কোটচাঁদপুরে শখের লাট সাহেবের মূল্য লাখ টাকা, প্রদর্শনীতে অর্জন প্রথম পুরস্কার

শখের ছাগল। নাম তাঁর লাট সাহেব। মূল্য হবে লাখ টাকা। বলছেন ছাগল মালিক নাহিদ হাসান। গতকাল বৃহস্পতিবার এ ছাগলটির দেখা মিলেছে কোটচাঁদপুর প্রাণী সম্পদ অফিসের প্রদর্শনী মেলায়।

তিনি বলেন,ছোট বেলা থেকে পশু পালন করে আসছি। যার মধ্যে ছিল ইদুর,খোরগোশ,টিয়া। তবে সে গুলো লাভ জনক ছিল না। শখ করে পালন করতাম। ওইগুলো দেখে মা বলতেন, শখের জন্য পালন করলেও লাভ হবে এমন পশু পালন করতে হবে।

মায়ের কথা শুনে ইউটিউবে সার্জ দিলাম। চোখে পড়ল হাইব্রীড জাতের কিছু ছাগল। এরমধ্যে বেশি পছন্দ হয় এ ছাগলটি। গেল দুই বছর হল ছাগলটি ৫ হাজার টাকা দিয়ে নাটোর থেকে কিনে ছিলাম। এরপর থেকে অতি যত্নে পালন করছি ছাগলটি। এ ছাড়া আরো অন্য জাতের ছাগল রয়েছে। তবে মূল লক্ষ্য তাঁর উপর।

তিনি বলেন, এ ছাগলটি তোতাপুরির সঙ্গে যমুনা পাড়ির সংমিশ্রণ (হাইব্রিড)। ছাগলটির বর্তমান ওজন ১ শ কেজি হয়েছে। মাংসে ধরলে ৬০/৭০ কেজি হবে। বাজার মূল্য অনুযায়ী দাম ৭০/৮০ হাজার হবে। তবে এখনই ছাগলটি বিক্রি করছিনা। মূলত এ ধরনে ছাগল দুই ঈদ উৎসবে বিক্রি করলে ভাল দাম আসে। তবে আমার ইচ্ছে লাখ টাকার মত দাম পেলে ছাগলটি বিক্রি করার ইচ্ছে আছে।

নাহিদ আরো বলেন, গেল ৫ বছর ধরে আমি এ ধরনের ছাগল পালন করে আসছি। তবে এর আগে এত বড় ধরনের ছাগল হয়নি। আর এত দামেরও আশা করিনি।

মেলায় তোলা প্রসঙ্গে তিনি বলেন, আমার ছাগলটি অনেকে দেখেছেন। ওরাই আমাকে জানায় প্রদর্শনীর মেলার কথা। খবর শুনে মেলায় আনা। এ ছাড়া মানুষ কে উৎবুদ্ধ করাটাও ছিল আমার আরেকটি লক্ষ্য। যাতে করে অনেকে আমার মত শখ করে পালন করে লাখ টাকা বিক্রির স্বপ্ন দেখে।

নাহিদ হাসান, কোটচাঁদপুর নারান বাড়িয়া গ্রামের বাসিন্দা। সে ওই গ্রামের মশিয়ার রহমানের ছেলে। সে কৃষি কাজের সঙ্গে জড়িত। মেলায় ছাগলটি প্রদর্শনী করিয়ে প্রথম পুরস্কার অর্জন করেছেন ওই যুবক।




দামুড়হুদায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত

“স্মার্ট বাংলাদেশের প্রত্যয় দুর্যোগ প্রস্তুতি সবসময়” এ প্রতিপাদকে সামনে রেখে দামুড়হুদায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস ২০২৩ পালিত হয়েছে।

