৯ ব্যাংকে বড় নিয়োগ, পদ ১,৫৫৪

ব্যাংকার্স সিলেকশন কমিটির তত্ত্বাবধানে ৯টি ব্যাংক ও ২টি আর্থিক প্রতিষ্ঠানে সমন্বিতভাবে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এসব প্রতিষ্ঠানে সিনিয়র অফিসার (সাধারণ) পদে মোট ১ হাজার ৫৫৪ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে।

বাংলাদেশ ব্যাংকের চাকরিসংক্রান্ত ওয়েবসাইটে দেওয়া এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ১ হাজার ৫৫৪টি সিনিয়র অফিসারের (সাধারণ) পদের মধ্যে সোনালী ব্যাংক পিএলসিতে ৪২২, অগ্রণী ব্যাংক পিএলসিতে ৪০০, বাংলাদেশ কৃষি ব্যাংকে ২৪২, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকে ১৯০, আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংকে ১৮৯, বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক পিএলসিতে ২৬, কর্মসংস্থান ব্যাংকে ২৪, বেসিক ব্যাংক পিএলসিতে ২০, প্রবাসী কল্যাণ ব্যাংকে ৭, ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশে ১৯ ও বাংলাদেশ হাউজ বিল্ডিং ফাইন্যান্স করপোরেশনে ১৫ জনকে নিয়োগ দেওয়া হবে।

এই পদের জব আইডি নম্বর ১০২২০। আবেদনের জন্য স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যেকোনো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অথবা চার বছর মেয়াদি স্নাতক/স্নাতক (সম্মান) ডিগ্রি থাকতে হবে। এসএসসি/সমমান এবং তদূর্ধ্ব পর্যায়ের পরীক্ষায় ন্যূনতম দুটিতে প্রথম বিভাগ/শ্রেণি থাকতে হবে। গ্রেডিং পদ্ধতির ফলাফলের ক্ষেত্রে সরকারি নীতিমালা প্রযোজ্য হবে। কোনো পর্যায়েই তৃতীয় বিভাগ/শ্রেণি গ্রহণযোগ্য হবে না। প্রার্থীর বয়সসীমা ১৮ নভেম্বর ২০২৪ তারিখে সর্বনিম্ন ২১ বছর এবং সর্বোচ্চ ৩২ বছর হতে হবে।

আগ্রহী প্রার্থীদের বাংলাদেশ ব্যাংকের চাকরিসংক্রান্ত ওয়েবসাইটের এই লিংকে নির্ধারিত ছক পূরণের মাধ্যমে নিবন্ধন করে আবেদন করতে হবে। নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য এই লিংকে জানা যাবে।

অনলাইনে আবেদন করার পর আবেদন ফি বাবদ ডাচ্–বাংলা ব্যাংক পিএলসির মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস ‘রকেট’–এর মাধ্যমে বিল পে ব্যবহার করে ২০০ টাকা পেমেন্ট করতে হবে। এ ক্ষেত্রে রকেট অ্যাপ বা ম্যানুয়াল উভয় ক্ষেত্রেই ফি প্রদানের জন্য বিলার আইডি হিসেবে Bankers Selection Committee Secretariat অথবা 499 সিলেক্ট করতে হবে। আবেদন ফির পেমেন্ট পদ্ধতি সম্পর্কে বিস্তারিত তথ্য এই লিংকে জানা যাবে।

আবেদনের শেষ সময়: ৩০ জানুয়ারি ২০২৫।

সূত্র: যুগান্তর




মেহেরপুরে যুবদল নেতা হত্যার জড়িতদের গ্রেপ্তারের ২৪ ঘণ্টার আল্টিমেটাম

২৪ ঘন্টার মধ্যে যুবদল নেতা হত্যার ক্লু উদ্ধার ও আসামিদের গ্রেফতারের দাবি জানিয়ে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ করেছে বিএনপি ও যুবদল।

বৃহস্পতিবার দুপুরের দিকে গাংনী উপজেলা শহরের বড়বাজার এলাকায় টায়ার জালিয়ে এই সমাবেশ করেন তারা।
এসময় কিছুক্ষণের জন্য মেহেরপুর-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।

