দামুড়হুদায় ভাষা শহীদের স্মরণে এমআর লজিস্টিকস ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন

দামুড়হুদায় ভাষা শহীদের স্মরণে এমআর লজিস্টিকস ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। দামুড়হুদার ঐতিহ্যবাহী ইয়াংস্টার ক্রিকেট ক্লাবের ২৫ বছর পূর্তী উপলক্ষে চুয়াডাঙ্গা জেলা ফুটবল অ্যাসোসিয়েশন (ডিএফএ) সভাপতি পদপ্রার্থী দামুড়হুদা স্পোর্টিং ক্লাবের সভাপতি এমআর লজিস্টিকস বিডি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এখলাছ উদ্দীন সুজনের পৃষ্ঠপোষকতায়  শুক্রবার বিকেলে দামুড়হুদা শেখ রাসেল মিনি স্টেডিয়ামে টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

দামুড়হুদা স্পোর্টিং ক্লাবের সভাপতি এমআর লজিস্টিকস বিডি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এখলাছ উদ্দীন সুজনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দামুড়হুদা উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক এম নুরুন্নবী।

দামুড়হুদা ইয়াং স্টার ক্লাবের আয়োজনে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন দামুড়হুদা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বখতিয়ার হোসেন বকুল, দামুড়হুদা ইয়াংস্টার ক্লাবের সভাপতি ও প্রধান পৃষ্ঠপোষক এমরাজ উদ্দিন খোকন ও দামুড়হুদা প্রেসক্লাবের অর্থ সম্পাদক শমশের আলী।

দামুড়হুদা নিউ স্টার ক্লাব বনাম মোক্তারপুর ক্রিকেট একাদশের মধ্যে টুর্নামেন্টের উদ্বোধনী খেলা অনুষ্ঠিত হয়। টর্সে জিতে দামুড়হুদা নিউ স্টার ক্লাব প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ১৪ ওভারে ৭ উইকেট হারিয়ে ৮২ রান সংগ্রহ করে। ৮৩ রানের টার্গেটে ব্যাট করতে নেমে মোক্তারপুর ক্রিকেট একাদশ ১৩ ওভার ২ বলে সবকটি উইকেট হারিয়ে মাত্র ৫৮ রান সংগ্রহ করে। ফলে দামুড়হুদা নিউ স্টার ক্লাব ২৪ রানে জয়লাভ করে। দামুড়হুদা নিউ স্টার ক্লাবের খেলোয়াড় জয় (গাংনী, মেহেরপুর) ৩ ওভার বল করে মাত্র ৪ রানের খরচায় ৩ উইকেট নিয়ে ম্যান অফ দি ম্যাচ নির্বাচিত হন।

খেলায় আম্পায়ার ছিলেন আবুল বাশার ও মুকিত আহম্মেদ। ধারাভাষ্য দেন ইমরান নাজির লিটন। স্কোরার ছিলেন মোস্তাফিজুর রহমান। আজ শনিবার একই সময় একই মাঠে এমআর লজিস্ট্রিকস বনাম স্টুডেন্ট কেয়ার কোচিং সেন্টার ক্রিকেট একাদশের মধ্যে টুর্নামেন্টের ২য় খেলা অনুষ্ঠিত হবে।




মেহেরপুর কলেজ মোড়ে ইয়ারুল ক্যাফে এন্ড রেস্টুরেন্টের উদ্বোধন

মেহেরপুর কলেজ মোড়ে ইয়ারুল ক্যাফে এন্ড রেস্টুরেন্ট এর উদ্বোধন করা হয়।  শুক্রবার সন্ধ্যার সময় মেহেরপুর কলেজ মোড়ে এর উদ্বোধন করা হয়।

এ সময় ইয়ারুল ক্যাফে এন্ড রেস্টুরেন্টের স্বত্বাধিকারী প্রোপাইটার মোঃ ইয়ারুল ইসলাম, কবির, লিটন, বাবু, সামাদ, মিন্টু, শাহজাহান সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উদ্বোধনী অনুষ্ঠানে অংশগ্রহণ করে।

ইয়ারুল ক্যাফে এন্ড রেস্টুরেন্টের স্বত্বাধিকারী প্রোপাইটার মোঃ ইয়ারুল ইসলাম বলেন আমার এখানে থাই চাইনিজ, ফাস্টফুড সকল আইটেম এবং নান গ্রিল এর বিশেষ আইটেম ইত্যাদি পাওয়া যাবে।

