ঝিনাইদহ ক্যাডেট কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন

ঝিনাইদহ ক্যাডেট কলেজে তিন দিন ব্যাপী ৫৯তম আন্তঃহাউজ বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে।

আজ বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) সকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বেলুন ও পায়রা উড়িয়ে প্রতিযোগিতার উদ্বোধন করেন ঝিনাইদহ ক্যাডেট কলেজের অধ্যক্ষ কর্নেল এস এম রাকিব ইবনে রেজওয়ান এএফডব্লিউসি, পিএসসি ।

সেসময় উপস্থিত ছিলেন ঝিনাইদহ ক্যাডেট কলেজের উপাধ্যক্ষ মোঃ শফিক উদ্দীন, এ্যাডজুটেন্ট মেজর মোঃ সরফরাজ নেওয়াজ পিএসসি জি, মেডিকেল অফিসার মেজর নূরুজ্জামান ত’র্য, ও কলেজের শিক্ষক-কর্মচারিবৃন্দ।

এছাড়াও উদ্বোধনী অনুষ্ঠানে ক্যাডেটদের অভিভাবক, সাংবাদিক, শিক্ষকমন্ডলী ও অতিথিগন উপস্থিত ছিলেন।

প্রতিযোগিতায় ক্যাডেটরা ৩৩টি ইভেন্টে অংশ গ্রহন করবেন। আগামী ২৩ ডিসেম্বর ৩ দিন ব্যাপী ৫৯তম আন্তঃহাউজ বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহনকারী বিজয়ী ক্যাডেটদের মাঝে পুরস্কার বিতরণ করা হবে।




নিয়োগ দিবে রূপায়ন গ্রুপ

রূপায়ন গ্রুপের অন্যতম প্রতিষ্ঠান রূপায়ন সিটি উত্তরা জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটির সেলস বিভাগ ডেপুটি ম্যানেজার/অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদে জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।

আবেদন নেওয়া শুরু হয়েছে গত ০৪ ডিসেম্বর থেকে এবং আগামী ০৩ জানুয়ারি পর্যন্ত আবেদন করা যাবে। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী নানা ধরনের সুযোগ-সুবিধা পাবেন।

এক নজরে দেখে নিন রূপায়ন সিটি নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫

প্রতিষ্ঠানের নাম : রূপায়ন সিটি উত্তরা

চাকরির ধরন : বেসরকারি চাকরি

প্রকাশের তারিখ : ০৪ ডিসেম্বর ২০২৪

পদ ও লোকবল : ১টি ও ৫ জন

আবেদন করার মাধ্যম : অনলাইন

আবেদন শুরুর তারিখ : ০৪ ডিসেম্বর ২০২৪

আবেদনের শেষ তারিখ : ০৩ জানুয়ারি ২০২৫

অফিশিয়াল ওয়েবসাইট : https://rupayancity.com

আবেদন করার লিংক : অফিশিয়াল নোটিশের নিচে

প্রতিষ্ঠানের নাম : রূপায়ন সিটি উত্তরা

পদের নাম : ডেপুটি ম্যানেজার/অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার

বিভাগ : সেলস

পদসংখ্যা : ০৫টি

শিক্ষাগত যোগ্যতা : মার্কেটিংয়ে বিবিএ

অন্য যোগ্যতা : রিয়েল এস্টেট শিল্প, অনলাইন মার্কেটিংয়ে দক্ষতা।

অভিজ্ঞতা : ৭ থেকে ১১ বছর

চাকরির ধরন : ফুলটাইম

কর্মক্ষেত্র : অফিসে

প্রার্থীর ধরন : শুধু পুরুষ

বয়সসীমা : ২৮ থেকে ৩৫ বছর

কর্মস্থল : ঢাকা (উত্তরা ১২ নং সেক্টর)

