নিয়োগ দিবে এসএমসি

জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সোশ্যাল মার্কেটিং কোম্পানি (এসএমসি)। প্রতিষ্ঠানটির টেলি জিজ্ঞাসা, এমএমএস প্রজেক্টের জন্য কাউন্সিল পদে জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে।

আবেদন নেওয়া শুরু হয়েছে ৪ ডিসেম্বর। আবেদন করা যাবে আগামী ১৪ ডিসেম্বর পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।

এক নজরে এসএমসি নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪

প্রতিষ্ঠানের নাম : সোশ্যাল মার্কেটিং কোম্পানি (এসএমসি)

চাকরির ধরন : বেসরকারি চাকরি

প্রকাশের তারিখ : ০৪ ডিসেম্বর ২০২৪

পদ ও লোকবল : ১টি ও ১ জন

আবেদন করার মাধ্যম : অনলাইন

আবেদন শুরুর তারিখ : ০৪ ডিসেম্বর ২০২৪

আবেদনের শেষ তারিখ : ১৪ ডিসেম্বর ২০২৪

অফিশিয়াল ওয়েবসাইট : https://www.smc-bd.org

আবেদন করার লিংক : অফিশিয়াল নোটিশের নিচে

প্রতিষ্ঠানের নাম : সোশ্যাল মার্কেটিং কোম্পানি (এসএমসি)

পদের নাম : কাউন্সিলর

বিভাগ : টেলি জিজ্ঞাসা, এমএমএস প্রজেক্ট

পদসংখ্যা : ০১টি

অন্য যোগ্যতা : ডকুমেন্টেশন, রিপোর্ট বিশ্লেষণ এবং লেখা এবং উপস্থাপনায় ভালো দক্ষতা। এমএস অফিস অ্যাপ্লিকেশনসহ কম্পিউটার অপারেটিংয়ে দক্ষতা।

অভিজ্ঞতা : প্রয়োজন নেই, তবে যোগাযোগ এবং কাউন্সেলিং অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে।

চাকরির ধরন : চুক্তিভিত্তিক

কর্মক্ষেত্র : অফিসে

প্রার্থীর ধরন : নারী-পুরুষ (উভয়)

বয়সসীমা : সর্বোচ্চ ৩৫ বছর

কর্মস্থল : ঢাকা (বনানী)

বেতন : আলোচনা সাপেক্ষে

অন্য সুবিধা : প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী

আবেদন যেভাবে : আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।

সূত্র: কালবেলা




এবার সরাসরি শুটিং ফ্লোরে ঢুকে সালমানকে হত্যার হুমকি

বলিউড অভিনেতা সালমান খান বিগত কয়েক বছরে একের পর এক প্রাণনাশের হুমকি পেয়েই যাচ্ছেন। এবার ফোন কিংবা চিঠিতে নয়। সরাসরি শুটিং স্পটে ঢুকে ভাইজানকে হত্যার হুমকি দিয়েছেন শর্মা নামের এক যুবক।

হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুযায়ী, মুম্বাইয়ের দাদরে শুটিং চলছে সালমানের। গতকাল বুধবার (৪ ডিসেম্বর) দিবাগত রাতে হঠাৎ অজ্ঞাত এক ব্যক্তি ঢুকে পড়েন সেখানে।

নিরাপত্তারক্ষীরা তাকে আটক করায় সালমানের কাছে আর যেতে পারেননি তিনি। তখন দূর থেকেই অভিনেতাকে প্রাণনাশের হুমকি দেন তিনি। এ সময় নিজেকে লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের লোক বলেও দাবি করতে থাকেন ওই হুমকিদাতা।

এদিকে ঘটনাটি নিয়ে এখনও পর্যন্ত কোনো প্রতিক্রিয়া জানাননি সালমান। এ ঘটনায় আটক করে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে অভিযুক্ত ব্যক্তিকে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে পুলিশ জানিয়েছে, শিবাজি পার্কে চলা সালমানের শুটিং ভেন্যুতে ঢুকতে বাধা দেওয়া হলে, রাগের মাথায় হুমকির মতো ভাষা ব্যবহার করেছিলেন অভিযুক্ত শর্মা।

কৃষ্ণসার হরিণ হত্যা মামলায় নাম জড়ানোর পর থেকেই লরেন্স বিষ্ণোইর নেতৃত্বাধীন বিষ্ণোই গ্যাংয়ের নিশানায় রয়েছেন সালমান। মূলত বাবা সিদ্দিকীর হত্যাকাণ্ডের পর থেকে আতঙ্ক বেড়েছে।

