মেহেরপুরে সমাজসেবার সহকারি পরিচালকের বদলীর দাবিতে মানববন্ধন

মেহেরপুর সমাজসেবার সহকারি পরিচালক কাজী কাদের মোঃ ফজলে রাব্বির বদলীর দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছে সাধারণ ছাত্র জনতা।

সোমবার (১৩ই জানুয়ারি ) সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এই মানববন্ধন ও বিক্ষোভ অনুষ্ঠিত হয়। এসময় বক্তব্য রাখেন তাহসিন রাব্বি, মাহাফুজুর রহমান সুইম, হাফিজুর হক প্রমুখ।

বক্তারা বলেন, আওয়ামী লীগের দোসর ফজলে রাব্বি নানা অনিয়ম দুর্নীতিতে জড়িত। জেলা সমাজসেবাকে সে দুর্নীতির আতুরঘর বানিয়েছে। ইতোপূর্বে বিভিন্ন গণমাধ্যম তার বিরুদ্ধে একাধিক সংবাদ প্রকাশিত হয়েছে। তার বিরুদ্ধে বিগত ও বতর্মান জেলা প্রশাসকের কাছে অভিযোগ দেওয়া হয়েছে। তারপরও তার বিরুদ্ধে কোন ব‍্যবস্থা নেওয়া হয়নি। এই দুর্নীতিবাজকে মেহেরপুর থেকে দ্রুত বদলী করা না হলে আগামীতে কঠোর কর্মসূচি পালন করা হবে।




শীতে ত্বকের সমস্যায় নিতে পারেন যেসব ঘরোয়া সমাধান

শীত মানেই ত্বকের সমস্যা। শীতে বাতাসের কারণে শীতের তীব্রতা তো আছেই, শুষ্কতা এবং আদ্রতার অভাবে ত্বককে রুক্ষ, খসখসে এবং নিষ্প্রাণ করে তোলে।

ত্বক তার প্রাকৃতিক উজ্জ্বলতা হারাতে থাকে; সাথে নানা সমস্যা শুষ্কতা, ফাটল, রুক্ষভাব এবং কালচে দাগ দেখা দেয়। এ সমস্যা থেকে মুক্তি পেতে রয়েছে ঘরোয়া সমাধান। যা হতে পারে সহজ এবং প্রাকৃতিক উপাদানের মাধ্যমে। জেনে নেয়া যাক উপায়গুলো কি-

মধু

মধু শীতকালে ত্বককে নরম এবং আর্দ্র রাখার জন্য অত্যন্ত কার্যকরী। প্রাকৃতিক ময়শ্চারাইজার হিসেবে কাজ করে, যা ত্বকে আর্দ্রতা প্রদান করে এবং শুষ্কতা দূর করে। মধু ত্বকের ন্যাচারাল গ্লো ফিরিয়ে আনতে সাহায্য করে। শীতের সময় যখন ত্বক আর্দ্রতার অভাবে সান্ধ্য ও ক্লান্ত হয়ে পড়ে, তখন মধু ব্যবহার করলে ত্বক হয়ে ওঠে কোমল, স্বাস্থ্যকর এবং উজ্জ্বল।

এছাড়া শীতকালীন একটি সহজ প্রাকৃতিক ওষুধ হলো কমলার রসের সঙ্গে মধু মিশিয়ে ত্বকে লাগানো। এটি ত্বকের ময়শ্চারাইজেশন বাড়ায় এবং ত্বকের পিগমেন্টেশন দূর করতে সাহায্য করে। আবার মধু ও টকদই মিশিয়ে একটি প্যাক তৈরি করে ত্বকে লাগানোও বেশ কার্যকরী। এটি ত্বকের শুষ্কতা দূর করে এবং উজ্জ্বলতা ফিরিয়ে আনে।

