প্রথম পুরস্কার পেলেন মেহেরপুরের ছেলে ইয়াসির আরাফাত

ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) ও দেশ টিভি বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড-২০২৪ এ অনলাইন ক্যাটাগরিতে প্রথম পুরস্কার পেয়েছেন মেহেরপুরের ছেলে জাগো নিউজের জ্যেষ্ঠ প্রতিবেদক ইয়াসির আরাফাত রিপন।

ইয়াসির আরাফাত রিপন মেহেরপুর জেলার গাংনী উপজেলার হাড়িয়াদহ গ্রামের আশকার আলীর ছেলে।

গত শুক্রবার (৮ নভেম্বর) সন্ধ্যায় ঢাকা ক্লাবের স্যামসন এইচ চৌধুরী অডিটোরিয়ামে অ্যাওয়ার্ড উপলক্ষে আয়োজিত এক জমকালো অনুষ্ঠানে এ পুরস্কার দেওয়া হয়।

গত বছরের ডিসেম্বরে প্রকাশিত ‘খরচ বাঁচাতে খাদ্য তালিকায় কমছে আমিষ, বাড়ছে হেঁটে যাতায়াত’ শীর্ষক চার পর্বের প্রতিবেদনের জন্য এ পুরস্কার পেয়েছেন রিপন।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল। বিশেষ অতিথি ছিলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান, দেশ টেলিভিশন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক অ্যাটকোর সাধারণ সম্পাদক আরিফ হাসান ও জুরিবোর্ডের প্রধান ডিআরইউয়ের সাবেক সভাপতি শফিকুল করিম।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডিআরইউ সভাপতি সৈয়দ শুকুর আলী শুভ। স্বাগত বক্তব্য দেন সাধারণ সম্পাদক মহি উদ্দিন।

ইয়াসির আরাফাত রিপন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেছেন। পেশাগত জীবনে তিনি দৈনিক সংবাদ, একুশে টেলিভিশন (ইটিভি), অনলাইন নিউজপোর্টাল বাংলানিউজটোয়েন্টিফোর.কম-এ কাজ করেছেন। ২০২০ সালের নভেম্বরে জাগোনিউজ২৪.কম-এ যোগ দেন তিনি।

দীর্ঘদিন ধরে অর্থনৈতিক বিটে কাজ করছেন ইয়াসির আরাফাত রিপন। সাংগঠনিকভাবে তিনি ডিআরইউ ছাড়াও ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে) এবং বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) স্থায়ী সদস্য। এর আগে আরাফাত আবাসন খাত ও আবাসন খাতে ব্যাংক সংশ্লিষ্টতা বিষয়ে ‘রিহ্যাব বর্ষসেরা পুরস্কার’ লাভ করেন।




এইচএসসি পাসে চাকরি দিচ্ছে মেঘনা গ্রুপ

নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ। প্রোডাকশন (ডায়াপার প্ল্যান্ট) বিভাগ অপারেটর/সিনিয়র অপারেটর পদে একাধিক জনবল নিয়োগ দেবে প্রতিষ্ঠানটি। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন আগামী ১৭ নভেম্বর পর্যন্ত।

প্রতিষ্ঠানের নাম : মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ

পদের নাম : অপারেটর/সিনিয়র অপারেটর পদসংখ্যা : নির্ধারিত নয় অভিজ্ঞতা : কমপক্ষে ৩ বছর

বয়সসীমা : উল্লেখ নেই

কর্মস্থল : নারায়ণগঞ্জ

বেতন : আলোচনা সাপেক্ষে

আবেদন শুরুর তারিখ : ১০ নভেম্বর ২০২৪

কর্মঘণ্টা : ফুলটাইম

কর্মক্ষেত্র : অফিসে

প্রার্থীর ধরন : নারী-পুরুষ (উভয়)

আবেদনের শেষ সময় : ১৭ নভেম্বর ২০২৪

শিক্ষাগত যোগ্যতা : এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ

অন্যান্য যোগ্যতা : ডায়াপার/স্যানিটারি ন্যাপকিন/বেবি ওয়াইপস মেশিনে অপারেটিংয়ে দক্ষতা অন্যান্য সুবিধা : প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী

যেভাবে আবেদন করবেন : আগ্রহীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।

আবেদনের শেষ সময় : ১৭ নভেম্বর ২০২৪

সূত্র: কালবেলা




ঝিনাইদহের মিঞা জিন্নাহ আলম ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষের বিরুদ্ধে নানা অভিযোগ

