সাবেক মেয়র মতুর বিরুদ্ধে মেহেরপুর প্রতিদিনের সম্পাদকের জিডি

মেহেরপুর পৌরসভার সাবেক মেয়র ও মায়ের হাসি ক্লিনিকের মালিক মোতাচ্ছিম বিল্লাহ মতুর বিরুদ্ধে সাধারণ ডায়েরি (জিডি) করেছেন মেহেরপুর প্রতিদিনের সম্পাদক ইয়াদুল মোমিন।

গতকাল সন্ধ্যায় মেহেরপুর প্রতিদিনের সম্পাদক ইয়াদুল মোমিন সদর থানায় হাজির হয়ে এ জিডি করেন। যার নম্বর-১৩৯১।

জিডিতে সম্পাদক বলেন, গত ২৪ জুলাই সোমবার দুপুরে তিনি মেহেরপুর প্রতিদিন কার্যালয়ে প্রতিদিনের ন্যায় দাপ্তরিক কাজ করছিলেন। ওই সময় মেহেরপুর পৌরসভার সাবেক মেয়র মোতাচ্ছিম বিল্লাহ মতু তার ব্যবহৃত ০১৭৩২-৯৪৪০৭০ মোবাইল নম্বর থেকে মেহেরপুর প্রতিদিনের সম্পাদকের ০১৩০৫-২১৭৫৮৮ অফিসিয়াল মোবাইল নম্বরে ফোন করেন।

এসময় স্বাভাবিক কথাবার্তা চলার এক পর্যায়ে তিনি হুমকি দিয়ে বলেন তার মেয়ে ডা. রুমানা জুসির বিরুদ্ধে কোন নিউজ প্রকাশ করলে ৫০টি চাঁদাবাজি মামলার হুমকি প্রদান করেন এবং শারিরীকভাবে ক্ষতি করার হুমকি দিয়ে ফোন কেটে দেন। যার অডিও রেকর্ড মেহেরপুর প্রতিদিন কার্যালয়ে সংরক্ষিত রয়েছে। নিরাপত্তার স্বার্থে এ জিডি করা হয়েছে।




মেহেরপুরের রঘুনাথপুরে “উঠান বৈঠক অনুষ্ঠিত”

প্রাথমিক শিক্ষার মান উন্নয়ন, সবার জন্য মান সম্মত শিক্ষা, ঝরে পড়া রোধ ও অনিয়মিত বিদ্যালয়ে আসা ছাত্রছাত্রীদের অভিভাবকদের নিয়ে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৭ জুলাই) সকাল ১০ টার সময় আমঝুপি ইউনিয়নের রঘুনাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্বরে এই উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।

গণসাক্ষরতা অভিযান এর সহযোগীতায় মানব উন্নয়ন কেন্দ্র (মউক) ও কমিউনিটি এডুকেশন ওয়াচ গ্রুপ এই অনুষ্ঠানের আয়োজন করে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: মিজানুর রহমানের সভাপতিত্বে প্রকল্পের লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে বক্তব্য রাখেন প্রোগ্রাম ম্যানেজার কাজল রেখা।

এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সহকারী শিক্ষক মো: সাইফুল ইসলাম এবং অনুপমা। এছাড়া অনুষ্ঠানে অভিভাবকগণ সহ, জন প্রতিনিধি, এস এম সি, ও ওয়াচ গ্রুপ সদস্য অভিভাবকগণ উপস্থিত ছিলেন।

সভায় ঝরে পড়া, বাল্যবিবাহ রোধসহ ছাত্রছাত্রীদের অনিয়মিত বিদ্যালয়ে আসা দুর করতে এস.এম.সি, শিক্ষক, পিটিএ ও ওয়াচ কমিটি একসাথে কাজ করতে পৃথক কর্মসূচী গ্রহন করে।




মেহেরপুরে ৬ মাসের সাজাপ্রাপ্তসহ ৮ জন গ্রেফতার

মেহেরপুর সদর ও গাংনী থানা পুলিশ ১২ ঘন্টার নিয়মিত অভিযানে বিভিন্ন মামলা ও আদালতের পরোয়ানাভূক্ত ৮ আসামিকে গ্রেফতার করেছে।

এদের মধ্যে সদর থানা পুলিশের অভিযানে আদালতের পরোয়ানাভূক্ত(রিকল)সিআর মামলায় ২, জিআর মামলায় ২ ও মাদক মামলায় ১ জন, গাংনী থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলায় ২ জন ও আদালতের পরোয়ানাভূক্ত ৬ মাসের সাজাপ্রাপ্ত ১ আসামি গ্রেফতার করেছে।

বুধবার দিবাগত রাতভর দুটি উপজেলার বিভিন্ন এলাকায় পুলিশের পৃথক টিম অভিযান চালিয়ে এসব আসামি গ্রেফতার করেন।

