মুজিবনগরে গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির ত্রৈমাসিক সভা

গ্রাম আদালতের কার্যক্রম বৃদ্ধি করার লক্ষে মেহেরপুরের মুজিবনগর উপজেলায় গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ সোমবার (২৩ ডিসেম্বর) দুপুরে উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী অফিসার খায়রুল ইসলামের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।

গ্রাম আদালত সক্রিয়করনের তৃতীয় পর্যায় প্রকল্প সমন্বয়কারী মোঃ শাকিলুজ্জামানের সঞ্চালনায় অতিথি হিসেবে বক্তব্য দেন মুজিবনগর থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান, উপজেলা কৃষি অফিসার আব্দুল মোমিন, মুজিবনগর উপজেলা স্বাস্থ কমপ্লেক্সের মেডিকেল অফিসার সুরাইয়া শারমিন পুষ্প, উপজেলা জনস্বাস্থ পৌকশলী জাহাঙ্গীর আলম, উপজেলা সমাজসেবা অফিসার মাহমুদুল হাসান, মহিলা বিষয়ক কর্মকর্তা সেলিম রেজা, মুজিবনগর প্রেসক্লাবের সভাপতি মুন্সী ওমর ফারুক প্রিন্স।

এ সময় উপজেলার সকল অধিদপ্তরের অফিসারবৃন্দ ও বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, প্যানেল চেয়ারম্যান অংশ নেন।

সভায় উপজেলা নির্বাহী অফিসার গ্রাম আদালত কার্যক্রম সক্রিয় করতে ইউপি চেয়ারম্যান গনদের গ্রাম আদালতের কার্যক্রম কে বিশেষভাবে গুরুত্ব দিতে বলেন। যাতে করে ন্যায় ও সুষ্ঠু বিচার প্রতিষ্ঠিত হয় এবং উচ্চ আদালতে মামলার জট কমে। কমিটির সদস্যগণ উপজেলা নির্বাহী অফিসার কে গ্রাম আদালতের প্রচার-প্রচারণা বৃদ্ধির জন্য অনুরোধ জানান।




মেহেরপুরের শোলমারীতে মাঠ দিবস অনুষ্টিত

মেহেরপুর সদর উপজেলার শোলমারী গ্রামে এসিআই সীডসের আলোড়ন সৃষ্টিকারী ফুলকপি ” হোয়াইট মাস্টার ” এর উপর মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।

আজ সোমবার  বিকাল সাড়ে ৪ টার সময় শোলমারী উত্তরপাড়া মাঠে এই মাঠ দিবস অনুষ্ঠিত হয়। স্থানীয় রিটেলার ময়েজ উদ্দীনের সভাপতিত্বে উক্ত মাঠ দিবসে উপস্থিত ছিলেন ডিলার মোঃ নাহারুল ইসলাম ও মোঃ মুস্তাফিজুর রহমান।

আগামী সিজেনে হোয়াইট মাস্টার ফুলকপি চাষ করার ইচ্ছে পোষণ করেছে স্থানীয় চাষীরা। উক্ত অনুষ্ঠানটি পরিচালনা করেন এসিআই সীডসের মার্কেটিং অফিসার মোঃ পারভেজ আলী।

এ সময় মাঠ দিবসে আরো উপস্থিত ছিলেন শোলমারী গ্রামের ৮০/৮৫ জন চাষী।




আশরাফপুরে মরহুম ফারুক হুসাইন চেয়ারম্যান ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন

মেহেরপুরের আশরাফপুরে মরহুম ফারুক হুসাইন চেয়ারম্যান ক্রিকেট টুর্নামেন্ট উদ্বোধন করা হয়েছে।

আজ সোমবার বিকেল তিনটার সময় মেহেরপুর সদর উপজেলা আমদহ ইউনিয়নের আশরাফপুর ক্রিকেট টিমের আয়োজনে আশরাফপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এই ক্রিকেট টুর্নামেন্ট উদ্বোধন করা হয়।

মরহুম ফারুক হুসাইন চেয়ারম্যান স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট উদ্বোধন করেন নাজাত আলী।

মেহেরপুর সদর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মোল্লা নাজমুল ইসলামের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শাহাবুদ্দিন মোল্লা।

আশরাফপুর ক্রিকেট টিম অধিনায়ক ইমতিয়াজ আহমেদের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নুরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ইয়াসনবী মাস্টার, আমদহ ইউনিয়ন জামায়াতে ইসলামীর বায়তুল মাল সেক্রেটারী মাওলানা আজিজুল হক, মেহেরপুর সদর উপজেলা কৃষক দলের সদস্য সচিব মোঃ মিরাজউদ্দিন, আমদহ ইউনিয়নের যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ তুষার আলী, যুবদলের ওয়ার্ড সেক্রেটারি মিলন আহমেদ, রিপন আলী প্রমুখ।

