ইমো হ্যাকারের কবলে প্রবাসির ভাই সজিব, খোয়ালেন ১৬ হাজার টাকা

ইমো হ্যাকারের কবলে পড়ে ১৬ হাজার টাকা খোয়ালেন প্রবাসির ভাই সজিব। বুধবার দুপুরে এ ঘটনা ঘটেছে কোটচাঁদপুরের রুদ্রপুর গ্রামে।

প্রবাসির ভাই সজিব হোসেন বলেন,আমার ভাই রাজিব হোসেন মালেশিয়া প্রবাসি। সে প্রতি মাসেই টাকা পাঠান বাড়িতে। বুধবার দুপুরে হঠাৎ করে ইমো নাম্বারে কল আসে। এরপর বিপদের কথা বলে ১৬ হাজার টাকা চান। আমি তাৎক্ষণিক ভাবে পাশের বিকাশের মাধ্যমে টাকা পাঠি দিই। এরপর আবারও ১৪ হাজার টাকা চান। এ সময় আমি ভাই ম্যাসেনজারে কল করি। এরপর জানতে পারি হ্যাকারের পাল্লায় পড়েছি।

এ ব্যাপারে কোটচাঁদপুর থানায় অভিযোগ করেছেন প্রবাসির ভাই সজিব হোসেন ।

বিষয়টি নিয়ে কোটচাঁদপুর থানার ডিউটিরত উপপরিদর্শক (এসআই) জাহিদ হোসেন বলেন, সজিব হোসেন ওই সংক্রান্ত একটা অভিযোগ করেছেন।




কোটচাঁদপুরে উপজেলা ও পৌর বিএনপির প্রস্তুতি মূলক সভা অনুষ্ঠিত

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে তেল,গ্যাস বিদ্যুৎ সহ দ্রব্য মূল্যের উর্ধগতি ও যুগপৎ আন্দোলনের কর্মসূচির অংশ হিসেবে আগামী ১১ ফেব্রুয়ারি ইউনিয়ন পথযাত্রা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার সকালে কোটচাঁদপুর উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে মেইন বাসস্ট্যান্ড উপজেলা বিএনপি দলিও কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা বিএনপির সভাপতি আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে ও জেলা বিএনপির শিশু বিষয়ক সম্পাদক ফারুকুল আলম শেখার সঞ্চালনায়।

প্রস্তুতি মূলক সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি আবুবকর বিশ্বাস।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক পৌর মেয়র ও পৌর বিএনপির সভাপতি এস কে এম সালাউদ্দিন বুলবুল সিডল,উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক লিয়াকত আলী, জেলা বিএনপির যুগ্মসাধারণ সম্পাদক ফারুক হোসেন খোকন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আবুল কাশেম,উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হারুন আর রশিদ, সাবেক উপজেলা বিএনপির সভাপতি নুরুজ্জামান, সাবেক সাধারন সম্পাদক ফারুক হোসেন, জেলা সহ-সাংগঠনিক সম্পাদক সাইদুর রহমান, পৌর বিএনপির সহ-সভাপতি শাহরিয়ার রহমান মামুন, সাফদারপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ফরিদ উদ্দিন, দোড়া ইউনিয়ন বিএনপির সভাপতি শরিফুল ইসলাম সান্টু,বলুহর ইউনিয়ন বিএনপির সভাপতি আশরাফ আলী, কুশনা ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আক্তার হোসেন, এলাঙ্গী ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান একরামুল হক প্রমুখ। এ সময় বক্তারা পথযাত্রা উপলক্ষে বিভিন্ন দিকনির্দেশনা মূলক বক্তব্য রাখেন।

সে সময় উপস্থিত ছিলেন উপজেলা ও পৌর বিএনপি, যুবদল, ছাত্র দল, সেচ্ছাসেবক দল, কৃষক দল, শ্রমিক দল সহ সকল অঙ্গ সংগঠনে নেতা কর্মী বৃন্দ উপস্থিত ছিলেন।




১ হাজার ৩০০ কর্মী ছাঁটাই করছে জুম

বিশ্বব্যাপী প্রায় ১ হাজার ৩০০ কর্মী ছাঁটাইয়ের কথা জানিয়েছে জনপ্রিয় ভিডিও কনফারেন্সিং অ্যাপ জুম। যোগাযোগ প্রযুক্তি–বিষয়ক প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) এরিক ইউয়ান গতকাল মঙ্গলবার এই ঘোষণা দেন।