বেতন : আলোচনা সাপেক্ষে

অন্য সুবিধা : মোবাইল বিল, টি/এ, পারফরমেন্স বোনাস, প্রভিডেন্ট ফান্ড, ভ্রমণ ভাতা, দুপুরের খাবারের সুবিধা, প্রতি বছর বেতন পর্যালোচনা, বছরে ২টি উৎসব বোনাস, আকর্ষণীয় প্রণোদনা পরিকল্পনা, ইবনে সিনা ট্রাস্টের সঙ্গে মেডিকেল করপোরেট চুক্তি।

আবেদন করবেন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।

সূত্র: কালবেলা




দামুড়হুদা হাউলী ইউনিয়নে সরকারি শীতবস্ত্র বিতরণ

দামুড়হুদা উপজেলার হাউলী ইউনিয়নে প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিল হতে ১৭১ জন শীতার্তদের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়েছে।

আজ বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) সকাল সাড়ে ১০ টার সময় হাউলী ইউনিয়ন পরিষদের আয়োজনে পরিষদ চত্বরে আনুষ্ঠানিক ভাবে বৃদ্ধ পুরুষ-মহিলা ও প্রতিবন্ধীদের মাঝে এসব শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়।

হাউলী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নিজাম উদ্দিন এর সভাপতিত্বে কম্বল বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, হাউলী ইউনিয়ন বিএনপির সভাপতি ইউসুফ আলী, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক রকিবুল হাসান তোতা, হাউলী ইউনিয়ন প্রশাসনিক কর্মকর্তা মনিরুজ্জামান, ট্যাগ অফিসার আতিকুর রহমান, ২নং ওয়ার্ড বিএনপির সভাপতি শফিউর রহমান, ৩নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক, ৫নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, ইউপি সদস্য জাহাঙ্গীর আলম টিক্কা, রিকাত আলী, সেলিম সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ইউপি সদস্য বৃন্দ উপস্থিত ছিলেন।

৭০ বছর বয়সী সাহাজান আলী গায়ে কম্বল জড়িয়ে তার অনুভূতি প্রকাশ করে বলেন,  এই শীতে হাউলী ইউনিয়ন পরিষদ থেকে একটি কম্বল পেয়েছি, আমার খুবই উপকার হলো। শীতে নতুন কাপড় কেনার মতো সামর্থ্য আমার নেই। সরকারি এই কম্বল টা এবার শীতে আমার কাছে একমাত্র সম্বল।

কম্বল বিতরণ কালে হাউলী ইউনিয়ন বিএনপির সভাপতি ইউসুফ আলী বলেন, গেলো এক সপ্তাহে চুয়াডাঙ্গা জেলায় সত্যপ্রবাহ চলছে, সর্বনিম্ন তাপমাত্রা হয়েছে বেশ কয়েকবার। এটা শীত প্রবন এলাকা, এই প্রথম শীতকালে সঠিক সময়ে শীতবস্ত্র বিতরণ হয়েছে। তবে ইউনিয়নে মানুষের তুলনায় কম্বল যা বরাদ্দ এসেছে তা প্রয়োজনের তুলনায় একেবারেই কম ও অপ্রতুল।

হাউলী ইউনিয়নে মোট ১৭১ জন গরীব অসহায় মানুষের মাঝে প্রধান উপদেষ্টার দেওয়া শীতবস্ত্র কম্বল সুন্দর ভাবে বিতরণ করা হয়েছে।




বেগুনে গুণ রয়েছে কতটা চলুন জেনে রাখি

শীতকালে গরম ভাতের সঙ্গে বেগুন ভাজার তুলনা হয় কি? আর যদি থাকে ধনে পাতা, পেঁয়াজ, সর্ষের তেল দিয়ে মাখা পোড়া বেগুনের ভর্তা। তাহলে তো কথাই নেই, একেবারে যেন পাতে পড়লেই জমে যায় খাওয়া দাওয়া।

এছাড়া শীতের দুপুরে খাওয়ার টেবিলে বেগুন দিয়ে মাছের ঝোল ও চচ্চরি থাকলে ভাত খাওয়ার পরিমাণ কিছুটা বেড়ে যায়।