যে কারণে আরও জোরদার করা হয় সালমানের নিরাপত্তা।

সূত্র: ইত্তেফাক




গাংনীতে ইসলামী ব্যাংকের ৩৯৯ তম শাখা উদ্বোধন

শরী‘আহ ভিত্তিক আধুনিক ব্যাংকিংয়ের সকল সুবিধা নিয়ে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির  ৩৯৯ তম শাখা উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) সকালে মেহেরপুরের গাংনী উপজেলা শহরের প্রাণকেন্দ্র বাসস্ট্যান্ড বাজার এলাকায় আধুনিক টাওয়ারে শাখাটি উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র ম্যানেজিং ডাইরেক্টর মুহাম্মদ মুনিরুল মওলা।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ব্যাংকের অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর  মোহাম্মদ আলতাফ হুসাইন, ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর মাকসুদুর রহমান, গাংনী উপজেলার নির্বাহী অফিসার প্রীতম সাহা, মেহেরপুর জেলা জামায়াতের আমীর মাওলানা তাজ উদ্দিন খান।

ব্যাংকের সিনিয়র এক্সিকিউটিভ ভাইসপ্রেসিডেন্ট ও যশোর জোনপ্রধান মাহবুব-এ আলমের সভাপতিত্বে কল্যাণমুখী ব্যাংকিংয়ের উপর মূল বক্তব্য উপস্থাপন করেন ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির সিনিয়র ভাইসপ্রেসিডেন্ট শরীআহ সেক্রেটারিয়েট মোহাম্মদ হাবিবুর রহমান।

স্বাগত বক্তব্য রাখেন ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মোঃ মজনুজ্জামান এবং ধন্যবাদ জ্ঞাপন করেন গাংনী শাখাপ্রধান মাসুদ করিম।

আমন্ত্রিত অতিথিদের পক্ষ থেকে শুভেচ্ছা বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মেহেরপুর জেলা আমীর মাওলানা তাজ উদ্দিন খান, জেলা সেক্রেটারি মোঃ ইকবাল হোসেন, মেহেরপুর সদর উপজেলা আমীর মাওলানা মোঃ সোহেল রানা, গাংনী উপজেলা আমীর ডাঃ রবিউল ইসলাম, সাবেক উপজেলা চেয়ারম্যান উপজেলা কর্মপরিষদ সদস্য নাজমুল হুদা, জেলা শূরা সদস্য সাবেক গাংনী পৌর আমীর মাওলানা আব্দুর রহমান, পৌর জামায়াতের বায়তুলমাল সম্পাদক মোঃ জিল্লুর রহমান প্রমুখ।

এসময় ব্যাংকের এক্সিকিউটিভ মোঃ হাসিবুল ইসলাম, রাশেদ ওসমান, মোঃ জাহাঙ্গীর আলমসহ প্রধান কার্যালয় ও বিভিন্ন শাখার কর্মকর্তারা, ব্যবসায়ী, শুভানুধ্যায়ী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে মুহাম্মদ মুনিরুল মওলা বলেন, বর্তমানে ইসলামী ব্যাংক দেশের সর্ববৃহৎ ও শক্তিশালী ব্যাংক। নতুন বাংলাদেশে গ্রাহকরা ইসলামী ব্যাংককে আরো বেশি আস্থার ব্যাংক হিসেবে নিয়েছেন। গ্রাহকরা এখন নির্বিঘ্নে ইসলামী ব্যাংকের প্রতিটি শাখায় সেবা গ্রহণ করছেন।

তিনি বলেন, ইসলামী ব্যাংক দেশের একটি ঐতিহ্যবাহী ব্যাংক। একঝাঁক সৎ, দক্ষ ও নিষ্ঠাবান কর্মী আধুনিক ব্যাংকিং প্রযুক্তির সমন্বয়ে ব্যাংকিং সেবা দিয়ে যাচ্ছেন। তিনি দেশের অন্যান্য শাখার মতো গাংনী শাখায়ও ইসলামী ব্যাংকের সর্বজনীন ও কল্যাণধর্মী সেবাসমূহ গ্রাহকের কাছে নিরবচ্ছিন্নভাবে পৌঁছে দেয়ার প্রত্যয় ব্যক্ত করেন।




