মুজিবনগরে জাতীয় ভোটার দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা

“ভোটার হব নিয়ম মেনে, ভোট দিব যোগ্যজনে” এই এই প্রতিপাদ্যে মুজিবনগর পালন হয়েছে জাতীয় ভোটার দিবস-২০২৩।

জাতীয় ভোটার দিবস উপলক্ষে বৃহস্পতিবার সকালে মুজিবনগর উপজেলা চত্বর থেকে উপজেলা নির্বাহী অফিসার অনিমেষ বিশ্বাসের নেতৃত্বে একটি র‍্যালী বের করা হয় র‍্যালীটি সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা চত্বরে শেষ হয়।

পরে উপজেলা নির্বাচন অফিসের আয়োজনে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে ভোটার দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাচন অফিসার মেহেদী হাসান এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুজিবনগর উপজেলা নির্বাহী অফিসার অনিমেষ বিশ্বাস।

উপস্থিত ছিলেন উপজেলা একাডেমিক সুপারভাইজার হাসনাইন করিমসহ উপজেলা নির্বাচন অফিস এবং উপজেলার কর্মকর্তা কর্মচারি বৃন্দ।




মাটি বিক্রি নয় পুকুরের পাড় বাধা হচ্ছে,পুকুর মালিক আহম্মদ আলী

ভয়ংকর হুমকির মুখে চুয়াডাঙ্গার বেগমপুরের রাঙ্গিয়ারপোতা গ্রামের মাঝপাড়ার বাসিন্দারা। এ সংক্রান্ত একটি সংবাদ প্রকাশিত হয় দৈনিক মেহেরপুর প্রতিদিন ও দৈনিক পশ্চিমাঞ্চলে সংবাদ প্রকাশিত হলে প্রশাসনের হস্তক্ষেপে মাটি খননের কাজ বন্ধ হয়ে যায়।

বন্ধের ৪ দিন পর প্রশাসনের অনুমতি ছাড়া আবারো শুরু করেছে মাটি কাটার কাজ। তবে পুকুর মালিক সাবেক ইউপি চেয়ারম্যান আহম্মদ আলী বললেন মাটি বিক্রি নয় পুকুরের ভেঙ্গে যাওয়া পাড় বাঁধা হচ্ছে।

জানাগেছে, চুয়াডাঙ্গা সদর উপজেলার দর্শনা থানাধীন বেগমপুর ইউনিয়নের রাঙ্গিয়ারপোতা গ্রামের মাঝপাড়ার আব্দুল কাদেরের ছেলে দর্শনা থানা বিএনপির সাধারন সম্পাদক ও বেগমপুর ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান আহম্মদ আলী বিশ্বাস নিজ বসত বাড়ির সন্নিকটে স্কেভেটর ভিড়িয়ে একটি পুকুর খনন করছে। সে পুকুরের মাটি ট্রাক্টর যোগে বিভিন্ন স্থানে বিক্রি হচ্ছে। এ পুরেরর মাটি বিক্রির কারণে অতি গভীর করে খনন করা হচ্ছে পুকুর। যে কারণে আশপাশের বাড়ি-ঘর ভয়ঙ্কর হুমকীর মুখে পড়েছে। সেই সাথে চরম নিরাপত্তা হীনতা সহ আতঙ্কের মধ্যে রয়েছে চুয়াডাঙ্গার বেগমপুরের রাঙ্গিয়ারপোতা গ্রামের মাঝপাড়ার বাসিন্দারা।

এদিকে প্রশাসনের হস্তক্ষেপের পরেও আইনকে বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে পুকুরে স্কেভেটর মেশিন দিয়ে মাটি খননের পর সেই মাটি ট্রাক্টর যোগে বিভিন্ন স্থানে নেওয়া হচ্ছে। এতে করে পুকুর মালিক লাভবান হলেও ভয়ঙ্কর হুমকির মূখে পুকুরের চারিপাশে বসবাস কারি বাসিন্দারা।

তাই বিষয়টি প্রশাসনিক ভাবে ব্যবস্থা গ্রহণের দাবী জানিয়েছে ভুক্তভোগি পরিবার সহ স্থানীয় বাসিন্দা সহ সচেতন মহল।