ঝিনাইদহের শৈলকুপা উপজেলার মিঞা জিন্নাহ আলম ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ তরিকুল ইসলামের বিরুদ্ধে প্রকাশ্যে আসছে নানা অনিয়মের অভিযোগ। নিয়োগ বাণিজ্য করে তিনি গড়েছেন অঢেল সম্পদের পাহাড়। ১৯৯৪ সালে প্রতিষ্ঠিত হয় কলেজটি। নানা অনিয়ম ও স্বেচ্ছাচারিতার জন্য আলোচিত এই অধ্যক্ষ চাকরি থেকে অবসরে যাওয়ার সময় পড়েছেন গ্যাড়াকলে।

নিয়োগ জালিয়াতি করে একই পদে দুইজন শিক্ষক নিয়োগ, ডিগ্রি থেকে উচ্চমাধ্যমিক শাখায় ও উচ্চ মাধ্যমিক থেকে ডিগ্রি শাখায় স্থানান্তর করেও কামিয়েছেন কাড়ি কাড়ি টাকা। ২০১৩ সালে এই প্রতিষ্ঠানে ম্যানেজিং কমিটির সভাপতি হিসেবে দায়িত্বপান উমেদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাব্দার হোসেন মোল্লা। ডিগ্রি কলেজের ম্যানেজিং কমিটির সভাপতি হতে হলে ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক হলেও অপ্রাতিষ্ঠানিক স্বশিক্ষিত সাব্দার হোসেন মোল্লাকে ডিগ্রি পাস দেখিয়ে শিক্ষাবোর্ডে সুপারিশ পাঠিয়েছেন। একই সাথে বিদ্যুৎসাহী পদে মোস্তাফিজুর রহমানকে মনোনীত করে সুপারিশ পাঠান। খোঁজ নিয়ে জানাগেছে, মোস্তাফিজুর রহমানেরও শিক্ষাগত যোগ্যতা ছিলনা বিদ্যুসাহী সদস্য হওয়ার।

২০১৩ সালের ২২ আগস্ট এই দুইজনের পক্ষে ডিও লেটার দেন তৎকালীন এমপি আব্দুল হাই। আদতে সাব্দার হোসেন মোল্লার প্রাতিষ্ঠানিক কোন শিক্ষাগত যোগ্যতা নেই বলে জানাগেছে। কাজেই শিক্ষানীতিমালা অনুযায়ী তিনি কোন ডিগ্রি কলেজের ম্যানেজিং কমিটির সভাপতি হতে পারেন না। অথচ এই কমিটি দিয়ে ২০১৫ সালের জুন মাসে জালিয়াতির মাধ্যমে ৭টি পদে শিক্ষক নিয়োগ দিয়ে হাতিয়েছেন প্রায় কোটি টাকা। খোঁজ নিয়ে জানাগেছে, সাব্দার হোসেন মোল্লা গাড়াগঞ্জ গার্লস স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি ছিলেন সেখানে তার শিক্ষাগত যোগ্যতা দেখান এসএসসি পাস।

অযোগ্য ব্যক্তিকে সভাপতি নিয়োগ দিয়ে কোটি কোটি টাকার নিয়োগ বাণিজ্য নিয়ে সম্প্রতি প্রশ্ন তুলেছেন এলাকার লোকজন। তারা এই কমিটির নিয়োগ দেওয়া শিক্ষক ও অন্যান্য কর্মচারীদের অবৈধ বলে দাবি করেন। তারা বলেন, এসব নিয়োগ বাতিল করে পূণরায় স্বচ্ছ প্রক্রিয়ায় নিয়োগ দিতে হবে। এবিষয়ে জানতে সাবেক অধ্যক্ষ তরিকুল ইসলামের মোবাইলে একাধিকবার কল করা হলেও তিনি রিসিভ করেননি। জানাগেছে, দুর্নীতির মাধ্যমে তিনি হরিণাকুণ্ডু উপজেলার বিভিন্ন জায়গাসহ কুষ্টিয়া শহরে নামে বেনামে বিপুল সম্পত্তি গড়ে তুলেছেন।




গ্রুপ চ্যাটিংয়ের জন্য নতুন ফিচার নিয়ে আসছে হোয়াটসঅ্যাপ

মেসেজিংয়ের ক্ষেত্রে অন্যতম জনপ্রিয় প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ। এবার হোয়াটসঅ্যাপ নিয়ে আসছে নতুন ফিচার যেখানে চ্যাট লিস্ট কাস্টম করা যাবে। যার মাধ্যমে পছন্দমতো হোয়াটসঅ্যাপের কোনো গ্রুপকে বা গুরুত্ব অনুযায়ী নির্দিষ্ট কোনো কথোপকথন বাছাই করে চোখের সামনেও রাখা যাবে। মলূত গ্রুপ চ্যাটে বাড়তি সুবিধা দেবে এই নতুন ফিচার।