বেসন

সাধারণত আমাদের ঘরোয়া রান্নার একটি অপরিহার্য উপাদান বেসন। কিন্তু অনেকে জানেন না, তা ত্বকচর্চারও এক গুরুত্বপূর্ণ উপাদান। শীতকাল ছাড়া বছরের অন্য সময়েও ত্বকে মসৃণতা আনতে এবং ত্বকের উজ্জ্বলতা বাড়াতে বেসন কার্যকরী। এটি ত্বকের মৃত কোষগুলো পরিষ্কার করতে সাহায্য করে এবং ত্বককে মসৃণ ও উজ্জ্বল করে তোলে। বেসন, টকদই, হলুদ মিশিয়ে একটি প্যাক তৈরি করে ত্বকে ব্যবহার করলে তা ত্বকের শুষ্কতা দূর করে ও উজ্জ্বলতা আনে। অন্যদিকে, বেসন এবং কাঁচা দুধ মিশিয়ে একটি পেস্ট তৈরি মেশালে তা ত্বককে গভীরভাবে পুষ্টি দেয় এবং ত্বকের আর্দ্রতা বজায় রাখে। বেসন ত্বককে নরম এবং সজীব করে তোলে।

অ্যালোভেরা

অ্যালোভেরা হলো এক প্রাকৃতিক মহাওষুধ। যা শীতকালে ত্বকের জন্য অত্যন্ত উপকারী। অ্যালোভেরার জেলটি ভিটামিন, খনিজ এবং অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ। এটি ত্বককে আর্দ্র রাখে এবং শুষ্কতা, দানাযুক্ত ত্বক প্রশমিত করতে সাহায্য করে। অ্যালোভেরা ত্বকের ক্ষত বা ফাটলও দূর করে এবং শীতের মধ্যে ত্বককে নরম ও মসৃণ রাখে।

অ্যালোভেরা জেল এবং মধু মিশিয়ে এটি ত্বকে লাগাতে পারেন। এটি ত্বকের আর্দ্রতা বজায় রাখে এবং ত্বককে সজীব করে তোলে। এছাড়া, অ্যালোভেরা ত্বকের চুলকানি ও রাশ দূর করতে সাহায্য করে এবং ত্বককে প্রশান্তি দেয়।

টমেটো

শীতকালীন সহজলভ্য তরকারি। শীতে ত্বকের ওষুধ হিসেবে কাজে লাগাতে পারেন।টমেটো একটি প্রাকৃতিক উপাদান যা ত্বকের বিভিন্ন সমস্যা দূর করতে সাহায্য করে। টমেটো ত্বকের অতিরিক্ত তেল নিয়ন্ত্রণ করতে এবং ত্বকের পিগমেন্টেশন দূর করতে কার্যকরী। এতে অ্যান্টিঅক্সিডেন্ট গুণ রয়েছে যা ত্বকের ক্লান্তি ও শুষ্কতা কাটিয়ে ত্বককে উজ্জ্বল করে তোলে। শীতের সময় ত্বকে অ্যান্টি-এজিং প্রভাবও সৃষ্টি করতে পারে টমেটো।টমেটোর রস এবং মুলতানি মাটি মিশিয়ে একটি প্যাক তৈরি করুন। এটি ত্বককে গভীরভাবে পরিষ্কার করে এবং ত্বকের কালচে ভাব দূর করতে সাহায্য করে। আপনি টমেটোর রস সরাসরি ত্বকে ব্যবহার করেও উজ্জ্বলতা পেতে পারেন

পানি পান করুন

পানির অভাবে শীতকালে ত্বক শুষ্ক হতে পারে, আর্দ্রতা হারিয়ে যেতে পারে। এটি মূলত ত্বককে ভিতর থেকে শুকিয়ে ফেলে। এর ফলে ত্বকে শুষ্কতা এবং রুক্ষতা সৃষ্টি হয়। তাই, শীতকালে আমাদের ত্বকের ভিতর থেকে হাইড্রেটেড থাকা অত্যন্ত জরুরি। সারাদিন প্রচুর পানি পান করুন, এতে ত্বকের আর্দ্রতা বজায় থাকবে।

এছাড়া, শীতকালে সূর্যের ক্ষতিকারক রশ্মি থেকেও ত্বককে সুরক্ষিত রাখতে সানস্ক্রিন ব্যবহার অত্যন্ত জরুরি। সঠিক সানস্ক্রিন ত্বকের বয়স বাড়ানো, ত্বকের পিগমেন্টেশন এবং সানবার্ন প্রতিরোধ করতে সাহায্য করে। স্নানের পরে নিয়মিত ভালো ময়শ্চারাইজার ব্যবহার করতে হবে যাতে ত্বক আর্দ্র এবং সজীব থাকে।

