কেরালায় দক্ষিণী অভিনেতার মরদেহ উদ্ধার

কয়েকদিন আগে আউটডোরে শুটিংয়ে যান। এরপর থেকেই তিনি লাপাত্তা। কোনোভাবেই মিলছিল না জনপ্রিয় মালয়ালম এই অভিনেতার। গতকাল রোববার কেরালার একটি হোটেলের কক্ষ থেকে ৪৫ বছর বয়সী অভিনেতা দিলীপ শংকরের মরদেহ উদ্ধার করা হয়েছে। খবর পিংকভিলার।

আগে থেকেই এই হোটেলে অবস্থান করছিলেন অভিনেতা। দুই দিন তাকে কক্ষ থেকে না বের হতে দেখে সন্দেহ হয় হোটেলের কর্মীদের। তবে পচা গন্ধ না বেরোনো পর্যন্ত কেউই খতিয়ে দেখার চেষ্টা করেননি বিষয়টি। শেষমেশ দুই দিন পর হোটেলের ঘর থেকেই উদ্ধার করা হয় অভিনেতার দেহ। দিলীপ শংকর মালয়ালম টেলিভিশন ইন্ডাস্ট্রিতে বেশ পরিচিত।

দিলীপ শংকরের সহ-অভিনেতারা জানিয়েছেন, কয়েক দিন ধরেই নানা রকম শারীরিক সমস্যায় ভুগছিলেন অভিনেতা। পুলিশ এরই মধ্যে অভিনেতার রহস্যমৃত্যুর কিনারা করতে তদন্তে নেমেছে।

জানা গেছে, তিরুবন্তপুরমে একটি ধারাবাহিকের শুটিংয়ের জন্য গিয়েছিলেন তিনি। সেই সিরিয়ালের নির্মাতারা জানিয়েছেন, শুটিংয়ে সাময়িক বিরতি ছিল। তাই দুই দিন আগে শেষবার সেটে এসেছিলেন দিলীপ। আবার সিরিয়ালের শুটিংয়ে যোগ দেওয়ার জন্য তিরুবন্তপুরমেরই একটি হোটেলে থেকে যান, কিন্তু দুই দিন পর তাঁর মৃত্যুর খবর মেলে।

হোটেল কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, ঘর থেকে পচা গন্ধ বের হতেই কর্মীরা তড়িঘড়ি গিয়ে দরজা ভেঙে অভিনেতার দেহ উদ্ধার করেন। ‘আম্মাইয়ারিআত্থে’, ‘পঞ্চগনি’সহ একাধিক জনপ্রিয় মালয়ালম সিরিয়ালে অভিনয় করেছেন দিলীপ শংকর। এদিকে অভিনেতার মৃত্যুর খবরে দক্ষিণি টেলিদুনিয়ায় শোকের ছায়া নেমে এসেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে অভিনেতাকে স্মরণ করেছেন তাঁর সহকর্মী ও অনুরাগীরা।

সূত্র: ইত্তেফাক




মুজিবনগরে যৌথসভা ও ই-প্রশিক্ষণ কোর্স অনুষ্ঠিত

সমবায়ে গড়ব দেশ, বৈষম্যহীন বাংলাদেশ”এই প্রতিপাদ্যে মুজিবনগরে সার্বিক গ্রাম উন্নয়ন কর্মসূচি (সিভিডিপি) প্রকল্প-৩য় পর্যায়ে (আরডিএ অংশ) সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতির সদস্যবৃন্দের অংশগ্রহণে মাসিক যৌথসভা ও ই-প্রশিক্ষণ কোর্স অনুষ্ঠিত হয়েছে।

মুজিবনগর সহকারী প্রকল্প পরিচালকের কার্যালয় (সিভিডিপি) প্রকল্প-৩য় পর্যায়ের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে আজ সোমবার দিনব্যাপী এই মাসিক যৌথসভা ও ই-প্রশিক্ষণ কোর্স অনুষ্ঠিত হয়।

মুজিবনগর উপজেলা সমবায় অফিসার মাহবুবুল হক মন্টুর সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মুজিবনগর উপজেলা নির্বাহী অফিসার খাইরুল ইসলাম, মেহেরপুর জেলা সমবায় অফিসার প্রভাস চন্দ্র বালা, মুজিবনগর থানার অফিসার ইনচার্জ ওসি মিজানুর রহমান।

এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা সমবায় অফিসের সহকারী পরিদর্শক শাহিনুজ্জামান, উপজেলা সমবায় অফিসের অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর সাঈদ আনোয়ার।