শুক্রবার সকাল ১০টার সময় দামুড়হুদা উপজেলা প্রশাসনের আয়োজনে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের বাস্তবায়নে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে দিবসটি উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার রোকসানা মিতা’র সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সজল কুমার দাস, উপজেলা কৃষি অফিসার মনিরুজ্জামান, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার অভিজিৎ কুমার, উপজেলা শিক্ষা অফিসার সাকী সালাম, সহকারী শিক্ষা অফিসার নাসির উদ্দিন, উপজেলা সমাজসেবা অফিসার তোফাজ্জল হক, উপজেলা সমবায় অফিসার হারুন অর রসিদ, উপজেলা পাট অফিসার রিয়াজুল ইসলাম, প্রভাষক আবু জাফর, উপজেলা প্রশাসনিক কর্মকর্তা ফায়জুল ইসলাম, দামুড়হুদা ফায়ার সার্ভিস স্টেশন অফিসার নাসির উদ্দিনসহ ফায়ার সার্ভিসের সদস্য বৃন্দ, পিআইও অফিসের অ:স: জাকির হোসেন, কার্যসহকারী বিপ্লব হোসেন। অনুষ্ঠানটির সহযোগিতায় ছিলেন দিনার ও রফিকুল ইসলাম প্রমুখ।




বিশেষ চলচ্চিত্র হিসেবে জাতীয় পুরস্কার পেলো ‘টুঙ্গিপাড়ার মিয়া ভাই’

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে নির্মিত ‘টুঙ্গিপাড়ার মিয়া ভাই’ সিনেমাটি ‘জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০২১’ এ মুজিববর্ষের বিশেষ চলচ্চিত্র পুরস্কার পেয়েছে।

গতকাল বৃহস্পতিবার বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এক বর্ণাঢ্য আয়োজনে জাতীয় চলচ্চিত্র পুরস্কার শিল্পী-কলাকুশলীদের হাতে তুলে দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সিনেমাটির প্রযোজক পিংকি আক্তার প্রধানমন্ত্রীর হাত থেকে পুরস্কার গ্রহণ করেন।

সেলিম খান পরিচালিত ‘টুঙ্গিপাড়ার মিয়া ভাই’ সিনেমায় বঙ্গবন্ধুর চরিত্রে অভিনয় করেছেন শান্ত খান। এতে শান্ত খানের বিপরীতে অভিনয় করেছেন দীঘি। সিনেমাটির গল্প গড়ে উঠেছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে। স্টোরি স্প্ল্যাশ মিডিয়া ব্যানারে চিত্রনাট্য রচনা করেছেন শামীম আহমেদ রনী।

‘মুজিববর্ষের বিশেষ চলচ্চিত্র’ হিসেবে ‘টুঙ্গিপাড়ার মিয়া ভাই’ সিনেমাটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়ায় উচ্ছ্বাস প্রকাশ করেন সিনেমাটির নাম ভূমিকায় অভিনয় করা শান্ত খান।

তিনি বলেন, ‘চলচ্চিত্রের ক্ষুদ্র একজন অভিনয় শিল্পী হয়ে নিজের কাছে খুব আনন্দিত লাগছে। আজকে এইদিনে ‘টুঙ্গিপাড়ার মিয়া ভাই’ জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছে। যেখানে আমি একজন মহান নেতা, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের চরিত্রটি করার জন্য সুযোগ পেয়েছি।’

শান্ত আরও, ‘আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি মমতাময়ী মা জননেত্রী শেখ হাসিনার প্রতি। আপনার এই উৎসাহ আমাদের মতো ক্ষুদ্র নতুন শিল্পীদের সামনে আরও কঠিন কাজ করার অনুপ্রেরণা যোগাবে। আমি কৃতজ্ঞ জ্ঞাপন করছি মাননীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী হাছান মাহমুদ স্যারের কাছে। আমি কৃতজ্ঞ এই চলচ্চিত্রের পরিচালকবৃন্দ ও সকল টেকনিশিয়ানের কাছে, আমার সাথে সকল দক্ষ অভিনয়শিল্পীদের কাছে। যাদের অক্লান্ত পরিশ্রমে চলচ্চিত্রটি পুরস্কৃত হয়েছে।’

