হরিণাকুন্ডুতে হত্যা মামলায় ৩ জনের যাবজ্জীবন কারাদন্ড

ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলার মান্দিয়া গ্রামের কৃষক হক আলি হত্যা মামলায় তিন জনকে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছে আদালত।

রোববার (৫ মার্চ) ঝিনাইদহ জেলা দায়রা জজ মোঃ নাজিমুদ্দৌলা এ দন্ডাদেশ প্রদান করেন। একই সাথে প্রত্যেককে ২০ হাজার টাকা জরিমান অনাদায়ে আরও ৬ মাসের কারাদন্ড দেওয়া হয়।

দন্ডিতরা হলো-ওই গ্রামের এলেম মন্ডলের ছেলে আসাদুল হক, আলী মন্ডলের ছেলে খাকচার আলী মন্ডল ও খাকচার মন্ডলের ছেলে আনিচুর রহমান মন্ডল।
মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবি ইসমাইল হোসেন বাদশা জানান, ২০১৪ সালের ৭ জুলাই হরিণাকুন্ডু উপজেলার মান্দিয়া গ্রামের কৃষক হক আলিকে মোবাইলে ডেকে নিয়ে যেয়ে আসাদুল হককে হত্যা করে। পরে ৯ জুলাই সকালে গ্রামের একটি কলাবাগান থেকে তার মাটিচাপা দেওয়া লাশ উদ্ধার করে পুলিশ। আসামীরা তাকে মাথায় আঘাত করে, সাইকেলের টিউব দিয়ে গলায় ফাঁস দিয়ে হত্যা করে মাটিতে পুতে রাখে।

এ ঘটনায় নিহতের স্ত্রী রোজিনা খাতুন বাদী হয়ে ২ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতদের আসামী করে হরিণাকুন্ডু থানায় একটি হত্যা মামলা দায়ের করে। বিচারিক প্রক্রিয়া শেষে আদালত রোববার আসামী আসাদুল হক, খাকচার আলী মন্ডল ও আনিচুর রহমানকে যাবজ্জীবন কারাদন্ড ও ২০ হাজার টাকা করে জরিমানার আদেশ দেন। মামলা চলাকালে আসামী তোয়াজ উদ্দিন মারা যাওয়ায় তাকে মামলা থেকে বাদ দেওয়া হয়েছে।




শেষ মুহুর্তের গোলে নাটকীয় জয় আর্সেনালের

নাটকীয় ম্যাচে দুই গোলে পিছিয়ে পড়েও রেইস নেলসনের স্টপেজ টাইমের গোলে বোর্নমাউথকে ৩-২ গোলে হারিয়েছে আর্সেনাল। দিনের আগের ম্যাচেই নিউক্যাসলকে ২-০ গোলে হারিয়ে টেবিলের শীর্ষে থাকা আর্সেনালের সঙ্গে পয়েন্ট ব্যবধান কমিয়ে এনেছিল বর্তমান চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি। কিন্তু পরের ম্যাচেই জিতে পয়েন্ট ব্যবধান আবারো ৫-এ নিয়ে গেছে আর্সেনাল।

ঘরের মাঠ এমিরেটস স্টেডিয়ামে ৬২ মিনিট পর্যন্ত মিকেল আর্তেতার আর্সেনাল ২-০ গোলে পিছিয়ে ছিল। কিন্তু গানার্সরা আরো একবার প্রমাণ করেছে চাপের মধ্যে থেকেও কিভাবে ফিরে আসা যায়। ম্যাচ শেষে আর্তেতা বলেন, ‘আমি সত্যিই দারুণ খুশী। এটা দুর্দান্ত এক ম্যাচ ছিল। বিশেষ এই জয়ে আমরা এগিয়ে থাকলাম। জয়ের জন্য শেষ সেকেন্ড পর্যন্ত অপেক্ষা করতে হয়েছে।’