দিনব্যাপী যৌথসভা ও ই-প্রশিক্ষণ কোর্সে মুজিবনগর উপজেলার ১৬ টি সার্বিক গ্রাম উন্নয়ন সমিতির ১২০ জন সদস্য ও সদস্যা অংশগ্রহণ করেন।




ইয়াসিরের বিধ্বংসী ইনিংসে বড় সংগ্রহ রাজশাহীর

দীর্ঘ বিরতির পর বিপিএলে ফিরেছে রাজশাহীর ফ্র্যাঞ্চাইজি। দুর্বার রাজশাহী নামে প্রত্যাবর্তন ম্যাচে দুর্দান্ত শুরু পেয়েছে তারা। বিপিএলের একাদশ আসরের উদ্বোধনী ম্যাচে এনামুল হক বিজয় এবং ইয়াসির রাব্বির ব্যাটে বড় সংগ্রহ পেয়েছে রাজশাহী। বর্তমান চ্যাম্পিয়ন ফরচুন বরিশালকে ১৯৮ রানের টার্গেট দিয়েছে দলটি।

সোমবার (৩০ ডিসেম্বর) মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে রাজশাহীকে ব্যাটিংয়ে পাঠান বরিশালের অধিনায়ক তামিম ইকবাল। ব্যাট করতে নেমে দলীয় ২৫ রানের মধ্যে জোড়া উইকেট হারিয়ে ধাক্কা খায় রাজশাহী।

মোহাম্মদ হারিস ১২ বলে ১৩ ও রানের খাতা খোলার আগেই সাজঘরে ফিরে যান জিশান আলম। এরপর অধিনায়ক এনামুল হক বিজয় ও ইয়াসির রাব্বি মিলে বরিশালের বোলারদের ওপর চড়াও হন।

আগ্রাসী ব্যাটিংয়ে ৪২ বলে ফিফটি তুলে নেন বিজয়। এরপর ৩৫ বলে ফিফটির দেখা পান ইয়াসির রাব্বি। ফিফটির পর আরও মারমুখী ব্যাটিং করতে থাকেন ইয়াসির।

বিজয় ৫১ বলে ৬৫ রান করে আউট হলেও ৪৭ বলে ৯৪ রানে অপরাজিত থাকেন ইয়াসির। শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভারে ৩ উইকেট হারিয়ে ১৯৭ রান সংগ্রহ করে রাজশাহী।

সূত্র: ইত্তেফাক




মেহেরপুরে মার্কেন্টাইল ব্যাংকের পিএলসি উপশাখার উদ্বোধন

মেহেরপুরে মার্কেন্টাইল ব্যাংক লিমিটেডের ৪৫তম উপশাখার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। সোমবার (৩০ ডিসেম্বর) সকাল সাড়ে ১১ টায় শহরের কাশাঁরীপাড়ায় এই উপশাখার উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অনলাইনে যুক্ত ছিলেন মার্কেন্টাইল ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এবং সিইও মাতিউল হাসান।

মোঃ রফিকুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মার্কেন্টাইল ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক শামীম আহমেদ, মেহেরপুর চেম্বার অব কমার্সের সাধারণ সম্পাদক আরিফুল এনাম বকুল, আসলোভ ইন্টারন্যাশনালের প্রধান নির্বাহী ওয়াহেদুজ্জামান এবং হেড অফ ব্রাঞ্চ ডিভিশন মোহাম্মদ হোসেন।

এছাড়াও চুয়াডাঙ্গা মার্কেন্টাইল ব্যাংকের ব্যবস্থাপক রহিদাস পাল, মেহেরপুর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মেসবাহ উদ্দিন এবং নবনিযুক্ত উপশাখা ইনচার্জ জুয়েল রানা প্রমুখ উপস্থিত ছিলেন।




মেহেরপুরে পেঁয়াজের দরপতনে দিশেহারা কৃষক

মেহেরপুরের বিভিন্ন বাজার উঠতে শুরু করেছে নতুন পেঁয়াজ। পেঁয়াজের মারাত্মকভাবে দরপতন হওয়ায় চাষিদের মধ্যে বিরাজ করছে হতাশা। গেল এক সপ্তাহ ধরে পেঁয়াজের দাম কমে যাওয়ায় তাদের মোটা অংকের টাকা লোকসান গুনতে হবে বলে জানিয়েছেন তারা। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন প্রান্তিক ও বর্গা চাষিরা। বাইরে থেকে পেঁয়াজের আমদানি না হলে লোকসানের হাত থেকে রেহায় পাবো।

জেলার বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, পেঁয়াজের দাম প্রতিকেজি ৪০ টাকা থেকে ৪৫ টাকায় বিক্রি হচ্ছে। টাকা আর ফুলকপি ও বাধাকপির গেল ১০ দিন আগেও পেঁয়াজের খুচরা বাজারে ৮০ টাকায় বিক্রি করতে দেখা গেছে। সেসময় চাষিরা লাভের মুখ দেখলেও এক সপ্তাহের ব্যবধানে চাষিদের মুখের হাসি বিলিন। বর্গা চাষিরা অনেকেই বড় ধাক্কা খেয়েছে পেঁয়াজের দর পতনে।

জেলা কৃষি সম্প্রসারণ বিভাগের হিসেব মতে জেলায় চলতি মৌসুমে ৫ হাজার ৬৬ হেক্টর পেঁয়াজের আবাদ হয়েছে।
কৃষি বিভাগ উন্নত মানের ফসল আবাদের লক্ষ্যে ১৩ হাজার ৪০০জন চাষীকে পেঁয়াজ চাষের জন্য প্রণোদনা প্রদান করেন। কৃষি অফিসের পরামর্শে উদ্বুদ্ধ হয়ে অনেকেই পেঁয়াজ চাষে আগ্রহী হয়ে পেয়াজ চাষ করেন।

পেয়াজ চাষী গাংনীর সাহারবাটির তহশিন মেম্বর জানান, তিনি গেল মৌসুমে দুই বিা জমিতে পেয়াজ চাষ করেছিলেন। পেয়াজের দাম ভাল পাওয়ায় এবার তিনি চার বিঘা জমিতে পেয়াজ আবাদ করেছেন। এক বিঘা পেয়াজ চাষে খরচ হয় অন্ততঃ৩০ হাজার টাকা থেকে ৩৫ হাজার টাকা। বিঘা প্রতি উৎপাদন হয় ৫০ থেকে ৫৫ মন। চলতি মৌসুমে পেঁয়াজের মারাত্মকভাবে দরপতন হওয়ায় চাষের অর্ধেক খরচ উঠছে না। মোটা অংকের টাকা লোকসান গুনতে হবে।

পেঁয়াজ চাষী কালিগাংনীর মহিবুল জানান, এক কেজি পেঁয়াজ বীজ সাড়ে ৪ হাজার টাকায় কিনেছেন। জমি লীজ ও অন্যান্য খরচসহ মোট উৎপাদন ব্যায় দাড়িয়েছে ২৫ হাজার টাকা। এখন উৎপাদিত পেঁয়াজ আড়তে বিক্রি হচ্ছে দুই হাজার টাকা মন। আবার চার কেজি অতিরিক্ত দিতে হচ্ছে। এতে করে লীজ খরচই উঠছে না। মোটা অংকের টাকা লোকসান হবে তার। তিনি বলেন,বাইরে থেকে পেঁয়াজ না আসলে আমাদের লোকসান হবেনা।

একই কথা জানালেন পেঁয়াজ চাষি ছাতিয়ানের জামিরুল ও আবুল কামাল। তারা বলেন, বাইরের দেশ থেকে পেঁয়াজ আমদানি না করলে মেহেরপুরের পেঁয়াজে জেলার চাহিদা পুরুন হবে। সেই সাথে চাষিরা পেঁয়াজের দাম পাবে।
মেহেরপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক বিজয় কৃষ্ণ হালদার জানান, চলীত মৌসুমে চাষিরা ব্যাপকহারে পেঁয়াজের চাষ করেছেন। তবে পেঁয়াজ ও কপির বাজারে দরপতনে অনেক চাষী লোকসানে পড়বেন।

স্থানীয় বাজার ছাড়াও বাইরে বাজার খোঁজ করা হচ্ছে। চাষীরা যাতে লোকসানে না পড়ে সে ব্যাপারে চেষ্টা করা হচ্ছে।




কুষ্টিয়ায় এডুকেয়ার আইডিয়াল স্কুল এন্ড কলেজের বার্ষিক ফলাফল প্রদান

ইসলামি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. নকীব মুহাম্মদ নসুরুল্লাহ বলেছেন, সন্তানরা ভালো ফলাফল করলে অভিভাবকরা খুবই খুশি হয়। আর তাই ভালো ফলাফল পেতে অবশ্যই বেশি বেশি পড়াশোনার দরকার।

আজ রবিবার দুপুরে কুষ্টিয়ার এডুকেয়ার আইডিয়াল স্কুল এন্ড কলেজের সম্মেলন কক্ষে এডুকেয়ার আইডিয়াল স্কুল এন্ড কলেজের ৮ম ও নবম শ্রেনীর বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ফলাফল ভালো করা মানেই যে প্রথম হতে হবে বিষয়টি তেমন নয়, তবে ভালো ফলাফল করতে হলে অবশ্যই পড়াশোনা করতে হবে। এজন্য তোমাকে চেষ্টা করতে হবে এবং পরিশ্রম করতে হবে তবেই কেবল তুমি তোমার কাঙ্ক্ষিত গন্তব্যে পৌঁছাতে সক্ষম হবে।

শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, তোমাদের পড়ালেখার মাধ্যমে আজকে যারা যারা ভালো ফলাফল করেছো নিশ্চয়ই তারা বেশি পরিশ্রম করেছো, আর যারা মধ্যম অবস্থায় রয়েছে তারা বেশি পড়াশোনা করো নি, আর যারা পিছিয়ে রয়েছো তারা আগামীতে চেষ্টা করবে আজকের এগিয়ে থাকাদের সাথে টেক্কা দিতে বেশি বেশি পরিশ্রম এবং পড়াশোনা করে নিজেকে এগিয়ে নেবে।

প্রতিষ্ঠানটির শিক্ষার্থীদের একাডেমিক ফলাফল ও শৃঙ্খলার মানের ভূয়সী প্রশংসা করে প্রধান অতিথির বক্তব্যে তিনি আরও বলেন, সুশিক্ষা ছাড়া কোন জাতি উন্নতি লাভ করতে পারে না। শিক্ষার মাধ্যমেই তৈরি হয় সৎ, দেশপ্রেমিক ও মানবিক মূল্যবোধ সম্পন্ন সুনাগরিক। শিক্ষা ছাড়া মানুষের মধ্যে দেশপ্রেম, মানবতা ও নৈতিক মূল্যবোধের বিকাশ ঘটানো সম্ভব নয়। তাই শিক্ষার্থীদের যোগাযোগ দক্ষতা, চিন্তার দক্ষতা এবং সমস্যা সমাধানের দক্ষতার উপযোগী হয়ে উঠতে হবে বলেও যোগ করেন তিনি।

এডুকেয়ার যেন আর ভালো শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে সমাদৃত হতে পারে সেজন্য সংশ্লিষ্টদের প্রতি আহবান জানিয়ে ইবির ভিসি বলেন, একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবেলা করে দেশকে আধুনিক ও ডিজিটাল বাংলাদেশ রূপে গড়ার ক্ষেত্রে যুগোপযোগী ও প্রযুক্তি নির্ভর মানসম্মত শিক্ষার কোন বিকল্প নেই। শিক্ষার ক্ষেত্রে অনুসরণ করা হচ্ছে অংশগ্রহণমূলক পদ্ধতি। নিয়মিত বিভিন্ন ধরণের আধুনিক পদক্ষেপ গ্রহণের মাধ্যমে এ প্রতিষ্ঠানকে আন্তর্জাতিক মানে উন্নীত করার প্রচেষ্টা অব্যাহত রাখছে এ প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানপর উত্তরোত্তর সাফল্য কামনা করি।

এডুকেয়ার আইডিয়াল স্কুল এন্ড কলেজের চেয়ারম্যান মোঃ মোজাম্মেল হক রাসেলের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রক্টর প্রফেসর ড. শাহীনুজ্জামান, ইসলামি স্টাডিজ এন্ড দাওয়া বিভাগের প্রফেসর ড. মো: গোলাম মাওলা, চারুকলা বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর রফিকুল ইসলাম, কুষ্টিয়া জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) মোঃ আমিরুল ইসলাম, এডুকেয়ার আইডিয়াল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ ক্যাপ্টেন মোঃ নজরুল ইসলাম, অধ্যক্ষ (একাডেমিক) মিস দিলরুবা পারভিন এবং এডুকেয়ার শিক্ষাপরিবারের নির্বাহী পরিচালক সোহেল রানা মানিক।

এডুকেয়ার আইডিয়াল স্কুল এন্ড কলেজের চেয়ারম্যান মোঃ মোজাম্মেল হক রাসেল অভিভাবকদের উদ্দেশ্যে বলেন, এডুকেয়ার আইডিয়াল স্কুল এন্ড কলেজ আপনাদের সবসময় পাশে থাকার অঙ্গীকার নিয়ে আমরা এগিয়ে চলেছি। এই সুন্দর অনুষ্ঠানটি শিক্ষার্থীদের অনুপ্রেরণা ও ভবিষ্যতের পথচলায় একটি নতুন মাত্রা যোগ করেছে। আমরা আমাদের সকল অতিথি, শিক্ষক, অভিভাবক এবং প্রিয় শিক্ষার্থীদের আন্তরিক ধন্যবাদ জানাই।

পরে ৮ম ও নবম শ্রেণির শিক্ষার্থীদের মধ্যে ১ম থেকে ৫ম স্থান অর্জনকারী শিক্ষার্থীদের পুরস্কার প্রদান করা হয়। এছাড়াও সকল শিক্ষার্থীদের হাতে সান্তনা পুরস্কার প্রদান করা হয়।




মেহেরপুরে জেলা বিএনপি’র পথসভা ও গণসংযোগ

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক উপস্থাপিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা সাধারণ মানুষের সামনে তুলে ধরতে পথসভা, লিফলেট বিতরণ ও গণসংযোগ করেছে মেহেরপুর জেলা বিএনপি।

রবিবার (২৯ ডিসেম্বর) বিকেল ৩টায় সদর উপজেলার আমদাহ ইউনিয়নের বামনপাড়া থেকে শুরু হয় এই পথসভা, লিফলেট বিতরণ এবং গণসংযোগ। পর্যায়ক্রমে আমদাহ ও আশরাফপুর গ্রামেও গণসংযোগ পরিচালিত হয়।

এই কর্মসূচির নেতৃত্ব দেন মেহেরপুর জেলা বিএনপি’র সদস্য সচিব অ্যাডভোকেট কামরুল হাসান। তার সঙ্গে ছিলেন জেলা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক আমিরুল ইসলাম ও ফয়েজ মোহাম্মাদ।

নেতারা জানান, তারেক রহমান প্রদত্ত ৩১ দফার মূল লক্ষ্য হলো গণতন্ত্র পুনরুদ্ধার, সুশাসন প্রতিষ্ঠা, ও জনগণের মৌলিক অধিকার নিশ্চিত করা। এসব দফার গুরুত্ব তুলে ধরতে লিফলেট বিতরণ ও সরাসরি জনগণের সঙ্গে মতবিনিময়ের মাধ্যমে প্রচারণা চালানো হচ্ছে।

এসময় জেলা বিএনপি’র সাবেক সিনিয়ার সহ-সভাপতি ইলিয়াস হোসেন, সাবেক সহ-সভাপতি হাফিজুর রহমান, আনসারুল হক, মীর ওমর ফারুক, ওমর ফারুক লিটন, সাবেক সহ-সাধারণ সম্পাদক এম এ কে খায়রুল বাশার, সাবেক যুগ্ম সম্পাদক কাজী মিজান মেনন, সাবেক সাংগঠনিক সম্পাদক রুমানা খাতুন, সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম, সাবেক সদস্য আলমগীর হোসেন, বাংলাদেশ শিক্ষক সমিতির মহাসচিব জাকির হোসেন, জেলা জাসাসের সদস্য সচিব এ বাকাবিল্লাহ, জেলা যুবদলের সহ-সভাপতি আনিসুর রহমান লাবলু, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আজমল হোসেন মিন্টু, বিএনপি নেতা জমিরুল ইসলামসহ জেলা বিএনপি’র অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ, স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষেরা উপস্থিত ছিলেন।




ঢাকাতে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে মেহেরপুরে মানববন্ধন

রাজধানীর বাংলামোটরে দৈনিক জনবাণী পত্রিকার সম্পাদক ও প্রকাশক শফিকুল ইসলাম, ব্যবস্থাপনা সম্পাদক রাজু আহমেদ শাহ, বিশেষ প্রতিনিধি বশির হোসেন খান এবং অনলাইন মাল্টিমিডিয়া সম্পাদক আতাউর হোসেনের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মেহেরপুরে মানববন্ধন করেছে সাংবাদিক সমাজ।

রবিবার সকাল ১১ টার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মেহেরপুরে কর্মরত সর্বস্তরের সাংবাদিকদের আয়োজনে ঘন্টা ব্যাপি এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

দৈনিক জনবানীর জেলা প্রতিনিধি রাশেদ খানের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন মেহেরপুর রিপোর্টাস ক্লাবের সভাপতি মাহাবুবুল হক পোলেন, সাধারণ সম্পাদক মিজানুর রহমান, সাংবাদিক রাশেদুজ্জামান, রাব্বি আহমেদ, সাজিবুল হক, মুজিবনগর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান।

