দামুড়হুদায় রপ্তানীযোগ্য আম উৎপাদন বিষয়ক সেমিনারে অতিরিক্ত সচিব রবীন্দ্রশ্রী বড়ুয়া

চুয়াডাঙ্গার দামুড়হুদায় বিষমুক্ত রপ্তানীযোগ্য নিরাপদ আম উৎপাদনের লক্ষে আম ব্যবসায়ীদের সাথে সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সেমিনারে চুয়াডাঙ্গা, মেহেরপুর, সাতক্ষীরাসহ বেশ কয়েকটি জেলার আম ব্যবসায়ীসহ কৃষি কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।

শনিবার বেলা ১১ টার দিকে উপজেলার ইব্রাহিমপুরস্থ মেহেরুন্নেসা পার্কে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ি ঢাকার আয়োজনে দামুড়হুদা উপজেলা কৃষি অফিসের সার্বিক সহযোগিতায় অনুষ্ঠিত সেমিনারে সভাপতিত্ব করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক বাদল চন্দ্র বিশ্বাস।

প্রধান অতিথি ছিলেন কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (সম্প্রসারণ অনুবিভাগ) রবীন্দ্রশ্রী বড়ুয়া তিনি বলেন, আমাদের দেশের আমের কোয়ালিটি ভাল। তিনি আম ব্যবসায়ীদের প্রতি আহবান জানিয়ে বলেন, আপনারা আরও একটু যত্নবান হয়ে রফতানিযোগ্য নিরাপদ আম উৎপাদন করবেন। দেখবেন বাংলাদেশের আম অচিরেই বিশ্ব বাজার দখল করে নিয়েছে।

দামুড়হুদা উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো: মনিরুজ্জামানের সঞ্চালনায় সেমিনারে প্রধান বক্তা ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সাবেক মহাপরিচালক কৃষিবিদ ড. হামিদুর রহমান। বিশেষ অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পরিচালক (সরেজমিন উইং) তাজুল ইসলাম পাটোয়ারী। শুভেচ্ছা বক্তব্য রাখেন রফতানিযোগ্য আম উৎপাদন প্রকল্পের প্রকল্প পরিচালক মোহাম্মদ আরিফুর রহমান।

বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মূখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা বাবুল কুমার সরকার, যশোর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক আবু হোসেন, গাজীপুর আম উৎপাদন প্রকল্পের উর্দ্ধতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো: শরফ উদ্দীন, চুয়াডাঙ্গা জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক বিভাস চন্দ্র সাহা।

উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক (শষ্য) তালহা জুবায়ের মাশরুর, দর্শনা উদ্ভিদ সংগনিরোধ কেন্দ্রের অতিরিক্ত উপপরিচালক রফিকুল ইসলাম, যশোর টেকসই কৃষি উন্নয়ন প্রকল্পের মনিটরিং অফিসার মাসুম আব্দুল্লাহ, মেহেরপুর সদর উপজেলা কৃষি অফিসার আলমগীর হোসেন, দামুড়হুদা উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা অভিজিত কুমার বিশ্বাস।

আম চাষিদের মধ্যে বক্তব্য রাখেন আম উৎপাদনকারী কৃষক মোহাম্মদ সফি মল্লিক, দামুড়হুদা উপজেলা আম ব্যবসায়ী সমিতির সভাপতি হাজি মোহা: ফারুক সিদ্দিকী ও সাধারণ সম্পাদক আসলাম উদ্দিন।

সার্বিক সহযোগিতায় ছিলেন দামুড়হুদা উপজেলা কৃষি অফিসের উপসহকারী কৃষি কর্মকর্তা জালাল উদ্দীন, সোহরাব হোসেন, মামুন অর রশিদ, সাইফুল ইসলাম, মেহেদী হাসান, সাইদুর রহমান, লিপ্টন বাদশা, নাজনিন সুলতানা, আজহারুল ইসলাম, বজলুর রহমান প্রমূখ।




আমদহ আ. লীগের মনোনীত প্রার্থী রওশন আলী টোকনের শোভাযাত্রা

আমদহ আওয়ামী লীগের মনোনীত প্রার্থী রওশন আলী টোকনের শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। গতকাল শনিবার বিকেলে আমদহ ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড প্রদক্ষিণ করেন।

