মেহেরপুর সরকারি মহিলা কলেজে বর্ষবরণ উদযাপন

মেহেরপুর সরকারি মহিলা কলেজে বর্ষবরণ উদযাপন অনুষ্ঠিত হয়েছে।

আজ সকাল ৯ ঘটিকার সময় মেহেরপুর সরকারি মহিলা কলেজ ক্যাম্পাসে শিক্ষক ছাত্র-ছাত্রী সকলে মিলে বাঙালির ইতিহাস ঐতিহ্য নিয়ে আলোচনা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে বর্ষবরণ উদযাপিত হয়েছে।

অনুষ্ঠানের শুরুতেই মেহেরপুর সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ মহোদয়ের স্বাগত বক্তব্যর মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। এবং আজকে বাঙালির শত বছরের ইতিহাস হতে ফুটিয়ে তুলতে প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা সেজেছেন নানা সাজে। তবে এ সাজ বাঙালির ইতিহাস ঐতিহ্যের নিদর্শন স্বরূপ করেছেন শাড়ি।

এবং এবং শিক্ষার্থীদের গান কবিতা এবং পহেলা বৈশাখ কে ঘিরে বিভিন্ন নিত্য পরিদর্শন করে দিনটি উদযাপন করেন।

এ সময় মেহেরপুর সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ সহ সকল প্রফেসর কর্মচারী কর্মকর্তারা উপস্থিত ছিলেন।




নানা আয়োজনে মেহেরপুরে পহেলা বৈশাখ উদযাপন

যথাযোগ্য মর্যাদা ও আনন্দঘন পরিবেশে মেহেরপুরে পহেলা বৈশাখ বাংলা নববর্ষ-১৪৩২ উদযাপিত করা হয়েছে।

সোমবার (১৪ এপ্রিল) সকালে মেহেরপুর জেলা প্রশাসন আয়োজিত অনুষ্ঠানের মধ্যে ছিলো বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা,আলোচনা সভা,পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান।

শহীদ শামসুজ্জোহা নগর উদ্যানে অনুষ্ঠিত হওয়া আলোচনা সভায় বক্তব্য রাখেন, জেলা প্রশাসক সিফাত মেহনাজ।
এসময় তিনি বলেন, হাজার বছর ধরে এদেশে এ সংস্কৃতির ঐতিহ্য গড়ে উঠেছে। এই ঐতিহ্যকে রক্ষা করা আমাদের সকলের দায়িত্ব ও কর্তব্য। তাই বাঙালির সংস্কৃতি রক্ষায় সকলকে এগিয়ে আসতে হবে।

এসময় সিভিল সার্জন ডা.এ কে এম আবু সাঈদ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তাজওয়ার, আকরাম সাকাপি ইবনে সাজ্জাদ, অতিরিক্ত জেলা প্রশাসক তরিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল করিম ,সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা খায়রুল ইসলাম, সহকারী কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট গাজী মূয়ীদুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

পরে সেখানে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় এবং অনুষ্ঠানে বিভিন্ন প্রতিযোগিতার বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

এর আগে একটা শোভাযাত্রা বের করা করা।শোভাযাত্রাটি পাবলিক লাইব্রেরির সামনে থেকে শুরু করে প্রধান প্রধান সড়ক ঘুরে শহীদ শামসুজ্জোহা নগর উদ্যানে গিয়ে শেষ হয় শোভাযাত্রায় সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন সামাজিক সংগঠন, শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি পেশার জনগণ অংশ নেন।

এসময় সকল শিক্ষাপ্রতিষ্ঠান স্ব-স্ব ব্যবস্থাপনায় উৎসবমুখর পরিবেশে বাংলা নববর্ষ উদযাপন করে।




মুজিবনগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি রফিকুল ইসলাম তোতা আটক

মুজিবনগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি রফিকুল ইসলাম তোতাকে আটক করেছে মুজিবনগর থানা পুলিশ। গতকাল রোববার (১৩ এপ্রিল) রাতে আনন্দবাস গ্রামে নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।

