দর্শনা প্রেসক্লাবে যুগান্তরের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

দর্শনা প্রেসক্লাবে দৈনিক যুগান্তরের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। গতকাল শুক্রবার রাত ৮ টায় দর্শনা প্রেসক্লাবে আয়োজিত যুগান্তরে ২ যুগ পূর্তি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে আলোচনা করেন চুয়াডাঙ্গা-২ আসনের মাননীয় সংসদ সদস্য আলী আজগর টগর।

এসময় তিনি বলেন, দেশের গণতন্ত্র প্রতিষ্ঠা ও দুর্নীতি অনিয়মের তথ্য তুলে ধরে যুগান্তর। জনগণের অধিকারের কথা বলে। সমাজের অন্যায় অবিচার নিষ্পেষিত মানুষের পাশে থাকে। দেশের উন্নয়ন ন্যায় প্রতিষ্ঠার জন্য দেশের সংবাদ পাঠকের মনে জায়গা করে নিয়েছে। দেশ ও বিদেশের কাছে ন্যায় ও বস্তু নিত্য সংবাদ পরিবেশন করে আন্তর্জাতিক মর্যাদা পেয়েছে। দেশের ১৮ কোটি মানুষের স্পন্দন হয়ে উঠেছে দৈনিক যুগান্তর।

দর্শনা প্রেসক্লাবের সাবেক সভাপতি হানিফ মন্ডলের সঞ্চলনায় ও যুগান্তর প্রতিনিধি ইকরামুল হক পিপুল সভাপতিত্বে অনুষ্ঠান উপস্থিত ছিলেন, চুয়াডাঙ্গা জেলা পরিষদের চেয়ারম্যান মাহফুজুর রহমান মনজু।

তিনি বলেন, যুগান্তর পত্রিকার ২ যুগ। এই দুই যুগে দেশের কত পত্রিকা হারিয়ে গিয়েছে। বস্তু নিষ্ঠুর সংবাদ পরিবেশন এর মাধ্যমে যুগান্তর পত্রিকা মানুষের মনে জায়গা করে নিয়েছে। দেশ ও জনগণের কথা বলে। সত্য প্রকাশে আপোষহীন একটি পত্রিকা যুগান্তর। দেশে এখন যুগান্তর জনপ্রিয়তার শীর্ষে অবস্থান করছে। দেশের উন্নয়নে যুগান্তর এগিয়ে যাবে।

চুয়াডাঙ্গা জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক কিশোর কুমার কুন্ডু, দামুড়হুদা উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আতিয়ার রহমান হাবু, দর্শনা পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র রবিউল হক সুমন, দর্শনা থানার ইন্সপেক্টর (অপারেশন) নিরব হোসেন, দর্শনা গণ উন্নয়ন গ্রন্থাগারের নির্বাহী পরিচালক আবু সুফিয়ান, আওয়ামিলীগ নেতা- বিল্লাল হোসেন, যুগান্তর পত্রিকার জেলা প্রতিনিধি আহাদ আলী মোল্লা, দর্শনা প্রেসক্লাবের সভাপতি আওয়াল হোসেন, সাধারণ সম্পাদক ওসমান ওলি, সাংবাদিক সমিতির সভাপতি মনিরুজ্জামান ধীরু, সহ-সভাপতি জাহিদুল ইসলাম, সাংবাদিক- কামরুজ্জামান যুদ্ধ, এফএ আলমগীর, আহসান হাবিব মামুন, চঞ্চল মেহমুদ, ওয়াসিম রয়েল, ইমতিয়াজ আহমেদ রয়েল, আব্দুল হান্নান, আব্দুর রহমান, ফরহাদ হোসেন, ইয়াছিন জুয়েল প্রমুখ।




গাংনীতে সহকারি শিক্ষক হামিদুল ইসলামের বিরুদ্ধে ছাত্রী নির্যাতনের অভিযোগ

গাংনীর শালদাহ এসএআরবি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক হামিদুল ইসলামের নির্যাতনে অসুস্থ্য জীবন যাপন করছে সুরাইয়া নামের এক স্কুল ছাত্রী। এক সহপাঠির ঠুনকো অভিযোগে ওই ছাত্রিকে উপর্যুপরি বেত্রাঘাত করেন শিক্ষক তারই বিদ্যালয়ের শিক্ষক হামিদুল ইসলাম। চার মাসের বেশি সময় পার হলেও চিকিৎসা নিয়ে আজো সুস্থ্য হতে পারেনি সে। শিক্ষকের নির্যাতনের শিকার হয়ে অসুস্থ্য মেয়েকে নিয়ে বিভিন্ন চিকিৎসকের কাছে চিকিৎসা নিয়ে স্বর্বশান্ত তার পরিবার। উন্নত চিকিৎসার জন্য প্রয়োজন অনেক টাকা।