সূত্র: ইত্তেফাক




মেহেরপুরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালন

“স্মার্ট বাংলাদেশের প্রত্যয়, দুর্যোগ প্রস্তুতি সবসময়” এই প্রতিপাদ্য সামনে রেখে মেহেরপুরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস ২০২৩ উদযাপন উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে।

শুক্রবার সকালে মেহেরপুর জেলা শিল্পকলা একাডেমী মোড় থেকে র‍্যালিটি বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে মেহেরপুর জেলা প্রশাসকের কার্যালয় গিয়ে শেষ হয়।

এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) লিংকন বিশ্বাস, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট গোলাম রাব্বানী সোহেল, মেহেরপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মোঃ আব্দুর রাজ্জাক মেহেরপুর জেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা সার্কেল অ্যাডজুট্যান্ট মোঃ আল মামুম, সদর পিআইও না‌হিদা ইসলাম সহ স্কুলের বিভিন্ন শিক্ষার্থী এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।




লঙ্কান পেস দাপটে চাপে নিউজিল্যান্ড

শ্রীলঙ্কার পেসারদের দাপটে ক্রাইস্টচার্চ টেস্টের দ্বিতীয় শেষে চাপে স্বাগতিক নিউজিল্যান্ড। ৫ উইকেট হাতে নিয়ে ১৯৩ রানে পিছিয়ে রয়েছে নিউজিল্যান্ড। প্রথম ইনিংসে ৩৫৫ রানে শেষ হয় শ্রীলঙ্কার ইনিংস। জবাবে দিন শেষে ৫ উইকেট হারিয়ে ১৬২ রানের সংগ্রহ করেছে স্বাগতিকরা।

দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে কুশল মেন্ডিস ও অধিনায়ক দিমুথ করুনারত্নের জোড়া হাফ-সেঞ্চুরিতে প্রথম দিন শেষে ৬ উইকেটে ৩০৫ রান করেছিলো সফরকারী শ্রীলঙ্কা। শুক্রবার (১০ মার্চ) দ্বিতীয় দিন বাকী ৪ উইকেটে ৫০ রানের বেশি যোগ করতে পারেনি শ্রীলঙ্কা। লঙ্কানদের শেষ ৪ উইকেট ভাগাভাগি করে নিয়েছেন নিউজিল্যান্ডের দুই পেসার অধিনায়ক টিম সাউদি ও ম্যাট হেনরি।

ইনিংসে সাউদি ৬৪ রানে ৫টি ও হেনরি ৮০ রানে ৪ উইকেট নেন। ৯২ ম্যাচের টেস্ট ক্যারিয়ারে ১৫তম বারের মত পাঁচ বা ততোধিক উইকেট নিলেন সাউদি। এই ইনিংসে শ্রীলঙ্কার পক্ষে কুশল মেন্ডিস ৮৭, করুনারত্নে ৫০, অ্যাঞ্জেলো ম্যাথুজ ৪৭ ও ধনাঞ্জয়া ডি সিলভা ৪৬ রান করেন। শ্রীলঙ্কার ইনিংস শেষে ব্যাট করতে নেমে ৬৭ রানের সূচনা পায় নিউজিল্যান্ড। জুটিতে ৩০ রান অবদান রেখে প্রথম ব্যাটার হিসেবে লঙ্কান পেসার আসিথা ফার্নান্দোর শিকার হন ডেভন কনওয়ে। এরপর নিউজিল্যান্ডের দুই ব্যাটার কেন উইলিয়ামসনকে ১ ও হেনরি নিকোলসকে ২ রানে শিকার করেন আরেক লঙ্কান পেসার লাহিরু কুমারা। ৭৬ রানে তৃতীয় উইকেট পতন হয় নিউজিল্যান্ডের।

