নাম বদলে টুইটার হচ্ছে এক্স

এক্স ডট কম এখন সরাসরি টুইটারে নিয়ে যায়। ইলন মাস্ক জানিয়েছেন কদিন পরেই বার্ডের বদলে এক্স লোগো দেখা যাবে। এ নিয়ে তাকে কিছুদিন ধরেই তৎপরতা চালাতে দেখা গিয়েছে। এবার তা প্রাতিষ্ঠানিকভাবে ঘোষণা পেলো।

জানা গেছে ২৩ জুলাই মাস্ক ইমেইলের মাধ্যমে কর্মীদের জানিয়েছিলেন টুইটারের নাম বদলে এক্স রাখা হবে। টুইটার প্রতিষ্ঠানের নামও এখন এক্স করপোরেশন করা হয়েছে। তাই নাম বদলে ফেলাটাই স্বাভাবিক।

নামটি অস্বাভাবিক মনে হলেও মাস্কের মতোই। এক্স মূলত পেপ্যালের আদি নাম। আবার মাস্কের স্পেসএক্স প্রতিষ্ঠানেও এই অক্ষর আছে। শুধু তাই নয়, টেসলার একটি এসইউভি’র নামেও এক্স রয়েছে। টুইটারের নাম বদলের মাধ্যমে প্রতিষ্ঠানটি বলতে চায় তারা আগের মতো আর নেই। সামাজিক যোগাযোগমাধ্যমে বদল আসছে।

সূত্র: ইত্তেফাক




গাংনীতে কলারকান্দি ও কফির চারা কেটে তছরুপ করেছে দূর্বৃত্তরা

গাংনীতে দুলু শেখ নামের এক কৃষকের আড়াই বিঘা জমির কলারকান্দি ও এক বিঘা জমির কফি চারা কেটে তছরুপ করেছে দূর্বৃত্তরা।

সোমবার(২৪ জুলাই) দিবাগত রাতের কোনো এক সময় যুগিন্দা গ্রামের ব্যাঙ গাড়ির মাঠে এই ঘটনা ঘটে। কৃষক দুলু ওই গ্রামের মৃত শুকুর শেখের ছেলে।

কৃষক দুলু জানান, বছর চুক্তিতে দেড় বিঘা জমি ৫০ হাজার টাকায় লিজ নেন। এক লাখ ৫০ হাজার খরচ করে জমিতে এক হাজার কলাগাছ রোপন করেন। চার লাখ টাকার বিক্রয়ের আশা নিয়েছিলেন। রাতের আঁধারে কে বা কারা চার শতাধিক কলার কান্দি ও এক বিঘা জমির কপি গাছ কেটে দেয় দূর্বৃত্তরা।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক জানান, এখন পর্যন্ত কেউ লিখিত অভিযোগ করেনি লিখিত অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।




গাংনী থানায় শীততাপ নিয়ন্ত্রিত লাশ রাখা ঘরের উদ্বোধন

গাংনী থানায় শীততাপ নিয়ন্ত্রিত লাশ রাখা ঘরের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার দুপুরে মেহেরপুর-২ আসনের সংসদ সদস্য মোহাম্মদ সাহিদুজ্জামান খোকন এ ঘরের উদ্বোধন করেন।

গাংনী থানার অফিসার ইনচার্জ আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,পুলিশ সুপার মো: রাফিউল আলম, গাংনী উপজেলা চেয়ারম্যান ও মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ খালেক, গাংনী উপজেলা নির্বাহী অফিসার সাজিয়া সিদ্দিকা সেতু, মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা ইয়াসমিন,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নিরঞ্জন চক্রবর্তী, মটমুড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোহেল আহমেদ, তেঁতুলবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজমুল হুদা বিশ্বাস, বামন্দী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ওবায়দুর রহমান কমল, কাজিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মু. আলম হুসাইন, ধানখোলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক, কাথুলি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান রানা, গাংনী উপজেলা যুবলীগের সভাপতি মোশাররফ হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক মজিরুল ইসলাম মিয়া, আওয়ামী লগি নেতা মনিরুজ্জামান আতু প্রমুখ সহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ।

