ফের জ্যেঠু হচ্ছেন সালমান, বাবা হচ্ছেন ৫৮ ছুঁই ছুঁই আরবাজ!

বলিউড সুপারস্টার সালমান খানের বোন অর্পিতা খান শর্মার বাড়িতে ঈদ পার্টিতে যোগ দিতে যাওয়ার সময় থেকেই গুঞ্জন ছড়িয়েছিল।

এখন সেই গুঞ্জনের ডালাপালা মেলেছে— সত্যিই ৫৮ ছুঁই ছুঁই বয়সে এসে ফের নাকি বাবা হতে চলেছেন অভিনেতা আরবাজ খান। অর্থাৎ বিয়ের দেড় বছরের মাথায় মা হতে চলেছেন সুরা খান। সত্যিই কি তাই! মুম্বাইয়ের বেশ কিছু সংবাদমাধ্যমের রিপোর্ট অনুযায়ী জানা যায়, সুরা খানের বেবি বাম্প স্পষ্ট।

আর ডাক্তারের ক্লিনিকের বাইরে ফটোসাংবাদিকদের ক্যামেরায় ধরা পড়লেন আরবাজ ও সুরা খান। আর সেই ভিডিওতে বেশ স্পষ্ট স্পষ্ট বোঝা যাচ্ছে সুরার বেবি বাম্প। আরবাজ খান দ্বিতীয়বারের মতো বাবা হতে চলেছেন।

এর আগে অর্পিতা খান শর্মার বাড়িতে আয়োজিত ঈদের পার্টিতে ঢোকার সময় আরবাজ খান তার দ্বিতীয় স্ত্রী সুরা খানের সঙ্গে ছবি তোলার বিষয়টি এড়িয়ে যান। পাপারাজ্জিরা ছবি তোলার জন্য অনুরোধ করলে, সুরাকে পার্টির ভেতরে পাঠিয়ে দিয়ে একা ক্য়ামেরায় পোজ দেন সালমানের ভাই। আর তখনই সন্দেহ দানা বাঁধতে থাকে, তবে কি সুরা অন্তঃসত্ত্বা?

গতকাল মঙ্গলবার (১৫ এপ্রিল) পিঙ্কভিলার পক্ষ থেকে সামাজিক মাধ্যমে আরবাজ ও সুরার ভিডিও শেয়ার করা হয়। ভিডিওর শুরুতে আরবাজকে সুরার হাত ধরে তাকে ক্লিনিকে নিয়ে যেতে দেখা যায়। আর ঠিক তখনই সুরার নজর ক্যামেরায় পড়ে। সুরা আরবাজকে জানান যে, কেউ তাদের রেকর্ড করছেন। আরবাজ দ্রুত সুরার সামনে এসে দাঁড়িয়ে তার বেবি বাম্প ঢেকে দেন। আর তাতেই সন্দেহ আরও বেশি করে দানা বাঁধতে থাকে। যদিও আরবাজ কিংবা সুরা কেউ-ই বাবা-মা হতে চলার খবর নিশ্চিত করেননি।

এর আগে বলিউডের জনপ্রিয় অভিনেত্রী মালাইকা অরোরার সঙ্গে বিবাহবিচ্ছেদ এবং জর্জিয়া অ্যান্ড্রিয়ানির সঙ্গে সম্পর্ক ভাঙার পর ২০২৩ সালের ২৪ ডিসেম্বর মেকআপশিল্পী সুরা খানকে বিয়ে করেন আরবাজ খান। সুরা খান বলি ইন্ডাস্ট্রির প্রতিষ্ঠিত মেকআপ আর্টিস্ট এবং ‘পটনা শুক্লা’ সিনেমার সেটে আরবাজ খানের সঙ্গে তার পরিচয় হয়। আরবাজের বিয়েতে তার পাশে ছিল গোটা খান পরিবার। এমনকি সেদিন বাবা ও সৎমায়ের পাশে ছিল আরবাজ-মালাইকার একমাত্র ছেলে আরহানও।