জুমের দাপ্তরিক ব্লগে এরিক ইউয়ান লিখেন, কর্মীর সংখ্যা কমিয়ে আনার পরিকল্পনা করেছে জুম। এজন্য কঠোর পরিশ্রমী ও মেধাবী হওয়া সত্ত্বেও আমাদের প্রায় ১ হাজার ৩০০ সহকর্মীকে বিদায় বলতে হচ্ছে, যা জুমের মোট কর্মীর ১৫ শতাংশ। চাকরিচ্যুত কর্মীদের শিগগিরই ই–মেইলে তা জানিয়ে দেওয়া হবে।

এরিক ইউয়ান আরও জানান, যুক্তরাষ্ট্রে কর্মরত জুমের কর্মীরা তাঁদের চাকরি হারানোর বার্তাটি পরবর্তী ৩০ মিনিটের মধ্যে ই–মেইলে পেয়ে যাবেন। আর অন্যান্য দেশে কর্মরত কর্মীদের এই বার্তা সেখানকার নিয়ম মেনে দেওয়া হবে।

২০১১ সালে জুম প্রতিষ্ঠা করেন এরিক ইউয়ান। করোনার আগে সেবাটি মানুষের কাছে অপরিচিতই ছিল। করোনা মহামারির সময় টানা লকডাউন ও হোম অফিসের সুবাদে জনপ্রিয় হয়ে ওঠে সেবাটি। জুমের জনপ্রিয়তার জেরে এরিক এখন বিশ্বের ১৩৩ নম্বর ধনী। ফোর্বসের হিসাব অনুযায়ী, তাঁর মোট সম্পদের পরিমাণ ১ হাজার ৩২০ কোটি ডলার।

তবে জুমের সিইও হয়েও এরিক ইউয়ান সরাসরি অফিস করা, বৈঠক করার পক্ষে। তিনি চান জুমের কর্মীরা করোনার আগের মতো মুখোমুখি মিটিংয়ে ফিরে যাক। সপ্তাহে অন্তত দুই দিনের জন্য হলেও যেন তাঁরা অফিসে গিয়ে কাজ করেন। কেননা এরিক ইউয়ান নিজেও জুমে একের পর এক বৈঠক করে ক্লান্ত হয়ে পড়েছে।




মেহেরপুরে আরডিআরএস এর ৫১ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

আরডিআরএস বাংলাদেশ এর ৫১ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করেছে মেহেরপুর আরডিআরএস শাখা

বুধবার বিকেলে (৮ ফেব্রুয়ারি) মেহেরপুর কলেজ মোড়ে আরডিআরএস শাখায় কেক কেটে ৫১ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন মেহেরপুর আরডিআরএস এর এলাকা ব্যবস্থাপক বিকাশ চন্দ্র রায়, শাখা ব্যবস্থাপক শংকর কুমার সরকার, শাখা হিসাব রক্ষক রিনি সুলতানা, ক্ষুদ্র ঋণ সংগঠক লাভলী ইয়াসমিন, লীমা খাতুন ও শাওন ইসলাম প্রমুখ।

উল্লেখ্য, গত বছরের ৮ নভেম্বর ২০২২ সালে মেহেরপুর কলেজ মোড়ে আরডিআরএস ২৮৩ তম শাখার উদ্বোধন করা হয়।




নিয়োগ দেবে ন্যাশনাল পলিমার ইন্ডাট্রিজ

নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ন্যাশনাল পলিমার ইন্ডাস্ট্রিজ লিমিটেড। প্রতিষ্ঠানটিতে জোনাল ম্যানেজার পদে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী যোগ্য প্রার্থীরা অনলাইনে সহজেই আবেদন করতে পারবেন।