মুজিবনগর থানা সূত্রে জানা গেছে, থানায় দায়েরকৃত একটি চাঁদাবাজির মামলায় তাকে আটক করা হয়েছে।

রফিকুল ইসলাম তোতা মুজিবনগর উপজেলার আনন্দবাস গ্রামের মৃত ইজ্জত আলী ডাক্তারের ছেলে। তিনি মুজিবনগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

মুজিবনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান জানান, রোববার রাতে সাইবার ক্রাইম ইউনিট, ডিবি এবং থানা পুলিশের যৌথ অভিযানে তাকে আটক করা হয়। পরে সোমবার সকালে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।




মেহেরপুর সদরের সিংহাটিতে ৯ নং ওয়ার্ড বিএনপি’র সম্মেলন

মেহেরপুর সদর উপজেলার বারাদী ইউনিয়নের ৯ নং ওয়ার্ড (পুর্ব সিংহাটি ও শিমুলতলা) বিএনপি’র ওয়ার্ড সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার বিকেলে পূর্ব সিংহাটি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ৫১ সদস্য বিশিষ্ট ওয়ার্ড বিএনপি’র কমিটি গঠন করা হয়।

মেহেরপুর জেলা বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য ওমর ফারুক লিটনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য হাফিজুর রহমান হাফি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আজমল হক মিন্টু ও জেলা জাসাস -এর নেতা বাঁকা বিল্লাহ। এসময় বিনা প্রতিদ্বন্দ্বীতায় ওয়ার্ড কমিটির সভাপতি আলী হোসেন মেম্বার ও আহসান হাবীব সাধারণ সম্পাদক মনোনীত হয়।

এ সময় উপস্থিত নেতাকর্মীরা হাত উত্তোলনের মাধ্যমে তাদের সমর্থন জানান। অনুষ্ঠানে ইউনিয়ন বিএনপি’র বিভিন্ন অংশ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পরে নির্বাচিত প্রার্থীদেরকে ফুলের মালা পরিয়ে অভিনন্দন জানানো হয়।




গাংনীতে কৃষক লীগ নেতা লিখন গ্রেপ্তার

মেহেরপুর জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক সাবেক ভিপি ওয়াসিম সাজ্জাদ লিখনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
আজ ১৩ই এপ্রিল রবিবার সন্ধ্যায় গাংনী উপজেলার চিৎলা গ্রামের তার নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

ওয়াসিম সাজ্জাদ লিখন গাংনী উপজেলার চিতলা গ্রামের সাবেক চেয়ারম্যান প্রয়াত গোলাম সরওয়ারের ছেলে। ওয়াসিম সাজ্জাদ লিখন মেহেরপুর সরকারি কলেজের সাবেক ভিপি ও জিএস।
গাংনী থানা সুত্রে জানা গেছে, আইন শৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের চলমান বিশেষ অভিযানের অংশ হিসেবে গাংনী থানা পুলিশের একটি দল চিতলা গ্রামে অভিযান চালায়। অভিযানে ওয়াসিম সাজ্জাদ লিখনকে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদের জন্য গাংনী থানায় নেওয়া হয়।
বিষয়টি নিশ্চিত করে গাংনী থানার অফিসার ইনচার্জ (ওসি) বানি ইসরাইল জানান, ওয়াসিম সাজ্জাদ লিখনকে বিভিন্ন বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এলাকার স্বাভাবিক পরিস্থিতি অস্বাভাবিক করার লক্ষ্যে তার সম্পৃক্ততার অভিযোগ রয়েছে। একটি মামলার আসামি হিসেবে তাকে গ্রেফতার করা হয়েছে। সোমবার তাকে মেহেরপুর আদালতে সোপর্দ করা হবে।



মেহেরপুরে বাণিজ্য মেলা সাময়িক স্থগিত করলো প্রশাসন

আইন-শৃঙ্খলা পরিস্থিতি অবনতির আশঙ্কায় মেহেরপুরের দেশিয় শিল্প ও পণ্য মেলা (বাণিজ্য মেলা) সাময়িক স্থগিত করেছেন জেলা প্রশাসন।