স্কুল ছাত্রী সুরাইয়া মেহেরপুরের গাংনী উপজেলার শালদহ গ্রামের দিনমজুর হাফিজুল ইসলামের মেয়ে ও এসএআরবি মাধ্যমিক বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রী। সুরাইয়ার সহপাঠিরা শ্রেনী পরিবর্তন করে অষ্টম শ্রেনীতে উঠলেও তার লেখাপড়ার পর্বটিও যেন চুকে গেছে চারমাস আগে।

সুরাইয়ার অভিযোগ, মাস পাঁচেক আগে বিদ্যালয়ের মীম নামের এক ছাত্রী সুরাইয়ার বিরুদ্ধে অভিযোগ করে শিক্ষক হামিদুলের কাছে। কোন কিছু না শুনেই সহকারি শিক্ষক হামিদুল ইসলাম সুরাইয়াকে বেধড়ক বেত্রঘাত করেন। মেরুদণ্ডে আঘাত পেয়ে সুরাইয়া মাটিতে লুটিয়ে পড়ে আর্তনাদ করলেও শোনেননি শিক্ষক হামিদুল। পরে প্রধান শিক্ষকসহ অন্যান্যরা সুরাইয়া কিছুটা সুস্থ করে বাড়িতে পাঠানোর ব্যবস্থা করেন। পরদিন মেরুদণ্ডের ব্যথা বাড়তে থাকায় তাকে নেওয়া হয় গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। কয়েকদিন চিকিৎসা নেয়ার পর তার শারীরিক অবস্থার কোন উন্নতি না হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে রাজশাহী অথবা ঢাকায় নেওয়ার পরামর্শ দেন চিকিৎসকরা।

দিনমজুর পিতা বাড়ির গরু ছাগল বিক্রি করে সুরাইয়াকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেন। নিউরো মেডিসিন বিভাগের সহযোগী অধ্যাপক ডাঃ এম. আহম্মদ আলী সুরাইয়ার আঘাতের স্থানের কয়েকটি পরীক্ষা করান। পরীক্ষায় উঠে আসে আঘাতের কারণে সুরাইয়ার মেরুদণ্ডের প্রধান শিরায় ক্ষত ও ক্ষতিগ্রস্ত হয়। যার চিকিৎসা ব্যয় বহুল বলে জানতে পারে সুরাইয়ার পরিবার। বিষয়টি জানানো হয় শিক্ষক হামিদুল ইসলামকে। তিনি দুঃখ প্রকাশ করেন ও চিকিৎসার সমস্ত ব্যয়ভার বহনের প্রতিশ্রুতি দিয়ে বিষয়টি চেপে যেতে বলেন। কিন্তু অদ্যাবদি চিকিৎসার কোন খোঁজখবর নেননি ওই শিক্ষক। বরং এখন তিনি বিভিন্ন নেতা ধরে উল্টো অপবাদ অভিযোগসহ নানা ধরনের হুমকি দিচ্ছেন।

সুরাইয়ার পিতা হাফিজুল ইসলাম জানান, রাজশাহীতে দীর্ঘদিন চিকিৎসা করাতে হবে বলে চিকিৎসক তাকে জানিয়েছেন। ব্যবস্থাপত্র অনুযায়ী প্রতিদিন অনেক টাকার ওষুধ লাগছে। যা কেনা তার পক্ষে সম্ভব নয়। আত্মীয় স্বজনদের কাছ থেকে ধারদেনা করে চলছে। উন্নত চিকিৎসার জন্য কয়েক লাখ টাকার প্রয়োজন। এমন কোন সম্পদ নেই যা বিক্রি করে মেয়ের চিকিৎসা করাবেন। তিনি আরো জানান, শিক্ষক যেভাবে মারধর করেছেন তা কোন শাসনের মধ্যে পড়ে না। এটি অবশ্যই নির্যাতন। ওই শিক্ষকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।

সুরাইয়ার মামা রফিকুল ইসলাম জানান, একজন ছাত্রীকে বেধড়ক মেওে যখম কওে চিকিৎসার ব্যবস্থঅ না কওে শিক্ষকরা উল্টো বদনাম চাপাচ্ছে আমার ভাগ্নের নামে। আমি ওই শিক্ষকের বিচার চাই। না হলে ওই শিক্ষকের ভয়ে অনেকেই স্কুলে যেতে চাইবেনা।

