জয় বাংলা কনসার্টে নিহতদের স্মরণে এক মিনিট নীরবতা

রাজধানীর আর্মি স্টেডিয়ামে সপ্তমবারের মতো জয় বাংলা কনসার্টের আয়োজন করেছে সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশন (সিআরআই) এর তারুণ্যের প্লাটফর্ম ইয়াং বাংলা। বুধবার (৮ মার্চ) রাজধানীর আর্মি স্টেডিয়ামে বিকেল ৩টার দিকে শুরু হয় এ কনসার্ট। শুরুতেই গুলিস্তানের ফুলবাড়িয়া এলাকায় বিস্ফোরণে নিহতদের স্মরণ করে ও শ্রদ্ধা জানিয়ে এক মিনিটের নীরবতা পালন করা হয়।

এর আগে মঙ্গলবার গুলিস্তানে হওয়া বিস্ফোরণের ঘটনায় ১৯ জন নিহত হয়েছেন (বুধবার বিকেল পর্যন্ত)। এছাড়াও আহত হয়েছেন আরও অর্ধশত মানুষ। এই মানুষগুলো ও তাদের পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়ে শুরু হয় কনসার্টের আয়োজন।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ মার্চের ভাষণকে স্মরণ করে তরুণদের দেশপ্রেমে উদ্বুদ্ধ করতে ২০১৫ সাল থেকে ইয়াং বাংলার নিয়মিত আয়োজন জয় বাংলা কনসার্ট। করোনা মহামারীর কারণে বিগত দুই বছর আর্মি স্টেডিয়াম দেখেনি তারুণ্যের এই উচ্ছাস।

চলতি বছরে পবিত্র শবে বরাতের কারণে একদিন পিছিয়ে ৮ মার্চ হচ্ছে জয় বাংলা কনসার্ট।

আয়োজকরা জানিয়েছেন, মঞ্চে পারফর্ম করবে ‘আর্টসেল’, ‘ক্রিপটিক ফেইট’, ‘চিরকুট’, ‘নেমেসিস’, ‘লালন’, ‘আরেকটা রক ব্যান্ড’, ‘মেঘদল’, ‘অ্যাভয়েড রাফা’ ও ‘কার্নিভাল’।

সূত্র: ইত্তেফাক




বোলিং র‍্যাংকিংয়ে সেরা পাঁচে সাকিব

সদ্য সমাপ্ত ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে বল দারুণ পারফর্ম করেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। আর তাই এমন পারফরম্যান্সে ভর করে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি) প্রকাশিত ওয়ানডে বোলিং র‍্যাংকিংয়ে পাঁচ নম্বরে উঠে এসেছে সাকিব।

বোলার র‍্যাংকিংয়ে সেরা পাঁচে উঠে আসার সঙ্গে অলরাউন্ডারের তালিকাতে শীর্ষস্থান ধরে রেখেছেন এই টাইগার অলরাউন্ডার। ইংল্যান্ডের বিপক্ষে বল হাতে ৬ উইকেট শিকার করেন সাকিব। প্রথম দুই ম্যাচে দুই উইকেট নেন সাকিব। আর শেষ ম্যাচে ৪ উইকেট শিকার করেন সাকিব। সেইসঙ্গে প্রথম বাংলাদেশি হিসেবে ওয়ানডেতে ৩০০ নেওয়ার মাইলফলক স্পর্শ করেন তিনি।

শেষ ম্যাচে সাকিব বল হাতে ৪ উইকেট ও ব্যাট হাতে ৭৫ রান করেন। তার অলরাউন্ড পারফরম্যান্সে ভর করে ইংল্যান্ডের বিপক্ষে হোয়াইটওয়াশ এড়ায় বাংলাদেশ।

সূত্র: ইত্তেফাক




মেহেরপুরের আমদহে বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেমের ইন্তেকাল

মেহেরপুর সদর উপজেলার আমদহ গ্রামের বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

আজ বুধবার ভোর সাড়ে চারটার দিকে তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৮০ বছর। তিনি দুই স্ত্রী, দুই ছেলে, এক মেয়ে, নাতি-নাতকুড়িসহ অসংখ্য গুনাগ্রহী রেখে গেছেন।