শোভাযাত্রায় উপস্থিত ছিলেন আমদহ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট কাজী শহিদুল হক, জেলা আওয়ামী লীগের উপর দপ্তর সম্পাদক গোলাম কিবরিয়া, জেলা আওয়ামী লীগের সাবেক উপদেষ্টা ও আমদহ ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি রুস্তম আলী, জেলা তাঁতী লীগের সভাপতি নূর ইসলাম সুবাদ, আমদহ ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আতিয়ার রহমান হীরা, মেহেরপুর সদর থানা ছাত্রলীগের সভাপতি বাইজিদ, আমদহ ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক হাসিবুর রহমান রিন্টু, আমদহ ইউনিয়ন যুবলীগের সভাপতি বাইজিদ আহমেদ সুইট, আমদহ ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আব্দুল হান্নান, আমদহ ৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি শওকত আলী, আমদহ ৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোঃ মনিরুল ইসলাম ও সাধারণ সম্পাদক শাহিন আলম সহ ছাত্রলীগ, যুবলীগ এবং আওয়ামী লীগের বিভিন্ন নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এ সময় ৩ শতাধিক মোটরসাইকেল সহ কয়েকটি মাইক্রো গাড়ি শোভা যাত্রায় অংশ নেয়।




ইনস্টাগ্রামে চালু হচ্ছে চ্যানেলস

সহজে ছবি ও ভিডিও বিনিময়ের পাশাপাশি সেগুলো ২৪ ঘণ্টা পর স্বয়ংক্রিয়ভাবে মুছে যাওয়ায় ব্যবহারকারীদের কাছে খুবই জনপ্রিয় ইনস্টাগ্রাম। নিজেদের এ জনপ্রিয়তা ধরে রাখতে এবার ‘চ্যানেলস’ নামের নতুন চ্যাট সুবিধা চালু করতে যাচ্ছে ছবি ও ভিডিও বিনিময়ের সামাজিক যোগাযোগমাধ্যমটি।

চ্যানেলস সুবিধা চালু হলে কনটেন্ট নির্মাতারা সরাসরি অনুসরণকারীদের কাছে বার্তা, ছবি পাঠানোর পাশাপাশি বিভিন্ন বিষয়ে জরিপও করতে পারবেন। এসব তথ্য অনুসরণকারী ছাড়া অন্য কেউ দেখতে পারবেন না। ফলে ইনস্টাগ্রামের পাবলিক অ্যাকাউন্ট ব্যবহারকারীরাও শুধু অনুসরণকারীদের কাছে বার্তা ও ছবি পাঠাতে পারবেন।

ইনস্টাগ্রামের তথ্যমতে, ভবিষ্যতে চ্যানেলস সুবিধা কাজে লাগিয়ে কনটেন্ট নির্মাতারা অনুসরণকারীদের সঙ্গে সরাসরি প্রশ্নোত্তর অনুষ্ঠানও আয়োজন করতে পারবেন। শুধু তা–ই নয়, একাধিক কনটেন্ট নির্মাতার সঙ্গে ভার্চ্যুয়াল আলোচনার সুযোগও মিলবে।

প্রাথমিকভাবে যুক্তরাষ্ট্রে বসবাসকারী নির্দিষ্ট সংখ্যক কনটেন্ট নির্মাতাদের জন্য পরীক্ষামূলকভাবে চ্যানেলস সুবিধা উন্মুক্ত করা হয়েছে। পর্যায়ক্রমে বিভিন্ন দেশে এ সুবিধা চালু করা হবে।

সূত্র: টেক ক্র্যান্চ




সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার তোফায়েল হাসান রুপক সলিমুল্লাহ এতিমখানার পৃষ্ঠপোষক মনোনিত

দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রার (বিচার) মেহেরপুরের কৃতি সন্তান এসকে এম তোফায়েল হাসান রুপককে সলিমুল্লাহ এতিমখানার পৃষ্ঠপোষক হিসেবে মনোনিত করা হয়েছে।

গতকাল সলিমুল্লাহ এতিমখানার পরিচালনা পরিষদের সভাপতি মেহেরপুরের আরেক ‍কৃতি সন্তান এম এ এস ইমন তাঁর হাতে মনোনয়ন পত্র তুলে দেন।

সম্প্রতি, গত ৮ ফেব্রুয়ারি প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী  সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রার (বিচার) পদে  এসকে এম তোফায়েল হাসান রুপকে নিয়োগ দেন ।




মুজিবনগরে ভ্রাম্যমান আদালতে জরিমানা আদায়

মুজিবনগরে ভ্রাম্যমান আদালতে মটরসাইকেলের চালকের কাছ থেকে জরিমানা আদায় করা হয়েছে। গাড়ির কাগজ, ড্রাইভিং লাইসেন্স এবং হেলমেট না থাকার কারনে এ জরিমানা করা হয়।