 এ ছাড়াও আরো উপস্থিত ছিলেন দৈনিক পশ্চিমাঞ্চলের সদর উপজেলা প্রতিনিধি কামরুল হাসান, দৈনিক মেহেরপুর প্রতিদিনের প্রতিনিধি আবু রায়হান (নিরব), সাকিব হাসান রুদ্রসহ অন্যান্যরা।

এ সময় বক্তরা বলেন রাজধানীর বাংলামোটরে দৈনিক জনবাণী পত্রিকার সম্পাদক ও প্রকাশক শফিকুল ইসলাম সহ পত্রিকাটির চার সাংবাদিকের উপর হামলার তীব্র নিন্দা জানিয়ে জড়িতদের গ্রেপ্তারও দুষ্টান্তমূলক শাস্তির দাবি তোলেন। হামলার সাথে জড়িতরা আটক না হলে মেহেরপুরের সর্বস্তরের সাংবাদিকরা মানববন্ধন ছাড়াও কঠোর কর্মসূচি দিতে বাধ্য থাকবে বলেও জানান।




রাজধানীতে ৪ সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে দর্শনায় মানববন্ধন

রাজধানীর বাংলামোটরে দৈনিক জনবাণী পত্রিকার সম্পাদক ও প্রকাশক শফিকুল ইসলাম, ব্যবস্থাপনা সম্পাদক রাজু আহমেদ শাহ, বিশেষ প্রতিনিধি বশির হোসেন খান এবং অনলাইন মাল্টিমিডিয়া সম্পাদক আতাউর হোসেনের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন করেছে দর্শনা প্রেসক্লাবের সাংবাদিকরা।

আজ রোববার(২৯ ডিসেম্বর) বিকালে দর্শনা প্রেসক্লাবের সামনে দর্শনা থানার সর্বস্তরের সাংবাদিকবৃন্দ এ মানববন্ধন কর্মসুচিতে অংশ গ্রহন করেন। মানববন্ধনে হামলাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।

মানববন্ধনে দর্শনা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো: ওসমানের সভাপতিত্বে দর্শনা প্রেসক্লাব সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক হানিফ মন্ডলের সঞ্চালনায়, বক্তব্য রাখেন, দর্শনা প্রেসক্লাবের সাবেক সভাপতি আব্দুল আওয়াল, হোসেন, সিনিয়র সাংবাদিক মনিরুজ্জামান সুমন, চন্চল মেহবুব, নজরুল ইসলাম, আহসান হাবিব মামুন, রাজিব মল্লিক, হাসমত আলী, ইমতিয়াজ রয়েল, ওয়াসিম রয়েল, ফরহাদ হোসেন, আব্দুল আলিম, আবিদ হাসান রিফাত, আব্দুল হান্নান, বিল্লাল হোসেন, আসিম সাইফ, জালাল উদ্দিন।

এ সময় বক্তরা বলেন, গত ২৫ শে ডিসেম্বর বিকাল সাড়ে ৪ টার দিকে বাংলা মোটর মোড়ে হঠাৎ করে ২৫/৩০ জন একদল সন্ত্রাসী রড লাঠিসোটা নিয়ে অর্তিকিত হামলা চালায়। এ হামলার প্রতিবাদে দর্শনার সাংবাদিকরা বলেন এক সপ্তাহের মধ্যে তাদেরকে গ্রেফতার করতে হবে। তা না হলে কঠোর আন্দলোনের হুশিয়ারি দেন।

এসময় দর্শনার সর্বস্তরের প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকরাও উপস্থিত ছিলেন।




দামুড়হুদা হাউলী ইউনিয়নে সরকারি শীতবস্ত্র বিতরণ

দামুড়হুদা হাউলী ইউনিয়নে প্রধান উপদেষ্টার দেওয়া ৮০ পিচ সরকারি শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়েছে। আজ রবিবার সকাল ১১ টার সময় ইউনিয়ন পরিষদ চত্বরে এই শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়।

হাউলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) নিজাম উদ্দিনের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন হাউলী ইউনিয়ন বিএনপির সভাপতি ইউসুফ আলী।

ট্যাগ অফিসার আতিকুর রহমান, ইউপি সচিব মনিরুজ্জামান, ইউপি সদস্য রিকাত আলী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, উপকারভুগী সদস্য সহ পরিষদের সকল সদস্য বৃন্দ উপস্থিত ছিলেন।