চতুর্থ উইকেটে ৫৮ রানের জুটি গড়ে দলের স্কোর তিন অংকে নিয়ে যান ওপেনার টম লাথাম ও ড্যারিল মিচেল। হাফ-সেঞ্চুরি করে ফার্ন্দান্দোর দ্বিতীয় শিকার হয়ে ৬৭ রানে আউট হন লাথাম। দিনের শেষ ভাগে উইকেটরক্ষক টম ব্লান্ডেলকে ৭ রানে আউট করেন পেসার কাসুন রাজিথা। পরবর্তীতে মাইকেল ব্রেসওয়েলকে নিয়ে দিনের খেলা শেষ করেন মিচেল। মিচেল ৪০ ও ব্রেসওয়েল ৯ রানে অপরাজিত আছেন। শ্রীলঙ্কার পক্ষে ফার্নান্দো ও কুমারা নেন ২টি করে উইকেট।

সূত্র: ইত্তেফাক




ধ্রুপদী গানের অ্যাপ আনছে অ্যাপল

ধ্রুপদী সংগীতপ্রেমীদের জন্য সুখবর। অ্যাপল মিউজিক ক্ল্যাসিক্যাল নামের স্ট্রিমিং অ্যাপ চালু করছে অ্যাপল। অ্যাপটি কাজে লাগিয়ে বিশ্বজুড়ে বিভিন্ন ভাষার ধ্রুপদী গান শোনা যাবে। শুধু তা–ই নয়, চাইলে শুধু ধ্রুপদী সুরও শোনার সুযোগ মিলবে। সবকিছু ঠিক থাকলে ২৮ মার্চ অ্যাপটি চালু করা হবে বলে জানিয়েছে অ্যাপল।

অ্যাপল মিউজিক ক্ল্যাসিক্যাল স্ট্রিমিং অ্যাপটিতে কয়েক লাখ ধ্রুপদী গানের পাশাপাশি কয়েক হাজার গানের অ্যালবাম রয়েছে। গানের শিরোনাম বা অ্যালবামের পাশাপাশি সুরকারের নাম লিখেও নির্দিষ্ট গান খুঁজে পাওয়া যাবে অ্যাপটিতে। ফলে ব্যবহারকারীরা সহজেই নিজেদের পছন্দের ক্ল্যাসিক্যাল গান শোনার সুযোগ পাবেন। অ্যাপটিতে ডলবি প্রযুক্তি ব্যবহার করায় গানের শব্দও হবে নিখুঁত।

অ্যাপল মিউজিক ক্ল্যাসিক্যাল অ্যাপটি আইওএস ১৫.৪ থেকে পরবর্তী সংস্করণে চলা আইফোনে ব্যবহার করা যাবে। বিনা মূল্যেই ব্যবহার করা যাবে অ্যাপটি। তবে সবাই নয়, শুধু অ্যাপল মিউজিকে নিবন্ধিতরা এ সুযোগ পাবেন।

সূত্র: টেক ক্রান্চ




দামুড়হুদার চন্ডিপুরে রাস্তার পাশের ৩০টি সরাকারী গাছ কেটে বিক্রি

দামুড়হুদা উপজলায় সরকারি প্রায় ৩০টি গাছ কেটে বিক্রি করেছে উপজেলার চন্ডিপুর গ্রামর রিয়াজুল ইসলাম, আতিয়ার রহমান, হারুণ মােল্লা ও তাজুল মুহুরীর বিরুদ্ধে। উপজেলার কুড়ালগাছি ইউনিয়নের চন্ডিপুর গ্রামে।

গতকাল বৃহস্পতিবার এ ঘটনা ঘট। অভিযুক্তরা সবাই একই গ্রামের বাসিন্দা। গাছ কাটার খবর পেয় কুড়লগাছি ভুমি অফিসের সহকারী ভুমি কর্মকর্তা তরিকুল ইসলাম দ্রুত ঘটনাস্হলে গিয়ে অর্ধেক গাছ জব্দ করেন এবং অর্ধেক গাছ অন্যত্র সরিয়ে নিয়েছে গাছ মালিক।

স্থানীয় লােকজন সুত্রে জানা গেছে, উপজেলার চন্ডিপুর কবরস্থান মাঠ পাড়ার পাশের ৩০টি মেহগনি গাছ ছিল। ওই গাছগুলা রিয়াজুল ইসলাম, আতিয়ার রহমান, হারুণ মাল্লা ও তাজুল মুহুরীর জমির পাশে থাকায় তারাযুক্তি করে নিজেরাই কেটে বিক্রি করে দেন। যার আনুমানিক মুল্য লক্ষ্যধিক টাকা।

