দর্শনায় যথাযোগ্য মর্যাদার সাথে শত্রুমুক্ত দিবস পালিত

চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার দর্শনায় যথাযোগ্য মর্যাদার সাথে জাতীয় ও মুক্তিযোদ্ধা পতাকা উত্তোলন ও র‌্যালির মধ্য দিয়ে শত্রুমুক্ত দিবস পালিত হয়েছে।

আজ বুধবার সকাল ১০ টায় দর্শনা পুরাতন বাজার মুক্তিযোদ্ধা অফিসে এই উপলক্ষে জাতীয় সংগীতের সাথে জাতীয় পতাকা ও মুক্তিযোদ্ধা পতাকা উত্তোলন করা হয়।

আজকের এই দিনে ১৯৭১ সালে পাক হানাদার বাহিনীর সম্মুখ যুদ্ধে পরাজিত করে পাক হানাদার মুক্ত করেছিলেন বীর মুক্তিযোদ্ধারা। প্রতিবছরের ন্যায় এই দিনে দর্শনা শত্রু মুক্ত দিবস পালন করা হয়।

আজ বুধবার সকালে অনুষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করেন দক্ষিণ-পশ্চিম অঞ্চলের মুক্তিযুদ্ধের সংগঠক কমরেড অ্যাডভোকেট মোঃ শহিদুল ইসলাম, মুক্তিযোদ্ধা কমান্ডার কমরেড সৈয়দ মজনুর রহমান।

এ সময় উপস্থিত ছিলেন দর্শনা শত্রুমুক্ত দিবস পালন কমিটির আহবায়ক সাবেক উপজেলা ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা বেলাল হোসেন, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার রেজাউল করিম, সাবেক দর্শনা পৌর কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোঃ হাফিজুর রহমান মোল্লা, মোঃ জাহাঙ্গীর আলম, বীর মুক্তিযোদ্ধা আনোয়ার ইসলাম বাবু, বীর মুক্তিযোদ্ধা এরশাদ আলী মাস্টার, বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান প্রমুখ। পতাকা উত্তোলন শেষে দর্শনা পৌর মুক্তিযোদ্ধা অফিস থেকে একটি র‌্যালির বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।




দর্শনায় চুরি মামলার আসামী মৃলহোতা জনিসহ গ্রেফতার ৭

দর্শনা থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে চুরি মামলার মৃল হোতা আকন্দবাড়িয়ার জনিসহ ৭ জনকে গ্রেফতার করেছে।

জানায়ায় গতকাল মঙ্গলবার ভোরে দর্শনা থানার অফিসার ইনচার্জ মুহম্মদ শহীদ তিতুমীরের নেতৃত্বে অভিযান চালায় বিভিন্ন গ্রামে। এ সময় দর্শনা থানার অফিসার ও ফোর্সসহ থানা এলাকার বিভিন্ন গ্রামে অভিযান পরিচালনা করে।

এসময় বিভিন্ন ধারার অন্তর্ভুক্ত আসামী পরাণপুর গ্রামে সন্ধা সাড়ে ৭ টার দিকে পরান গ্রামের পুকুরের পাশে বসে গল্প করার সময় পুলিশ তাদের ৪ জনকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃতরা হলো মিজানুর রহমানের ছেলে আব্দুলাহ ওরফে টুইজ (২২), জয়নাল আবেদীনের ছেলে ফিরোজ (১৮), গোলাম মিয়ার ছেলে সাইদুর রহমান সাঈদ (২৫), আবু বক্করের ছেলে মোঃ সেলিম হোসেন (৪২), আকুন্দবাড়ীয়া গ্রামের আক্তারুল ইসলামের ছেলে ইন্তাদুল (৩৫), শান্তি পাড়ার পর্বত মিয়ার ছেলে মোহন (২৫) ও আকন্দবাড়ীয়া গ্রামের আঃ রহমানের ছেলে চিহুত চোর ও আলোচিত মাদক ব্যাবসায়ী মাহাবুবুর রহমান জনি (৩৫) কে গ্রেফতার করে।

পরে গ্রেফতারকৃতদের কে চুয়াডাঙ্গার আদালতে সোপর্দ করলে বিজ্ঞ আদালত তাদের জেল হাজতে প্রেরণ করে।