সদর থানার ওসি সাইফুল ইসলাম ও গাংনী থানার ওসি আব্দুর রাজ্জাক এই তথ্য নিশ্চিত করেছেন।

আজ বৃহস্পতিবার (২৭ জুলাই) বেলা ১১ টার দিকে গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে মেহেরপুর জেল হাজতে প্রেরণ করা হয়েছে।




গাংনীতে আমগাছ থেকে পড়ে যুবকের মৃত্যু

গাংনীতে আম গাছ থেকে পড়ে হাসিবুল ইসলাম (১৬) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।

আজ বুধবার (২৭ জুলাই) সকাল ১১ টায় উপজেলার তেঁতুলবাড়িয়া ইউনিয়নের হিন্দা গ্রামে আম গাছের শুকনা ডাল কাটতে গিয়ে এ ঘটনা ঘটে। নিহত হাসিবুল ইসলাম হিন্দা গ্রামের শহীদ উদ্দিনের ছেলে।

নিহতের স্বজনরা জানিয়েছেন, বাড়ির পাশে একটি আম গাছে উঠে শুকনো ডাল কাটার সময় অসাবধানতাবশত গাছ থেকে পড়ে গুরুতর আহত হয়।

আহত অবস্থায় তাকে উদ্ধার করে গাংনী হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

গাংনী হাসপাতালের জরুরি বিভাগে কর্মরত চিকিৎসক লায়লা আফরোজ জানান, হাসিবুল ইসলামকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আনা হয়েছে।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আব্দুর রাজ্জাক এই ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।




মেহেরপুরে র‌্যাবের অভিযানে ২৩ পিস ইয়াবাসহ গ্রেফতার ২

র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১২) সিপিসি-মেহেরপুর ক্যাম্পের একটি দল গাংনী পৌরসভার বসুন্ধরাপাড়া মোঃ ইদ্রিস আলীর বাড়িতে অভিযান চালিয়ে মাদক সেবন অবস্থায় ২৩ পিস ইয়াবা ট্যাবলেটসহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।

এরা হলেন, -চেংগাড়া গ্রামের পশ্চিমপাড়ার মোঃ সামছুল আরেফিন মন্ডলের ছেলে মোঃ ফয়সাল হোসেন(২৭) ও একই উপজেলার বাঁশবাড়িয়া গ্রামের মৃত সিরাজুল ইসলাম মন্ডলের ছেলে মোঃ আরিফ ইসলাম(২৫)।
সিপিসি-মেহেরপুর কমান্ডার, র‌্যাব-১২ এর সহকারী পুলিশ সুপার
মোঃ মনিরুজ্জামানের নেতৃত্বে গতকাল বুধবার (২৬ জুলাই) দিবাগত রাতে র‌্যাবের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে গাংনী উপজেলা শহরের বসুন্ধরাপাড়ার মোঃ ইদ্রিস আলীর বাড়িতে অভিযান চালিয়ে তাদের আটক করেন। এসময় তাদের কাছে ২৩ পিস ইয়াবা ট্যাবলেট, দুই টি মোবাইল ফোনসহ মাদক সেবনের বিভিন্ন উপকরণ জব্দ করা হয়।
এঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে গাংনী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।




দামুড়হুদায় নশকতা মামলায় জামায়াতের সাধারণ সম্পাদক গ্রেফতার

দামুড়হুদা মডেল থানার পুলিশ বিশেষ অভিযান চালিয়ে নশকতা মামলায় উপজেলা জামায়েতের সাধারণ সম্পাদক আব্দুল গফুরকে গ্রেফতার করেছে। আটকৃত আব্দুল গফুর (৫০) কার্পাসডাঙ্গা গ্রামের মৃত ফরজ মল্লিকের ছেলে।

গতকাল বুধবার পনে ১ টার দিকে তার নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়।

জানাযায়, দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ ওসি সাইফুল ইসলাম এর নির্দেশে গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে কার্পাসডাঙ্গা গ্রামের মৃত ফরজ মল্লিকের ছেলে দামুড়হুদা উপজেলা জামায়েত ইসলামির সাধারণ সম্পাদক আব্দুল গফুরকে আটক করেন।যার মামলা নং-১, তাং-১০/২/২০২৩।গতকালই তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়।




দামুড়হুদার খলিশাগাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জমির সীমানা নির্ধারণ নিয়ে বিরোধ

দামুড়হুদা উপজেলার নাটুদহ ইউনিয়নের খলিশাগাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জমির সীমানা নির্ধারণ নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে পার্শ্ববর্তী মালিক আজাদের সাথে।