তবে রসনায় বেগুন খাওয়ার লোভ সামলাতে না পারলেও শরীরে এর প্রভাব পড়ে কিনা তা নিয়ে ভাবেন কজন? চলুন জেনে নেওয়া যাক মজাদার এ সবজিটির ভালো ও খারাপ দিক সম্পর্কে-

বেগুনের গুন-

ভিটামিন ‘এ’ সমৃদ্ধ বেগুন চোখের জন্য খুবই উপকারী। চোখের যাবতীয় রোগের বিরুদ্ধে লড়াই করে এমনকি দৃষ্টিশক্তি উন্নতি ঘটায়।

বেগুনে আছে প্রচুর পরিমাণে ভিটামিন ই এবং কে। যা শরীরে রক্ত জমাট বাঁধতে দেয় না। রক্ত চলাচল সচল রাখে।

বেগুনে আছে ডায়েটারি ফাইবার। যা খাবার হজম করতে সাহায্য করে এবং কোষ্ঠকাঠিন্য দূর করতেও সাহায্য করে। কোলেস্টেরল থাকলে বেগুন উপকারী। বেগুন ক্ষতিকারক কোলেস্টেরল নিয়ন্ত্রণ করে শরীরকে সুস্থ রাখে।

বেগুন বেশি খেলে কী কী খারাপ প্রভাব পড়তে পারে?

যারা অ্যালার্জির সমস্যায় ভোগেন তাদের জন্য বেগুন হয়ে উঠতে পারে ভয়ঙ্কর।

শরীরের অ্যালির্জির সংক্রমণ বাড়িয়ে তোলে বেগুন। বেগুনে আছে অতিরিক্ত পরিমাণে পটাশিয়াম। পটাশিয়াম শরীরের জন্য ভালো হলেও অতিরিক্ত ভালো নয়। অত্যাধিক হারে বেগুন খেলে বমি বমি ভাব বা বমির সমস্যা হতে পারে।

বেগুনে আছে প্রচুর পরিমাণে অক্সালেট। শরীরে অতিমাত্রায় অক্সালেট প্রবেশ করলে পিত্তাশয়ে পাথর হওয়ার আশঙ্কা থাকে।

সূত্র: ইত্তেফাক




মেহেরপুরে নৈশ প্রহরীকে বেঁধে কাপড়ের দোকানে ডাকাতি

মেহেরপুর শহরে নৈশ প্রহরীকে চোখ ও হাত পা বেধে ফেলে রেখে ট্রাক ভিড়িয়ে দোকান থেকে প্রায় ১২ লক্ষাধিক টাকার মালামাল নিয়ে গেছে সংঘবদ্ধ ডাকাত দল।

আজ বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) ভোরের দিকে মেহেরপুর শহরের তাহের ক্লিনিক মোড়ে “সোহানা বস্ত্রালয়” নামক একটি কাপড়ের দোকানে এই ডাকাতির ঘটনা ঘটে।

সোহানা বস্ত্রালয়ের স্বত্বাধিকারী স্বপন ইসলাম জানান, রাত আড়াইটার দিকে দোকান আমি দোকান বন্ধ করে বাড়িতে যাই। ভোররাতে একজন নারী মোবাইল ফোনে জানান এই ডাকাতির ঘটনা। সাথে সাথে আমি দোকানে এসে দেখি দোকানের তালা ভেঙে সব মালামাল লুট করে নিয়ে গেছে ডাকাতদল।

তিনি জানান, স্থানীয় এক নারী ভোরের দিকে দোকান থেকে একটি ট্রাকে মালামাল তুলতে দেখেন। এসময় তিনি পুলিশকেও খবর দেন।

স্বপন ইসলাম আরো জানান দোকান থেকে শীতের নতুন কম্বল, থ্রি পিস, শাড়িসহ ১২ লাখ টাকার মালামাল ডাকাতি করে নিয়ে গেছে।

বাজারের নৈশ প্রহরী শহিদুল ইসলাম গগন জানান, রাত ৪টার দিকে চারজন ব্যক্তি একটি ট্রাক নিয়ে এই সড়কে ঘুরাঘুরি করছিল। আমি তাঁদের খোঁজ খবর নিতে গেলে তারা আমাকে দেশীয় অস্ত্র বুকে ধরে চোখ-মুখ বেঁধে এক জায়গায় ফেলে রাখে। পরে কী হয়েছে তা কিছুই দেখেনি।