এ সময় ফিতা কেটে মোনাজাতের মাধ্যমে উদ্বোধন ঘোষণা করা হয়।




ভালোবাসার ‘বিশেষ পাঁচফোড়ন’

দেশের প্রথম প্যাকেজ অনুষ্ঠান নির্মাতা প্রতিষ্ঠান ফাগুন অডিও ভিশন প্রতিবারের মত এবারও ভালোবাসা দিবস উপলক্ষে নির্মাণ করেছে ভালোবাসার বিশেষ পাঁচফোড়ন। নাটকীয়ভাবে এর প্রতিটি আইটেম উপস্থাপন করা হয়। গত প্রায় দুই যুগ ধরে বছরের বিশেষ বিশেষ দিনে এই অনুষ্ঠানটি প্রচারিত হচ্ছে। প্রতিবারের মত এবারও ভিন্ন আঙ্গিকের উপস্থাপনায় রকমারি আয়োজন নিয়ে সাজানো হয়েছে এবারের ভালোবাসার বিশেষ এই পাঁচফোড়ন।

পাশাপাশি দুটি ফ্ল্যাটে বাস করা দুজন তরুণ-তরুণীর মধ্যে প্রথমে ঝগড়া-বিবাদ, এরপর মান-অভিমান নিয়েই গড়ে উঠেছে এবারের পাঁচফোড়ন এর গল্প। তাদের এইসব বিভিন্ন কর্মকাণ্ডের ফাঁকে ফাঁকেই আসতে থাকে গান, নাটক ও বিভিন্ন বিষয়ের উপর চমৎকার সব রিপোর্টিং।

পাঁচফোড়নের প্রতিটি পর্বেই উপস্থাপনার ঢং ভিন্নরকম যেখানে নির্দিষ্ট কোন উপস্থাপক থাকে না। দেশের বিভিন্ন তারকা শিল্পীরা বিভিন্ন আঙ্গিকে বিষয় ভিত্তিক এই অনুষ্ঠানের উপস্থাপনা করে থাকেন। এবারের পাঁচফোড়নে দুই প্রতিবেশী প্রেমিক-প্রেমিকার ভূমিকায় অভিনয় করেছেন জনপ্রিয় অভিনয় তারকা মীর সাব্বির ও সুমাইয়া শিমু।

এবারের পাঁচফোড়নে মূল গান রয়েছে ৩টি। একটি গেয়েছেন সময়ের জনপ্রিয় সংগীত শিল্পী সুমী শবনম। ‘মন তোরে দেখিতে পাই না…’ শিরোনামে গানটির কথা লিখেছেন ও সুর করেছেন মোহাম্মদ আকরাম হোসেন ও সংগীতায়োজন করেছেন সজীব দাস। ‘তোমার চোখে আমার চোখে’ শিরোনামে আর একটি গান গেয়েছেন জনপ্রিয় সংগীত শিল্পী দিনাত জাহান মুন্নী। গানটির কথা লিখেছেন কবির বকুল, সুর ও সংগীতায়োজন করেছেন ইমন চৌধুরী, গানটির চিত্রায়নে অংশ নিয়েছেন মডেল সাজ্জাদ ও মোনালিসা দীপা।

সঞ্চালনার পাশাপাশি মীর সাব্বির ও সুমাইয়া শিমুকে দিয়ে চিত্রায়ন করা হয়েছে একটি ভালোবাসার গান। মনোরম কিছু লোকশানে গানটি চিত্রায়ন করা হয়েছে। নান্দনিক চিত্রায়ন ও শিল্পীদের চমৎকার অভিনয় সমৃদ্ধ গানটি দর্শকদের ভালোবাসার আনন্দ দেবে।

চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড উপজেলার উত্তর ভাটেরখীল গ্রামে গত ১৩০ বছর ধরে শীতের সময় গ্রামের কয়েক হাজার মানুষকে একদিন এক জায়গায় জড়ো করে রস দিয়ে তৈরি শিরনি খাওয়ানো হচ্ছে। তাদের এই অভিনব উদ্যোগের উপর এবারের পাঁচফোড়নে রয়েছে একটি সমসাময়িক প্রতিবেদন।