অফিস সহকারী জাহিদের স্থলে বেতন করিয়েছেন সাবেক অধ্যক্ষর ভাগ্নের

মেহেরপুরের গাংনী উপজেলার তেরাইল-জোড়পুকুরিয়া কলেজের কোটি টাকা লুটপাটের খবর ছড়িয়ে পড়ার সাথে সাখে নানা অনিয়মের খবরও উঠে আসছে। গত দুই দিন মেহেরপুর প্রতিদিনে “শিক্ষক নিয়োগের কোটি টাকা লুটপাটের অভিযোগ” ও “অন্যের জমিতে গেইট ও প্রাচির নির্মাণ’ শিরোনামে সংবাদ প্রকাশ হয়েছে। কলেজটিতে সরেজমিনে গিয়ে জানা যায় জাহিদুজ্জামান নামের এক অসুস্থ স্টাফের এমপিও না করিয়ে সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাসুম উল হকের ভাগ্নে পিংকি আক্তারের এমপি করা হয়েছে। যা রীতিমত জাহিদুজ্জামানের সাথে প্রতারণার শামিল। একই সঙ্গে মানবেতর জীবন পার করছে জাহিদুজ্জামান।

সরেজমিন ও বিভিন্ন অভিযোগের মাধ্যমে জানা গেছে, ২০২১ সালে কলেজের অধ্যক্ষ গোলাম মোস্তফার মৃত্যুর পর থেকে অনিয়ম আর দুর্নীতি ভরে গেছে কলেজটিতে। শিক্ষা মন্ত্রণালয়ে বিধিকে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে ব্যবস্থাপনা পরিষদের সভাপতির মন মত চালানো হয়েছে কলেজটিকে। গোলাম মোস্তফার মৃত্যুর পর আওয়ামী দলীয় প্রভাষক মাসুম উল হক মিন্টুকে ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে নিয়োগ দেন তৎকালীন সভাপতি বামন্দি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সহসভাপতি শহিদুল ইসলাম। ৫ জন সিনিয়র শিক্ষককে বাদ দিয়ে ৬ নম্বর সিনিয়র শিক্ষক মাসুম উল হককে ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে নিয়োগ দেওয়া হয়। এর পর থেকে শুরু হয় নানা দুর্নীতি ও অনিয়ম।

মো: জাহিদুজ্জামান ২০১০ সালে কলেজটিতে অফিস সহকারী পদে যোগ দেন। জৌষ্ঠতা অনুযায়ী তার এমপিও প্রাপ্য হলেও অদ্যবধি তার এমপিও করা হয়নি। ২০২১ সালে তার স্থলে সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাসুম উল হক তার ভাগ্নে পিংকি আক্তারের কাছে থেকে ১০ লাখ টাকা নিয়ে তার এমপিও করান। এমপিও থেকে বঞ্চিত হয় জাহিদুজ্জমান। জাহিদুজ্জামান শারিরিক প্রতিবন্ধী হলেও এখনো জীবিকার প্রয়োজনে নিয়মিত কলেজে হাজিরা দেন এবং সকল কাজ করেন। কিন্তু তার অসহায়ত্বেও মন কাঁদেনি সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষর।

এ প্রতিবেদকের সাথে কথা বলতে গিয়ে জাহিদুজ্জামান অঝোঁরে কেঁদে ফেলেন। তিনি বলেন, একটি জমি বিক্রি করে দেড় লাখ টাকা কলেজে যোগ দিয়েছিলাম। কিন্তু ১৪ বছর পার হলেও এখনো আমার এমপিও হলো না। সাবেক অধ্যক্ষ স্যার আমার কাগজ জমা না দিয়ে তার ভাগ্নের কাগজ জমা দিয়ে তার বেতন করিয়ে দিয়েছেন। আমাকে সাবেক সভাপতি দুই শহিদুল ইসলাম বলেছিলেন, দুই লাখ টাকা নিয়ে কলেজ থেকে চলে যেতে। আমি যাইনি। আমি বলেছি আমার টাকা লাগবে না, বেতন চাই।

জাহিদুজ্জামানের দুই সহকর্মী মর্জিনা খাতুন ও কামাল হোসেন বলেন, সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ জাহিদুজ্জামানের সাথে অন্যায় করেছেন। আমরা একসঙ্গে কলেজে দীর্ঘদিন ধরে কাজ করি। অথচ তার এমপিও করা হয়নি। আমরা তার এমপিও দাবী জানাচ্ছি। তারা আরও বলেন, জাহিদুজ্জামান খুবই অসহায় মানুষ। বেতন না পেয়ে তাকে মানবেতর জীবন কাটাতে হচ্ছে।