উপজেলার কুড়লগাছি ইউনিয়ন ভুমি অফিসের সহকারী ভুমি কর্মকর্তা তরিকুল ইসলাম বলেন, খবর পেয়দ্রুত ঘটনাস্থলে গিয়ে অর্ধেক গাছ জব্দ করি এবং অর্ধেক গাছ অন্যত্র সরিয়ে নিয়েছে তারা । তারা তাদের জমির ধারে থাকায় কেট বিক্রি করেছে। বিষয়টি আড়াল করতে অনেক গাছের গােড়ার অংশ মাটি দিয়ে ঢেক দেওয়া হয়েছে। আগামী সােমবার জমির মাপ হবে তার আগ পর্যন্ত গাছ গুলা ঐখানেই থাকবে। যদি রাস্তার ভিতর হয় তাহল আমরা তাদর বিরুদ্ধ আইনি ব্যবস্থা নেবার জন্য উপজলা নির্বাহি অফিসার কাছ সুপারিশ করবাে।

অভিযুক্ত রিয়াজুল ইসলাম, আতিয়ার রহমান, হারুণ মাল্লা ও তাজুল মুহুরীর জানান, আমার জমির পাশে গাছগুলা থাকায় কেটছি। এখন বিষয়টি নিয়ে একটু ঝামেলা হচ্ছে। তব গাছ কাটার আগে আমাদেরক আমিন নিয়ে এসে জমি মেপে গাছ কাটতে হতাে। আমাদের ভুল হয়েছে। শুনলাম পিচ রাস্তা হবে তাই আমরা গাছগুলা কেটে বিক্রি করি।

এ বিষয়ে কুড়লগাছি ইউনিয়ন পরিষদর চেয়ারম্যান কামাল উদ্দীন বলেন, আগামি সােমবার ঐরাস্তার মাপ আমিন দিয়ে মাপ যোপ করা হবে । সিদান্ত না হওয়া পর্যন্ত কাটা গাছ জমিতেই থাকবে।

এ ব্যাপার দামুড়হুদা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সজল কুমার দাস বলেন, আমি এইমাত্র শুলনাম অবশ্যই আইনগত ব্যবস্থা নেওয়া হবে।




বারমুডা ট্রায়াঙ্গেল ও রহস্য

বারমুডা ট্রায়াঙ্গেল যা শয়তানের ত্রিভুজ নামে পরিচিত। এটি উত্তর আটলান্টিক মহাসাগরের একটি ব্যস্ততম অঞ্চল। বারমুডা ট্রায়াঙ্গেল নিয়ে বেশ কয়েকজন লেখক বই লিখেছেন। ১৯৫০ সালে প্রথম বারমুডা ট্রায়াঙ্গেল নিয়ে খবর প্রকাশিত হয়। বারমুডা ট্রায়াঙ্গেল নিয়ে অনেক রহস্যের কথা শোনা যায়। উত্তর আটলান্টিক মহাসাগরে বারমুডা ট্রায়াঙ্গেল অবস্থিত।

বারমুডা আইল্যান্ড, পোর্তো রিকো এবং ইউএসএ এর ফ্লোরিডা এই তিনটি স্থান যোগ করলে একটি ত্রিভুজ পাওয়া যায়। এটি বারমুডা ট্রায়াঙ্গেল নামে পরিচিত। শোনা যায় এখানে অনেক সামুদ্রিক জাহাজ এবং উড়োজাহাজ নিখোঁজ হয়েছে।

আমার সি ক্যারিয়ারে বেশ কয়েকবার শিপ নিয়ে বারমুডা ট্রায়াঙ্গেল অতিক্রম করার সুযোগ হয়েছে। আমি সর্বশেষ ২০২০ সালের জানুয়ারি মাসে শিপ নিয়ে বারমুডা ট্রায়াঙ্গেল পার হয়ে ইউএসএ এর একটি পোর্ট নিউ ইয়রলেন্স গিয়েছিলাম।

