কোটচাঁদপুরের সেই সড়কটি নিজ অর্থায়নে নির্মান করে দিলেন সুবল ও সুকেশ

মেহেরপুর থেকে প্রকাশিত মেহেরপুর প্রতিদিন পত্রিকায় সংবাদ প্রকাশের পর কোটচাঁদপুরের সেই সড়কটি নিজ অর্থায়নে নির্মান করে দিলেন সুবল ও সুকেশ হালদার। আজ বুধবার (২৫-১২-২৪) তারিখে সড়কটির কাজ করে দেন তারা।

জানা যায় কোটচাঁদপুরের জগদীশপুর হালদার পাড়া। ওই পাড়ায় বসবাস করেন ২০ টি পরিবার। যাদের চলাচলের কোন রাস্তা ছিল না। ওই পরিবারগুলো মানুষের বাড়ির উপর দিয়ে চলাচল করতেন। এরপর গেল ০৭/০৬/২০২৩ তারিখে ইউনিয়ন পরিষদের অংশীদারিত্বমূলক পল্লী উন্নয়ন প্রকল্প-৩ (২য় সংশোধিত) বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) কোটচাঁদপুরের অধীনে সড়কটি নির্মিত হয়। সেই সড়কটি দিয়ে ওই এলাকার ২০ পরিবারের মানুষ যাতায়াত করে আসছিলেন।

এরপর গেল ১৮/১১/২০২৪ ইং তারিখে সুবল হালদার বাদি হয়ে গোপাল হালদারের বিরুদ্ধে ১৪৪ ধারায় ঝিনাইদহ বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের আদালতে একটা মোকাদ্দামা দায়ের করেন। ওই একই ঘটনায় গোপাল হালদারের বিরুদ্ধে আরো দুইটি ১৪৪/১৪৫ ধারায় মোকাদ্দামা দায়ের করেন সুবোল হালদার ।

এ সব করেই চুপ থাকেননি তারা। গেল ০৯/১২/২০২৪ ইং তারিখ মধ্যরাতে সুবল ও সুকেশ হালদার তাদের লোকজন দিয়ে জোরপূর্বক সড়কের প্রবেশ মুখে দেওয়াল নির্মান করেন।

এ ছাড়া ওই সড়কের পাশেই ফেলে রাখেন কিছু ইট। এতে করে চলাচলের রাস্তায় সমস্যা সৃষ্টি হয় ওই পরিবারগুলোর মানুষের।
বিষয়টি নিয়ে গেল ১৮ তারিখে অনলাইন পোটাল একুশে সংবাদে সংবাদ প্রকাশিত হয়। এরপর থেকে শুরু সংশ্লিষ্টদের মধ্যে দৌড় ঝাপ। এরপর চলে অনেক দেন দরবার। শালিশ হয় কোটচাঁদপুরের এলাঙ্গী ইউনিয়ন পরিষদে। ওই শালিশের সিদ্ধান্ত অনুযায়ী (২৫-১২-২২৪)

তারিখে সুবল হালদার ও সুকেশ হালদার সড়কের উপরের সেই দেওয়াল ভেঙ্গে নিজ অর্থায়নে নির্মান করে দিলেন সড়কটি। এতে করে আবারও যাতায়াতের সুবিধা ফিরে পেলেন ওই এলাকার পরিবারগুলো।

এ ব্যাপারে কোটচাঁদপুরের এলাঙ্গী ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান জাহাঙ্গীর হোসেন বলেন,সড়কটি নির্মান করে ছিলেন উপজেলা বিআরডিপি বিভাগ। ওই সময় উভয়ের সম্সতিতে সড়কটি করা হয়। সম্প্রতি মামা ভাগ্নের মধ্যে দ্বন্দ হওয়ায় ভাগ্নে সুবল ও সুকেশ হালদার সড়কের ইট তুলে তাদের যাতায়াতের পথ বন্ধ করে দেন। এরপর বিষয়টি নিয়ে মামা গোপাল হালদার বিভিন্ন দপ্তরে আবেদন করেন। এ ছাড়া ওই ঘটনা নিয়ে পত্রিকায় সংবাদও প্রকাশিত হয়।

