দর্শনায় যথাযোগ্য মর্যদায় মহান বিজয় দিবস পালিত

দর্শনায় যথাযোগ্য মর্যদায় নানা আয়োজনে মহান বিজয় দিবস পালিত হয়েছে। এ সব কর্মসূচির মধ্যে ছিলো রাত ১২টা ১ মিনিটে চিনিকল মুক্তিযোদ্ধা কমান্ড ও শ্রমিক কর্মচারী ইউনিয়নের তোপধ্বনী, এ উপলক্ষে দর্শনা পৌরসভার আয়োজনে নিজ নিজ প্রতিষ্ঠানে জাতীয় পতাকা ও মুক্তিযুদ্ধের পতাকা উত্তোলন, দর্শনা কেরুজ আনন্দবাজার স্মৃতিস্তম্ভে পুস্পমাল্য অর্পন, শপত বাক্য পাঠ, দোয়া মাহফিল ও সংক্ষিপ্ত আলোচনা করেন।

চুয়াডাঙ্গা জেলা জামায়েতের সহকারী সেক্রেটারী আব্দুল কাদের ও পৌর আমির সাইকুল আলম অপু, দর্শনা পৌর বিএনপির সাবেক সিনিয়ার সহ-সভাপতি ও প্রধান সমন্বয়ক হাবিবুর রহমান বুলেট ও শ্রমিক দলের জেলা সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম সাবু, কেরু চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক রাব্বিক হাসান, কেরুজ শ্রমিক ও কমূচারী ইউনিয়নের সভাপতি ফিরোজ আহম্মেদ সবুজ ও সাবেক শ্রমিক নেতা হাফিজুল ইসলাম ও মাসুদ সংগঠনের কর্নধর সৌমিক হাসান রুপমসহ সংগঠনের নেতৃবৃন্দ শহীদ মিনারে ফুলেল শুভেচ্ছা জানায়।

দর্শনা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ওসমান আলী। এরপর দর্শনা পৌরসভাসহ দর্শনা পৌরসভার আয়োজনে নিজ নিজ প্রতিষ্ঠানে জাতীয় পতাকা ও মুক্তিযুদ্ধের পতাকা উত্তোলন, দর্শনা কেরুজ আনন্দবাজার স্মৃতিস্তম্ভে পুস্পমাল্য অর্পন, শপত বাক্য পাঠ, দোয়া মাহফিল ও সংক্ষিপ্ত আলোচনা করেন, চুয়াডাঙ্গা জেলা জামায়েতের সহকারী সেক্রেটারী আব্দুল কাদের ও পৌর আমির সাইকুল আলম অপু, দর্শনা পৌর বিএনপির সাবেক সিনিয়ার সহ-সভাপতি ও প্রধান সমন্বয়ক হাবিবুর রহমান বুলেট ও শ্রমিক দলের জেলা সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম সাবু, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সরকারী-বেসরকারী সংস্থা, রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন, বিজয় দিবসের নানা কর্মসুচি পালন করেছেন।

এসব কর্মসূচির মধ্যে ছিলো, সকাল সাড়ে ৮টায় দর্শনা কেরু চিনিকলের ফুটবল মাঠে নিজ নিজ সংগঠনের ব্যানার নিয়ে উপস্থিতি।

১৬ ডিসেম্বর সোমবার সকাল ৯টায় জাতীয় সংগীতের সাথে সাথে জাতীয় পতাকা ও মুক্তিযুদ্ধের পতাকা উত্তোলন।চিনিকল কর্মকর্তা, শ্রমিক-কর্মচারী ও মুক্তিযোদ্ধাদের মধ্যে প্রীতি ভলিবল প্রতিযোগীতা সহ বিভিন্ন প্রতিযোগীতা ও পুরুস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

এছাড়া বিজয় দিবসে কেরুজ জেনারেল অফিস, ডিষ্টিলারী কারখানা, কেরুজ ক্লাব ও ইউনিয়ন অফিস আলোকসজ্জা করা হয়েছে। সবশেষে সন্ধায় কেরুজ ক্লাব মাঠে সাংস্কৃতিক সন্ধার আয়োজন করা হয়।এসব সংগঠনের মধ্যে ছিলো দর্শনা পৌরসভা, দর্শনা মুক্তিযোদ্ধা সংসদ, ওয়েভ ফাউন্ডেশন, দর্শনা অনিবার্ণ থিয়েটার, দর্শনা প্রেসক্লাব, দর্শনা সরকারী কলেজ, দর্শনা রিক্সা ও ভ্যান শ্রমিক ইউনিয়ন, চুয়াডাঙ্গা আন্তঃ ট্রাংকলরী শ্রমিক ইউনিয়ন, মেমনগর বিডি মাধ্যমিক বিদ্যালয়, হিন্দোল সংগীত পরিষদ, দর্শনা গণ-উন্নয়ন গ্রন্থাগার, শান্তি নগর সরকারী প্রাথমিক বিদ্যালয়, শ্যামপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়, পরাণপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়, দর্শনা ডি এস ফাযিল ডিগ্রী মাদ্রাসা, দর্শনা দক্ষিন চাঁদপুর মাধ্যামিক বিদ্যালয়, দর্শনা বালিকা মাধ্যমিক বিদ্যালয়, মাথাভাঙ্গা যুব সংঘ, পশ্চিম রামনগর সরকারী প্রাথমিক বিদ্যালয়, দক্ষিন চাঁদপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়, মৌচাক সামাজিক উন্নয়ন সংস্থা, অনুষ্ঠান পরিচালনা করেন দর্শনা সরকারী কলেজের সাবেক ভিপি হারুন অর রশিদ ও নাটুদহ হাই স্কুলের শিক্ষক আনোয়ার হোসেন।




যমুনা ব্যাংকে ২ পদে নিয়োগ বিজ্ঞপ্তি

নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বেসরকারি যমুনা ব্যাংক পিএলসি। ম্যানেজমেন্ট ট্রেইনি ও প্রবেশনারি অফিসার পদে তারা কর্মী নিয়োগ দেবে। আগ্রহীরা ২৯ ডিসেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠানের নাম : যমুনা ব্যাংক পিএলসি

পদের নাম: ম্যানেজমেন্ট ট্রেইনি

পদসংখ্যা: অনির্ধারিত

শিক্ষাগত যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যেকোনো বিষয়ে চার বছর মেয়াদি স্নাতক ডিগ্রি থাকতে হবে। সিজিপিএ ৪-এর স্কেলে অন্তত ৩.৩০ থাকতে হবে। এসএসসি ও এইচএসসিতে জিপিএ-৫-এর মধ্যে ৫.০০ থাকতে হবে।

বয়স: সর্বোচ্চ ৩০ বছর

বেতন : এক বছর প্রবেশনকালে মাসিক বেতন ৬০,০০০ টাকা। প্রবেশনকাল শেষে ফার্স্ট এক্সিকিউটিভ অফিসার হিসেবে চাকরি স্থায়ী হলে মাসিক বেতন হবে ৭১,০০০ টাকা।

পদের নাম: প্রবেশনারি অফিসার

পদসংখ্যা: অনির্ধারিত

শিক্ষাগত যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যেকোনো বিষয়ে স্নাতকোত্তর বা চার বছর মেয়াদি স্নাতক ডিগ্রি থাকতে হবে। সিজিপিএ ৪-এর স্কেলে অন্তত ৩.০০ থাকতে হবে। এসএসসি ও এইচএসসিতে জিপিএ-৫-এর মধ্যে ৪.০০ থাকতে হবে

বয়স: সর্বোচ্চ ৩০ বছর

বেতন: এক বছর প্রবেশনকালে মাসিক বেতন ৪৫,০০০ টাকা। প্রবেশনকাল শেষে অফিসার (জেনারেল) হিসেবে চাকরি স্থায়ী হলে মাসিক বেতন হবে ৫৮,০০০ টাকা