রয়েছে ভালোবাসার উপর বিভিন্ন আঙ্গিকে মজাদার কিছু নাট্যাংশ। জনপ্রিয় অভিনয় শিল্পীরা এতে অভিনয় করেছেন। শিল্পীরা হলেন-সুভাশিষ ভৌমিক, কামাল বায়েজিদ, শাহেদ আলী, জামিল হোসেন, সাদিয়া তানজিন, হাশিম মাসুদ, তারিক স্বপন, নজরুল ইসলাম, সুজাত শিমুল, সুবর্ণা মজুমদার, সাজ্জাদ সাজু, মোনালিসা দীপা, মতিউর রহমান সাবরিনা নিসা, সিলভিয়া কুইয়াসহ আরও অনেকে।

অনুষ্ঠানটি এটিএন বাংলায় প্রচারিত হবে ১৪ই ফেব্রুয়ারি, মঙ্গলবার-রাত ১০টা ৪০ মিনিটে। পরিবেশিত হবে কেয়া কসমেটিকস লিমিটেডের সৌজন্যে। পাঁচফোড়ন নির্মাণ করেছে দেশের খ্যাতিমান নির্মাতা প্রতিষ্ঠান ফাগুন অডিও ভিশন।




তুরস্ক-সিরিয়ায় ভূমিকম্পে মৃত্যু ২২ হাজার ছাড়ালো

তুরস্ক ও সিরিয়ায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২২ হাজার ৩৭৫ জনে দাঁড়িয়েছে। খবর গার্ডিয়ান। তুরস্ক ও সিরিয়ার সরকার ও চিকিৎসকেরা জানিয়েছেন, এখন পর্যন্ত ভূমিকম্পে তুরস্কে ১৮ হাজার ৯৯১ জন এবং সিরিয়ায় ৩ হাজার ৩৮৪ জন মারা গেছে।

গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়েছে, উদ্ধারকর্মীরা এখনো ধ্বংসস্তূপে উদ্ধার অভিযান চালাচ্ছেন। তবে, সময় যত পেরিয়ে যাচ্ছে ততই জীবিত উদ্ধারের সম্ভাবনা কমছে। তীব্র শীত হাজার হাজার বেঁচে থাকা মানুষকে হুমকির মুখে ফেলেছে। তারা এখন আশ্রয়, খাদ্য ও পানীয় ছাড়াই আছেন।

বৃষ্টি, যোগাযোগ বিপর্যয়সহ নানা সমস্যার কারণে অনেকের মৃত্যু হতে পারে বলে আশঙ্কা করছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডাব্লিউএইচও)। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান এই ভূমিকম্পকে ‘শতাব্দীর বিপর্যয়’ বলে অভিহিত করেছেন।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, বৃহস্পতিবার বিশ্বব্যাংক তুরস্ককে মৌলিক অবকাঠামো পুনর্নির্মাণ এবং ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের সহায়তায় তাৎক্ষণিক অর্থায়নসহ ১ দশমিক ৭৮ বিলিয়ন ডলার সহায়তার প্রতিশ্রুতি দিয়েছে।

কিন্তু যানবাহনের ঘাটতি এবং ক্ষতিগ্রস্ত রাস্তাসহ বেশ কয়েকটি কারণে মাঠ পর্যায়ে থাকা এক লাখ বা তারও বেশি উদ্ধারকর্মীর প্রচেষ্টা ব্যাহত হচ্ছে।




মুজিবনগরে হেরোইন সহ ২ জন আটক

মুজিবনগরে হেরোইসহ দুজনকে আটক করেছে থানা পুলিশ। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে মুজিবনগর থানা অফিসার ইনচার্জ মেহেদী রাসেলের নেতৃত্বে এসআই উত্তম কুমার এস আই সাহেব আলী সংঙ্গীয় ফোর্স অভিযান চালিয়ে উপজেলার দারিয়াপুর গ্রাম থেকে ৩ গ্রাম হেরোইন সহ দারিয়াপুর গ্রামের কাবীদুলের ছেলে তুহিন (২৩) এবং একই গ্রামের বকুলের ছেলে আব্দুল আজিজ (২১) কে আটক করা হয়।

উদ্ধারকৃত হেরোইন এর মূল্য অনুমান ৩০,০০০/ টাকা। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।