এনিয়ে ২০২২ সালে জাহিদুজ্জামান শিক্ষা মন্ত্রণালয়ের সচিবের কাছে লিখিত আবেদন করেও কোন ফলাফল পাননি।

কলেজের একাধিক শিক্ষক মেহেরপুর প্রতিদিনকে জানিয়েছেন, সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাসুম উল হক জাহিদের সাথে প্রতারণা করেছেন। তিনি ইচ্ছা করলেই জাহিদের এমপিও করাতে পারতেন। কিন্তু মোটা অংকের বিনিময়ে তিনি সাবেক সভাপতি শহিদুল ইসলামের সাথে আতাত করে পিংকি আক্তারের এমপিও করেছেন।

সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাসুম উল হক বলেন, অফিস সহকারী জাহিদুজ্জামানের বিষয়ে তিনি বলেন, জাহিদুজ্জামান ডিগ্রি শাখার জন্য নিয়োগ পেয়েছিলেন। আর তার পরিবর্তে পিংকি আক্তারকে নিয়োগ দেওয়া হয়েছে উচ্চ মাধ্যমিক শাখায়। পরিপত্রে কম্পিউটারের সনদ থাকার নির্দেশনা থাকায় পিংকি আক্তারের এমপিও করানো হয়েছে।

বর্তমান ভারপ্রাপ্ত অধ্যক্ষ জিনারুল ইসলাম বলেন, সাবেক অধ্যক্ষ তার ভাগ্নের বেতন করে দেওয়ায় জাহিদুজ্জামানের টা করেননি। জাহিদুজ্জামানের সাথে প্রতারণা করা হয়েছে। আমরা জাহিদুজ্জামানের বেতনের ব্যবস্থা করার প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা হবে।




গাংনী উপজেলা যুবদলের আহ্বায়ক চপল বিশ্বাস মারা গেছেন

গাংনী উপজেলা যুবদলের আহ্বায়ক ও বিশিষ্ট রড সিমেন্ট ব্যবসায়ী মালেক হোসেন চপল বিশ্বাস (৪৬) স্ট্রোকজনিত কারনে কুষ্টিয়া হার্ট এন্ড জেনারেল হাসপাতালে মৃত্যুবরণ করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রজিউন।

চপল বিশ্বাসের স্ত্রী, দুই ছেলে, এক মেয়ে, ভাই-বোন,আত্মীয় স্বজন, বন্ধু বান্ধবসহ অসংখ্য গুনগ্রাহী রয়েছে। চপল বিশ্বাসের বড় ভাই বামন্দী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও মেহেরপুর জেলা বিএনপির যুগ্ম সম্পাদক আব্দুল আওয়াল এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, আজ রাত ৮ টার দিকে হঠাৎ বুকে ব্যাথা অনুভব করলে তাঁকে দ্রুত কুষ্টিয়া মান্নান হার্ট এন্ড জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় মারা যায় সে। চপল বিশ্বাস গাংনী উপজেলার বামন্দী বাজারের মৃত আব্দুল বারীর ছেলে ও বিশিষ্ট রড সিমেন্ট ব্যবসায়ী। তবে, কখন তাঁর নামাজে জানাযা অনুষ্ঠিত হবে এখনো নির্ধাারিত হয়নি। আজ বৃহস্পতিবার বামন্দী কেন্দ্রীয় গোরস্থানে তাঁর দাফন সম্পন্ন হবে বলে পারিবারিকভাবে জানা গেছে।

এদিকে চপল বিশ্বাসের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে এলাকায় শোকের ছায়া নেমে আসে।

এই রাজনৈতিক নেতার মৃত্যুতে শোক জানিয়েছেন, মেহেরপুর জেলা বিএনপির সভাপতি ও সাবেক এমপি মাসুদ অরুন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক এমপি আমজাদ হোসেন, জেলা বিএনপির সহসভাপতি শিল্পপতি জাভেদ মাসুদ মিল্টন, গাংনী উপজেলা বিএনপির সভাপতি রেজাউল হক, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান বাবলু, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক মনিরুজ্জামান গাড্ডু, সাবেক উপজেলা চেয়ারম্যান ও গাংনী পৌর বিএনপির সভাপতি মোরাদ আলীসহ বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। এছাড়া বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দও শোক জানিয়েছেন।