এর আগেও হোয়াটস‌অ্যাপ ‘আনরিড’, ‘ফেভারিট’, ‘গ্রুপ’ নামে কয়েকটি ফিচার নিয়ে এসেছিল। যে মেসেজগুলো পড়া হয়নি সেগুলো আলাদা করে ‘আনরিড’ অপশনে পাওয়া যাবে। আবার যার সঙ্গে বেশি চ্যাট করেন, সেই প্রোফাইলটিকে ‘ফেভারিট’ অপশনে রেখে দেওয়া যাবে যাতে খোঁজাখুঁজি না করতে হয়। এবার এই অপশনগুলোকেই এক সঙ্গে আনতেই নতুন ফিচার কাস্টম চ্যাট লিস্ট।

হোয়াটস‌অ্যাপ কিছু দিন আগেই ‘আনরিড’, ‘ফেভারিট’, ‘গ্রুপ’ নামে কয়েকটি ফিচার নিয়ে এসেছিল। যে মেসেজগুলো পড়া হয়নি সেগুলো আলাদা করে ‘আনরিড’ অপশনে পাওয়া যায়। আবার যার সাথে বেশি চ্যাট করেন, সেই প্রোফাইলটিকে ‘ফেভারিট’ অপশনে রেখে দেওয়া যাবে যাতে খোঁজাখুঁজি না করতে হয়। এবার এই অপশনগুলোকেই এক সঙ্গে যুক্ত হচ্ছে নতুন ফিচার কাস্টম চ্যাট লিস্ট।

হোয়াটসঅ্যাপ জানিয়েছে, এই ফিচারের ব্যবহারে গ্রাহকেরা নিজেদের চ্যাটকে কয়েকটি ভাগে আলাদা করে নিতে পারবেন। যেমন ‘পরিবার’, ‘কর্মক্ষেত্র’, ‘বন্ধুবান্ধব’ ইত্যাদি বিভিন্ন ক্যাটাগরিতে তা ভাগ করা যাবে। ফলে বহু চ্যাটের মধ্যে থেকে আলাদা করে খোঁজার প্রয়োজন হবে না।

কাস্টম লিস্ট ফিচারে গ্রাহকেরা ব্যক্তিগত চ্যাটের পাশাপাশি পছন্দের একাধিক গ্রুপকেও তালিকাভুক্ত করতে পারবেন। সেগুলো পিন টু টপ বা একেবারে চোখের সামনে রেখে দেওয়ার সুবিধাও পাবেন।

চলুন জেনে নেওয়া যাক যেভাবে কাস্টম লিস্ট করবেন

১. প্রথমে হোয়াটসঅ্যাপ আপডেট করুন। ২. হোয়াটসঅ্যাপের ওপরে ডান দিকে একটি যোগ চিহ্ন আসবে। সেটিতে ক্লিক করলে অর্গাইনজ ইওর চ্যাট বলে একটি পপআপ দেখাবে। সেখানে ক্লিক করুন। ৩. ক্যাটাগরি দেখে পছন্দের প্রোফাইল তালিকাভুক্ত করুন। ৪. যদি কোনো চ্যাট আলাদা করে চোখের সামনে রাখতে হয়, তাহলে অ্যাড পিপল অর গ্রপ অপশনে গিয়ে নির্দিষ্ট কোনো প্রোফাইল বা চ্যাট বাছাই করে একেবারে উপরের সারিতে রেখে দিতে পারেন।

সূত্র: কালবেলা




কুষ্টিয়ায় হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার

কুষ্টিয়ার মিরপুরে চর দখলকে কেন্দ্র করে তৌহিদুল সরদার (৪০) নামে এক ব্যক্তিকে গুলি করে হত্যা মামলায় প্রধান আসামি ইদ্রিস সরদার (৫৫)-কে গ্রেফতার করেছে র‍্যাব।

গতকাল সোমবার (১১ নভেম্বর) রাত সাড়ে ৯টায় এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন র‍্যাব-১২ এর কুষ্টিয়া ক্যাম্পের কমান্ডার খন্দকার গোলাম মর্তুজা।

গ্রেফতারকৃত ইদ্রিস সরদার মিরপুর উপজেলার নওদা খাদিমপুর এলাকার মৃত আব্দুল কাদের সরদারের ছেলে।

র‍্যাব-১২ জানায়, গত রোববার (১০ নভেম্বর) সকালে কুষ্টিয়া জেলার মিরপুর উপজেলার বহলবাড়িয়া ইউনিয়নের নওদা খাদিমপুর এলাকায় পদ্মা নদীতে জেগে উঠা চর দখলকে কেন্দ্র করে আগ্নেয়‍াস্ত্র এবং দেশীয় অস্ত্র নিয়ে হামলার ঘটনা ঘটে। এসময় তৌহিদুল সরদার গুলিবিদ্ধ হয়ে নিহত হন। এ ঘটনায় সোমবার সকালে মিরপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়। যার নম্বর ০৭।