আজ শনিবার সকালে মুজিবনগর কমপ্লেক্স গেটে  উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমান আদালতের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট অনিমেষ বিশ্বাস ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।

এ সময় কাগজপত্র না থাকায় ১৫ টি গাড়ির মালিকের কাছ থেকে ৭ হাজার ৪শত ৫০ টাকা জরিমানা আদায় করেন।
এবং মটরসাইকেল চালানোর সময় লাইসেন্স ও হেলমেট সাথে রেখে সাবধানে গাড়ি চালানোর পরামর্শ দেন তিনি।

উপজেলা নির্বাহী অফিসার বলেন, মুজিবনগর কমপ্লেক্সের ভিতরে সারাদেশের পর্যটকরা ঘুরতে আসেন।এখানে আসার পর মহিলা,শিশু হেটে হেটে মুজিবনগর ঘুরে থাকেন। আমরা সম্প্রতি দেখছি কিছু কিছু মটরসাইকেল চালকরা এখানে এসে বেপরোয়া ভাবে গাড়ি চালাচ্ছে,একটি মটরসাইকেল আরেকটির সাথে রেসিং খেলছে। এতে করে ঘুরতে আসা পর্যটকদের বিপদের সম্মুখীন হতে হচ্ছে। এছাড়া যারা আইনশৃঙ্খলা মানছে না, গাড়ির লাইসেন্স, হেলমেট নেই তাদের বিরদ্ধে আমরা কঠোর পদক্ষেপ নিচ্ছি এবং আমরা মোবাইল কোর্ট পরিচালনা করছি। যাতে করে এখানে ঘুরতে আসা পর্যটকদের দূর্ঘটনার স্বীকার না হয়।

সে লক্ষে সড়ক পরিবহন আইন ২০১৮ অনুযায়ী মোবাইল কোর্টের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে।




চিতাবাঘের হামলায় আহত অক্ষয়-টাইগার শ্রফের মেকআপ আর্টিস্ট

অক্ষয় কুমার বর্তমানে টাইগার শ্রফের সঙ্গে ‘বড়ে মিয়া ছোটে মিয়া’ সিনেমার শুটিং সারছেন। এই সিনেমাতে তারা প্রথমবার জুটি বাঁধতে চলেছেন। আর শুটিং সেটেই হানা দিয়ে বসে চিতাবাঘ।

সূত্র থেকে পাওয়া খবর অনুযায়ী, শুটিং শেষ হওয়ার পরে এই ছবির মেকআপ আর্টিস্ট তার এক বন্ধুকে হোটেলের উদেশ্যে নিয়ে যাওয়ার সময় একটি চিতাবাঘ হামলা করে। চিতাবাঘের হামলায় ওই ব্যক্তি গুরুতর আহত হয়ে আপাতত হাসপাতালে ভর্তি।

হাসপাতালের বিছানায় শুয়ে আহত মেকআপ আর্টিস্ট শ্রাবণ বিশ্বকর্মা ভারতীয় একাধিক সংবাদমাধ্যমকে জানান, মোটরসাইকেলে করে আমি আমার এক বন্ধুকে হোটেলে দিতে গিয়েছিলাম। হঠাৎই একটি চিতা বাঘ গায়ে ঝাঁপিয়ে পড়ে। আমি বাইক থেকে পড়ে অজ্ঞান হয়ে যাই। পরে যখন জ্ঞান ফেরে তখন হাসপাতালের বিছানায়।

১৯৯৮ সালে মুক্তি পেয়েছিল ‘বড়ে মিয়া ছোটে মিয়া’। ডেভিড ধাওয়ানের পরিচালনায় সে ছবিতে অভিনয় করেছেন অমিতাভ বচ্চন ও গোবিন্দা। নায়িকা হিসেবে ছিলেন রাবিনা ট্যান্ডন এবং রামিয়া কৃষ্ণণ। নয়ের দশকের সে ছবি ছিল আউট অ্যান্ড আউট কমেডি।

জানা গেছে, নতুন এই ছবি মোটেই পুরনো ছবির রিমেক নয়। ডেভিড ধাওয়ানের পুরনো ছবি থেকেই শুধু নাম ধরা করা হয়েছে। গল্পও একেবারে থাকবে নতুন।

শোনা যাচ্ছে, যেহেতু টাইগার ও অক্ষয় জুটি- তাই পরিচালক আব্বাস অ্যাকশনকেই বেশি গুরুত্ব দেবেন। আগামী বছরের প্রথম দিকেই শুরু হতে পারে এই ছবির শুটিং। তবে অক্ষয় ও টাইগার ছাড়া আর কারা অভিনয় করবেন, তা এখনও ফাঁস করতে চাইছেন না পরিচালক।

