মেহেরপুরে ২ নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে কম্বল বিতরণ

মেহেরপুরের ২ নং ওয়ার্ড বিএনপি’র উদ্যোগে শীতার্ত মানুষদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।

গতকাল শুক্রবার বিকেলে মেহেরপুর শহরের ২ নং ওয়ার্ডের হালদার পাড়ায় এই কম্বল বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। বিএনপির স্থানীয় নেতাকর্মীরা এই উদ্যোগে অংশ নেন এবং এলাকার দরিদ্র ও শীতার্ত মানুষদের হাতে কম্বল তুলে দেন।

স্থানীয় বিএনপি নেতারা জানান, প্রতিবছর শীত মৌসুমে তারা গরিব ও অসহায় মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করেন। এরই ধারাবাহিকতায় এবারও এই উদ্যোগ নেওয়া হয়েছে।

এসময় পৌর বিএনপির সাধারণ সম্পাদক আবু ওবায়দুল্লাহ সেন্টু, সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক মনিরুল ইসলাম মনা, দপ্তর সম্পাদক মোহাম্মদ নাসিম খান, পৌর শ্রমিকদলের সভাপতি মীর বকুল, জেলা যুবদলের সহ-সভাপতি বাবু সাবের, পৌর যুবদলের সদস্য সচিব পৌর নওশেল আহমেদ রনি, জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক এম এ মাবুদ, মোহাম্মদ সোহেল, মিলন আলীসহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

স্থানীয় বাসিন্দারা বিএনপির এই উদ্যোগের প্রশংসা করেন এবং ধন্যবাদ জানান।




মেহেরপুর জেলা বিএনপির আহ্বায়ক কমিটির নেতৃবৃন্দের গণসংযোগ

মেহেরপুর জেলা বিএনপির নব নির্বাচিত সদস্য সচিব এডভোকেট কামরুল ইসলাম ও যুগ্ম আহ্বায়ক ফয়েজ মোহাম্মদের নেতৃত্বে শ্যামপুর ইউনিয়নে একটি গণসংযোগ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

গতকাল শুক্রবার বিকেল ৩ টার দিকে কুতুবপুর ইউনিয়নের তেরোঘরিয়া গ্রামের এ গণসংযোগ কার্যক্রম শুরু করেন তারা। পরে শোলমারি ও রুদ্রনগর গ্রামে এ গণসংযোগ অনুষ্ঠিত হয়।

নেতৃত্বস্থানীয়দের সাথে স্থানীয় নেতাকর্মী ও সমর্থকরা গণসংযোগে অংশ নেন এবং জেলা বিএনপির নব নির্বাচিত সদস্য সচিব এডভোকেট কামরুল ইসলাম ও যুগ্ম আহ্বায়ক ফয়েজ মোহাম্মদকে ফুলের শুভেচ্ছা দেন।
এসময় জেলা বিএনপি’র সাবেক সহ-সভাপতি আলমগীর খাঁন ছাতু, ওমর ফারুক লিটন, জেলা যুবদলের সহ-সভাপতি আনিসুর রহমান লাবলু, আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট এহান উদ্দিন মনা, সদর থানা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক হাসিবুজ্জামান স্বপ্নন, জেলা জিয়া মঞ্চের আহ্বায়ক এডভোকেট নজরুল ইসলাম, জেলা জিয়া মঞ্চের সদস্য সচিব ও জেলা যুবদলের সদস্য মনিরুল ইসলাম মনিসহ বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।




মেহেরপুরে আইবিডব্লিউএফ’র মত বিনিময় সভা অনুষ্ঠিত

মেহেরপুরের গাংনীতে ইন্ডাস্ট্রিয়ালিস্টস এন্ড বিজনেসম্যান ওয়েলফেয়ার ফাউন্ডেশন (আইবিডব্লিউএফ) গাংনী উপজেলা শাখা আয়োজিত মত বিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার সকালে মেহেরপুরের গাংনী বাজার সিঙ্গার শো রুমে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