বুধবার সকাল ১১ টার সময় আমদহ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে পুলিশের একটি চৌকস দল মরদেহ গার্ড অফ অর্ডার প্রদান করেন। এসময় বিউগলে করুন সুর বেজে উঠে। মেহেরপুরের সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল বাকী রাষ্ট্রের পক্ষে সালাম গ্রহণ করেন।

পরে জানাযা শেষে স্থানীয় কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়। জানাজা ও দাফন কাজে অন্যদের মধ্যে মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন অবসরপ্রাপ্ত এম এ মালেক, কদম আলী, সিরাজ আলী, মমিন ইসলামসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেন।




গাংনীতে আন্তর্জাতিক নারী দিবস পালিত

মেহেরপুরের গাংনীতে পালিত হয়েছে আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে।”ডিজিটাল প্রযুক্তি ও উদ্ভাবন ও জেন্ডার বৈষম্য করবে নিরসন” প্রতিপাদ্যে নানা আয়োজনের মধ্য দিয়ে দিবসটি পালন করা হয়।

এ উপলক্ষে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে বুধবার সকাল ১০টার দিকে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার(ভারপ্রাপ্ত) রনী খাতুনের সভাপতিত্বে ও বিউটিফিকেশন প্রশিক্ষক নার্গিস সুলতানার সঞ্চালনায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাংনী উপজেলা পরিষদ চেয়ারম্যান এমএ খালেক।

স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাছিমা খাতুন। বক্তব্য রাখেন মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা ইয়াসমিন, উপজেলা সহকারি কমিশনার(ভূমি) নাদির হোসের শামিম, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান একেএম শফিকুল আলম, আওয়ামী লীগ নেতা মনিরুজ্জামান আতু। এসময় বিভিন্ন কর্মকর্তা ও প্রশিক্ষনার্থীসহ সুবিধাভোগী উপস্থিত ছিলেন।




দর্শনার ঈশ্বরচন্দ্রপুর গ্রামের ফেন্সিডিলসহ টুটুল গ্রেফতার

দর্শনায় ঘরের মধ্যে অভিযান চালিয়ে খাটের নিচ থেকে ৪০ বোতল ফেন্সিডিলসহ মাদক সম্রাট টুটুলকে গ্রেফতার করছে ডিবি পুলিশ।

জানাযায় গতকাল মঙ্গলবার বিকাল ৫ টার দিকে চুয়াডাঙ্গা জেলা ডিবি শাখার ইনচার্জ, শেখ সফিকুর রহমান গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় ঈশ্বরচন্দ্রপুর গ্রামে। এ সময় ডিবি পুলিশের এস আই সাজ্জাদ হোসেন, এ এস আই বিজন কুমার ভট্টাচার্য, এ এস আই রমেন কুমার সরকার, এ এস আই আবেদুর রহমান, সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায়, দর্শনা পৌরসভার ঈশ্বরচন্দ্রপুর গ্রামে মাদক সম্রাট টুটুলের বাড়ি।

এ সময় ডিবি পুলিশ বড় মসজিদ পাড়ার হোসেন আলীর ছেলে শাহিনুজ্জামান টুটুল(৫০)কে ৪০ বোতল ভারতীয় ফেনসিডিলসহ গ্রেফতার করে। পরে তার স্বীকারোক্তিতে তার বাড়িতে অভিয়ান চালিযে বসতবাড়ির শয়নকক্ষের খাটের নীচ হতে ৪০ বোতল অবৈধ মাদকদ্রব্য ফেন্সিডিল উদ্ধার করে। পরে গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে দর্শনা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে। গতকালই তাকে মাদক আইনে মামলাসহ তাকে চুয়াডাঙ্গা কোর্ট হাজতে প্রেরন করেছে




জীবননগরে দিন ব্যাপী ফ্রি চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন 

জীবননগরে দিন ব্যাপী ফ্রি চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন করা হয়েছে । গতকাল  সোমবার সকাল ১০টার সময় ওয়েভ ফাউন্ডেশনের আয়োজনে জীবননগর উপজেলার মনোহরপুর ইউনিয়নের ধোপাখালী প্রবীণ কেন্দ্রে দিন ব্যাপী যৌন ও চম রোগের উপর ‍ফ্রি চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন করা হয়।