উল্লেখ্য, বর্তমানে এই দম্পতির একজনের বয়স ৫৭, আরেকজনের বয়স ৩৫। হ্যাঁ, আরবাজ খান ও সুরা খানের মধ্যে বয়সের পার্থক্য ২২ বছরের। তবু এখন পর্যন্ত সুখেই দাম্পত্য জীবন কাটাচ্ছেন বলিপাড়ার এ দম্পতি।

সূত্র: যুগান্তর




কুষ্টিয়ায় ৬ দফা দাবিতে পলিটেকনিক শিক্ষার্থীদের সড়ক অবরোধ

ছয় দফা দাবিতে কুষ্টিয়ায় সড়ক অবরোধ করে বিক্ষোভ কর্মসূচি পালন করছেন কুষ্টিয়া পলিটেকনিকের শিক্ষার্থীরা।

বুধবার (১৬ এপ্রিল) সকাল সাড়ে ১১টার দিকে তারা শহরের মজমপুর মোড়ে সড়ক অবরোধ করে। অবরোধে পলিটেকনিক ইনস্টিটিউটের শতশত শিক্ষার্থীরা অংশ নিয়েছেন। শিক্ষার্থীদের অবরোধের কারণে সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। অবরোধের কারণে যানজট সৃষ্টি হয়। এতে সড়কে চলাচলকারী মানুষ পড়েছেন সীমাহীন দুর্ভোগে।

শিক্ষার্থীরা বলেন, আমরা ছয় দফা দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছি। আগেও আমরা একই দাবিতে একাধিকবার কর্মসূচি পালন করেছি।

তবে আমাদের দাবি মানা হচ্ছে না। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আমরা বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করছি। আমাদের দাবি না মানা হলে আগামীতে কঠোর আন্দোলন কর্মসূচিতে যাবো আমরা।




আর্সেনাল ম্যাচের আগে রিয়ালের ‘বিশেষ আবদার’ মেনে নিল উয়েফা

রিয়াল মাদ্রিদের চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার-ফাইনালে আর্সেনালের বিপক্ষে ফিরতি লেগের ম্যাচকে ঘিরে জমে উঠেছে উত্তেজনা। প্রথম লেগে আর্সেনালের মাঠে ৩-০ গোলে হেরেছে রিয়াল মাদ্রিদ।

আজ স্প্যানিশ জায়ান্টরা ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে লড়াইয়ে নামবে ইংলিশ ক্লাবটির বিরুদ্ধে। এমন গুরুত্বপূর্ণ ম্যাচে ঘরের মাঠে ভিন্ন আবহ তৈরি করতে চায় স্প্যানিশ চ্যাম্পিয়নরা। ইতোমধ্যেই এ বিষয়ে উয়েফাকে জানিয়েছে দলটা। উয়েফাও তাদের আবদার মেনে নিয়েছে।

কী সে আবদার? সান্তিয়াগো বার্নাবেউতে অনুপ্রেরণামূলক পরিবেশ তৈরি করতে ছাদ বন্ধ রাখার বিশেষ অনুরোধ জানিয়েছিল রিয়াল। উয়েফা তারই অনুমোদন দিয়েছে।

রিয়াল কোচ কার্লো আনচেলত্তি মনে করেন, ছাদ বন্ধ রাখলে স্টেডিয়ামের শব্দ প্রতিধ্বনি আরও তীব্র হয়, যা খেলার পরিবেশকে রোমাঞ্চকর করে তোলে। তিনি বলেন, ‘শব্দগতভাবে থেকে এটা আলাদা, আরও বেশি আওয়াজ হয়, পরিবেশ আরও উত্তেজনাপূর্ণ হয়। এটা খেলোয়াড়দের বাড়তি অনুপ্রেরণা জোগাতে পারে।’

