ঝিনাইদহে পেঁয়াজ চাষ ও সংরক্ষণে কৃষক প্রশিক্ষণ

আধুনিক পদ্ধতিতে পেঁয়াজ চাষ ও তা সংরক্ষণ করতে ঝিনাইদহে কৃষকদের প্রশিক্ষণ প্রদাণ করা হয়েছে।

আজ বুধবার (২০ নভেম্বর) সকালে শহরের এইড কমপ্লেক্স মিলনায়তনে এ প্রশিক্ষণের আয়োজন করে আশা’র এসএমএপি প্রকল্প। আশার জেলা ব্যবস্থাপক হাফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আশার কুষ্টিয়া সি-এডিশনাল ডিভিশনাল ম্যানেজার রফিকুল ইসলাম।

বিশেষ অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক আনিচুজ্জামান।

প্রশিক্ষক ছিলেন শৈলকুপা উপজেলা কৃষি কর্মকর্তা আরিফুজ্জামান, আশা’র সিআরএম গোলজার হোসেন, সদর বিএম আবু সামা, টেকনিক্যাল অফিসার শাহিন শেখ, কিলোন চন্দ্র রায়।

দিনভর জেলার বিভিন্ন এলাকার ৩০ জন কৃষককে পেঁয়াজ চাষ ও তা সংরক্ষণের উপর প্রশিক্ষণ প্রদাণ করা হয়।




দামুড়হুদায় শিশু সুরক্ষা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

দামুড়হুদায় সমাজ সেবা অধিদপ্তর কর্তৃক বাস্তবায়িত শিশু সুরক্ষা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার (২০ নভেম্বর) সকাল ১০ টার সময় উপজেলা সমাজসেবা অফিসের আয়োজনে পরিষদের সম্মেলন কক্ষে এই সেমিনার অনুষ্ঠিত হয়।

উপজেলা সমাজসেবা অফিসার তোফাজ্জল হকের সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ মমতাজ মহল।

বিশেষ অতিথি ছিলেন দামুড়হুদা প্রেসক্লাবের সভাপতি শামসুজ্জোহা পলাশ।

এসময় আরও উপস্থিত ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা হোসনে জাহান, উপজেলা শিক্ষা কর্মকর্তা আবু হাসান, দামুড়হুদা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হযরত আলী, কার্পাসডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল করিম বিশ্বাস, জুড়ানপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোহরাব হোসেন, নতিপোতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইয়ামিন আলী, হাউলী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নিজাম উদ্দিন সহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বৃন্দরা।




দামুড়হুদা উপজেলা শুমারি স্থায়ী কমিটির সভা অনুষ্ঠিত

অর্থনৈতিক শুমারি বাস্তবায়ন উপলক্ষে দামুড়হুদা উপজেলা শুমারি স্থায়ী কমিটির অবহিতকরণ সভা উপজেলা নির্বাহী অফিসার মমতাজ মহলের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে।

আজ বুধবার (২০ নভেম্বর) সকাল ১১ টার দিকে উপজেলা প্রশাসন ও উপজেলা পরিসংখ্যান কার্যালয়ের যৌথ আয়োজনে উপজেলা পরিষদের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) কর্তৃক বাস্তবায়িত অর্থনৈতিক শুমারি-২০২৪ উপলক্ষে মাঠ পর্যায়ে মূল তথ্য সংগ্রহ কার্যক্রম সম্পর্কে উপজেলা শুমারি সংক্রান্ত বিষয়ক সার্বিক দিক নিয়ে সভায় অবহিত করেন উপজেলা পরিসংখ্যান কার্যালয় অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মো:শরিফুল ইসলাম।

আগামী ১০ ডিসেম্বর থেকে ২৬ ডিসেম্বর পর্যন্ত তথ্য সংগ্রহ কার্যক্রম চলবে উল্লেখ করে তিনি বলেন,সারাদেশের ন্যায় আমাদের দামুড়হুদা উপজেলাতেও অর্থনৈতিক শুমারি সম্পূর্ণ ডিজিটাল পরিচালিত করা হবে।এতে অর্থনৈতিক প্রতিষ্ঠান সহ অর্থনৈতিক কর্মকাণ্ড ও খানা(পরিবার) এর তথ্য সংগ্রহ করা হবে। এবারে আমাদের উপজেলাতে জন তথ্য সংগ্রহকারী, সুপারভাইজার, জোনাল অফিসার সহ একজন উপজেলা শুমারি সমন্বয় দায়িত্ব পালন করবেন। এজন্য উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে প্রশিক্ষণ দেওয়া হয়েছে।

অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার ভূমি কে এইচ তাসফিকুর রহমান, দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ হুমায়ূন কবির, দামুড়হুদা প্রেসক্লাব সভাপতি শামসুজ্জোহা পলাশ, সাংগঠনিক সম্পাদক মোঃ রকিবুল হাসান তোতা, সমাজসেবা অফিসার তোফাজ্জল হক, মহিলা বিষয়ক কর্মকর্তা মোছাঃ হুসনে জাহান, প্রাণী সম্পদ কর্মকর্তা মোছাঃ লিলিমা আক্তার হ্যাপি, দামুড়হুদা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হযরত আলী, জুড়ানপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোহরাব হোসেন,কার্পাসডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল করিম বিশ্বাস,নতিপোতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইয়ামিন আলী,নাটুদাহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফিকুল ইসলাম, হাউলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ভারপ্রাপ্ত নিজাম উদ্দিন প্রমুখ।




নিয়োগ দিবে ফুডপান্ডা

নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ফুডপান্ডা বাংলাদেশ লিমিটেড। লিগাল বিভাগ স্পেশালিস্ট পদে জনবল নিয়োগ দেবে প্রতিষ্ঠানটি। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন আগামী ২৮ নভেম্বর পর্যন্ত।

প্রতিষ্ঠানের নাম : ফুডপান্ডা বাংলাদেশ লিমিটেড

পদের নাম : স্পেশালিস্ট পদসংখ্যা : ০১টি অভিজ্ঞতা : কমপক্ষে ৩ বছর

বয়সসীমা : উল্লেখ নেই

স্পেশালিস্ট পদে নিয়োগ দিচ্ছে ফুডপান্ডা
এক্সিকিউটিভ পদে নিয়োগ দিচ্ছে ভিভো
কর্মস্থল : ঢাকা

বেতন : আলোচনা সাপেক্ষে

আবেদন শুরুর তারিখ : ২০ নভেম্বর ২০২৪

কর্মঘণ্টা : ফুলটাইম

কর্মক্ষেত্র : অফিসে

প্রার্থীর ধরন : নারী-পুরুষ (উভয়)

শিক্ষাগত যোগ্যতা : আইনে স্নাতক (এলএলবি) ডিগ্রি

অন্যান্য যোগ্যতা : মার্কেটিং ও ব্যবসায়িক চুক্তির খসড়া তৈরিতে দক্ষতা অন্যান্য সুবিধা : প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী

যেভাবে আবেদন করবেন : আগ্রহীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।

আবেদনের শেষ সময় : ২৮ নভেম্বর ২০২৪
সূত্র: কালবেলা




গাংনীতে জমি দখল নিয়ে বিরোধ, প্রতিপক্ষের হামলায় আহত ৬

মেহেরপুরের গাংনী উপজেলার বামুন্দি বাজারে শরিকানা জমি ভাগাভাগি সংক্রান্ত বিরোধে নারী ও বৃদ্ধসহ ৬ জনকে অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করেছ প্রতিপক্ষরা । আজ বুধবার (২০ নভেম্বর)  দুপুরে বামুন্দী বাজারে এ হামলার ঘটনা ঘটে।

আহতরা হলেন,মৃত দেলবার মন্ডলের ছেলে আজিজুল হক (৬৮), ছেলে দুলাল হোসেন (৩৬), জালালের স্ত্রী রেক্সোনা খাতুন (৩০), জলিমুদদিনের ছেলে মজিবুল হক (৪০), আকিজুল ইসলামের ছেলে জালাল উদ্দিন (৪০) ও নাইম (২০)।

আহতদের গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে আজিজুল হকের অবস্থা আশংকা জনক হওয়ায় তাকে কুস্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে। এ তথ্য নিশ্চিত করেছেন স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের চিকিৎসক সিমা বিশ্বাস।