স্থানীয়রা জানান, আনুমানিক ১৯৮৬ সালে জগন্নাথপুর মৌজায় ৩৭২৬ দাগে মুজিবনগর উপজেলার আনন্দবাস গ্রামের আবেদ আলীর স্ত্রী আনোয়ারা খাতুনের কাছে ২২শতক জমি ক্রয় করে বিদ্যালয় কর্তৃপক্ষ। সে সময় বিদ্যালয়ের প্রধান শিক্ষকের দ্বায়িত্ব পালন করেন সাবেক শিক্ষক মোঃ শাহাবুদ্দিন। একই দাগে জমির অপর অংশীদার হালিমা খাতুনের জামাই আনন্দবাস গ্রামের আজাদ হোসেন বাড়ী নির্মান করে সেখানে বসবাস শুরু করেন। কিন্তু স্কুলের প্রাচীর থাকার কারণে তার বাড়ী যাতায়াতের সমস্যা হওয়ায় আজাদ বিদ্যালয় কর্তৃপক্ষের কাছে রাস্তার দাবী করেন এবং তার জমি বুঝিয়ে দেয়ার জন্য অনুরোধ করেন।

বিষয়টি দামুড়হুদা উপজেলা সহকারী কমিশনার (ভূমি)সজল কুমার দাসকে জানান বিদ্যালয় কর্তৃপক্ষ। গতকাল বুধবার বিকাল ৪টার দিকে ঘটনাস্থল পরিদর্শন করেন দামুড়ুহুদা সহকারী কমিশনার (ভূমি) সজল কুমার দাস।

এসময় তিনি উভয় পক্ষের মধ্যে বিরোধ মিমাংসা করার জন্য আগামী ৩১জুলাই সোমবার আমিন দিয়ে জমির সীমানা নির্ধারন করার পরামর্শ দেন। মিমাংসা না হওয়া পর্যন্ত উক্ত জমিতে কোনো প্রকার হস্তক্ষেপ করা যাবে না বলে নির্দেশ দেন বলে জানা গেছে।




চুয়াডাঙ্গা গড়াইটুপিতে ইয়াবাসহ রহিম বাদশা গ্রেফতার

চুয়াডাঙ্গা সদরের ইয়াবা ট্যাবলেট সহ গড়াইটুপির রহিম বাদশাকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল বুধবার বেলা সাড়ে ১১ টার দিকে তিতুদহ গ্রামের ডিগ্রীর মাঠ হতে ৩৩ পিচ ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার করে পুলিশ। সে চুয়াডাঙ্গা সদর উপজেলার দর্শনা থানাধীন গড়াইটুপি ইউনিয়নের গবরগাড়ার জহির উদ্দিনের ছেলে।

পুলিশ জানায়, গতকাল বুধবার বেলা সাড়ে ১১ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে দর্শনা থানার অফিসার ইনচার্জ (ওসি) ফেরদৌস ওয়াহিদের নেতৃত্বে দর্শনা থানাধীন তিতুদহ পুলিশ ক্যাম্পের এসআই ফকির ফেরদৌস সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ মাদক বিরোধী অভিযান পরিচালনা করেন তিতুদহ ইউনিয়নের তিতুদহ গ্রামের ডিগ্রীর মাঠের জনৈক সেলিম রেজার মৎস ঘের সংলগ্ন পানির পাম্পের দক্ষিন পাশে অভিযান পরিচালনা করে পুলিশ। এসময় তিতুদহ হতে গোবরগাড়াগামী মেঠো কাঁচা রাস্তার উপর হতে ৩৩ পিচ ইয়াবা ট্যাবলেট সহ রহিম বাদশা (১৯) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে পুলিশ। উদ্ধারকৃত মাদকের আনুমানিক
বাজার মূল্য ৯ হাজার ৯ শত টাকা মূলে জব্দ তালিকা মোতাবেক জব্দ করে।

গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী রহিম বাদশা চুয়াডাঙ্গা সদর উপজেলার দর্শনা থানাধীন গড়াইটুপি ইউনিয়নের গবরগাড়া গ্রামের বাসিন্দা ও জহির উদ্দিনের ছেলে।

গ্রেফতারকৃত আসামিদ্বয়ের বিরুদ্ধে দর্শনা থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।




দর্শনার আকন্দবাড়ীয়ায় ট্রেনে কাটা পড়ে বৃদ্ধামহিলাসহ ১০টি ছাগলের মৃত্যু

চুয়াডাঙ্গার সদর উপজেলার দর্শনা থানার আকন্দবাড়ীয়ার কেরু এ্যান্ড কোম্পানী চিনিকলের জৈব সারখানার পিছনে ছোটপুল নামকস্থানে ছাগল চরাতে গিয়ে খুলনা থেকে ছেড়ে আসা রূপসা আন্তঃনগর ট্রেনে কাটা পড়ে নুরজাহান বেগমসহ (৬৫) ১০টি ছাগল মারা গেছে। মৃত নুরজাহান বেগম আকন্দবাড়ীয়া ফার্মপাড়ার কালামের স্ত্রী।