কর্মস্থল: বাংলাদেশের যেকোনো স্থানে

আবেদনের নিয়ম: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে এখানে ক্লিক করুন

আবেদনের শেষ সময়: ২৯ ডিসেম্বর ২০২৪

সূত্র: কালবেলা




কুষ্টিয়ায় বর্ণাঢ্য আয়োজনে বিজয় দিবস উদযাপন

কুষ্টিয়ায় বর্ণাঢ্য আয়োজনে মহান বিজয় দিবস উদযাপিত হচ্ছে। আজ সোমবার (১৬ডিসেম্বর) প্রথম প্রহরে সূর্য উদয়ের সঙ্গে সঙ্গে মুক্তিযুদ্ধের স্মারক অঙ্গীকারে ফুল দিয়ে শ্রদ্ধা জানান সর্বস্তরের মানুষ।

কুষ্টিয়া কালেক্টরেট চত্বরে জেলা প্রশাসনের পক্ষ থেকে ৩১বার তোপধ্বনির মাধ্যমে দিনটির শুভ সুচনা করা হয়।

এ সময় জেলা প্রশাসক তৌফিকুর রহমান, পুলিশ সুপার মিজানুর রহমানসহ মুক্তিযোদ্ধা সংসদ, বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক-সাংস্কৃতিক বিভিন্ন সংগঠনসহ সর্বস্তরের মানুষ মহান মুক্তিযুদ্ধের স্মারক অঙ্গীকারে ফুলেল শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন।

প্রথম প্রহরে জেলা প্রশাসনের পক্ষ থেকে জেলা প্রশাসক মোঃ তৌফিকুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোছাঃ শারমিন আক্তার, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আব্দুল ওয়াদুদ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ জাহাঙ্গীর আলমসহ জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

পরে পর্যায়ক্রমে কুষ্টিয়া জেলা পুলিশের পক্ষে পুলিশ সুপার মিজানুর রহমানসহ অন্যান্য কর্মকর্তাগন শ্রদ্ধাঞ্জলি জানান। এসময় মুক্তিযোদ্ধাদের ব্যানারে জেলা প্রশাসক ও পুলিশ সুপার অংশ গ্রহণ করেন। ফুলেল শ্রদ্ধাঞ্জলি শেষে বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা প্রদান করে সালাম জানান।

এছাড়াও সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়।

সকাল ৮টায় কুষ্টিয়া জেলা প্রশাসক কার্যালয়ের সামনে আনুষ্ঠানিকভাবে পতাকা উত্তোলন করা হয়।

এদিকে কালেক্টরেট চত্বরে জেলা প্রশাসনের আয়োজনে দিনব্যাপী বিজয় মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক মো: তৌফিকুর রহমান। বিকেল ৪টায় রয়েছে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ।




না ফেরার দেশে ওস্তাদ জাকির হুসেন

ভারতের কিংবদন্তি তবলাবাদক জাকির হুসেন ইন্তেকাল করেছেন। রবিবার যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকোর একটি হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন তিনি মারা যান।

বার্তাসংস্থা পিটিআইয়ের বরাত দিয়ে রোববার খবরটি জানায় টাইমস অব ইন্ডিয়া।

ওস্তাদ জাকির হুসেনের বন্ধু রাকেশ চৌরাসিয়া জানান, ৭৩ বছর বয়সী জাকির হুসেন যুক্তরাষ্ট্রে বসবাস করতেন। দীর্ঘদিন ধরে তিনি রক্তচাপের সমস্যায় ভুগছিলেন। পরে গত এক সপ্তাহ ধরে সান ফ্রান্সিসকোর হাসপাতালে হৃদরোগজনিত সমস্যার জন্য ভর্তি ছিলেন।

জাকির হুসেনের জন্ম ভারতের মুম্বাইয়ে ১৯৫১ সালের ৯ মার্চ। জাকির হুসেনের বাবা ওস্তাদ আল্লারাখা খানও একজন প্রখ্যাত তবলাবাদক ছিলেন। জাকির হুসেন শৈশব থেকেই তবলা বাজানোয় দক্ষতা অর্জন করেন।

ভারতীয় ক্লাসিক্যাল সংগীতের একজন পুরোধা হিসেবে বিবেচনা করা হয় জাকির হুসেনকে। ১৯ বছর বয়সে তিনি যুক্তরাষ্ট্রে পাড়ি জমান। পণ্ডিত রবিশঙ্করের সাহচর্যে ১৯৭০ সালে প্রথম যুক্তরাষ্ট্রের একটি সঙ্গীতানুষ্ঠানে অংশগ্রহণ করেন তিনি।

নিউইয়র্কে থাকা অবস্থায় ইংলিশ গিটারিস্ট জন ম্যাকলাফলিনকে নিয়ে ব্যান্ডদল ‘শক্তি’ প্রতিষ্ঠা করেন জাকির হুসেন। ভারত ও ভারতের বাইরে অনেক বিখ্যাত সংগীত শিল্পী ও মিউজিক গ্রুপের সঙ্গে কাজ করেছেন তিনি। যার মধ্যে রয়েছেন প্রখ্যাত আইরিশ গায়ক ভ্যান মরিসন ও ব্রিটিশ মিউজিক গ্রুপ ‘লন্ডন স্ট্রিং কোয়ার্টলেট’।

সূত্র: ইত্তেফাক




কুষ্টিয়ায় সাড়ে ৬ কোটি টাকার এলএসডি মাদক উদ্ধার

কুষ্টিয়ার মিরপুর উপজেলার পোড়াদহ স্টেশনে দাঁড়িয়ে থাকা ঢাকাগামী বেনাপোল এক্সপ্রেস ট্রেনে অভিযান চালিয়ে সাড়ে ছয় কোটি টাকার মাদকদ্রব্য উদ্ধার করেছে বিজিবি।

গতকাল রোববার (১৫ ডিসেম্বর) বিকেলে পোড়াদহ স্টেশনে এই মালিকবিহিন মাদকদ্রব্য উদ্ধার করা হয়।

আটক মাদকদ্রব্যের মধ্যে রয়েছে ১২ বোতল এলএসডি ও ০.৫৩০ কেজি হিরোইন, যার বাজার মূল্য ছয় কোটি ৩৪ লাখ ৬০ হাজার টাকা বলে জানা গেছে।

বিজিবি ৪৭ ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল মাহাবুব মুর্শেদ রহমান পিএসসি জানান, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রোববার বিকেল সাড়ে ৪টায় পোড়াদহ স্টেশনে দাঁড়িয়ে থাকা ঢাকাগামী বেনাপোল এক্সপ্রেস ট্রেনে মাদক ও চোরচালান বিরোধী অভিযান চালিয়ে মালিকবিহীন এই মাদকদ্রব্য উদ্ধার করা হয়।

এ ব্যাপারে পোড়াদহ জিআরপি থানায় একটি মামলা করা হয়েছে।




জয় দিয়ে নারী অনূর্ধ্ব ১৯ এশিয়া কাপ নারী ক্রিকেটদের

মহান বিজয় দিবসে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টাইগারদের জয়ের পর মেয়েদের অনূর্ধ্ব ১৯ ক্রিকেট দলও শ্রীলঙ্কারে বিপক্ষে জয় পেয়েছে। সোমবার (১৬ ডিসেম্বর) মালয়েশিয়ার কুয়ালালামপুরে নারী অনূর্ধ্ব ১৯ এশিয়া কাপে গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে ২৮ রানে হারিয়েছে বাংলাদেশ।

বৃষ্টির কারণে ১৭ ওভারে নেমে আসা ম্যাচে প্রথমে ব্যাট করে বাংলাদেশ তোলে ৯ উইকেটে ১২২ রান। রান তাড়া করতে নেমে শ্রীলঙ্কার ইনিংস থামে ৮ উইকেটে ৯৪ রানে।

ম্যাচটিতে শ্রীলঙ্কা ৭ ওভারেই তুলে ফেলেছিল ২ ‍উইকেটে ৪৭ রান। তবে ফারজানা ইয়াসমিন, সুমাইয়া আক্তারদের আঁটসাট বোলিংয়ে রানের গতি হারিয়ে ধারাবাহিকভাবে উইকেটও হারাতে শুরু করে শ্রীলঙ্কা। শেষ পযন্ত অলআউট না হলেও রান আটকে থামে শতকের নিচেই।

অধিনায়ক সুমাইয়া ১২ রানে ৩টি এবং ফারজানা ও নিশিতা আক্তার ২টি করে উইকেট নেন।

এর আগে টস হেরে ব্যাট করতে নামা বাংলাদেশের রান একশ’র ওপরে নিয়ে যায় চারটি ছোট ছোট ইনিংস। সাতে নামা সাদিয়া আক্তার করেন সর্বোচ্চ ২৫ বলে ৩১ রান। তার ইনিংসে ছিল তিনটি ছক্কা। এছাড়া আফিয়া আশিমা ২৩ বলে ২৫, সুমাইয়া আক্তার ২১ বলে ২৪, এবং মোসাম্মৎ ইভা ১৯ বলে ১৮ রান করেন।

টুর্নামেন্টে বাংলাদেশের পরের ম্যাচ আগামীকাল স্বাগতিক মালয়েশিয়ার বিপক্ষে। ৬ দলের এশিয়া কাপে দলগুলো দুটি গ্রুপে ভাগ হয়ে খেলছে। অপর গ্রুপে আছে ভারত, পাকিস্তান ও নেপাল। গ্রুপের সেরা দুটি করে দল সুপার ফোরে উঠবে।

এর আগে সোমবার সকালে ক্যারিবিয়ানে সেন্ট ভিনসেন্টের কিংসটাউনের আর্নস ভেল স্টেডিয়ামে ওয়েস্ট ইন্ডিজকে ৭ রানে হারিয়েছে বাংলাদেশ দল। সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে আগে ব্যাট করে ৬ উইকেট হারিয়ে ১৪৭ রান করে বাংলাদেশ। জবাবে ১৯.৫ ওভারে ১৪০ রানে থামে ক্যারিবীয়রা। এতে ৬ বছর পর ওয়েস্ট ইন্ডিজকে টি-টোয়েন্টিতে হারালো বাংলাদেশ।

সূত্র: ইত্তেফাক




মেহেরপুর পৌর, সদর ও মুজিবনগর উপজেলার বিএনপি’র বিজয় দিবস পালন

“বিজয় এবার জনতা” এই প্রতিপাদ্যকে সামনে রেখে মহান দিবস উপলক্ষে বিজয় র‍্যালি করেছে মেহেরপুর পৌর, সদর ও মুজিবনগর উপজেলা বিএনপি।

সোমবার (১৬ ডিসেম্বর) সকাল সাড়ে ১১ টার দিকে মেহেরপুর জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক সংসদ সদস্য মাসুদ অরুনের নেতৃত্বে মেহেরপুর সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণ থেকে একটি বিজয় র‍্যালি বের হয়। র‍্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সরকারি কলেজ মোড় এলাকায় এসে শেষ হয়।

পরে সেখানে এক সমাবেশের আয়োজন করা হয়। সমাবেশ শেষে কলেজ মোড়ে অবস্থিত স্মৃতিসৌধে পুষ্পমাল্য দিয়ে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করেন নেতা।

এ সময় বক্তব্য রাখেন, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও পৌর বিএনপির সভাপতি জাহাঙ্গীর বিশ্বাস ও মেহেরপুর জেলা বিএনপির সাবেক সভাপতি মাসুদ অরুন।