এদিকে সরজমিনে তথ্যনুসন্ধানে গেলে, ঘটনার আংশিক সত্যতা স্বীকার করেন বিদ্যালয়ের শিক্ষকরা। ছাত্রীকে বেত্রাঘাতের বিষয়টি স্বীকার করে তবে উপর্যুপরি নয়, বাঁশের চিকন কঞ্চি দিয়ে মারধর করা হয়েছে বলে অকপটে স্বীকার করেন। সেই সাথে চিকিৎসার কিছু অর্থ দেয়া হয়েছে বলে দাবী করেন তিনি। কি কারণে এমন আঘাত করা হয়েছে ? এমন প্রশ্নের কোন জবাব না দিয়ে বিদ্যালয় সভাতির সাথে যোগাযোগের কথা বলেন।

বিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থী নাম প্রকাশ না করার শর্তে জানান, শিক্ষক হামিদুল বদ মেজাজী এবং সব সময় শিক্ষার্থীদেরকে নানা কারণে নানা অজুহাতে মারধর করে। লেখাপড়া ঠিকমতো করান না আবার পড়ালেখা বুঝতে না পারলেও বুঝিয়ে দেন না। কেউ ভয়ে কথা বলে না।

এ বিষয়ে এসএআরবি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এনামুল ইসলাম জানান, সুরাইয়াকে মারধর করার ঘটনাটির সময় তিনি ছিলেন না। তবে শিক্ষক হামিদুল ইসলাম তাকে মারধর করেছেন এটা তিনি শুনেছেন এবং ওই ছাত্রীকে চিকিৎসার কিছুটা ব্যবস্থা করেছেন বলেও দাবী করেছেন তিনি।

বিদ্যালয় পরিচালনাা পর্যদের সভাপতি রাইপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান গোলাম সাকলায়েন ছেপু জানান, ঘটনাটি তিনি শুনেছেন। তবে মারধরের পরিমান এতো বেশি বা তার করুন অবস্থা সম্পর্কে জানতেন না। ঘটনাটি জানার পর বিষয়টি নিরসনের চেষ্টা করা হচ্ছে বলেও জানান এই চেয়ারম্যান।

বিষয়টি অবগত করা হলে গাংনী উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) রনী খাতুন বলেন, এ বিষয়ে কেউ লিখিত অভিযোগ করেনি। বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা গ্রহণ করা হবে।




চুয়াডাঙ্গার কুতুবপুর ক্যাম্পের বিশেষ অভিযানে ৫০০ গ্রাম গাঁজাসহ আটক ২

চুয়াডাঙ্গা সদরের কুতুবপুর ক্যাম্পের বিশেষ অভিযানে ৫০০গ্রাম গাঁজাসহ ২জনকে আটক করেছে পুলিশ। ক্যাম্প সুত্রে জানা গেছে, গতকাল শুক্রবার আনুমানিক সন্ধ্যা ৭ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে কুতুবপুর ক্যাম্প আইসি এস আই শফিকুল ইসলাম কনেস্টেবল রকিব ও আলামিনের সহযোগিতায় তাদেরকে গাঁজাসহ হাতেনাতে আটক করা হয়।

আটককৃতরা হলেন চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার আইলহাস ইউনিয়নের পোলবাগুন্দা গ্রামের মৃত গঞ্জের আলীর ছেলে জামাল উদ্দিন বাউল (৪০), একই গ্রামের হারেজ আলীর ছেলে সেলিম হোসেন(৪৫) কে আটক করা হয়।

এবিষয়ে কথা বলা হয়েছে কুতুবপুর ক্যাম্পের আইসি এস আই শফিকুল ইসলামের সাথে তিনি প্রতিবেদকে জানিয়েছে গতকাল শুক্রবার আনুমানিক সন্ধ্যা ৭ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে আসানন্দপুর প্রাইমারি স্কুলের সামনে থেকে আমার ক্যাম্পের কনেস্টেবল রকিব ও আলামিনের সহযোগিতায় তাদেরকে গাঁজা কেনা বেচার সময়ে হাতেনাতে আটক করা হয়েছে, আমি মাদ্রকে জিরো ট্রলারে নামিয়ে আনবো,এই অভিযান চলোমান থাকবে।