উল্লেখ্য, মালেক হোসেন চপল বিশ্বাস এলাকার জনপ্রিয় একজন রাজনৈতিক নেতা ও সমাজ সেবক ছিলেন। বিভিন্ন সামাজিক ও ধমীয় প্রতিষ্ঠানে বিভিন্নভাবে সহযোগীতা করতেন। এছাড়া অসহায় নির্যাতিত ও নিপীড়িত মানুষের সাহায্যে হাত বাড়িয়ে দিতেন।

বিগত আওয়ামীলীগের শাসন আমলে তাঁর বিরুদ্ধে একাধিক মিথ্যা মামলা হয়েছে। সেসব মামলায় একাধিকবার কারাবরণ করেছেন।




দর্শনা সাংস্কৃতিক সংসদ আয়োজনে দর্শনা শত্রুমুক্ত দিবস পালন

আগুনের মুক্তিতে আনন্দের শিখা শ্লোগানে দর্শনায় ৪ ডিসেম্বর যথাযোগ্য মর্যাদায় শত্রু মুক্ত দিবস পালিত হয়েছে।

আজ বুধবার বিকালে জেলার ঐতিহ্যবাহি সাংস্কৃতিক সংগঠন” দর্শনা সাংস্কৃতিক সংসদ”এর আয়োজনে বর্নাঢ্য শোভাযাত্রা, লাঠিখেলা, কবিতাবৃত্তি দেশগান ও শহীদ বেদীতে পুষ্পমাল্য অর্পণের মধ্যে দিয়ে ৪ ডিসেম্বর দর্শনা শত্রুমুক্ত দিবস পালন করা হয়েছে।

ঐদিন বিকাল ৪ টায় শোভাযাত্রাটি দর্শনা সরকারি কলেজ মাঠ থেকে শুরু করে কেরু চিনিকলের আনন্দবাজারের বীর শহীদ স্মৃতিসৌধে এসে শেষ হয়। পরে সাংস্কৃতিক সংসদের নেতৃবৃন্দরা শহীদদের আত্নার প্রতি এক মিনিট দাড়িয়ে নিরাবতা পালন করারপর শ্রোদ্ধা জানিয়ে বেদীতে পুষ্পমাল্য অর্পন করেন।

এ সময় সাংস্কৃতিক ব্যাক্তিত্ব ও বিশিষ্ট রাজনীতিবিদ আনোয়ারুল ইসলাম বাবু, দর্শনা পৌর বিএন পির সমন্বয়ক মোঃ হাবিবুর রহমান বুলেট, যুগ্ম সমন্বয়ক মোঃ নাহারুল ইসলাম, সিডি এল পরিচালক আবু সুফিয়ান, হিন্দোল সাংস্কৃতিক সংগঠনের সভাপতি মোঃ নজরুল ইসলাম, দর্শনা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহবায়ক অনিক, দর্শনা সাংস্কৃতিক সংসদের শত্রুমুক্ত দিবস পালনে উপ কমিটির আহবায়ক মোস্তাক আহম্মেদ মনা, সাংস্কৃতিক সংসদের সমন্বয়ক মনিরুজ্জামান ধীরু, টিটো খান, সাজ্জাদ হোসেন, শেখ সাজু, রাশেদ আহম্মেদ, বলরাম কুমার, আনোয়ার জোয়ার্দার সহ ১৫ টি সাংস্কৃতিক সংগঠনের সভাপতি, সম্পাদক ও সাংস্কৃতিক কর্মি কবি, সাহিত্যিক সাংবাদিকগন উপস্হিত ছিলেন। পরে রাত সাড়ে ৭ টার দিকে কেরুজ ক্লাবমাঠে আনন্দযাত্রা ও বিজয়ালেখ্য শ্রোগানে এক মন মাতানো সাংস্কৃতিক অনুস্ঠানের মধ্যে দিয়ে দর্শনা শত্রুমুক্ত দিবসের কর্মসুচি শেষ হয়।

উল্লেখ্য ১৯৭১ সালের ৪ ডিসেম্বর এ অন্চলের অকুতোভয় বীর মুক্তি যোদ্ধাদের রক্ত ও শহীদ হওয়ার বিনিময়ে দর্শনা শত্রুমুক্ত করে দেশ স্বাধীন করেন।সে থেকে দিবসটি যথাযোগ্য মর্যাদার সাথে দর্শনা বাসি পালন করে আসছে।