পদের নাম

জোনাল ম্যানেজার।

শিক্ষাগত যোগ্যতা

স্বীকৃত যেকোনো শিক্ষাপ্রতিষ্ঠান থেকে যেকোনো বিষয়ে স্নাতক পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। প্রার্থীর তিন থেকে পাঁচ বছরের কাজের পূর্ব অভিজ্ঞতা থাকতে হবে। এরিয়া, টেরিটরি মার্কেটিং, বিজনেস ডেভেলপমেন্ট, কাস্টমার সাপোর্ট, ক্লায়েন্ট সার্ভিস, রিলেশনশিপ মার্কেটিং ও সেলস বিষয়ে জানাশোনা থাকতে হবে। ২৮ থেকে অনূর্ধ্ব ৩৫ বছর বয়স পর্যন্ত আবেদন করা যাবে।

কর্মস্থল

ঢাকা।

বেতন

২৫,৮০০-৩১,৫০০/-টাকা। সঙ্গে অন্যান্য সুবিধা প্রদান করা হবে।

আবেদন প্রক্রিয়া

আগ্রহী যোগ্য প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।

আবেদনের শেষ তারিখ

১২ ফেব্রুয়ারি, ২০২৩।

সূত্র : বিডিজবস।




সিরিয়া-তুরস্ক ভূমিকম্প: মৃতের সংখ্যা বেড়ে ৯৬০০

তুরস্ক ও সিরিয়ায় ভয়াবহ ভূমিকম্পের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৯ হাজার ৬০০ জনে দাঁড়িয়েছে।

আজ বুধবার (৮ ফেব্রুয়ারি) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক লাইভ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। এটি এক দশকেরও বেশি সময়ের মধ্যে সবচেয়ে মারাত্মক ভূমিকম্পের ঘটনা।

তুরস্কের দুর্যোগ ব্যবস্থাপনা এজেন্সি বলছে, দেশটিতে এখন পর্যন্ত ৭ হাজার ১০৮ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ৩৭ হাজার ১১জন। অন্যদিকে বিরোধী নিয়ন্ত্রিত উত্তর-পশ্চিম সিরিয়ায় কমপক্ষে ১ হাজার ২৮০ জন নিহত হয়েছে। এছাড়া সিরীয় সরকারের নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ জানিয়েছে, অন্তত ১ হাজার ২৫০ জন মারা গেছে। নিহতের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

গত সোমবার ভোর ৪টা ১৭ মিনিটে তুরস্ক ও সিরিয়া সীমান্তবর্তী অঞ্চলে আঘাত হানে শক্তিশালী ভূমিকম্প। রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৭ দশমিক ৮। এর পর থেকে দফায় দফায় আরও কয়েকটি ভূমিকম্প হয়েছে। এতে দুই দেশে ধসে পড়েছে হাজার হাজার ভবন। হতাহতের সংখ্যা আরও অনেক বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে।

এ ছাড়া বিশ্ব স্বাস্থ্য সংস্থা ডব্লিউএইচও অনুমান করছে, তুরস্ক এবং সিরিয়াজুড়ে আড়াই কোটিরও বেশি মানুষ এই ভূমিকম্পের শিকার হয়েছেন।




চুয়াডাঙ্গায় ছাত্রলীগের পক্ষ থেকে চুয়াডাঙ্গা সরকারি কলেজে দেয়াল ঘড়ি হস্তান্তর

চুয়াডাঙ্গা জেলার সবথেকে বড় শিক্ষা প্রতিষ্ঠান চুয়াডাঙ্গা সরকারি কলেজে চুয়াডাঙ্গা জেলা ছাত্রলীগের পক্ষ থেকে পরিক্ষার্থীদের সুবিধা প্রদানের জন্য জন্য দেয়াল ঘড়ি প্রদান করা হয়েছে।

আজ  বুধবার বেলা সাড়ে দশটার সময় চুয়াডাঙ্গা জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক জানিফ এর দিকনির্দেশনায় এবং চুয়াডাঙ্গা জেলা ছাত্রলীগের সাবেক সদস্য ও চুয়াডাঙ্গা পৌর ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক গাজী ইমদাদুল হক সজল এর সৌজন্যে ১০ টি দেয়াল ঘড়ি চুয়াডাঙ্গা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. এ কে এম সাইফুর রশিদের কাছে হস্তান্তর করেন।

