এসএসসি পাসে সিটি গ্রুপে চাকরির সুযোগ

নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সিটি গ্রুপ। টায়ার মেকানিক পদে জনবল নিয়োগ দেবে প্রতিষ্ঠানটি। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন আগামী ২৮ জানুয়ারি পর্যন্ত।

প্রতিষ্ঠানের নাম : সিটি গ্রুপ

পদের নাম : টায়ার মেকানিক পদসংখ্যা : ০১টি অভিজ্ঞতা : ৮ থেকে ১০ বছর

বয়সসীমা : ২৬ থেকে ৩৫ বছর

কর্মস্থল : মুন্সীগঞ্জ (গজারিয়া)

বেতন : আলোচনা সাপেক্ষে

আবেদন শুরুর তারিখ : ২৯ ডিসেম্বর ২০২৪

কর্মঘণ্টা : ফুলটাইম

কর্মক্ষেত্র : অফিসে

প্রার্থীর ধরন : শুধু পুরুষ

শিক্ষাগত যোগ্যতা : এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ

অন্যান্য যোগ্যতা : টায়ার মেরামত করা, প্রতিস্থাপন করা, মেরামত পরিচালনা এবং টায়ার সংক্রান্ত অন্যান্য রুটিন রক্ষণাবেক্ষণে দক্ষতা। অন্যান্য সুবিধা : প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী

যেভাবে আবেদন করবেন : আগ্রহীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।

আবেদনের শেষ সময় : ২৮ জানুয়ারি ২০২৫
সূত্র: কালবেলা




মেহেরপুরে হারানো ৮১টি মোবাইল উদ্ধার করে দিলো পুলিশ

মেহেরপুরে হারিয়ে যাওয়া ৮১ টি মোবাইল উদ্ধারের পর প্রকৃত মালিকের কাছে ফিরিয়ে দিলো মেহেরপুর পুলিশের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন ইউনিট।

আজ বুধবার (০১ জানুয়ারি) সকাল ১১ টার দিকে পুলিশ সুপারের কার্যালয় প্রাঙ্গনে বর্ণাঢ্য আয়োজনে মালিকদের হাতে উদ্ধারকৃত মোবাইল গুলো তুলে দেন পুলিশ সুপার মাকসুদা আকতার খানম, পিপিএম।

এর আগে জেলার তিন থানায় করা সাধারণ ডায়েরির ভিত্তিতে মোবাইলগুলো উদ্ধার করা হয়। জেলা পুলিশের সাইবার ক্রাইম সেলের সহযোগিতায় উদ্ধার করা মোবাইলগুলো আসল মালিকের হাতে তুলে দেওয়া হয়। হারানো মোবাইলগুলোর মধ্যে সদর থানার ৩৪ টি, গাংনী থানার ৪৫ টি এবং মুজিবনগর থানার ০২ টি সর্বমোট ৮১ টি উদ্ধারকৃত অ্যান্ড্রয়েড মোবাইল উদ্ধার করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) মো:জামিনুর রহমান খাঁন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আব্দুল করিম, জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ গোপাল কুমার, মেহেরপুর সদর থানার অফিসার ইনচার্জ মেজবাহ উদ্দীন, সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের সকল সদস্যসহ প্রিন্ট, ইলেকট্রনিক্স ও অনলাইন সংবাদ মাধ্যমের সদস্যবৃন্দরাও।

পরে হারানো মোবাইল ফোন পেয়ে প্রকৃত মালিকরা অনেকে আবেগাপ্লুত হয়ে পড়েন এবং পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।




২০২৫ সালে বাংলাদেশের ক্রিকেট : ব্যস্ত বছর

২০২৫ সাল হতে যাচ্ছে বাংলাদেশের ক্রিকেটের জন্য একটি গুরুত্বপূর্ণ বছর। পুরুষ ও নারী দলকে ঘিরে পরিকল্পনা সাজানো হয়েছে ব্যস্ত সূচি নিয়ে। এ বছর বাংলাদেশ খেলবে নানা ফরম্যাটে, বিশেষ করে ওয়ানডে ম্যাচের আধিক্য লক্ষণীয়। চ্যাম্পিয়ন্স ট্রফি এবং এশিয়া কাপের মতো বড় টুর্নামেন্টও এই বছরে ক্রিকেটপ্রেমীদের দৃষ্টি আকর্ষণ করবে।

পুরুষ দলের নির্ধারিত সূচি

ফেব্রুয়ারি-মার্চ :