শীতকালে ত্বকের সঠিক যত্ন নেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। ঘরোয়া প্রতিকারগুলো ত্বককে আর্দ্র ও স্বাস্থ্যকর রাখতে সহায়তা করে, যাতে ত্বক শীতের তীব্রতা মুক্ত থাকতে পারে। মধু, বেসন, অ্যালোভেরা, টমেটো এবং প্রচুর পানি পান করার মাধ্যমে আপনি আপনার ত্বককে সুন্দর এবং উজ্জ্বল রাখতে পারবেন। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল ত্বককে ভালবাসা, যত্ন নেওয়া এবং সঠিকভাবে প্রাকৃতিক উপাদানগুলি ব্যবহার করা।

সূত্র: যুগান্তর




মেহেরপুরের বাড়িবাঁকায় তারুণ্যের মেলা অনুষ্ঠিত

মেহেরপুর সদর উপজেলার বাড়িবাঁকা সীমান্ত মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে শিক্ষার্থীদের অংশগ্রহণে “এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই” এই প্রতিপাদ্যে তারুণ্যের মেলা ২০২৫ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৩ জানুয়ারি) সকাল ১০টায় মেহেরপুর সদর উপজেলার বুড়িপোতা ইউনিয়নের বাড়িবাঁকা সীমান্ত মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণে এই মেলার আয়োজন করা হয়।

তিন দিনব্যাপী চলমান এই মেলায় বিদ্যালয়ের ৭ম থেকে ১০ম শ্রেণির শিক্ষার্থীরা বাংলাদেশের ঐতিহ্যবাহী ও প্রাচীন সংস্কৃতির নানা উপকরণ প্রদর্শন করে। শিক্ষার্থীদের সৃজনশীলতা ও ঐতিহ্যের প্রতি আগ্রহ দর্শকদের মুগ্ধ করে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা শিক্ষা অফিসার মোঃ হযরত আলী। শিক্ষার্থীদের তৈরি প্রদর্শনী দেখে তিনি অত্যন্ত খুশি হন এবং তাদের প্রশংসা করেন। তিনি তার বক্তব্যে বলেন, এই ধরনের আয়োজন নতুন প্রজন্মকে দেশপ্রেম ও সংস্কৃতির প্রতি আরও আগ্রহী করে তুলবে।

এসময় বাড়িবাঁকা সীমান্ত মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাশ্বত নিপ্পন, মেহেরপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মাহবুব চান্দুসহ বিদ্যালয়ের শিক্ষক ও অভিভাবকগণ উপস্থিত ছিলেন।

মেলা ঘিরে পুরো বিদ্যালয় প্রাঙ্গণে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে। স্থানীয় অভিভাবক ও গণ্যমান্য ব্যক্তিরাও মেলায় অংশ নেন এবং শিক্ষার্থীদের কাজের প্রশংসা করেন।




প্রেম করছেন করণ জোহর, বিল মেটায় তার সঙ্গী!

বলিউডের জনপ্রিয় নির্মাতা করণ জোহরকে আলোচনার কমতি নেই। তার প্রেম কিংবা সম্পর্ক সব কিছুতেই আগ্রহ দেখান ভক্তরা। এর বড় কারণ হচ্ছে, এখনও সিংগেল লাইফ কাটাচ্ছেন নামজাদা এ নির্মাতা। এবার বুঝি সেই প্রতীক্ষার অবসান ঘটল। করণ নিজেই জানালেন, প্রেম করছেন তিনি!

হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুযায়ী, সম্প্রতি স্যোশাল মিডিয়ায় এসে নিজের ‘রিলেশনশিপ স্ট্যাটাস’ এর কথা জানালেন করণ জোহর। তিনি নাকি এমন একজনের সঙ্গে প্রেম করছেন, যে নাকি তার সমস্ত কথা শোনে। শুধু তাই নয়, আবার বিভিন্ন বিলও নাকি মিটিয়ে দেয়! তবে কে সেই করণের প্রেমিকা?