গতকালই তাদের সদর থানায় সোপর্দ করা হবে বলে পুলিশের সূত্রে জানাগেছে ।




হরিণাকুণ্ডুতে মোটরসাইকেল না পেয়ে অভিমান করে স্কুল ছাত্রের আত্ম*হত্যা

ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে মোটরসাইকেল না পেয়ে বিষপানে কাজল (১৭) নামে এক স্কুল ছাত্র আত্মহত্যা করেছে। গতকাল শুক্রবার  দুপুরে উপজেলার কালাপাহাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে।

কাজল ওই গ্রামের মওলা মন্ডলের ছেলে। স্থানীয়রা জানায়, কাজল কয়েকদিন ধরে মোটরসাইকেল কেনার জন্য বাবার কাছে বায়না করছিল। অর্থাভাবে বাবার পক্ষে তা কিনে দেওয়া সম্ভব না হওয়ায় অভিমান করে কাজল। দুপুরে সবাই জুম্মার নামাজ পড়তে গেলে সে নিজ ঘরে বিষপান করে। পরিবারের সদস্যরা টের পেয়ে তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

এবিষয়ে হরিণাকুণ্ডু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম আত্মহত্যার বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। প্রকৃত ঘটনা জানার চেষ্টা চলছে।




মুজিবনগরে দৈনিক জবাবদিহি পত্রিকার ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

ইতিহাস ও ঐতিহ্যের স্মৃতি গাঁথা বাংলাদেশের প্রথম রাজধানী মুজিবনগরে দিনব্যাপী নানা আয়োজনের মধ্যদিয়ে দৈনিক জবাবদিহি পত্রিকার ৬ষ্ঠ প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে।

শুক্রবার সকাল থেকেই দিনব্যাপী নানা আয়োজনে মুজিবনগর অডিটোরিয়ামে ৬ষ্ঠ তম বর্ষপূর্তি উদযাপন করা হয়। দৈনিক জবাবদিহি’র সারাদেশের সকল প্রতিনিধি ও দেশের বিভিন্ন খ্যাতনামা পত্রিকার সম্পাদক ও প্রকাশকদের নিয়ে এ অনুষ্ঠান।

মুজিবনগর পর্যটন মোটেলে অতিথিদের আপ্যায়নের জন্য বসানো হয় পিঠাপুলি ও বিভিন্ন আইটেমের খাবারের স্টল। পরে সেখানে মধ্যাহ্নভোজ শেষে অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয় আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
আলোচনা সভায় জবাবদিহি পত্রিকার প্রকাশক ও সম্পাদক আক্তার হোসেন রিন্টুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাড. ইব্রাহিম শাহীন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দৈনিক জবাবদিহি পত্রিকার নির্বাহী সম্পাদক তৌহিদুল রহমান, বাংলাদেশ প্রতিদিন পত্রিকার জিএম বেলাল হোসেন মন্টু, বাংলাদেশ হকার্স বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের সভাপতি আব্দুল মান্নান, বাংলাদেশ ক্রাইম রিপোর্টার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আল মামুন খুলনা মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের সভাপতি আবু তাহের।

আরও উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা প্রেস ক্লাবের সভাপতি তোজাম্মেল আযম, সাধারণ সম্পাদক মাহাবুব চান্দু, মেহেরপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ফজলুল হক মন্টু, গাংনী প্রেস ক্লাবের সভাপতি তৌহিদ-উদ-দৌলা রেজাসহ জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দরা।

আলোচনা সভা শেষে দৈনিক জবাবদিহি পত্রিকার সম্পাদক ও প্রকাশক আক্তার হোসেন রিন্টুর ১৩৮ বছরের নির্মম হত্যার শিকার রাষ্ট্রনায়কদের নিষ্ঠুর ইতিহাস বইয়ের মোড়ক উন্মোচন করা হয়।




আমঝুপি খোকসা হাট বায়তুল আরকান জামে মসজিদের নতুন ভবনের কাজ উদ্বোধন

মেহেরপুর সদর উপজেলা আমঝুপি ইউনিয়নে এক নম্বর ওয়ার্ড খোকসা গ্রামের হাট বায়তুল আরকাম জামে মসজিদের নতুন ভবনের কাজ উদ্বোধন করা  হয়েছে।