বছরের শুরুতেই চ্যাম্পিয়ন্স ট্রফির মতো বড় মঞ্চে অংশ নেবে বাংলাদেশ। আন্তর্জাতিক পর্যায়ে নিজেদের প্রতিষ্ঠিত করতে এই টুর্নামেন্টে ভালো পারফরম্যান্স করার লক্ষ্য থাকবে।

মার্চ :

বাংলাদেশ সফর করবে জিম্বাবুয়ে। সেখানে তিনটি করে ওয়ানডে এবং টি-টোয়েন্টি ম্যাচ খেলবে টাইগাররা।

মে :

মে মাসে পাকিস্তান সফরে যাবে বাংলাদেশ দল। এই সফরে তিনটি ওয়ানডে এবং তিনটি টি-টোয়েন্টি ম্যাচের পরিকল্পনা রয়েছে।

জুন :

শ্রীলঙ্কা সফর করবে বাংলাদেশ। দুটি টেস্ট, তিনটি ওয়ানডে এবং তিনটি টি-টোয়েন্টি খেলবে দুই দল।

আগস্ট :

ভারত আসবে বাংলাদেশে। এ সফরে ভারতের বিপক্ষে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচ খেলবে টাইগাররা।

সেপ্টেম্বর :

এশিয়া কাপ আয়োজনের সম্ভাবনা রয়েছে এই মাসে। ভেন্যু এখনো চূড়ান্ত না হলেও এশিয়া কাপ সবসময়ই বাংলাদেশের জন্য একটি গুরুত্বপূর্ণ টুর্নামেন্ট।

অক্টোবর-নভেম্বর :

বাংলাদেশ সফরে আসবে ওয়েস্ট ইন্ডিজ। এ সফরে থাকবে তিনটি ওয়ানডে এবং তিনটি টি-টোয়েন্টি ম্যাচ।

নভেম্বর :

আয়ারল্যান্ডের বিপক্ষে দেশের মাটিতে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচ খেলবে বাংলাদেশ। থাকতে পারে দুটি টেস্টও।

নারী দলের নির্ধারিত সূচি

জানুয়ারি :

বছরের শুরুতে বাংলাদেশ নারী দল যাবে ওয়েস্ট ইন্ডিজ সফরে। সফরে তিনটি করে ওয়ানডে এবং টি-টোয়েন্টি ম্যাচ খেলবে তারা।

আগস্ট-সেপ্টেম্বর :

এই সময়ে ভারতে অনুষ্ঠিত হবে নারী ওয়ানডে বিশ্বকাপ। বাংলাদেশ নারী দল কোয়ালিফিকেশন পেলে এই টুর্নামেন্টে অংশ নেবে।

ডিসেম্বর :

নারী দলের ভারত সফর। সফরে তিনটি করে ওয়ানডে এবং টি-টোয়েন্টি ম্যাচ খেলবেন তারা।

ভবিষ্যতের সম্ভাবনা

উল্লিখিত সূচি ছাড়াও, দ্বি-পাক্ষিক আলোচনা এবং নতুন চুক্তির ভিত্তিতে আরও সিরিজ যুক্ত হতে পারে। বিসিবি বিভিন্ন পর্যায়ের প্রতিযোগিতার মধ্যে নতুন সুযোগ তৈরি করতে কাজ করছে।

২০২৫ সালের সূচি বেশ ব্যস্ত এবং চ্যালেঞ্জিং। চ্যাম্পিয়ন্স ট্রফির মতো মঞ্চে ভালো পারফরম্যান্স টাইগারদের আত্মবিশ্বাস বাড়াবে। এ ছাড়া ওয়ানডে ফরম্যাটে বেশি ম্যাচ থাকায় বিশ্বকাপের প্রস্তুতির দিক থেকেও এটি ইতিবাচক।

নারী দলের জন্য কোয়ালিফিকেশন পর্ব সফলভাবে উত্তীর্ণ হয়ে বিশ্বকাপে জায়গা করে নেওয়া হবে বড় চ্যালেঞ্জ। এই লক্ষ্য অর্জন করতে হলে পরিকল্পনা ও প্রস্তুতিতে বাড়তি মনোযোগ দিতে হবে।

নতুন বছরের সূচি বাংলাদেশের ক্রিকেটপ্রেমীদের জন্য এনে দিচ্ছে অনেক প্রত্যাশা, চ্যালেঞ্জ এবং রোমাঞ্চ।