উল্লেখ্য, মেহেরপুর-২ আসনের জাতীয় সংসদ সদস্য মোহাম্মদ সাহিদুজ্জামান খোকনের নিজ অর্থায়নে গাংনী থানা পরিষদ চত্তরে মরদেহ রাখার শীতাতাপ নিয়ন্ত্রিত ঘর নির্মাণ করে দেন।




মেহেরপুরে পুলিশের অভিযানে গ্রেফতার-৬

মেহেরপুর সদর ও মুজিবনগর থানা পুলিশের ১২ ঘন্টার পুলিশী অভিযানে বিভিন্ন মামলার ৬ আসামি গ্রেফতার হয়েছে।

এদের মধ্যে মেহেরপুর সদর থানা পুলিশের অভিযানে আদালতের পরোয়ানাভূক্ত জিআর মামলায় ২, সিআর মামলায় ১ ও ১৫১ ধারায় ২ জন আসামি এবং মুজিবনগর থানা পুলিশের অভিযানে আদালতের পরোয়ানাভূক্ত জিআর মামলায় ১ আসামি রয়েছে।

সোমবার রাতের বিভিন্ন সময়ে দুটি উপজেলার পৃথক স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করেন।

মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম ও মুজিবনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী রাসেল এই তথ্য নিশ্চিত করে বলেন, গ্রেফতারকৃতদের আজ মঙ্গলবার আদালতের মাধ্যমে মেহেরপুর জেল হাজতে প্রেরণ করা হয়েছে।




মেহেরপুরে ৫ গ্রাম হেরোইনসহ আটক ২

মেহেরপুরে ৫ গ্রাম হেরোইনসহ দুই হেরোইন বিক্রেতাকে আটক করেছে মেহেরপুর সদর থানা পুলিশ।

আটকরা হলেন, সদর উপজেলার বারাদী গ্রামের আলাল উদ্দীনের ছেলে বাকী মন্ডল (৪৫) ও একই গ্রামের আজিজুল হকের ছেলে চমন আলী (৩০)।

সোমবার দিবাগত রাতে বারাদী ক্যাম্পের ইনচার্জ উপপরিদর্শক (এসআই) মফিজুল ইসলাম গোপন সংবাদে সঙ্গীয়ফোর্সসহ অভিযান চালিয়ে ৫ গ্রাম হেরোইনসহ তাদের দুজনকে আটক করেন।

হেরোইন উদ্ধারের ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের হয়েছে। মামলা নং ৩৬, তারিখ ২৪/০৭/২৩ ইং

আটক দুই মাদক বিক্রেতাকে আজ মঙ্গলবার (২৫ জুলাই) বেলা ১১ টার দিকে আদালতের মাধ্যমে মেহেরপুর জেল হাজতে প্রেরণ করা হয়েছে।




মেহেরপুরে দুটি স্কেভেটর পুড়িয়ে দিয়েছে দূর্বৃত্তরা

মেহেরপুর সদর উপজেলার বারাকপুর গ্রামে ইটভাটার দুইটি স্কেভেটর পুড়িয়ে দিয়েছে দূর্বৃত্তরা।
সোমবার দিবাগত মধ্যরাতের কোনো এক সময় পোড়ানোর এই ঘটনা ঘটে।
স্কেভেটরের মালিক হায়াত আলীর ভাগ্নে সুজন আহম্মেদ বলেন, প্রতিদিনের মতো ইটভাটায় স্কেভেটর রেখে রাতে বাড়িতে চলে আসি। সকালের দিকে খবর পাই রাতে স্কেভেটর দুটি আগুন লাগিয়ে পুড়িয়ে দিয়েছে। স্কেভেটর দুটির মুল্য প্রায় ৪০ লাখ টাকা।
এঘটনায় মেহেরপুর সদর থানায় একটি অভিযোগ দেওয়া হয়েছে।
মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, একটি লিখিত আবেদন পাওয়া গেছে। খোঁজ খবর নিয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।