আজ বিকালে মেহেরপুর জেলা প্রশাসকের কার্যালয় থেকে সহকারী কমিশনার মো:সাজেদুল ইসলাম সাক্ষরিত এক পত্রে এ তথ্য জানানো হয়েছে।

পত্রে উল্লেখ করা হয়েছে, আগামী ২ মে থেকে ১ জুন পর্যন্ত এ জেলায় মাসব্যাপী দেশীয় শিল্প ও পণ্য মেলা শর্তসাপেক্ষে আয়োজনের অনুমতি প্রদান করা হয়। গত ১২ এপ্রিল মেলা আয়োজন না করার জন্য মেহেরপুর ব্যবসায়ী সমিতি থেকে একটি স্মারকলিপি জেলা প্রশাসকের কাছে দাখিল করা হয়। উদ্ভুদ্ধ পরিস্থিতি মেলা আয়োজনকে কেন্দ্র করে আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হওয়ার আশঙ্কা রয়েছে বলে বিভিন্ন সূত্রে জানা গেছে।

এসব বিবেচনায় পরবর্তি নির্দেশ না দেওয়া পর্যন্ত মেলা সাময়িকভাবে স্থগিত করা হলো।




হরিণাকুণ্ডুতে এক মাস পরেও সন্ধান মেলেনি মানসিক প্রতিবন্ধী এক যুবকের

ঝিনাইদহ জেলার হরিণাকুন্ডু উপজেলার হাকিমপুর গ্রামের এক মানসিক প্রতিবন্ধী যুবক নিখোঁজ রয়েছেন প্রায় এক মাস ৯ দিন ধরে। নিখোঁজ যুবকের নাম রিপন হোসেন (৩৪)।

পারিবারিক সূত্রে জানা গেছে, গত ৬ মার্চ রাত আনুমানিক ৮টার দিকে রিপন হোসেন প্রাকৃতিক ডাকের কথা বলে নিজ বাড়ি থেকে বের হন। এরপর থেকে আর তিনি বাড়িতে ফেরেননি। দীর্ঘ সময় পেরিয়ে গেলেও এখনও তার কোনো সন্ধান পাওয়া যায়নি, যা পরিবারের মধ্যে চরম উদ্বেগ-উৎকণ্ঠা সৃষ্টি করছে।

নিখোঁজ রিপনের বাবা আফজাল হোসেন বলেন, “আমার একমাত্র সন্তান রিপন মানসিক প্রতিবন্ধী। সেদিন রাতে হঠাৎ করেই বাইরে যায়, আমরা ভেবেছিলাম হয়তো একটু পরেই ফিরে আসবে। কিন্তু এরপর আর কোনো খোঁজ মেলেনি।

আত্মীয়-স্বজন, হাসপাতাল, আশপাশের গ্রামÑসবখানে খোঁজ নিয়েছি। কোথাও তাকে পাইনি।” তিনি আরও জানান, ছেলেকে না পেয়ে পরদিনই হরিণাকুন্ডু থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন তিনি। কিন্তু এতদিনেও কোনো অগ্রগতি হয়নি। রিপনের স্ত্রীও চোখের পানি ধরে রাখতে পারেননি।

রিপনের স্ত্রী ডলি বেগম জানান, “আমার স্বামী নিখোঁজ হওয়ার পর থেকে আমি ও আমার সন্তানরা প্রতিদিন অপেক্ষা করছি। ১০ বছর বয়সী বড় ছেলে প্রায়ই জিজ্ঞেস করেÑ‘আব্বু কবে আসবে?’ ছোট মেয়েটা প্রতিদিন বাবার ছবির দিকে চেয়ে থাকে।”

মানসিক প্রতিবন্ধী রিপনের ঘরে রয়েছে তিনটি অবুঝ মুখ-দুই ছেলে ও এক মেয়ে। বাবার অনুপস্থিতিতে পরিবারটি চরম অসহায় অবস্থায় দিন কাটাচ্ছে। রিপনের বাবা আফজাল হোসেন সমাজের সর্বস্তরের মানুষের সহযোগিতা চেয়েছেন। তিনি বলেন, “আমার সন্তানের সন্ধান কেউ পেলে দয়া করে আমার এই নম্বরে জানানোর অনুরোধ করছিÑ ০১৭৮৮-৪৮৫১৭৪।