সূত্র: কালবেলা




দামুড়হুদায় আন-নূর ইসলামি একাডেমির শুভ উদ্বোধন

দামুড়হুদায় আধুনিক শিক্ষার সমন্বয়ে ইন্টারন্যাশনাল হিফজ্ বিভাগ আন -নূর ইসলামি একাডেমির শুভ উদ্বোধন ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

আজ বুধবার (০১ জানুয়ারি) সকাল সাড়ে ১১ টায় দামুড়হুদা বাসস্টান্ড চত্বরের অদূরে হামে হুজুর মার্কেটের ২য় তলায় আন – নূর ইসলামি একাডেমির শুভ উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আন-নূর ইসলামি একাডেমির প্রতিষ্ঠাতা ও পরিচালক হাফেজ মাওলানা মুফতি মামুনুর রশিদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা ওলামা পরিষদের সভাপতি জুনাইদ আল হাবীবি।

বিশেষ অতিথি ছিলেন সাধারণ সম্পাদক মোস্তফা কামাল কাসেমী, দামুড়হুদা উপজেলা বিএনপির সভাপতি মনিরুজ্জামান মনির, সাধারণ সম্পাদক রফিকুল হাসান তনু, মাওলানা আবুজার গিফারি,দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ হুমায়ুন কবীর, সদর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শরিফুল আলম মিল্টন, দামোদা বাস স্ট্যান্ড বাজার কমিটির সভাপতি মাকসুদুর রহমান রতন, আব্দুল মালেক, আব্দুর সবুর, আন-নূর ইসলামি একাডেমির উপদেষ্টা আব্দুল হানিফ প্রমূখ।




নতুন বছরে নতুন রূপে ফিরছেন আল্লু অর্জুন

নতুন বছরে নতুন রূপে ফিরতে চলেছেন দক্ষিণী সিনেমা ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেতা আল্লু অর্জুন। সব দুঃখ-কষ্ট দূরে সরে আর সাফল্যকে পুঁজি করে নতুন রূপে আবির্ভূত হচ্ছেন তিনি।

পুরনো বছরকে বিদায় জানানোর আগে নতুন বছরের পরিকল্পনা অনেকেই অনেক রকমভাবে করে থাকেন। কিন্তু বিগত বছরে যা যা অভাব রয়ে গেছে, তা পূরণ করা সম্ভব হয়নি, যা দীর্ঘদিন স্বপ্ন দেখে এসেছেন। নতুন বছরে নেতিবাচকতা সরিয়ে ইতিবাচকতার পাল্লা ভারি করতে চান। খুব কম সংখ্যক মানুষ সেসব পূরণ করতে পারেন। অধিকাংশই তার পরের বছরের জন্য নেওয়া প্রতিজ্ঞা তুলে রাখেন। আল্লু অর্জুনও সে রকমই একটি প্রতিজ্ঞা করেছিলেন ডিসেম্বরের শুরুতে। ‘পুষ্পা ২’ মুক্তির পরেই।

কী সেই প্রতিজ্ঞা? পর্দার ‘পুষ্পা’ জানিয়েছিলেন— ছবির কারণে মুখ দাড়িগোঁফের জঙ্গল, যা তার কন্যা আরহার অতি অপছন্দ। আর অপছন্দ বলেই বাবার কাছে নাকি একদমই ঘেঁষছিল না সে! ছবিমুক্তির পর সে কথা জানিয়ে অভিনেতা বলেছিলেন—দাড়িগোঁফের থেকে আপাতত ছুটি। এবার এগুলো কেটে ফেলতে হবে। নইলে মেয়ে কাছে আসছে না। বছর শেষে দেওয়া কথা নাকি রাখছেন তিনি। পাঁচ বছর ধরে যত্নে লালিত দাড়িগোঁফ পরিষ্কার করে কেটে ঝকঝকে হয়ে ফিরতে চলেছেন আল্লু অর্জুন।

এ কথা ছড়িয়ে পড়তেই অনুরাগীদের মনে উত্তেজনা তৈরি হয়েছে। নতুন লুকে কেমন লাগবে অভিনেতাকে? আপাতত সেই আলোচনাতেই নেটিজেনরা।

সূত্র: যুগান্তর




গাংনীতে জমির আইল কাটার প্রতিবাদ করাই জমির মালিককে কুপিয়ে জখম

অবৈধভাবে জমির আইল কাটার প্রতিবাদ করাই জমির মালিককে ধারালো অস্ত্র হাসুয়া দিয়ে কুপিয়ে জখম করেছে পিতা-পুত্র। এঘটনায় গুরুতর আহত হয়েছেন জমির মালিক সিদ্দিকুর রহমান (৫৫)।