আহত নাইম জানান, বামুন্দী বাজারের ৩০ শতক জমির মধ্যে তিন শতক জমি আছে মক্করেরর ছেলে রাজমুল ইসলামের মা আজিরন নেছার। আমরা তিন শতকের পরিবর্তে আজিরনকে ৮ শতক জমি ছেড়ে দিয়েছি। পরে রাজমুল ও তার লোকজন পুরো জমি জোর দখল করে। জমি দখলে বাধা দিলে বামুন্দি গ্রামের রাজমুলের নেতৃত্বে সাব্বির, আবির,সেন্টু হাসিবসহ ১০/১৫ জন লোক হাসুয়া, লাঠি, ডেগার ও রামদা দিয়ে আমাদের ওপর আতর্কিত হামলা করে রক্তাক্ত জখম করে। এসময় কয়েকটি দোকানে হামলা চালায় এবং নগদ টাকা লুটপাট করার অভিযোগ করেন আহতরা।

এবিষয়ে হামলায় নেতৃত্বদানকারী রাজমুল জানান,আজিজুল ইসলাম আমার মামা। আমার মায়ের অংশের জমি দখল দেয়না। সেই জমি দখল নিয়ে আজকের মারামারি। তবে টাকালুট ও দোকান ভাংচুর করার বিষয়টি তিনি অস্বিকার করেন।

গাংনী থানার অফিসার ইনচার্জ ওসি বানী ইসরাইল বলেন, জমিজমা নিয়ে বামুন্দী বাজারে মারামারির ঘটনা শুনে পুলিশ পাঠিয়ে সকলকে শান্ত করা হয়েছে। এখন পর্যন্ত কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।




ঢাকা ট্রেড সেন্টারে জলের গানের কনসার্ট

আগামী ২২ নভেম্বর (শুক্রবার) অনুষ্ঠিত হতে যাচ্ছে ব্যান্ড জলের গানের একক কনসার্ট ‘মনের আনন্দে জলের গান’। কারওয়ান বাজারে ঢাকা ট্রেড সেন্টারের ১৬ তলায় অ্যাটেনশন নেটওয়ার্কে সন্ধ্যা ৬ টায় শুরু হবে এই আয়োজন। টানা ২ ঘণ্টা গাইবেন জলের গানের শিল্পীরা।

আয়োজক প্রতিষ্ঠান নূর ইভেন্টসের কর্ণধার সুমী নূর জানান, ‘আমরা এই শহরে গান ও কবিতার নানা নিয়মিত আয়োজনের মাধ্যমে সবার মনের ক্ষুধা মেটাতে চাই। মনের আনন্দে জলেন গান সেই প্রয়াসের একটি অংশ।’

জলের গানের পক্ষে কনক আদিত্য বলেন, ‘একটানা ২ ঘণ্টা গান গাইবো, আনন্দ করবো সবাই মিলে। এটাই মূল কথা। সবার আমন্ত্রণ রইলো।’

টিকেট পাওয়া যাচ্ছে গেট সেট রক ডট কমে। টিকেট মূল্য ৮০০ টাকা। ছাত্রদের জন্য ৫০০ টাকা।

সূত্র: ইত্তেফাক




মেহেরপুরে দুই পিপির নিয়োগ প্রত্যাহারের দাবীতে শিক্ষার্থীদের মানববন্ধন

মেহেরপুর জেলা ও দায়রা জজ আদালতে আবু সালেহ নাসিম ও নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর হিসেবে মোস্তাফিজুর রহমান তুহিনকে নিয়োগ দেওয়ার প্রতিবাদে মানববন্ধন করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কমীর্রা।

আজ বুধবার (২০ নভেম্বর) সকাল সাড়ে ১১ টার দিকে জেলা প্রশাসকের কাযার্লয় চত্তরে এ কর্মসূচী পালন করে তারা। এক সপ্তাহের মধ্যে তাদের দুজনকে প্রত্যাহার না করা হলে বৃহত্তর আন্দোলনের ঘোষনা দেন তারা।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন মেহেরপুর জেলা শাখার আহ্বায়ক ইমতিয়াজ আহমেদের নেতৃত্বে যুগ্ম আহ্বায়ক জাইমুল হাসান, আব্দুল মোমিন, সংগঠক আশিক রাব্বি, আইনজীবী মিজানুর রহমান-১, মিজানুর রহমান-২, মেহেরপুর তথ্য ও মানবাধিকার ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক দিলারা পারভীন। মানববন্ধনে অর্ধশতাধিক শিক্ষার্থী অংশ নেন।

মানববন্ধনে বক্তারা বলেন, মোস্তাফিজুর রহমান তুহিন ওরফে তুহিন আরন্য আলোচিত আটলান্টিক হোটেল কেলেঙ্কারির মূল আসামি। এ মামলায় নারীদের অনৈতিক কর্মকাণ্ডে ব্যবহার ও দেহ ব্যবসার সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগ রয়েছে। পুলিশি তদন্ত এবং আসামিদের জবানবন্দিতেও মোস্তাফিজুর রহমান তুহিনের নাম বারবার উঠে এসেছে। মোস্তাফিজুর রহমান তুহিনসহ ১৮ জনকে অভিযুক্ত করে পুলিশ আদালতে অভিযোগপত্রও দাখিল করে। এ মামলায় তুহিন এক সপ্তাহ হাজত বাসও করেছেন। জেলা ও দায়রা জজ আদালতে পাবলিক প্রসিকিউটর পদে নিয়োগ পাওয়া আবু সালেহ নাসিমকে নিয়েও আপত্তি জানান বিক্ষোভকারীরা।

মানববন্ধনে অংশ নেওয়া আইনজীবী মিজানুর রহমান বলেন, আবু সালেহ নাসিম ২০০৯ সাল থেকে ২০১৪ সাল পর্যন্ত ফ্যাসিস্ট সরকারের এপিপি হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনিই এই সরকারের আমলে পিপি হিসেবে নিয়োগ পেয়েছেন। তাঁর বোন এখনো এপিপি হিসেবে বহাল আছেন। মেহেরপুরেরর আলোচিত আটলান্টিক কেলেঙ্কারি মামলার চার্জশীটভুক্ত আসামি মোস্তাফিজুর রহমান তুহিনকে স্পর্শকাতর নারী ও শিশু নিযার্তন প্রতিরোধ ট্রাইব্যুনালের পিপি হিসেবে কীভাবে নিয়োগ দেওয়া হয় তা আমার বোধগম্য নয়।

অপর আইনজীবী মিজানুর রহমান বলেন, যে দুইজন আইনজীবীকে পিপি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে তাদের হাতে ১০টির বেশি মামলা নেয়। অথচ তাদের গুরত্বপূর্ণ পদে নিয়োগ দেওয়া হয়েছে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মেহেরপুর জেলা শাখার আহবায়ক ইমতিয়াজ আহমেদ বলেন, জেলা প্রশাসনের সাথে ছাত্র প্রতিনিধিদের যে কার্যক্রম পরিচালিত হচ্ছিল, আজ থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কোনো ছাত্র প্রতিনিধি অংশগ্রহণ করবে না। যতদিন না তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। আজ থেকে ছাত্ররা প্রশাসনকে কোনো সাহায্য করবে না, যতক্ষণ না এই দুর্নীতিগ্রস্থ সরকারি কর্মকর্তাদের অপসারণ করা হয়।

তিনি আরও বলেন, হোটেল আটলান্টিকা ঘটনার আসামিকে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। এ কারণে আমরা মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করছি। একজন মামলার আসামিকে কীভাবে এত গুরুত্বপূর্ণ পদে নিয়োগ দেওয়া হয়েছে, তা আমাদের বোধগম্য নয়। যদি তিনি এই মামলায় দোষী সাব্যস্ত হন, তাহলে আদালতের মর্যাদায় কী ধরনের প্রভাব পড়তে পারে, সেটাই আমরা চিন্তিত। আমরা প্রশাসনকে অবগত করছি, দ্রুত এই বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হোক।

উল্লেখ্য, মোস্তাফিজুর রহমান তুহিন ওরফে তুহিন আরন্য একটি স্যাটেলাইট টেলিভিশনের স্টাফ রিপোর্টার হিসেবেও দায়িত্ব পালন করছেন। তার বিরুদ্ধে পর্নগ্রাফি ও চাঁদাবাজির অভিযোগে দুটি মামলা চলমান। এ মামলায় তিনি এক সপ্তাহ হাজত বাসও করেছেন। এনিয়ে কালের কণ্ঠ অনলাইন সহ বিভিণ্ণ গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয় ওই সময়ে।




দক্ষিণ আমেরিকান অঞ্চলের বাছাইপর্বে পাঁচে নেমে গেল ব্রাজিল

বছরের শেষ ম্যাচটা জয় দিয়ে শেষ করতে পারল না ব্রাজিল। বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে বুধবার (২০ নভেম্বর) উরুগুয়ের বিপক্ষে ১-১ গোলে ড্র করেছে সেলেসাওরা। এর আগের ম্যাচেও ভেনেজুয়েলার বিপক্ষে একই ব্যবধানে ড্র করেছিলো দরিভালের দল। টানা দুই ম্যাচে ড্র করে দক্ষিণ আমেরিকান অঞ্চলের বাছাইপর্বের পয়েন্ট তালিকার পাঁচে নেমে গেল পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা।

সালভাদরের এরিনা ফন্টে নোভা স্টেডিয়ামে প্রথমার্ধে দুই দলই কোনো ভালো সুযোগ তৈরি করতে পারেনি। ব্রাজিল প্রথমার্ধে সাতটি শট নিলেও মাত্র একটি ছিল লক্ষ্যে। অপরদিকে পুরো ম্যাচেই নিজেদের রক্ষণভাগে মনোযোগ দিয়েছে বিয়েলসার উরুগুয়ে।

দ্বিতীয়ার্ধের দশম মিনিটে উরুগুয়ে এগিয়ে যায়। ডি-বক্সের বাইরে থেকে ভালভার্দের বাঁকান শট নাগালে পাননি ব্রাজিলের গোলরক্ষক এডারসন। তবে সেই লিড বেশিক্ষণ ধরে রাখতে পারেনি উরুগুয়ে। ম্যাচের ৬২তম মিনিটে সমতায় ফেরে ব্রাজিল।

উরুগুয়ের ডি-বক্সে জটলা লাগলে বল ভালোভাবে ক্লিয়ার করতে পারে না ডিফেন্ডাররা। ডি-বক্সের বাইরে থেকে নেয়া গারসনের শট জাল খুঁজে নেয়। দারুণ এই গোলে সমতায় ফেরার পর আক্রমণের ধার আরও বাড়িয়ে দেয় ব্রাজিল। তবে উরুগুয়ের ডিফেন্স ভাঙতে পারছিল না ভিনিসিউস-ইঘোররা।

শেষ দিকে দারুণ জমে ওঠা লড়াইয়ে গোল করার চেষ্টা করেছে দুই দলই। তবে প্রত্যাশিত গোলের দেখা পায়নি কোনো দল। শেষ পর্যন্ত বিশ্বকাপ বাছাইয়ের ম‍্যাচে পয়েন্ট ভাগাভাগি করে মাঠ ছাড়তে হয় ব্রাজিল ও উরুগুয়েকে।
১২ ম্যাচে ২০ পয়েন্ট নিয়ে কনমেবল অঞ্চলের টেবিলে দ্বিতীয় স্থানে রয়েছে উরুগুয়ে। সমান ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে পাঁচে নেমে গেছে ব্রাজিল। ১২ ম্যাচে ২৫ পয়েন্ট নিয়ে শীর্ষে আর্জেন্টিনা।

সূত্র: ইত্তেফাক




আজ বিশ্ব শিশু দিবস

আজ ২০ নভেম্বর বিশ্ব শিশু দিবস পালন করা হয়। বিশ্বজুড়ে শিশুর অধিকার সুরক্ষায় ১৯৮৯ সালের এই দিনে জাতিসংঘ সাধারণ পরিষদে শিশু অধিকার কনভেনশন বা সনদ (সিআরসি) গৃহীত হয়। সেই থেকে প্রতিবছর ২০ নভেম্বর বিশ্ব শিশু দিবস হিসেবে পালিত হচ্ছে।