গাংনী উপজেলা আইবিডব্লিউফ এর সভাপতি ফকির মোহাম্মদের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন আইবিডব্লিউএফ এর মেহেরপুর জেলা শাখার উপদেষ্টা ও বাংলাদেশ জামায়াতে ইসলামী মেহেরপুর জেলা আমীর মাওলানা তাজ উদ্দিন খান।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আইবিডব্লিউএফ এর সভাপতি খালিদ মোঃ সাইফুল ইসলাম, জেলা সেক্রেটারি মোঃ সাজ্জাদুল ইসলাম পলাশ।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী গাংনী উপজেলা আমীর ও আইবিডব্লিউএফ উপদেষ্টা ডাঃ মোঃ রবিউল ইসলাম, আইবিডব্লিউএফ এর সাবেক জেলা সভাপতি ও বাংলাদেশ জামায়াতে ইসলামী জেলা কর্মপরিষদ সদস্য নাজমুল হুদা, ইসলামী ব্যাংক গাংনী শাখার ম্যানেজার অপারেশন মোঃ হাসিবুল ইসলাম, গাংনী পৌর আইবিডব্লিউএফ সভাপতি মনিরুল ইসলাম, গাংনী পৌর জামায়াতের আমীর মোঃ আহসানুল হক, বায়তুল মাল ও রাজনৈতিক সেক্রেটারি মোঃ জিল্লুর রহমান প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে মাওলানা তাজউদ্দিন খান বলেন সততার মাধ্যমে আমাদের সকলকে ব্যবসা বাণিজ্য পরিচালনা করতে হবে এবং সকল পন্য বিক্রয়ের ক্ষেত্রে সঠিক ভাল পন্য উল্লেখ করতে হবে। আল্লাহ তাআলা রিজিকের ৯০ ভাগ ব্যবসার মাধ্যমে আসে তাই আমাদের সৎ সকল ব্যবসায়ীকে সৎ ও নির্ভীক হতে হবে। রাসুল বলেছেন ব্যবসিক রা নবী-রাসূল ও শহীদদের সাথে জান্নাতে থাকবেন সেজন্য আমাদেরকে সততার সাথে ব্যবসা করতে হবে।




ব্যক্তির চেয়ে দল বড় দলের চেয়ে দেশ- আমিরুল ইসলাম

বিএনপির নেতাকর্মীকে সুসংগঠিত করে ধানের শীষকে বিজয়ী করার জন্য আমাদের দায়িত্ব দেওয়া হয়েছে। আপনি দল গোছাবেন না, ধানের শীষ কি এমনি এমনি হবে। আওয়ামীলীগ ওত পেতে বসে আছে আর জামায়াত দোয়া মন্ত্র যা দরকার বিএনপির মধ্যে ঢোকাচ্ছে সবাধান হতে হবে। আগে দল গোছাতে হবে। পাঁচ তারিখের বিএনপি আর পাঁচ তারিখের আগের বিএনপি আলাদা। পাঁচ তারিখের আগের বিএনপির কিছুটা স্থিতিশীল ছিল। আপনি চাঁদাবাজি অন্যায় অত্যাচার করলে কিছুটা মাপ পেতেন।

পাঁচ তারিখের পরে রক্তক্ষরণের মধ্যে দিয়ে এদেশ স্বাধীন হয়েছে আপনি ছাত্র-জনতার রক্তক্ষরণের এদেশ ব্যবহার করবেন, চাঁদাবাজি করবেন, লুটপাট করবেন, ড্রোন ক্যামেরায় ধরা পড়েছেন। যাচাই-বাছাই করা হয়েছে, আমরা পাঁচ তারিখের পরে পরীক্ষায় পাশ করেছি। সেই কারণে আজকে আমাদের দল গোছানোর দায়িত্ব দিয়েছে।

গতকাল শুক্রবার বিকালে মুজিবনগর রেস্ট হাউসে দারিয়াপুর ইউনিয়ন বিএনপির আয়োজনে, মেহেরপুর জেলা বিএনপির নবগঠিত আহবায়ক কমিটির নেতৃত্বে দারিয়াপুর ইউনিয়ন বিএনপি কে আরো গতিশীল ও শক্তিশালী করার লক্ষে কর্মী সভায় এসব কথা বলেন, অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা বিএনপির ১ নং যুগ্ম আহবায়ক ও মুজিবনগর উপজেলা বিএনপির সভাপতি আমিরুল ইসলাম।