গত মৌসুমেও চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে বায়ার্ন মিউনিখের বিপক্ষে একইভাবে ছাদ বন্ধ রেখে খেলেছিল মাদ্রিদ। সেই ম্যাচে দেরিতে দু’টি গোল করে জয় তুলে নেয় তারা। সেই অভিজ্ঞতার কথাই এবার মনে করিয়ে দিচ্ছেন আনচেলত্তি।

শুধু কি তাই? পরিস্থিতিটা যেন আর্সেনালের নাভিশ্বাস তুলে ছাড়ে, এমন পরিবেশ সৃষ্টি করতে আজ মাঠে ১৬ বছরের কম শিশু, আর ৪০ বছরের বেশি বয়স্কদের আসতে নিরুৎসাহিত করেছে রিয়াল মাদ্রিদ কর্তৃপক্ষ। সব মিলিয়ে আর্সেনালের বিপক্ষে আরও একটা কামব্যাকের গল্প লিখতে খেলার আগেই যা যা করা দরকার, তার সবকিছুই করছে রিয়াল।

তবে আশঙ্কাও আছে। এই মৌসুমে এখন পর্যন্ত ঘরের মাঠে চারটি ম্যাচ হেরেছে রিয়াল মাদ্রিদ, সর্বশেষ পরাজয় ছিল ভ্যালেন্সিয়ার বিপক্ষে ২-১ গোলে।

রিয়ালের এই বিশেষ সুবিধা আর্সেনালের সামনে বাড়তি চ্যালেঞ্জ হতে পারে। মিকেল আর্তেতার দল অবশ্য আত্মবিশ্বাসী। তবে মাদ্রিদের এমন পরিবেশে তাদের পারফর্ম করাটাই এখন বড় পরীক্ষা।

চ্যাম্পিয়ন্স লিগ ট্রফি ধরে রাখার স্বপ্ন এখনও বাঁচিয়ে রাখতে হলে মাদ্রিদকে ঘুরে দাঁড়াতেই হবে, আর সেই স্বপ্নপূরণে বার্নাব্যুর ‘বন্ধ ছাদ’ এবার হতে পারে বড় সহায়ক শক্তি।

সূত্র: যুগান্তর




মেহেরপুরে পুলিশের অভিযানে ৩ আসামি গ্রেফতার

মেহেরপুর সদর থানা পুলিশের বিশেষ অভিযানে ৩ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে।

গতকাল মঙ্গলবার রাত থেকে আজ বুধবার সকাল পর্যন্ত মেহেরপুরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এই ৩ জন আসামিকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন, বাগোয়ানের কাহিরুল ছেলে মোঃ মিঠুন (৩২), বিশ্বনাথপুরের রাহিন বিশ্বাসের ছেলে মোঃ রুবেল (২৮), মাঃ নং ৪(৪)২৫ এবং ভবেরপাড়ার মোঃ আবদার আলীর ছেলে মোঃ এনামুল হক (৪৫), (জিআর ১৫১/২৩,এবং সি আর ৫৪৮/২৫)।

গ্রেফতাকৃতকে বুধবার দুপুরে আদালতে প্রেরণ করা করা হয়েছে। জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে যে, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অপরাধীদের গ্রেফতার করতে বিশেষ অভিযান অব্যাহত থাকবে।




পল্লী দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশনে নিয়োগ বিজ্ঞপ্তি, পদ ১৩৩০

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়, পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের অধিভুক্ত পল্লী দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশন (পিডিবিএফ) জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এই ফাউন্ডেশনে দুই ক্যাটাগরির পদে নবম ও ১২তম গ্রেডে ১৩৩০ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে।

১. পদের নাম: উপজেলা দারিদ্র্য বিমোচন কর্মকর্তা

পদসংখ্যা: ১৫৫

যোগ্যতা: স্বীকৃত কলেজ/বিশ্ববিদ্যালয় থেকে কমপক্ষে দ্বিতীয় শ্রেণি/সমমানের সিজিপিএসহ স্নাতকোত্তর/সমমান ডিগ্রি থাকতে হবে।