সমাবেশে মাসুদ অরুন বলেন, দীর্ঘদিন লড়াই সংগ্রামে থেকেছি এখনো লড়াই সংগ্রাম করে যাচ্ছি। ২০২৪ শে আগস্ট এ অনেক রক্তের বিনিময়ে আমরা আজ দ্বিতীয়বারের মতন দেশ স্বাধন পেয়েছি। হাসিনা স্বৈরশাসকের পর আজ মানুষ স্বাধীনভাবে চলতে পারছে তাদের স্বাধীনভাবে কথা বলতে পারছে। জনতার অধিকারের জন্য লড়াই সংগ্রাম অব্যাহত থাকবে।

এসময় সদর উপজেলা বিএনপির সভাপতি এ্যাডভোকেট মারুফ আহমেদ বিজন, জাসাস সভাপতি অশেষ বিশ্বাস, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাহাবদ্দিন, বিএনপি নেতা হাবিবুর রহমান, ফজলুর রহমানসহ বিএনপির সহস্রাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন




মেহেরপুরে নানা আয়োজনে পালিত হচ্ছে মহান বিজয় দিবস

মেহেরপুরে নানা আয়োজনে মধ্য দিয়ে পালিত হচ্ছে বিজয় দিবস।
সোমবার (১৬ ই ডিসেম্বর) সকালে সার্কিট হাউজ প্রাঙ্গণে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের সূচনা হয়।

মেহেরপুর জেলা প্রশাসন কার্যালয় প্রাঙ্গনে জেলা প্রশাসক সিফাত মেহনাজ জাতীয় সংগীতের তালে তালে জাতীয় পতাকা উত্তোলন করেন। এ সময় সেখানে কুচকাওয়াজ প্রদর্শন করা হয়।

মহান স্বাধীনতা দিবসের প্যারেডে অংশগ্রহণ করে বাংলাদেশ পুলিশ, জেল পুলিশ,ফায়ার সার্ভিস ও আনসার ও ভিডিপি।
এ সময় জেলা প্রশাসক সিফাত মেহনাজ ও পুলিশ সুপার মাকসুদা আকতার খানম প্যারেড পরিদর্শন ও সালাম গ্রহণ করেন।

পরে জেলা প্রশাসক মেহেরপুর বাসীর উদ্দেশ্যে ভাষণ দেন। পরে সেখানে ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে বিজয় মেলার উদ্বোধন করা হয়।

এ সময় স্থানীয় সরকারের উপপরিচালক (ভারপ্রাপ্ত) মোঃ তরিকুল ইসলাম, সিভিল সার্জন ডাঃ মহী উদ্দিন আহমেদ, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোঃ রনি আলম নূর, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আবদুল করিম সহকারী কমিশনার মোঃ আবীর হোসেন, মোঃ সাজেদুল ইসলাম, তানজিনা শারমিন দৃষ্টি, মোঃ হাবিবুর রহমানসহ সরকারি কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন।




মেহেরপুর জেলা বিএনপি’র নতুন কমিটির বিজয় দিবস পালন

মেহেরপুরে মহান বিজয় দিবস উপলক্ষে স্মৃতিসৌধে পুষ্পমাল্য অর্পণ, বিজয় মিছিল এবং শহীদদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত করছে মেহেরপুর জেলা বিএনপি।

সোমবার সকালে মেহেরপুর কলেজ মোড়ে অবস্থিত স্মৃতিসৌধে পুষ্প মাল্য অর্পণ দোয়া ও মোনাজাত করা হয়।