ম্যাচ শুরুর ৯.১১ সেকেন্ডের মধ্যে তলানির দ্বিতীয় দল বোর্নমাউথকে এগিয়ে দেন ফিলিপ বিলিং। তখনও একবারও বল স্পর্শ করেনি আর্সেনাল। ২০১৯ সালে ওয়াটফোর্ডের বিরুদ্ধে ৭.৬৯ সেকেন্ডে গোল করে প্রিমিয়ার লিগের ইতিহাসে সবচেয়ে দ্রুততম গোলের রেকর্ড করেছিলেন শেন লং। কাল বিলিং করেছেন লিগের দ্বিতীয় দ্রুততম গোল। ৫৭ মিনিট কর্ণার থেকে মার্কোস সেনেসির ব্যবধান দ্বিগুন করেন।

ম্যাচের ৬২ মিনিটে এমিলে স্মিথ রোয়ের হেড থেকে বল পেয়ে আর্সেনালের হয়ে এক গোল পরিশোধ করেন থমাস পার্টে। ৭০ মিনিটে নেলসনের ক্রস থেকে বেন হোয়াইটের শক্তিশালী ফিনিশিংয়ে সমতায় ফেরে আর্সেনাল। ইনজুরি টাইমের সপ্তম মিনিটে নেলসনের ২০ গজের দূরপাল্লার শটের গোলে পুরো এমিরেটস স্টেডিয়াম উল্লাসে ফেটে পড়ে।

শেষ পর্যন্ত ৩-২ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে গানাররা। এই জয়ে ২৬ ম্যাচে ৬৩ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষস্থানেই থাকলো মিকেল আর্তেতার শিষ্যরা। আর নিউক্যাসলকে হারানোর পরও সপমান সংখ্যক ম্যাচে ৫ পয়েন্টে পিছিয়ে থেকে টেবিলের দুইয়ে সিটিজেনরা।

সূত্র: ইত্তেফাক




গাংনীতে ছাত্রীকে শ্লীলতাহানীর অভিযোগে মাদ্রাসা সুপার অবরুদ্ধ

মেহেরপুরের গাংনীর করমদী দারুচ্ছুন্নাহ নেছারিয়া দাখিল মাদ্রাসা সুপার আবু জাফরের বিরুদ্ধে এক ছাত্রীকে শ্লীলতাহানীর অভিযোগ উঠেছে।

রবিবার সকালে স্থানীয় লোকজন ও অভিভাবকগন সুপারের গ্রেপ্তার, বহিষ্কার ও বিচারের দাবীতে মাদ্রাসা ঘোরাও করে সুপারকে একটি রুমে অবরুদ্ধ করে।

সংবাদ পেয়ে গাংনী থানা পুলিশ সুপারকে অবরুদ্ধ কক্ষের তালা ভেঙ্গে উদ্ধার করে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।

এদিকে, সব মিথ্যা ও সাজানো নাটক, তাকে অপসারণের জন্য স্থানীয় লোকজন পরিকল্পিতভাবে এমন ন্যাক্কারজনক ঘটনা ঘটাচ্ছে বলে দাবী করেছেন মাদ্রাসা সুপার আবু জাফর।

স্থানীয় লোকজন ও অভিভাবকরা জানান, গত বৃহষ্পতিবার মাদ্রাসা সুপার আবু জাফর নবম শ্রেণির এক ছাত্রীক তার রুমে ডেকে নেয় এবং স্পর্শকাতর স্থানে হাত দেয়। বিষয়টি ওই ছাত্রী তার সহপাঠি ও অভিভাবকদের জানালে সকলেই ফুঁসে উঠে। তারা রবিবার সকালে মাদ্রাসা ঘেরাও করে এবং সুপার আবু জাফরকে একটি কক্ষে তালা বদ্ধ করে রাখে। তারা অধ্যক্ষকে বহিষ্কার গ্রেপ্তার ও বিচারের দাবী তোলেন। খবর পেয়ে গাংনী থানা পুলিশের একটি টীম ঘটনাস্থলে গিয়ে তালাভেঙ্গে মাদ্রাসা সুপারকে উদ্ধার করে হেফাজতে নেয়।