উদ্বোধনী খেলায় বন্দর একাদশ এবং কুড়োলগাছি একাদশ অংশগ্রহণ করেন।




ঝিনাইদহের কালীগঞ্জে হিরো উমেন স্কলারশীপ প্রদান

ঝিনাইদহরে কালীগঞ্জে হিরো উমেন স্কলারশীপ প্রদান করা হয়েছে। বিকশিত বাংলাদেশ ফাউন্ডেশন ও বিকশিত নারী ও শিশু কল্যাণ সংস্থার আয়োজনে আজ সোমবার (২৩ ডিসেম্বর) সকাল ১১টায় কালীগঞ্জ উপজেলা পরিষদ সেমিনার কক্ষে বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার দেদারুল ইসলাম।

বিকশিত নারী ও শিশ কল্যাণ সংস্থার সভানেত্রী মোছা: মনোয়ারা খাতুনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা তাসলিমা বেগম ।

এছাড়াও উপস্থিত ছিলেন হাঙ্গার ফ্রি ওয়ার্ল্ডের প্রোগ্রাম অফিসার শাহজাহান আলী বিপাশ, মাকসুদ রানা, বিএনএসকেএস এর কোষাধ্যক্ষ সুফিয়া খাতুন, ইয়ুথ এগেইনস্ট হাঙ্গারের সভাপতি ফাওজুর রহমান সাবিত প্রমুখ।

অনুষ্ঠানে হিরো উমেন স্কলারশীপের আওতায় (অক্টোবর-ডিসেম্বর) সেশনে স্কুল পর্যায়ে ১০জন মেয়েকে মাসিক ৪’শ টাকা হারে ১২০০ টাকা এবং কলেজ পর্যায়ে ২৬ জন শিক্ষার্থীকে মাসিক ৫০০ টাকা হারে ১৫০০ টাকা প্রদান করা হয়।




ক্রোমের গতি বাড়াতে যে ৫ কৌশল মানতে হবে

বিশ্বের অন্যতম জনপ্রিয় ওয়েব ব্রাউজার গুগল ক্রোম। কম্পিউটার থেকে শুরু করে স্মার্টফোন ব্যবহারকারীদের কাছে এ ব্রাউজারের জনপ্রিয়তা দিন দিন বেড়েই চলেছে। আর তাই বর্তমানে ইন্টারনেট ব্যবহারকারীদের প্রায় ৬৫ শতাংশই ব্রাউজারটি নিয়মিত ব্যবহার করেন। তবে অনেক সময় ক্রোম ব্রাউজার ধীরগতিতে কাজ করে, যা ব্যবহারকারীদের জন্য বিরক্তির কারণ হয়ে দাঁড়ায়। বেশ কিছু কৌশল কাজে লাগিয়ে ক্রোম ব্রাউজারের গতি বাড়ানো সম্ভব। কৌশলগুলো দেখে নেওয়া যাক।

১. নিয়মিত ব্রাউজার হালনাগাদ করা:
নিরাপত্তার ত্রুটি দূর করার পাশাপাশি বিভিন্ন সুবিধা যুক্ত করতে গুগল নিয়মিত ক্রোম ব্রাউজার হালনাগাদ সংস্করণ উন্মুক্ত করে থাকে। প্রতিটি সংস্করণেই ব্রাউজারের কার্যকারিতা বাড়ানোর পাশাপাশি নতুন নিরাপত্তার সুবিধা যোগ করা হয়। এর ফলে দ্রুতগতিতে ক্রোম ব্রাউজার ব্যবহার করা যায়। আর তাই সব সময় ক্রোম ব্রাউজারের হালনাগাদ সংস্করণ ব্যবহার করতে হবে।

২. কুকিজ ও ক্যাশ ফাইল মুছে ফেলা:
ওয়েবসাইটে প্রবেশ করলেই ক্রোম ব্রাউজারে বিভিন্ন অস্থায়ী ফাইল জমা হয়। এই ফাইলগুলোকে কুকিজ ও ক্যাশ বলা হয়। সময়ের সঙ্গে সঙ্গে এই ফাইলগুলো জমা হয়ে ব্রাউজারের গতি কমিয়ে দেয়। আর তাই নিয়মিত কুকিজ ও ক্যাশ মুছে ফেলে ক্রোম ব্রাউজারের গতি বাড়াতে হবে।