মেহেরপুর শহরের কাথুলী বাসস্ট্যান্ড থেকে জেলা বিএনপির আহবায়ক জাভেদ মাসুদ মিল্টনের নেতৃত্বে র‍্যালি বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে মেহেরপুর কলেজ মোড়ে গিয়ে শেষ হয়। পরে কলেজ মোড়ে অবস্থিত স্মৃতিসৌধে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করে সেখানে দোয়া করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট কামরুল ইসলাম, যুগ্ন আহবায়ক আমিরুল ইসলাম, ফয়েজ মোহাম্মদ, সাবেক সহ-সভাপতি আলমগীর খান ছাতু, ওমর ফারুক লিটন, গোলাম ফারুক, গাংনী উপজেলা বিএনপির সভাপতি রেজাউল হক, গাংনী পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক মকবুল হোসেন মেঘলা, মেহেরপুর জেলা বিএনপির সাবেক যুগ্ন সম্পাদক আব্দুল আউয়াল, সাবেক যুগ্ন সম্পাদক ইনসারুল হক ও মানজারুল হক, সাবেক সহ সাংগঠনিক সম্পাদক কাজী মিজান মেনন, মেহেরপুর জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি আনিসুর রহমান লাভলু, সাধারণ সম্পাদক কাউসার আলী, সাংগঠনিক সম্পাদক আসাদুল ইসলাম, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আজমল হোসেন মিন্টু, জেলা জিয়া মঞ্চের সদস্য সচিব মনিরুল ইসলাম মনি, জেলা ছাত্রদলের সহ সভাপতি নাহিদ মাহবুব সানি, সাধারণ সম্পাদক শাহেদুর রহমান বিপ্লব, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদিকা লায়লা আরজুমান বানু, গাংনী উপজেলা মহিলা দলের সাধারণ সম্পাদিকা ফরিদা ইয়াসমিন ও খালেদা আক্তারসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের হাজার হাজার নেতাকর্মী এসকল কর্মসূচীতে অংশ নেন।




মেয়ের বাড়ি যাওয়ার পথে সড়কে প্রাণ গেল মায়ের, আহত বাবা

মেহেরপুরে মেয়ের বাড়িতে বেড়াতে যাওয়ার সময় সড়কে চলা ড্রাম ট্রাকের চাকায় পিষ্ট হয়ে নিহত হয়েছেন দিলরুবা খাতুন(৫০) নামের এক মহিলা। আহত হয়েছেন নিহতের স্বামী মটরসাইকেল চালক সাজ্জাদ হোসেন।

আজ সোমবার সকাল সাড়ে এগারোটার দিকে বামন্দী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের কামার বাড়ি নামক স্থানে। নিহত দিলরুবা খাতুন ও আহত সাজ্জাদ হোসেন মেহেরপুর সদর উপজেলার কলায় ডাঙা গ্রামের বাসিন্দা।

আহত সাজ্জাদ আলী বলেন, আমি আমার স্ত্রী দিলরুবা খাতুন কে মটরসাইকেল করে সঙ্গে নিয়ে আমার মেয়ের বাড়ি মোহাম্মদপুর গ্রামের উদ্দেশ্যে যাচ্ছিলাম। পথিমধ‍্যে বামন্দী কামার বাড়ি নামক সড়কে পৌছালে পিছন থেকে একটি ড্রাম ট্রাক এসে মটরসাইকেলে ধাক্কা মারলে দিলরুবা ছিটকে গিয়ে ট্রাকের চাকার নিচে গিয়ে পড়ে। আর আমি সড়কের আরেক পাশে পড়ে গুরুত্বর ভাবে আহত হই। আমার চোখের সামনে আমার স্ত্রীকে চাপা দিয়ে ট্রাকটি দ্রুত গতির সাথে সড়ক দিয়ে চলে গেলো।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি বনি ইসরাইল বলেন, সড়ক দুর্ঘটনায় দিলরুবা খাতুন নামের এক নারীর মৃত্যু হয়েছে। ঘটনা স্থলে পুলিশ পাঠানো হয়েছে। ঘাতক ড্রাম ট্রাকটির চালক ও গাড়িটি ধরতে পুলিশ কাজ করছে।