মেহেরপুরে সড়ক দুর্ঘটনায় জামায়াত নেতার মৃত্যু

মেহেরপুরে সড়ক দুর্ঘটনায় আহত হাফেজ শেখ মোমিনুল ইসলাম (মোমিন হুজুর) (৫৫) ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে।

নিহত মোমিন হুজুর বাংলাদেশ জামায়াতে ইসলামীর অঙ্গ সংগঠণ, শ্রমিক কল্যাণ ফেডারশনের সদর উপজেলার আমঝুপি ইউনিয়ন শাখার সভাপতি ও খোকসা গ্রামের মৃতু আলেম শেখের ছেলে।

গতকাল সোমবার রাত ৭ টার দিকে ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। এঘটনায় গাংনী উপজেলার মালসাদাহ গ্রামের সানিক হোসেন নামের জামায়াতের অপর কর্মী গুরুতর আহত হয়েছেন। পরিবারের সূত্রের বরাত দিয়ে মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেখ মেসবাহ উদ্দীন এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, গত রবিবার রাত ৯ টার দিকে হাফেজ মোমিন মেহেরপুর ট্রাস্ট মসজিদে জামায়াতে ইসলামীর টি এস প্রোগ্রাম শেষ করে মোটরসাইকেল যোগে নিজ গ্রামে যাচ্ছিলেন। মেহেরপুর-চুয়াডাঙ্গা সড়কের সদর উপজেলার চাঁদবিল ইম্প্যাক্ট হাসপাতালের সামনে অকেজো অবস্থায় পড়ে থাকা একটি লাটাহাম্বা অন্ধকারে না দেখে সজোরে ধাক্কা মারে। এতে রাস্তার উপর ছিটকে পড়ে হাফেজ মোমিনসহ অপর আরোহী গুরুতর আহত হন।

 

স্থানীয়রা তাদের দুজনকে উদ্ধার করে মেহেরপুর-২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নেন। তাদের অবস্থার অবনতি হওয়ায় কর্তব্যরত চিকিৎসক দুজনকেই রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। সেখানেও তার অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেলে রেফার্ড করেন চিকিৎসক।

আজকে রাতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। অপর আহত সানিক বর্তমানে রাজশাহী মেডিকেলে চিকিৎসাধীন রয়েছেন। পরে স্থানীয়রা লাটাহাম্বার হেলপার সামছুলকে আটক করে সদর থানা পুলিশে সোপর্দ করে।

আটক সামছুল মেহেরপুর সদর উপজেলার মদনাডাঙ্গা গ্রামের বদরুদ্দিনের ছেলে। এদিকে হাফেজ মোমিনের মৃত্যুতে শোখ জানিয়েছেন মেহেরপুর জেলা জামায়াতের আমির মাওলানা তাজ উদ্দীন খান, মেহেরপুর জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি আব্দুর রউফ মুকুলসহ জামায়াতে ইসলামীর স্থানীয় নেতাবৃন্দ।




মিলন হত্যা মামলায় সকল আসামি বেকুসুর খালাস

মেহেরপুরের গাংনীর চাঞ্চল্যকর প্রবাস ফেরৎ হাসানুজ্জামান মিলন হত্যা মামলার সকল আসামি আসামিকে বেকুসুর খালাস দিয়েছেন আদালত। আসামিদের মধ্যে তার স্ত্রী মানছুরা, শ্যালিকা ও ভাইরা রয়েছেন।

গতকাল সোমবার বিকালে মেহেরপুর জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোঃ মন্জুরুল ইমাম চাঞ্চল্যকর এই হত্যা মামলাটির রায় দেন। মামলার রায় ঘোষণার সাথে সাথে তার স্ত্রী মানছুরা খাতুন আদালতের কাঠগড়াই ভেঙ্গে পড়েন।

 

২০১৬ সালের ২৫ এপ্রিল সকালের দিকে গাংনী উপজেলা শহরের সিনেমাহলপাড়াস্থ জিল্লুর দারোগার পরিত্যক্তু বিল্ডিং এর পিছনের জঙ্গলের মধ্যে থেকে প্রবাসফেরত হাসানুজ্জামান ওরফে মিলনের লাশ উদ্ধার করা হয়। মিলনের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহৃ ছিল। ওই ঘটনায় নিহত মিলনের পিতা আব্দুল হামিদ বাদি হয়ে মিলনের স্ত্রী মানছুরা খাতুন, তার দুলাভাই আব্দুর রশিদ, মানছুরার ছোট বোন মছনয়ারা খাতুন মুন্নি এবং গাংনীর ব্যবসায়ী মোজাম্মেলকে আসামি করে গাংনী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। যার মামলা নং-২৬, জি আর কেস নং ১২৯/২০১৬।

ওই সময় মিলনের স্ত্রী মানছুরা খাতুনকে পুলিশ আটক করেন। এছাড়া মামলার অপর আসামি স্থানীয় ব্যবসায়ী মোজাম্মেলকে পুলিশ আটক করে। তারা দীর্ঘদিন জেল হাজতে ছিলেন। পরে জামিনে ছাড়া পান। ওই সময় মোজাম্মেলকে নিহতের স্ত্রী মানছুরার পরোকীয় প্রেমিক হিসেবে মামলার আসামি করা হয়। মামলার তদন্তকারী কর্মকর্তা মামলার প্রাথমিক তদন্ত শেষে আদালতে চার্জশিট দাখিল করেন। মামলায় মোট ২৩ জন সাক্ষী তাদের সাক্ষ্য প্রদান করেন।

মামলায় আসামিদের বিরুদ্ধে আনীত অভিযোগ প্রমাণিত না হওয়ায় আদালত তাদের বেকসুর খালাস দেন। মামলার রাষ্ট্রপক্ষে পাবলিক প্রসিডিউটের আবু সালেহ মোহাম্মদ নাসিম, এবং আসামীদের পক্ষে সিনিয়র আইনজীবি একেএম শফিকুল আলম ও একেএম জিল্লুর রহমান কৌশুলি ছিলেন। এদিকে মামলার রায় ঘোষণার সাথে সাথেই আসামি মানছুরা এবং মছনুয়ারা খাতুন মুন্নি আদালতের কাঠগড়াই কান্নায় ভেঙে পড়েন।

 

উল্লেখ্য, মেহেরপুর সদর উপজেলার শ্যামপুর গ্রামের আব্দুল হামিদ মল্লিকের ছেলে কুয়েত ফেরৎ হাসানুজ্জামান মিলনের ক্ষত বিক্ষত মরদেহ ২০১৬ সালের ২৫ এপ্রিল সকালে গাংনী পৌর এলাকার ঝিনেরপুর এলাকার একটি পরিত্যক্ত বাড়ির পাশে ঝোপের ভিতর থেকে উদ্ধার করে পুলিশ। মাথায় হাতুড়ি দিয়ে উপর্যুপরি আঘাত করে তাকে হত্যা করা হয় তাকে। সেসময় মিলনের পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয় স্ত্রীর সাথে গাংনীর ব্যবসায়ী মোজাম্মেলের পরকীয়া প্রেমের বলি হয়েছে মিলন।

হত্যকান্ডে জড়িত সন্দেহে নিহতের স্ত্রী মানছুরা, শ্যালিকা মছনুয়ারা খাতুন মুন্নি তার স্বামী পুলিশ কনস্টেবল আব্দুর রশিকে মারধর করে পুলিশের হাতে তুলে দেন নিহতের পরিবারের লোকজন। পরে পুলিশ তাদের এই মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে নিলে বিজ্ঞ বিচারক তাদের জামিন না দিয়ে কারাগারে প্রেরণের নির্দেশ দেন। কুয়েত থেকে সম্প্রতি ছুটিতে দেশে ফিরে স্ত্রী ও এক সন্তানকে নিয়ে গাংনী শহরের বনবিভাগ পাড়ার নিজ বাড়িতে বসবাস করছিলেন তিনি।

ঘটনার আগের দিন বিকেলে গ্রামের বাড়ি শ্যামপুর থেকে গাংনীর বাড়ির উদ্দেশে মোটরসাইকেলযোগে রওনা দেয়। সকালে মিলনের স্ত্রী তাদেরকে জানায় মিলনের কোনো খোঁজ মিলছে না। পরে ঘটানাস্থলে এসে তারা মিলনের লাশের পরিচয় শনাক্ত করেন।




মুজিবনগরে বীর মুক্তিযোদ্ধা আজিমুদ্দীনকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুজিবনগর উপজেলার মহাজনপুর ইউনিয়নের যতারপুর গ্রামের বীর মুক্তিযোদ্ধা আজিমুদ্দিন সরদার ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

গত রবিবার সন্ধ্যা ৬ টার দিকে যতারপুর গ্রামের নিজ বাসভবনে বার্ধক্য জনিত কারণে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। গতকাল সোমবার সকাল ১০টার সময় যতারপুর ব্রীজ মোড় সংলগ্ন মাঠে তাকে রাষ্ট্রীয় মর্যাদা প্রদান করা হয়। এ সময় তার মৃতদেহ জাতীয় পতাকায় আচ্ছাদিত করে সম্মান প্রদর্শন করা হয়।

মুজিবনগর উপজেলা নির্বাহী অফিসার পলাশ মন্ডলের উপস্থিতিতে মুজিবনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমানের নেতৃত্বে পুলিশ সদস্যরা গার্ড অব অনার প্রদান করেন।

এ সময় উপজেলার বীর মুক্তিযোদ্ধাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। জানাজা শেষে বীর মুক্তিযোদ্ধাকে নিজ গ্রামের কবর স্থানে দাফন করা হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৮ বছর।

বীর মুক্তিযোদ্ধা আজিমুদ্দীন মৃত্যুকালে স্ত্রী, চার মেয়ে ও এক ছেলে সন্তানসহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন।




মুজিবনগরে টার্গেট ডিফেন্স জব কোচিং সেন্টারের উদ্বোধনী

মুজিবনগরের কেদারগঞ্জ বাজারে টার্গেট ডিফেন্স জব কোচিং সেন্টারের উদ্বোধনী ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

সোমবার (২৭ জানুয়ারি) বিকেল ৪ টায় মুজিবনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সংলগ্ন হাজী জসীম শপিং কমপ্লেক্সে এই উদ্বোধনী ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

উদ্বোধনী অনুষ্ঠানের সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক মোঃ শাহিন উদ্দিন শাহীন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ জসিম উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ আমিনুল ইসলাম আমিন।