শিক্ষাজীবনে কোনো ক্ষেত্রে তৃতীয় বিভাগ/শ্রেণি/সমমানের সিজিপিএ গ্রহণযোগ্য হবে না। গ্রামীণ জনগোষ্ঠীর আর্থসামাজিক উন্নয়নে কাজ করার মানসিকতা সম্পন্ন হতে হবে এবং উপজেলা প্রশাসনের সঙ্গে সমন্বয়, কর্মী ব্যবস্থাপনা, ঋণ ও সঞ্চয় ব্যবস্থাপনাসংক্রান্ত কাজে আগ্রহ থাকতে হবে।

বয়স: ৩১ মার্চ ২০২৫ তারিখে ১৮ থেকে ৩২ বছর।

বেতন স্কেল: ২২,০০০–৫৩,০৬০ টাকা (গ্রেড–৯)

২. পদের নাম: মাঠ কর্মকর্তা

পদসংখ্যা: ১১৭৫

যোগ্যতা: স্বীকৃত কলেজ/বিশ্ববিদ্যালয় থেকে কমপক্ষে দ্বিতীয় শ্রেণি/সমমানের সিজিপিএসহ স্নাতক/সমমান ডিগ্রি থাকতে হবে।

শিক্ষাজীবনে কোনো ক্ষেত্রে তৃতীয় বিভাগ/শ্রেণি/সমমানের সিজিপিএ গ্রহণযোগ্য হবে না। উপজেলা পর্যায়ে পিডিবিএফের সুফলভোগী সদস্য/উদ্যোক্তাদের মধ্যে ঋণ বিতরণ, ঋণ আদায়, সঞ্চয় আহরণসহ ইত্যাদি কাজে আগ্রহী হতে হবে।

বয়স: ৩১ মার্চ ২০২৫ তারিখে ১৮ থেকে ৩২ বছর।

বেতন স্কেল: ১১,৩০০-২৭,৩০০ টাকা (গ্রেড–১২)

আবেদন যেভাবে

আগ্রহী প্রার্থীদের ওয়েবসাইটে ফরম পূরণের মাধ্যমে আবেদন করতে হবে।

অনলাইনে আবেদন করতে কোনো সমস্যা হলে টেলিটক নম্বর থেকে ১২১ বা অন্য অপারেটর থেকে ০১৫০০১২১১২১–৯ পর্যন্ত কল অথবা alljobs.query@teletalk.com.bd ঠিকানায় ই-মেইলে যোগাযোগ করা যাবে। এ ছাড়া টেলিটকের জব পোর্টালের ফেসবুক পেজে মেসেজের মাধ্যমে যোগাযোগ করা যাবে। মেইল/মেসেজের সাবজেক্টে প্রতিষ্ঠান ও পদের নাম এবং ইউজার আইডি ও যোগাযোগের নম্বর অবশ্যই উল্লেখ করতে হবে।

আবেদন ফি

অনলাইনে ফরম পূরণের অনধিক ৭২ ঘণ্টার মধ্যে আবেদন ফি বাবদ ১ নম্বর পদের জন্য ২২৩ টাকা এবং ২ নম্বর পদের জন্য ১৬৮ টাকা টেলিটক প্রিপেইড মোবাইল নম্বর থেকে এসএমএসের মাধ্যমে জমা দিতে হবে।

সূত্র: যুগান্তর




মেহেরপুরের বারাদী খামারে তিনটি ট্রান্সফরমার চুরি

মেহেরপুর বীজ উৎপাদন খামার (বিএসসি) এলাকার বি ব্লকের মাঠ থেকে তিনটি ট্রান্সফরমার চুরির ঘটনা ঘটেছে। মঙ্গলবার দিবাগত রাতে এ চুরির ঘটনা ঘটে।

খামারের দিনের পাম্প চালক শাহাবুদ্দিন জানান, সকালে পাম্প চালাতে এসে তিনি দেখতে পান বৈদ্যুতিক খুঁটিতে স্থাপিত তিনটি ট্রান্সফরমারের কেসিং নিচে পড়ে আছে এবং ভিতরের যন্ত্রাংশগুলো নেই। তাৎক্ষণিকভাবে তিনি বিষয়টি অফিস কর্তৃপক্ষকে অবহিত করেন।