প্রতি বছরই জাতিসংঘ কোনও না কোনও থিম ঠিক করে। জাতিসংঘের বিশেষ সংগঠন ইউনিসেফ বছরভর বিশ্ব জুড়ে শিশুদের জন্য নানা জায়গায় কাজ করে। তারাই এই বছরের থিম ঠিক করেছে।

দিবসটির এ বছরের প্রতিপাদ্য– ‘অন্তর্ভুক্তি, প্রত্যেক শিশুর জন্য’। অর্থাৎ যে কোনো সমাজ, সম্প্রদায় বা জাতীয়তার প্রত্যেক শিশু সমান অধিকারের অধিকারী। এ দিবস বিভিন্ন সভ্যতার শিশুদের মধ্যে বৈষম্য দূর করার ওপরেও জোর দেয়।

বিশেষ এই দিনে ইউনিসেফ শিশুদের সবচেয়ে বড় সমস্যাগুলো সমাধানে সমর্থন আদায় করে; শিশু অধিকার বিষয়ে সচেতনতা বাড়ায় এবং প্রয়োজনীয় তহবিল সংগ্রহ করে।

সূত্র: ইত্তেফাক




গাংনীতে শিক্ষার্থীদের উপর হামলার মামলার আসামি গ্রেফতার

মেহেরপুরের গাংনীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের উপর হামলার অভিযোগে দায়ের করা সন্ত্রাস দমন আইনে মামলায় আওয়ামী লীগের স্থানীয় নেতা ফিরাজুল ইসলাম (৪৫) কে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার  দিবাগত মধ্যরাতে ফিরাজুল ইসলামের বাড়িতে অভিযান চালিয়ে তাঁকে গ্রেফতার করে পুলিশ।

ফিরাজুল ইসলাম গাংনী উপজেলার বাহাগুন্দা গ্রামের গোয়ালপাড়া এলাকার গোলাম শাহ’র ছেলে ও ধানখোলা ইউনিয়নের বাহাগুন্দা গ্রাম আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বানী ইসরাইল এই তথ্য নিশ্চিত করেছেন।

গাংনী পৌরসভার চৌগাছা গ্রামের রেজানুল হক বাদী হয়ে ধারা ২০০৯ সাল (সংশোধনী ২০১২) এর সন্ত্রাস বিরোধী আইনের ৬(২)/৭(৫)/৭(৬)(ক)৭(৬)(খ)/১০/১১/২/১৩ ধারায়  সন্ত্রাস বিরোধী বিশেষ ট্রাইব্যুনালে ৩৭ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাত ১০০ জনকে আসামি করে একটি মামলা দায়ের করেন। যার গাংনী থানার মামলা নং ১১, তারিখ ২০/০৮/২৪ ইং।

এই মামলায় অজ্ঞাত আসামি হিসেবে ফিরাজুল ইসলামকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন মামলার তদন্ত অফিসার উপপরিদর্শশক (এসআই) নিখীল চক্রবর্তী।

আজ বুধবার  বেলা ১১ টার দিকে গ্রেফতারকৃত ফিরাজুল ইসলামকে আদালতে নেওয়া হবে।

এর আগে এই মামলায় মেহেরপুর জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক সদ্য সাবেক উপজেলা চেয়ারম্যান এম এ খালেক ও প্রাক্তন উপজেলা চেয়ারম্যান জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক শফিকুল আলমকে গ্রেফতার করে র‌্যাব-১২।

মামলার আসামি অ্যাডভোকেট শফিকুল আলম জামিনে মুক্তি পেলেও সেই থেকে জেল হাজতে রয়েছেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এমএ খালেক।

বিএনপি ও জামায়াতের স্থানীয় নেতাকর্মীদের পুলিশ দিয়ে হয়রানিসহ বাড়ি ঘরে হামলা ভাঙচুর করে আসছিল সে। ২০১৯ সালে বিএনপি নেতা নুর ইসলামের বাড়িতে তাঁর নেতৃত্বে আগুন দিয়ে ৪ টি গরু হত্যা করে।

এছাড়া নুর ইসলামের উপর হামলা চালিয়ে রক্তাক্ত করে। ফিরাজুল ইসলামের ভয়ে বিএনপি জামায়াতের অনেক নেতাকর্মী এলাকা ছাড়া হয়েছিলেন।