নবগঠিত আহবায়ক কমিটির কর্মী সভায় মুজিবনগর উপজেলা যুবদলের সদস্য সচিব আনোয়ারুল ইসলামের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন দারিয়াপুর ইউনিয়ন বিএনপির শহিদুল ইসলাম বিশ্বাস, দারিয়াপুর ইউনিয়ন বিএনপির (ভারপ্রাপ্ত সভাপতি) শামসুজ্জোহা।

বক্তব্য রাখেন, দারিয়াপুর ইউনিয়ন যুবদলের সাধারন সম্পাদক নাহিদ, দারিয়াপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক নাসির উদ্দীন, দারিয়াপুর ইউনিয়ন বিএনপির অন্যতম নেতা সাদী মাষ্টার, দারিয়াপুর ইউনিয়ন বিএনপির অন্যতম নেতা হাফিজুল ইসলাম মাস্টার, মোনাখালী ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক রায়হানুল কবির, কেদারগঞ্জ বাজার কমিটির সভাপতি আব্দুর সবুর, বাগোয়ান ইউনিয়ন বিএনপির সভাপতি রফিকুল ইসলাম। এ সময় দারিয়াপুর ইউনিয়ন বিএনপির বিপুল সংখ্যাক নেতাকর্মী উপস্থিত ছিলেন।




মেহেরপুরে জেলা বিএনপি’র আহ্বায়ক কমিটির পথসভা ও লিফলেট বিতরণ

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক উপস্থাপিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা সাধারণ মানুষের সামনে তুলে ধরতে পথসভা ও লিফলেট বিতরণ করেছে মেহেরপুর জেলা বিএনপি’র আহ্বায়ক কমিটি।

আজ শুক্রবার (২০ ডিসেম্বর) সকাল সাড়ে নয়টার দিকে জেলা বিএনপি’র আহ্বায়ক কমিটির আয়োজনে পথসভা ও লিফলেট বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির আহ্বায়ক জাভেদ মাসুদ মিল্টন।

কর্মসূচির অংশ হিসেবে শহরের গুরুত্বপূর্ণ স্থান বড় বাজারে পথসভা ও লিফলেট বিতরণ করেন তারা।

এসময় জাভেদ মাসুদ মিল্টন বলেন, তারেক রহমানের উপস্থাপিত এই ৩১ দফা দেশকে গণতন্ত্রের পথে ফিরিয়ে নিতে এবং একটি সমৃদ্ধ ভবিষ্যৎ নির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। আমরা এই দফাগুলো সাধারণ মানুষের সামনে তুলে ধরছি, যাতে তারা দেশের কল্যাণে এগিয়ে আসেন।

এছাড়াও এসময় জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সচিব এডভোকেট কামরুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক আমিরুল ইসলাম, ফয়েজ মোহাম্মদ, জেলা বিএনপি’র সাবেক সহ-সভাপতি আলমগীর খাঁন ছাতু, ওমর ফারুক লিটন, সাবেক যুগ্ম সম্পাদক কাজী মিজান মেনন, জেলা যুবদলের সহ-সভাপতি আনিসুর রহমান লাবলু, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আজমল হোসেন মিন্টু, জেলা যুবদলের আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট এহান উদ্দিন মনা, সদর থানা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক হাসিবুজ্জামান স্বপ্নন, জেলা জিয়া মঞ্চের সদস্য সচিব ও জেলা যুবদলের সদস্য মনিরুল ইসলাম মনিসহ বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।




মুজিবনগরে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি গ্রেফতার

মুজিবনগর উপজেলার মোনাখালী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রফিকুল ইসলাম রফা গাইনকে (৬০) গ্রেফতার করেছে মুজিবনগর থানা পুলিশ।