সবার সহায়তায় হয়তো আমার ছেলেকে ফিরে পেতে পারি।” পরিবারের পক্ষ থেকে নিখোঁজ রিপনের সন্ধানে মানবিক সহায়তা ও সামাজিক যোগাযোগ মাধ্যমে সংবাদটি ছড়িয়ে দেওয়ার অনুরোধ জানানো হয়েছে।




চাল ধোয়া পানির যত উপকারিতা

রাইস ওয়াটার বা চাল ধোয়া পানির উপকারিতা নতুন কিছু নয়। যদিও সাম্প্রতিককালে কোরিয়ান সংস্কৃতি ও কে-পপের জনপ্রিয়তার কারণে রাইস ওয়াটার ব্যবহারের চল আবারও শুরু হয়েছে। তবে এই প্রাকৃতিক উপাদানটির ব্যবহার আমাদের উপমহাদেশে বহু আগে থেকেই প্রচলিত। সামাজিক যোগাযোগ মাধ্যমে এর নানা ব্যবহার ভাইরাল হওয়ার পর এখন এটি রীতিমতো ট্রেন্ডে পরিণত হয়েছে। রাইস ওয়াটার এমন এক প্রাকৃতিক উপাদান, যার উপকারিতা জানলে অনেকেই চমকে উঠবেন।

১. চুলের ঘরোয়া যত্নে

যারা বারবার পার্লারে গিয়ে চুলের যত্ন নিতে নিতে বিরক্ত, তাদের জন্য রাইস ওয়াটার হতে পারে সহজ, সাশ্রয়ী আর কার্যকর সমাধান। এতে থাকা ভিটামিন, অ্যামিনো অ্যাসিড ও অ্যান্টিঅক্সিডেন্ট চুলকে করে তোলে শক্তিশালী, লম্বা এবং ঝলমলে। ব্যবহারবিধি খুব সহজ—শ্যাম্পু করার পর চুলে রাইস ওয়াটার লাগিয়ে ১০-১৫ মিনিট রেখে দিন, এরপর ভালোভাবে ধুয়ে ফেলুন।

২. সতেজ ফেস মিস্ট

গরমে ঘাম আর ধুলায় ক্লান্ত ত্বককে দ্রুত সতেজ করতে চাইলে রাইস ওয়াটার দিয়ে তৈরি ফেস মিস্ট হতে পারে দারুণ বিকল্প। ছোট একটি স্প্রে বোতলে চাল ভেজানো পানি ভরে ব্যাগে রাখুন। দিনে কয়েকবার স্প্রে করে নিন মুখে। এতে ত্বক হবে ঠান্ডা, হাইড্রেটেড ও সতেজ। এতে থাকা প্রাকৃতিক স্টার্চ ত্বকের আর্দ্রতা ধরে রাখতে সাহায্য করে।

৩. গাছের প্রাকৃতিক সার

রাইস ওয়াটারে রয়েছে ইনোসিটল ও বিভিন্ন ভিটামিন, যা গাছের পুষ্টি বাড়াতে সাহায্য করে। পরিবেশবান্ধব এই ঘরোয়া সার গাছের গোড়ায় নিয়মিত দিলে গাছের বৃদ্ধি ও স্বাস্থ্য উন্নত হয়। কৃত্রিম সারের চেয়ে অনেক বেশি নিরাপদ এই প্রাকৃতিক বিকল্প।

৪. মুখের উজ্জ্বলতা বাড়াতে

চাল ধোয়া পানি ত্বকের উজ্জ্বলতা বাড়াতে ও ব্রণ দূর করতে দারুণ কার্যকর। এতে থাকা উপাদান ত্বকের লালচে ভাব, জ্বালাভাব কমিয়ে শান্ত রাখে। তুলোর প্যাডে রাইস ওয়াটার ভিজিয়ে আলতো করে মুখে মেখে নিন। এটি টোনার হিসেবে কাজ করে, ত্বককে করে টানটান ও উজ্জ্বল।

৫. চোখের ক্লান্তি কমাতে

ঘুম কম হলে চোখের নিচে ফোলাভাব বা ক্লান্তি দেখা দেয়। ঠান্ডা চাল ধোয়া পানিতে তুলার বল ভিজিয়ে কয়েক মিনিট চোখের উপর রেখে দিন। এতে চোখের চারপাশের ত্বক শান্ত হয় এবং ফোলাভাব অনেকটাই কমে যায়।

৬. রোদে পোড়া ত্বকের যত্নে

রোদে দীর্ঘক্ষণ থাকার পর ত্বক পুড়ে গেলে রাইস ওয়াটার হতে পারে সহজ সমাধান। এতে থাকা ঠান্ডা অনুভূতি এবং অ্যান্টিঅক্সিডেন্ট উপাদান ত্বকের ক্ষত সারাতে ও আরাম দিতে সাহায্য করে। ঠান্ডা রাইস ওয়াটারে তুলোর বল ভিজিয়ে আক্রান্ত স্থানে লাগান, দেখবেন লালচে ভাব ও অস্বস্তি অনেকটাই কমে যাবে।

রাইস ওয়াটার শুধু রান্নায় পানির অপচয় নয় বরং এটি একাধিক কাজে ব্যবহারের উপযোগী এক দুর্দান্ত প্রাকৃতিক উপাদান। চুল, ত্বক, গাছ—সবকিছুর যত্নেই এটি হতে পারে সহজ এবং সাশ্রয়ী সমাধান। একবার ব্যবহার করেই দেখুন, ভালো ফল পেলে রুটিনে রেখে দিন!

সূত্র: যুগান্তর




গাংনীর কুতুবপুর স্কুল অ্যান্ড কলেজের এডহক কমিটির সভাপতি হলেন হাসানুজ্জামান ডাবলু

মেহেরপুর সরকারি কলেজের সহকারী অধ্যাপক ও ইংরেজি বিভাগের প্রধান হাসানুজ্জামান ডাবলু গাংনী উপজেলার কুতুবপুর স্কুল অ্যান্ড কলেজের এডহক কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন।

একজন শিক্ষিত, অভিজ্ঞ এবং সুনামধন্য শিক্ষক হিসেবে শিক্ষাক্ষেত্রে তার অবদানের স্বীকৃতিস্বরূপ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, যশোর ছয় মাসের জন্য তাকে এডহক কমিটির সভাপতি হিসেবে অনুমোদন দিয়েছে।

এডহক কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সাধারণ শিক্ষক প্রতিনিধি মাজহারুল ইসলাম, অভিভাবক প্রতিনিধি মিজানুর রহমান মিজান এবং কুতুবপুর স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হাফিজুর রহমান।

মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, যশোরের কলেজ পরিদর্শক প্রফেসর এস এম তৌহিদুজ্জামানের স্বাক্ষরিত অফিস আদেশে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

নতুন সভাপতির দায়িত্ব গ্রহণ উপলক্ষে এক অনাড়ম্বর অনুষ্ঠানে প্রতিষ্ঠানের সিনিয়র শিক্ষক আমজাদ হোসেন, আক্তারুজ্জামান লাভলু, রেজাউর রহমান, ফিরোজা খাতুন, আজিজুল হক, জুহিন কামাজ, জয়নাল আবেদীন, শামীম রেজা, এখলাছুর রহমান, ববিতা রাণী সরকার, পল্লবী সাহা, নুরুন্নাহার, আশিকুল ইসলাম, নাজমুল হকসহ সব শিক্ষক-কর্মচারী উপস্থিত ছিলেন।