শুক্রবার সকাল ৭ ঘটিকার সময় নতুন ভবন উদ্বোধনীয় করেন প্রধান অতিথি হিসেবে ছিলেন খোকসা গ্রামের মেম্বার হাফিজুর রহমান হাফিজ।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজসেবক সোলেমান খাঁ, সাবেক ইমাম আব্দুর রশিদ, সমাজসেবক হানিফ শেখ, সমাজসেবক গোলাম রহমান, সমাজসেবক নাসির শেখ, শ্যামপুর মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাওলানা ইয়াসিন আলী, খোকসা কেন্দ্র জামে মসজিদের ইমাম খালেদ সাইফুল আপেল, খোকসা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মোয়াজ্জেম হোসেন ইভান, খোকসা হাট বায়তুল আরকান জামে মসজিদের সভাপতি আব্দুল ওহাব, সহ সভাপতি ইউনুছ আলী, সেক্রেটারী আছিরুল ইসলাম,ক্যাশিয়ার কামিরুল ইসলাম, খোকসা হাট বায়তুল আরকান জামে মসজিদের ইমাম হাফেজ রোকনুজ্জামান, রবিউল ইসলাম, বদো, আফাইদুল, আনিসুর, সিজান প্রমূখ্য।




মেহেরপুরের সেতু টেলিকমের কর্মচারি সাভারে গ্রেফতার

মেহেরপুরের সেতু টেলিকম এর ৬ লক্ষ টাকা আত্মসাৎ কারি কর্মচারি মোঃ খাইরুল ইসলামকে ঢাকা সাভার থেকে গ্রেফতার করেছে পুলিশ।

গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার সময় তাকে গ্রেফতার করে সাভার থানা পুলিশ। গ্রেফতারকৃত খাইরুল মেহেরপুর শহরের ফৌজদারি পাড়ার মৃত বদর উদ্দিনের ছেলে।

জানা যায়, ১৪ ফেব্রুয়ারি সেতু টেলিকমের বিকাশ, নগদ, রকেট ও উপায় থেকে ব্যবসার মাধ্যমে অর্জিত ৬ লক্ষ টাকা আত্মসাৎ করে পালিয়ে যায়।

ঐ ঘটনায় দোকানের মালিক মোঃ ফজলুল হক বাবু বাদি হয়ে ১৫ ফেব্রুয়ারী মেহেরপুর সদর থানায় একটি মামলা দায়ের করেন যার নং ১৯।

এঘটনায় পুলিশ অভিযান চালিয়ে সাভার বাসস্ট্যান্ড এলাকা থেকে অভিযুক্ত খাইরুলকে গ্রেফতার করে। এ সময় তার নিকট থেকে নগদ ২৭ হাজার ৫শ’ টাকা ও বিভন্ন লোড দেওয়া ব্যবহৃত ৪টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

মেহেরপুর সদর থানার ওসি মোঃ রফিকুল ইসলাম বলেন, গ্রেফতারকৃত খাইরুলকে আদালতে প্রেরণ করা হয়।




লেখা পড়ে শোনানোর সুবিধা ফায়ারফক্স ব্রাউজারে

অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম ব্যবহারকারীদের জন্য রিড–অ্যালাউড, ফায়ারফক্স রিলে ও ক্লিয়ার ইউআরএল নামের তিনটি এক্সটেনশন উন্মুক্ত করেছে ফায়ারফক্স ব্রাউজার। নতুন এক্সটেনশনগুলোর মধ্যে রিড–অ্যালাউড এক্সটেনশনটি টেক্সট টু স্পিচ প্রযুক্তি কাজে লাগিয়ে ব্যবহারকারীদের নির্দিষ্ট ওয়েবসাইটের তথ্য পড়ে শোনাবে। এর ফলে দৃষ্টিপ্রতিবন্ধী ব্যক্তিরা উপকৃত হবেন।

ফায়ারফক্স রিলে নামের এক্সটেনশনটি ব্যবহারকারীদের ই-মেইল ঠিকানা গোপন রেখে প্রক্সি ই-মেইলের মাধ্যমে বিভিন্ন ওয়েবসাইটে নিবন্ধনের সুযোগ দেবে। এর ফলে ওয়েবসাইট থেকে পাঠানো ই-মেইলগুলো প্রথমে এক্সটেনশনের প্রক্সি ই-মেইলে আসবে। পরে সেগুলো ব্যবহারকারীদের ই-মেইল ঠিকানায় পাঠানো হবে। এর মাধ্যমে অপরিচিত ব্যক্তি বা প্রতিষ্ঠানের কাছে ই-মেইল ঠিকানা লুকিয়ে রাখা যাবে।