মনোহরপুর ইউনিয়নের ৭নং ওয়াড আওয়ামীলীগের সভাপতি জাকির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন,মনোহরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোহরাব হোসেন খান।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন,ডাঃ মোঃ ফারুক হোসেন,ওয়েভ ফাউন্ডেশনের কমকতা মোঃ লিটন মিয়া প্রমুখ।




জীবননগরে ৭মার্চ উদযাপন উপলক্ষে প্রতিযোগী শিক্ষার্থীদের মাঝে পুরষ্কার বিতরণ

জীবননগর উপজেলায় ৭মার্চে উদযাপন উপলক্ষে প্রতিযোগী শিক্ষাথীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার জীবননগর উপজেলা প্রশাসনের আয়োজনে সকাল ৮টার সময় জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্মমাল্য দেওয়া হয় এবং দুপুর ১২টার সময় জীবননগর উপজেলা অডিটোরিয়ামে ঐতিহাসিক ৭মার্চ উদযাপন উপলক্ষে চিত্র অংকন, ছড়া-কবিতা ও বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণের ওপর শিক্ষার্থীদের মধ্যে প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়। পরবর্তীতে প্রতিযোগীতায় ১ম ২য় ও ৩য় স্থান বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়।

জীবননগর উপজেলা নির্বাহী অফিসার মোঃ রোকুনুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন , চুয়াডাঙ্গা-২ আসনের মাননীয় সংসদ সদস্য হাজী মোঃ আলী আজগার টগর।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জীবননগর উপজেলা পরিষদের চেয়ারম্যান হাজী মোঃ হাফিজুর রহমান হাফিজ, জীবননগর উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোঃ নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক আবু মোঃ আব্দুল লতিফ অমল, জীবননগর পৌর মেয়র মোঃ রফিকুল ইসলাম, জীবননগর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ আব্দুস সালাম ইশা, জীবননগর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ আয়েশা সুলতানা লাকী,উপজেলার সহকারী কমিশনার ভূমি তিথি মিত্র ,মনোহরপুর ইউপি চেয়ারম্যান সোহরাব হোসেন খান,হাসাদহ ইউপি চেয়ারম্যান রবিউল ইসলাম বিশ্বাস প্রমুখ।




জীবননগরের তিন দিন ব্যাপী কৃষি মেলার উদ্বোধন 

জীবননগরে তিন দিন ব্যাপী কৃষি মেলার উদ্বোধন করা হয়েছে।মঙ্গলবার সকাল ১১টার সময় জীবননগর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা চত্বরে এ কৃষি মেলা অনুষ্ঠিত হয়।

চুয়াডাঙ্গা জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক বিভাষ চন্দ্র সাহার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে তিন দিন ব্যাপী কৃষি মেলার উদ্বোধন করেন চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য হাজী মোঃ আলী আজগার টগর।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন,জীবননগর উপজেলা পরিষদের চেয়ারম্যান হাজী মোঃ হাফিজুর রহমান,জীবননগর পৌর মেয়র রফিকুল ইসলাম,জীবননগর থানা আওয়ামীলীগের সভাপতি নজরুল ইসলাম,সাধারন সম্পাদক আবু মোঃ আব্দুল লতিফ অমল,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম ঈশা,মহিলা ভাইস চেয়ারম্যান আয়েসা সুলতানা লাকী,জীবননগর উপজেলার সহকারী কমিশনার ভ’মি তিথি মিত্র,জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আব্দুল খালেক,সীমান্ত ইউপি চেয়ারম্যান ইসাবুল ইসলাম মিল্টন,মনোহরপুর ইউপি চেয়ারম্যান সোহরাব হোসেন খান প্রমুখ।