৩. প্রিলোড পেজেস সুবিধা চালু:
ক্রোম ব্রাউজারে প্রিলোড পেজেস নামের বিশেষ একটি সুবিধা রয়েছে, যা কাজে লাগিয়ে সহজেই বিভিন্ন ওয়েবসাইট দ্রুত চালু করা সম্ভব। সেটিংসে প্রবেশ করে ‘পারফরম্যান্স’ বা ‘স্পিড’ অপশন থেকে সহজেই ‘প্রিলোড পেজেস’ সুবিধা চালু করা যায়। নিয়মিত এ সুবিধা ব্যবহার করলে দ্রুতগতিতে ক্রোম ব্রাউজার ব্যবহার করা যাবে।

৪. অপ্রয়োজনীয় ট্যাব বন্ধ:
অনেকেই একসঙ্গে একাধিক ওয়েব পেজের ট্যাব খুলে রাখেন, যা ব্রাউজারের কাজের গতি কমিয়ে দেয়। আর তাই ক্রোম ব্রাউজারের গতি বাড়ানোর জন্য অপ্রয়োজনীয় ট্যাবগুলো বন্ধ রাখতে হবে।

৫. বিজ্ঞাপন বন্ধ:
বেশির ভাগ ওয়েবসাইটেই এখন বিজ্ঞাপনের আধিক্য দেখা যায়। এই বিজ্ঞাপনগুলো ব্রাউজারের গতি কমিয়ে দেয় এবং ওয়েব পেজ লোড হতে বেশি সময় লাগে। এ সমস্যা সমাধানে অ্যাড ব্লকার ব্যবহার করে ওয়েবসাইটের বিজ্ঞাপন প্রদর্শন বন্ধ করতে হবে।

সূত্র: টেকলুসিভ




কালীগঞ্জে রাইস ট্রান্সপ্লান্টার মেশিনের মাধ্যমে বোরো ধানের চারা রোপনের উদ্বোধন

ঝিনাইদহের কালীগঞ্জে ২০২৪-২৫ অর্থবছরে কৃষি প্রনোদনা কর্মসূচির আওতায় বোর ধানের সমলয় চাষাবাদ কর্মসুচির মাধ্যমে ৭০ জন কৃষকের ১৫০ বিঘা জমির রাইস ট্রান্সপ্লান্টের মাধ্যমে ধানের চারা রোপনের উদ্বোধন করা হয়েছে ।

কালীগঞ্জ উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ১ নং সুন্দরপুর-দুর্গাপুর ইউনিয়নের ভাটপাড়া সুন্দরপুর- দূর্গাপুর মাঠে এ ধানের চারা রোপনের উদ্বোধন করেন ঝিনাইদহ জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আওয়াল।

কালীগঞ্জ উজেলা কৃষি অফিসার মাহাবুব আলম রনির সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আওয়াল। সেসময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ কৃর্ষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচলিক ষষ্ঠি চন্দ্র রায়, কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা দিদারুল ইসলাম সহ এলাকার কৃষক-কৃষানী ও সুধীজন।




স্নাতক পাসে আড়ংয়ে চাকরির সুযোগ

সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আড়ং। প্রতিষ্ঠানটির কোয়ালিটি কন্ট্রোল বিভাগ অ্যাসোসিয়েট/অ্যাসিস্ট্যান্ট অফিসার পদে লোক নিয়োগ দেওয়া হবে। আগামী ২৮ ডিসেম্বর পর্যন্ত আবেদন করা যাবে।

প্রতিষ্ঠানের নাম: আড়ং

পদের নাম: অ্যাসিস্ট্যান্ট/অ্যাসোসিয়েট অফিসার

পদসংখ্যা: নির্ধারিত নয়

শিক্ষাগত যোগ্যতা: যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রি। এ ছাড়া টেক্সটাইল এবং গার্মেন্টস উৎপাদন প্রক্রিয়ায় দক্ষতা থাকলে অগ্রাধিকার পাবেন

অভিজ্ঞতা: কমপক্ষে ১ থেকে ২ বছর

চাকরির ধরন: ফুলটাইম

প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)

বয়সসীমা: উল্লেখ নেই

কর্মস্থল: মাগুরা, শেরপুর

বেতন: আলোচনা সাপেক্ষে

অন্যান্য সুবিধা: প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, উৎসব ভাতা, স্বাস্থ্য ও জীবন বিমা

আবেদনের নিয়ম: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে  এখানে ক্লিক করুন