করণ জানান, তিনি বেশ কিছু দিন যাবৎ ‘ইনস্টাগ্রাম’-এর সঙ্গে সম্পর্কে রয়েছেন। তিনি লেখেন, ‘আমি ইনস্টাগ্রামের সঙ্গে প্রেম করছি। ও আমার কথা শোনে। আমি যাতে নিজের স্বপ্ন সফল করতে উদ্যত হই, সেই দিকে নজর রাখে। কখনও আবার বিলও মিটিয়ে দেয়। ওকে ভালো না বেসে পারা যায়? করণের এই পোস্ট মুহূর্তেই ভাইরাল হতে দেখা যায়। এতে অবশ্য কিছুটা হতাশ হন তার ভক্তরা।

কিছুদিন আগেই বন্ধুদের নিয়ে এক পার্টিতে গিয়েছিলেন করণ। নজর কেড়েছিল তার টিশার্টে লেখা বার্তা। তার টিশার্টে লেখা ছিল ‘নেপো কিড। ‘নেপো’ আসলে নেপোটিজমের অপভ্রংশ, যার অর্থ ‘স্বজনপোষণ’।

পরিবারতন্ত্র নিয়ে নানা বিতর্কে জড়িয়েছেন তিনি। শুধু তারকা সন্তানদেরই তিনি সুযোগ দেন, এমন অভিযোগও রয়েছে তার দিকে। তবে সে সব নিয়ে নিজেই মশকরা করেন করণ। তাই এদিনও নিন্দুকদের খোঁচা দিতেই এমন টিশার্ট বেছে নিয়েছিলেন তিনি।

সূত্র: ইত্তেফাক




ঝিনাইদহে এক রাতে সর্বহারা হলো ২৬ জন

ঝিনাইদহ সদরের সর্ব বৃহৎ বাজার হাটগোপালপুরে ২৬ টি দোকানে চুরির ঘটনা ঘটেছে। গতকাল রবিবার দিবাগত রাতে দোকানগুলোর দরজার তালা কেটে চুরি ক্যাশবক্স ভেঙে নগদ টাকা ও মালামাল নিয়ে গেছে।

স্থানীয় পুলিশ ক্যাম্পের কয়েকশ গজ দূরের বাজারে এ রকম চুরির ঘটনা জনমনে নানা রহস্য তৈরি হয়েছে।

ব্যবসায়ীরা জানান, ওই বাজারের মোট ২৬টি দোকানে চুরি হয়েছে। এসব দোকান থেকে ক্যাশবক্স ভেঙে নগদ টাকা, গামেন্টস সামগ্রী, ওষুধ ও অন্যান্য মালামাল নিয়ে যায় চোরের দল।

স্থানীয় পদ্মকর ইউনিয়নের চেয়ারম্যান বিকাশ কুমার বিশ্বাস বলেন, গত কিছুদিন ধরে বিভিন্ন এলাকায় চুরি ডাকাতির কথা শুনে আমাদের বাজারের ব্যবসায়ীদের সর্তক থাকতে বলেছিলাম। দুর্ভাগ্যবশত একই রাতে ২৬ টি দোকানে চুরি হয়ে গেল। দাগী অপরাধী ও মাদাকাসক্তদের গ্রেপ্তার না করলে চুরি-ডাকাতি আরো বেড়ে যাবে।

এ ব্যাপারে ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার মুহিদুর রহমান কালের কণ্ঠকে বলেন, ওই বাজারে চুরির ঘটনায় স্থানীয় পুলিশ ক্যাম্পের সদস্যসহ বাজারের পাহারাদারদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আশা করছি খুব দ্রুত সময়ের মধ্যে চুরির রহস্য উন্মোচন করা হবে।




পেনাল্টি-লাল কার্ডের ফাইনালে রিয়ালকে বিধ্বস্ত করে চ্যাম্পিয়ন বার্সেলোনা

মরুর বুকে ফুলের সুবাস। সুপার কাপের এল ক্লাসিকোয় সেই সুবাস ছড়িয়ে বার্সেলোনাকে শিরোপা জেতালেন লামিনে ইয়ামাল-রাফিনিয়ারা। সৌদি আরবের মাঠে শ্রেষ্ঠত্বের মঞ্চে ৫-২ ব্যবধানে প্রতিপক্ষ রিয়াল মাদ্রিদকে বিধ্বস্ত করেছে বার্সা।