এদিকে, এই হত্যার ঘটনায় র‍্যাব গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করলে রোববার সন্ধ্যা ৬টায় কুষ্টিয়া জেলার ভেড়ামারা উপজেলার হিড়িমদিয়া গ্রাম থেকে হত্যা মামলার এজাহারনামীয় প্রধান আসামি ইদ্রিস সরদারকে আটক করা হয়। পরে তাকে এ মামলায় গ্রেফতার দেখিয়ে মিরপুর থানা পুলিশের কাছে সোপর্দ করা হয় বলে জানিয়েছে র‍্যাব-১২।




শাহরুখকে হত্যার হুমকি দেওয়া সেই আইনজীবী গ্রেপ্তার

বলিউড সুপারস্টার শাহরুখ খানকে হত্যার হুমকি দেওয়ার জন্য এক আইনজীবীকে গ্রেপ্তার করেছে পুলিশ। মোহাম্মদ ফায়জান খান নামের এ আইনজীবীর ফোন থেকে অভিনেতাকে হত্যার হুমকি দিয়ে ৫০ লাখ রুপি দাবি করা হয়।

এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী, মঙ্গলবার (১২ নভেম্বর) ছত্তীসগড়ে নিজ বাড়ি থেকে ওই আইনজীবীকে গ্রেপ্তার করেছে মুম্বাই পুলিশ। পুলিশকে বোকা বানাচ্ছিলেন এ আইনজীবী।

এর আগে তিনি পুলিশকে জানায়, তার মোবাইল ফোনটি চুরি হয়ে যায় গত সপ্তাহে যেটি দিয়ে শাহরুখ খানকে হুমকি দেয়া হয়েছিল।

কিছুদিন আগেই মুম্বাই পুলিশকে একটি হুমকি বার্তা দিয়েছিলেন তিনি। তাতে জানিয়েছিলেন, ৫০ লাখ টাকা না দিলে প্রাণে মেরে ফেলা হবে শাহরুখ খানকে।

এ ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনী ফোন নম্বর ট্রেস করে ফইজান খানের খোঁজ পায়। ওই সময় মুম্বাই পুলিশকে তিনি জানিয়েছিলেন, তার ফোন চুরি হয়ে গেছে। আর মিথ্যা বলে গত ২ নভেম্বর পুলিশের কাছে অভিযোগও জানিয়েছিলেন।

মুম্বাই পুলিশ তদন্তের স্বার্থে হাজিরা দিতে বলেছিল ওই আইনজীবীকে। কিন্তু হাজিরা না দেওয়ায় তাকে গ্রেপ্তার করে পুলিশ। ভারতীয় সংহিতার ৩০৮(৪) ধারা (খুনের হুমকি দিয়ে টাকা দাবি) এবং ৩৫১(৩)(৪) (অপরাধমূলক উদ্দেশ্য)-এ মামলা দায়ের করা হয়েছে।

এদিকে বলিউড তারকাকে খুনের হুমকি দেওয়ার পরই ওয়াই প্লাস ক্যাটাগরিতে নিরাপত্তা বাড়ানো হয়। বর্তমানে তার সঙ্গে সবসময় ৬ জন সশস্ত্র পুলিশ থাকেন। এর আগে থাকতেন দু’জন।

সূত্র: ইত্তেফাক




গাংনীতে পুকুর পাড়ে খেলতে গিয়ে পানিতে ডুবে শিশু মৃত্যু

পুকুর পাড়ে খেলতে গিয়ে পা পিছলে পানিতে পড়ে মোমিন (৬ বছর) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। শিশু মোমিন মেহেরপুরের গাংনী উপজেলার ধর্মচাকী গ্রামের আব্দুস সালামের ছেলে।

আজ মঙ্গলবার (১২ নভেম্বর) সকালে ধর্মচাকী পশ্চিমপাড়া গ্রামে শিশু মৃত্যুর এঘটনা ঘটে।

মোমিনের পিতা আব্দুস সালাম জানান,বাড়ির পাশে পুকুর পাড়ে বন্ধুদের সাথে খেলতে গিয়ে অসাবধানতাবশত ইসলাম পুকুরের পানিতে পড়ে যায়। অন্য শিশুরা আমাদের বিষয়টি জানালে আমরা তাড়াতাড়ি আমার ছেলেকে পুকুরের পানিতে খুজতে থাকি। অনেক পরে ছেলে মোমিন পুকুরের পানিতে ভেসে ওঠে। মোমিনকে পুকুর থেকে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্মরত চিকিৎসক আব্দুল আল মারুফ শিশুটিকে মৃত ঘোষণা করেন।

এব্যাপারে গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বানী ইসরাইল বলেন, বিষয়টি শুনে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয় এবং আইনি প্রক্রিয়া শেষে শিশুটির মরদেহ দাফন করা হয়।