আবেদনের শেষ সময়: ২৮ ডিসেম্বর ২০২৪
সূত্র: কালবেলা




মেহেরপুরের আমদহ ইউনিয়ন পরিষদে ওয়াচ গ্রুপের পাবলিক হেয়ারিং সভা অনুষ্ঠিত

প্রাথমিক শিক্ষার মান উন্নয়ন, সবার জন্য মানসম্মত শিক্ষা নিশ্চিত করা, ঝরেপড়া রোধ এবং বিদ্যালয়কে শিশুবান্ধব পরিবেশ তৈরি করতে আজ সোমবার সকাল ১১ টার দিকে মেহেরপুর সদর উপজেলার আমদহ ইউনিয়ন পরিষদে বাৎসরিক কাজের অগ্রিগতি শেয়ারিং ও সংশোধিত পরিকল্পনা বিষয়ক পাবলিক হেয়ারিং সভা অনুষ্ঠিত হয়।

গণসাক্ষরতা অভিযানের সহযোগিতায় মানব উন্নয়ন কেন্দ্র (মউক) ও কমিউনিটি এডুকেশন ওয়াচ গ্রুপ এই অনুষ্ঠানের আয়োজন করে।

কমিউনিটি এডুকেশন ওয়াচ গ্রুপ আমদহ ইউনিয়নের সভাপতি মোঃ ইসমাইল হোসেনের সভাপতিত্বে প্রধান আলোচক ছিলেন মানব উন্নয়ন কেন্দ্র মউক এর নির্বাহী প্রধান আসাদুজ্জামান সেলিম।

বিশেষ অতিথি ছিলেন পৌর কাউন্সিলর আব্দুর রহিম ও আমদহ ইউনিয়নের চেয়ারম্যান রওশন আলী টোকন।

প্রকল্পের লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে প্রধান আলোচক আসাদুজ্জামান সেলিম তার বক্তব্যে বলেন সরকারের পাশাপাশি মউক ও গণসাক্ষরতা অভিযান মূলত মহান উদ্দেশ্য নিয়ে কাজ করছে। এসডিজি ৪- শিক্ষানীতি বাস্তবায়নে যুগোপযোগী শিক্ষা ব্যবস্থা ও মান উন্নয়নের করণীয় বিষয়গুলো তুলে ধরতে গিয়ে বলেন বিদ্যালযের জাতীয় পতাকা ও জাতীয় সংগীত সহ শরীর চর্চা ও কিছু নীতি বাক্য জানা আবশ্যক শুধু তাই নয় পাঠ্য বইয়ের বাইরে ও শিক্ষা সহায়ক, শিক্ষাউপকরণ সামগ্রী ও আনন্দ বান্ধব পরিবেশের মধ্যে শিক্ষার্থীদের শিক্ষাদান পরিকল্পনা করার অনুরোধ করেন। বিশেষ করে ৩য় হতে ৫ম শ্রেণীর শিক্ষার্থী প্রত্যেক বিষয়ের ২/৪ টি বাক্য নিজের মত করে লিখতে পারবে এমন ভাবে পাঠদানের পরিকল্পনা করে তা বাস্তবে রুপ নেওয়ার ব্যবস্থা গ্রহন করতে হবে। পরিশেষে প্রতি বছর ৫%হারে ঐ দক্ষতার সংখ্যা বৃদ্ধি পাবে। সুতরাং বিদ্যালয়ের সঙ্গে জড়িত যারা আছি বা আছেন সকলের এ ব্যপারে সহায়তা করতে হবে। বিদ্যালয়ের পরিবেশ সাজসজ্জা ও শ্রেণী কক্ষগুলো শিশুদের আনন্দের সহায় হবে। তবে শিশুরা স্বানন্দে বিদ্যালয়ে আসতে আগ্রহী হবে।

ইউুপ সদস্য রেজাউল করিম বলেন এটা এক দিন সম্ভব নয় তবে ধাপে ধাপে পরিকল্পনা করে তা বাস্তবে রুপ দিতে হবে। তবে এক্ষেত্রে শিক্ষকের বড় ভূমিকা থাকতে হবে।

এ সময় আরো বক্তব্য রাখেন ওয়াচ গ্রুপের সহ সভাপতি মীর ফারুক হোসেন। এছাড়া অনুষ্ঠানে আমদহ ইউনিয়নের সূশীল সমাজের নাগরিক, ওয়াচ গ্রুপের সদস্য সহ আমদহ এবং আমঝুপি ইউনিয়নের জনপ্রতিনিধগন উপস্থিত ছিলেন।