এতে নিজেদের রেকর্ডটা আরো সমৃদ্ধ করেছে বার্সেলোনা।

আগেই সর্বোচ্চ ১৪ বারের চ্যাম্পিয়ন বার্সা এবার নামের পাশে ১৫ সংখ্যা বসাল। বার্সার রেকর্ড বাড়ানোর শিরোপা কোচ হ্যান্সি ফ্লিকের অধীনে প্রথম।
কিং আব্দুল্লাহ স্পোর্টস সিটিতে শুরুতেই দুই দল আক্রমণের পসরা সাজাল। শুরুটা করেছিল বার্সেলোনা।

কিন্তু ফল ভোগ করে রিয়াল মাদ্রিদ। নির্দিষ্ট করে বললে কিলিয়ান এমবাপ্পে। বল নিয়ে যেভাবে নিজের ট্রেডমার্ক দৌড়ে প্রতিপক্ষের খেলোয়াড়দের বোকা বানিয়ে বল জালে জড়াতে অভ্যস্ত তিনি, আজ ঠিক তেমনটাই দেখা গেছে। পঞ্চম মিনিটে ভিনিসিয়ুস জুনিয়রের কাছ থেকে মাঝ মাঠে বল পেয়ে শুরু করলেন তার দৌড়।
প্রতিপক্ষের ডিফেন্ডার বালদেকে দুই পায়ের কারিকুরিতে কিছুটা পরাস্ত করে বার্সেলোনার ডি বক্সে প্রবেশ করে ডান পায়ে শেষে গোলরক্ষক ভয়েচেক সিঝনিকে করলেন পরাস্ত।
অথচ, কাউন্টার অ্যাটাকে পাওয়া এমবাপ্পের গোলের আগে দ্বিতীয় মিনিটেই গোল পাওয়ার কথা ছিল লামিনে ইয়ামালের। তবে বক্সের বাইরে থেকে নেওয়া তার শট প্রতিহত করে দেন থিবো কোর্তয়া। এর দুই মিনিট পর রিয়ালকে আরেকবার বাঁচান বেলজিয়ামের সাবেক গোলরক্ষক। রাফিনিয়ার হেডকে জালে জড়াতে না দিয়ে।

তার এমন বীরত্বের পরেই এমবাপ্পের জাদুকরী গোল।
তবে এরপরের গল্পটা শুধুই বার্সেলোনার। পিছিয়ে পড়া বার্সা নিজেদের খেলা গুছিয়ে নিয়ে সমতায় ফেরার চেষ্টা করে। তার ফল তারা পায় ম্যাচের ২২ মিনিটে। ১৭ বছর বয়সী লামিনে কি দুর্দান্ত গোলটাই না করলেন। শান্ত মাথায় বাঁ পায়ে পথ দেখিয়ে দিলেন বলকে। সমতায় ফেরা বার্সা চার্ম পেয়ে রিয়ালের বুকে পরে ছুরি চালিয়ে দেয়।

প্রথমার্ধে ৭৮ শতাংশ বল পজিশনই শুধু রাখেনি বার্সেলোনা, তিন মিনিটের মাথায় দুই গোল দিয়ে ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে নেয়। ৩৬ মিনিটে গাভীকে এদুয়ার্দো কামাভিঙ্গা বক্সের মধ্যে ফাউল করলে পেনাল্টি পায় বার্সা। ১১ গজ দূরত্ব থেকে গোল করতে ভুল করেননি রবার্ট লেভানডফস্কি। ২ মিনিট পরে রাফিনিয়া হেডে ব্যবধান ৩-১ করেন। তার গোলের চেয়ে অবশ্য লম্বা থ্রু বলটা ছিল দেখার মতো। ডান দিকের প্রায় মাঝমাঠ থেকে মাপা এক লম্বা বল বাড়ান জুলেস কুন্দে, তাতে শুধু মাথাটা ছুঁয়ে দেন ব্রাজিলিয়ান তারকা।