শিক্ষার্থীরা জানায়, দির্ঘদিন যাবত মাদ্রাসা সুপার আবু জাফর তাদের কাছে মোবাইল ফোন নম্বর চান এবং গোপন কথা বলে কু প্রস্তাব দেন। মান সম্মানের ভয়ে কেউ মুখ খোলে না। গত বৃহষ্পতিবার নবম শ্রেণির এক ছাত্রীকে নিজ রুমে ডেকে নিয়ে শ্লীলতাহানী করে। সুপারের বিরুদ্ধে ব্যবস্থা না নেয়া পর্যন্ত তারা মাদ্রাসাতে আসবেন না বলেও জানান।

করমদি গ্রামের সাইদুর রহমান জানান, সুপার আবু জাফর চরিত্রহীন। সে ছাত্রীদের কাছে গোপন কথা বলার জন্য মোবাইল নম্বর চান এবং কুপ্রস্তাব দেন। ইতোপুর্বে এক ছাত্রীর শ্লীলতা হানীর অভিযোগে তাকে সতর্কমুলক শাস্তি দেয়া হয় ।

করমদি গ্রামের সাবেক মেম্বর সিরাজুল ইসলাম জানান, ঘটনার শিকার ওই ছাত্রীর অভিভাবকের মোবাইল ফোনের সংবাদ পান। ছাত্রির ঘটনার বিস্তারিত বর্ণনা শোনার পর অন্যান্য অভিভাবকদের জানানো হয়। পরে মাদ্রাসাতে আসলে সুপার আবু জাফর ঘটনাটি অস্বীকার করেন। এতে অন্যান্য শিক্ষার্থী ও অভিভাবকরা ফুঁসে উঠে মাদ্রাসা ঘেরাও করে সুপারকে তালাবদ্ধ করে রাখেন।

মাাদ্রাসা সুপার আবু জাফর জানান, তার বিরুদ্ধে অভিযোগ সব মিথ্যা ও সাজানো নাটক। তাকে অপসারণের জন্য স্থানীয় লোকজন পরিকল্পিতভাবে এমন ন্যাক্কারজনক অভিযোগ করছেন।

করমদী দারুচ্ছুন্নাহ নেছারিয়া দাখিল মাদ্রাসার সভাপতি গাংনী উপজেলা নির্বাহী অফিসার রনি খাতুন জানান, ওই শিক্ষার্থীর লিখিত অভিযোগ এবং কয়েকটি ভিডিও ক্লিপ পেয়েছেন। বিষয়টি তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেবেন বলেও জানান তিনি।




গাংনীতে সেচপাম্পের বেল্টের আঘাতে যুবকের মৃত্যু

মেহেরপুরের গাংনীর মাঠপাড়ায় গোসল করতে গিয়ে সেচপাম্পের বেল্টের সাথে আঘাতে আহার আলী (২১) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।

রবিবার সকাল সাড়ে ১১ টায় দিকে মৃত্যুর ঘটনা ঘটে। আহার আলী মাঠপাড়ার আজিবার মণ্ডলের ছেলে।

প্রত্যক্ষদর্শী ও নিহত আহার আলীর ভাগ্নে রাকিবুল ইসলাম জানান, তার মামা আহার আলী বাড়ির পাশে বৈদ্যুতিক সেচ পাম্পে গোসল করতে গেলে হঠাৎ পা পিছলে সেচপাম্পের মোটরের বেল্টের উপর পড়ে যায়। এতে সেচ পাম্পের বেল্টে মাথার পেছনে আঘাত লাগে।

স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে গাংনী স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

গাংনী থানার ওসি (তদন্ত) মনোজিৎ কুমার নন্দী জানান, গোসল করতে গিয়ে দুর্ঘটনায় একজনের মৃত্যুর খবর পাবার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। কোন অভিযোগ পেলে আইনী ব্যবস্থা নেয়া হবে।