সাদা পোশাকে সেঞ্চুরিতে ইতিহাস গড়লেন জ্যোতি

প্রথমবারের মতো মাঠে গড়িয়েছে মেয়েদের প্রথম শ্রেণীর ক্রিকেট। সেখানে সেঞ্চুরি করে ইতিহাসের পাতায় নাম লেখালেন বাংলাদেশ নারী ক্রিকেট দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। নারী ক্রিকেটের লঙ্গার ভার্সনে একমাত্র সেঞ্চুরিয়ান এখন তিনি।

সোমবার (২৩ ডিসেম্বর) রাজশাহীর শহীদ কামরুজ্জামান স্টেডিয়ামে তিন দিনের নারী বিসিএলের ম্যাচে উত্তরাঞ্চলের বিপক্ষে মধ্যাঞ্চলের হয়ে ১৫৩ রানের দুর্দান্ত ইনিংস খেলেছেন জ্যোতি।

২০ টি চার, ২ ছক্কার মারে ২৫৬ বলে ১৫৩ রানে অপরাজিত থাকেন নিগার জ্যোতি। তার সেঞ্চুরিতে বড় লিড নিয়েছে মধ্যাঞ্চল। আগে ব্যাট করে ৯ উইকেটে ২৪০ রান করে ইনিংস ঘোষণা করেছিল সোবহানা মোস্তারির উত্তরাঞ্চল। দলটির হয়ে ২৪৬ বলে সর্বোচ্চ ৮৬ রানের ইনিংস খেলেছেন জাতীয় দলের ওপেনার ফারজানা হক পিংকি। মধ্যাঞ্চলের নাহিদা আক্তার ৪৮ রানে শিকার করেছেন ৭ উইকেট।

জবাবে দুই ওপেনার মুরশিদা খাতুন ও ফারজানা আক্তারের জোড়া ফিফটিতে ব্যাট হাতে ভালো জবাব দেয় মধ্যাঞ্চল। দুই ওপেনারের ভালো শুরুর পর জ্যোতি সেঞ্চুরিতে রাঙানো ইনিংস খেললেন। ৮ উইকেটে ৩৮৭ রানে ইনিংস ঘোষণা করেছে মধ্যাঞ্চল। উত্তরাঞ্চলের হয়ে ১১৩ রানে ৬ উইকেট নেন জান্নাতুল ফেরদৌস সুমনা।

সূত্র: ইত্তেফাক




মেহেরপুরের আমদহ ইউনিয়নে শিক্ষা বিষয়ক এ্যাডভোকেসী সভা অনুষ্ঠিত

প্রাথমিক শিক্ষার মান উন্নয়ন,সবার জন্য মানসম্মত শিক্ষা নিশ্চিত করা,ঝরেপড়া রোধ এবং বিদ্যালয়কে শিশুবান্ধব পরিবেশ তৈরি করতে আজ সোমবার সকাল ৯ টার দিকে মেহেরপুর সদর উপজেলার আমদহ ইউনিয়ন পরিষদের হলরুমে কমিউনিটি ভিত্তিক শিক্ষা বিষয়ক প্রধান প্রধান সমস্যা চিহ্নিতকরণ ও সমস্যা নিরাসনে স্থানীয় ভাবে তথ্য সংগ্রহ এবং করণীয় বিষয়ক এ্যাডভোকেসী সভা অনুষ্ঠিত হয়।

গণসাক্ষরতা অভিযানের সহযোগিতায় মানব উন্নয়ন কেন্দ্র (মউক) ও কমিউনিটি এডুকেশন ওয়াচ গ্রুপ এই অনুষ্ঠানের আয়োজন করে।

কমিউনিটি এডুকেশন ওয়াচ গ্রুপ আমদহ ইউয়িনের সহ-সভাপতি মীর ফারুক হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কমিউনিটি এডুকেশন ওয়াচ গ্রুপের সভাপতি মো: ইসমাইল হোসেন। প্রকল্পের লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে বক্তব্য রাখেন অনুষ্ঠানের প্রোগ্রাম ম্যানেজার কাজল রেখা।

সভার শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন যুব সদস্য ইয়াসমীন। এরপর পরিচয় পর্বের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়।

এ সময় আরো বক্তব্য রাখেন ইয়ুথ সদস্য ওয়াহিদ ইসলাম, ওয়াচ সদস্য সিরাজুল হক সহ আরো অনেকেই।

এছাড়া অনুষ্ঠানে আমদহ ইউনিয়নের যুব সদস্য ,সূশীল সমাজের নাগরিক, ওয়াচ গ্রুপের সদস্য সহ আমদহ ইউনিয়নের জনপ্রতিনিধগন উপস্থিত ছিলেন।