খামারের পাওয়ার পাম্প অপারেটর (পিপিও) আব্দুর রাজ্জাক বলেন, সকালে অফিসে এসে ট্রান্সফরমার চুরির বিষয়টি জানতে পারেন। এ বিষয়ে রাত্রীকালীন পাহারাদার সাঈদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

তিনি আরও জানান, চলতি মৌসুমে অত্র পাম্পের আওতায় প্রায় ৭০ একর জমিতে ধান দণ্ডায়মান রয়েছে। ট্রান্সফরমার চুরির ফলে সেচ কাজ কিছুটা ব্যাহত হবে বলে আশঙ্কা করা হচ্ছে।




স্মার্টফোন নির্মাতাদের গুগলের উপর চাপ বন্ধ করতে বলল জাপান

স্মার্টফোন নির্মাতাদের ওপর গুগলের অন্যায্য চাপ বন্ধ করার নির্দেশ দিয়েছে জাপানের প্রতিযোগিতা নিয়ন্ত্রণকারী সংস্থা, মঙ্গলবার কিওডো নিউজ এক প্রতিবেদনে জানিয়েছে।

জাপানের ফেয়ার ট্রেড কমিশন জানিয়েছে, অনলাইন অনুসন্ধান বাজারে আধিপত্যকারী গুগল প্রতিযোগিতা আইন লঙ্ঘন করেছে এবং দেশটিতে সুষ্ঠু প্রতিযোগিতাকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করেছে।

জাপানে গুগলের বিরুদ্ধে এটিই প্রথমবারের মতো এমন নির্দেশনা।

কমিশন জানায়, অন্তত ২০২০ সালের জুলাই মাস থেকে, অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম ব্যবহারকারী ছয়টি স্মার্টফোন নির্মাতাকে গুগলের সার্চ অ্যাপ ও ক্রোম ব্রাউজারের মতো অ্যাপ প্রি-ইনস্টল করার বাধ্যবাধকতা দেয় গুগল। এই চুক্তিগুলো অন্তত ৮০ শতাংশ অ্যান্ড্রয়েড ডিভাইসের ক্ষেত্রেই প্রযোজ্য ছিল, যা জাপানের বাজারে বিক্রি হয়েছে।

এছাড়াও, গুগল চারটি ডিভাইস নির্মাতা ও একটি টেলিকম অপারেটরের সঙ্গে আলাদা চুক্তিতে যায়, যেখানে বিজ্ঞাপন আয় থেকে শেয়ার দেওয়ার বিনিময়ে প্রতিদ্বন্দ্বী কোম্পানির অ্যাপগুলো ডিভাইসে প্রি-ইনস্টল না করার শর্ত ছিল।

কমিশনের মতে, এই ধরনের আচরণ বাজারের স্বাধীনতাকে বাধাগ্রস্ত করে এবং উদ্ভাবনকে দমন করে, ফলে ব্যবহারকারীরা সহজে বিকল্প অ্যাপ বা সার্চ ইঞ্জিন ব্যবহারের সুযোগ থেকে বঞ্চিত হন। সংস্থাটি একে জাপানের অ্যান্টি-মোনোপলি আইনের সরাসরি লঙ্ঘন বলে ঘোষণা করেছে।

বিশ্লেষকদের মতে, এই সিদ্ধান্ত গুগলের ওপর বৈশ্বিক চাপ আরও বাড়াবে, কারণ ইউরোপ ও যুক্তরাষ্ট্রেও কোম্পানিটির ব্যবসায়িক কৌশল নিয়ে ইতোমধ্যেই নানা ধরনের তদন্ত চলছে।