জেলা যুবদলের সাধারণ সম্পাদক কাউছার আলীর সঞ্চালনায় এসময় বক্তব্য রাখেন, জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল আওয়াল, গাংনী উপজেলা বিএনপির সভাপতি রেজাউল হক, জেলা যুবদলের সিনিয়র সহসভাপতি আব্দাল হক, গাংনী পৌর বিএনপির সাধারণ সম্পাদক মকবুল হোসেন মেঘলা।
এছাড়াও পৌর যুবদলের আহবায়ক সাইদুল ইসলাম, সদস্য সচীব এনামুল হক, যুবদল নেতা আব্দুল গাফফারসহ বিএনপি, যুবদল, ছাত্রদলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বক্তরা বলেন, আগামী ২৪ ঘন্টার মধ্যে যুবদল নেতা আলমগীর হোসেনের হত্যার ক্লু উদ্ধার ও ঘাতকদের গ্রেফতার করে আইনের আওতায় আনতে হবে। যুবদলের নেতা হত্যার সাথে জড়িতদের গ্রেফতারে ২৪ ঘন্টা পার হলে বিএনপি ও যুবদলের নেতাকর্মীরা ঘাতকদের ধরে শাস্তির ব্যবস্থা করবে।

এসময় মেহেরপুর-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের গাংনী উপজেলা শহরের বড়বাজার এলাকায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেন তারা। এর আগে জেলা বিএনপির আহবায়ক জাভেদ মাসুদ মিল্টন নিহত যুবদল নেতার মরদেহ দেখে একই দাবী জানান।

আজ বৃহস্পতিবার সকালে গাংনী পৌর যুবদলের এক নম্বর বাঁশবাড়িয়া ওয়ার্ড যুবদল সভাপতি আলমগীর হোসেনের গলাকাটা লাশ উদ্ধার করে পুলিশ। এরপরপরই এই কর্মসূচি পালন করে বিএনপি ও যুবদল।




মুজিবনগরে জাতীয় সমাজসেবা দিবস উদযাপন

“নেই পাশে কেউ যার, সমাজসেবা আছে তার” এই প্রতিপাদ্যে মুজিবনগরে বর্ণাঢ্য র‍্যালি ও ওয়াকাথনের মধ্য দিয়ে জাতীয় সমাজসেবা দিবস উদযাপিত হয়েছে।

বৃহস্পতিবার সকালে মুজিবনগর উপজেলা সমাজসেবা অফিসার মাহমুদুল হাসানের সভাপতিত্বে উপজেলা অডিটোরিয়ামে এক আলোচনা সভা এবং ওয়াকাথন অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুজিবনগর উপজেলা নির্বাহী অফিসার পলাশ মণ্ডল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুজিবনগর উপজেলা নির্বাহী প্রকৌশলী খালিদ হাসান এবং মুজিবনগর প্রেসক্লাবের সভাপতি ওমর ফারুক প্রিন্স।

মুজিবনগর উপজেলা একাডেমিক সুপারভাইজার হাসনাইন জাহিদের সঞ্চালনায়
এসময় সাধারণ সম্পাদক হাসান মোস্তাফিজুর রহমান এবং অন্যান্য কর্মকর্তা ও সমাজসেবা অফিসের উপকারভোগীরাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

এর আগে উপজেলা নির্বাহী অফিসার পলাশ মণ্ডলের নেতৃত্বে উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়, যা পুরো এলাকায় উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করে।




নেটফ্লিক্সের বৈশ্বিক সিরিজ তালিকার শীর্ষস্থানে ‘স্কুইড গেম ২’

২০২১ সালে মুক্তি পাওয়া দক্ষিণ কোরিয়ান সিরিজ ‘স্কুইড গেম’ বিশ্বজুড়ে ব্যাপক সাড়া ফেলেছিল। ইমি অ্যাওয়ার্ডসহ একাধিক পুরস্কার জেতা সিরিজটি রেকর্ড ভেঙে দিয়েছিল। তিন বছরের দীর্ঘ অপেক্ষার পর মুক্তি পেয়েছে এর দ্বিতীয় মৌসুম, যা আবারও ঝড় তুলেছে দর্শকদের মাঝে।

গত ২৬ ডিসেম্বর মুক্তির পর থেকেই ‘স্কুইড গেম ২’ বিশ্বজুড়ে দর্শকদের মধ্যে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। দ্য কোরিয়া টাইমস জানিয়েছে, মুক্তির মাত্র এক দিনের মধ্যেই নেটফ্লিক্সের বৈশ্বিক সিরিজ তালিকার শীর্ষস্থান দখল করেছে এটি।