দামুড়হুদায় প্রকৃতিকে রাঙিয়ে তোলা বসন্তের রুপকন্যা শিমুল বিলুপ্তপ্রায়

গাছে গাছে সবুজ পাতা, মুকুল আর ফুল আর কোকিলের ডাক মনে করিয়ে দেয় বসন্তের আগমনি বার্তা। ঋতুরাজ বসন্তের আগমনে আবহমান গ্রামবাংলার প্রকৃতিকে রাঙিয়ে অনেক ফুল ফুটলেও এখন আর তেমন চোখে পড়ে না রক্তলাল নয়নাভিরাম শিমুল ফুল। কিন্তু কালের বিবর্তনে চুয়াডাঙ্গার দামুড়হুদার আগুন ঝরা ফাগুনে চোখ ধাঁধানো গাঢ় লাল রঙের অপরূপ সাজে সজ্জিত শিমুল গাছ এখন বিলুপ্তপ্রায়।

এক-দেড় যুগ আগেও দামুড়হুদা উপজেলা বিভিন্ন গ্রামের অধিকাংশ বাড়ির আনাচে কানাচে আর রাস্তার পাশে অনেক শিমুল গাছ দেখা যেত। প্রতিটি গাছে গাছে প্রস্ফুটিত শিমুল ফুলই স্মরণ করিয়ে দিত বসন্তের আগমনী বার্তা। বসন্ত আগমনের এক সঙ্গে প্রকৃতি প্রতিটি গাছেই আসতে শুরু করেছে নতুন পাতা। ইতি মধ্যেই কোকিলের সুমিষ্ট কুহুতালে ফাগুনের উত্তাল বাসন্তী হাওয়া দিচ্ছে দোলা। মুকুল আর শিমুল ফুল দেখে বোঝা যায় শীত বিদায় নিয়ে আসছে ফাগুন। শিমুল গাছের শাখাগুলো বসন্তের আগমনে লাল শাড়ির ঘোমটা পরা গ্রাম্য নববধূর সাজে সজ্জিত হতে দেখা যায়, যা দর্শনে হতাশ প্রেমিকের মনেও জাগিয়ে তোলে আশা। অন্যান্য গাছের তুলনায় শিমুল গাছ অনেক উঁচু হওয়ায় বহু দূর থেকে এ মনোরম দৃশ্য চোখে পড়ে। কেবল সৌন্দর্যই বিলায় না, শিমুল গাছের রয়েছে নানা উপকারিতা ও অর্থনৈতিক গুরুত্ব।

প্রাকৃতিকভাবে তুলা আহরণের অন্যতম অবলম্বন শিমুল গাছ। এ গাছের সব অংশেরই রয়েছে ভেষজ গুণ। গ্রামে শিমূল গাছ ঔষধি গাছ হিসেবেও পরিচিত। গ্রামাঞ্চলের মানুষ বিষ ফোড়া, আখের গুড় তৈরিতে শিমুলের রস ও কোষ্ঠ কাঠিণ্য নিরাময়ে গাছের মূলকে ব্যবহার করতো।

শিমুল গাছ ৯০ থেকে ১০০ ফুট পর্যন্ত লম্বা হয় এবং বেশ মোটাও হয়। নানা ধরনের প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা করে শিমুল গাছ দেড় শ’ বছর পর্যন্ত বেঁচে থাকে। শীতের শেষে পাতা ঝরে পড়ে। বসন্তের শুরুতেই গাছে ফুল ফোটে। আর এ ফুল থেকেই হয় ফল। চৈত্র মাসের শেষের দিকে ফল পুষ্ট হয়। বৈশাখ মাসের দিকে ফলগুলো পেকে শুকিয়ে গিয়ে বাতাসে আপনা আপনিই ফল ফেটে প্রাকৃতিকভাবে তুলার সঙ্গে উড়ে উড়ে দূর-দূরান্তে ছড়িয়ে পড়া বীজ থেকেই এর জন্ম হয়। বালিশ, লেপ ও তোশক তৈরিতে শিমুল তুলার জুড়ি নেই। অথচ বর্তমানে মানুষ এ গাছকে তুচ্ছ মনে করে কারণে অকারণে কেটে ফেলছে।