এরপর বিষয়টি নিয়ে শালিশ হয় এলাঙ্গী পরিষদে। ওই শালিশে সিদ্ধান্ত হয় সড়কটি পূর্ন নির্মান করে দিবেন তারা। সে অনুযায়ী তারা সড়কটি করে দিয়েছেন বলে আমি জানতে পেরেছি।




কোটচাঁদপুর বিএনপি থেকে দুই নেতাকে অব্যহতি প্রদান

কোটচাঁদপুরে বিএনপি থেকে দুই নেতাকে অব্যহতি দিয়েছেন দলটি। তাদের বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা ভঙ্গ,দলের নীতি, আদর্শ ও সংহতি পরিপন্থী অনৈতিক কার্যকলাপ সহ একাধিক অভিযোগ রয়েছে বলে জানা গেছে পৌর বিএনপির দপ্তর সম্পাদক স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে। মঙ্গলবার রাতে স্থানীয় প্রিজন ক্লাবের এক সভা থেকে ওই দুই জনকে অব্যহতি দেয়া হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানা যায়,কোটচাঁদপুরে বিএনপির থেকে দুই নেতাকে অব্যহতি দিয়েছেন দলটি। যার মধ্যে রয়েছেন কোটচাঁদপুর পৌর বিএনপির ২ নাম্বার ওয়ার্ডের প্রচার সম্পাদক আকরাম হোসেন ও পৌর শ্রমিক দলের যুগ্ম আহবায়ক মোমিনুর রহমান হীরা।

ওই দুই নেতার বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা ভঙ্গ,দলের নীতি, আদর্শ ও সংহতি পরিপন্থী অনৈতিক কার্যকলাপ সহ একাধিক অভিযোগে রয়েছে। এরপেক্ষিতে মঙ্গলবার রাতে তাদের নিয়ে কোটচাঁদপুর প্রিজন ক্লাবে জরুরি সভা অনুষ্ঠিত হয়। ওই সভার সিদ্ধান্ত অনুযায়ী তাদেরকে দলের প্রাথমিক সদস্য পদসহ সকল পর্যায়ের পদ থেকে অব্যাহতি দিয়েছেন দলটি। বিষয়টি নিশ্চিত করেছেন কোটচাঁদপুর পৌর বিএনপির দপ্তর সম্পাদক সোলাইমান হোসেন (দুলু)। তিনি বলেন,তাদের বিরুদ্ধে বিভিন্ন ধরনের অভিযোগ রয়েছে। এরপেক্ষিতে মঙ্গলবার রাতে জরুরি সভা অনুষ্ঠিত হয় প্রিজন ক্লাবে। ওই সভার সিদ্ধান্ত অনুযায়ী মোমিনুর রহমান হীরা ও আকরাম হোসেন-কে দলের প্রাথমিক সদস্য পদসহ সকল পর্যায়ের পদ থেকে অব্যাহতি দেয়া হয়েছে।

ওই সভায় কোটচাঁদপুর পৌর বিএনপির সভাপতি ও সাবেক পৌর মেয়র এস কে এম সালাহউদ্দিন বুলবুল সিডল,সাধারণ সম্পাদক আবুল কাশেম সহ দলের একাধিক নেতা উপস্থিত ছিলেন বলে জানিয়েছেন ওই নেতা।

বিষয়টি নিয়ে কোটচাঁদপুর পৌর বিএনপির সভাপতি ও সাবেক পৌর মেয়র এস কে এম সালাহউদ্দিন বুলবুল সিডল বলেন,ওই দুই নেতার বিরুদ্ধে আমাদের কাছে একাধিক অভিযোগ ছিল। এরপেক্ষিতে তাদেরকে দল অব্যহতি দেয়া হয়েছে। তবে সেটা জেলা বিএনপির নেতৃবৃন্দের নির্দেশক্রমে করা হয়েছে বলে নিশ্চিত করেছেন তিনি।