আলমডাঙ্গায় বৈষম্যবিরোধী ছাত্রদের বিক্ষোভ মিছিল

ভারতের আগরতলাস্থ উপ-হাইকমিশনে হামলার প্রতিবাদে আলমডাঙ্গায় বৈষম্যবিরোধী ছাত্রদের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ বুধবার সকাল ১১ টার দিকে পৌর এলাকার কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণ থেকে বিক্ষোভ মিছিল শহরের প্রধান সড়ক ঘুরে আলতায়েবা মোড়ে জমায়েত হয়।

উপস্থিত বৈষম্যবিরোধী ছাত্র বলেন, শেখ হাসিনা ভারতে বসে বাংলাদেশবিরোধী ষড়যন্ত্রে মেতে উঠেছে। তারা এরই মধ্যে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব নিয়ে হুমকি দিয়েছে।

বাংলাদেশের ছাত্র-জনতা এর দাঁতভাঙা জবাব দিতে প্রস্তুত রয়েছে।” এসময় উপস্থিত ছিলেন মুসাব, কাজল, আরাফাত, রাকিব, শামীম, সলেহীন, রাতুল শাকিবসহ আলমডাঙ্গার সাধারণ শিক্ষার্থীরা।




গাংনীতে পাঙ্গাস মাছ চাষ প্রদর্শনীর উপকরণ বিতরণ

মেহেরপুরের গাংনীতে পলাশীপাড়া সমাজ কল্যান সমিতির অধীনে সংগঠিত সংস্থার সমন্বিত কৃষি ইউনিটের মৎস্য খাতের আওতায় উত্তম ব্যবস্থাপনায় অফ-ফ্লেভার মুক্ত পাঙ্গাস মাছ চাষ প্রদর্শনীর উপকরণ বিতরণ করেছে সংস্থাটি।

২০২৪-২৫ অর্থবছরের উপকরণ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা মৎস্য কর্মকর্তা মোঃ রোকনুজ্জামান, পিএসকেএসের উপ-পরিচালক মোঃ কামরুল আলম, পিএসকেএসের মৎস্য কর্মকর্তা মোঃ ইকরামুল হাসান ও সহকরী মৎস্য কর্মকর্তা মোঃ খালেদ কবির সহ সমন্বিত কৃষি ইউনিটের সদস্যবৃন্দ।

উক্ত অনুষ্ঠান হতে মৎস্য চাষীদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করা হয়।




গাংনীতে উচ্চ ফলনশীল ধান বীজ ও উপকরণ বিতরণ

মেহেরপুরের গাংনীর পলাশীপাড়া সমাজ কল্যাণ সমিতি (পিএসকেএস)-এর সমন্বিত কৃষি ইউনিট কৃষি খাতের আওতায় উচ্চ ফলনশীল নতুন জাতের ধান বীজ বিতরণ করা হয়েছে।

উচ্চ ফলনশীল ধান ১০২ও ১০৮ এর বীজ ও উপকরণ ৮জন সদস্যের মাঝে উপকরণ বিতরণ করা হয়েছে। উপকরণের মধ্যে ছিল বীজ, জৈব ও রাসায়নিক সার, ফেরমন লিওর ইত্যাদি।

এ সময় উপস্থিত ছিলেন উপ-পরিচালক মোহা: কামরুল আলম পিএসকেএসের সমন্বিত কৃষি ইউনিটের সকল কর্মকর্তাগণ সকল কর্মকর্তা বৃন্দ।




গাংনীতে ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

১০০ পিচ ইয়াবাসহ দুই মাদক বিক্রেতাকে আটক করেছে মেহেরপুর জেলা গোয়েন্দা শাখা (ডিবি)।

আটকরা হলেন, গাংনী উপজেলার জালশুকা গ্রামের জামসেধ আলীর ছেলে মোঃ শহিদুল ইসলাম (৩৭) ও চুয়াডাঙ্গার আলমডাঙ্গ উপজেলার হাঁপানিয়া গ্রামের ইকরামুল হকের ছেলে সুইট (২৮)।

মেহেরপুর জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেজবাহ উদ্দিন আহমেদ এই তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, আজ বুধবার (৪ ডিসেম্বর) ভোররাতের দিকে গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে নেতৃত্বে এসআই (নি:) আশরাফুল ইসলাম ও সঙ্গীয় অফিসার ফোর্সসহ গাংনী উপজেলার জলশুকা গ্রামে অভিযান চালিয়ে তাঁদের আটক করে। এসময় তাদের কাছ থেকে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। গ্রেফতারকৃত আসামী শহিদুল ইসলাম শিক্ষকতা পেশার অন্তরালে মাদক ব্যবসা করে আসছিলো।

গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে।