসক পরিবার মেহেরপুর।




দর্শনা প্রেসক্লাবের তালসারী ডিসি ইকোপার্কে বনভোজন অনুষ্ঠিত

চুয়াডাঙ্গার দর্শনা প্রেসক্লাবের বনভোজন অনুষ্ঠিত হয়েছে। কেরুজ শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সভাপতির আয়োজনে গতকাল শুক্রবার দিনব্যাপী দামুড়হুদা উপজেলার তালসারি ডিসি ইকো পার্কে এ বনভোজন অনুষ্ঠিত হয়।

এসময় ইকো পার্কে সাংবাদিকদের এক মিলন মেলায় পরিণত হয়। জুম্মার নামাজের পর খাওয়া-দাওয়া শেষে ইকো পার্কের গেস্ট হাউজে আড্ডায় মেতে ওঠেন প্রেসক্লাবের সাংবাদিক সহ অতিথীরা।

এ সময় উপস্থিত ছিলেন কেরুজ শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সভাপতি ফিরোজ আহমেদ সবুজ, সহ-সভাপতি মফিজুল ইসলাম, সদস্য হারিজুল ইসলাম,মিরাজল ইসলাম, প্রেসক্লাবের সভাপতি আওয়াল হোসেন, সাধারণ সম্পাদক ওসমান আলী, সাংবাদিক সমিতির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, সহ-সভাপতি জাহিদুল ইসলাম, কামরুজ্জামান যুদ্ধ, সাবেক সভাপতি হানিফ মন্ডল, ইকরামুল হক পিপুল, সাবেক সাধারণ সম্পাদক চঞ্চল মেহমুদ, আহসান হাবিব মামুন, আলমগীর হোসেন, মাহমুদ হাসান রনি, মোস্তাফিজুর রহমান কচি, হাসমত আলী, মাসুম বিল্লাহ, ওয়াসিম রয়েল, ইমতিয়াজ রয়েল, আব্দুল হান্নান, রাজিব মল্লিক, ফরহাদ হোসেন, আবিদ হাসান রিফাত, সুকমল চন্দ্র দাস বাঁধন ও ইয়াছিন জুয়েল প্রমুখ।




মেহেরপুরের বিভিন্ন গ্রামে এম এ এস ইমনের গণসংযোগ

মেহেরপুর-১ (সদর ও মুজিবনগর) আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ও কেন্দ্রীয় আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা উপকমিটির সদস্য এম এ এস ইমন বিভিন্ন গ্রামে গণসংযোগ ও সরকারের উন্নয়ন চিত্র সম্বলিত বুকলেট বিতরণ করেছেন।

গতকাল শুক্রবার বিকালে মেহেরপুর সদর উপজেলার আমঝুপি ও পিরোজপুর ইউনিয়নের বিভিন্ন গ্রামে তিনি নেতাকর্মীদের সঙ্গে নিয়ে এ গণসংযোগ করেন।

গনসংযোগকালে এম এ ইস ইমন বলেন, শেখ হাসিনা মানে উন্নয়ন, সেই উন্নয়নের ক্ষেত্রে শেখ হাসিনার কোন বিকল্প নেই। আওয়ামী লীগ সরকার যেন আবার ক্ষমতায় আসতে পারে এ লক্ষ্যে আমরা আবার মাঠে নেমেছি। এর আগে যেমন করে আমরা প্রত্যেকটি বাড়িতে বাড়িতে গিয়েছি, আওয়ামী লীগের উন্নয়নের কথা বলেছি, শেখ হাসিনার উন্নয়নের কথা বলেছি, আমরা একইভাবে আবার মানুষের কাছে যাচ্ছি, আওয়ামী লীগের উন্নয়নের কথা বলছি। আওয়ামী লীগ সরকারের উন্নয়ন সম্বলিত বুকলেট বিতরণ করছি। বুকলেটটি দেখে সাধারণ মানুষ যাতে বর্তমান সরকারের উন্নয়ন দেখে ভোট দিয়ে আবারও শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারকে ক্ষমতায় নিয়ে আসে।