৯ মিনিটের যোগ করা সময়ে আরেকটি গোল করে রিয়ালকে বলা যায় ম্যাচ থেকেই ছিটকে দেয় বার্সেলোনা। যোগ করা সময়ের একদম শেষ মুহূর্তে গোল করেন ডিফেন্ডার বালদে। বিরতি শেষে ৪-১ ব্যবধানটা কমানোর বিপরীতে আরেকটি গোল হজম করে রিয়াল। ৪৮ মিনিটে মার্ক কাসাদোর পাস ধরে অ্যান্তোনিও রুডিগার ও অঁরিলিয়ে চুয়ামেনিকে পরাস্ত করে নিজের দ্বিতীয় গোল করেন রাফিনিয়া।

ফিরতি মিনিটেই অবশ্য ব্যবধান কমানোর সুযোগ পেয়েছিল রিয়াল। তবে ৪৯ মিনিটে রদ্রিগোর নেওয়া শট জালে জড়ায়নি। বাধা হয়ে দাঁড়ায় পোস্ট। বাঁ পোস্টে গেলে চলে যায় গোল লাইনের বাইরে। ৫-১ ব্যবধানে পিছিয়ে থাকা রিয়ালের ম্যাচে ফেরাটা যেন তখনই শেষ হয়ে যায়।

তবে ম্যাচে ফেরার দারুণ এক মঞ্চ পেয়েছিল রিয়াল। ৫৬ মিনিটে যখন ‍বক্সের বাইরে এসে এমবাপ্পেকে ফাউল করেন বার্সেলোনার গোলরক্ষক সিজনি। শুরুতে অবশ্য ফরাসি তারকাই ফাউল করেছে বলে হলুদ কার্ড দেখান রেফারি গিল মানজানো। এর প্রতিবাদ করলে ভিনিও হলুদ কার্ড দেখেন। তবে ভিএআরে সেই সিদ্ধান্ত বাতিল হয়ে যায়। এমবাপ্পে-ভিনির হলুদ কার্ড বাতিল করে রেফারি সিজনিকে লাল কার্ড দেখান। ওই ফাউলের ফ্রি কিক থেকে দারুণ এক শটে ব্যবধান ৫-২ করেন রদ্রিগো।

বাকি ৩৪ মিনিটসহ যোগ করা সময়ে ১০ জনের বার্সেলোনাকে পেয়ে বসার সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেনি রিয়াল। গোলশোধ দিতে মরিয়া হয়ে ওঠা কার্লো আনচেলত্তির দল ৯০ মিনিটে একটা সুযোগ পেয়েছিল। এমবাপ্পের দারুণ ব্যাকহিলে অবশ্য যথাসময়ে বলকে সঠিক পথ দেখাতে পারেননি জুড বেলিংহাম। যোগ করা সময়ের ষষ্ঠ মিনিটে নিজের দ্বিতীয় গোল পেয়েই যাচ্ছিলেন এমবাপ্পে। কিন্তু তার শটে বাধা হয়ে দাঁড়ান বদলি গোলরক্ষক ইনাকি পিনা। কর্নারের বিনিময়ে দলকে রক্ষা করেন। তার বীরত্বের পরেই রেফারি শেষ বাঁশি বাজিয়ে দেন। এতে করে টানা দ্বিতীয় ম্যাচে জয় নিয়ে মাঠ ছাড়ে বার্সা। সর্বশেষ এল ক্লাসিকোয় সান্তিয়াগো বার্নাব্যুতেই রিয়ালকে ৪-০ ব্যবধানে বিধ্বস্ত করেছিল বার্সা।

সূত্র: কালের কন্ঠ




মেহেরপুরে বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলা উদ্বোধন

মেহেরপুরে ৪৬ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলার উদ্বোধন করা হয়েছে। সোমবার (১৩ জানুয়ারি) সকাল ১০ টার দিকে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের তত্ত্বাবধানে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় মেহেরপুর সদর উপজেলা পরিষদ চত্বরে এই মেলার আয়োজন করা হয়।

মেহেরপুর সদর উপজেলা নির্বাহী অফিসার খায়রুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কেটে মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক সিফাত মেহনাজ।