মেহেরপুর অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল) আব্দুল করিম জানান, ভোররাতের দিকে খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করি।
তিনি বলেন, ডাকাত দল অভিনব কায়দায় এ চুরির ঘটনা ঘটিয়েছে। চুরির সময় সিসি ক্যামেরা ও হার্ডডিস্কও নিয়ে গেছে। তবে সাইবার ক্রাইম টিম-সহ পুলিশের বেশ কয়েকটি দল কাজ করছে। দ্রুত এ সংঘবদ্ধ চোরের দলকে চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে।




টিএসসিতে তনুর গ্রাফিতি থেকে ‘প্রিয় মালতী’র পোস্টার ছিঁড়লেন মেহজাবীন, চাইলেন ক্ষমা

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। আগামী ২০ ডিসেম্বর প্রেক্ষাগৃহে অভিষেক হতে যাচ্ছে তার। মুক্তি পেতে চলেছে তার সিনেমা ‘প্রিয় মালতী’। সে সিনেমার প্রচার-প্রচারণায় এখন ব্যস্ত সময় কাটাচ্ছেন এই অভিনেত্রী। এসবের মধ্যেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ছাত্র-শিক্ষক কেন্দ্রে (টিএসসি) সোহাগী জাহান তনুর গ্রাফিতির ওপরে পোস্টার লাগিয়ে হঠাৎ বিতর্কের জন্ম দেন অভিনেত্রী।

সমালোচনার মুখে পড়ে অবশেষে টিএসসিতে গিয়ে সোহাগী জাহান তনুর গ্রাফিতির ওপরে লাগানো পোস্টার ছিঁড়ে ফেলেছেন মেহজাবীন।

বুধবার (১৮ ডিসেম্বর) সন্ধ্যায় টিএসসিতে হাজির হয়ে সশরীরে উপস্থিত থেকেই ডাসের দেয়ালে গ্রাফিতির ওপর সাঁটিয়ে দেওয়া ‘প্রিয় মালতী’ সিনেমার পোস্টার তুলে ফেলেন তিনি।

মূলত বুধবার বিকেল থেকেই নিজের কর্মকাণ্ডের জন্য সমালোচনার মুখে পড়েন মেহজাবীন। এদিন বিকেলে নিজের প্রথম সিনেমা ‘প্রিয় মালতী’র প্রচারণায় বের হন তিনি।

সিনেমার প্রচারে টিএসসিতে গিয়ে নিজ হাতে ‘প্রিয় মালতী’র পোস্টার বিভিন্ন দেয়ালে লাগিয়েছেন এই অভিনেত্রী। যা নিয়েই তৈরি হয় বিতর্ক।

টিএসসিতে সোহাগী জাহান তনুর গ্রাফিতির ওপরে পোস্টার লাগিয়ে সমালোচনার মুখে পড়েন মেহজাবীন। ছবি: সংগৃহীত
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যাচ্ছে, ২০১৬ সালে ধর্ষণের পর হত্যাকাণ্ডের শিকার সোহাগী জাহান তনুর গ্রাফিতির ওপর পোস্টার সটিয়ে দিচ্ছেন মেহজাবীন।

শুধু তনুই নয়, দেয়ালে জুলাই আন্দোলনের গ্রাফিতির ওপরও ‘প্রিয় মালতী’র পোস্টার লাগাতে দেখা যায় অভিনেত্রী ও তার দলকে।

বিষয়টি নিয়ে তোপের মুখে পড়েন এই অভিনেত্রী। নেটিজেনরাও তীব্র ভাষায় আক্রমণ করেছেন মেহজাবীনকে। তার মতো একজন তারকা কীভাবে তনু কিংবা জুলাই আন্দোলনের গ্রাফিতির ওপর নিজের পোস্টার লাগিয়ে সিনেমার প্রচারণা করেন, সেই প্রশ্ন তুলেন সকলে।