সূত্র: যুগান্তর




মুজিবনগরে সহিংসতা নিরসন ও সম্প্রীতি স্থাপন শীর্ষক মতবিনিময় সভা

মুজিবনগর উপজেলার গুডনেইবার বাংলাদেশ কার্যালয়ের হলরুমে “সহিংসতা নিরসন ও সম্প্রীতি স্থাপন” শীর্ষক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভাটির আয়োজন করে দি হাঙ্গার প্রজেক্টের এমআইপিএস প্রকল্প, এফসিডিও’র আর্থিক সহায়তায়।

সভায় সভাপতিত্ব করেন শিক্ষক মো: নজির উদ্দীন এবং সঞ্চালনা করেন পিএফজি সমন্বয়কারী মো: ওয়াজেদ আলী খান। প্রকল্পের উদ্দেশ্য ও কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা করেন দি হাঙ্গার প্রজেক্টের আঞ্চলিক সমন্বয়কারী মো: খোরশেদ আলম এবং এলাকা সমন্বয়কারী এস.এম. রাজু জবেদ।

বক্তারা তাঁদের আলোচনায় রাজনৈতিক ও ধর্মীয় সহিংসতার বিরুদ্ধে একযোগে রুখে দাঁড়ানোর আহ্বান জানান। তারা বলেন, সামাজিক সম্প্রীতি, সহনশীলতা ও পারস্পরিক শ্রদ্ধাবোধই একটি শান্তিপূর্ণ সমাজ গঠনের মূল চাবিকাঠি। পারিবারিক শিক্ষার প্রসার, যুব সমাজের সচেতনতা বৃদ্ধি এবং ধর্মীয় ও রাজনৈতিক নেতাদের মানবিক নেতৃত্ব সহিংসতা কমিয়ে সম্প্রীতির সংস্কৃতি গড়ে তুলতে পারে বলে মত দেন বক্তারা।

সভায় বক্তব্য রাখেন, সমন্বয়কারি মো: ওয়াজেদ আলিখান, শিক্ষক মো: নজির উদ্দীন, ইয়ুথ অ্যাম্বাসেডর তনময় মন্ডল, বিএনপি নেতা সুজন আলি খান, মাহফুজ আহম্মেদ, খ্রিষ্টান ধর্মযাজক গাব্রিয়াল মন্ডল, নারী প্রতিনিধি নিলুফা খাতুন, ইমাম মোস্তাফিজুর রহমান হৃদয়, পুরোহিত পবিত্র কুমার এবং পিস অ্যাম্বাসেডর মুন্সি মোকাদ্দাস। এছাড়া অন্যান্য রাজনৈতিক, ধর্মীয়, নৃগোষ্ঠিগত ও সুশিল সমাজের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

বক্তারা তাঁদের বক্তব্যে সমাজ থেকে বিভেদ, অহংকার ও বিদ্বেষ দূর করে পারস্পরিক সহানুভূতি, সহমর্মিতা ও সম্মান বজায় রাখার উপর গুরুত্বারোপ করেন।

উল্লেখযোগ্যভাবে, এই সভায় দাশ ও মুচি সম্প্রদায়, মুসলিম, খ্রিষ্টান সম্প্রদায়ের দুটি গ্রুপ যারা সাধারণত একে অপরের প্রোগ্রামে অংশ নেন না। তারা সবাই একত্রিত হয়ে সম্প্রীতির এক মিলনমেলায় পরিণত করেন অনুষ্ঠানস্থলকে।

সভাটির সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন দি হাঙ্গার প্রজেক্টের ফিল্ড কো-অর্ডিনেটর মো. আশরাফুজ্জামান।




মেহেরপুর সদরের পাটকেলপোতায় ৬ নং ওয়ার্ড বিএনপি’র সম্মেলনে দুই গ্রুপের সংঘর্ষ

মেহেরপুর সদর উপজেলার পাটকেলপোতা গ্রামে ৬ নং ওয়ার্ড (পাটকেলপোতা, চাঁদপুর, পাটাপোকা, শিশির পাড়া) বিএনপি’র সম্মেলনে ওয়ার্ড কমিটি গঠন করাকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষ হয়েছে।