পি আই ও সাইদুর রহমানের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা সহকারী কমিশনার ভূমি অফিসার গাজী মূয়ীদুর রহমান, সহকারী কমিশনার মোঃ আবীর হোসেন, জেলা মাধ্যমিক অফিসার  মোঃ মনিরুল ইসলাম, প্রাথমিক অফিসার ফারুক উদ্দিন প্রমুখ।

মেহেরপুরে সদর উপজেলা ৪৬তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলায় ১৯ টি শিক্ষা প্রতিষ্ঠান অংশগ্রহণ করেছে।




জোর পূর্বক জমি দখল করে নেওয়াই ভুক্তভোগীর সংবাদ সম্মেলন

৩৩ বছর দখলে থাকা জমি জোর পূর্বক দখল করেছেন প্রতিপক্ষ আব্দুল্লাহ ওরফে বাবু। ওই জমি ফেরতের দাবীতে রবিবার কোটচাঁদপুর উপজেলা প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী হাসান মোল্লা।

সংবাদ সম্মেলন হাসান মোল্লার পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন, ভুক্তভোগীর ছোট ভাই আব্দুল বাশার। এ সময় উপস্থিত ছিলেন, ইউপি সদস্য অমেদুল ইসলাম, জমি বিক্রেতা আব্দুল কুদ্দুস, প্রতিবেশী আলমগীর বিশ্বাস, আব্দুর রশিদ ও রবিউল ইসলাম।

তিনি বলেন, গেল ৩৩ বছর হল আমেনা খাতুন ও আনোয়ারা খাতুনের কাছ থেকে ১৬৯ শতক জমির মধ্যে ৯৭৪, ৯৭৫, ১৬৬৭ দাগের ডাঙ্গা শ্রেণিভুক্ত ৮৮ (আটাশি) শতক জমির মধ্যে ৭১ (একাত্তর) শতক জমি ইং ১৭/১২/১৯৯১ তারিখে ২৯৫৯ নং দলিল মূলে ক্রয় করি। সে থেকে আমি ভোগ করে আসছি।

গেল ০৯-০১-২৫ তারিখে এলাকার কিছু ভাড়াটিয়া মানুষদের নিয়ে গিয়ে সে জমি দখল করেছেন। যার মধ্যে ছিলেন, আব্দুল্লাহ ওরফে বাবু, সাইফুল ইসলাম, আঃ ছাত্তার, আমির হোসেন।

তিনি আরো বলেন, তফসীল বর্ণিত জমি নিয়া বিবাদীরা ইতিপূর্বে কোটচাঁদপুর থানায় অভিযোগ করেন। ওই অভিযোগে পেক্ষিতে কোটচাঁদপুর থানা থেকে ঘটনাটি তদন্তে সরজমিনে যান। এরপর উভয় পক্ষের কাগজপত্র যাচাই অন্তে আমার জমির পরিমাণ ও ভোগ দখল সঠিক আছে বলে বিষয়টি নিষ্পত্তি করিয়া দেন। বিবাদীরা ওই মিমাংসা অমান্য করে জোর পূর্বক অবৈধভাব ভাড়াটি সন্ত্রাসিদের সহযোগিতায় দখল করে নিয়েছেন।

বলেছেন, এরপরও যদি ওই জমির পাশে যায়,তাহলে তারা আমার ও আমার পরিবারের মানুষদেরকে মেরে ফেলবে। বর্তমানে আমি ও আমার পরিবার তাদের ভয়ে ভীত সন্ত্রস্ত অবস্তায় দিন যাপন করছি। এ ব্যাপারে তিনি সুষ্ট তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহনের জন্য সংশ্লিষ্ট কর্তাব্যক্তিদের হস্তক্ষেপ কামনা করেছেন। সাথে সাথে ওই জমি ফেরত পেতে সহায়তা ও অবৈধ দখলদারদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহনের দাবিও জানিয়েছেন তিনি।

বিষয়টি নিয়ে আব্দুল্লাহ ওরফে বাবু বলেন, ওইটা আমার মায়ের জমি। ওয়ারিশ সুত্রে আমি পেয়েছি। আমি কারোর জমি দখল করি নাই। তারাই জমি দখল করে নিয়েছেন। তারা আমার বিরুদ্ধে যে অভিযোগ করেছেন, সেটা মিথ্যা।