ভারতকে ছাড়াই চ্যাম্পিয়নস ট্রফি আয়োজনের কথা ভাবছে পাকিস্তান

সময় যত এগুচ্ছে তত জটিলতা বাড়ছে আসন্ন চ্যাম্পিয়নস ট্রফি নিয়ে। কিছু দিন আগেই খেলোয়াড়দের নিরাপত্তার ইস্যু দাঁড় করিয়ে ভারত আইসিসিকে জানিয়েছে যে, তারা খেলতে যাবে না পাকিস্তানে। যা নিয়ে আয়োজকরা চটেছে। এবার এ বিষয়ে পিসিবি শক্ত অবস্থানে দাঁড়িয়েছে, শুধু তাই নয়, পরিকল্পনাও করছে ভারতে ছাড়াই টুর্নামেন্ট আয়োজন করার।

শোনা যাচ্ছে, আইসিসিকে জানানোর প্রস্তুতিও নিচ্ছে পিসিবি। তাতে দিনে দিনে দীর্ঘদিন পর আয়োজিত হতে যাওয়া এই টুর্নামেন্টের ভবিষ্যৎ ঘোলাটে হচ্ছে। আট দল নিয়ে তিন ভেন্যুতে আগামী বছরের ফেব্রুয়ারিতে পাকিস্তানে বসবে চ্যাম্পিয়নস ট্রফির নবম আসর। ইতিমধ্যে আয়োজকরা ‘মিনি বিশ্বকাপ’ খ্যাত এই টুর্নামেন্টটি আয়োজনের শেষ সময়ের প্রস্তুতিও প্রায় সেরে ফেলেছে। কিন্তু হঠাৎ খেলতে না যাওয়ার কথা জানিয়ে নাটকীয় পরিস্থিতি সৃষ্টি করেছে ভারত।

যদিও বিষয়টি নতুন কিছু নয়, এমনটি আগে থেকেই ধারণা করা হচ্ছিল। কেননা সবশেষ এশিয়া কাপেরও আয়োজক ছিল পাকিস্তান সেবারও খেলতে যায়নি রোহিত-বিরাটরা, তাদের জন্য বিশেষ ব্যবস্থায় আয়োজন করা হয়েছিল টুর্নামেন্ট। তাই এবারও ধারণা করা হচ্ছিল এমন কিছুই হবে। তবে পাকিস্তান এবার ধৈর্য হারিয়ে হাঁটছে ভিন্ন পথে, এবার আর হাইব্রিড মডেল নয়, ভারতকে বাদ দিয়ে দেওয়ার কথাই ভাবছে। দেশটির বিভিন্ন গণমাধ্যম সূত্রে এমনটি সামনে এসেছে।

পাকিস্তানের বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনের সূত্রে মতে, পাকিস্তানের সরকারের সঙ্গে আলোচনা করার সিদ্ধান্ত নিয়েছে পিসিবি। তারপর আগামী দুই দিনের মধ্যে আইসিসিকে চিঠি দিয়ে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের (বিসিসিআই) কাছে আনুষ্ঠানিক ব্যাখ্যা চাইবে তারা। শোনা যাচ্ছে, পিসিবি ইতিমধ্যে আইনি পরামর্শ ও আইসিসিকে প্রশ্ন করার প্রস্তুতি নিয়ে রেখেছে যে চ্যাম্পিয়নস ট্রফিতে খেলতে কেন পাকিস্তানে আসবে না তারা। আর এর ব্যাখ্যা আনুষ্ঠানিকভাবেই চায় আয়োজকরা। যদি কোনো সদুত্তর না দিতে পারে তাহলে ভারতকে ছাড়াই টুর্নামেন্ট আয়োজন করবে তারা, তবুও এবার আর হাইব্রিড মডেলে যাবে না তারা।

আর যদি হাইব্রিড মডেলে শেষ অবদি যেতেই হয় তাহলে আয়োজক থেকে সরে দাঁড়াবে পাকিস্তান। এদিকে চ্যাম্পিয়নস ট্রফির দুই বারের চ্যাম্পিয়ন ভারতকে ছাড়াও যে টুর্নামেন্ট আয়োজন করা সম্ভব সেই বিষয়ে শক্তিশালী উদাহরণও হাতে রেখেছে পিসিবি। উদাহরণস্বরূপ তারা দুটি বিশ্বকাপকে সামনে আনতে পারে বলে শোনা যাচ্ছে। সেগুলো হলো ১৯৯৬ এবং ২০০৩ আইসিসি ক্রিকেট বিশ্বকাপ। ১৯৯৬ সালের বিশ্বকাপে অস্ট্রেলিয়া ও ওয়েস্ট ইন্ডিজ নিরাপত্তাজনিত কারণে শ্রীলঙ্কায় না খেলার সিদ্ধান্ত নেয়, তবুও আইসিসি আয়োজক দেশ পরিবর্তনের পরিবর্তে তাদের প্রতিপক্ষকে পয়েন্ট প্রদান করে।