এবিষয়ে পুকুর মালিক সাবেক ইউপি চেয়ারম্যান আহম্মদ আলী বিশ্বাস বলেন, মাটি বিক্রি নয়, পুকুরের ভেঙ্গে যাওয়া পাড় বাঁধা হচ্ছে।

চুয়াডাঙ্গা সদর বেগমপুর ইউনিয়ন (ভুমি) অফিসের সহকারী কর্মকর্তা সেলিম রেজা বলেন, আমরা মাটি কাটা বন্ধ করে দিয়ে এসেছিলাম। তবে আবারো কাটছে আমার জানা নেই। তবে খোঁজ নিয়ে দেখছি।




দর্শনা হল্ট ষ্টেশনে সুন্দরবন আপ ও চিত্রা ডাউন স্টপেজের দাবিতে রেলপথ অবরোধ

চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার দর্শনা হল্ট ষ্টেশনে সুন্দরবন আপ ও চিত্রা ডাউন স্টপেজের দাবিতে রেলপথ অবরোধ করা হয়েছে।

বুধবার বেলা ১১টার দিকে দর্শনার জন্য আমরা সংগঠন এই অবরোধ করে। এ সময় দর্শনা হল্ট ষ্টেশনে খুলনা থেকে আসা রুপসা এক্সপ্রেস ট্রেন প্রায় আধাঘন্টা রেললাইনে অবরোধ করে রাখে স্থানীয় নেতৃবৃন্দ ছাত্র-ছাত্রীসহ সাধারণ মানুষ।

জানা গেছ, গত এক বছর ধরে দর্শনার জন্য আমরা সংগঠন দর্শনা হল্ট ষ্টেশনে ঢাকা গামী সুন্দরবন আপ ও চিত্রা ডাউনের যাত্রা বিরতি। দর্শনা পুরাতন আন্তর্জাতিক রেল স্টেশন থেকে ২ টি যাত্রীবাহী ট্রেন পুনঃচালু। দর্শনা হঠাৎ পড়া রেলগেট ও পুরাতন বাজার রেলগেটে উভরপাস অথবা আন্ডারপাস করা। দর্শনা রেল আন্তর্জাতিক রেলওয়ে ওয়াগেন টার্মিনাল স্থাপন সহ ৬ দফা দাবিতে করে আসছে।

অবরোধে বক্তব্য রাখেন দর্শনার জন্য আমরা সংগঠন আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আনোয়ারুল ইসলাম বাবু, চুয়াডাঙ্গা জেলা আওয়ামীলীগের শিক্ষা বিষয়ক সম্পাদক ও বাংলাদেশ ইউপি চেয়ারম্যান এ্যাসোসিয়েশনের সভাপতি চেয়ারম্যান এস এ এম জাকারিয়া আলম, দর্শনা প্রেসক্লাবের সভাপতি মোঃ আওয়াল হোসেন, সংগঠনের সদস্য ইমরুল কাইয়ুম, সাংস্কৃতিক সংগঠক একেএম রবিউল আলম, বীর মুক্তিযোদ্ধা আবুল বাশার, বীর মুক্তিযোদ্ধা জাহাঙ্গীর আলম, বীর মুক্তিযোদ্ধা আব্দুস সবুর, উদীচী চুয়াডাঙ্গার সভাপতি হাবিবি জহির রায়হান, দর্শনা গণ উন্নয়ন গ্রন্থাগারের সমন্বয়ক আবু সুফিয়ান, বাংলাদেশ জাসদের চুয়াডাঙ্গা জেলা সম্পাদক শামসুল আলম বক্তব্য রাখেন।

পরে ঘটনাস্থলে দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার রোকসানা মিতা উপস্থিত হন। এসময় তিনি সুন্দরবন আপ ও চিত্রা ডাউন স্টপেজের বিষয়টি খুব দ্রুত কার্যকর হওয়ার আশ্বাস দিলে অবরোধ প্রত্যাহার করে নেতৃবৃন্দ।




মুজিবনগরে সাবেক এমপি প্রফেসর আব্দুল মান্নানের গণসংযোগ

আগামী জাতীয় নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিয়ে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে পুনরায় নির্বাচিত করে উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে নৌকা প্রতীকে ভোট চেয়ে গনসংযোগ করেছেন মেহেরপুর ১ আসনের আওয়ামীলীগের (সাবেক) এমপি প্রফেসর আব্দুল মান্নান।

বুধবার বিকেল থেকে তিনি কেদারগঞ্জ বাজার, বল্লভপুর, রতনপুর, বাগোয়ান, জয়পুর, তারানগর ও আনন্দবাসের এই গণসংযোগ করেন।

এ সময় তিনি সাধারণ জনগণের মাঝে প্রধানমন্ত্রীর শেখ হাসিনার উন্নয়নমূলক কর্মকান্ড তুলে ধরেন এবং এই উন্নয়নের ধারাকে অব্যাহত রাখার জন্য আগামী জাতীয় নির্বাচনে নৌকা প্রতীকে ভোট দিয়ে আবারো আওয়ামীলীগ তথা শেখ হাসিনাকে ক্ষমতায় এনে তার হাত ধরে বাংলাদেশ কে বিশ্বের এক মর্যাদা পূর্ণ স্থানে আসিন করার আহ্বান জানান।




মেহেরপুরে সড়ক সম্প্রসারণের জন্য অবৈধ স্থাপনা উচ্ছেদ শুরু

মেহেরপুরে বিভিন্ন সময় গড়ে ওঠা সড়ক ও জনপদের জায়গায় অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। বুধবার সকাল থেকে বিকাল পর্যন্ত মেহেরপুর শহরের পুরাতন বাসস্ট্যান্ড থেকে শুরু করে ওয়াবদার মোড় হয়ে দিঘির পাড়া পর্যন্ত অবৈধ স্থাপনা বুলডোজার দিয়ে গুড়িয়ে দেয়া হয়।

গত ১ সপ্তাহ যাবত স্থাপনা সরিয়ে নেওয়ার জন্য গণ-বিজ্ঞপ্তি জারি ও মাইকিং করা হচ্ছে। নির্ধারিত সময়ের মধ্যে যারা স্থাপনা সরিয়ে নেয়নি তাদের স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।

সড়ক ও জনপদ বিভাগের খুলনা বিভাগীয় উপ-সচিব ও আইন কর্মকর্তা অনিন্দ্যিতা রায়’র নেতৃত্বে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযানে মেহেরপুর সড়ক ও জনপদ বিভাগের কর্মকর্তাসহ পুলিশ, ফায়ার সার্ভিসের সদস্যরা অংশগ্রহণ করেন। মেহেরপুর শহরের পুরাতন বাসস্ট্যান্ড মোড় এলাকা থেকে শুরু করে ওয়াবদার মোড়, মেহেরপুর-২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের সামনে এবং কুষ্টিয়া সড়কের দিঘীরপাড়া পর্যন্ত প্রথম দিনে উচ্ছেদ অভিযান চলে।

সড়ক ও জনপদ বিভাগের খুলনা বিভাগীয় উপ-সচিব ও আইন কর্মকর্তা অনিন্দ্যিতা রায় জানান, সরকার মেহেরপুর -কুষ্টিয়া সড়ক চারলেনে প্রশস্থকরণ কাজ শুরু করেছে । সে কারণে মেহেরপুর কুষ্টিয়া সড়কের ৩০ কিলোমিটারে অবস্থিত রাস্তার দুইপাশের সকল অবৈধ স্থাপনা ও ফুটপাত দখলদারদের উচ্ছেদ করতে জেলা প্রশাসন, পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যদের নিয়ে এই অভিযান পরিচালনা করা হচ্ছে।

তিনি আরো জানান, আগামী ৪ দিন এ উচ্ছেদ অভিযান চালিয়ে ৩০ কি:মি: সড়ক দখলমুক্ত করা হবে।মেহেরপুর- কুষ্টিয়া চারলেন সড়ক নির্মান কাজের জন্য মুলত এই অভিযান। উচ্ছেদ অভিযান পরিচালনা করার আগে সকল ব্যবসা প্রতিষ্ঠান ও দখলদারদের নোটিশ প্রদান করা হয়।

অভিযানকালে মেহেরপুর সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মনজুরুল করিম, উপ-সহকারী প্রকৌশলী মিজানুর রহমানসহ জেলা প্রশাসন, পুলিশ বিভাগ ও ফায়ার সার্ভিসের টিম উপস্থিত ছিলো।




গাংনীতে প্রাণীসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী অনুষ্ঠান

মেহেরপুরের গাংনী উপজেলা প্রাণিসম্পদ অফিসের উদ্যোগে প্রাণী সম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী অনুষ্ঠানের উদ্বোধন করা হয়েছে।

বুধবার বেলা ১১ টার দিকে উপজেলা প্রাণিসম্পদ প্রাঙ্গণে এ অনুষ্ঠানের উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে গাংনী উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ খালেক প্রধান অতিথি হিসেবে থেকে অনুষ্ঠানের উদ্বোধন করেন।

উপজেলা সহকারী কমিশনার নাদির হোসেন শামীমের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন মেহেরপুর জেলা ট্রেনিং অফিসার ডাঃ শেখ মোঃ মশিউর রহমান। এসময় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের প্রাণিসম্পদ বিভাগের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা এবং খামারিরা উপস্থিত ছিলেন।

৫০ টি স্টলের মাধ্যমে গরু, ছাগল, ভেড়া, হাঁস-মুরগি ও কবুতরসহ বিভিন্ন রকম প্রাণীর প্রদর্শন করা হয়।




মালানের সেঞ্চুরিতে বাংলাদেশের জয়ের স্বপ্ন শেষ

ডেভিড মালানের কাছেই হার টাইগারদের। ইনিংসের শুরু থেকে একের পর এক উইকেট শিকার করে জয়ের সম্ভাবনা তৈরি করেছিলেন তাইজুল, সাকিব, তাসকিনরা।

কিন্তু উইকেটে সেট হয়ে যাওয়া ডেভিড মালানের মনসংযোগ ক্রিকেট থেকে ফেরানো যায়নি। তিনি দলের ব্যাটিং বিপর্যয়ে ত্রাতার ভূমিকা পালন করেন।

ঠাণ্ডা মাথায় ভালো লেন্থের বলগুলো দেখেশুনে মোকাবেলা করার পাশাপাশি খারাপ বলগুলো বাউন্ডারিতে পরিণত করার মধ্য দিয়ে ইংল্যান্ডকে জয়ের বন্দরে পৌঁছে দেন মালান। তার অনবদ্য সেঞ্চুরিতেই তিন ম্যাচের ওয়ানডে সিরিজ জয় দিয়ে শুরু করে ইংল্যান্ড।

ক্যারিয়ারের ১৬তম ওয়ানডেতে চতুর্থ সেঞ্চুরি তুলে নেন মালান। গত ১ ফেব্রুয়ারি দক্ষিণ আফ্রিকা সফরে সেঞ্চুরি করেন মালান। সেই ম্যাচে জস বাটলার ও মালানের জোড়া সেঞ্চুরিতে ২-১ ম্যাচে সিরিজ নিশ্চিত করে ইংলিশরা। সেই সেঞ্চুরির পর আজ খেলতে নেমে ব্যাক টু ব্যাক সেঞ্চুরি হাঁকালেন ৩৫ বছর বয়সী এই তারকা ব্যাটসম্যান।

বাংলাদেশের বিপক্ষে ২১০ রানের টার্গেট তাড়ায় মালান একাই করেন ১১৪ রান। তার ইনিংসটি ১৪৫ বলে ৭টি চার আর ৪টি ছক্কায় সাজানো।

বুধবার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথমটিতে টস জিতে ব্যাটিংয়ে নেমে বিপর্যয়ে পড়ে যায় টাইগাররা। যে কারণে চ্যালেঞ্জিং স্কোর গড়তে পারেনি বাংলাদেশ।

৪৭.২ ওভারে ২০৯ রানেই অলআউট হয় তামিম ইকবালের নেতৃত্বাধীন দলটি। দলের হয়ে সর্বোচ্চ ৫৮ রান করেন নাজমুল হোসেন শান্ত। তিনি ৮২ বলে ৬টি বাউন্ডারির সাহায্যে এ রান করেন। এছাড়া ৪৮ বলে ৩১ রান করেন মাহমুদউল্লাহ রিয়াদ। ৩২ বলে ২৩ রান করেন ওপেনার তামিম ইকবাল। ১২ বলে ৮ রানে ফেরেন সাকিব।




দামুড়হুদায় পরিত্যক্ত অবস্থায় দুইটি মোটরসাইকেল উদ্ধার

দামুড়হুদায় আব্দুল ওদুদ শাহ্ ডিগ্রি কলেজের সামনে থেকে পরিত্যক্ত অবস্থায় দুইটি মোটরসাইকেল উদ্ধার করেছেন দামুড়হুদা মডেল থানা পুলিশ। গতকাল মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে পরিত্যক্ত অবস্থায় মোটরসাইকেল দুইটি উদ্ধার করা হয়।

পুলিশ সুত্রে জানাগেছে, দামুড়হুদা উপজেলার সদরে আব্দুল ওদুদ শাহ্ ডিগ্রি কলেজর সামনে রাত সাড়ে ১২টার দিকে দামুড়হুদা মডেল থানার এএসআই মামুন এবং এএসআই লস্কর সাহাবুদ্দিন ডিউটি চলাকালীন অবস্থায় মালিক বিহীন ০২ (দুই) টি মোটরসাইকেল উদ্ধার করেন। একটি হলো রেজিস্ট্রেশন বিহীন ১১০সিসি টিভিএস মেট্রো প্লাস এবং অপরটি হলো সিবিজেড ১৫০সিসি যাহার রেজিস্ট্রেশন নাম্বার- মেহেরপুর- ল- ১১০২২৮। মালিক বিহীন মোটরসাইকেল দুইটি উদ্ধার করে দামুড়হুদা মডেল থানা হেফাজতে রয়েছে।

এবিষয়ে দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ ওসি ফেরদৌস ওয়াহিদ বলেন, মালিক বিহীন পরিত্যক্ত অবস্থায় দুইটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। এখনো পর্যন্ত মোটরসাইকেলের দাবী নিয়ে কেউ যোগাযোগ করেনি, আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।




দামুড়হুদায় ঐতিহাসিক ৭ মার্চ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা 

দামুড়হুদায় ঐতিহাসিক ৭ মার্চ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বেলা সাড়ে ১১টার সময় উপজেলা প্রশাসনের আয়োজনে পরিষদের সম্মেলন কক্ষে এ প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়।

দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার রোকসানা মিতা’র সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন দামুড়হুদা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজী শহিদুল ইসলাম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শহিদুল ইসলাম, উপজেলা সহকারী কমিশনার ভূমি সজল কুমার দাস, উপজেলা কৃষি অফিসার মনিরুজ্জামান, উপজেলা শিক্ষা অফিসার সাকী সালাম, সমাজসেবা অফিসার তোফাজ্জল হক, দামুড়হুদা মডেল থানার ওসি অপারেশন সাইফুল আলম।

এসময় বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা আছির উদ্দিন, দামুড়হুদা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হযরত আলী, দামুড়হুদা উপজেলা প্রেসক্লাবের সভাপতি আরিফুল ইসলাম মিলন।

এসময় আরও উপস্থিত ছিলেন সমবায় অফিসার হারুন অর রসিদ, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা হোসনে জাহান, হাউলী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নিজাম উদ্দিন। দামুড়হুদা উপজেলা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক রকিবুল হাসান তোতা, দামুড়হুদা উপজেলা সিআইজি কৃষক সংগঠনের সভাপতি সামসুল ইসলামসহ উপজেলার সকল দপ্তরের কর্মকর্তা বৃন্দ উপস্থিত ছিলেন।




মুজিবনগরে জাতীয় বিমা দিবস পালিত

“আমার জীবন আমার সম্পদ, বীমা করলে থাকবে নিরাপদ” এই প্রতিপাদ্যে মুজিবনগরে নানা আয়োজনে পালিত হয়েছে জাতীয় বীমা দিবস।

মুজিবনগর উপজেলা প্রশাসনের আয়োজনে, জাতীয় বীমা দিবস উপলক্ষে বুধবার সকাল সাড়ে ১০ টা সময় উপজেলা নির্বাহী অফিসার অনিমেষ বিশ্বাসের নেতৃত্বে পরিষদ চত্তর থেকে একটি র‍্যালি বের হয়। র‍্যালিটি সড়ক পরিদর্শন শেষে একই জায়গায় শেষ হয়ে উপজেলা অডিটরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী খালিদ হোসেন,উপজেলা সহকারী শিক্ষা অফিসার মোহাম্মদ সামসুজ্জোহা, উপজেলা একাডেমিক সুপারভাইজার হাসনাইন করিম সহ উপজেলার কর্মকর্তা কর্মচারীবৃন্দ।