এখান দিয়ে শিপ যাওয়ার সময় সতর্কতা অবলম্বন করতে হয়। বারমুডা ট্রায়াঙ্গেলে শিপ নিখোঁজ হওয়ার পেছনে যে কারণগুলোর থাকতে পারে সেগুলো হল :

১.চৌম্বকীয় অনিয়মিততা।পৃথিবীর চুম্বকীয় ক্ষেত্রে একটি স্থানীয় পরিবর্তনের কারণে শিপ এর ম্যাগনেটিক কম্পাস বা দিকদর্শন যন্ত্র সঠিকভাবে কাজ নাও করতে পারে।
২.চতুর্মুখী কারেন্ট বা জলস্রোত।
৩.পানির নিচে থাকা বিপদজনক রিফ বা প্রবাল প্রাচীর।
৪.সমুদ্রে সৃষ্ট হারিকেন বা ঘূর্ণিঝড় এর প্রভাব।

এছাড়াও অনেক অজানা কারণ থাকতে পারে। উপরে উল্লেখিত কারণে সামুদ্রিক জাহাজ বা উড়োজাহাজ বিপদে পড়তে পারে। তবে এও জানা যায় কিছু কিছু লেখক বারমুডা ট্রায়াঙ্গেল নিয়ে অতিরঞ্জিত ভাবে লিখেছেন যা এখনো রহস্য আবৃত।

বারমুডা অঞ্চল দিয়ে বিশ্বের বাণিজ্যিক জাহাজ এবং প্রমোদ তরী চলাচল করে। জাহাজগুলো আমেরিকা, ইউরোপ ও ক্যারাবিয়ান দ্বীপপুঞ্জে যাতায়াত করে। এ অঞ্চলের আকাশ পথ দিয়েও বিভিন্ন রুটে বাণিজ্যিক ও ব্যক্তিগত বিমান চলাচল করে। বারমুডা ত্রিভুজের বিস্তৃতির বর্ণনায় বিভিন্ন লেখক বিভিন্ন মত দিয়েছেন। তবে লিখিত বর্ণনায় যে সাধারন অঞ্চলের ছবি ফুটে ওঠে তাতে রয়েছে ফ্লরিডার আটলান্টিক উপকূল, পুয়ের্তো রিকো, মধ্য আটলান্টিকের বারমুডা দ্বীপপুঞ্জ এবং বাহামা ও ফ্লরিডা ইস্টেটস এর দক্ষিণ সীমানা। এসব অঞ্চলেই অধিকাংশ দুর্ঘটনা ঘটেছে বলে শোনা যায়। এই ত্রিভুজের উপর দিয়ে মেক্সিকো উপসাগর থেকে স্টেটস অফ ফ্লোরিডা হয়ে উত্তর আটলান্টিকের দিকে প্রবাহিত হয় উষ্ণ সমুদ্র স্রোত। এই তীব্র গতির স্রোত ভাসমান বস্তুকে স্রোতের দিকে ভাসিয়ে নিয়ে যেতে পারে। এখানে আবার হঠাৎ করে ঝড় ওঠে এবং থেমে যায়,গ্রীষ্মে ঘূর্ণিঝড় আঘাত হানে। এইসব কারণে এই অঞ্চলে জাহাজ ডুবি একটি স্বাভাবিক ঘটনা ছিল। অনেক জাহাজ ও বিমান এসব অঞ্চলে চালকের ভুলের কারণেও দুর্ঘটনায় পতিত হয়েছে।

তবে একবিংশ শতাব্দীতে জাহাজের অত্যাধুনিক যন্ত্রপাতি,টেলিযোগাযোগ, রেডার, জিপিএস, স্যাটেলাইট প্রযুক্তির কারণে এসব অঞ্চলে দুর্ঘটনা অনেকটাই কমে এসেছে। বর্তমানে জাহাজে প্রযুক্তির উন্নয়নের কারণে আবহাওয়া এবং ঘূর্ণিঝড় সম্পর্কে অনেক আগে থেকেই পূর্বাভাস পাওয়া যায় এবং সেভাবেই জাহাজ পরিচালনা করা হয়। জাহাজের নাবিক ও জাহাজের নিরাপত্তার জন্য প্রয়োজনবোধে জাহাজের রুট পরিবর্তন করা হয়।

লেখক: মাস্টার মেরিনার, ক্লাস ওয়ান ও এক্স ক্যাডেট ,বাংলাদেশ মেরিন একাডেমি চট্টগ্রাম।




জীবননগরে ত্রি-মুখী সংঘর্ষ আহত-২

জীবননগর শিয়ালমারী বাজারে গরু বিক্রি করতে যেয়ে  ত্রি-মুখী সংঘর্ষে দুই জন গুরুত্বর আহত হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার সময় জীবননগর উপজেলার মনোহরপুর গ্রামের আলার মোড়ে এ দুর্ঘটনা ঘটে এতে গাড়ির চালকসহ দুই জন গুরুত্বর আহত হয়েছে।

আহতদের উদ্ধার করে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য ভর্তি করা হলে তাদের অবস্থা আশস্ক জনক হওয়ায় প্রাথমিক চিকিৎসা শেষে তাদের উন্নত চিকিৎসার জন্য যশোর সদর হাসপাতালে রেফাট করা হয়।

আহতরা হলেন, জীবননগর পৌর সভার ৪নং ওর্য়াডের আবুল কাশেমের ছেলে মোঃ লিটন লিটন (৩৮) এবং হাসাদহ ইউনিয়নের মাধবপুর গ্রামের খালিদ হোসেনের ছেলে আলমসাধু চালক নাহিদ (৩০)।

স্থানীয় সুত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকালে আলম সাধু চালক নাহিদ তার গাড়িতে করে গরু বিক্রি করার জন্য শিয়ালমারী বাজারের দিকে যাচ্ছিল এ সময় জীবননগর পৌর পশু হাট থেকে গরু জবাই করে লিটন গরুর মাংস বিক্রি করার জন্য ভ্যান যোগে শিয়ালমারী বাজারে যাচ্ছিল অপর দিক থেকে একটি পাওয়ার টিলার এসে ধাক্কা দিলে ত্রি-মুখী সংঘর্ষের ঘটনা ঘটে।

এ সময় গুরুত্বর আহত অবস্থায় লিটন কসাই ও নাহিদকে স্থানীয় জনগন উদ্ধার করে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

জীবননগর উপজেলা স্বাস্থ্য স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ নুসরাত জাহান বলেন, বৃহস্পতিবার সকালে দুইজন গুরুত্বর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসার জন্য আসে তাদের অবস্থা আশস্কা জনক হওয়ার ফলে তাদের প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য যশোর সদর হাসপাতালে রেফাট করা হয়েছে।




জীবননগরে প্রাথীদের সাথে আইন-শৃঙ্খলা বিষায়ক মতবিনিময় সভা

আগামি ১৬ মার্চ জীবননগর উপজেলার ৬টি ইউনিয়নে অনুষ্ঠিত হতে যাচ্ছে ইউপি নির্বাচন । এই নির্বাচন উপলক্ষে প্রাথীদের সাথে আইন-শৃঙ্খলা বিষায়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার সকাল ১১টার সময় জীবননগর উপজেলা নির্বাচন অফিসের আয়োজনে জীবননগর সরকারি থানা পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

জীবননগর উপজেলা নির্বাহী অফিসার মোঃ রোকুনুজ্জামানের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন,চুয়াডাঙ্গা জেলার অতিরিক্তি জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ আরাফাত রহমান।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (দামুড়হুদা-জীবননগর ) সার্কেল মোঃ মুন্না বিশ্বাস, চুয়াডাঙ্গা জেলা নির্বাচন অফিসার তারেক আহম্মেদ,জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আব্দুল খালেক, জীবননগর উপজেলা নির্বাচন অফিসার মোঃ মেজর আহম্মেদ প্রমুখ।