একইভাবে, ২০০৩ সালে নিউজিল্যান্ড ও ইংল্যান্ড যথাক্রমে কেনিয়া ও জিম্বাবুয়েতে না খেলার সিদ্ধান্ত নেয়। ঐবারও একই ভাবে ম্যাচের পয়েন্ট প্রতিপক্ষকে দিয়ে দেয় আইসিসি। এই উদাহরণগুলোই আইসিসির সামনে দাঁড় করাবে এবার পিসিবি যাতে ভারতকে বাদ দিয়েও টুর্নামেন্ট আয়োজনে আইসিসি কোনো প্রশ্ন দাঁড় না করাতে পারে পিসিবির সামনে।

এখানেই শেষ নয়, শেষ পর্যন্ত যদি ভারত এলেও চ্যাম্পিয়নস ট্রফিতে খেলতে না যায় তাহলে ভবিষ্যতে ভারতের সঙ্গে যে কোনো মঞ্চে ক্রিকেট ম্যাচ না খেলার অবস্থান নিতে যাচ্ছে পাকিস্তান। এ নিয়ে দেশটির সরকারের অবস্থান বিষয়ে ধারণা দেওয়া হয়েছে, এমন ব্যক্তিদের একজন পাকিস্তানের সংবাদমাধ্যম এক্সপ্রেস ট্রিবিউন বলে, ‘কোনো টুর্নামেন্টেই আমরা ভারতের সঙ্গে খেলব না, যতক্ষণ না ওরা পাকিস্তানে এসে খেলতে চাইবে।’

যদিও ভারতকে বাদ দিয়ে টুর্নামেন্ট আয়োজন করলে ব্যাপক লসের মুখে পড়তে হতে পারে পাকিস্তানকে। কেননা সম্প্রচার স্বত্বসহ আইসিসির আয়ের বড় অংশই আসে ভারতের বাজার থেকে। তবে পিসিবির মতে ভারতের সঙ্গে ম্যাচ বয়কট করলে ক্ষতি শুধু পাকিস্তানেরই হবে না, ভারতেরও হবে। যে কোনো টুর্নামেন্টে উত্তেজনার পারদ বাড়াতে ভারত-পাকিস্তান ম্যাচই মুখ্য ভূমিকা রাখে। কিন্তু তাদের সিদ্ধান্তে বারবার অনড় থাকবে আর পিসিবি বারবার নরম হয়ে তাদের সিদ্ধান্ত মেনে নেবে তা হতে পারে না। এর আগে সবশেষ ২০১৭ সালে অনুষ্ঠিত হয় চ্যাম্পিয়নস ট্রফি। ঐ আসরের আয়োজক ছিল ইংল্যান্ড ও ওয়েলস। ফাইনাল খেলেছিল ভারত-পাকিস্তান। যেখানে দুই বারের চ্যাম্পিয়নদের হারিয়ে নিজেদের প্রথম শিরোপা জেতে পাকিস্তান।

সূত্র: ইত্তেফাক




গাংনীতে ওয়ালটন ফ্রিজ কিনে ২০ লক্ষ টাকা জিতলেন কলেজ ছাত্র রাশেদ

২০ লক্ষ টাকা দিয়ে পড়াশুনার পাশাপাশি কৃষি জমি কিনে মা ও বাবার নামে দেবেন কলেজ ছাত্র রাশেদ। লটারিতে পাওয়া ২০ লক্ষ টাকা পাওয়া কলেজ ছাত্র রাশেদ তার অনুভুতি বলতে গিয়ে আবেগ আপ্লুত হয়ে বলেন, আমি যখন ২০ লাখ টাকার লটারি জিতেছি এমন একটি ফোন পাই। আমি ভয়ে ফোন কেটে দিই। মনে করেছিলাম কোন প্রতারকদের খপ্পরে পড়েছি। পরে একাধিকবার ফোনে আমাকে নিশ্চিত করে। কথাটি প্রথমে আমার মাকে বলতে গিয়ে আমার চোখ ভিজে গিয়েছিল। এই টাকা আমার ভাগ্য বদলের সহায়ক হবে। আমাদের অভাবের সংসার। তিন ভাই বোন ও মা বাবা মিলে ৫ জনের সংসারে বাবার রোজগারে সংসার চলে। মাঠে তেমন জমিজমাও নেই। এই টাকায় আমার বাবার হাতে তুলে দিয়ে বাবাকে সহায়তা করতে পেরে খুবই আনন্দ লাগছে।