গণসংযোগকালে মেহেরপুর শহর আওয়ামী লীগের সহসভাপতি বেলাল হোসেন, ২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ফরিদ আহমেদ, জেলা যুবলীগের সদস্য সাজ্জাদ হোসেন, জেলা স্বেচ্ছা সেবক লীগ সম্মেলন প্রস্তুত কমিটির সদস্য মোস্তাফিজুর রহমান চন্দন, শরিফ রেজা পান্না, রবিউল ইসলাম, যুবলীগ নেতা ফারুক হোসেন, আতিক রহমান স্বপন, সানা উল্লাহ, ছাত্রনেতা ইব্রাহিম আলীসহ তিনশতাধিক নেতাকর্মী শোভযাত্রায় অংশ নেন। পরে তিনি নেতাকর্মীদের সাথে নিয়ে নতুন রাজনৈতিক কার্যালয়ের উদ্বোধন করেন।




আওয়ামী লীগ মনোনীত প্রার্থী রওশন আলী টোকনের নির্বাচনী পথসভা

মেহেরপুর সদর উপজেলার আমদহ ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী রওশন আলী টোকনের পথসভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার রাতে আমদহ ইউনিয়নের চকশ্যামনগর (নতুন গ্রামে) এ পথসভা অনুষ্ঠিত হয়।

আমদহ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কাজী সহিদুল ইসলাম সঞ্চালনায় আমদহ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শরিফুল ইসলামের সভাপতিত্বে পথ সভায় বক্তব্য রাখেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী রওশন আলী টোকন, মেহেরপুর জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট মোঃ আব্দুস সালাম, জেলা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি এর সভাপতি ও জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান গোলাম রসুল, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও পিরোজপুর ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল সালাম বাবলু বিশ্বাস, জেলা যুবলীগের যুগ্ন আহ্বায়ক ও পৌর মেয়র মাহফুজুর রহমান রিটন , পৌর আওয়ামী লীগের সভাপতি ইকবাল হোসেন বুলবুল, উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাডভোকেট ইয়ারুল ইসলাম, মেহেরপুর আইনজীবী সমিতির সেক্রেটারি খ ম ইমতিয়াজ হারুন জুয়েল, এডভোকেট খন্দকার আব্দুল মতিন, আব্দুল মান্নান, জেলা আইনজীবী সমিতির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট আব্দুল্লাহ আল মামুন রাসেল, জিনারুল ইসলাম, একরামুল হক হীরা, আমদহ ইউনিয়ন আওয়ামী লীগের  যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আতিয়ার রহমান হিরা।

এ সময় পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন লিখন আলী।




আলমডাঙ্গায় ইউপি চেয়াম্যান ও সচিবসহ ৪ জনের বিরুদ্ধে অর্থ আত্মসাতের মামলা

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার চিৎলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাসানুজ্জামান সরোয়ার ও সচিব মুছাব আলীসহ চারজনের বিরুদ্ধে সরকারের বিভিন্ন প্রজেক্টের অর্থ আত্মসাৎ এর অভিযোগ তুলে মামলা করেছেন অত্র ইউনিয়ন আ.লীগের সভাপতি আব্দুল বাতেন।

গত ২২ ফেব্রুয়ারী চুয়াডাঙ্গা জেলা দায়রা জজ জিয়া হায়দার মামলাটি গ্রহন করেন এবং বাদীর শুনানি গ্রহন করেন।

মামলার অন্যান্য আসামীরা হলেন, আলমডাঙ্গা উপজেলার চিৎলা ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য আয়নাল হক (২ নং ওয়ার্ড) ও ইউপি সদস্য নিজাম উদ্দিন (৪ নং ওয়ার্ড)।

মামলা সুত্রে জানা যায়, চিৎলা ইউনিয়নের সরকারি প্রজেক্টের অর্থ আত্মসাৎ এর অভিযোগ তুলে চেয়ারম্যানসহ চারজনের বিরুদ্ধে ২২ সালের ২৫ সেপ্টম্বর দূর্নীতি দমন কমিশন সেগুন বাগিচা, ঢাকা বরাবর একটি অভিযোগ দায়ের করেন আব্দুল বাতেন। পরবর্তীতে ২২ সালের ৩ অক্টোবরে একই অভিযোগ আবারো পাঠানো হয়। একই সালের ২৭ অক্টোবর অভিযোগ কোন পর্যায়ে আছে জানতে তথ্য অধিকার আইনে দমন কমিশন সেগুন বাগিচা, ঢাকা বরাবর আবেদন করেন বাদিপক্ষ। পরবর্তীতে ২৭ নভেম্বর অভিযোগটি নথিভুক্ত করা হয়েছে বলে দুদক জানায়।

একই সালের ১৩ ডিসেম্বর বাদিপক্ষ অভিযোগটি নথিভুক্ত না রাখিয়া ও সঠিকভাবে যাচাইবাছাই ও প্রাথমিক অনুসন্ধানের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের অনুরোধ করে দুদকের প্রধান কার্যলয়ে একটি দরখাস্ত করেন। সেখানেও কোন কর্ণপাত না করলে মহামান্য হাইকোর্টে একটি রিট পিটিশন (১৫৪/২০২২) দায়ের করেন।

এরপর ২৩ সালের ১৭ জানুয়ারি মহামান্য হাইকোর্টের বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি খিজির হায়াতের গঠিত বেঞ্চ উক্ত রিট মামলাটি স্থানীয় নিম্ন আদালতকে প্রযোজনীয় ব্যবস্থা গ্রহনের আদেশ দেন। একই সাথে হাইকোর্ট চুয়াডাঙ্গা সিনিয়র স্পেশাল জজ আদালতকে মামলা নেয়ার জন্য নির্দেশনা দেন। আদেশের পর গত ২২ ফেব্রুয়ারী চুয়াডাঙ্গা জেলা দায়রা জজ জিয়া হায়দার মামলাটি গ্রহন করেন এবং বাদীর শুনানি গ্রহন করেন।

বাদিপক্ষের আইনজীবি চুয়াডাঙ্গা জজ আদালতের এডভোকেট শফিকুল ইসলাম শফি বলেন, বাদিপক্ষ হাইকোর্ট থেকে একটি অর্ডার নিয়ে এসেছেন, সেখানে বলা হয়েছে, চুয়াডাঙ্গা দায়রা জজ মামলাটি গ্রহন করে দুদকে তদন্ত দেয়ার জন্য। পরে চিৎলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সচিব সহ চারজনের বিরুদ্ধে দূর্নীতি দমন আইনে মামলাটি গ্রহন করেছেন এবং তদন্তের জন্য কুষ্টিয়া দূর্নীতি দমন পরিচালককে নির্দেশনা দিয়েছেন। আগামী সপ্তাহে দুদকের একটি টিম অত্র ইউনিয়নে তদন্তে যাবে।

চিৎলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাসানুজ্জামান সরোয়ার বলেন, ইউনিয়ন পরিষদে বর্তমান কার্যাক্রম সরকারি নিয়ম মেনেই করা হচ্ছে। যদি কেউ কোন বিষয়ে বলে তারা আমার বিরোধী পক্ষ। সে নির্বাচনের মাঠে ছিল আমার প্রতিপক্ষ হিসেবে। আমি জিতে গেছি, সে হেরে গেছে। হয়তো বা এরই শক্রতামূলকভাবে আমাকে হেনস্থা করতে পারে।




দামুড়হুদায় বীর মুক্তিযোদ্ধা ফরিদ মল্লিকের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন

দামুড়হুদা উপজেলার নাটুদহ ইউনিয়নের খলিসাগাড়ি গ্রামের বীর মুক্তিযোদ্ধা ফরিদ মল্লিক(৭৫) ইন্তেকাল করেছেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না এলাহী রাজিউন।

গতকাল বৃহস্পতিবার বিকাল ৫ টার দিকে বার্ধক্যজনিত রোগে আক্রান্ত হয়ে চুয়াডাঙ্গা সদর হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে বীর মুক্তিযোদ্ধা ফরিদ মল্লিক ২ ছেলে ও ২ মেয়ে সহ অনেক গুনাগ্রাহী রেখে গেছেন।