ঘটনার জের ধরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক রিফাত রশীদ এক ফেসবুক স্ট্যাটাসে মেহজাবীনকে দেশবাসীর কাছে ক্ষমা চাইতে বলেন।

যেখানে তিনি লেখেন, ‘আমার শহীদ বোন তনুকে চেনেন না মেহজাবীন? কার গ্রাফিতির উপর নিজের খোমাওয়ালা পোস্টার লাগাইছেন? চিনবেন কেমনে? আপনাগো সো কল্ড কাল-চারাল পাড়ায় আমার বোনেরে নিয়ে কথা হয় কি?’

এরপরই এই সমন্বয়ক ঘোষণা দেন, ‘টিএসসিতে আমরা এই পোস্টার ছিড়বো না মেহজাবীন চৌধুরী। আপনি নিজে এসে এই পোস্টার ছিঁড়বেন।’

তার এই ঘোষণার কিছুক্ষণ পরই টিএসসিতে হাজির হয়ে নিজ হাতে ডাসের দেয়ালে গ্রাফিতির ওপর সটিয়ে দেওয়া ‘প্রিয় মালতী’ সিনেমার পোস্টার তুলে ফেলেন মেহজাবীন।

বুধবার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে ক্ষমা চান তিনি।

ফেসবুক পোস্টে মেহজাবীন চৌধুরী লেখেন, ‘প্রিয় মালতী’ চলচ্চিত্রের প্রচারণার জন্য একটি টিম আজ (১৮ ডিসেম্বর) টিএসসিতে গিয়েছিলাম। অনেক দর্শক আমাদের সঙ্গে যোগ দেন চলচ্চিত্রের প্রচারণায়, প্রচণ্ড ভিড় ও অনিবার্যকারণবশত পোস্টারিংয়ের ক্যাম্পেইনটি দ্রুত শেষ করতে হয়। ভুলবশত ও অনাকাঙ্ক্ষিত অব্যস্থাপনায় একটি পোস্টার মরহুমা সোহাগী জাহান তনুর গ্রাফিতির ওপরে লাগানো হয়ে যায়।আমরা সবাই জানি তনুর মর্মান্তিক ঘটনা এবং তার হত্যার ন্যায়বিচারের জন্য লড়াই এখনো চলমান।’

তিনি লেখেন, ‘পোস্টারিং সংক্রান্ত যা হয়েছে সেটা সম্পূর্ণ অনিচ্ছাকৃত ভুল ছিল। আমরা তৎক্ষণাৎ সেই পোস্টারগুলো সরিয়ে ফেলেছি এবং দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করেছি।’

এ অভিনেত্রী লেখেন, ‘আমাদের চলচ্চিত্র, আমরা এবং আমাদের সংগ্রামের মূল লক্ষ্যই ন্যায়বিচারের জন্য লড়াই। এটি আমাদের হৃদয় থেকে আসে। আমরা আশা করি, আমাদের অনিচ্ছাকৃত অব্যবস্থাপনাটুকু ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। ধন্যবাদ আপনাদের সকল সহযোগিতার জন্য।’
সূত্র: ইত্তেফাক




গাংনীতে যাত্রীবাহী বাস থেকে ৫ কেজি গাঁজাসহ আটক ১

গাংনীর বামন্দী নামক স্থানে যাত্রীবাহী একটি বাস তল্লাশি করে ৫ কেজি গাঁজাসহ মহিদুল ইসলাম নামের এক ব্যক্তিকে আটক করেছে র‌্যাব।

আজ বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) সকালে কুষ্টিয়াগামী একটি বাসে এ অভিযান চালায় র‌্যাব-১২গাংনী ক্যাম্পের একটি দল।