মেহেরপুরে মাদক বিরোধী অভিযানে ৫ মাদকসেবী আটক

মেহেরপুর সদর থানা পুলিশের নিয়মিত অভিযানে ৫ মাদকসেবী আটক হয়েছেন।

আটকরা হলেন, মেহেরপুর সদর উপজেলার শোলমারী পূর্বপাড়া এলাকার ফকির আলীর ছেলে কুতুব উদ্দীন (৩৫), মেহেরপুর শহরের হোটেল বাজার এলাকার নবিছদ্দীনের ছেলে আব্দুস সালাম (৩৮), কেশবপাড়ার সামসুল হকের ছেলে সোলাইমান (২৭), একইপাড়ার মজিবর রহমানের ছেলে জিয়ারুল ইসলাম (৩৬) ও নতুন মাঠপাড়ার নাজির হোসেনের ছেলে রবিউল ইসলাম (৩৭)।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুর রহমানের নেতৃত্বে পুলিশের পৃথক টিম সোমবার সন্ধ্যা থেকে রাত ৮ টা পর্যন্ত অভিযান চালিয়ে এসব মাতক সেবিদের আটক করেন।

ওসি সাইফুর রহমান বলেন, মাদক দ্রব্য নিয়ন্ত্রণ ও মাদক সেবিদের আইনের আশ্রয় নিতেই এই ধরনের অভিযান শুরু করা হয়েছে। আমরা মাদকের ব্যাপারে জিরো টলারেন্স থাকতে চাই। একজন মাদক সেবিকেও শহরে বসবাস করতে দেওয়া হবেনা। তিনি বলেন, আটক মাদকসেবিদের ডোপ টেস্ট করানোর পর আইনগত ব্যবস্থা।

আজ মঙ্গলবার আটকদের আদালতের মাধ্যমে মেহেরপুর জেল হাজতে প্রেরণ করা হবে।




আলমডাঙ্গায় সাপের কামড়ে নারীর মৃত্যু

আলমডাঙ্গা উপজেলার নওলামারী গ্রামে সাপের কামড়ে জোসনা খাতুন (৪২) নামের এক নারীর মৃত্যু হয়েছে। গতকাল সোমবার সন্ধ্যা ৮ টার দিকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়। জোসনা খাতুন খাসকররা ইউনিয়নের নওলামারী গ্রামের শাহিন হোসেনের স্ত্রী।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, জোসনা খাতুন সোমবার সন্ধ্যা ৬ টার বাড়ির রান্না ঘরের পাশে ঝোঁপে খড়ি গোছাতে যায়। এসময় ঝোঁপে থাকা একটি বিষধর সাপে তাঁকে দংশন করলে তিনি অসুস্থ হয়ে পড়েন। এ সময় তাঁকে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়। অবস্থার অবনতি হলে রাত ৮ টার দিকে পরিবারের লোকজন তাঁকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেওয়ার পথে জোসনা খাতুন মারা যান।

সাপের কামড়ে জোসনা খাতুন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে খাসকররা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তাছফির আহমেদ মল্লিক লাল বলেন, সোমবার সন্ধ্যায় সাপের কামড়ে হাসপাতালে নেওয়ার পথে সে মারা গেছে। অনেক সময় সাপে কাটা রোগীদের স্বজনেরা ওঝা ডেকে চিকিৎসা করাতে গিয়ে দেরি করে ফলেন। এতে অনেকে মারা যায়।

চুয়াডাঙ্গা সদর হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক ডা. জোবায়দা জামান জয়া বলেন, সাপের দংশনে নারী হাসপাতালে আসার আগেই তার মৃত্যু হয়েছে।




মেহেরপুরের প্রফেসর আব্দুল মান্নানের গণসংযোগ অব্যহত

বীর মুক্তিযোদ্ধা সাবেক সাংসদ প্রফেসর আবদুল মান্নান বিভিন্ন গ্রামে গনোসংযোগ অব্যহত রেখেছেন।