দর্শনা সরকারি কলেজ ছাত্রদলের আয়োজনে বিক্ষোভ মিছিল

ভারতের আগরতলা বাংলাদেশের সহকারী হাইকমিশনে ভারতীয় হিন্দু সংঘ সমিতির হামলা ও জাতীয় পতাকা অবমাননার প্রতিবাদে চুয়াডাঙ্গা জেলা দামুড়হুদা উপজেলার দর্শনা সরকারি কলেজে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

আজ বুধবার বেলা ১২ টার দিকে দর্শনা সরকারি কলেজ ছাত্রদলের উদ্যোগে এই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন দর্শনা সরকারি কলেজ ছাত্রদলের আহবায়ক ফজলুর রহমান, সদস্য সচিব পলাশ আহমেদ, সিনিয়ার যুগ্ম আহ্বায়ক মোফাজ্জেল হোসেন মুফা, যুগ্ম আহ্বায়ক হোসাইন, যুগ্ম আহ্বায়ক শাফায়েত জামিল পাপ্পু, যুগ্ম আহ্বায়ক আসিফ হাসান, যুগ্ম আহ্বায়ক রাজু আহমেদ, যুগ্ম আহ্বায়ক আব্বাস উদ্দিন, এক নম্বর সদস্য হাসান আলী, শেখর শাওন, ফয়সাল সহ ডিপার্টমেন্ট নেতৃবৃন্দ মাহফুজুর রহমান মাফুজ, রায়হান উদ্দিন, আমিন হাসান, ইমন, মোস্তাফিজুর রহমান সাইফ, ইব্রাহিম, সাকিব, সজীব, আবিদ সহ ছাত্রদলের নেতৃবৃন্দ।




মুজিবনগরে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের শুভ উদ্বোধন

মেহেরপুরের মুজিবনগর সরকারি ডিগ্রী কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

আজ বুধবার সকালে মুজিবনগর ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ইসমাইল হোসেন প্রধান অতিথি হিসাবে উপস্হিত থেকে এই প্রযোগিতার উদ্বোধন করেন।

এ সময় উপস্থিত ছিলেন, একাডেমিক কাউন্সিলের সদস্য সচিব রেজাউল হক, বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার প্রধান উপদেষ্টা মফিজুল ইসলাম, কলেজের শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক ও হিসাববিজ্ঞান বিভাগের প্রভাষক হেলাল উদ্দিন সহ কলেজের কর্মকর্তা-কর্মচারী এবং ছাত্র-ছাত্রীবৃন্দ।




হরিণাকুণ্ডুতে কৃষকের দেড় বিঘা জমির পাঁকা ধান পুড়িয়ে দিলো দুর্বৃত্তরা

ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে এক কৃষকের দেড় বিঘা জমিতে কেটে রাখা পাকা ধান আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা।গত সোমবার রাত ৯টার দিকে উপজেলার পারফলসী গ্রামে শরিফুল ইসলাম নামের এক কৃষকের ধান ক্ষেতে এই ঘটনা ঘটে। কৃষক শরিফুল ইসলাম ওই গ্রামের বীর মুক্তিযোদ্ধা আইনুদ্দীন মোল্লার ছেলে।

স্থানীয়রা জানান, শরিফুল ইসলামের জমির ধান পেকে যাওয়ায় তিনি গত সোমবার সেই ধান কেটে ক্ষেতেই রেখেছিলেন। কিন্তু রাত সাড়ে আটটার দিকে জমিতে কেটে রাখা ওই ধানে আগুন লাগিয়ে দেয় দুর্বৃত্তরা।

সরকার পরিবর্তণের পর উপজেলার বিভিন্ন গ্রামে কৃষকের ক্ষেতের ধান কেটে নেওয়া, মাঠ থেকে সেচকাজে ব্যবহৃত ইঞ্জিনচালিত স্যালো মেশিনের মোটর চুরি এবং পাটবোঝাই কয়েকটি আলমসাধু চুরির ঘটনা ঘটেছে। এতে এলাকার কৃষকদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