লটারি বিজয়ী রাশেদ মেহেরপুর জেলার গাংনী উপজেলার রাইপুর ইউনিয়নের বাথানপাড়া গ্রামের কৃষক রফিকুল ইসলামের ছেলে ও গাংনী সরকারি ডিগ্রি কলেজের এইচ এসসি দ্বিতীয় বর্ষের ছাত্র।

কলেজ ছাত্র রাশেদ জানান,গাংনীর ওয়ালটন শোরুম মেসার্স সাজু এন্টারপ্রাইজ থেকে ফ্রিজ ক্রয় করি গত ২৭ অক্টোবর। ডাবল মিলিয়ন অফার চলাকালিন ফ্রিজ কিনে ২০ লাখ টাকা পুরস্কার পাই। গতকাল সোমবার (১১ নভেম্বর) বিকালে ওয়ালটনের সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর ও জনপ্রিয় চিত্রনায়ক আমিন খান তার হাতে ২০ লাখ টাকার চেক তুলে দেন।

রাশেদের বাবা রফিকুল ইসলাম বলেন,এই টাকা দিয়ে আমার ছেলের জীবন বদলে দেবো। তাকে লেখা পড়া শিখে মানুষ হতে হবে।

মা বেলিয়ারা খাতুন বলেন,আমি প্রথমে বিশ্নাস করতে পারছিলাম না। গরিবের কপালে এতবড় পাওয়া আল্লাহ্‌র কাছে হাজার শুকরিয়া।

গাংনীর ওয়ালটন শোরুম সাজু এন্টারপ্রাইজের মালিক মাহবুবুল বারী সাজু জানান, কলেজ ছাত্র ,রাশেদ ওয়ার এইচ ফাইভ মডেলের একটি ফ্রিজ ক্রয় করে ডাবল মিলিয়ন অফারে ২০ লাখ টাকা পুরস্কার পেয়েছেন। ওয়ালটনের সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর ও জনপ্রিয় চিত্রনায়ক আমিন খান সহ ওয়ালটনের কর্মকর্তারা তার হাতে চেক তুলে দিতে গাংনী আসেন।

তিনি বলেন, ফ্রিজ, টিভি, ওয়াশিং মেশিন বা বিএলডিসি ফ্যান কিনে ক্রেতারা পেতে পারেন ২০ লাখ টাকা। এই অফার ৩১ ডিসেম্বর পর্যন্ত চলছে তবে কর্তৃপক্ষ চাইলে সময় বৃদ্ধি হতে পারে।

চিত্রনায়ক আমিন খান বলেন, ওয়ালটন একটি দেশীয় পণ্য। এপণ্য যত কিনবেন দেশ ততই সমৃদ্ধ হবে, আর্থিক ভাবে সাবলম্বি হবে। তিনি আরও বলেন, বাংলাদেশের তৈরি ওয়ালটন এখন আন্তর্জাতিক মান সম্পন্ন। এপণ্য কিনে দেশের কয়েক হাজার মানুষ পুরুস্কার জিতে সাবলম্বি হয়েছে। ওয়ালটনের এ ধারা অব্যাহত থাকবে। ওয়ালটন কারও সাথে প্রতারনা করেনা। আমরা ঢাকা থেকে গাংনীতে পুরুস্কারের টাকা পৌছে দিতে এসেছি। আমরা এটাই প্রমান করেছি ওয়ালটন আছে দেশের প্রতিটি গ্রামে। প্রতিটি মানুষের মনে প্রাণে।

পুরস্কার বিতরন উপলক্ষে এর আগে গাংনী বাজারের ওয়ালটন শোরুম থেকে একটি শোভাযাত্রা বের হয়ে শহরের বিভিন্ন সড়ক ঘুরে একই স্থানে শেষ হয়। পরে মঞ্চে সংঙ্গীত পরিবেশন করে শিল্পীরা।

পুরস্কার বিতরন অনুষ্ঠানে অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ওয়ালটনের সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর এবং ডিস্ট্রিবিউটর টেওয়ার্কের হেড অব সেলস ফিরোজ আলম, চিফ মার্কেটিং অফিসার (সিএমও) গালীব বিন মোহাম্মদ, ডেপুটি সিএমও জোহেব আহমেদ, এক্সিকিউটিভ ডিরেক্টর মো. মনিরুল হক এবং ওয়ালটনের ডিস্ট্রিবিউটর শোরুম সাজু এন্টারপ্রাইজের স্বত্ত্বাধিকারী মাহাবুবুল বারীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।




মেহেরপুরে জামায়াতে ইসলামীর সদস্য সম্মেলন অনুষ্ঠিত

‘‘মানবতার সেবা ও দেশ পরিচালনার যোগ্যতা অর্জনের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জন’’ এই প্রতিপাদ্যে বাংলাদেশ জামায়াতে ইসলামী মেহেরপুর জেলা শাখার সদস্য (রুকন) সম্মেলন ২০২৪ অনুষ্ঠিত হয়েছে।