ক্লিয়ার ইউআরএল এক্সটেনশনটি কাজে লাগিয়ে যেকোনো ওয়েবসাইটের ঠিকানা বা ইউআরএল ছোট করা যাবে। এর ফলে সহজেই বন্ধুদের কাছে সংক্ষিপ্ত আকারের ইউআরএল পাঠানোর সুযোগ মিলবে। শিগগিরই আইওএস অপারেটিং সিস্টেমে চলা সব যন্ত্রে এই এক্সটেনশনগুলো ব্যবহার করা যাবে।
সূত্র: টেকক্রাঞ্চ




আলমডাঙ্গায় সরকারি হাসপাতালে চাকুরির প্রলোভনে অর্থ আত্মসাৎ মামলা, জামিন না মঞ্জুর

আলমডাঙ্গার কেশবপুর গ্রামে সরকারি হাসপাতালে চাকুরি দেবার প্রলোভন দেখিয়ে ৬ লাখ ৬০ হাজার টাকা হাতিয়ে নেবার অভিযোগ উঠেছে। এঘটনায় ভুক্তভোগী বাদী হয়ে চুয়াডাঙ্গার আলমডাঙ্গা আমলী আদালতে প্রতারণার মামলা দায়ের করেছে। গত (১৫ ফেব্রুয়ারি) বুধবার চুয়াডাঙ্গা আদালতে জামিন নিতে গেলে কোর্ট জামিন না মঞ্জুর করে জেল হাজতে পাঠানো নির্দেশ দেয়।

স্থানীয় সূত্রে জানাযায়, উপজেলার কেশবপুর গ্রামের মনছের আলির ছেলে সাজু (৩৫)। তিনি পেশায় হারদি ইউনিয়নের কেশবপুর পোস্ট হিসেবে কর্মরত রয়েছে। গত ২০১৯ সালের ১০ অক্টোবর প্রতারিত সাজু ৬ লাখ ৬০ হাজার টাকার চুক্তিতে সরকারি হাসপাতালে চাকুরির দেবার প্রতিশ্রুতি দেয়।

ভুক্তভোগী কেশবপুর গ্রামের মৃত গোলাম আবেদিনের ছেলে রকিব উদ্দীনের নিকট থেকে টাকা নেয়। দীর্ঘদিন অতিক্রম হলেও চাকুরি দিতে ব্যর্থ হয় সাজু। প্রতারিত সাজুর নিকট টাকা ফেরৎ চাইলেও সে দিতে অস্বীকার করে। এমন ঘটনায় রকিব বাদী হয়ে চুয়াডাঙ্গা আলমডাঙ্গা আমলী আদালতে প্রতারণা মামলা দায়ের করেন। ওই মামলায় সাজু ও সহযোগী সেলিমকে জামিন না মঞ্জুর করে চুয়াডাঙ্গা জেল হাজতে পাঠানোর নির্দেশ দেয়।

এদিকে এলাকাবাসী দাবি করে বলে গত ২০১৫ সালে অভিযুক্ত সাজু জোরপূর্বক অস্ত্র দেখিয়ে জমি রেজিস্ট্রি সংক্রান্ত মামলায় কারাভোগ করেছে।




ঢাকা আহছানিয়া মিশনে চাকরির সুযোগ

নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ঢাকা আহছানিয়া মিশন। প্রতিষ্ঠানটিতে ‘মেকানিক্যাল ইঞ্জিনিয়ার’ পদে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী যোগ্য প্রার্থীরা আবেদন করতে পারবেন।

পদের নাম

মেকানিক্যাল ইঞ্জিনিয়ার।

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা

স্বীকৃত যেকোনো বিশ্ববিদ্যালয় থেকে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিষয়ে স্নাতক পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। প্রার্থীর ১২ বছর কাজের পূর্ব অভিজ্ঞতা থাকতে হবে। যোগাযোগ দক্ষতা ও কম্পিউটার চালনায় অভিজ্ঞতা থাকতে হবে।

কর্মস্থল

ফরিদপুর।

বেতন

গ্রেড-১১ (প্রজেক্ট বাজেট অনুযায়ী)।

আবেদন প্রক্রিয়া

আগ্রহী যোগ্য প্রার্থীরা সিভি ইমেইল করতে পারবেন (dfed@ahsaniamission.org.bd ) এই ঠিকানায়। অথবা বিডিজবস অনলাইনে আবেদন করতে পারবেন।

আবেদনের শেষ তারিখ

২৩ ফেব্রুয়ারি, ২০২৩।

সূত্র : বিডিজবস।