ইটভাটার জ্বালানি হিসেবে ব্যবহার হলেও সেই তুলনায় রোপণ করা হয়নি। ফলে আজ বিলুপ্তির পথে গাছটি। শিমুল গাছ উজাড় হওয়ার ফলে পরিবেশের ওপরে পড়েছে নেতিবাচক প্রভাব। গাছটি নিধনের জন্য একমাত্র ইটভাটাই দায়ী। এ গাছ অনেক উঁচু হওয়ায় কাক, কোকিল, চিল, বকসহ বিভিন্ন ধরনের পাখি বাসা বেঁধে বসবাস করত। এ গাছ উজাড় হওয়ার ফলে এসব পাখিরা আবাসস্থল হারিয়ে পড়েছে অস্তিত্ব সঙ্কটে। গাছ না থাকায় আবাসস্থলের অভাবে ধীরে ধীরে এসব পাখিরাও হারিয়ে যাচ্ছে।

গ্রামে শিমূল গাছ ঔষধি গাছ হিসেবেও পরিচিত। কিন্তু কালের বিবর্তনে আর আধুনিকতার ছোঁয়ায় তেমন চোখে পড়ে না শিমুল গাছ। প্রতিনিয়ত বিলুপ্তি হয়ে যাচ্ছে শিমুল গাছ। যার কারনে গ্রাম বাংলার বুক থেকে হারিয়ে যেতে বসেছে, অতি চিরচেনা শিমূল গাছ।




নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের পর্দা উঠছে আজ

দক্ষিণ আফ্রিকার মাটিতে আজ পর্দা উঠছে আইসিসি নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের অষ্টম আসর। শুক্রবার (১০ ফেব্রুয়ারি) কেপ টাউনে প্রথম দিন মুখোমুখি হবে স্বাগতিক দক্ষিণ আফ্রিকা ও শ্রীলংকা। খেলা শুরু হবে বাংলাদেশ সময় রাত ১১টায়।

এবারের বিশ্বকাপে দুই গ্রুপে ভাগ হয়ে মোট ১০টি দল অংশ নিচ্ছে। গ্রুপ-এ’তে আছে বাংলাদেশ, বর্তমান চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও শ্রীলঙ্কা। আর গ্রুপ-‘বি’তে আছে গতবারের রানার্স-আপ ভারত, ইংল্যান্ড, আয়ারল্যান্ড, পাকিস্তান ও ওয়েস্ট ইন্ডিজ। স্বাগতিক দেশ হিসেবে এবারের আসরে খেলার সুযোগ পায় দক্ষিণ আফ্রিকা। এছাড়া ২০২১ সালের ৩০ নভেম্বর পর্যন্ত আইসিসি টি-টোয়েন্টি র‌্যাংকিংয়ের শীর্ষে থাকা সাতটি দল টুর্নামেন্টে সরাসরি খেলার সুযোগ পায়। বাছাইপর্ব খেলে শেষ দুই দল হিসেবে মূল প্রতিযোগিতায় জায়গা পায় বাংলাদেশ ও আয়ারল্যান্ড। আবু ধাবিতে অনুষ্ঠিত বাছাই পর্বের ফাইনালে আয়ারল্যান্ডকে ৭ রানে হারায় বাংলাদেশ।

১২ ফেব্রুয়ারি শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ শুরু করবে বাংলাদেশ। গ্রুপ পর্বে বাংলাদেশের পরের ম্যাচগুলো যথাক্রমে- ১৪ ফেব্রুয়ারি অস্ট্রেলিয়ার বিপক্ষে, ১৭ ফেব্রুয়ারি নিউজিল্যান্ডের বিপক্ষে এবং ২১ ফেব্রুয়ারি দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। মূল লড়াইয়ে নামার আগে আইসিসির নির্ধারিত দু’টি প্রস্তুতিমূলক ম্যাচে খেলেছে টুর্নামেন্টে অংশগ্রহণকারী ১০টি দলই। এরমধ্যে দু’টি ম্যাচই হেরেছে বাংলাদেশ। পাকিস্তানের ৬ উইকেটে ভারতের কাছে ৫২ রানে হারে তারা।

এবারের আসরের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে কেপ টাউনের নিউল্যান্ডস ক্রিকেট মাঠ, পার্লের বোল্যান্ড পার্ক ও ঘেবেখার সেন্ট জর্জেস পার্ক ক্রিকেট স্টেডিয়ামে। লিগ পর্বসহ সর্বমোট ২৩টি ম্যাচ অনুষ্ঠিত হবে। এরমধ্যে লিগ পর্বে ২০টি, দু’টি সেমিফাইনাল ও একটি ফাইনাল ম্যাচ রয়েছে। ২৬ ফেব্রুয়ারি কেপ টাউনে ফাইনাল দিয়ে পর্দা নামবে অষ্টম নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের।