এছাড়া অনুষ্ঠানে প্রতিষ্ঠানের প্রশিক্ষক মোঃ আব্দুর রফিক, মোঃ সানোয়ার হোসেন, মোঃ বিপ্লব হোসেন এবং মোছা আখি খাতুন উপস্থিত ছিলেন। পবিত্র কোরআন তেলাওয়াত করেন মাওলানা রাসেল।




অ্যাপলের নতুন আপডেটে ৫ চমৎকার ফিচার

জানুয়ারির শেষের দিকে অ্যাপল তাদের অপারেটিং সিস্টেম আইওএস ১৮.৩-এর নতুন আপডেট উন্মোচন করতে যাচ্ছে। যদিও এতে কোনো বড় পরিবর্তন আনা হয়নি, তবে এতে নতুন এমন কিছু ফিচার সংযুক্ত করা হয়েছে যা আইফোনকে আরও স্মার্ট ও ব্যবহারবান্ধব করে তুলবে। ডিসেম্বরের মাঝামাঝি বেটা সংস্করণ উন্মোচনের পর থেকে এই আপডেটটি নিয়ে প্রযুক্তিপ্রেমীদের মধ্যে বেশ আলোচনার সৃষ্টি হয়েছে।

পোস্টার থেকে ক্যালেন্ডার ইভেন্ট

আইফোন ১৬ মডেলের ভিজ্যুয়াল ইন্টেলিজেন্স ফিচার পোস্টার বা লিফলেট থেকে ইভেন্টের তথ্য শনাক্ত করে ক্যালেন্ডার অ্যাপে যুক্ত করবে। ক্যামেরা বাটন ট্যাপ করলেই এটি স্বয়ংক্রিয়ভাবে কাজ করবে।

গাছ ও প্রাণী শনাক্তকরণ

ভিজ্যুয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে ক্যামেরা দিয়ে সরাসরি গাছ, প্রাণী ও পোকামাকড় শনাক্ত করা যাবে। ফটোস অ্যাপের এ ফিচার এখন রিয়েল টাইমে কাজ করবে।

এআই নোটিফিকেশন সারসংক্ষেপ

নতুন আপডেটে একাধিক নোটিফিকেশন একত্রিত করে সারাংশ দেখানোর ব্যবস্থা আরও উন্নত হয়েছে। লক স্ক্রিন থেকে সহজেই নোটিফিকেশন ম্যানেজ করা যাবে এবং সেটিংস থেকে সারাংশ ফিচার চালু বা বন্ধ করার অপশনও থাকছে।

নোটিফিকেশন আলাদা

এআই নোটিফিকেশনগুলো ইটালিক ফন্টে দেখানো হবে, যাতে সাধারণ নোটিফিকেশন থেকে সহজেই আলাদা করা যায়। তবে বিভ্রান্তি এড়াতে কিছু অ্যাপের নোটিফিকেশন সারাংশ সাময়িকভাবে নিষ্ক্রিয় রাখা হয়েছে।

ক্যালকুলেটর অ্যাপ

ক্যালকুলেটর অ্যাপে সমান চিহ্ন দুইবার চাপলে শেষ গাণিতিক অপারেশনটি পুনরায় সম্পাদিত হবে। এটি ব্যবহারকারীদের

দ্রুত গাণিতিক কাজ করতে সাহায্য করবে।

সূত্র: যুগান্তর




মেহেরপুরে “মাদককে না বলুন” সমাবেশ

“মাদকের বিষে নষ্ট হবে না জীবন, আলোয় ভরবে তরুণ-তরুণীর মন” এই প্রতিপাদ্যে মেহেরপুরে মাদক বিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার ইয়ুথ ডেভেলপমেন্ট ফাউন্ডেশন মেহেরপুর জেলা শাখার আয়োজনে সদর উপজেলার গোপালপুর মাধ্যমিক বিদ্যালয় চত্বরে দিনব্যাপি এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

আয়োজিত সমাবেশে ইয়ুথ ডেভেলপমেন্ট ফাউন্ডেশন মেহেরপুর জেলা শাখার সভাপতি ফয়সাল হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মনিরুল ইসলাম।

অন্যদের মধ্যে বক্তব্য রাখেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারি-পরিচালক মিজানুর রহমান, মেহেরপুর জেলা প্রেস ক্লাবের সভাপতি তোজাম্মেল আযম, গোপালপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কাশেম, পুলিশের এস আই সুজয় কুমার মল্লিক, ইউপি সদস্য সামিনা আক্তার, ইয়ুথ ডেভেলপমেন্ট ফাউন্ডেশন মেহেরপুর জেলা শাখার অর্গানাইজেশন সেক্রেটারি ইসতিয়াক উদ্দিন অর্ণব প্রমুখ।

সমাবেশে শিক্ষার্থীদের জন্য ‘মাদককে না বলুন’ বিষয়ে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।




দর্শনায় বর্ণিল পিঠা উৎসব অনুষ্ঠিত

দর্শনা সরকারি কলেজে তারুণ্যের উৎসব উপলক্ষে বর্ণিল আয়োজনে পিঠা উৎসব পালিত হয়েছে। সোমবার (২৭ ফেব্রুয়ারি) সকাল ৯টায় পিঠা উৎসবের উদ্বোধন করেন কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ শফিকুল ইসলাম।

ছাত্র-ছাত্রীদের উদ্যোগে আয়োজিত এ উৎসবে ১৭টি স্টলে শোভা পেয়েছে বিভিন্ন ধরনের ঐতিহ্যবাহী পিঠা। এর মধ্যে উল্লেখযোগ্য ছিল পকান পিঠা, জড়া পিঠা, কুলি পিঠা, রস পিঠা, দুধ পাকন, পটি সাপটা, প্রজাপতি পিঠা, ঝিনুক পিঠা, গোলাপ পিঠা, গাজরের হালুয়া, ক্ষীর সন্দেশ, কলা পিঠা এবং পায়েশ।

প্রতিটি স্টলের নামেও ছিল সৃজনশীলতা, যেমন রোভার পিঠাপুলি, রসুই ঘর, পিঠা মেলার ঝুড়ি, পেটুক বাড়ীর পিঠা, পার্বণী পসার, ছয় সাথীর পিঠা ঘর, পিঠার ডালায় বন্ধুত্ব, পিঠা পুলির পার্বণ, পিঠা সংসদ, পিঠার টানে বাঙালীর ঘরে, হৃদয় হরণ পিঠা ঘর, শীত ও তারুণ্যের পিঠা পার্বণ, পৌষ পার্বণের পিঠা বিলাস, মনোপুলি, ঢেঁকির বৈঠক খানা এবং জে এ এস পিঠা ঘর। অতিথিরা স্টলগুলো ঘুরে ঘুরে দেখেন এবং প্রশংসা করেন।

উৎসবের উদ্বোধনের পর আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ক্রীড়া প্রতিযোগিতা ও পিঠা উৎসবের আহ্বায়ক আশরাফুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যক্ষ প্রফেসর মোঃ শফিকুল ইসলাম। তিনি বলেন, “গ্রামবাংলার শীত মৌসুমে কৃষাণীর ঘরে তৈরি পিঠা আমাদের ঐতিহ্যের প্রতীক। চুয়াডাঙ্গা জেলার কৃষকরা শীতের শুরুতেই খেজুর রস ও গুড় উৎপাদন করেন। এ মৌসুমে ধানের ঘ্রাণে কৃষকের ঘর ভরে যায় এবং পিঠা তৈরিতে ব্যস্ত হয়ে ওঠেন সবাই। নতুন প্রজন্মের কাছে এই ঐতিহ্য পৌঁছে দিতে এ ধরনের আয়োজন অত্যন্ত গুরুত্বপূর্ণ।”

আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন ব্যবস্থাপনা বিভাগের প্রভাষক সাইফুল ইসলাম, ইসলামের ইতিহাসের প্রভাষক মতিউর রহমান, বাংলা বিভাগের মুকুল হোসেন, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের কায়ইম জাহান, দর্শনা সরকারি কলেজের সাবেক জিএস ও দর্শনা পৌর বিএনপি সমন্বয়ক এনামুল হক শাহ মুকুল, দর্শনা থানার অফিসার ইনচার্জ শহীদ তিতুমীর, দর্শনা পৌর বিএনপির সমন্বয়ক ইকবাল হোসেন, দর্শনা সিডিএল-এর পরিচালক আবু সুফিয়ান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক তানভীর আহম্মেদ এবং ছাত্র শিবিরের দর্শনা সরকারি কলেজের সাধারণ সম্পাদক হামজা ফরাজি।

পিঠা উৎসব শেষে প্রতিযোগীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন অধ্যক্ষ প্রফেসর মোঃ শফিকুল ইসলাম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইসলামী শিক্ষা বিভাগের প্রভাষক মোঃ জাকির হোসেন।




বিমান বাংলাদেশ এয়ারলাইনসে চাকরির সুযোগ, আবেদন করুন আজই

বিমান বাংলাদেশ এয়ারলাইনস লিমিটেডের অন্তর্গত বিমান ফ্লাইট ক্যাটারিং সেন্টারে (বিএফসিসি) একাধিক পদে জনবল নিয়োগের সংশোধিত বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এ প্রতিষ্ঠানে ১১ ক্যাটাগরির পদে ২২ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে।

১. পদের নাম: জুনিয়র অফিসার (মেইনটেন্যান্স)

পদসংখ্যা: ১

যোগ্যতা ও অভিজ্ঞতা: চার বছর মেয়াদি বিএসসি ইঞ্জিনিয়ারিং (মেকানিক্যাল/ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিকস)। এসএসসি অথবা সমমান ও এইচএসসি অথবা সমমান পরীক্ষায় কমপক্ষে জিপিএ–৩.০ (৫-এর মধ্যে) এবং স্নাতকে কমপক্ষে সিজিপিএ–৩.০ (৪-এর মধ্যে) থাকতে হবে। ও লেভেলে গড়ে যেকোনো ৫টি বিষয়ে এবং এ লেভেলে গড়ে যেকোনো ২টি বিষয়ে ন্যূনতম ডি থাকতে হবে। বিদেশি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে অর্জিত শিক্ষা/ডিগ্রি অথবা অন্যান্য সিস্টেমে কোনো ডিগ্রি, যা নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লেখ নেই, সেসব ক্ষেত্রে এদেশীয় সংশ্লিষ্ট শিক্ষা বোর্ড, বিশ্ববিদ্যালয় অথবা বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন কর্তৃক ইস্যুকৃত সমমান সার্টিফিকেট অনুযায়ী ডিগ্রি ও ফলাফলের তথ্য প্রদান করতে হবে। কম্পিউটার চালনা ও ইংরেজিতে দক্ষতা থাকতে হবে। এয়ার কন্ডিশনিং, রেফ্রিজারেশন রক্ষণাবেক্ষণ ও ইলেকট্রিক ইনস্টলেশনের কাজে ২ বছরের অভিজ্ঞতা।

বয়স: ২৭ জানুয়ারি ২০২৫ তারিখে সর্বোচ্চ ৩২ বছর।

বেতন স্কেল: ২২,৫০০-৫৪,২৯০ টাকা।

২. পদের নাম: মেনু প্ল্যানিং অ্যাসিস্ট্যান্ট

পদসংখ্যা: ১

যোগ্যতা ও অভিজ্ঞতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ফুড অ্যান্ড নিউট্রিশন অথবা অ্যাপ্লাইড নিউট্রিশন বিষয়ে বিএসসি ডিগ্রি। এসএসসি অথবা সমমান ও এইচএসসি অথবা সমমান পরীক্ষায় কমপক্ষে জিপিএ–৩.০ (৫-এর মধ্যে) এবং স্নাতকে কমপক্ষে সিজিপিএ–৩.০ (৪-এর মধ্যে) থাকতে হবে। ও লেভেলে গড়ে যেকোনো ৫টি বিষয়ে এবং এ লেভেলে গড়ে যেকোনো ২টি বিষয়ে ন্যূনতম ডি থাকতে হবে। কম্পিউটার জ্ঞান অবশ্যই থাকতে হবে। বিদেশি শিক্ষাপ্রতিষ্ঠান অর্জিত শিক্ষা/ডিগ্রি অথবা অন্যান্য সিস্টেমে কোনো ডিগ্রি, যা নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লেখ নেই, সেসব ক্ষেত্রে এদেশীয় সংশ্লিষ্ট শিক্ষা বোর্ড, বিশ্ববিদ্যালয় বা বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন কর্তৃক ইস্যুকৃত সমমান সার্টিফিকেট অনুযায়ী ডিগ্রি ও ফলাফলের তথ্য প্রদান করতে হবে।

বয়স: ২৭ জানুয়ারি ২০২৫ তারিখে সর্বোচ্চ ৩২ বছর।

বেতন স্কেল: ১৫,৯০০-৩৮,৪০০ টাকা।

৩. পদের নাম: জুনিয়র অ্যাসিস্ট্যান্ট (ক্যাটারিং সার্ভিসেস অ্যান্ড কো-অর্ডিনেশন)

পদসংখ্যা: ৪

যোগ্যতা ও অভিজ্ঞতা: যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রি। এসএসসি অথবা সমমান ও এইচএসসি অথবা সমমান পরীক্ষায় কমপক্ষে জিপিএ–৩.০ (৫-এর মধ্যে) এবং স্নাতকে কমপক্ষে সিজিপিএ–২.৮ (৪-এর মধ্যে) থাকতে হবে। ও লেভেলে গড়ে যেকোনো ৫টি বিষয়ে এবং এ লেভেলে গড়ে যেকোনো ২টি বিষয়ে ন্যূনতম ডি থাকতে হবে। কম্পিউটার জ্ঞান অবশ্যই থাকতে হবে। ফুড অ্যান্ড বেভারেজে ৬ মাস মেয়াদি ট্রেড কোর্স থাকতে হবে (পর্যটন, পলিটেকনিক ইনস্টিটিউট, বিয়াম বা সমপর্যায়ের) এবং সংশ্লিষ্ট বিষয়ে হোটেলে কাজের অভিজ্ঞতা থাকবে হবে। ক্যাটারিং ম্যানেজমেন্টে ডিপ্লোমা বা ট্রেড কোর্সসম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। আন্তর্জাতিক হোটেল বা ক্যাটারিং প্রতিষ্ঠানে ক্যাটারিং ম্যানেজমেন্টে কমপক্ষে ৩ বছরের অভিজ্ঞতা। বিদেশি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে অর্জিত শিক্ষা বা ডিগ্রি অথবা অন্যান্য সিস্টেমে কোনো ডিগ্রি, যা নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লেখ নেই, সেসব ক্ষেত্রে এদেশীয় সংশ্লিষ্ট শিক্ষা বোর্ড, বিশ্ববিদ্যালয় বা বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন কর্তৃক ইস্যুকৃত সমমান সার্টিফিকেট অনুযায়ী ডিগ্রি ও ফলাফলের তথ্য প্রদান করতে হবে।

বয়স: ২৭ জানুয়ারি ২০২৫ তারিখে সর্বোচ্চ ৩২ বছর।

বেতন স্কেল: ১২,৫০০-৩০,২৩০ টাকা।

৪. পদের নাম: অ্যাকাউন্টস অ্যাসিস্ট্যান্ট

পদসংখ্যা: ২

যোগ্যতা ও অভিজ্ঞতা: বাণিজ্য, বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন বা বিজনেস স্টাডিজে স্নাতক ডিগ্রি। এসএসসি অথবা সমমান ও এইচএসসি অথবা সমমান পরীক্ষায় কমপক্ষে জিপিএ–৩.০ (৫-এর মধ্যে) এবং স্নাতকে কমপক্ষে সিজিপিএ–২.৮ (৪-এর মধ্যে) থাকতে হবে। ও লেভেলে গড়ে যেকোনো ৫টি বিষয়ে এবং এ লেভেলে গড়ে যেকোনো ২টি বিষয়ে ন্যূনতম ডি থাকতে হবে। কম্পিউটার জ্ঞান অবশ্যই থাকতে হবে। বিদেশি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে অর্জিত শিক্ষা/ডিগ্রি অথবা অন্যান্য সিস্টেমে কোনো ডিগ্রি, যা নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লেখ নেই, সেসব ক্ষেত্রে এদেশীয় সংশ্লিষ্ট শিক্ষা বোর্ড, বিশ্ববিদ্যালয় বা বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন কর্তৃক ইস্যুকৃত সমমান সার্টিফিকেট অনুযায়ী ডিগ্রি ও ফলাফলের তথ্য প্রদান করতে হবে।

বয়স: ২৭ জানুয়ারি ২০২৫ তারিখে সর্বোচ্চ ৩২ বছর।

বেতন স্কেল: ১২,৫০০-৩০,২৩০ টাকা।

৫. পদের নাম: স্টোরকিপার

পদসংখ্যা: ৩

যোগ্যতা ও অভিজ্ঞতা: যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রি। এসএসসি অথবা সমমান ও এইচএসসি অথবা সমমান পরীক্ষায় কমপক্ষে জিপিএ–৩.০ (৫-এর মধ্যে) এবং স্নাতকে কমপক্ষে সিজিপিএ–২.৮ (৪-এর মধ্যে) থাকতে হবে। ও লেভেলে গড়ে যেকোনো ৫টি বিষয়ে এবং এ লেভেলে গড়ে যেকোনো ২টি বিষয়ে ন্যূনতম ডি থাকতে হবে। কম্পিউটার জ্ঞান অবশ্যই থাকতে হবে। বিদেশি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে অর্জিত শিক্ষা/ডিগ্রি অথবা অন্যান্য সিস্টেমে কোনো ডিগ্রি, যা নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লেখ নেই, সেসব ক্ষেত্রে এদেশীয় সংশ্লিষ্ট শিক্ষা বোর্ড, বিশ্ববিদ্যালয় বা বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন কর্তৃক ইস্যুকৃত সমমান সার্টিফিকেট অনুযায়ী ডিগ্রি ও ফলাফলের তথ্য প্রদান করতে হবে।

বয়স: ২৭ জানুয়ারি ২০২৫ তারিখে সর্বোচ্চ ৩২ বছর।

বেতন স্কেল: ১২,৫০০-৩০,২৩০ টাকা।

৬. পদের নাম: আইটি অ্যাসিস্ট্যান্ট

পদসংখ্যা: ১

যোগ্যতা ও অভিজ্ঞতা: বিজ্ঞান অথবা বাণিজ্যে স্নাতক ডিগ্রি। এসএসসি অথবা সমমান ও এইচএসসি অথবা সমমান পরীক্ষায় কমপক্ষে জিপিএ–৩.০ (৫-এর মধ্যে) এবং স্নাতকে কমপক্ষে সিজিপিএ–২.৮ (৪-এর মধ্যে) থাকতে হবে। ও লেভেলে গড়ে যেকোনো ৫টি বিষয়ে এবং এ লেভেলে গড়ে যেকোনো ২টি বিষয়ে ন্যূনতম ডি থাকতে হবে। নেটওয়ার্ক অ্যাডমিনিস্ট্রেশন, কম্পিউটার হার্ডওয়্যার ও সফটওয়্যার ইনস্টলেশন, রক্ষণাবেক্ষণ, মেরামত এবং ট্রাবল শ্যুটিং–সংক্রান্ত পর্যাপ্ত/প্রমাণিত জ্ঞানসহ কমপক্ষে ৩ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। ইংরেজিতে প্রতি মিনিটে ১০০টি শব্দ এবং বাংলায় ৭০টি শব্দ টাইপ করার গতি থাকতে হবে। বিদেশি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে অর্জিত শিক্ষা/ডিগ্রি অথবা অন্যান্য সিস্টেমে কোনো ডিগ্রি, যা নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লেখ নেই, সেসব ক্ষেত্রে এদেশীয় সংশ্লিষ্ট শিক্ষা বোর্ড, বিশ্ববিদ্যালয় বা বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন কর্তৃক ইস্যুকৃত সমমান সার্টিফিকেট অনুযায়ী ডিগ্রি ও ফলাফলের তথ্য প্রদান করতে হবে।

বয়স: ২৭ জানুয়ারি ২০২৫ তারিখে সর্বোচ্চ ৩২ বছর।

বেতন স্কেল: ১২,৫০০-৩০,২৩০ টাকা।

৭. পদের নাম: হাইজিন অ্যাসিস্ট্যান্ট

পদসংখ্যা: ৪

যোগ্যতা ও অভিজ্ঞতা: যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রি। এসএসসি অথবা সমমান ও এইচএসসি অথবা সমমান পরীক্ষায় কমপক্ষে জিপিএ–৩.০ (৫-এর মধ্যে) এবং স্নাতকে কমপক্ষে সিজিপিএ–২.৮ (৪-এর মধ্যে) থাকতে হবে। ও লেভেলে গড়ে যেকোনো ৫টি বিষয়ে এবং এ লেভেলে গড়ে যেকোনো ২টি বিষয়ে ন্যূনতম ডি থাকতে হবে। কম্পিউটার জ্ঞান অবশ্যই থাকতে হবে। বিদেশি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে অর্জিত শিক্ষা/ডিগ্রি অথবা অন্যান্য সিস্টেমে কোনো ডিগ্রি, যা নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লেখ নেই, সেসব ক্ষেত্রে এদেশীয় সংশ্লিষ্ট শিক্ষা বোর্ড, বিশ্ববিদ্যালয় বা বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন কর্তৃক ইস্যুকৃত সমমান সার্টিফিকেট অনুযায়ী ডিগ্রি ও ফলাফলের তথ্য প্রদান করতে হবে।