ফোর্বস আরও উল্লেখ করেছে, নেটফ্লিক্স সক্রিয় থাকা ৯৩টি দেশেই সিরিজটি তালিকার শীর্ষে রয়েছে। প্রত্যেকটি দেশেই দর্শকরা দ্বিতীয় মৌসুমের প্রতি বিপুল আগ্রহ দেখাচ্ছেন।

থ্রিলার ধাঁচের এই সিরিজটির রচনা ও পরিচালনা করেছেন হোয়াং ডং-হিউক। দ্বিতীয় মৌসুমেও মূল চরিত্রে দেখা গেছে প্রথম মৌসুমের অভিনেতা লি জাং জে-কে। তার সঙ্গে প্রথম মৌসুমের আরও কয়েকজন পরিচিত মুখও রয়েছেন। নতুন মৌসুমে যোগ হয়েছেন আই এম সিওয়ান, কাং হা নেউল, লি জিন উক এবং পার্ক গিয়ু ইয়ং-এর মতো তারকারা।

গত আগস্টে নেটফ্লিক্স ঘোষণা করেছিল যে সিরিজটির তৃতীয় মৌসুমের কাজ ইতোমধ্যে শুরু হয়েছে। পরিকল্পনা অনুযায়ী সেটি মুক্তি পাবে আগামী বছর।

‘স্কুইড গেম ২’-এর সাফল্যের ধারাবাহিকতায় এই সিরিজ কতদূর যায়, তা এখন দেখার অপেক্ষা।

সূত্র: ইত্তেফাক




দামুড়হুদায় জাতীয় সমাজসেবা দিবস পালিত

দামুড়হুদায় জাতীয় সমাজ সেবা দিবস উপলক্ষে র‍্যালী, মুক্ত আড্ডা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ বৃহস্পতিবার (২ রা জানুয়ারি) সকাল ১০ টায় “নেই পাশে কেউ যার সমাজসেবা আছে তার ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে উপজেলা প্রশাসন, সমাজসেবা কার্যালয় ও সেচ্ছাসেবী প্রতিষ্ঠানের যৌথ আয়োজনে পরিষদ চত্বর থেকে প্রথমে র‍্যালী বের হয় পরবর্তীতে পরিষদের সভাকক্ষে ওয়াকাথন ও কল্যাণ রাষ্ট্র বিনির্মাণ বিষয়ক মুক্ত আড্ডা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা সমাজসেবা কর্মকর্তা তোফাজ্জেল হকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মমতাজ মহল।

এসময় তিনি বলেন সমাজসেবা বিষয় প্রতিটি মানুষের জীবনের সাথে জড়িত, বিশেষ করে সমাজের অসহায় দরিদ্র শ্রেনীর মানুষ গুলো সমাজসেবা কার্যালয় থেকে সুবিধা নিয়ে থাকে। সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতায় সমাজের বিধবা, প্রতিবন্ধী, বয়স্ক মানুষের, জটিল রোগ ব্যাধিতে আক্রান্ত ব্যাক্তিকে সহযোগিতাসহ প্রায় ৫৩ প্রকার ভ্রাতা সরকার দিচ্ছে। সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে মূলস্রোতে আনার জন্য আমরা ভিক্ষুক মুক্ত করার চেষ্টা করেছি তাদের গবাদিপশু প্রদান, দোকান করে দেওয়া হয়েছে, ভ্যান কিনে দেওয়া হয়েছে, কিন্তু উপকার ভোগীরা এগুলো গ্রহণ করে পরবর্তীতে বিভিন্ন ভাবে বিক্রি করে দিয়ে আবার আগের অবস্থায় ফিরে আসে। উপকার ভোগীদের অবশ্যই মানসিকতার পরিবর্তন করতে হবে। যাতে আমরা সমাজ সেবা কার্যালয় থেকে সহযোগিতা নিয়ে নিজেদের উন্নয়ন করতে পারি সেই চিন্তা চেতনা তৈরি করতে হবে। মানুষ বিধবা নয় বিধবা সেজে যাচ্ছে, প্রতিবন্ধী নয় সেজে যাচ্ছে, রোগী নয় সেজে যাচ্ছে এগুলো করা যাবে না।

উপজেলা সমবায় কর্মকর্তা হারুন অর রশীদের সঞ্চালায় এসময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আল সাবাহ্, দামুড়হুদা প্রেসক্লাবের সভাপতি শামসুজোহা পলাশ, শিক্ষা কর্মকর্তা আবু হাসান, মৎস কর্মকর্তা ফারুক মহলদার, আনসার ভিডিপি কর্মকর্তা মোহাম্মদ সাজিদ, যুব উন্নয়ন কর্মকর্তা জাহাঙ্গীর আলম, পল্লী উন্নয়ন কর্মকর্তা গোলাম রসূল, মাওলানা কামরুজ্জামান, এনজিও কারিতাস প্রতিনিধি বাপ্পা মন্ডল, সেচ্ছাসেবী প্রতিষ্ঠানের প্রতিনিধি, সমাজসেবা কার্যালয়ের সুবিধা ভোগী ব্যাক্তিবর্গসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারীবৃন্দ।




টি-টোয়েন্টি অধিনায়কত্ব ছাড়লেন নাজমুল হোসেন শান্ত

নতুন বছরের শুরুতেই বাংলাদেশ ক্রিকেট দলের টি-টোয়েন্টি অধিনায়কত্ব থেকে সরে দাঁড়ালেন নাজমুল হোসেন শান্ত। ২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের পর থেকেই এই সিদ্ধান্তের গুঞ্জন শোনা গেলেও এবার তা বাস্তবে রূপ নিল। ক্রিকেটবিষয়ক গণমাধ্যম ক্রিকবাজের একটি প্রতিবেদন থেকে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।

দক্ষিণ আফ্রিকা সিরিজের সময় থেকেই শান্ত টি-টোয়েন্টি অধিনায়কত্ব ছাড়ার ইচ্ছা প্রকাশ করেছিলেন। তবে সেসময় বিসিবি তাকে দায়িত্ব চালিয়ে যেতে অনুরোধ করে। অবশেষে নিজের ব্যাটিংয়ে আরও মনোযোগী হওয়ার জন্য এ সিদ্ধান্ত নিয়েছেন বলে জানা গেছে। শান্তর সিদ্ধান্তে বিসিবি সম্মতি জানিয়েছে।

বিসিবির এক শীর্ষ কর্মকর্তা ক্রিকবাজকে বলেন, ‘শান্ত আমাদের জানিয়েছে, সে আর টি-টোয়েন্টি অধিনায়ক থাকতে চায় না। আমাদের এখন টি-টোয়েন্টি ম্যাচ নেই, তাই এই পরিবর্তন সহজেই করা সম্ভব। তবে ইনজুরি সমস্যা না থাকলে তিনি টেস্ট এবং ওয়ানডে অধিনায়ক হিসেবে দায়িত্ব চালিয়ে যাবেন।’

বর্তমানে নাজমুল হোসেন শান্ত বিপিএলে ফরচুন বরিশালের হয়ে খেলছেন। আফগানিস্তান সিরিজে কুঁচকির ইনজুরির কারণে তিনি ওয়েস্ট ইন্ডিজ সিরিজ মিস করেছেন। এখন তিনি এনসিএল টি-টোয়েন্টি ও বিপিএলে খেলে নিজেকে আন্তর্জাতিক ক্রিকেটের জন্য প্রস্তুত করছেন। সবকিছু ঠিক থাকলে চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশ দলের টেস্ট ও ওয়ানডে অধিনায়ক হিসেবে মাঠে নামবেন তিনি।

শান্তর অনুপস্থিতিতে টি-টোয়েন্টি অধিনায়ক হিসেবে লিটন কুমার দাস এগিয়ে আছেন বলে ধারণা করা হচ্ছে। উইকেটকিপার-ব্যাটসম্যান লিটন তার নেতৃত্বের গুণাবলীর জন্য প্রশংসা কুড়িয়েছেন। বিশেষ করে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তাঁর অধিনায়কত্ব ক্রিকেটপ্রেমীদের মুগ্ধ করেছে। লিটন ইতিমধ্যে জানিয়েছেন, বিসিবি চাইলে তিনি পুরোদমে নেতৃত্ব দিতে প্রস্তুত।