আজ শুক্রবার (২০ ডিসেম্বর) সকাল ৭ টার দিকে মুজিবনগর থানা পুলিশ তার বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করেন।

রফা গাইন মুজিবনগর উপজেলার শিবপুর গ্রামের আমির গাইনে ছেলে।

মুজিবনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, রফা গাইনের নামে দুটি চাঁদাবাজিসহ একাধিক মামলা রয়েছে। গতকাল শুক্রবার সকালের দিকে গোপন সংবাদের ভিত্তিতে তার বাড়িতে অভিযান চালিয়ে তাঁকে গ্রেফতার করা হয়। পরে আদালতের মাধ্যমে মেহেরপুর জেল হাজতে প্রেরণ করা হয়েছে।




মেহেরপুরে একদিনে তিন গুণী শিক্ষকের মৃত্যু

মেহেরপুর সদর ও গাংনী উপজেলার একদিনে তিন গুণী শিক্ষকের বার্ধক্যজনিত কারণে মৃত্যু হয়েছে(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।

তাঁরা হলেন, মেহেরপুর সরকারি কলেজের সাবেক ক্রীড়া শিক্ষক ও সদর উপজেলার আমঝুপি গ্রামের দক্ষিণপাড়ার কৃতি সন্তান ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব মাসুদুল হাসান, মেহেরপুর শহরের পাঁচ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ও উত্তরপাড়া প্রাথমিক বিদ্যালয়ের অবসর প্রাপ্ত প্রধান শিক্ষক মোহাম্মদ আলাউদ্দিন মাস্টার এবং গাংনী উপজেলার সাহেবনগর গ্রামের বাসিন্দা প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আশরাফুল ইসলাম (মলা মাষ্টার)।

পরিবারের বরাত দিয়ে আমঝুপি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ফয়জুল কবীর জানান, মেহেরপুর সরকারি কলেজের সাবেক ক্রীড়া শিক্ষক মরহুম মাসুদুল হাসান ঢাকার একটি বেসরকারি হাসপালে বৃহস্পতিবার দিবাগত রাত ৯ টার সময় চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তিনি দীর্ঘদিন যাবৎ বার্ধক্যজনিত কারণে বিভিন্ন রোগে ভুগছিলেন।

আজ শুক্রবার বেলা ২ টা ১০ মিনিটের সময় সদর উপজেলার আমঝুপি ফাজিল মাদ্রাসা প্রাঙ্গণে তার নামাজে জানাযা শেষে স্থানীয় কবরস্থানে দাফন করা হবে।

মোহাম্মদ আলাউদ্দিন মাস্টারের ছেলে আব্দুস সালাম জানান, তার বাবা দীর্ঘদিন যাবৎ বিভিন্ন রোগে ভুগছিলেন। বাড়িতেই তার চিকিৎসা চলছিলো। বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১০ টার দিকে মারা যান তিনি।

আজ শুক্রবার (২০ ডিসেম্বর) সকাল সাড়ে ১০ টার সময় মেহেরপুর শহরের শেখপাড়া ঈদগা ময়দানে জানাযা শেষে কবরস্থানে দাফন অনুষ্ঠিত হবে।

আলাউদ্দিন মাস্টারের স্ত্রী, এক ছেলে, এক মেয়ে, আত্মীয় স্বজন, সহকর্মীসহ অসংখ্য গুনগ্রাহী রয়েছেন।

হাড়াভাঙ্গা সিনিয়র ডিএস ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ আব্দুর রাজ্জাক জানান, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আশরাফুল ইসলাম (মলা মাষ্টার) দীর্ঘদিন যাবৎ শাস কষ্টসহ নানা জটিল রোগে ভুগছিলেন।

বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ৯ সময় নিজ বাড়িতে ইন্তেকাল করেন। তাঁর স্ত্রী, ৫ ছেলে ও দুই মেয়ে, আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব, সহকর্মীসহ অসংখ্য গুনগ্রাহী রয়েছে।

আজ শুক্রবার বেলা দুইটার সময় সাহবেনগর গ্রামে নামাজে জানাযা শেষে কবরস্থানে দাফন করা হবে।