এ সময় গাজী ইমদাদুল হক সজল বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাতে গড়া ঐতিহ্যবাহী সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি এবং সাধারণ সম্পাদকের বলিষ্ঠ নেতৃত্ব এগিয়ে চলেছে এই ঐতিহ্যবাহী ছাএ সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ। বাংলাদেশের জনগণের অধিকার আদায়ে বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলন ও সংগ্রামে বলিষ্ঠ নেতৃত্ব প্রদানসহ দিকনির্দেশনা দিয়ে আসছে ঐতিহ্যবাহী এই ছাত্রসংগঠনটি।

চুয়াডাঙ্গা সরকারি কলেজের যে সকল শিক্ষার্থী পরিক্ষা দিতে আসে তাদের কথা বিবেচনা করে আমাদের এই আয়োজন। পর্যায়ক্রমে চুয়াডাঙ্গা জেলার সকল শিক্ষাপ্রতিষ্ঠানে আমাদের এই দেয়াল ঘড়ি প্রদান কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান তিনি।

এ সময় আরও উপস্থিত ছিলেন, আরফিন সজিব,ফারহান রাব্বি, পাপন হাসান সবুজ, লিখন আহম্মেদ, তাজিব আরাফাত, সাব্বির আহাম্মেদ,তৌকির, বাবু,মাহিম,আশিক,অনিক,প্রিন্স, শিমুল, রাশেদ সহ চুয়াডাঙ্গা জেলা ছাত্রলীগের নেতাকর্মী বৃন্দ।




পাকিস্তানে নিষিদ্ধ ভারতে মুক্তি পাচ্ছে ‘জয়ল্যান্ড’

পাকিস্তান সরকারের আপত্তির কারণে দেশটিতে নিষিদ্ধ পূর্ণদৈর্ঘ্য সিনেমা ‘জয়ল্যান্ড’। অথচ ছবিটি গত বছরের ১৮ নভেম্বর পাকিস্তানে মুক্তি পাওয়ার কথা ছিল। তবে নিজ দেশে না পেলেও জয়ল্যান্ড ছবিটি মুক্তি পেতে যাচ্ছে ভারতে।

চলতি বছর অস্কারের দৌড়ে শামিল ছিল পাকিস্তানের এ ছবিটি। কান চলচ্চিত্র উৎসবে পাকিস্তানের অভিষেক হয় এই ছবির হাত ধরেই। সেই সূত্রে ছবিটি প্রশংসিত হয়েছে আন্তর্জাতিক স্তরে। কিন্তু বিতর্কের কারণে মুক্তির আগেই ছবিটি নিষিদ্ধ করে পাকিস্তানের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়।

তবে পাকিস্তানে নিষিদ্ধ হলেও এবার ভারতসহ বিশ্বের বিভিন্ন দেশে মুক্তি পেতে যাচ্ছে ছবিটি। স্পেন, ইংল্যান্ড, সুইজারল্যান্ড এবং পূর্ব ইউরোপের দেশগুলোতে মুক্তি পাচ্ছে জয়ল্যান্ড ছবিটি। জয়ল্যান্ড ছবির অফিশিয়াল ইনস্টাগ্রামে দেওয়া বিবৃতিতে এ কথা জানানো হয়েছে বলে খবর দিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম।

বিবৃতিতে বলা হয়েছে, আমরা এটা জানাতে পেরে ভীষণভাবে উচ্ছ্বসিত যে, সারা বিশ্বের দর্শক এ ছবিটি দেখতে পাবেন। পিভিআর পিকচার্সের পক্ষ থেকে আগামী ১০ মার্চ মুক্তি পেতে চলেছে ছবিটি।

একটি সাধারণ পরিবারের কাহিনি নিয়ে নির্মিত জয়ল্যান্ড। যেখানে পিতৃতন্ত্রই শেষ কথা। এতে দেখানো হয়েছে, পরিবারের অভিভাবক ও অন্য সদস্যরা পুত্র সন্তানের জন্মের দীর্ঘ প্রতীক্ষায়। কিন্তু তাদের সেই আকাঙ্ক্ষা পূরণ হওয়ার আগেই পরিবারে নেমে আসে অন্য এক ‘বিপর্যয়’। ছবির এ বিষয়টি নিয়ে আপত্তি জানিয়েছে পাকিস্তান সরকারের সংশ্লিষ্ট বিভাগ।

সূত্র: যুগান্তর




মুজিবনগরে যোদ্ধাহত মুক্তিযোদ্ধা আব্দুস ছাত্তারের ইন্তেকাল

মুজিবনগরে যোদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আব্দুস ছাত্তার ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাহি রাজিউন)।