আটক মহিদুল ইসলাম মেহেরপুর সদর উপজেলার শ্যামপুর গ্রামের বরকত আলীর ছেলে।

র‌্যাব-১২ গাংনী ক্যাম্প কমান্ডার এসপি এনামুল হক জানান, সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজা নিয়ে বাসে কুষ্টিয়ার দিকে যাওয়া হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। এসময় বাসের যাত্রী মহিদুল ইসলামকে ৫ কেজি গাঁজাসহ আটক করতে সক্ষম হয় র‌্যাবের অভিযান দলের সদস্যরা।

মহিদুল ইসলামের নামে মামলাসহ গাংনী থানার মাধ্যমে আদালতে সোপর্দ করা হবে বলে জানান র‌্যাব কমান্ডার।




প্রতিপক্ষের বুটের আঘাতে ক্ষতবিক্ষত দোন্মারুম্মার মুখ

এ যেন সিনেমার দৃশ্য। খেলার মাঠে বুট দিয়ে সজোরে লাথি মারলো প্রতিপক্ষের খেলোয়ার। আর তাতে মারাত্মক আহত হলেন ইতালিয়ান গোলরক্ষক জিয়ানলুইজি দোন্নারুম্মা। তার ক্ষতবিক্ষত রক্তাক্ত মুখের দিকে তাকিয়ে থাকা যায় না। কিন্তু এই কাণ্ড যে ঘটালো, তার বিরুদ্ধে কোন পদক্ষেপই নেয়নি রেফারি। আর তাতেই শুরু হলো সমালোচনা।

বুধবার (১৮ ডিসেম্বর) রাতে ফরাসি লিগ আঁতে মোনাকোর বিপক্ষে ৪-২ গোলে জিতেছে পিএসজি। ম্যাচের ১৭তম মিনিটে দোন্নারুম্মার সঙ্গে এই ঘটনা ঘটে। মোনাকোর মাঠে স্বাগতিক দলের ডিফেন্ডার উইলফ্রিড সিঙ্গোর নেওয়া শট আটকে দিয়েছিলেন দোন্নারুম্মা। তবে ছুটতে থাকা সিঙ্গো নিজের গতি সামলাতে পারেননি। সংঘর্ষ এড়াতে তিনি চেষ্টা করেছিলেন দোন্নারুম্মাকে টপকে যেতে। তখনই ঘটে দুর্ঘটনা।

দোন্নারুম্মাকে টপকে যাওয়ার চেষ্টা করতেই সিঙ্গোর বুটের স্পাইক গিয়ে সরাসরি আঘাত করে পিএসজি গোলকিপারের মুখে। প্রচণ্ড আঘাতে দোন্নারুম্মার গালের অনেকটা অংশই কেটে যায়। রক্তপাত বন্ধ করতে দ্রুত ১০টি স্টাপল করে কাটা অংশ জোড়া দেওয়া হয়। মিনিট পাঁচেক খেলা বন্ধ থাকে। দোন্নারুম্মা মাঠ ছেড়ে বেরিয়ে যাওয়ার পর ফের শুরু হয় খেলা।

আশ্চর্যের বিষয় হলো, এমন মারাত্মক ফাউল করলেও সিঙ্গোকে কোনো কার্ড দেখাননি রেফারি। অবশ্য আগেই একটি হলুদ কার্ড দেখেছিলেন সিঙ্গো। বিষয়টির সমালোচনা করে পিএসজি মারকিনিওস বলেছেন, ‘আমি জানি না রেফারির ঘটনাটা ঠিকমতো দেখেছেন কি না, তবে ভিএআরের হস্তক্ষেপ করা দরকার ছিল। এরকম অবস্থায় লাল কার্ড না দেখানোটাকে বড় সিদ্ধান্তই বলতে হবে।’

সূত্র: ইত্তেফাক




চুয়াডাঙ্গায় ৩দিন ব্যাপী বিজয় উৎসবের সমাপনী অনুষ্ঠিত

প্রজন্ম থেকে প্রজন্মে হৃদয়ে বাংলাদেশ, চেতনায় বাংলাদেশ স্লোগানে চুয়াডাঙ্গায় মহান বিজয় দিবস উৎযাপন উপলক্ষে ৩দিন ব্যাপী বিজয় উৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠানের সমাপনী হয়েছে। গতকাল বুধবার রাত দশটায় এই সাংস্কৃতিক অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