শরিফুল ইসলাম বলেন, ৬০ শতাংশ জমির ধান কেটে ক্ষেতেই স্তুপ করে রেখে এসেছিলাম। ধান বাড়িতে নিতে গাড়ি না পাওয়ায় ঘরে তুলতে পারিনি। পরদিন ভোরে এসব ধান বাড়িতে আনার কথা ছিল। তবে এর আগেই সোমবার রাতে সব ধান পুড়িয়ে দেওয়া হয়েছে। তবে কী কারণে কে বা কারা ধানে আগুন দিয়েছে সেটি বলতে পারছি না । এতে তাঁর প্রায় ৬০ হাজার টাকার ক্ষতি হয়েছে। তিনি বলেন এর আগেও কারা আমার মাছের পুকুরে বিষ দিয়েছিল। এব্যাপারে হরিণাকুণ্ডু থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

হরিণাকুণ্ডু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এ রউফ খান বলেন, এ বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি। মঙ্গল বারে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।

বিষয়টি জানার পর হরিণাকুণ্ডু উপজেলার নির্বাহী অফিসার বিএম তারিকুজ্জামান ঘটনাস্থল পরিদর্শণ করেছেন এবং তিনি আইনগত ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন।




ঝিনাইদহে ক্যাবের আয়োজনে প্রতিবাদ, মানববন্ধন ও র‌্যালী

দুর্নীতিবাজ ব্যবসায়ীদের কারসাজিতে আলু পেঁয়াজসহ নিত্যপণ্যের অস্বাভাবিক মুল্যবৃদ্ধি ও আইনে নিষিদ্ধ খোলা বাজারে ভোজ্য তেল বিক্রির প্রতিবাদে ঝিনাইদহে মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে।

আজ বুধবার সকালে শহরের পোস্ট অফিস মোড়ে এ কর্মসূচীর আয়োজন করে কনজুমারস এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব)। এতে ব্যানার ফেস্টুন নিয়ে সংগঠনের নেতৃবৃন্দসহ নানা শ্রেণী পেশার মানুষ অংশ নেয়।

কর্মসূচীতে ক্যাবের সভাপতি আমিনুর রহমান টুকু, সাধারণ সম্পাদক শরিফা খাতুন, সদস্য এন এম শাহজালাল, কৃষিবিদ আহম্মেদ হোসেন, আব্দুল মজিদ, সাংবাদিক ও আইনজীবী আলাউদ্দিন আজাদ, চ্যানেলটোয়েন্টিফোর’র প্রতিনিধি সাদ্দাম হোসেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি শারমিন সুলতানাসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।

বক্তারা, আলু পেঁয়াজসহ নিত্যপণ্যের মুল্যবৃদ্ধিতে দুর্নীতিবাজ ব্যবসায়ীদের কারসাজি ও সিন্ডিকেটকে দায়ী করে দ্রুতই এদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবী জানান। সেই সাথে খোলা বাজারে ভোজ্য তেল বিক্রি আইনে নিষিদ্ধ হলেও তা অবাধে বিক্রি হচ্ছে যা দ্রুত বন্ধ করার দাবীও জানান।

এর আগে শহরের পুরাতন ডিসি কোর্ট চত্বর থেকে একটি র‌্যালী বের করা হয়। র‌্যালীটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে পোস্ট অফিস মোড়ে গিয়ে শেষ হয়। মানববন্ধন শেষে জেলা প্রশাসকের মাধ্যমে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালকের বরাবর স্মারকলিপি প্রদাণ করা হয়।




ঝিনাইদহে উত্তম কৃষি চর্চা বিষয়ক কৃষক প্রশিক্ষণ

ঝিনাইদহে উত্তম কৃষি চর্চা নিয়ে কৃষকদের প্রশিক্ষণ প্রদাণ করা হয়েছে। আজ বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সম্মেলন কক্ষে এ প্রশিক্ষণ প্রদাণ করা হয়।

এতে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ষষ্টী চন্দ্র রায়, জেলা প্রশিক্ষণ অফিসার (কৃষি) মোশাররফ হোসেন, অতিরিক্ত উপ-পরিচালক (শষ্য) আনিসুজ্জামান খান, অতিরিক্ত উপ-পরিচালক (উদ্যান) সেলিম রেজা, সদর উপজেলা কৃষি কর্মকর্তা নূর-এ-নবী, কৃষি সম্প্রসারণ অফিসার মীর রাকিবুল ইসলামসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

বিশ্বব্যাংকের সহযোগিতায় প্রোগ্রাম অন এগ্রিকালচারাল এন্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনরশিপ এন্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার) প্রোগ্রামের আওতায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এ প্রশিক্ষণের আযোজন করে।

এতে সদর উপজেলার ২৫ জন কৃষক ও কৃষাণীকে মানব দেহের জন্য নিরাপদ ও গুনগত মান সম্পন্ন কৃষি ফসল উৎপাদন, বিপণনসহ পণ্যের ব্যান্ডিং নিয়ে প্রশিক্ষণ প্রদান করা হয়।




চাকরি দিবে আবুল খায়ের গ্রুপ

নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আবুল খায়ের গ্রুপ। ডিস্ট্রিবিউশন এক্সিলেন্স অফিসার পদে একাধিক জনবল নিয়োগ দেবে প্রতিষ্ঠানটি। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন আগামী ১৫ ডিসেম্বর পর্যন্ত। মাসিক ৪৫ হাজার টাকা বেতন ছাড়াও নির্বাচিত প্রার্থীরা প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী পাবেন আরও বিভিন্ন সুযোগ-সুবিধা।

প্রতিষ্ঠানের নাম : আবুল খায়ের গ্রুপ

পদের নাম : ডিস্ট্রিবিউশন এক্সিলেন্স অফিসার পদসংখ্যা : নির্ধারিত নয় অভিজ্ঞতা : কমপক্ষে ১ বছর

বয়সসীমা : সর্বোচ্চ ৩২ বছর

কর্মস্থল : দেশের যেকোনো স্থানে

বেতন : ৪৫,০০০ টাকা (মাসিক)

আবেদন শুরুর তারিখ : ০২ ডিসেম্বর ২০২৪

কর্মঘণ্টা : ফুলটাইম

কর্মক্ষেত্র : অফিসে

প্রার্থীর ধরন : শুধু পুরুষ

শিক্ষাগত যোগ্যতা : যেকোনো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি

অন্যান্য যোগ্যতা : সিগারেট, বিড়ি, ম্যাচ এবং লাইটার বিক্রয় এবং মার্কেটিং কাজে দক্ষতা। অন্যান্য সুবিধা : প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী

যেভাবে আবেদন করবেন : আগ্রহীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।

আবেদনের শেষ সময় : ১৫ ডিসেম্বর ২০২৪

সূত্র: কালবেলা




হরিণাকুণ্ডুতে ভ্রাম্যমান আদালতে তিন ব্যবসায়ীর জরিমানা

ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে গত দুইদিনে এক ভূষিমাল ব্যাবসায়ী ও দুজন ঔষধ বিক্রেতার নিকট থেকে ১০হাজার টাকা জরিমানা আদায় করেছেন ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট সহকারী কমিশনার (ভূমি) ঈষিতা আক্তার।

গতকাল মঙ্গলবার সকালে হরিণাকুণ্ডু বৈঠাপাড়া এলাকায় ঔষুধ বিক্রেতা হাফিজূর রহমানের ছেলে শাহ আলম কে মেয়াদ উত্তীর্ণ ঔষুধ রাখা, ফিজিশিয়ান স্যাম্পল বিক্রয় সহ আনুমতি বিহীন বিদেশি ঔষধ রাখা ও বিক্রয়ের অপরাধে “ঔষুধ ও কসমেটিক আইন”২০২৩ সালের ৪০ এর ক,খ ও গ ধারায় ২ হাজার টাকা জরিমানা করছেন।

একই সময়ে তিনি হরিণাকুণ্ডু পৌর এলাকার বন্দে আলীর ছেলে ঔষুধ বিক্রেতা রাশেদুল ইসলাম কে ভ্রাম্যমান আদালতে একই অপরাধে ৩ হাজার টাকা জরিমানা করেছেন।

এসময় ঝিনাইদহ জেলা ঔষধ পরিদর্শক ইকরামূল করিম ও সহকারী কমিশনার (ভূমি) এর নাজির কাম ক্যাশিয়ার সুদ্বীপ অধিকারী উপস্থিত ছিলেন।