শান্তর এই সিদ্ধান্তের ফলে বাংলাদেশ ক্রিকেট আবারও একাধিক অধিনায়কের যুগে প্রবেশ করছে। এর আগে সাকিব আল হাসান তিন ফরম্যাটের অধিনায়ক থাকলেও তিনি দায়িত্ব ছেড়ে দেন। এরপর ফেব্রুয়ারিতে শান্ত তিন ফরম্যাটের নেতৃত্ব নেন। তবে ১ বছর পূর্ণ হওয়ার আগেই তিনি টি-টোয়েন্টি অধিনায়কত্ব থেকে সরে দাঁড়ালেন।

সূত্র: ইত্তেফাক




মেহেরপুরে জাতীয় সমাজসেবা দিবস উদযাপন

জাতীয় সমাজসেবা দিবস উপলক্ষে মেহেরপুরে বর্ণাঢ্য র‌্যালি ও মুক্ত আলোচনার আয়োজন করা হয়েছে।

বৃহস্পতিবার (২ জানুয়ারি) সকাল ১০টায় মেহেরপুর কলেজ মোড় থেকে র‌্যালিটি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ে এসে শেষ হয়। এবারের দিবসটির প্রতিপাদ্য ছিল “নেই পাশে কেউ যার, সমাজসেবা আছে তার”।

র‌্যালি শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে “কল্যাণ রাষ্ট্র গঠনে সমাজসেবার ভূমিকা ও নতুন প্রজন্মের প্রত্যাশা” শীর্ষক মুক্ত আলোচনা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের আয়োজন করেন মেহেরপুর জেলা প্রশাসন ও সমাজসেবা কার্যালয়।

সভায় সভাপতিত্ব করেন মেহেরপুর জেলা সমাজসেবার উপপরিচালক আশাদুল ইসলাম। প্রধান অতিথি ছিলেন মেহেরপুর জেলা প্রশাসক সিফাত মেহনাজ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মাকসুদা আক্তার খানম, সিভিল সার্জন ডা. মহী উদ্দিন আহম্মেদ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তরিকুল ইসলাম, মুজিবনগর উপজেলা নির্বাহী অফিসার খাইরুল ইসলাম, মেহেরপুর সদর উপজেলা স্বাস্থ্য পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা ডা. আঞ্জুমান আরা।

এছাড়াও এসময় সমাজসেবা অফিসার কাজী মোহাম্মদ আবুল মনসুর,ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক এ জে এম সিরাজুম মূনীর, জেলা তথ্য অফিসার আব্দুল আল মামুন, মেহেরপুর জেলা প্রতিবন্ধী অফিসার তুলসী কুমার পাল, বীর মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন (অবসরপ্রাপ্ত) আব্দুল মালেক, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন মেহেরপুর জেলার আহ্বায়ক ইমতিয়াজ আহমেদ, সদস্য সচিব মো. মুজাহিদুল ইসলাম উপস্থিত ছিলেন।




গাংনীতে ওয়ার্ড যুবদল সভাপতির লাশ উদ্ধার

মেহেরপুরের গাংনী উপজেলার ওয়ার্ড যুবদলের সভাপতি আলমগীর হোসেন (৪৫) এর গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২ জানুয়ারী) সকালে গাংনী উপজেলার সহড়াবাড়িয়া বাদিয়াপাড়া কামারখালি মাঠের রাইমনতলা নামক স্থান থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত আলমগীর হোসেন গাংনী উপজেলার বাঁশবাড়িয়া গ্রামের উত্তরপাড়া এলাকার মইন উদ্দিনের ছেলে ও গাংনী পৌরসভার ১ নং ওয়ার্ড যুবদলের সভাপতি। প্রায় তিন মাস আগে দুবাই থেকে বাড়ি ফিরেছেন তিনি। গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বানী ইসরাইল এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, রাতের কোনো এক সময়ে আলমগীর হোসেনকে গলাকেটে হত্যা করেছে দূর্বৃত্তরা। সকালে স্থানীয়দের দেওয়া সংবাদের ভিত্তিতে ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার প্রক্রিয়া চলছে। কি কারনে তাকে হত্যা করেছে এ ব্যাপারে কিছু জানাতে পারেননি তিনি।

গাংনী পৌর যুবদলের সভাপতি সাইদুল ইসলাম জানান, গতরাতে গাংনী বাজারে ছিলো আলমগীর হোসেন। তারপর থেকে নিখোঁজ হয় সে। আজ সকালে তার গলাকাটা লাশ পড়ে থাকতে দেখে আমাদের খবর দেন। তবে, কি কারনে এঘটনা কিছুই বলতে পারছিনা।