বয়স: ২৭ জানুয়ারি ২০২৫ তারিখে সর্বোচ্চ ৩২ বছর।

বেতন স্কেল: ১২,৫০০-৩০,২৩০ টাকা।

৮. পদের নাম: টেইলর

পদসংখ্যা: ১

যোগ্যতা ও অভিজ্ঞতা: এসএসসি অথবা সমমান পাস। টেইলারিং কাজে ৩ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

বয়স: ২৭ জানুয়ারি ২০২৫ তারিখে সর্বোচ্চ ৩২ বছর।

বেতন স্কেল: ১২,৫০০-৩০,২৩০ টাকা।

৯. পদের নাম: জুনিয়র ইলেকট্রিশিয়ান

পদসংখ্যা: ১

যোগ্যতা ও অভিজ্ঞতা: এইচএসসি বা সমমান পাস। সরকারি বিদ্যুৎ লাইসেন্স বোর্ড কর্তৃক সি শ্রেণির লাইসেন্সধারী হতে হবে। স্বনামধন্য প্রতিষ্ঠান থেকে বৈদ্যুতিক কাজে অবশ্যই ২ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। বিদেশি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে অর্জিত শিক্ষা/ডিগ্রি অথবা অন্যান্য সিস্টেমে কোনো ডিগ্রি, যা নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লেখ নেই, সেসব ক্ষেত্রে এ দেশীয় সংশ্লিষ্ট শিক্ষা বোর্ড, বিশ্ববিদ্যালয় বা বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন কর্তৃক ইস্যুকৃত সমমান সার্টিফিকেট অনুযায়ী ডিগ্রি ও ফলাফলের তথ্য প্রদান করতে হবে।

বয়স: ২৭ জানুয়ারি ২০২৫ তারিখে সর্বোচ্চ ৩২ বছর।

বেতন স্কেল: ১১,০০০-২৬,৫৯০ টাকা।

১০. পদের নাম: জুনিয়র এয়ারকন্ডিশন মেকানিক

পদসংখ্যা: ১

যোগ্যতা ও অভিজ্ঞতা: এইচএসসি বা সমমান পাস। সরকার স্বীকৃত প্রতিষ্ঠান থেকে এয়ারকন্ডিশন/রেফ্রিজারেশনের ওপর ট্রেড কোর্স সার্টিফিকেট থাকতে হবে। কোনো স্বনামধন্য প্রতিষ্ঠান থেকে সংশ্লিষ্ট ক্ষেত্রে অবশ্যই ২ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। বিদেশি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে অর্জিত শিক্ষা/ডিগ্রি অথবা অন্যান্য সিস্টেমে কোনো ডিগ্রি, যা নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লেখ নেই, সেসব ক্ষেত্রে এদেশীয় সংশ্লিষ্ট শিক্ষা বোর্ড, বিশ্ববিদ্যালয় বা বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন কর্তৃক ইস্যুকৃত সমমান সার্টিফিকেট অনুযায়ী ডিগ্রি ও ফলাফলের তথ্য প্রদান করতে হবে।

বয়স: ২৭ জানুয়ারি ২০২৫ তারিখে সর্বোচ্চ ৩২ বছর।

বেতন স্কেল: ১১,০০০-২৬,৫৯০ টাকা।

১১. পদের নাম: জুনিয়র জেনারেল টেকনিশিয়ান

পদসংখ্যা: ৩

যোগ্যতা ও অভিজ্ঞতা: এইচএসসি বা সমমান পাস। কার্পেন্ট্রি, প্লাম্বিং, ওয়েল্ডিং বা পেইন্টিং বিষয়ে সরকার–স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ট্রেড কোর্স সার্টিফিকেট থাকতে হবে। কোনো স্বনামধন্য প্রতিষ্ঠান থেকে সংশ্লিষ্ট ক্ষেত্রে অবশ্যই ৩ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। বিদেশি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে অর্জিত শিক্ষা/ডিগ্রি অথবা অন্যান্য সিস্টেমে কোনো ডিগ্রি, যা নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লেখ নেই, সেসব ক্ষেত্রে এদেশীয় সংশ্লিষ্ট শিক্ষা বোর্ড, বিশ্ববিদ্যালয় বা বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন কর্তৃক ইস্যুকৃত সমমান সার্টিফিকেট অনুযায়ী ডিগ্রি ও ফলাফলের তথ্য প্রদান করতে হবে।