আহত সিদ্দিকুর রহমান বর্তমানে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। তার ডান পায়ে ৮ টি ও ডান হাতে ৪ টি সেলাই দেওয়া হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরের দিকে ঘটনাটি মেহেরপুরের গাংনী উপজেলার ভারতীয় সীমান্তবর্তি রামকৃষ্ণপুর ধলা গ্রামে।

আহত সিদ্দিকুর রহমান জানান, প্রতিবেশী শফিকুর রহমান ও তার ছেলে জিনাত আলী আমার জমির আইল কেটে সমান করে তার নিজের মধ্যে জমি দখল নিচ্ছিল। এসময় আমি তাদের এই গর্হিত কাজের প্রতিবাদ করলে ধারালো হাসুয়া দিয়ে আমাকে উপর্যপুরি কোপাতে থাকেন। এসময় আমার কাঁধে থাকা কোদাল দিয়ে ঠেকানোর চেষ্টার পরেও ডান পায়ে ও ডান হাতে দুটি কোপ লাগে। এসময় তাদের হাসুয়া ভেঙ্গে ফেলে পালিয়ে যায়। পরে মাঠের লোকজন আমাকে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

স্থানীয়রা জানান, শফিকুর রহমান জমি-জমা বিরোধের জের ধরে সিদ্দিকুর রহমানকে ধারালো হাসুয়া দিয়ে কুপিয়ে গুরুতর জখম করেছিল। শুধু সিদ্দিকুরকে নই, এই গ্রামের অনেককেই মারধর করেছে। তার বিরুদ্ধে এধরনের প্রচুর অভিযোগ রয়েছে। এঘটনায় আহত সিদ্দিকুর রহমান মামলার প্রস্তুতি নিচ্ছেন।

এব্যাপারে গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বানী ইসরাইল জানান, মারামারির ঘটনা শুনেছি। তবে, অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেবো।




হরিণাকুণ্ডুতে প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক পরীক্ষার ফল প্রকাশ ও মা সমাবেশ

হরিণাকুণ্ডু উপজেলার ভাতুড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ, প্রঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের বিদায় ও বিদ্যালয়ের শিক্ষার মান উন্নয়নে মা সমাবশে অনুষ্ঠিত হয়েছে।

আজ মঙ্গলবার (৩১ ডিসেম্বর) সকাল ১১টায় “বাংলাদেশকে বদলাই, বিশ্বকে বদলাই” এই শ্লোগানে তারুণ্যের উৎসব-২০২৫ উপলক্ষে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রোকসানা পারভীনের সভাপতিত্বে এবং সহকারী শিক্ষক জিল্লুর রহমানের সঞ্চালনায় মা সমাবশে অনুষ্ঠিত হয়।

সমাবেশে সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন আব্দুর রউফ ডিগ্রি কলেজের প্রভাষক ও সাংবাদিক মোঃ শাহানুর আলম, এছাড়া সাবেক প্রধান শিক্ষক মিজানুর রহমান, অভিভাবক অহিদুল ইসলাম সেল্টু, চামেলি খাতুন, সহকারী শিক্ষক লাউজু ফারহানা ও লাইজু পারভীনসহ অন্যান্যরা। অতিথিরা শিক্ষার্থী এবং মা’দের উদ্দেশ্যে দিকনির্দেশনা মূলক বক্তব্য রাখেন।

আলোচনা শেষে বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের মাঝে বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরষ্কার বিতরণ করেণ। সমাবেশে শিক্ষার্থী, তাদের মা ও গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।




চাকরি দিচ্ছে হা-মীম গ্রুপ

নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে দেশের শীর্ষস্থানীয় শিল্পপ্রতিষ্ঠান হা-মীম গ্রুপ। অটোমোবাইল ইঞ্জিনিয়ার বিভাগে ‘এজিএম অথবা ডিজিএম’ পদে জনবল নিয়োগ দেবে প্রতিষ্ঠানটি।

প্রতিষ্ঠানের নাম : হা-মীম গ্রুপ

পদের নাম : এজিএম/ডিজিএম পদসংখ্যা : নির্ধারিত নয় অভিজ্ঞতা : ১০-১৪ বছর

বয়সসীমা : নির্ধারিত নয়

কর্মস্থল : চট্টগ্রাম

বেতন : আলোচনা সাপেক্ষে

কর্মঘণ্টা : ফুল টাইম

প্রার্থীর ধরন : নারী-পুরুষ (উভয়)

