বসুন্ধরা গ্রুপে চাকরির সুযোগ

লোকবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বসুন্ধরা। প্রতিষ্ঠানটির পেপার মিলস বিভাগ জুনিয়র টেকনিশিয়ান/টেকনিশিয়ান (ইনস্ট্রুমেন্ট) পদে জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে।

আবেদন নেওয়া শুরু হয়েছে গত ২৯ ডিসেম্বর থেকে। আগামী ০৫ জানুয়ারি পর্যন্ত আবেদন করা যাবে। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী নানা সুযোগ-সুবিধা পাবেন।

এক নজরে বসুন্ধরা গ্রুপের নিয়োগ বিজ্ঞপ্তি

প্রতিষ্ঠানের নাম : বসুন্ধরা গ্রুপ

চাকরির ধরন : বেসরকারি চাকরি

প্রকাশের তারিখ : ২৯ ডিসেম্বর ২০২৪

পদ ও লোকবল : নির্ধারিত নয়

আবেদন করার মাধ্যম : অনলাইন

আবেদন শুরুর তারিখ : ২৯ ডিসেম্বর ২০২৪

আবেদনের শেষ তারিখ : ০৫ জানুয়ারি ২০২৫

অফিশিয়াল ওয়েবসাইট : https://www.bashundharagroup.com

আবেদন করার লিংক : অফিশিয়াল নোটিশের নিচে

প্রতিষ্ঠানের নাম : বসুন্ধরা গ্রুপ

পদের নাম : জুনিয়র টেকনিশিয়ান/টেকনিশিয়ান (ইনস্ট্রুমেন্ট)

বিভাগ : পেপার মিলস

পদসংখ্যা : নির্ধারিত নয়

শিক্ষাগত যোগ্যতা : এসএসসি/এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ

অন্য যোগ্যতা : ইন্সট্রুমেন্টেশন কাজের দক্ষতা

অভিজ্ঞতা : কমপক্ষে ২ থেকে ৫ বছর

চাকরির ধরন : ফুলটাইম

কর্মক্ষেত্র : অফিসে

প্রার্থীর ধরন : শুধু পুরুষ

বয়সসীমা : কমপক্ষে ২৫ বছর

কর্মস্থল : নারায়ণগঞ্জ

বেতন : আলোচনা সাপেক্ষে

অন্য সুবিধা : মোবাইল বিল, প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, ভ্রমণ ভাতা, দুপুরের খাবারের সুবিধা, প্রতি বছর বেতন পর্যালোচনা, বছরে ২টি উৎসব বোনাস, পিক অ্যান্ড ড্রপ সুবিধাসহ কোম্পানির নীতিমালা অনুযায়ী আরো নানা সুবিধা।

আবেদন যেভাবে : আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন
সূত্র: কালবেলা




পৃথিবীর অন্যতম সুন্দর পর্যটন নগরী কানাডার ভ্যানকুভার

২০২৪ সালের জুন মাসে আমার পৃথিবীর অন্যতম পর্যটন স্থান ভ্যানকুভার নগরীতে ভ্রমন করার সুযোগ হয়েছিল। আমরা জাহাজ নিয়ে দক্ষিণ কোরিয়ার ইউসু বন্দর থেকে ভ্যানকুভার সমুদ্র বন্দরে গিয়েছিলাম বার্লি কারগো লোড করার জন্য। আমরা বন্দরে প্রায় এক সপ্তাহ ছিলাম। কার্গো লোডিং ধীরে হওয়ায় আমাদের সুযোগ হয়েছিল একাধিকবার ভ্যানকুভার সিটিতে ঘুরে বেড়ানোর।

আমি সে সময় ঐতিহ্যবাহী কানাডা প্যালেস, হোয়াইট লিফ পার্ক, ক্যাপিলানো সাস্পেনশন ব্রিজ, স্টেনলি পার্ক, বোট স্টেশন, ক্রিসেন্ট বিচ পার্ক, হোয়াইট রক বিচ সহ আরো কয়েকটি জায়গায় ঘুরে বেড়িয়েছিলাম। আমাদের সাথে একজন বাংলাদেশী ড্রাইভার থাকাতে সবকিছু সহজ হয়েছিল।

এছাড়াও পোর্ট এ এসে জানতে পারি আমাদের মেরিন একাডেমীর দুইজন এক্স ক্যাডেট বন্দরটিতে পোর্ট ক্যাপ্টেন হিসেবে কর্মরত রয়েছেন। উনারা আমার কয়েক বছর সিনিয়র ছিলেন। আমি পরবর্তীতে সিনিয়র স্যারদের সাথে যোগাযোগ করি এবং আমাদের জাহাজে আসার জন্য অনুরোধ করি। উনারা জাহাজে এসেছিলেন আমাদের সাথে দেখা করার জন্য। পরে আমরা একসাথেই বাইরে ঘুরতে যাই। দেশের বাইরে দুইজন এক্স ক্যাডেট একসাথে পেয়ে সত্যিই খুব ভালো লেগেছিল এবং সময়গুলো খুব ভালো কেটেছিল।