২০২০ সালে অনুষ্ঠিত গত আসরে ঘরের মাঠে শিরোপা জিতেছিলো অস্ট্রেলিয়া। ফাইনালে ভারতকে ৮৫ রানে হারায় অসিরা। সাত আসরের মধ্যে সবচেয়ে বেশি পাঁচবার শিরোপা জিতেছে অস্ট্রেলিয়া। একবার করে শিরোপা জয় করেছে ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজ। চার আসরে অংশ নিয়ে প্রতিবারই প্রথম রাউন্ড থেকে বিশ্বকাপ মিশন শেষ করে বাংলাদেশ।

সূত্র: ইত্তেফাক




তারিখ ও নাম ধরে নির্দিষ্ট বন্ধুর মন্তব্য খোঁজা যাবে ফেসবুকে

ফেসবুকে কোনো বার্তা, ছবি বা ভিডিও পোস্ট করলেই বন্ধু তালিকায় থাকা ব্যক্তিরা বিভিন্ন ধরনের মন্তব্য করেন। কেউ আবার বিভিন্ন ইমোজি বা ছবির মাধ্যমে নিজেদের মনের ভাব প্রকাশ করেন। তবে মন্তব্য বা লাইকের সংখ্যা বেশি হলে সব সময় সব ব্যক্তির দেওয়া মন্তব্য পড়া সম্ভব হয় না। কনটেন্ট নির্মাতাদের ক্ষেত্রে এ ধরনের সমস্যা বেশি হয়ে থাকে। বিষয়টি অজানা নয় ফেসবুকের কাছেও। আর তাই এবার কনটেন্ট নির্মাতাদের জন্য কমেন্ট মডারেশন টুল চালু করেছে সামাজিক যোগাযোগের মাধ্যমটি।

কমেন্ট মডারেশন টুলটি কাজে লাগিয়ে নির্মাতারা নিজেদের কনটেন্ট বিষয়ে অন্যদের মতামত সহজেই নিয়ন্ত্রণ করতে পারবেন। অর্থাৎ অসংখ্য মন্তব্যের মধ্যে চাইলেই প্রশংসামূলক বা নেতিবাচক মন্তব্যগুলো আলাদাভাবে দেখতে পারবেন। চাইলে তারিখ ও নির্দিষ্ট ব্যক্তির নাম দিয়েও মন্তব্য খোঁজা যাবে। শুধু তা–ই নয়, নিজেদের বিভিন্ন কনটেন্টে নির্দিষ্ট ব্যক্তি কতবার লাইক দিয়েছেন তা–ও জানা যাবে।

কমেন্ট মডারেশন টুলটির মাধ্যমে কনটেন্ট নির্মাতারা নিজেদের কনটেন্টের নিচে করা মন্তব্যের ধরনও নির্বাচন করতে পারবেন। ফলে কেউ অশ্লীল বা অরুচিকর মন্তব্য করলে সেগুলো অন্যরা দেখতে পারবেন না। গত ৩০ দিনে কতটি মন্তব্য আড়াল করা হয়েছে, সে সংখ্যাও জানতে পারবেন কনটেন্ট নির্মাতারা। ফেসবুকের প্রফেশনাল ড্যাশবোর্ডে কমেন্ট ম্যানেজার বিভাগে প্রবেশ করে টুলটি ব্যবহার করা যাবে।

ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটা জানিয়েছে, নতুন টুলটি কনটেন্ট নির্মাতাদের সহায়তা করবে। এর মাধ্যমে নির্মাতারা তাদের কমিউনিটির সঙ্গে আরও নিরাপদে যোগাযোগ করতে পারবেন।

সূত্র: টাইম অব ইন্ডিয়া




ট্র্যাক্টরের ধাক্কায় মটর সাইকেল আরোহী কৃষি কর্মকর্তা নিহত

ট্র্যাক্টরের ধাক্কায় মটর সাইকেল আরোহী উপসহকারী কৃষি কর্মকর্তা লতিফুর কবিরের মৃত্যু হয়েছে। শুক্রবার সকালে ঘটনাটি ঘটেছে কোটচাঁদপুর-ফুলবাড়ি সড়কে।