দর্শনা হল্ট রেলস্টেশনের জিআরপি ফাঁড়ী ইনচার্জ এসআই আতাউর রহমান প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানান, গতকাল বুধবার সকাল সাড়ে ১০ টার দিকে খুলনা থেকে ছেড়ে আসা রূপসা আন্তঃনগর ট্রেনটি ছোটপুল নামকস্হানে পৌঁছুলে ছাগলগুলো ট্রেনের নিচে পড়ে যায়। সে সময় নুরজাহান বেগম ছাগলগুলো বাঁচাতে গেলে ওই ট্রেনে কাটা পড়ে তিনি ঘটনাস্থলেই নিহত হন।

তিনি আরো বলেন, ছাগল চরাতে গিয়ে ওই বৃদ্ধা দূর্ঘটনার শিকার হন। ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে চুয়াডাঙ্গা জিআরপি পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষ করে লাশ দাফনের জন্য স্বজনদের কাছে দিয়ে দেয়া হবে।

গতকাল বুধবার রাত ৮ টার দিকে তার মৃতদেহের ময়না তদন্ত শেষে রাত ৯টার দিকে গ্রামের কবরস্থানে জানাযা শেষে দাফনকার্য সম্পন্ন করা হয়েছে। এ মর্মান্তিক ঘটনায় গ্রামজুড়ে নেমে এসেছে শোকের ছায়া।




আলমডাঙ্গায় ইউনিয়ন বিএনপির সভাপতি-সেক্রেটারি সহ গ্রেফতার ১১

আলমডাঙ্গায় বিএনপির ১১ নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার বিএনপির মহা-সমাবেশকে কেন্দ্র করে নেতাকর্মীদের গ্রেফতার করা হয়েছে বলে অভিযোগ দলটির। তবে পুলিশ বলছে, পূর্বের সুনির্দিষ্ট মামলায় তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে।

চুয়াডাঙ্গা জেলা বিএনপির সদস্যসচিব শরিফুজ্জামান শরিফ অভিযোগ করে বলেন, আজ বৃহস্পতিবার কেন্দ্রীয় বিএনপির মহাবেশকে ঘিরে পুলিশ ধরপাকড় শুরু করেছে। এ জেলা থেকে নেতাকর্মীরা সমাবেশস্থলে যেতে না পারে, সেকারণেই মঙ্গলবার রাত থেকে বুধবার ভোর পর্যন্ত পুলিশ বিএনপি নেতাকর্মীদের বাড়ি বাড়ি অভিযান চালিয়েছে। এ সময় দুই ইউনিয়ন বিএনপির সভাপতি-সেক্রেটারি সহ ১১ জনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেফতার নেতাকর্মীদের মধ্যে বাড়াদী ইউনিয়ন বিএনপির সভাপতি আসাদুজ্জামান বকুল (৫৩), সহ-সভাপতি ফারুক হোসেন (৪০) , ভাঙবাড়িয়া ইউনিয়ন বিএনপির সেক্রেটারি আতাউল হুদা (৪৫) , বাড়াদী ইউনিয়ন বিএনপির সদস্য ওবাইদুল ইসলাম ঝন্টু (৪৩) , লুৎফর রহমান টিটু (৫০) , ইউনিয়ন বিএনপি নেতা ও চিকিৎসক এ কে এম নাজমুস সালেহীন লিপন (৪১) , জেহালা ইউনিয়ন বিএনপি সদস্য সমসের আলী ছমে (৪৭), জামজামি ইউনিয়ন বিএনপি নেতা মজিবর রহমান (৫৫), খাসকররা ইউনিয়ন বিএনপির সদস্য ফতে আলী (৬০), ভাঙবাড়িয়া ইউনিয়ন বিএনপির সদস্য বাদশা আলম (৬০), আলমডাঙ্গা পৌর ছাত্রদলের সদস্য জনি (২৮)।
আলমডাঙ্গা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম রোকন বলেন , মহাসমাবেশ বাঁধাগ্রস্ত করতে অপকৌশল নিয়েছে সরকার। তারা দলীয় নেতাকর্মীদের বাড়িতে পুলিশ দিয়ে অভিযান চালাচ্ছে। মিথ্যে মামলায় ১১ জন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ ।

আলমডাঙ্গা থানার পরিদর্শক ওসি (তদন্ত) একরামুল হোসেন বলেন, রাজনৈতিক উদ্দেশ্যে কাউকে গ্রেফতার করা হয়নি। যাদের বিরুদ্ধে মামলা রয়েছে তাদের গ্রেপ্তার করা হয়েছে। সংশ্লিষ্ট মামলায় আটকৃতদের গতকাল বুধবার দুপুরে কোর্টের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।