ভ্যানকুভার কানাডার পশ্চিম উপকূলে বা প্রশান্ত মহাসাগরীয় উপকূলে ব্রিটিশ কলাম্বিয়া প্রদেশে অবস্থিত একটি ব্যস্ততম নগরী। মূল ভ্যানকুভার নগরীতে প্রায় ৭ লক্ষ অধিবাসী বসবাস করে। নগরীটি মেট্রো ভ্যানকুভার নামক আঞ্চলিক জেলার অন্তর্ভুক্ত যাতে প্রায় ২৬ লক্ষ লোকের বসবাস। এটি ব্রিটিশ কলাম্বিয়া তথা পশ্চিম কানাডার বৃহত্তম নগরী এবং কানাডার তৃতীয় বৃহত্তম নগরী।

শহরটিতে উল্লেখযোগ্য সংখ্যক ইন্ডিয়ান অধিবাসী রয়েছে। এছাড়াও কিছু সংখ্যক পাকিস্তানি এবং বাংলাদেশী দেখা যায়।
১৮৬০ এর দশকে এই এলাকায় বহু অভিবাসী এর আগমন ঘটলে ভ্যানকুভার শহরের পত্তন হয়। ভ্যানকুভারের আদি নাম ছিল গ্যাসটাউন। ১৮৮৬ সালে কানাডীয় প্রশান্ত মহাসাগরীয় রেল কোম্পানির সাথে এক যুক্তি অনুযায়ী শহরটির নাম বদলে ভ্যানকুভার রাখা হয়। ব্রিটিশ নাবিক ও ক্যাপ্টেন জর্জ ভ্যানকুভার এর নামে এই নামকরণ করা হয়। তিনি ১৮০০ শতকে এই অঞ্চলটিতে জরিপ চালান। নগরীটি একদিকে প্রশান্ত মহাসাগরীয় এশিয়া ও পূর্ব এশিয়া এবং অন্যদিকে পূর্ব কানাডা ও ইউরোপ এই দুই অঞ্চলের মধ্যবর্তী স্থানে অবস্থিত হওয়ায় একটি বাণিজ্যিক সংযোগী স্থলে পরিণত হয়। এছাড়াও পানামা খালের উদ্বোধনের পর ভ্যানকুভার বন্দরের আন্তর্জাতিক গুরুত্ব বেড়ে যায়। এটি বর্তমানে আমেরিকা মহাদেশের মধ্যে চতুর্থ বৃহত্তম সমুদ্র বন্দর এবং কানাডার বৃহত্তম এবং ব্যস্ততম সমুদ্র বন্দর। এছাড়াও ভ্যানকুভারকে উত্তর আমেরিকার সবচেয়ে বৈচিত্রময় সমুদ্রবন্দর বলা হয়।

অরণ্য থেকে কাঠ আহরণ ভ্যানকুভারের বৃহত্তম শিল্পখাত। এছাড়াও এখানকার দ্বিতীয় বৃহত্তম শিল্পখাত হলো পর্যটন। দীর্ঘদিন থেকেই এটি দর্শনার্থীদের জন্য একটি আকর্ষণীয় গন্তব্যস্থল হিসাবে পরিচিত। ভ্যানকুভার শহরটি উত্তর আমেরিকার বৃহত্তম চলচ্চিত্র নির্মাণ কেন্দ্র হিসেবে পরিচিত। নিউ ইয়র্ক এবং লস এঞ্জেলেসের পরেই ভ্যানকুভার উত্তর আমেরিকার তৃতীয় বৃহত্তম চলচ্চিত্র নির্মাণ কেন্দ্র। ভ্যানকুভারকে উত্তরের হলিউড নামেও ডাকা হয়।

ভ্যানকুভার নগরীটি ধারাবাহিকভাবে বসবাসযোগ্যতা ও উচ্চ জীবন যাত্রার মানের নিরিখে বিশ্বের সেরা পাঁচটি নগরীর মধ্যে রয়েছে। এটি কানাডার তথা বিশ্বের ব্যয়বহুল শহর গুলোর মধ্যে অন্যতম। আমরা বেড়ানোর সময়ই বুঝতে পারি শহরটিতে জীবন যাত্রার ব্যয় অনেক বেশি। তবে আমার দেখা শহরগুলির মধ্যে এটিকে অন্যতম সুন্দর শহর বলে মনে হয়েছে। এ শহরের প্রাকৃতিক সৌন্দর্য নজর কাড়ার মতই।

আমরা সে সময় ঘোরাঘুরির মাঝে পাকিস্তানি একটি রেস্টুরেন্টে খাবার খেয়েছিলাম। শহরটিতে প্রচুর পাকিস্তানি এবং ইন্ডিয়ান রেস্টুরেন্ট রয়েছে। শহরটিতে বেশ বড় এবং দৃষ্টিনন্দন শপিং মল রয়েছে। আমরা সেই সময় ওয়ালমার্ট থেকে টুকটাক শপিংও করেছিলাম। আমরা শহরটিতে ঘুরতে ঘুরতে নেক্সাস লেন অর্থাৎ ইউএসএ এর কাছাকাছি পর্যন্ত গিয়েছিলাম। এই বর্ডার দিয়েই ইমিগ্রেশন,কাস্টম পাশ করে ইউএসএ তে যাওয়া যায়। স্থানীয় বাসিন্দারা এই বর্ডার দিয়েই ইউএসএ এবং কানাডায় যাওয়া আসা করে।