বিদ্যুৎ বিভাগে চাকরির সুযোগ

সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বিদ্যুৎ বিভাগ। প্রতিষ্ঠানটি টেকসই ও নবায়নযোগ্য জ্বালানি উন্নয়ন কর্তৃপক্ষে (স্রেডা) ‘প্রোগ্রাম অ্যাসিস্ট্যান্ট’ পদে জনবল নিয়োগ দেবে।

প্রতিষ্ঠানের নাম: বিদ্যুৎ বিভাগ

বিভাগের নাম: টেকসই ও নবায়নযোগ্য জ্বালানি উন্নয়ন কর্তৃপক্ষ (স্রেডা)

চাকরির ধরণ: অস্থায়ী

প্রার্থীর ধরণ: নারী-পুরুষ

কর্মস্থল: যে কোনো স্থান

বয়স: ১ মার্চ ২০২৩ তারিখে ১৮-৩০ বছর। বিশেষ ক্ষেত্রে ৩২ বছর।

আবেদনের নিয়ম: আগ্রহীরা sreda.teletalk.com.bd এর মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদনের সঙ্গে ৩০০-৩০০ সাইজের ছবি ও ৩০০-৮০ সাইজের স্বাক্ষর স্ক্যান করে যুক্ত করতে হবে।

আবেদন ফি: টেলিটকের মাধ্যমে ২২৩ টাকা ৭২ ঘণ্টার মধ্যে পাঠাতে হবে।

আবেদনের শেষ তারিখ: ২০ মার্চ ২০২৩ তারিখ বিকেল ৫টা পর্যন্ত।




দর্শনায় বাসের সীটের নীচ থেকে ৯ হাজার ৪ পিচ ইয়াবা উদ্ধার

চুয়াডাঙ্গার দর্শনায় ৬ বিজিবি মাদক বিরোধী অভিযান চালিয়ে বাসের সিটের নীচ থেকে ৯ হাজার ৪শ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে। তবে আটক করতে পারেনী কোন চোরাচালানীকে।

জানাযায় গতকাল শনিবার দুপুর সাড়ে ১২ টার দিকে দর্শনা ফিলিং ষ্টেশনের সামনে দর্শনা – জীবননগর মহাসড়কে উপর অভিযান চালায়।

এ সময় দর্শনা ৬ বিজিবির দর্শনা আইসিপি বিওপি কমান্ডার সুবেদার মোঃ নওশের আলী সঙ্গীয় ফোর্স নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় শাপলা পরিবহনের সুগন্ধা একটি বাসে। চুয়াডাঙ্গা জেলার দর্শনা থানার অন্তর্গত সীমান্তের মেইন পিলার ৭৬ হতে আনুমানিক ০৫ কিঃ মিঃ বাংলাদেশের অভ্যন্তরে আকন্দবাড়ীয়া তেলের পাম্পের নিকট।

এ সময় বিজিবি ওৎ পেতে থাকে বসটি চ্যালেঞ্জ করে তল্লাসী করে বাসে থাকা প্লাষ্টিকের ব্যাগ খুলে মালিকবিহীন অবস্থায় ৯হাজার ৪শ পিস ভারতীয় ইয়াবা ট্যাবলেট আটক করতে সক্ষম হয়। তবে এ ঘটনায় বিজিবি কোন চোরাচালানীকে আটক করতে পারেনী।




দর্শনায় ফেনসিডিলসহ শ্যামপুর গ্রামের অনিক বিশ্বাস গ্রেফতার

দর্শনায় ফেনসিডিল সহ অনিক বিশ্বাস (২২) নামের এক মাদক ব্যাবসায়ীকে গ্রেফতার করেছে থানা পুলিশ। গত শুক্রবার রাত পৌনে ১২ টার দিকে দর্শনা থানার অফিসার ইনচার্জ এ,এইচ,এম লুৎফুল কবীরের নেতৃত্বে, এস আই রাম প্রসাদ ও এ এস আই তুহিন হোসেন সঙ্গীয় ফোর্সসহ মাদক বিরোধী অভিযান পরিচালনা করেন দর্শনা পুরাতন রাজারস্থ রাবেয়া সুপার মার্কেটর গলি জৈনক আশরাফ হার্ডওয়ারর দোকানের সামনে।

এসময় আমদানী নিষিদ্ধ ভারতীয ৪৮ বোতল ফেন্সিডিল সহ অনিক বিশ্বাস (২২) নামের এক মাদক ব্যাবসায়ীকে গ্রেফতার করা হয়। সে দামুড়হুদা উপজেলার দর্শনা থানাধীন শ্যামপুর গ্রামের উত্তরপাড়ার নাছির উদ্দিনের ছেলে।

গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে দর্শনা থানায় গতকাল শনিবার মামলা নং-২, ধারা-মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন ২০১৮ সালের ৩৬ (১) সারণির ১৪ (খ) রুজু করে আসামীকে চুয়াডাঙ্গা আদালতের কোট হাজতে প্রেরন করা হয়েছে।




আলমডাঙ্গায় মালিকানা জমিতে উচ্ছেদ অভিযানের অভিযোগ

আলমডাঙ্গার বধ্যভূমি পার্ক ও জাদু ঘর নির্মাণের নামে জোরপূর্বক মালিকানা জমি দখল, বাড়ি ঘর উচ্ছেদ’র অভিযোগ উঠেছে। কোর্টের আদেশ না মেনে উপজেলা প্রশাসন সরকারি খাস জমি দখলের নামে জোরপূর্বক এ উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে। সরকারি খাস জমি দখলের নামে মালিকানা উচ্ছেদের ঘটনায় ভুক্তভোগী মন্টু মিয়া সাংবাদিকের নিকট লিখিত অভিযোগ করেছে।

অভিযোগ সূত্রে জানাযায়, আলমডাঙ্গা কুমারি ইউনিয়নের লালব্রিজ সংলগ্নে বধ্যভূমি নিকটস্থ পার্ক ও জাদুঘর নির্মাণের প্রস্তুতি চলছে। নির্মাণ কর্মযজ্ঞকে ঘিরে সরকারি খাসজমি সংগ্রহ করছে উপজেলা প্রশাসন।

বধ্যভূমি স্মৃতিস্তম্ভ সংলগ্নে ১৯৬২ সালের এস,এ রেকর্ড অনুযায়ী ১২৯৫ খতিয়ানে মোট জমির পরিমান ২ একর ৫৬ শতক। এ জমির মালিক মৃত আবুল হোসেন গং। আর, এস ২৯১ খতিয়ান ভুক্ত ১৯৩৩ দাগের ৩৬ শতক জমি খাস খতিয়ানের মাধ্যমে রেকর্ডভুক্ত হয়।

তবে সরকারি ১ নম্বর খাস খতিয়ান ভুক্ত ১৯২২ নম্বর দাগে ভুক্তভোগীর ৩৬ শতক জমি ভুলক্রমে রেকর্ড হয়ে যায়। রেকর্ডভুক্ত জমি নিয়ে ২০২১ সালে বিজ্ঞ আলমডাঙ্গা সহকারী জজ আদালতে মামলা দায়ের করেন। রেকর্ড সংশোধনী মামলাটি আদালতে চলমান রয়েছে।

গত ৬ ফেব্রুয়ারি উপজেলা প্রশাসনের সহকারী কমিশনার (ভূমি) রেজওয়ানা নাহিদ স্বাক্ষরিত আলমডাঙ্গা বধ্যভূমি সংলগ্ন ভুক্তভোগী মন্টু মিয়ার নামে সরকারি জমি হতে অবৈধ স্থাপনা উচ্ছেদের নোটিশ পাঠানো হয়।

পরবর্তীতে গত ৯ ফেব্রুয়ারি মন্টু মিয়া বাদি হয়ে দাবিকৃত জমি সঠিক পরিমাপের জন্য উপজেলা সহকারী কমিশনার (ভূমি)’র নিকট নোটিশ পাঠায়। নোটিশের জবাব না দিয়ে উপজেলা নির্বাহি অফিসার রনি আলম নুর ও সহকারী কমিশনার (ভূমি) রেজওয়ানা নাহিদ উপস্থিত থেকে উচ্ছেদ অভিযান পরিচালনা করে।

ভুক্তভোগী মন্টু মিয়া বলেন, পৈত্রিক সম্পত্তি থেকে অবৈধ ভাবে আমার বসতবাড়িতে উচ্ছেদ করেছে। প্রায় ৫ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। এবিষয় উর্ধতন কর্মকর্তাদের সহায়তা কামনা করছি।

এবিষয় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রেজওয়ানা নাহিদ জানান, যথাযথ আইনুযায়ী উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে। তিনি আরো বলেন, বিজ্ঞ আদালতের মাধ্যমে উচ্ছেদের বিষয়ে নোটিশ পাঠিয়েছে। সময় অনুযায়ী আদালতে জবাব পাঠানো হবে।




আমদহ ইউপি নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী রওশন আলী টোকনের পথসভা

মেহেরপুর সদর উপজেলার আহদহ ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী রওশন আলী টোকনের পথসভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার বিকেলে আমদাহ ইউনিয়নের আশরাফপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে এ পথসভা অনুষ্ঠিত হয়।

আমদহ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এ্যাড: শরিফুল ইসলামের সভাপতিত্বে পথ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মেহেরপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অ্যাডভোকেট মিয়াজান আলী।

অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও পিরোজপুর ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল সালাম বাবলু বিশ্বাস, জেলা আওয়ামী লীগের সাবেক আইন বিষয়ক সম্পাদক এডভোকেট খন্দকার আব্দুল মতিন, মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদিকা লাভলী ইয়াসমিন , বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের কেন্দ্র কমিটির সদস্য ও জেলা মহিলা আওয়ামী লীগের সাবেক সভাপতি শামীমা আরা হীরা ,ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ শরিফুল ইসলাম, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কাজী সহিদুল ইসলাম, মেহেরপুর সদর থানা সভাপতি ও আমঝুপি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বোরহান উদ্দিন চুন্নু, সাধারণ সম্পাদক ও বারাদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোমিনুল ইসলাম মোমিন, মেহেরপুর পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খ ম হারুন ইমতিয়াজ বিন জুয়েল ,শ্যামপুর ইউনিয়ন চেয়ারম্যান মতিউর রহমান মতিন, ইউনিয়ন যুবলীগের সভাপতি বাইজিদ আহমেদ সুইট,জেলা আইনজীবী সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক এ্যাডভোকেট আব্দুল আল মামুন রাসেল, বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সহ-সম্পাদক তানভীর আহমেদ প্রমূখ।




মেহেরপুরে বাংলাদেশ কংগ্রেসের ১০ম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

মেহেরপুরে বাংলাদেশ কংগ্রেসের ১০ম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। আজ শনিবার রাত সাড়ে ৭টা সময় মেহেরপুর জেলা শাখা কার্যালয়ে কেক কাটা ও আলোচনার সভার মধ্য দিয়ে বাংলাদেশ কংগ্রেসের ১০ম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়।

কেক কাটা ও আলোচনার সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ কংগ্রেস মেহেরপুর জেলা শাখার সাংগঠনিক সম্পাদক মোঃ আল মাসুম সেখ, মুজিবনগর উপজেলা শাখার সদস্য সচিব মোঃ উজ্জল হোসেন, আমদহ ইউনিয়ন কংগ্রেসের সদস্য সচিব মোঃ শান্ত খান, বুড়িপোতা ইউনিয়ন কংগ্রেসের আহবায়ক মোঃ সবুজ রেজা, আমঝুপি ইউনিয়ন কংগ্রেসের সদস্য মোঃ রাজু আহমেদ ও মোঃ আবু সাঈদ।

এছাড়াও উপস্থিত ছিলেন মোঃ আজম খান, মোঃ রহমত আলী, মোঃ আরিফুল ইসলাম, মোঃ জনি, মোঃ মিলন, মোঃ সোহাগ আলী, মোঃ সামি, মোঃ কায়েচ প্রমুখ।