গতকাল মঙ্গলবার রাত সাড়ে দশটার দিকে নিজ বাসভবনে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।

আজ বুধবার সকাল দশটার সময় রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদান শেষে গৌরিনগর কবরস্হানে তার লাশ দাফন করা হয়।

বীর মুক্তিযোদ্ধা আব্দুর সাত্তার মুজিবনগর উপজেলার গৌরিনগর গ্রামের মৃত নছর আলীর ছেলে। বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার এর মরদেহকে জাতীয় পতাকা দ্বারা আচ্ছাদিত করে সন্মান প্রদর্শন করা হয় এবং পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানানো হয়।

এ সময় মুজিবনগর উপজেলা নির্বাহী অফিসার অনিমেষ বিশ্বাস রাষ্ট্রের পক্ষে সালাম গ্রহন করেন। পরে মুজিবনগর থানার অফিসার ইনচার্জ (তদন্ত) আব্দুল আলীমের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদান করেন।

এ সময় মুজিবনগর উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আবুল কালাম আজাদ,যোদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আহসান আলী,বীর মুক্তিযোদ্ধা আলী হোসেন,আমজাদ হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

তিনি দীর্ঘদিন ধরে ক্যান্সারে আক্রান্ত ছিলেন। মৃত্যুকালে তার বয়স ছিলো ৮০ বছর। তিনি ৩ ছেলে ও ১ মেয়েসহ অসংখ গুনাগ্রাহী রেখে গেছেন।




নারী আইপিএলের নিলামে বাংলাদেশের ৯ জন

আগামী ৪ মার্চে থেকে মাঠে গড়াবে নারী আইপিএলের লড়াই। তার আগে আগামী ১৩ ফেব্রুয়ারি মেগা নিলাম অনুষ্ঠিত হবে মুম্বাইয়ে। নারী আইপিএলের প্লেয়ার্স ড্রাফটের জন্য ১৫২৫ জন নারী ক্রিকেটার নাম জমা দিলেও নিলামের চূড়ান্ত তালিকায় জায়গা পেয়েছে ৪০৯ জন। নারী ক্রিকেটারদের এই নিলামের তালিকায় রয়েছেন বাংলাদেশের ৯ ক্রিকেটারও। এর মধ্যে রয়েছেন জাতীয় দলের ৮ জনসহ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে আলো ছড়ানো তারকাও।

নারী আইপিএলের নিলামের তালিকায় বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে জায়গা পেয়েছেন- নিগার সুলতানা, সালমা খাতুন, জাহানারা আলম, রুমানা আহমেদ, নাহিদা আক্তার, লতা মণ্ডল, সোবহানা মোস্তারি, রিতু মনি। তাদের সঙ্গে আরও রয়েছেন অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে সাড়া জাগানো স্বর্ণা আক্তার।

নারী আইপিএলের ক্রিকেটারদের জন্য সর্বোচ্চ ভিত্তিমূল্য ধরা হয়েছে ৫০ লাখ রুপি। সর্বোচ্চ শ্রেণিতে অবশ্য সুযোগ পাননি বাংলাদেশের কেউ। দ্বিতীয় সর্বোচ্চ ৪০ লাখ রুপিতে ড্রাফটে জায়গা পেয়েছেন পেসার জাহানারা আলম আর অলরাউন্ডার সালমা খাতুন।

জাতীয় দলের বাকি ৬ ক্রিকেটারই সুযোগ পেয়েছেন ৩০ লাখ রুপি ভিত্তিমূল্যে। এছাড়া অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে আলো ছড়ানো ব্যাটার স্বর্ণা আক্তার সুযোগ পেয়েছেন ২০ লাখ রুপি ভিত্তিমূল্যে।

নারী আইপিএলের ড্রাফটে সর্বোচ্চ ক্যাটাগরিতে জায়গা পেয়েছেন ২৪ জন ক্রিকেটার। প্রতিটি ফ্র্যাঞ্চাইজি স্কোয়াডে নিতে পারবে ১৫ জন করে ক্রিকেটার। এর মধ্যে বিদেশি ক্রিকেটার নিতে পারবে ৬ জন করে।