এছাড়াও আগের দিন পার্বতীপূর বাজারে পলিথিন ও পণ্যে প্লাস্টিক মোড়ক ব্যাবহারের অপরাধে মৃত নূর আলীর ছেলে ভূষিমাল ব্যাবসায়ী নজরুল ইসলাম কে ভ্রাম্যমান আদালতে ” পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যাবহার আইন-২০১০ এর ১৪ ধারায় ৫ হাজার টাকা জরিমানা করেছেন তিনি। এসময় ঝিনাইদহ জেলা পাট উন্নয়ন কর্মকর্তা কে এম আব্দুল বাকী ও সহকারী কমিশনার(ভূমি) এর নাজির কাম ক্যাশিয়ার সুদ্বীপ অধিকারী উপস্থিত ছিলেন।

উল্লেখ্য ভ্রাম্যমান আদালত চলাকালীন সময়ে সকল অপরাধীর কাছ থেকে অপরাধ করবেনা মর্মে মুচলেকা আদায় করেন এ নির্বাহী ম্যাজিস্ট্রেট ঈষিতা আক্তার।

ভ্রাম্যমান আদালত পরিচালনা কাজে হরিণাকুণ্ডু থানার পুলিশ সদস্যরা সার্বিক সহযোগিতা করেন।




শিশুদের জন্য সিসিমপুরের নতুন সিরিজ

দীর্ঘদিন ধরে বাংলাদেশ টেলিভিশনে শিশুদের বিনোদন ও শিক্ষামূলক অনুষ্ঠান সিসিমপুর প্রচার হয়ে আসছে। এবার শিশুদের জন্য নতুন আয়োজন নিয়ে এলো জনপ্রিয় এই শিশুতোষ অনুষ্ঠান। জনপ্রিয় ও প্রচলিত ৪০টি শিশুতোষ ছড়া নিয়ে সিসিমপুর তৈরি করছে ছড়ার সিরিজ। ছড়াগুলো আবৃত্তি করবে হালুম, টুকটুকি, ইকরি ও শিকু।

ইউএসএআইডি সিসিমপুর প্রকল্পের আওতায় শিশুদের জন্য শুদ্ধ বাংলা উচ্চারণে মানসম্মত এই ভিডিও কনটেন্টগুলো নির্মিত হয়েছে ইউএসএআইডি/বাংলাদেশ-এর সার্বিক সহযোগিতায়।

অধিকাংশ ছড়াই নেওয়া হয়েছে প্রাক-প্রাথমিক থেকে দ্বিতীয় শ্রেণির বই থেকে। এর মাধ্যমে শিশুরা ছড়াগুলো আরও আগ্রহের সঙ্গে শিখতে পারবে। পাশাপাশি পাঠ্যবইয়ের জনপ্রিয় ও মজার ছড়াও আছে।

এ বিষয়ে সিসিমপুরের নির্মাতা প্রতিষ্ঠান সিসেমি ওয়ার্কশপ বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ শাহ আলম বলেন, “আমরা জানি, ছড়া এমন একটি মাধ্যম যা শিশুদের ভাষা শেখায় দারুণ সহায়ক ভূমিকা পালন করে। নতুন নতুন শব্দের অভিযোজন, শব্দের উচ্চারণ, ছন্দ, দ্যোতনা, বাক্যগঠন, সৃজনশীলতা ও কল্পনাশক্তি বিকাশে ছড়া অত্যন্ত কার্যকর ভূমিকা পালন করে। এই বিষয়টিকে মাথায় রেখে প্রথম ধাপে ৪০টি ছড়ার ভিডিও কনটেন্ট তৈরি করেছি আমরা। যা আমাদের শিশুদের শিখন প্রক্রিয়াকে আরও বেশি আনন্দময় ও অর্থবহ করে তুলবে। আমরা আশাকরি বরাবরের মতো বাংলাদেশ শিশু একাডেমি আমাদের এই উদ্যোগেও পাশে থাকবে।”

এছাড়াও সিসিমপুর সূত্রে জানা যায়, নির্মিত ছড়াগুলো ইতোমধ্যেই সিসিমপুরের সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফর্মগুলোতে প্রচার শুরু হয়েছে। এছাড়া সিসিমপুর এপস, বিভিন্ন টেলিভিশন চ্যানেল এবং নানা ধরনের কমিউনিটি কার্যক্রমের মাধ্যমেও শিশু এবং অভিভাবকদের নিকট এই ছড়াগুলো পৌঁছানো হবে।

সূত্র: ইত্তেফাক