আজ মঙ্গলবার (১২ নভেম্বর) সকাল ১০ টার দিকে মেহেরপুর শহরের পৌর কমিউনিটি সেন্টারে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সম্মেলনের সভাপতিত্ব করেন জামায়াতে ইসলামী মেহেরপুর জেলা শাখার আমীর তাজউদ্দিন আহমেদ।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও অঞ্চল পরিচালক মোবারক হোসাইন।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ৫ই আগস্টের বিপ্লবের পর থেকে আমাদের জামায়াত সারা বাংলাদেশের প্রতিটি ঘরে পৌঁছানোর চেষ্টা করেছে। আমরা মানুষের পাশে দাঁড়িয়েছি, তাদের উদ্বেগ ও দুর্দিনে সহায়তা প্রদান করেছি। শহীদ ভাইদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে আমরা ঘরে ঘরে গিয়েছি এবং তাদের পরিবারের পাশে দাঁড়িয়েছি। আহত ভাইদের চিকিৎসার জন্যও আমরা সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছি। এভাবেই আমরা জাতির কল্যাণে কাজ করে যাচ্ছি এবং ভবিষ্যতেও তা অব্যাহত রাখবো।

তিনি আরও বলেন, বর্তমান সরকারকে একটি যৌক্তিক সময়ের মধ্যে সংস্কার করে নির্বাচন দিতে হবে। সবকিছু মিলিয়ে, ড. শফিকুল রহমান ও বাংলাদেশ জামায়াতে ইসলামী বাংলাদেশের জনগণের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে। বর্তমানে মানুষ আমাদের দিকে তাকিয়ে স্বপ্ন দেখতে শুরু করেছে, এবং জামায়াতে ইসলামী তাদের সেই স্বপ্ন দেখাচ্ছে। তাই, আগামী নির্বাচনে জামায়াত কাঙ্খিত ফলাফল অর্জন করতে সক্ষম হবে এবং জাতি একটি ইনসাফপূর্ণ ও সুস্থ সমাজ প্রতিষ্ঠার দিকে অগ্রসর হবে।

জেলা শাখার সেক্রেটারি মোঃ ইকবাল হুসাইনের পরিচালনায় সম্মেলনে চুয়াডাঙ্গা জেলা আমীর এ্যাড. রুহুল আমিন, যশোর-কুষ্টিয়া অঞ্চল টিম সদস্য ড. আলমগীর বিশ্বাস, জেলা নায়েবে আমীর মাওঃ মাহবুব-উল আলম প্রমুখ বক্তব্য রাখেন।

এতে বক্তারা বলেন, মানবতার সেবা, দেশ পরিচালনার দক্ষতা এবং আল্লাহর সন্তুষ্টি অর্জনই আমাদের প্রধান উদ্দেশ্য হওয়া উচিত। তাঁরা জামায়াতে ইসলামীকে একটি গণতান্ত্রিক, মানবিক ও ন্যায়বিচারের আন্দোলন হিসেবে তুলে ধরে বলেন, ‘‘আমরা চাই একটি সাম্যভিত্তিক সমাজ ব্যবস্থা, যেখানে প্রতিটি নাগরিক তার অধিকার পাবেন।’’

এছাড়াও এসময় মেহেরপুর সদর উপজেলা আমীর মাওঃ সোহেল রানা, সাধারণ সম্পাদক মোঃ জাব্বারুল ইসলাম মাস্টার, জেলা রাজনৈতিক সেক্রেটারি মাওঃ কাজী রুহুল আমিন, পৌর আমীর সোহেল রানা ডলারসহ বিভিন্ন স্থান থেকে আগত জামায়াতের সদস্যরা উপস্থিত ছিলেন।

সম্মেলনের শেষে মেহেরপুর জেলা আমীর দেশ ও জাতির কল্যাণে জামায়াতে ইসলামীর আদর্শে উজ্জীবিত হয়ে কাজ করতে শপথ গ্রহণ করেন। শপথ পাঠের পর সংগঠনের উন্নতি ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে ডকুমেন্টারি প্রদর্শন করানো হয়।

সম্মেলনের দ্বিতীয় পর্বে জেলা মজলিসে শুরার ভোট গ্রহণ অনুষ্ঠিত হয় এবং গিফট বিতরণ করা হয়।

এছাড়া, সম্মেলনে বাংলাদেশের মুসলিম সমাজের ঐক্য ও আল্লাহর প্রতি নিষ্ঠা অব্যাহত রাখার জন্য সকলকে একত্রিত হওয়ার আহ্বান জানানো হয়।