মেহেরপুর সরকারি কলেজের সাবেক ক্রীড়া শিক্ষক মাসুদুল হাসান আর নেই

মেহেরপুর সরকারি কলেজের সাবেক ক্রীড়া শিক্ষক মাসুদুল হাসান ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।

আজ বৃহস্পতিবার রাত ৯টার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নি:শ্বাস ত্যাগ করেন। তিনি মেহেরপুর সদর উপজেলার আমঝুপি দক্ষিণপাড়ার মৃত ফজলুর রহমানের ছেলে। তিনি সেখানেই বসবাস করতেন। তিনি স্ত্রী, তিন ছেলে, এক মেয়ে , নাতি-নাতনিসহ অসংখ্য গুণাগ্রাহী রেখে গেছেন।

তিনি কয়েক বছর আগে মেহেরপুর সরকারি কলেজ থেকে অবসর গ্রহণ করেন। তিনি খুলনা বেতারের তালিকাভুক্ত সঙ্গীত শিল্পিও ছিলেন।




ঝিনাইদহ ডায়াবেটিক সমিতির নির্বাচনে হাডাহাডি লড়ায়ের আভাস

প্রচার প্রচারণায় জমে উঠেছে ঝিনাইদহ ডায়াবেটিক সমিতির নির্বাচন। নির্বাচনের দিন ঘনিয়ে এসেছে আগামী ২১ডিসেম্বর সকাল থেকে ভোট গ্রহন অনুষ্ঠিত হবে। এখন প্রার্থীরা প্রচার প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন। সকাল থেকে গভীর রাত অবধি জেলার বিভিন্ন উপজেলায় ভোটারদের দ্বারে দ্বারে ছুটছেন তারা। দিচ্ছেন নানা উন্নয়নের প্রতিশ্রুতি।

নির্বাচনে বিএনপি সমর্থীত সম্মিলিত নাগরিক ঐক্য পরিষদের ব্যানারে ‘শতভাগ দুর্নীতি, বৈষম্যহীন পরিবেশ নিশ্চিত, চিকিৎসার মানউন্নয়নের অঙ্গিকার নিয়ে গঠিত মোয়াজ্জেম-পান্নু প্যানেল নির্বাচনী গণসংযোগ কওে বেড়াচ্ছেন। তারা ভোটারদের কাছে গিয়ে প্যানেলের পক্ষে ভোট প্রার্থনা করছেন। গত মঙ্গলবার সম্মিলিত নাগরিক ঐক্য পরিষদের প্যানেল ডায়াবেটিক হাসপাতালের নানা উন্নয়ন, রোগীদের সেবার মান বৃদ্ধি, ভোগান্তী দুর ও ব্যয় কমানোর নানা প্রতিশ্রুতি দিয়ে ইস্তেহার ঘোষণা করেছেন। সেসময় প্যানেলের সভাপতি প্রার্থী মোয়াজ্জেম হোসেন, সাধারণ সম্পাদক প্রার্থী এ্যাড. মুন্সী কামাল আজাদ পান্নু, সহ-সভাপতি জাহিদুজ্জামান মনাসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। জয়ের ব্যাপারে তারা শতভাগ আশাবাদি বলে জানান।

অপর দিকে জামায়াত সমর্থীত সচেতন নাগরিক ফোরামের প্রার্থীরা নির্বাচনে জয়ের জন্যে ডায়াবেটিস সমিতির নানামুখী উন্নয়ন স্বচ্ছতা এবং জবাবদীহিতার সাথে করা হবে বলে নানান প্রতিশ্রুতি দিয়ে জোর প্রচার প্রচারণা চালাচ্ছে। সচেতন নাগরিক ফোরামের সভাপতি প্রার্থী শহিদুল ইসলাম শহিদ এবং সাধারণ সম্পাদক শফিউল আলম জয়ের ব্যাপারে আশাবাদ ব্যাক্ত করেন। এই নির্বাচনে আওয়ামী লীগ সমর্থীত কোন প্যানেল দেয়নি।

আগামী ২১ ডিসেম্বর শনিবার ঝিনাইদহ ডায়াবেটিক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হবে। ২১টি পদে দুটি প্যানেলে মোট ৩৩ জন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতা করছেন। ওই দিন সকাল ৯ টা থেকে ৪ টা পর্যন্ত ৩০৩ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।




অনলাইন জুয়ায় আসক্ত হয়ে ঝিনাইদহে বাড়ছে আত্মহত্যা, সামাজিক অপরাধ ও ঋণেরবোঝা

ঝিনাইদহে অনলাইন জুয়ার আসক্তি ভয়াবহ রুপ ধারণ করেছে। কিশোর, যুবক ও বৃদ্ধসহ সব বয়সীরা এমনকি নারীরাও অনলাইন জুয়ায় আসক্ত হয়ে পড়ছে। লোভে পড়ে খুয়াচ্ছে টাকা-পয়সা ও সহায়-সম্বল। জুয়া’য় সর্বস্ব হারিয়ে হতাশায় আত্মহত্যার ঘটনাও ঘটছে। জুয়ার মাধ্যমে মোবাইল অ্যাপস নিয়ন্ত্রণকারীদের কাছে পাঁচার হচ্ছে লাখ লাখ টাকা।

প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে রীতিমতো প্রকাশ্যেই সোশ্যাল মিডিয়ায় জুয়ার বিজ্ঞাপন দিয়ে জুয়ার অ্যাপসের প্রচারণা চলছে। চটকদার এসব বিজ্ঞাপণে প্রলোভিত হয়ে ঝাপিয়ে পড়ছে অনলাইনে টাকা উপার্জনের নেশায়।

সম্প্রতি ঝিনাইদহে জুয়ায় ক্ষতিগ্রস্ত হয়ে আত্মহত্যা, ঋণগ্রস্ত হয়ে বাড়ি ছাড়া ও দাম্পত্য কলহের বেশকয়েকটি ঘটনা পর্যক্ষেণ করা গেছে।

জানাগেছে, টিকে-৭৭৭, জয়া-৯৯৯, ক্যাসিনো-৭৭৭, হাউজ অব ফান, স্টার স্লট, লাকি স্পিন স্লট, ওয়ান এক্স বেট, লুডো কিং, তিন পাত্তি গোল্ড, ২৯ গোল্ড কার্ড গেম, বেট কুইন, ৩৬৫ বেটসহ অসংখ্য জুয়ার অ্যাপে আসক্ত হয়ে পড়ছে সব বয়সের মানুষ। এসব অ্যাপসে বিকাশ ও নগদ মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে টাকা লেনদেন হয়। সোশ্যাল মিডিয়ার চটকদার বিজ্ঞাপনের জন্য ব্যবহার করা হয় জনপ্রিয় তারকা, ক্রিকেটার, রাজনৈতিক নেতার ছবি।

গত ১১ ডিসেম্বর বিষ পান করে আত্মহত্যা করে ঝিনাইদহ সদর উপজেলার বেতাই গ্রামের মোঃ লালু মিয়া (৩৫) নামের এক যুবক। সে বেতাই গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে। তার স্ত্রী ও ছোট ছোট ৩টি সন্তান রয়েছে। তার স্ত্রী নিলুফা খাতুনের সাথে কথা বলে জানাগেছে, লালু মিয়া মোবাইল জুয়া’য় আসক্ত হয়ে পড়ে। জুয়া খেলতে গিয়ে সে গরু বিক্রি করেছে, জমি বন্ধক রেখেছে। জাগরণী চক্র সহ ৪টি এনজিও থেকে ঋণ নিয়ে সেই টাকা জুয়া’য় লাগিয়ে নষ্ট করেছে অবশেষে ঋণের বোঝার চাপে সে আত্মহত্যা করে। তার মৃত্যুতে ছোট-ছোট ছেলে মেয়ে নিয়ে মহাকষ্টে পড়েছে নিলুফা খাতুন। খোঁজ নিয়ে জানাগেছে, সদর উপজেলার গান্না বাজারে বড় মুদি ব্যবসায়ী মোঃ কবির হোসেন। তার ‘কবির স্টোর’এ প্রতিদিন পাইকারী-খুচরা মিলে দেড়-দুই লাখ টাকা বেচাকেনা হয়।