মেহেরপুরে প্রিয়তমা লেডিস বিউটি পার্লার এন্ড লেডিস ফ্যাশনের উদ্বোধন

মেহেরপুরে হোটেল বাজার প্রিয়তমা লেডিস বিউটি পার্লার এন্ড লেডিস ফ্যাশন উদ্বোধন করা হয়েছে। বুধবার রাত ছয়টার দিকে মেহেরপুর হোটেল বাজার প্রিয়তমা লেডিস বিউটি পার্লার এন্ড লেডিস ফ্যাশন উদ্বোধন করা হয়।

মেহেরপুরে হোটেল বাজার প্রিয়তমা লেডিস বিউটি পার্লার এন্ড লেডিস ফ্যাশন অনুষ্ঠানে উদ্বোধনী করেন মেহেরপুর জেলা মহিলা দলের সভাপতি সাইদুরতুর নেশা নয়ন।

এ সময় আরো উপস্থিত ছিলেন মোছাঃ আলো আক্তার, বিউটিশিয়ান শিউলি খাতুন, বিউটিশিয়ান তাসলিমা খাতুন, বিউটিশিয়ান সোনিয়া, মোছাঃ মুন্নি খাতুন।

প্রোঃ রাজু ও মীম জানায় এখানে আইব্রো ফেসিয়াল, কালারিং, হেয়ার কাটিং, ওয়াকিং পার্লারের সমস্ত কাজ করা হয়। এছাড়া মেয়েদের লেহেঙ্গা শাড়ি, ওয়ান পিস, থ্রি পিস, কপাল ড্রেসসহ মেয়েদের যাবতীয় পোশাক পাওয়া যায়।




দামুড়হুদায় সার ও বীজ মনিটরিং কমিটির সভা

দামুড়হুদায় সার ও বীজ মনিটরিং কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১১টার সময় উপজেলা পরিষদের সভাকক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।

দামুড়হুদা উপজেলা নিবার্হী কর্মকর্তা মমতাজ মহল বলেন আমরা কৃষি প্রধান দেশের মানুষ, কৃষিই দেশের অর্থনীতির চালিকা শক্তি, প্রায় দুই থেকে আড়াই কোটি কৃষি পরিবারের দেশ আমাদের। কৃষি আমাদের প্রধান পেশা। কৃষকরা আমাদের অন্ন ও বস্ত্র যোগায়। কৃষক ও কৃষিকাজ চাষ আবাদের জন্য নিত্য প্রয়োজনীয় কৃষি উপকরণ যেমন সার, বীজ, বালাই নাশক এবং কৃষি আধুনিক ও যান্ত্রিক করণের জন্য সরকার হাজার হাজার কোটি টাকা ভূর্তকী দিচ্ছে। সুতরাং কৃষকরা যেন আমাদের দ্বারা কোন ভাবে হয়রানি ও অবহেলার স্বীকার না হয় সে দিকে খেয়াল রাখতে হবে।
সভায় প্রতিটি বিসিআইসি ও বিএডিসি সার ডিলার পয়েন্টে সরকার নির্ধারিত মূল্য তালিকা টাঙ্গিয়ে রাখতে হবে। সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে বীজ ও বালাইনাশক বিক্রয় করা যাবে না এবং কৃষি উপকরণ বিক্রি করার সময় কৃষকদের ক্যাশ মেমো প্রদান মর্মে কার্যকরণ গ্রীহিত হয়।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা সার ও বীজ মনিটরিং কমিটির সদস্য সচিব উপজেলা কৃষি কর্মকর্তা শারমিন আক্তার, সদস্য মৎস্য কর্মকর্তা ফারুক মহলদার, পল্লী উন্নয়ন কর্মকর্তা গোলাম রসূল, উপজেলা বিসিআইসি সার ডিলার কমিটির সভাপতি জগবন্ধু বসু, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, উপজেলা বিএডিসি সার ডিলার কমিটির সভাপতি আজিজুর রহমান, সাধারণ সম্পাদক আবুজার গিফারীসহ উপজেলার সকল বিসিআইসি ও বিএডিসি সার ডিলার ও তাদের প্রতিনিধিবৃন্দ।