গতকাল সোমবার বিকালে সদর উপজেলার কালিগাংনী, শ্যামপুর, মদনাসহ বিভিন্ন গ্রামে গণসংযোগ করেন। এসময় প্রবীণ আওয়ামীলীগ নেতা আব্দুল মান্নান, হাজী ইয়াকুব আলী, মঈন উদ্দীন মিন্টু আলাউদ্দীন আহামেদ, হাজী ইমরান হোসেনের সাথে সাক্ষাৎ করেন।

গণসংযোগ কালে জেলা ছাত্রলীগ সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক খালেদুজ্জামান খান ডালিম, মির্জা গালিব উজ্জ্বল, রাশেদুজ্জামান সুজন, আবু তালহা বিন হাবিব জুয়েল, মোঃ সেলিম রেজা, সাজেদুর রহমান সাজু, নয়ন আহামেদ, ইকবাল হোসেন, শেখ কায়সার হামিদ বুলবুল, রবিউল ইসলাম, আতিকুর রহমান টিপু, জিয়া, সুমন আহমেদ, মিরাজুল ইসলাম প্রমুখ অংশ নেন।




আলমডাঙ্গায় জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন উপলক্ষে মতবিনিময় সভা

প্রতিবছরের ন্যায় এ বছরেও গতকাল সোমবার জুলাই হতে ৩০ শে জুলাই জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৩ উদযাপিত হবে। এ উপলক্ষে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

” নিরাপদ মাছে ভরবো দেশ,গড়বো স্মার্ট বাংলাদেশ” এই স্লোগান বাস্তবায়নই এ বছরের মৎস সপ্তাহের মূল প্রতিপাদ্য বিষয় সামনে রেখে মৎস্য সপ্তাহ পালিত হবে।

আলমডাঙ্গা উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ে জাতীয় মৎস্ সপ্তাহ পালনে উপজেলার মৎস্যচাষি, মৎসজীবী, আড়ৎদার, মৎস ব্যবসায়ীসহ সাংবাদিকদের সাথে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় হয়েছে।

আলমডাঙ্গা উপজেলা মৎস্য কর্মকর্তা (অঃদাঃ) মোঃ রাজিউল ইসলাম জানান,মাইকিং এর মাধ্যমে প্রচারণা,সড়ক র‌্যালি,উদ্বোধনী অনুষ্ঠান ও আলোচনা সভা, স্থানীয় পর্যায়ে সফল মাছচাষী ব্যক্তি, উদ্যোক্তা,

প্রতিষ্ঠানকে মৎস পুরস্কার প্রদান, উপজেলার গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের জলাশয়ে মাছ অবমুক্ত কারণ, প্রান্তিক পর্যায়ে মৎস্যচাষী ও মৎসজীবিদের সাথে মতবিনিময়, মৎস্য চাষীদের মাছ চাষ বিষয়ক বিশেষ পরামর্শ সেবা প্রদান, পানির ভৌত রাসায়নিক পরীক্ষা, মৎস্য সেক্টরে বর্তমান সরকারের অগ্রগত সাফল্য বিষয় নির্মিত প্রামাণ্য চিত্র প্রদর্শন,উন্মুক্ত জলাশয়ে মাছের পোনা ছাড়া, জাতীয় মৎস্য সপ্তাহের মূল্যায়ন ও সমাপনী অনুষ্ঠিত হবে।

মতবিনিময়ে উপস্থিত ছিলেন আলমডাঙ্গা উপজেলা মৎস কর্মকর্তা মোঃ রাজিউল আহাম্মদ, অফিস সহকারী মোঃ বেলাল হোসেন,ক্ষেত্র সহকারী এন এ টি পি মোঃ হাবিবুর রহমান, লিফ মোঃ মারুফুল বিশ্বাস অরুপ, আলমডাঙ্গা উপজেলা প্রেস ক্লাবের সভাপতি নাহিদ হাসান, সাধারণ সম্পাদক এন এইচ শাওন, সাংবাদিক শরিফুল ইসলাম রোকন, তানভীর সোহেল, রানা আহমেদ, মৎস চাষী ও মৎস্যজীবী হোসেন, হেলাল,বাবু, সম্রাট, আসিফ, মারুফুল ইসলাম, রানা, আসাদ, পলান, মনিরুজ্জামান প্রমূখ