বীর মুক্তিযোদ্ধা ফরিদ মল্লিকের ছেলে রবিউল মাষ্টার জানান, আমার বাবা দীর্ঘ দিন ধরে বার্ধক্যজনিত রোগে আক্রান্ত হয়ে ঘরে ছিলেন। কিন্তু গতকাল বৃহস্পতিবার দুপুর থেকে বুকের ব্যথা বাড়তে থাকায় সন্ধ্যা ৭ টার দিকে চুয়াডাঙ্গা সদর হসপিটালে ভর্তি করা হয়। কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসা প্রদান করলেও শরীরের উন্নতি দেখা দিচ্ছিলনা, পরবর্তীতে সেখানেই চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন । বাবাকে হারিয়ে আমার পরিবার ও অত্র এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

শুক্রবার সকাল ৯টার দিকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে গার্ড অব অনার এবং রাষ্ট্রীয় মর্যাদায় দাফন কার্য সম্পন্ন করা হয়।




দামুড়হুদায় বাল্যবিবাহ, কনের পিতাকে দশ হাজার টাকা জরিমানা

দামুড়হুদা উপজেলা সদরে চিৎলা হালদার পাড়ায় বাল্যবিবাহ আয়োজনের দায়ে কিশোরী কনের বাবাকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে চিৎলা গ্রামে এঘটনা ঘটে।

দামুড়হুদা উপজেলা সহকারী কমিশনার (ভূমি)’র অফিস সুত্রে জানাগেছে উপজেলার চিৎলা হালদার পাড়ায় শ্রী ভগিরথ হালদারের ১৪ বছর বয়সী কন্যার ঝিনাইদহ জেলার হলুধানির নাটাবাড়িয়ায় গ্রামে বাল্যবিবাহের প্রস্তুতি চলছিল।

ওই সময় দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার রোকসানা মিতার নির্দেশনায় দামুড়হুদা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সজল কুমার দাস মোবাইল কোর্ট পরিচালনা করে বাল্যবিবাহের আয়োজন বন্ধ করে দেন । মেয়ের বাবা শ্রী ভগিরথ হালদারকে ১০ হাজার টাকা জরিমানা করেন। পাশাপাশি আদালত মেয়ের বয়স ১৮ না হওয়া পর্যন্ত বিয়ে দেবেন না এবং ১৮ বছর না হওয়া পর্যন্ত বর ওই কিশোরীকে বিবাহ করবেন না মর্মে নির্দেশনা দেয়া হয়।

২০১৭ সালের বাল্যবিবাহ নিরোধ আইন অনুযায়ী এ জরিমানা করা হয়। এসময় তিনি বলেন জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে। এসময় দামুড়হুদা মডেল থানার একটি চৌকস টিম উপস্থিত ছিলেন।




স্নাতক পাসে নিয়োগ দেবে মেরী স্টোপস

নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে মেরী স্টোপস বাংলাদেশ। প্রতিষ্ঠানটিতে ‘মার্কেটিং কো-অর্ডিনেটর ’ পদে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী যোগ্য প্রার্থীরা অনলাইনের মাধ্যমে সহজে আবেদন করতে পারবেন।

পদের নাম

মার্কেটিং কো-অর্ডিনেটর (পুরুষ/নারী)

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা

প্রার্থীকে স্নাতক পাস হতে হবে। মাস্টার্স ডিগ্রীধারীকে অগ্রাধিকার দেওয়া হবে। মাতৃ স্বাস্থ্যসেবা প্রদানকারী প্রতিষ্ঠানে অথবা ফার্মাসিউটিকেলস কোম্পানীতে মার্কেটিং ও সেলস্ এ দুই বছর কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে।

অন্যান্য যোগ্যতা

প্রার্থীকে সংস্থার লক্ষ্যমাত্রা অর্জনের জন্য মার্কেটে/কমিউনিটিতে কাজ করার মানসিকতা থাকতে হবে। প্রার্থীকে স্মার্ট, উদ্যোমী ও কর্মঠ হতে হবে। বৈধ লাইসেন্সসহ মোটর সাইকেল চালনায় পারদর্শী প্রার্থীকে অগ্রাধিকার দেওয়া হবে।

কর্মস্থল

ঢাকা (ধানমণ্ডি )।

বেতন

২০,০০০ টাকা + অন্যান্য সুবিধা।

আবেদনের প্রক্রিয়া

আগ্রহী প্রার্থীরা বিডিজবস অনলাইনে আবেদন করতে পারবেন।

আবেদনের শেষ তারিখ

১৫ মার্চ , ২০২৩।

সূত্র : বিডিজবস