খ্রীস্টান ধর্মালম্বীদের সাথে গাংনী উপজেলা বিএনপির সম্পাদকের শুভেচ্ছা বিনিময়

খ্রীষ্ট ধর্মালম্বীদের সাথে মতবিনিময় করেছেন গাংনী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাহারবাটি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আসাদুজ্জামান বাবলু।

বড়দিন উপলক্ষে আজ বুধবার বিকালে তিনি গাংনী উপজেলার নিত্যানন্দপুর, পাকুড়িয়া, জুগিন্দা গ্রামের খ্রীস্টান ধর্মালম্বীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন। এসময় তিনি নিত্যনন্দপুর গ্রামে শুভ বড়দিনের উপলক্ষে আয়োজিত দিনব্যাপি মেলা পরিদর্শন করেন।

এসময় তার সাথে ছিলেন গাংনী পৌর বিএনপির ২ নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক সুলেরী আলভী, বিএনপি নেতা ফজলুর রহমান, মেহেরপুর জেলা ছাত্রদলের সাবেক সভাপতি নাজমুল হােসেনসহ বিএনপি ও তার অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।




মেহেরপুরে জাতীয় নাগরিক কমিটির মতবিনিময় সভা

ফ্যাসিবাদি ব্যবস্থার বিলোপ ও নতুন রাজনৈতিক বন্দোবস্ত বায়নের লক্ষ, জাতীয় নাগরিক কমিটি “মেহেরপুর সদর রাইজিং”র উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ বুধবার (২৫ ডিসেম্বর) বিকালে মেহেরপুর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনের এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

এতে বক্তব্য রাখেন, জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় সদস্য সুপ্রীম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট সাকিল আহমাদ, মেজবাহ কামাল এবং নাইম আহমাদ।

আমির হামজার সঞ্চালনায় ও মাহমাদুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, মুজাহিদুল ইসলাম, মেহেরপুর ছহিউদ্দীন ডিগ্রি কলেজের অধ্যক্ষ মহাসীন আলী, সাংবাদিক রফিক উল আলম, মানবাধিকার কর্মী দিলারা আক্তার প্রমুখ। এসময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা আশিক রাব্বী, ইয়াসিন আহমেদ সিয়াম, শিশির আহমেদ. হাসনাত সৈকত, প্রকৌশলী সাজেদুর রহমানসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

মতবিনিময় সভায় জাতীয় নাগরিক কমিটি (জানাক)’র কেন্দ্রীয় সংগঠকরা বলেছেন, ‘ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ ও নতুন রাজনৈতিক বন্দোবস্ত বাস্তবায়নের কার্যক্রমকে সম্প্রসারিত করার লক্ষ্যে এবং জুলাই অভ্যুত্থানের স্পিরিটকে সমুন্নত রাখতে জাতীয় নাগরিক কমিটির সাংগঠনিক কাঠামো গঠন করা হয়েছে। আমাদের অসংখ্য ছাত্র ছাত্রী ভাই বোন বুকের তাজা রক্ত দিয়েছে আমাদের কথা বলার স্বাধীনতা নিশ্চিত করার জন্য। জুলাই বিপ্লবে অসংখ্য শহীদ ভাইদের বিচার নিশ্চিত, তাদের পরিবারকে পূনর্বাসন, আহতদের চিকিৎসাসেবা ও তাদের সহযোগীতা নিশ্চিত করতেই জাতীয় নাগরিক কমিটির পথ চলা শুরু হয়েছে।

জাতীয় নাগরিক কমিটি (জানাক)’র কেন্দ্রীয় সংগঠক অ্যাডভোকেট সাকিল আহমাদ বলেন, তারুণ্যের মধ্যে রয়েছে দেশ প্রেম, কর্মস্পৃহা, কাজের প্রতি প্রতিজ্ঞা। তাই বয়স্কদের পরামর্শে আজকের তারুণরা আগামীতে দেশ গঠণে কাজ করবে। তরুণদের কাজের মধ্য দিয়ে দূর্ণীতিমুক্ত, বৈষম্যহিন একটি সুন্দর, সম্প্রীতির এক সম্ভাবনার বাংলাদেশ গড়ে উঠবে।

তিনি বলেন, জুলাই বিপ্লব বার বার ফিরে না আসুক। এদেশ থেকে এক ফ্যাসিবাদকে উৎখাত করা হয়েছে। এদেশে ভবিষ্যতে আবারও কোনো ফ্যাসিবাদের জন্ম হলে জুলাই-আগষ্টের মত হাজার হাজার ছাত্র ছাত্রী তরুণ মাঠে নেমে তাদের উৎখাত করবে। বাংলাদেশে যে ফ্যাসিবাদের সৃষ্টি হয়েছিল তারা পালিয়ে গেছে। তারা আর ফিরে আসতে পারবেনা।

তিনি বলেন, তিনি বলেন, ভারতের কোনো আধিপত্য বাংলাদেশ এখন থেকে আর মেনে নেবেনা। এদেশে অন্য কোনো রাষ্ট্রের আধিপত্যবাদ চলবেনা।

এসময় তিনি জুলাই বিপ্লবের শহীদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা এবং আহতদের পরিবারের অভিভাবকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। রাতে মুজিবনগরের খ্রীস্টান সম্প্রদায়ের নেতৃবৃন্দের সাথে মতবিনিমিয় করেন জানাক’র নেতৃবৃন্দ।




ঝিনাইদহে নানা আয়োজনে বড়দিন উদযাপন

ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে নানা আয়োজনে ঝিনাইদহে খ্রিস্টান সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শুভ বড়দিন উদযাপিত হয়েছে।

আজ বুধবার (২৫ডিসেম্বর) সকালে কালীগঞ্জ উপজেলার ব্যাপিষ্ট চার্চে প্রার্থনার মধ্য দিয়ে শুরু হয় আনুষ্ঠানিকতা। পরে পবিত্র বাইবেল থেকে আলোচনা ও প্রার্থনা করা হয়।

প্রার্থনা করেণ রেভারেষ্ট হেনরী প্রদীপ বৈদ্য। পরে কেক কেটে বড় দিনের অনুষ্ঠান পালন করা হয়। এছাড়াও দিনব্যাপী কীর্তনের পাশাপাশি ধর্মীয় গানের আসর অনুষ্ঠিত হয়।




মহেশপুরে প্রকল্প উপকারভোগীদের প্রশিক্ষণ ও উপকরণ বিতরণ

ঝিনাইদহের মহেশপুরে প্রকল্প এর উপকারভোগীদের প্রশিক্ষণ ও উপকরণ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

গতকাল মঙ্গলবার (২৪ ডিসেম্বর) সংস্থার মহেশপুর প্রকল্প কার্যালয়ে “সাসটেইনেবল প্রিভেনশন অফ আর্সেনিক পয়জনিং ইন মহেশপুর সাব ডিসট্রিক্ট, ঝিনাইদহ ডিসট্রিক্ট”প্রকল্পের সনোফিল্টার ম্যাকানিক্স বৃন্দের সনোফিলটার ইনসটলেশন, অপারেশন ও মেইনটেন্যান্স প্রশিক্ষণ সমাপনি দিবসে এ উপকরণ বিতরণ করা হয়।

প্রধান অতিথি হিসেবে সমাপনী অনুষ্ঠানে উপকরণ বিতরণ করেন মহেশপুর উপজেলা নির্বাহী অফিসার ইয়াসমিন মনিরা।

এসময় উপস্থিত ছিলেন, বিআরটিএ, ঝিনাইদহ মোটরযান পরিদর্শক মো তারিক হোসেন, মাশউক সংস্থা থেকে প্রোগ্রাম কো-অর্ডিনেটর (পিসি) শাহ্ আবুল আওয়াল এবং তৌহিদুল করিম, পিএম, আবুল হাসনাত, এসএফটি মাশউক প্রকল্প অফিস মহেশপুর প্রমূখ।

এসময় প্রকল্প এলাকার উপকারভোগী ও কার্যালয়ের অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।




গাংনীতে পিএসকেএসের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

গাংনীর বেসরকারি সংস্থা পলাশীপাড়া সমাজ কল্যাণ সমিতির উদ্যোগে অসহায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

গাংনী উপজেলার কাজিপুর ইউনিয়নে শীত নিবারণের জন্য দুই শতাধিক দরিদ্র প্রবীণদের মাঝে শীতবস্ত্র (কম্বল ) বিতরণ করা হয়।

শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পলাশীপাড়া সমাজ কল্যাণ সমিতির উপ পরিচালক মোঃ কামরুল আলম, উপজেলা কর্মসূচি সমন্বয়কারী মোঃ জাহিদুল ইসলাম, সহকারী উপজেলা কর্মসূচি সমন্বয়কারী মোঃ রাকিবুল ইসলাম, শাখা ব্যবস্থাপক মোঃ আবুল কালাম আজাদ, কাজিপুর ইউনিয়ন প্রবীণ কমিটির সভাপতিসহ আরো অনেকে।

এদিকে গাংনী উপজেলার ভাটপাড়া গ্রামের অসহায় ১৫ জন মানুষের মাঝে কম্বল বিতরণ করে সংস্থাটি।

পলাশীপাড়া সমাজ কল্যাণ সমিতি প্রতিষ্ঠাকাল থেকে দরিদ্র অসহায় মানুষের জীবন মান উন্নয়নসহ দরিদ্রের পাশে দাঁড়িয়ে সেবা দিয়ে আসছে।




চাকরি দিচ্ছে এসিআই

নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এসিআই ফর্মুলেশন লিমিটেড। ট্রেইনি টেরিটোরি অফিসার অথবা টেরিটোরি অফিসার পদে একাধিক জনবল নিয়োগ দেবে প্রতিষ্ঠানটি। অভিজ্ঞতা ছাড়াও করা যাবে আবেদন।

প্রতিষ্ঠানের নাম : এসিআই ফর্মুলেশন লিমিটেড

পদের নাম : ট্রেইনি টেরিটোরি অফিসার/টেরিটোরি অফিসার পদসংখ্যা : নির্ধারিত নয় অভিজ্ঞতা : কমপক্ষে ১ বছর, তবে অভিজ্ঞতা না থাকলেও আবেদন করতে পারবেন আগ্রহীরা।

বয়সসীমা : ২২ থেকে ৩৫ বছর

কর্মস্থল : দেশের যেকোনো স্থানে

বেতন : আলোচনা সাপেক্ষে

আবেদন শুরুর তারিখ : ২৩ ডিসেম্বর ২০২৪

কর্মঘণ্টা : ফুলটাইম

কর্মক্ষেত্র : অফিসে

প্রার্থীর ধরন : নারী-পুরুষ (উভয়)

শিক্ষাগত যোগ্যতা : স্নাতক/স্নাতকোত্তর ডিগ্রি

অন্যান্য যোগ্যতা : কৃষি ভিত্তিক সংস্থায় কাজের দক্ষতা অন্যান্য সুবিধা : গ্র্যাচুইটি, প্রভিডেন্ট ফান্ড, বছরে ২টি উৎসব বোনাস, গ্রুপ জীবন বিমা, হাসপাতালে ভর্তি স্কিম।

যেভাবে আবেদন করবেন : আগ্রহীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।

আবেদনের শেষ সময় : ২৯ ডিসেম্বর ২০২৪

সূত্র: কালবেলা




চুয়াডাঙ্গা বিএইচএএ জেলা শাখার কমিটি গঠন

বাংলাদেশ হেলথ্ এসিস্ট্যান্ট এসোসিয়েশন চুয়াডাঙ্গা জেলা শাখার ২৫সদস্য বিশিষ্ট দ্বি-বার্ষিক কমিটি গঠন করা হয়েছে।

বুধবার (২৫ডিসেম্বর) সকাল ১০টার দিকে চুয়াডাঙ্গা সিভিল সার্জন অফিসের সভাকক্ষে এসোসিয়েশনের জেলা কমিটির সাবেক সভাপতি মো আনিসুজ্জামান মালিকের সভাপতিত্বে জরুরি সভা অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ হেলথ্ এসিস্ট্যান্ট এসোসিয়েশনের জেলা শাখার আয়োজনে সকল সদস্যদের সর্বসম্মতিক্রমে ১১ সদস্য বিশিষ্ট উপদেষ্টা পরিষদ ও ২৫ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়।

উপদেষ্টা পরিষদে আছেন মো সাইফুল ইসলাম বেল্টু, মো আশরাফুল ইসলাম বকুল, মো হাসান আহমেদ, মো গোলাম ফারুক, মাসুদ রানা, খন্দকার মঈনুদ্দিন, মো আনিসুজ্জামান মালিক, মো মজনুর রহমান, ফারুক আহমেদ, মোক্তেদা খাতুন, মনোয়ার হোসেন।

এদিকে জরুরি সভায় সদস্যদের সর্বসম্মতিক্রমে মো সোহাগ হোসেন রাজিব কে সভাপতি, মো মামুন মাহমুদ কে সাধারণ সম্পাদক ও মো আঃ সালাম কে সাংগঠনিক সম্পাদক করে ২৫সদস্যের কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়। সমগ্র অনুষ্ঠানটি প্রাণবন্ত সঞ্চালনা করেন খন্দকার মঈনুদ্দিন।




চট্টগ্রামে ‘রক দ্য সিটি’ কনসার্ট

বছরের শুরুতেই কনসার্টের হিড়িক পড়েছে ব্যান্ড শ্রোতাদের জন্য। ঢাকাসহ বিভিন্ন জেলায় এরই মধ্যে বেশকিছু কনসার্টের আয়োজন করা হয়েছে। সেই ধারাবাহিকতায় ব্যান্ড সংগীতের শহর চট্টগ্রামে নতুন বছরে কনসার্টের আয়োজন করা হয়েছে। শিরোনাম ‘রক দ্য সিটি’।

আগামী ৭ জানুয়ারি এটি চট্টগ্রামের শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত হবে। কনসার্টে চট্টগ্রামের মোট ১৫টি ব্যান্ড পারফর্ম করবে বলে নিশ্চিত করা হয়। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, চট্টগ্রামে ২০২৪ সালের শেষের দিকে এই কনসার্টটি করার পরিকল্পনা ছিল। তবে বছরের শেষ ভাগে এসে এটি আর করা সম্ভব না হওয়ায় নতুন বছরে করার সিদ্ধান্ত নেয় আয়োজকরা। এটি আয়োজন করছে রেড কার্পেট। এতে প্রবেশমূল্য নির্ধারণ করা হয়েছে ৩০০ টাকা।

‘রক দ্য সিটি’ কনসার্টের লাইনআপ: ব্রাইটট্রেইন, রকনট, ইনফেরিয়র, এভোকাডোস, সিগনেচার অব ডার্ক, ডিসমেলোডিয়া, থার্টিন্থ ফিউনেরাল, এমেচ্যার, হ্যামারন, মেট্রিকাল, উন্মাদ, স্টোন, নাটাই ও তীরন্দাজ।

সূত্র: কালবেলা