সিনিয়র শিক্ষক আমজাদ হোসেন জানান, “নবনির্বাচিত সভাপতি হাসানুজ্জামান ডাবলু আমার সহকর্মী এবং আমাদের প্রিয় শিক্ষক মরহুম সামছুজ্জোহা স্যারের সুযোগ্য পুত্র। তিনি একজন অভিজ্ঞ ও যোগ্য শিক্ষক। আমরা আশাবাদী, তার নেতৃত্বে আমাদের প্রতিষ্ঠান নতুন উচ্চতায় পৌঁছাবে।”

অভিভাবক প্রতিনিধি মিজানুর রহমান মিজান বলেন, “সভাপতি মহোদয় একজন দক্ষ ও অভিজ্ঞ শিক্ষক। শিক্ষাক্ষেত্রের নানা দিক সম্পর্কে তার সুস্পষ্ট ধারণা রয়েছে। তার দক্ষ পরিচালনায় প্রতিষ্ঠান আরও সমৃদ্ধ হবে বলে আমি বিশ্বাস করি এবং আমি সর্বাত্মক সহযোগিতা করবো।”

সহকারী শিক্ষক আক্তারুজ্জামান লাভলু বলেন, “বর্তমান সভাপতির নেতৃত্বে আমাদের প্রতিষ্ঠানের শিক্ষার মান, শৃঙ্খলা এবং আদর্শিক দিক আরও উন্নত হবে বলে আমরা প্রত্যাশা করি।”

নবনির্বাচিত সভাপতি হাসানুজ্জামান ডাবলু বলেন, “১৯৬৭ সালে প্রতিষ্ঠিত এই ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিটি ইট এবং বালুকণায় আমার বাবার স্মৃতি মিশে আছে। আমি শিক্ষার মানোন্নয়নসহ প্রতিষ্ঠানের সার্বিক উন্নয়নে কাজ করতে চাই। আমাদের প্রতিষ্ঠানকে মেহেরপুর জেলার সেরা বিদ্যালয় হিসেবে গড়ে তুলতে সকলের সহযোগিতা প্রয়োজন। আমি জানি, এখানে অনেক দক্ষ ও মানসম্পন্ন শিক্ষক রয়েছেন। আমি সকলকে আহ্বান জানাই আপনারা সেরা শিক্ষক হিসেবে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করুন।”

একজন শিক্ষিত ও অভিজ্ঞ শিক্ষক হাসানুজ্জামান ডাবলু এডহক কমিটির সভাপতি মনোনীত হওয়ায় স্থানীয় এলাকাবাসী, শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে আনন্দ ও উচ্ছ্বাস বিরাজ করছে।




‘জংলি’র শো বাড়ানোর কারণ জানালেন বুবলী

এবার ঈদে মুক্তি পাওয়া ছয় সিনেমার মধ্যে একটি হচ্ছে— ‘জংলি’। আর এতে অভিনয় করেছেন সময়ের আলোচিত ঢালিউড অভিনেত্রী শবনম ইয়াসমিন বুবলী। তার বিপরীতে আছেন আরেক ঢালিউডের জনপ্রিয় অভিনেতা সিয়াম আহমেদ। ‘জংলি’ সিনেমাটি দর্শকদের চোখে কান্না ঝরিয়েছে, যেখানে উঠে এসেছে বাবা-মেয়ের গল্প। এক যুবক কীভাবে বাবা হয়ে উঠলেন সেই গল্প নিয়েই ‘জংলি’ সিনেমা। এ সিনেমায় সিয়াম-বুবলী ছাড়াও দীঘি, দিলারা জামান, শহীদুজ্জামান সেলিম, রাশেদ মামুন অপু প্রমুখ। টাইগার মিডিয়া প্রযোজিত ‘জংলি’ সিনেমার গল্প লিখেছেন আজাদ খান, চিত্রনাট্য করেছেন যৌথভাবে— মেহেদী হাসান ও কলকাতার সুকৃতি সাহা।