সূত্র: ইত্তেফাক




প্লান ইন্টারন্যাশনাল বাংলাদেশে চাকরির সুযোগ

নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে প্লান ইন্টারন্যাশনাল, বাংলাদেশ। সংস্থাটিতে ‘টেকনিক্যাল অফিসার’ পদে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী যোগ্য প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।

পদের নাম

টেকনিক্যাল অফিসার।

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা

স্বীকৃত যেকোনো বিশ্ববিদ্যালয় থেকে সোশ্যাল স্টাডিজ অথবা এই জাতীয় যেকোনো বিষয়ে স্নাতক পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। প্রার্থীর পূর্ববর্তী কাজের ন্যূনতম দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

বেতন

৪৯,৬০০/-টাকা।

আবেদনের প্রক্রিয়া

প্রার্থীরা অনলাইনে (লিংক) আবেদন করতে পারবেন।

আবেদনের শেষ তারিখ

২৫ ফেব্রুয়ারি, ২০২৩।

সূত্র : বিডিজবস

 

 




আমদহ ইউপি নির্বাচনে জাতীয় পার্টির মনোনয়নপত্র জমা

মেহেরপুর সদর উপজেলার আমদহ ইউনিয়ন পরিষদ নির্বাচনে জাতীয় পার্টির চেয়ারম্যান প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছে মোঃ নজরুল ইসলাম।

আজ শনিবার বিকেল ৩ টার সময় সদর উপজেলা রিটার্নিং কর্মকতা দোলন কান্তি চন্দ্রের কাছে মনোনয়নপত্র জমা দেয়।

এ সময় উপস্থিত ছিলেন জেলা জাতীয় পার্টি আহ্বায়ক আব্দুল হামিদ, আব্দুল মান্নান, মোহাম্মদ কুতুব উদ্দিন, ইকবাল হোসেন, মৌলিত হোসেন, এনামুল হক, খাকসিরুল ইসলাম সহ জাতীয় পার্টির অনান্য সদস্যরাও উপস্থিত ছিলেন।




মেয়র প্রার্থী আব্দুল কাদের ওপর হামলার অভিযোগ আওয়ামীলীগ নেতা এমএ ফয়সালের বিরুদ্ধে

দর্শনা পৌরসভা উপ-নিবার্চনের মেয়র প্রার্থী আব্দুল কাদের ও অপুর হামলা ও মারপিট করেছে আওয়ামীলীগ নেতা এমএ ফয়সাল। এ হামলায় বাংলাদেশ জামায়াত ইসলামের সাবেক দামুড়হুদা উপজেলা ভাইস চেয়ারম্যান ও দর্শনা পৌরসভার মেয়র প্রার্থী আব্দুল কাদের (৫৮) ও সফর সঙ্গী আমির ও সাবেক কাউন্সিলার সাহিকুল আলম অপু (৪০) আহত হয়।

গতকাল শুক্রবার বিকাল সাড়ে ৫টার দিকে দর্শনা পৌরসভার উপ নির্বাচনের মেয়র প্রার্থী আব্দুল কাদের দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে দর্শনা রামনগর গ্রামে নির্বাচনী গণ-সংযোগ করতে যায়।

এসময় রামনগর গ্রামের আওয়ামী লীগ নেতা ও তার সাঙ্গপঙ্গরা তাদের উপর অতর্কিত ভাবে হামলা চালায়। এতে মেয়র প্রার্থী আব্দুল কাদের সহ সঙ্গী দর্শনা পৌর সভার ২নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর সাহিকুল আলম অপু আহত হয়।

এ বিষয়ে মেয়র প্রার্থী আব্দুল কাদের বলেন, দর্শনা রামনগর মোড়ে চায়ের দোকানে চা খেয়ে মসজিদের দিকে নামাজ পড়ার উদ্যেশ্যে যাচ্ছিলাম। এমন সময় দর্শনা পৌরসভার ৬ ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমএ ফয়সাল ও তার ভাই ফলেহার হঠাৎ করে এসে আমাকে ধাক্কা মেরে ফেলে দিয়ে লাথি মারে এবং অপুকে কিল-ঘুষি মারতে থাকে এবং বাশেঁর লাঠি দিয়ে মারতে আসে এ সময় আশে পাশের লোকজন আমাদেরকে রক্ষা করে। এরপর আমরা চলে আসি। আমার বা পায়ে মারাত্মক চোট পেয়েছি। আপরদিকে অপুর বা চোঁখের কোনে চোট লেগে ফুলে গেছে।