ভ্যানকুভার শহরের প্রাকৃতিক দৃশ্য সত্যিই মনোরম। যেকোনো দর্শনার্থীকে মুগ্ধ করবে এখানকার পরিবেশ। পৃথিবীর বিভিন্ন দেশ থেকেই এখানে বেড়াতে আসে প্রচুর দর্শনার্থী। সমুদ্র সৈকত, সবুজ অরণ্য,ঐতিহ্যবাহী স্থান এবং নগরীটির নগর পরিকল্পনা সকল দর্শনার্থীকেই মুগ্ধ করে।

ভ্যানকুভার বিশ্বের অন্যতম সুন্দর শহর যা আকর্ষণীয় পর্বতমালা, ঝলকানি জল, রেইন ফরেস্ট এবং সবুজ অরণ্য দ্বারা পরিবেষ্টিত। সারা বছর জুড়েই দর্শনার্থীরা এখানে দুর্দান্ত লাইভ বিনোদন এবং আউটডোর অ্যাডভেঞ্চার এ অংশগ্রহণ করে থাকে।

লেখক: মাস্টার মেরিনার,(এ এফ এন আই) , এক্স ক্যাডেট, বাংলাদেশ মেরিন একাডেমি চট্টগ্রাম।




বিয়ের খবর ভাইরাল, তাহসান বললেন, এখনো বিয়ে হয়নি

সামাজিক যোগাযোগমাধ্যমে জনপ্রিয় গায়ক ও অভিনেতা তাহসানের বিয়ের খবর ছড়িয়েছে। বিভিন্ন সংবাদমাধ্যমে বলা হয়েছে যুক্তরাষ্ট্রপ্রবাসী মেকওভার আর্টিস্ট রোজা আহমেদের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন তাহসান খান।

এ বিষয়ে শনিবার সকাল ১০টা ২০ মিনিটে তাহসান গণমাধ্যমের সঙ্গে কথা বলেন। তিনি বলেন, ‘এখনো বিয়ে হয়নি। কোনো আনুষ্ঠানিকতাও হয়নি। একটা ঘরোয়া আয়োজন ছিল, সেখানে এ ছবিগুলো তোলা। আজ (শনিবার) সন্ধ্যায় বিস্তারিত জানাব।’

এদিকে আজ সকাল থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে তাহসান ও রোজার বিয়ের আয়োজনের একাধিক ছবি ভাইরাল হয়। তাতে নেটিজেনরা এই নবদম্পতিকে শুভেচ্ছা ও ভালোবাসা জানাতে থাকেন। শুভেচ্ছা জানিয়েছেন বিনোদন অঙ্গনের অনেকে। এমনও লিখেছেন কেউ কেউ, ‘অবশেষে চাঁদের আলো খুঁজে পেয়েছেন তাহসান। তার সেই প্রিয় গান যেন অবশেষে সত্য হয়ে ধরা দিল!’

একাধিক সূত্রে জানা গেছে, তাহসানের স্ত্রী রোজা আহমেদ ১০ বছরের বেশি সময় ধরে বাংলাদেশে ও যুক্তরাষ্ট্রে ব্রাইডাল মেকআপ আর্টিস্ট হিসেবে কাজ করছেন। রোজা নিউইয়র্ক ইউনিভার্সিটি থেকে কসমেটোলজির ওপর পড়াশোনা করেছেন। পড়াশোনা শেষ করে তিনি কসমেটোলজি লাইসেন্স অর্জন করে পরবর্তী সময়ে নিউইয়র্কের কুইন্সে রোজাস ব্রাইডাল মেকওভার প্রতিষ্ঠা করেন। তিনি একজন উদ্যোক্তা বলেও জানান তাহসান। সামাজিক যোগাযোগমাধ্যমে রোজা বেশ জনপ্রিয়, অসংখ্য অনুসারী রয়েছে তার।

প্রায় ১৮ বছর আগে ২০০৬ সালের ৭ আগস্ট বিবাহবন্ধনে আবদ্ধ হন তাহসান খান ও অভিনেত্রী মিথিলা। এরপর ২০১৩ সালের ৩০ জুলাই তারা কন্যাসন্তানের মা–বাবা হন। পরে ২০১৭ সালের ৪ অক্টোবর বিচ্ছেদের ঘোষণা দেন তাহসান। নিজের অফিশিয়াল ফেসবুক পেজ থেকে এদিন দুপুরে তাহসান ও মিথিলা যৌথভাবে তাদের বিবাহবিচ্ছেদের ঘোষণা দেন। সাবেক এই দম্পতির বিচ্ছেদের বিষয়টি তাদের অনেক ভক্ত সহজভাবে মেনে নিতে পারেননি। পরে মিথিলা ভারতের চলচ্চিত্র নির্মাতা সৃজিতকে বিয়ে করেন।

সূত্র: যুগান্তর




মেহেরপুর জেলা বিএনপি’র উদ্যোগে লিফলেট বিতরণ

মেহেরপুরে জেলা বিএনপি’র সদস্য সচিব অ্যাডভোকেট কামরুল হাসানের নেতৃত্বে লিফলেট বিতরণের আয়োজন করা হয়েছে।
শনিবার সকালে মেহেরপুরের কাথুলী রোড থেকে এই লিফলেট বিতরণ শুরু করে কোর্ট মোড়ে  গিয়ে শেষ হয়।
এ সময় উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক আমিরুল ইসলাম, মেহেরপুর জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ফয়েজ মোহাম্মদ।
অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন  জেলা বিএনপির সাবেক সিনিয়ার সহ-সভাপতি ইলিয়াস হোসেন,  জেলা বিএনপি সাবেক সহ-সভাপতি আলমগীর খান ছাতু, জেলা বিএনপি’র সাবেক সহ-সভাপতি আনছা-উল -হক, সাবেক সহ সভাপতি হাফিজুর রহমান হাফি, জেলা বিএনপি’র সাবেক সহ-সভাপতি মীর ফারুক, সাবেক সহ-সভাপতি ওমর ফারুক লিটন,  পাবলিক প্রসিকিউটর জেলা ও দায়রা জজ আদালত আবু সালেহ মোহাম্মদ নাসিম, সাবেক সাংগঠনিক সম্পাদক রুমানা আহমেদ, সহ সাংগঠনিক সম্পাদক কাজী মিজান মেনন,   সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম জেলা জাসাসের সদস্য সচিব বাকাবিল্লাহ, জেলা যুবদলের সাধারণ সম্পাদক কাউসার আলী, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আজমল হোসেন মিন্টু, সাবেক পৌর সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, জেলা যুবদলের সহ সভাপতি আনিসুল হক লাভলু, সদর থানা যুবদলের সাবেক সভাপতি হাসিবুজ্জামান স্বপ্নন,   জেলা জেলা ছাত্রদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি অ্যাডভোকেট মীর আলমগীর ইকবাল (আলম), জেলা যুবদলের আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট এহান উদ্দিন মনা, জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি ফিরোজুর রহমান, জেলা যুবদলের সদস্য মেহেদী হাসান রোলেক্স, জেলা জিয়া মঞ্চের সদস্য সচিব মনিরুল ইসলাম মনি, জেলা ছাত্রদলের সহ-সভাপতি নাহিদ মাহবুব সানি, আব্দুল লতিফ, মোশিউল আলম দিপু, নাহিদ আহম্মেদ, ইসমাইল শাহ, দবির, জনি ,সহ জেলা বিএনপি’র অঙ্গসংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ ও সাধারণ মানুষেরা উপস্থিত ছিলেন।



টিভিতে আজকের খেলা

বিপিএলের কোনো ম্যাচ না থাকলেও শনিবার (৪ জানুয়ারি) দেখতে পারবেন ঘরোয়া ফুটবলের দুটি ম্যাচ। সিডনি ও কেপটাউন টেস্টের দ্বিতীয় দিন আজ। টিভিতে দেখা যাবে ইংলিশ প্রিমিয়ার লিগেরও একাধিক ম্যাচ।

ক্রিকেট
সিডনি টেস্ট (দ্বিতীয় দিন)
অস্ট্রেলিয়া–ভারত
ভোর ৫টা ৩০ মিনিট
সরাসরি, স্টার স্পোর্টস ১

কেপটাউন টেস্ট (দ্বিতীয় দিন)
দক্ষিণ আফ্রিকা–পাকিস্তান
দুপুর ২টা ৩০ মিনিট
সরাসরি, পিটিভি স্পোর্টস

বিগ ব্যাশ লিগ
মেলবোর্ন রেনেগেডস–মেলবোর্ন স্টার্স
দুপুর ২টা ৩০ মিনিট
সরাসরি, স্টার স্পোর্টস ২

ফুটবল: বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল

চট্টগ্রাম আবাহনী–মোহামেডান
দুপুর ২টা ৪৫ মিনিট
সরাসরি, টি স্পোর্টস
রহমতগঞ্জ–ঢাকা ওয়ান্ডারার্স
দুপুর ২টা ৪৫ মিনিট
সরাসরি, টি স্পোর্টস ইউটিউব চ্যানেল

ইংলিশ প্রিমিয়ার লিগ

টটেনহাম–নিউক্যাসল
সন্ধ্যা ৬টা ৩০ মিনিট
সরাসরি, স্টার স্পোর্টস সিলেক্ট ১
ম্যানচেস্টার সিটি–ওয়েস্ট হাম
রাত ৯টা
সরাসরি, স্টার স্পোর্টস সিলেক্ট ১
ক্রিস্টাল প্যালেস–চেলসি
রাত ৯টা
সরাসরি, স্টার স্পোর্টস সিলেক্ট ২
ব্রাইটন–আর্সেনাল
রাত ১১টা ৩০ মিনিট
সরাসরি, স্টার স্পোর্টস সিলেক্ট ১

সূত্র:  ইত্তেফাক




মেহেরপুরে পুলিশের অভিযানে গ্রেফতার ৫

মেহেরপুরে ২৪ ঘন্টার অভিযানে বিভিন্ন মামলার ৫ জন আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার সকাল থেকে আজ শনিবার (৪ জানুয়ারি) ভোররাত পর্যন্ত মেহেরপুর সদর গাংনী ও গাংনী থানা পুলিশ তাদের গ্রেফতার করেন।

গ্রেফতারকৃতদের মধ্যে গাংনী থানা পুলিশ একটি হত্যা মামলার ৩ আসামি ও সদর থানা পুলিশের পৃথক অভিযানে মাদক মামলায় ১ জন ও পুরাতন মামলার ১ আসামিকে গ্রেফতার করেন।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বানী ইসরাইল ও সদর থানারর ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেজবাহ উদ্দীন গ্রেফতার অভিযানে নেতৃত্ব দেন।

মেহেরপুর পুলিশ সুপারের কন্ট্রোলরুম এই তথ্য নিশ্চিত করেন। আজ শনিবার বেলা ১১ টার দিকে গ্রেফতারকৃতদের আদালতে নেওয়া হবে বলে জানান এই সূত্রটি।




ঝিনাইদহ জেলায় মানহীন বীজে লোকসানে কৃষক

ঝিনাইদহে মানহীন বীজ বিক্রি করে কৃষকদের সঙ্গে প্রতারণা করে যাচ্ছে বীজ বিক্রেতারা। তাদের নেই আমদানিকৃত বীজের সঙ্গনিরোধ সনদ ও কোম্পানী কর্তৃক বিক্রয় অনুমোদনপত্র। জেলাব্যাপী সিন্ডিকেট তৈরী করে কৃষকদের মাঝে চক্রটি মানহীন বীজ ছড়িয়ে দিয়ে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে। আর এই বীজ কিনে শত শত কৃষক পথে বসেছেন। ঝিনাইদহ জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য মতে, জেলার বিএডিসি অনুমোদিত বীজ বিক্রয় প্রতিনিধি (ডিলার) রয়েছে ১৪২ জন। এরমধ্যে সদর উপজেলায় ৩১ জন, কালীগঞ্জে ৩০ জন। এছাড়া কোটচাঁদপুরে ১৪, মহেশপুরে ২৯, শৈলকুপা ২৯ ও হরিণাকুন্ডু উপজেলায় ৯ জন ডিলার।

অন্যদিকে জেলায় বীজ প্রত্যয়ন অথরিটি (এসসিএ) অনুমোদিত ডিলার রয়েছেন মাত্র ৫৮ জন। অথচ সারা জেলায় প্রায় সাড়ে তিন’শ বীজের দোকান রয়েছে। তারা নিজস্ব পদ্ধতিতে উদ্ভাবিত বীজ দেদারছে দোকানে বিক্রি করলেও তাদের নেই বীজ বিক্রির অনুমতিপত্র। এ ছাড়া দেশের নামিদামি বীজ উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোর আমদানিকৃত ভুট্টা, সরিষা, আলু, পেঁয়াজ, শীতকালীন সবজির বীজ নিয়েও চলছে শুভঙ্করের ফাঁকি। আমদানিকৃত বীজের কোয়ারেন্টাইন নিশ্চিত করতে পারেনি বীজ বিক্রয়কারী প্রতিষ্ঠানগুলো। সেই সাথে আমদানিকৃত বীজের সঙ্গনিরোধ সনদ ও কম্পানী কর্তৃক বিক্রয় অনুমোদনপত্র নিয়েও বড়সড় কারসাজির চিত্র ফুটে উঠেছে মাঠ পর্যায়ে।

সরেজমিন গিয়ে দেখা যায়, জেলা শহরের মদিনা বীজ ভান্ডার, ঝিনাইদহ নার্সারি ও বীজ ভান্ডার, রামিম বীজ ভান্ডার, মহিদ বীজ ভান্ডার, হাসান বীজ ভান্ডার, মদিনা বীজ ভান্ডারসহ জেলার বিএডিসি ও এসসিএ অনুমোদিত ডিলারদের প্রতিষ্ঠানে গিয়েও কোম্পানীর বিক্রয় অনুমোদন সনদ পাওয়া যায়নি। সেখানে নেই এলসিকৃত বীজের সঙ্গনিরোধ ও কোয়ারেন্টাইন সনদসহ পোর্টের ইনভয়েস। এসব প্রতিষ্ঠানের নিজস্ব ও আমদানিকৃত বীজ রোপন করে চরম ক্ষতির মুখে পড়েছেন জেলার হাজারো কৃষক।

সদর উপজেলার গান্না ইউনিয়নের চন্ডিপুর বাজারের কামাল ট্রেডার্স, মিথিলা ট্রেডার্স, ভাই ভাই ট্রেডার্স, ভুঁইয়া ট্রেডার্স ও রায়হান ট্রেডার্স থেকে ভুট্টার বীজ কিনে ওই এলাকার কৃষকরা প্রতারিত হয়েছেন বলে অভিযোগ।

মির্জাপুর গ্রামের ভুট্টা চাষী সেলিম অভিযোগ করে জানান, দোকানীদের চটকদার কথার আশ্বাসে বীজ কিনে তারা ক্ষতির মুখে পড়েছেন। শ’ শ’ হেক্টর জমিতে ভুট্টার অঙ্কুরোদগম হয়নি। কোটচাঁদপুর উপজেলা মোড়ের টিটোন বীজ ভান্ডার, পোষ্ট অফিস মোড়ের মুকুল বীজ ভান্ডার, হাসপাতাল মোড়ের বাবুল বীজ ভান্ডার, কালীবাড়ি সড়কের সলেমান বীজ ভান্ডারের বিরুদ্ধেও মানহীন ও অননুমোদিত বীজ বিক্রির গুরুত্বর অভিযোগ উঠেছে।

মানহীন ও অননুমোদিত বীজ বিক্রির পাশাপাশি আমদানিকৃত বীজের কোয়ারেন্টাইন সনদ ও সঙ্গনিরোধ সনদ না থাকা সত্বেও মহেশপুরের পোষ্ট অফিস মোড়ের আমান বীজ ভান্ডার, বিসমিল্লাহ বীজ ভান্ডার, দুলারী হল পট্টির ভাই ভাই বীজ ভান্ডার ও উপজেলা চত্বর সংলগ্ন রহমান বীজ ভান্ডারের বিরুদ্ধে দেদারছে ব্যবসা চালিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। অসাধু এসব বীজ ব্যবসায়ীরা প্রভাব খাটিয়ে লাগামহীন ব্যবসা চালিয়ে গেলেও জেলা ও উপজেলা কৃষি অফিসের কর্মকর্তারা নগদ নারয়নে তুষ্ট হয়ে নীরব ভুমিকা পালন করছেন।

কৃষকরা জানান, কৃষি কর্মকর্তাদের কাছে দোকানের বীজের মান ও অনিয়মের অভিযোগ দিলেই কৃষি কর্মকর্তাদের ঘুষের রেট রেড়ে যায়। বীজ বিক্রেতাদের নানা অনৈতিক সুবিধা নিয়ে ঝিনাইদহের কৃষি বিভাগ তুষ্ট থাকেন বলে কথিত আছে।

হরিণাকুন্ডুর উপজেলার পায়রাডাঙ্গা গ্রামের কৃষক মিজানুর রহমান ও হাফিজুর রহমান অভিযোগ করেন, গত মৌসুমে তারা সরকারি পেয়াঁজের বীজ নিয়ে প্রতারিত হয়েছেন। সরকারি পাওয়া বীজে চারা গজায়নি।
মহেশপুর উপজেলার পাঁচলিয়া ইউনিয়নের ভুট্টাচাষী শ্যামল বিশ্বাস জানান, শহরের বড় বড় দোকান থেকে বীজ কিনে রোপন করেছি। কিন্তু বীজের কাক্সিক্ষত অঙ্গুরোদগম হয়নি।

অভিযোগের বিষয়ে ঝিনাইদহ শহরের শহিদ বীজ ভান্ডারের মালিক শহিদুল ইসলাম শহিদ বলেন, দীর্ঘদিন ধরে আমি ব্যবসা করে আসছি। যেসব অভিযোগ উঠেছে, তার কোনো ভিত্তি নেই।

অন্যদিকে কপির মানহীন চারা সরবরাহের অভিযোগ থাকা সত্বেও হাসান বীজ ভান্ডারের মালিক হাসান আলী জানান, যারা অভিযোগ করেছেন তাদের ২ জনকে ক্ষতিপূরণ দিয়েছি। তাছাড়া আমার সকল কাগজপত্র ঠিক আছে।

ঝিনাইদহ জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ষষ্টি চন্দ্র রায় জানান, বীজ সংক্রান্ত বিষয়ে সরকারের নিদ্দিষ্ট বিভাগ রয়েছে। যদি কোন অভিযোগ থাকে তাহলে অবশ্যই আমরা ব্যবস্থা নেবো।

ঝিনাইদহ জেলা বীজ প্রত্যয়ন কর্মকর্তা মাসুদ হোসেন পলাশ মানহীন বীজে বাজার সয়লাব প্রসঙ্গে জানান, বীজ প্রতয়ন অফিস ধান, গম ও আলুর বীজের প্রত্যয়ন দিয়ে থাকে। এখানে আইনের কিছু ঘাটতি আছে। সবজি বীজের মান ঘোষণা করতে হলে উৎপাদনকারী প্রতিষ্ঠানের নিজস্ব ল্যাব থাকতে হবে। এবং সেখানেই পরীক্ষা-নিরীক্ষার পর বীজ বাজারজাত করতে হবে। কিন্তু বেশির ভাগ উৎপাদনকারী প্রতিষ্ঠানের ল্যাব নেই। তবে কোন বীজের দোকানের বিরুদ্ধে যদি নিদর্িৃষ্ট অভিযোগ থাকে, তাহলে আমরা যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে ব্যবস্থা গ্রহণ করব।




আলমডাঙ্গায় মহিউদ্দিন একাডেমির প্রতিষ্ঠাবার্ষিকী ও পুরস্কার বিতরণী

আলমডাঙ্গার কামালপুর (চরপাড়া) মহিউদ্দিন একাডেমির প্রতিষ্ঠাবার্ষিকী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।  আজ শুক্রবার বিকাল ৩ টার দিকে প্রতিষ্ঠান প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

প্রতিষ্ঠা বার্ষিকী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক মোহাম্মদ জহিরুল ইসলাম।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোহাম্মদ জহিরুল ইসলাম বলেন,আমি ভেবেছি, আমি যদি এখানে এসে একটু অনুপ্রেরণা দিতে পারি, আমি মনে করির এটা আমার একটা দ্বায়িত্ব। যে এখানে আসলাম উনাকে সাপোর্ট দিলাম,উনার প্রতিষ্ঠানটি এগিয়ে যাক,এতে উনি মনোবল পাবে। উনি অন্তত এই টুকু ভাববে যে একটা মহান উদ্দেশ্যে নিয়ে কাজটা শুরু করেছি, আমি তো সকলের সহযোগিতা পাচ্ছি। আমি শুধু এই জিনিনটা, দেখানোর জন্যই এখানে আসছি। আর যদি কোন অজুহাতে অথবা কোন ব্যস্ততার কারণে না আসতাম, তিনি হয়তো ভাবতো যে, আমি একটা পজেটিভ চিন্তা করি কিন্ত দেশতো আমাকে সামনে এগিয়ে দিচ্ছে না। প্রশাসন আসছে না,লোকজন আসছে না। আমি কিভাবে আগাবো। উনি বক্তব্যে বলেছেন এই প্রতিষ্ঠান আপনাদের। এটা কিন্তু একটা সত্য কথা তিনি বলেছেন। একটা প্রতিষ্ঠান উনি করে দিতে পারবেন। কিন্ত ম্যানেজমেন্ট পরিচালনা পরে সামনের দিকে নিতে গেলে আপনাদের সকলের সহযোগিতা ছাড়া এ প্রতিষ্ঠান এগুবে না।

জেলা প্রশাসক আরো বলেন, এই প্রতিষ্ঠানের মূল উপকারভোগী কিন্ত আপনারাই হবেন। এখানে এতোগুলো বাচ্চা যখন কোরআন তেলোয়াত করবে এর আওয়াজ কি আপনারা শুনবেন না? অবশ্যই শুনবেন। এর রহমত,এর ছোঁয়া কিন্ত আপনার অব্শ্যই পাবেন।

মহিউদ্দিন একাডেমির প্রতিষ্ঠাতা মো: মহিউদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা পুলিশ সুপার গোলাম মওলা, আলমডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার মোহা: মেহেদী ইসলাম, সহকারি কমিশনার ভূমি আশিষ কুমার বোস, চুয়াডাঙ্গার, ফাস্ট ক্যাপিটাল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আব্দুল মজিদ বিশ্বাস, মহিউদ্দিন একাডেমির সহ-সভাপতি জনির উদ্দিন, মহিউদ্দিন একাডেমির প্রিন্সিপাল রাকিবুল ইসলাম, অভিভাবক সদস্য হাজী আহম্মদ আলী প্রমুখ।

অনুষ্ঠানটি পরিচালনা করেন প্রতিষ্ঠানের ইংরেজি বিভাগের শিক্ষক মো: মফিজুল ইসলাম।




দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি দিলো কুষ্টিয়া সরকারি কলেজের ‘৯৬ ব্যাচ’

কুষ্টিয়া সরকারি কলেজের ‘৯৬ ব্যাচ’ ফ্রেন্ডস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের উদ্যোগে দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান করা হয়েছে।

আজ শুক্রবার সকালে কুষ্টিয়া সরকারি কলেজ অডিটোরিয়ামে এক অনুষ্ঠানে এই শিক্ষাবৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোল্লা মোহাম্মদ রুহুল আমিন।

এসময় তিনি বলেন, জীবনের লক্ষ্য অর্জনে দরিদ্রতা কখনো বাঁধা হতে পারেনা বরং যারা দরিদ্রতার ছোঁয়া পেয়েছে, তারাই জীবনে বেশি সফলতা অর্জন করেছে। তাই বড় হতে হলে বিত্তশালী লোকের সন্তান হতে হয়না। হতে হবে অধ্যবসায়ী, পরিশ্রমী এবং মেধাবী।

তিনি আরও বলেন, সকল শিক্ষার্থীদের। হতাশা-বিলাসিতা পরিহার করে জীবনের লক্ষ্য পূরণে এগিয়ে যেতে হবে। এটাই হবে সবার জন্য জীবন যুদ্ধ। এ যুদ্ধে জয়ী হতেই হবে। আজকের এই শিক্ষা বৃত্তি পেয়ে শিক্ষার্থীদের দায়িত্ব আরো বেড়ে গেল। শিক্ষা জীবন শেষে দরিদ্র অসহায় মানুষের কল্যাণে কাজ করতে হবে বলেও যোগ করেন তিনি।

সংগঠনের সভাপতি, আমেরিকা প্রবাসী সাদিক রহমানের অনুপস্থিতে সংগঠনের সহসভাপতি, কাজী এনামুল হক ঝংকারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ হাবিবুর রহমানের সার্বিক নির্দেশনায় এবং ড. শর্মিষ্ঠা হুসাইনের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন কুষ্টিয়া সরকারি মহিলা কলেজের অধ্যাপক প্রফেসর একেএম জালাল উদ্দীন, কুষ্টিয়া সরকারি কলেজের হিসাববিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান (অবসরপ্রাপ্ত) প্রফেসর সাবিহা সুলতানা, পদার্থ বিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান (অবসরপ্রাপ্ত) প্রফেসর মো: ইয়ার আলী।

আয়োজক কমিটির আহ্বায়ক আমেরিকা প্রবাসী, মোঃ আনোয়ারুল করিম, প্রধান সমন্বয়কারী ,লন্ডন প্রবাসী ব্যারিস্টার হাবিবুর রহমান, সদস্য সচিব, বিশিষ্ঠ ব্যাবসায়ী, শিশির বেকারির কর্ণধার, আল্লামা তানভীর শিশির, যুগ্ম আহ্বায়ক, এমদাদুল হক, যুগ্ম সদস্য সচিব ,রেজিনা রিপা এবং ইন্টারভিউ বোর্ডের অন্যতম শিক্ষক, বরিশাল উনিভার্সিটির অধ্যাপক ডঃ খোরশেদ আলম, অধ্যাপিকা এলিনা আক্তার রত্না, ড. এসএম রিয়াজুল ইসলাম, ইসলামী উনিভার্সিটির অধ্যাপক ড. মিজানুর রহমান এবং মোঃ মিজানুর রহমান মঞ্জুসহ সকল বন্ধুদের সার্বিক সহযোগিতায় আয়োজন সম্পন্ন হয়।

আয়োজকরা জানান, যে সমস্ত শিক্ষার্থীরা গরীব ও মেধাবী, যারা অর্থের অভাবে ঠিকমত লেখাপড়া করতে পারে না। তাদের পাশে দাঁড়িয়েছে কুষ্টিয়া সরকারি কলেজের ‘৯৬ ব্যাচ’ ফ্রেন্ডস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন। এ ধারা অব্যাহত থাকবে বলেও জানানো হয়।

এরআগে ভার্চুয়ালী অনলাইনে বক্তব্যে সংগঠনের সভাপতি আমেরিকা প্রবাসী সংগঠনের সভাপতি সাদিক রহমান বলেন, আজকের এই বৃত্তির মাধ্যমে পিছিয়ে পড়া ও মেধাবী শিক্ষার্থীদের শিক্ষার প্রতি আগ্রহ বৃদ্ধি করবে বলে বিশ্বাস করি। যাতে করে শিক্ষার্থীরা প্রতিযোগিতার মাধ্যমে নিজেদেরকে যোগ্য নাগরিক হিসেবে প্রতিষ্ঠিত করতে পারে। তিনি আরও বলেন, মানুষ মানুষের জন্য। জীবন জীবনের জন্য। আজকে তোমরা যারা মেধাবী তারা একসময় বড় হয়ে মানুষের মতো মানুষ হবে এবং সবাই ভালো মানুষ হিসেবে গড়ে উঠবে এটাই কামনা করি।

প্রসঙ্গত, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের ৪৫ জন শিক্ষার্থীকে (প্রত্যককে ৮ হাজার টাকা) করে এ শিক্ষাবৃত্তি প্রদান করা হয়।




মেহেরপুর পৌর গোল্ড কাপ ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়নদের সংবর্ধনা

মেহেরপুর পৌর গোল্ড কাপ ক্রিকেট টুর্নামেন্ট ২০২৪-এর চ্যাম্পিয়নদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

আজ শুক্রবার (৩ই জানুয়ারি) রাত সাতটার দিকে মেহেরপুর পৌরসভা ৯ নং ওয়ার্ডের এলাকাবাসীর আয়োজনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

মেহেরপুর পৌর যুবদলের আহবায়ক সামিউল ইসলাম লিজনের সভাপতিত্বে প্রধান হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর পৌর বিএনপির সভাপতি জাহাঙ্গীর বিশ্বাস।

মেহেরপুর জেলা যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক ইমতিয়াজ হক সুমনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা যুবদলের সভাপতি জাহিদুল হক জাহিদ, সমাজসেবক খাদেমুল হক, মেহেরপুর পৌরসভা ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি কাইজার শেখ, জেলা শ্রমিকদলের সদস্য সাহেব আলী।

এ ছাড়াও উপস্থিত ছিলেন মেহেরপুর পৌরসভা ১নং ওয়ার্ডের কাউন্সিলর মীর জাহাঙ্গীর, পৌর যুবদলের সদস্য রাকিবুল ইসলাম রিপন প্রমুখ।