উপজেলা কৃষি কর্মকর্তা মহাসিন আলী বলেন,অফিসের কাজ শেষ করে মটর সাইকেল যোগে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে কোটচাঁদপুরের ফুলবাড়ি নামকস্থানে পৌছালে পিছন দিক ট্র্যাক্টর ধাক্কা দেয়। এতে করে গুরুত্বর আহত হন উপসহকারী কৃষি কর্মকর্তা লতিফুর কবির। এ সময় স্থানীয়রা তাকে উদ্ধার করে কোটচাঁদপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক তাকে দেখে মৃত বলে ঘোষণা দেন।

লতিফুর কবির ঝিনাইদহের বাথপুকুরিয়া গ্রামের মৃত মেহের আলী শেখের ছেলে। তিনি কোটচাঁদপুর উপজেলা কৃষি অফিসের উপসহকারী কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন।

ঘটনার পর ট্র্যাক্টর ড্রাইভার ট্র্যাক্টর রেখে পালিয়েছেন। তবে পুলিশ ওই ইট বোঝায় ট্র্যাক্টরটি জব্দ করেছেন বলে জানা গেছে।
বিষয়টি নিয়ে কোটচাঁদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঈন উদ্দিন বলেন,ঘটনাটি সড়ক দুর্ঘটনায় ঘটেছে। এ কারনে মৃত দেহের ময়না তদন্ত করা হবে না। আমরা তাদের স্বজনদের কাছে মৃত দেহ হস্তান্তর করা হবে।




গাংনীতে বিভিন্ন বাহিনীর পরিচয় দানকারী প্রতারক আটক

বিভিন্ন বাহিনীর পরিচয় দিয়ে প্রতারণা করার অভিযোগে মেহেরপুরের গাংনী থেকে জাহিদুল ইসলাম ওরফে জাহিদ (২৮) নামে এক যুবককে আটক করেছে র‌্যাব।

গতকাল বৃহস্পতিবার দিবাগত রাতে র‌্যাব-১২ সিপিসি-মেহেরপুর ক্যাম্প কমাণ্ডার সহকারী পুলিশ সুপার মো. গোলাম ফারুকের নেতৃত্বে র‌্যাবের একটি দল উপজেলার আকুবগ্রামে অভিযান চালিয়ে তার নিজ বাড়ি থেকে তাকে আটক করে। আটক জাহিদ ওই গ্রামের উসমান খাজার ছেলে।

আজ শুক্রবার সকাল পৌনে ৮টার দিকে সিপিসি- মেহেরপুর র‌্যাব-১২-র সিনিয়র সহকারী পুলিশ সুপার কমান্ডার মো. গোলাম ফারুক এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।

প্রেসবিজ্ঞপ্তির সূত্রে জানা গেছে, র‌্যাবের একটি টহল দল গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার আকুবপুর গ্রামে অভিযান পরিচালনা করে বিভিন্ন বাহিনীর ভুয়া পরিচয়ে প্রতারণার অভিযোগে জাহিদকে আটক করে।

এ সময় তার কাছ থেকে চাবিসহ একটি সরকারি পুরাতন হ্যান্ডকাপ, বাংলাদেশ জেল লেখা একটি কালো রঙের বেল্ট, বিজিবি’র একটি ফিল্ডক্যাপ, আর্মড পুলিশ ব্যাটালিয়নের একটি ফিল্ড ক্যাপ, পিস্তল সদৃশ কালো কভারযুক্ত একটি খেলনা, যার ভেতরে চাকু সংযুক্ত ম্যাগাজিন রয়েছে, পুলিশ লেখা সম্বলিত একটি মাস্ক, দুটি সিম কার্ডসহ একটি মোবাইল উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওই যুবক দীর্ঘদিন যাবত সরকারি হ্যান্ডকাপ, বেল্ট, ফিল্ড ক্যাপ, খেলনা পিস্তল ব্যবহার করে প্রতারনাসহ বিভিন্ন রকম অপরাধমূলক কর্মকাণ্ড সংঘটিত করে আসছিল বলেও জানান র্র‌্যাবের এ কর্মকর্তা।

 প্রতারক জাহিদের বিরুদ্ধে মামলা দায়ের করে গাংনী থানা পুলিশের কাছে তাকে হস্তান্তর করা হয়েছে।