এ বিয়ষ এমএ ফয়সাল জানান, মসজিদে গিয়ে আওয়ামীলীগের বিরুদ্ধে নানা অপ-প্রচার করছিল। এ কারণে ধাক্কা-ধাক্কি দিয়ে গ্রাম থেকে বের করে দিয়েছি। দর্শনা পৌরসভা উপ-নিবার্চনের প্রচার প্রচারনা শুরু হতে না হতেই এর উপর হামলা ও মারপিটের ঘটনায় সুস্থ্য নিবার্চন অনুষ্ঠিত হওয়া নিয়ে সাধারণ ভোটাদের মধ্যে নানা প্রশ্ন উঠেছে।

এ বিষয় উপজেলা নিবার্হী অফিসার রোকসানা মিতার নিকট প্রার্থীদের নিরাপত্তার বিষয় জানতে চাইলে তিনি জানান, বিষয়টি জানি না। জানার পর আমি দেখবো।




দর্শনা প্রেসক্লাবে যুগান্তরের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

দর্শনা প্রেসক্লাবে দৈনিক যুগান্তরের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। গতকাল শুক্রবার রাত ৮ টায় দর্শনা প্রেসক্লাবে আয়োজিত যুগান্তরে ২ যুগ পূর্তি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে আলোচনা করেন চুয়াডাঙ্গা-২ আসনের মাননীয় সংসদ সদস্য আলী আজগর টগর।

এসময় তিনি বলেন, দেশের গণতন্ত্র প্রতিষ্ঠা ও দুর্নীতি অনিয়মের তথ্য তুলে ধরে যুগান্তর। জনগণের অধিকারের কথা বলে। সমাজের অন্যায় অবিচার নিষ্পেষিত মানুষের পাশে থাকে। দেশের উন্নয়ন ন্যায় প্রতিষ্ঠার জন্য দেশের সংবাদ পাঠকের মনে জায়গা করে নিয়েছে। দেশ ও বিদেশের কাছে ন্যায় ও বস্তু নিত্য সংবাদ পরিবেশন করে আন্তর্জাতিক মর্যাদা পেয়েছে। দেশের ১৮ কোটি মানুষের স্পন্দন হয়ে উঠেছে দৈনিক যুগান্তর।

দর্শনা প্রেসক্লাবের সাবেক সভাপতি হানিফ মন্ডলের সঞ্চলনায় ও যুগান্তর প্রতিনিধি ইকরামুল হক পিপুল সভাপতিত্বে অনুষ্ঠান উপস্থিত ছিলেন, চুয়াডাঙ্গা জেলা পরিষদের চেয়ারম্যান মাহফুজুর রহমান মনজু।

তিনি বলেন, যুগান্তর পত্রিকার ২ যুগ। এই দুই যুগে দেশের কত পত্রিকা হারিয়ে গিয়েছে। বস্তু নিষ্ঠুর সংবাদ পরিবেশন এর মাধ্যমে যুগান্তর পত্রিকা মানুষের মনে জায়গা করে নিয়েছে। দেশ ও জনগণের কথা বলে। সত্য প্রকাশে আপোষহীন একটি পত্রিকা যুগান্তর। দেশে এখন যুগান্তর জনপ্রিয়তার শীর্ষে অবস্থান করছে। দেশের উন্নয়নে যুগান্তর এগিয়ে যাবে।

চুয়াডাঙ্গা জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক কিশোর কুমার কুন্ডু, দামুড়হুদা উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আতিয়ার রহমান হাবু, দর্শনা পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র রবিউল হক সুমন, দর্শনা থানার ইন্সপেক্টর (অপারেশন) নিরব হোসেন, দর্শনা গণ উন্নয়ন গ্রন্থাগারের নির্বাহী পরিচালক আবু সুফিয়ান, আওয়ামিলীগ নেতা- বিল্লাল হোসেন, যুগান্তর পত্রিকার জেলা প্রতিনিধি আহাদ আলী মোল্লা, দর্শনা প্রেসক্লাবের সভাপতি আওয়াল হোসেন, সাধারণ সম্পাদক ওসমান ওলি, সাংবাদিক সমিতির সভাপতি মনিরুজ্জামান ধীরু, সহ-সভাপতি জাহিদুল ইসলাম, সাংবাদিক- কামরুজ্জামান যুদ্ধ, এফএ আলমগীর, আহসান হাবিব মামুন, চঞ্চল মেহমুদ, ওয়াসিম রয়েল, ইমতিয়াজ আহমেদ রয়েল, আব্দুল হান্নান, আব্দুর রহমান, ফরহাদ হোসেন, ইয়াছিন জুয়েল প্রমুখ।