আজ মঙ্গলবার বিকেলে পাটকেলপোতা সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন আমবাগানে এ সংঘর্ষের ঘটনা ঘটে। ওয়ার্ড কমিটিতে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করেন সামস্ ই আলম ও তাহাজ রহমান এবং সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করেন সকমান আলী ও জাফর আলী। কমিটিতে সামস্ ই আলম ও জাফর আলী এবং তাহাজ রহমান ও সকমান আলী এই দুই প্যানেলে প্রতিদ্বন্দিতা হয়।

কমিটি গঠনের শুরু থেকেই দুই গ্রুপের ভিতর পাল্টাপাল্টি অভিযোগ ওঠে উপস্থিত ভোটারদের ভিতরে আওয়ামী লীগের লোকজন আছে। এনিয়ে শুরু থেকেই উভয় গ্রুপের মধ্যে চাপা উত্তেজনা সৃষ্টি হয়। পরবর্তীতে ৬নং ওয়ার্ডের উপস্থিত ভোটারদের রেজিস্ট্রেশন শেষে বহিরাগতদের সরে যাওয়ার নির্দেশনা দেওয়া হয়।

বহিরাগতদের সরানো নিয়ে দুই গ্রুপের লোকজনদের ভিতরে শুরু হয় হাতাহাতি পরবর্তীতে রূপ ন্যায় মারামারিতে, বেঁধে যায় সংঘর্ষ। সংঘর্ষে উভয় গ্রুপের নেতাকর্মীরা আহত হয়। পরবর্তীতে কমিটি গঠন কার্যক্রম স্থগিত করা হয়।

কমিটি গঠন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য ওমর ফারুক লিটন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য হাফিজুর রহমান হাফি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আজমুল হোসেন মিন্টু।




মেহেরপুরে সহিংসতা নিরসন ও সম্প্রীতি শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত

মেহেরপুরে দি হাঙ্গার প্রজেক্টের এমআইপিএস প্রকল্পের আওতায় এফসিডিও’র সহযোগিতায় “সহিংসতা নিরসন ও সম্প্রীতি” শীর্ষক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার বেলা ১২টার দিকে মেহেরপুর সদর উপজেলার পিরোজপুর ইউনিয়ন পরিষদ হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা ইমাম সমিতির সাধারণ সম্পাদক ও পিএফজির পিস অ্যাম্বাসেডর মাওলানা সিরাজ উদ্দিন।
সভাটি পরিচালনা করেন পিএফজির সমন্বয়কারী মুজাহিদ আল মুন্না।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ও পিস অ্যাম্বাসেডর আজমল হোসেন মিন্টু, জেলা জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি ও পিস অ্যাম্বাসেডর সাইয়েদাতুন্নেছা নয়ন, পিরোজপুর ইউনিয়ন পরিষদের সচিব এরশাদ আলী, ইউপি সদস্য ইস্কান্দার মাহমুদ ইকবাল, স্থানীয় রাজনৈতিক নেতা আব্দুল কুদ্দুস ও আনোয়ারুল মোল্লা প্রমুখ।

বক্তারা তাদের বক্তব্যে সহিংসতা পরিহার করে সংলাপ ও সম্প্রীতির মাধ্যমে সমস্যা সমাধানের ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, যুব সমাজকে মানবতা ও ভালোবাসার চর্চায় উৎসাহিত করতে হবে। পাশাপাশি রাজনৈতিক সহনশীলতা ও ধর্মীয় মূল্যবোধ বজায় রাখার আহ্বান জানান বক্তারা।

সমাপনী বক্তব্যে মাওলানা সিরাজ উদ্দিন বলেন, “সহিংসতার মূল কারণ হলো দুনিয়ার প্রতি লোভ ও মোহ। সম্প্রীতির চর্চার মাধ্যমেই সমাজে শান্তি ফিরিয়ে আনা সম্ভব।”