বয়স: ২৭ জানুয়ারি ২০২৫ তারিখে সর্বোচ্চ ৩২ বছর।

বেতন স্কেল: ১১,০০০-২৬,৫৯০ টাকা।

আবেদন যেভাবে

আগ্রহী প্রার্থীদের এই ওয়েবসাইটে (http://bbal.teletalk.com.bd/) ফরম পূরণের মাধ্যমে আবেদন করতে হবে। নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য এই লিংকে জানা যাবে। অনলাইনে আবেদন করতে কোনো সমস্যা হলে টেলিটক নম্বর থেকে ১২১ নম্বরে কল অথবা vas.query@teletalk.com.bd ঠিকানায় ই-মেইলে যোগাযোগ করা যাবে।

আবেদন ফি

অনলাইনে আবেদনের অনধিক ৭২ ঘণ্টার মধ্যে আবেদন ফি বাবদ ১ ও ২ নম্বর পদের জন্য ২২৩ টাকা, ৩ থেকে ৮ নম্বর পদের জন্য ১৬৮ টাকা এবং ৯ থেকে ১১ নম্বর পদের জন্য ১১২ টাকা টেলিটক প্রিপেইড মুঠোফোন নম্বর থেকে এসএমএসের মাধ্যমে জমা দিতে হবে।

আবেদনের সময়সীমা: ২৭ জানুয়ারি থেকে ৫ ফেব্রুয়ারি ২০২৫, বিকেল ৫টা পর্যন্ত।

সূত্র: যুগান্তর




দর্শনা ছাত্রীদের মাঝে শীতবস্ত্র বিতরণ

দর্শনা আদর্শ হাফিজিয়া মহিলা মাদ্রাসা ও লিল্লাহ বোডিংয়ের ছাত্রীদের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়েছে।

সোমবার সকাল ১০টায় নিজ উদ্যোগে শীতবস্ত্র বিতরণ করেন দর্শনা পৌর বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি হাবিবুর রহমান বুলেট।

কম্বলগুলো মাদ্রাসার অভিভাবক হিসেবে বুঝে নেন দর্শনা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক ইকরামুল হক পিপুল। এ সময় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন দর্শনা প্রেসক্লাবের সাবেক সভাপতি সাংবাদিক আওয়াল হোসেন এবং দর্শনা সরকারি কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আসিফ হাসান।

এ নিয়ে হাবিবুর রহমান বুলেট ইতিপূর্বে দর্শনা সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং রামনগর প্রতিবন্ধী বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের মাঝে সাড়ে ৩ শত কম্বল বিতরণ করেছেন।




এক মুড়িতেই নয় সমাধান

‘মুড়ি খান’— বাক্যটি ব্যবহার করা হয় ব্যাঙ্গাত্মকভাবে। সহজলভ্যও বোঝানো হয়। তবে হাতের কাছে সস্তায় পেয়ে যাওয়া এই মুড়ির অনেকগুণ। শুকনো খান, ভিজিয়ে কিংবা ছোলা-বুট-চানাচুর দিয়ে মেখে পুষ্টিগুণ কিন্তু কমে না। অল্প ক্ষিধেতে কার্যকরী এক মুঠ মুড়ি অজান্তেই সেরে দেয় অনেক রোগ।

চিকিৎসকদের মতে, মুড়ি ফাইবার সমৃদ্ধ। এটি খাওয়ার পর হজমশক্তি বাড়ে। ইউরিক অ্যাসিড বেড়ে যাওয়া ছাড়া এই খাবারে আর কোনো পার্শ্বপ্রতিক্রিয়া নেই। তাই সময় পেলেই মুড়ি খান। তার আগে জেনে নিন এর ক্ষমতা—

  • অ্যাসিডিটি রোধ করতেও সাহায্য করে মুড়ি। হজমের সমস্যা থাকলে এবং অ্যাসিডিটি হলে, মুড়ি খুবই উপকারি। নিয়মমাফিক যদি মুড়ি খাওয়া যায়, তা হলে অ্যাসিডিটি কমবে।
  • কোষ্ঠকাঠিন্যে ভুগলে, মুড়ি খাওয়া অনেক ভাল। এটি শরীরের জন্য খুবই উপকারী কারণ এটি শরীরকে ভিটামিন বি দেয়।
  • মুড়িতে উচ্চ পরিমাণে শর্করা রয়েছে। যার ফলে এটি শরীরে শক্তি বাড়িয়ে তুলতে সাহায্য করে।
  • শরীরে কোলেস্টেরলের মাত্রা বেশি থাকলে অনেক গুরুতর অসুখ পিছু নিতে পারে।
  • এমনকি হার্টের অসুখ ও স্ট্রোক পর্যন্ত হতে পারে। এই রোগে ভুক্তভোগীরা নিশ্চিন্তে মুড়ি খেতে পারেন।
  • মুড়িতে নিয়াসিন, ফাইবার, ভিটামিন ডি, ক্যালসিয়াম, আয়রনের মতো প্রচুর গুরুত্বপূর্ণ উপাদান রয়েছে। তাই দেহে পুষ্টির ঘাটতি থাকলে তা পূরণ করতে পারে মুড়ি।
  • মুড়িতে প্রচুর পরিমাণে ভিটামিন বি ও খনিজ লবণ থাকায় এটি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। নিয়মিত মুড়ি চিবিয়ে খেলে হার্ট অ্যাটাকের ঝুঁকি কমে যায়।
  • দাঁত ও মাড়ির স্বাস্থ্যও থাকে ভাল।
  • মুড়িতে আছে ক্যালসিয়াম, আয়রন যা হাড় শক্ত রাখতেও সাহায্য করে।