ঈদুল ফিতরে মুক্তির প্রথম দিন থেকেই রাজধানীর স্টার সিনেপ্লেক্সে সাতটি করে প্রদর্শনী ছিল। দর্শক আগ্রহ থাকা সত্ত্বেও সিনেমাটির প্রদর্শনীর সংখ্যা কমিয়ে দেওয়া হয়। এরপর আবার বাড়ানো হয়। পরে আবার কমানো হয়। ছবি মুক্তির নবম দিনে এসে প্রদর্শনীর সংখ্যা আবারও এক দফায় বৃদ্ধি করা হয়েছে। সিনেমা হল পরিদর্শনে এসে বুবলী জানালেন ‘জংলি’র শো দ্বিগুণ হওয়ার কারণ। অভিনেত্রী বলেন, সিনেমার বড় প্রচারটা হয় দর্শকদের মুখ থেকে। অন্যদের বলছে সে কারণে শো দ্বিগুণ হচ্ছে।

বুবলী বলেন, ‘জংলি’ সিনেমায় দর্শকদের আকৃষ্ট করার মতো সব কিছুই আছে। এটিকে পারিবারিক সিনেমা, কমেডি সিনেমা এবং পাশাপাশি মিউজিক্যাল সিনেমা বলা যায়। অনেক সুন্দর সুন্দর গান রয়েছে সিনেমাটিতে। সিনেমাটি দর্শক দেখবে আমাদের এমন বিশ্বাস ছিল। সবার ভালোবাসা দেখে আমরা অভিভূত। তিনি বলেন, আমরা শিল্পী হিসেবে সিনেমা প্রচার অবশ্যই করি। টিম থেকে প্রচার করছে। বড় প্রচারটা হয় দর্শকদের মুখ থেকে আসা। অন্যদের বলছে সে কারণে শো দ্বিগুণ হচ্ছে। সামনের সপ্তাহে আরও ২০ থেকে ২৩টি হল যুক্ত হচ্ছে। এটা কিন্তু হয়েছে দর্শকদের ভালো লাগা থেকে ভালোবাসা থেকে। এসব হয়েছে আমাদের টিমের পরিশ্রম ও দর্শকদের ভালোবাসায়।

অভিনেত্রী বলেন, ছোট ছোট শিশু থেকে ৮০ বছরের দর্শক ‘জংলি’ দেখছেন। বিশেষ করে বলতে হয়, আমাদের সিনিয়র সিটিজেন হলে ফিরেছেন। তারা পরিবার নিয়ে আসছেন সিনেমা দেখতে। এটা খুবই ইতিবাচক। পরবর্তী কাজের জন্য আবার খুব চ্যালেঞ্জ। আমার কাছে মনে হয়, প্রতিটি গল্পই আলাদা মানুষকে কাঁদানো-হাসানো কঠিন কাজ। সেখানে বাংলা সিনেমা জংলি দেখে আবেগে আপ্লুত হয়েছেন দর্শকরা। তারা হাসছেন, কাঁদছেন। পরবর্তী সিনেমা করতে দায়িত্ববোধ আরও বাড়িয়ে দিচ্ছে।

এদিকে সিয়াম-বুবলীর জংলি দেখতে আসা এক দম্পতির হৃদয় ছুঁয়ে গেছে। অদিতি ও আবির— দুজনই চাকরিজীবী। বিয়ের পর কেটে গেছে অনেক বছর। কিন্তু জীবনে ঘর আলো করার মতো সংসারে এখনো কেউ আসেনি। তারা এখনো সন্তানের মুখ দেখেননি। তারা দুজনে মিলেই প্রেক্ষাগৃহে হাজির হয়েছিলেন ‘জংলি’ সিনেমা দেখার জন্য। সেই সিনেমা দেখার পরই তারা সিদ্ধান্ত নিলেন, সন্তান দত্তক নেবেন।

এ বিষয়ে আবির নামে ওই যুবক বলেন, আমরা স্বামী-স্ত্রী দুজনই দ্বিতীয়বার জংলি দেখলাম এবং উপলব্ধি করলাম শুধু জন্ম দিলেই বাবা-মা হওয়া যায় না। জন্ম না দিয়েও আদর্শ বাবা-মা হওয়া সম্ভব। সেটা জংলি সিনেমায় পরিচালক দারুণভাবে উপলব্ধি করাতে পেরেছেন।

সূত্র: যুগান্তর