স্থানীয় জুয়াড়ি যুবকদের প্ররোচণায় পড়ে সে জুয়া খেলতে শুরু করে। জুয়া লাভজনক ভেবে সে তার জনতা ব্যাংকের সিসি হিসাবের ১৫ লাখ টাকা ধিরে ধিরে জুয়া’য় হেরে যায়। এই ঘটনায় পারিবারিক কলহ তৈরি হলে পরিবার থেকে তার এন্ড্রয়েড মোবাইল ফোন নিয়ে নেওয়া হয়।

কবির হোসেন প্রতিবেদককে বলেন, জুয়ার নেশায় আমি নিঃস্ব হয়ে গিয়েছি। এখন আর এন্ড্রয়েড মোবাইল ব্যবহার করছি না। খোঁজ নিয়ে জানাগেছে, সদর উপজেলার চান্দেরপোল গ্রামে তাইজেল হোসেনের ছেলে রেজাউল ইসলাম। সে দিন মজুরী ও বাজারে ছোট তরকারির দোকান দিয়ে জীবিকা নির্বাহ করতো। ওই গ্রামের খিলাফত মন্ডলের ছেলে শরিফুল ইসলামের কাছ থেকে ৮০ হাজার টাকায় এক খন্ড জমি বন্ধক নেওয়া জন্য এনজিওতে একটি ঋণের স্কিম করে। স্কিম করার জন্য শরিফুল ইসলামের কাছ থেকে ৪ হাজার টাকাও ধার নেয়।

রেজাউল স্থানীয় জুয়াড়িদের প্রলোভনে পড়ে সেই টাকা দিয়ে অনলাইনে জুয়া খেলতে গিয়ে প্রথম দিন কিছু লাভ হয়। তার পরে বেশি করে টাকা লাগিয়ে এনজিও থেকে ঋণ নিয়ে হেরে যায়।

রেজাউল ইসলাম প্রতিবেদককে বলেন, শুনেছিলাম মোবাইলে খেলা করে অনলাইনে টাকা উপার্জন করা যায়। সেই জন্য জুয়ার অ্যাপস মোবাইলে নিয়ে খেলতে শুরু করি। এখন আমি নিঃস্ব হয়ে পড়েছি। তবে এসব এলাকায় অনেক কিশোর ছেলেরা জুয়া খেলে মোটরবাইক কেনাসহ বিলাসি জীবন যাপন করছে। তাদের উপার্জনের উৎস মানুষ জেনে জুয়াতে আরও উৎসাহিত হয়ে পড়ছে। সীমিত কয়েকজন জুয়াড়ি লাভবান হলেও বেশির ভাগ মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে।

খোঁজ নিয়ে জানাগেছে, ঝিনাইদহ শহরের সরকারি কেসি কলেজ সংলগ্ন একটি মোবাইলের দোকান থেকে কয়েক বছর আগে জুয়া ছড়ানো হয়েছে। জেলায় সব জায়গায়ই জুয়া খেলে নিঃস্ব হচ্ছে, ঋণগ্রস্ত হয়ে অন্য অপরাধের সাথেও জড়িয়ে পড়ছে। তবে প্রশাসনের এ বিষয়ে ভ্রুক্ষেপ নেই।

এবিষয়ে ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অবস) মহিদুর রহমান বলেন,“কারা কারা এই খেলা করছে এটা বিটিআরসি বলতে পারবে। আমাদের পক্ষে বোঝ সম্ভব নয়। রাষ্ট্র উদ্যোগ না নিলে আমাদের কিছুই করার নেই। এরা বিভিন্ন সেলিব্রেটির ছবি ব্যবহার করেও সোশ্যাল মিডিয়ায় বিজ্ঞাপন দিয়ে থাকে। রাষ্ট্র উদ্যোগ নিলেই কেবল জুয়া বন্ধ বা রোধ করা সম্ভব ”।