মেহেরপুরে নিখোঁজের দু’দিন পর মিললো বৃদ্ধ’র মরদেহ

দু’দিন নিখোঁজের পর স্থানীয় মাঠ থেকে জবেদ আলী (৭০) নামের এক বৃদ্ধ’র মরদেহ উদ্ধার করেছে মেহেরপুর সদর থানা পুলিশ।

রবিবার (১২ জানুয়ারি) বিকেলের দিকে মেহেরপুর সদর উপজেলার নিশ্চিন্তপুর গ্রামের একটি মাঠ থেকে জবেদ আলীর মরদেহ উদ্ধার করা হয়।

জবেদ আলী মেহেরপুর সদর উপজেলার নিশ্চিন্তপুর গ্রামের বাদল শেখের ছেলে। সে পেশায় একজন কৃষক। তার দুই ছেলে ও দুই মেয়ে রয়েছে । মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেখ মেসবাহ উদ্দীন এই তথ্য নিশ্চিত করেছেন।

ওসি শেখ মেজবাহ উদ্দিন আহমেদ জানান, নিশ্চিন্তপুর মাঠে ওই কৃষকের মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌছে মরদেহ উদ্ধার করে সুরোতহাল শেষে মেহেরপুর ২৫০ শয্য বিশিষ্ট মেহেরপুর জেনারেল হাসপাতাল মর্গে নেওয়া হয়েছে। তবে তার মৃত্যুর কারণ এখন পর্যন্ত জানা যায়নি।

তবে, নিহতের বড় ছেলে আসাদুল ইসলাম জানান , গত দু’দিন ধরে তিনি নিখোঁজ ছিলেন। বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করে তাকে পাওয়া যায়নি। পরিবারের আশংকা তাকে কেউ হত্যা করে তাকে মাঠে ফেলে রাখতে পারে।




ঝিনাইদহে জুলাই ঘোষণাপত্রের লিফলেট বিতরণ ও গণসংযোগ

ছাত্র জনতার আন্দোলনে শহীদদের রাষ্ট্রীয় স্বীকৃতি ও জুলাই গণঅভ্যুত্থান ঘোষণাপত্রের দাবিতে ঝিনাইদহে লিফলেট বিতরণ ও গণসংযোগ করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি। গতকাল শনিবার বিকেলে শহরের কেন্দ্রীয় শহীদ মিনার চত্বর থেকে এ কর্মসূচি শুরু হয়।

সেসময় সংক্ষিপ্ত সমাবেশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ঝিনাইদহ জেলা শাখার সমন্বয়ক আবু হুরায়রা, জাতীয় নাগরিক কমিটি জেলা শাখার আহ্বায়ক নাসির আল সাদী, সদস্য সচিব তরিকুল ইসলাম তারেকসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।

উপস্থিত ছিলেন, বৈষমবিরোধী ছাত্র আন্দোলনের সাইদুর রহমান, রত্না খাতুন, তানাইম, সাব্বির আহমেদ জুয়েল, নাগরিক কমিটির এডভোকেট জাহিদুর রহমান, মুজাহিদুল হক, মনির হোসেন, তরিকুল ইসলাম, হুমায়ুন কবির প্রমুখ।

সেসময় বক্তারা, জুলাই গণঅভ্যুত্থানে ছাত্র-জনতার জীবনের বিনিময়ে ফ্যাসিবাদ আওয়ামী দুঃশাসনের পতন হয়েছে উল্লেখ করে দেশে আর কখনোই যেন ফ্যাসিবাদ কায়েম না হতে পারে সেজন্য ছাত্র জনতা এ বিষয়ে সোচ্চার থাকার আহ্বান জানিয়ে বলেন, চাঁদাবাজ, লুটপাট ও বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। সমাবেশ শেষে শহরের বিভিন্ন এলাকায় জুলাই গণঅভ্যুত্থানের স্বীকতি ও ঘোষণাপত্র প্রকাশে জনমত গঠনের লক্ষ্যে লিফলেট বিতরণ করা হয়।