অনুষ্ঠানে প্রধান অতিথি তার বক্তব্যে বলেন,বাংলাদেশ সরকারের মাননীয় প্রধান মন্ত্রী কৃষির জন্য ,কৃষকের জন্য সব সময় কাজ করে যাচ্ছেন ।কৃষক যাতে চাষাবাদ করতে যেয়ে বিপাকে না পড়েন সে জন্য প্রতি বছরে ভতুকি দিয়ে যাচ্ছেন । এক আধুনিক যুগ কৃষিতেও এখন আধুনিকের ছোয়া লেগেছে প্রতি বছর জীবননগর উপজেলায় নতুন নতুন চাষ হচ্ছে ।বর্তমান এ উপজেলাতে ড্রাগন,স্ট্রোবেরি,মাল্টা,আনার ফলসহ যে সব নতুন ফলের চাষ হচ্ছে এ ধরনের চাষ বাংলাদেশের কোথাও হবে এমনটা কেউ কখনও ভাবতে পারিনি কিন্তু বর্তমান আধুনিক যুগ হওয়ার ফলে নতুন নতুন চাষ হচ্ছে এবং কৃষিতে উন্নত হচ্ছে।কৃষিতে উন্নয়নের জন্য যা যা দরকার সব ধরনের কাজ করা হবে।

উক্ত অনুষ্ঠানটি সার্বিক পরিচালনা করেন জীবননগর উপজেলা কৃষি অফিসার মোছাঃ শারমিন আক্তার।




ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মেহেরপুর জেলা পরিষদের পুষ্পমাল্য অর্পণ

মেহেরপুর জেলা পরিষদের চেয়ারম্যান এ্যাডঃ আব্দুস সালাম জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মুরালে পুষ্পমাল্য অর্পণ করেছেন।

মঙ্গলবার রাতে মেহেরপুর জেলা পরিষদের সামনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মুরালে পুষ্প মাল্য অর্পণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন সহকারী প্রকৌশলী মুজিবুর রহমান, উচ্চমান সহকারী মোঃ জাহিদুল ইসলাম,উচ্চমান সহকারী মো শাহিন ইকবাল, কম্পিউটার অপারেটর এস.এম.রোকনুজ্জামান, সদস্য ইমতিয়াজ হোসেন মিরন,আজিমুল বারী,ফয়সাল প্রমুখ।




আমদহ ইউপি নির্বাচনে ৪ নং ওয়ার্ডের মেম্বার প্রার্থী ফরজ আলীর নির্বাচনী প্রচারণা

মেহেরপুর সদর উপজেলার আমদহ ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৪ নং ওয়ার্ডের মেম্বার প্রার্থী ফরজ আলীর টিউবওয়েল প্রতীকের নির্বাচনী প্রচারণা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার সন্ধ্যায় আমদহ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণ থেকে এক শতাধিক মোটরসাইকেল নিয়ে সোডাউন ও টিউবয়েল প্রতীকের প্রচার প্রচারণা করে ৪ ওয়ার্ড ঘুরে আবারো ওই স্থানে ফিরে আসে।

আমদাহ ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের ভিবিন্ন প্রান্তে ঘুরে দেখা যায় তিনি বর্তমানেও অসহায়,নির্যাতিত,অবহেলিত মানুষদের পাশে অবস্থান নেয়ার প্রাণপন চেষ্টা চালাচ্ছে।নির্বাচন সামনে রেখে কৌশল অবলম্বন করে ছোট ছোট আয়োজনের মাধ্যমে তার বেশ ভুষণ ইতিমধ্যে এলাকার সর্বস্থরের লোকজনদেরকে জানান দিয়েছে। উঠান বৈঠকের মাধ্যমে সম্ভাব্য মেম্বার পদপ্রার্থী তার পরিচিতি ও প্রার্থী হওয়ার ইচ্ছা পোষণ করছেন এলাকার সকল শ্রেণীর লোকদের মাঝে।গনসংযোগের পাশাপাশি পোষ্টার, ব্যানার, লিপলেট টাঙ্গিয়ে শুরু হয়েছে তার নির্বাচনী প্রচারনা,এলাকায় চলছে ইউপি নির্বাচনী হাওয়া।

এ সময় নির্বাচনী প্রচারণায় উপস্থিত ছিলেন, আমদহ ইউনিয়নের ৪ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিলন, জেলা ট্রাক শ্রমিক সমিতির সহ-সভাপতি মিয়া ড্রাইভার, ওয়ার্ড মৎস লীগ সভাপতি আশরাফ হোসেন, আবুল কাশেম মন্ডল, উকিল, রফিকুল ইসলাম, আলিমুদ্দিন ,কালু বিশ্বাস, শফিকুল ইসলাম, আমিনুল মন্ডল, লাভলু, পারভেজ, সোহেল, রফিক, আশফাক আহমেদ প্রমুখ