চুয়াডাঙ্গা জেলা প্রশাসনে আয়োজনে মহান বিজয় দিবস উৎযাপন উপলক্ষে বিজয় মেলা ও বিজয় উৎসব উৎযাপন উপলক্ষে গত সোমবার সাংস্কৃতিক অনুষ্ঠানের উদ্বোধন করেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক মোহাম্মদ জহিরুল ইসলাম।

গত সোমবার প্রথম দিন সাংস্কৃতিক অনুষ্ঠানের অংশগ্রহণ করে চুয়াডাঙ্গা শিল্পকলা একাডেমির। দ্বিতীয় দিন চুয়াডাঙ্গা জেলার সাংস্কৃতিক ফোরামের আয়োজন অরিন্দম সাংস্কৃতিক সংগঠন ও সংলাপ সংগঠন সহ জেলার গুণীশিল্পীরা এবং সমাপনী দিনে চুয়াডাঙ্গা জেলার সাংস্কৃতিক ফোরামের আয়োজনে উদীচী শিল্পীগোষ্ঠি, দামুড়হুদা উপজেলার শিল্প গোষ্ঠী এবং জীবননগর শিল্প গোষ্ঠী অংশগ্রহণ করে এই আয়োজনে চুয়াডাঙ্গা জেলার শিল্পগোষ্ঠীর অংশগ্রহণে ছিলো গান, আবৃত্তি ও নৃত্য।

মহান বিজয় দিবস উৎযাপন উপলক্ষে গত সোমবার থেকে চুয়াডাঙ্গা শিল্পকলা মুক্তমঞ্চে এই আয়োজন চলে আসছিলো।




চুয়াডাঙ্গা পুলিশ সুপারের উদ্যোগে দামুড়হুদায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

প্রচন্ড শীতের রাতে দামুড়হুদার আসহায় দরিদ্রদের মাঝে শীতার্তদের কম্বল বিতরণ করলেন চুয়াডাঙ্গা জেলা পুলিশ সুপার গোলাম মওলা। এ সময় সাথে ছিলেন সহকারী পুলিশ সুপার দামুড়হুদা সার্কেল জাকিয়া সুলতানা, দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ ওসি হুমায়ুন কবির।

আজ বুধবার রাত ৯ টার দিকে কার্পাসডাঙ্গা পুলিশ ফাঁড়িতে বৃদ্ধ নারী পুরুষের মাঝে এ কম্বল বিতরন করা হয়।

চুয়াডাঙ্গা জেলা পুলিশ সুপার গোলাম মওলা বলেন, এই পচন্ড শীতের মাঝে দরিদ্র মানুষের পাশে দাঁড়ানো সকল পেশার মানুষের প্রয়োজন। সে আলোকে অল্প পরিশরে কিছু মানুষের মাঝে কম্বল বিতরণ করতে পেরে নিজের কাছে ভালো লাগছে। সুযোগ পেলে পরবর্তীতে আরো কম্বল দেওয়া হবে। সে সাথে এলাকার মাদক চোরাকারবারিদের আইনের আওতায় আনতে হবে। মাদক ব্যবসায়ীদের ধরতে স্থানীয় এলাকাবাসীর সহযোগিতা কামনা করছি।

এ সময় আরো উপস্থিত ছিলেন থানা বিএনপির ৪নং যুগ্ম-সাধারণ সম্পাদক এ্যডভোকেট আব্দুল্লাহ আল মামুন এরশাদ, কার্পাসডাঙ্গা ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম টুটুল, কার্পাসডাঙ্গা ইউনিয়নের ১নং ওয়ার্ড বিএনপির সভাপতি মিজানুর রহমান, দামুড়হুদা উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সুলতান, থানা সেচ্ছাসেবকদলের সিনিয়র আহবায়ক আব্দুল কাদের, ইউনিয়ন সেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক খাইরুল ইসলাম, থানা যুবদলের সদস্য দেলোয়ার হোসেন, হুমায়ন কবির প্রমুখ।