শিক্ষাগত যোগ্যতা : ডিপ্লোমা/বিএসসি (অটোমোবাইল)

যেভাবে আবেদন করবেন : আগ্রহীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।

আবেদনের শেষ সময় : ২৮ জানুয়ারি ২০২৫

সূত্র: কালবেলা




মুজিবনগরের দারিয়াপুর ইউনিয়নে জেলা বিএনপির আলোচনা সভা

মেহেরপুর জেলা বিএনপি’র নবগঠিত আহবায়ক কমিটির নির্দেশে দলকে সুসংগঠিত করার লক্ষ্যে দারিয়াপুর ইউনিয়ন বিএনপি’র কার্যালয় উদ্বোধন ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে ।

আজ মঙ্গলবার (৩১ ডিসেম্বর) বিকেলে দারিয়াপুর বাজারে এই আলোচনা সভার আয়োজন করা হয়।

দারিয়াপুর ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি শামসুজ্জোহা (মাস্টার) এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা বিএনপির আহবায়ক জাভেদ মাসুদ মিল্টন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা বিএনপির সদস্য সচিব এডভোকেট কামরুল হাসান।

প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক আমিরুল ইসলাম।

মুজিবনগর উপজেলা যুবদলের সদস্য সচিব আনোয়ারুল ইসলামের সঞ্চালনায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা বিএনপি’র সাবেক সহ-সভাপতি আনছা-উল -হক, সাবেক সহ সভাপতি হাফিজুর রহমান হাফি, সাবেক সহ সভাপতি এম এ কে খাইরুল বাশার, সাবেক সহ-সভাপতি ওমর ফারুক লিটন, সাবেক সাংগঠনিক সম্পাদক রুমানা আহমেদ, সহ সাংগঠনিক সম্পাদক কাজী মিজান মেনন, সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম, পৌরসভার সাবেক সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, জেলা জাসাসের সদস্য সচিব বাকাবিল্লাহ, জেলা যুবদলের সাধারণ সম্পাদক কাউসার আহমেদ, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আজমল হোসেন মিন্টু, জেলা যুবদলের আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট এহান উদ্দিন মনা, জেলা যুবদলের সাংস্কৃতিক সম্পাদক আসাদুজ্জামান জনি, জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি ফিরোজুর রহমান,আব্দুল লতিফ, মোশিউল আলম দিপু, নাহিদ আহম্মেদ সহ জেলা বিএনপি’র অঙ্গসংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ ও সাধারণ মানুষেরা।

পরে দারিয়াপুর ইউনিয়ন বিএনপির প্রধান কার্যালয়ে উদ্বোধন করেন উপস্থিত অতিথিবিন্দুরা।




ঝিনাইদহে অনলাইন জুয়া প্রতিরোধে সচেতনতামূলক আলোচনা

ঝিনাইদহে অনলাইন জুয়া প্রতিরোধে সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ঝিনাইদহ অংকুরের আয়োজনে গতকাল রাতে স্থানীয় প্রান্তিক কনভেনশন হলে এ সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়।

অংকুরের সহ-সভাপতি ও এরিনা এগ্রো কেয়ার লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোঃ জিয়াউল ইসলাম খানের সভাপতিত্বে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

অংকুরের সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন জুলিয়াসের পরিচালনায় আলোচনায় অংশগ্রহণ করেন অংকের সভাপতি মসলেম আলী, স্বেচ্ছাসেবী সংস্থা সিও এর নির্বাহী পরিচালক সামছুল আলম, অংকুরের সহ-সভাপতি ও রাজনৈতিক ব্যক্তিত্ব আহসান হাবীব রওনক, নাট্য ও ক্রীড়া ব্যক্তিত্ব জয়নাল আবেদীন, হায়দার আলী, সাংবাদিক সাজ্জাদ আহমেদ ।

বক্তাগন বলেন,প্রথমে নিজ নিজ বাড়ি থেকে প্রত্যেক অভিভাবককে তার সন্তানদের বুঝাতে হবে ও সচেতনতা করে গড়ে তুলতে হবে, নইলে অনলাইন জুয়া খেলা বন্ধ করা সম্ভব না। তাই এখন থেকেই প্রত্যেক অভিভাবক কে সচেতন হতে হবে।