গাংনীতে বিএনপির লাঠি মিছিল ও সমাবেশ

ঢাকার জিরো পয়েন্টে শহীদ নূর হোসেন চত্বরে বিক্ষোভ মিছিল কর্মসূচি করার ঘোষণা দেয় আওয়ামী লীগ। দলটির ফেসবুক পেজে প্রকাশিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

পতিত স্বৈরাচারী সরকারের এই ঘোষণার পর ফুঁসে উঠছে গাংনীর বিএনপি।

গাংনী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক সাহারবাটি চেয়ারম্যান আসাদুজ্জামান বাবলুর নেতৃত্বে আজ রোববার সকালে উপজেলা শহরে লাঠিশোঠা হাতে নিয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে।

 

সকাল সাড়ে ৬ টার সময় গাংনী উপজেলা শহরের হাসপাতাল বাজার এলাকা থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে বড়বাজার এলাকায় গিয়ে শেষ হয়।

পরে শহীদ আবু সাঈদ চত্তরে সংক্ষিপ্ত সমাবেশ হয়। সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান বাবলু, গাংনী পৌরসভার ২ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ও উপজেলা জাসাসের সাধারণ সম্পাদক সুলেরী আলভী, গাংনী উপজেলা ওলামা দলের সভাপতি ও ৪ নং ওয়ার্ড বিএনপির সভাপতি ইনামুল হক।

এসময় উপস্থিত ছিলেন, গাংনী পৌর বিএনপির সাংগাঠনিক সম্পাদক গোলাম মোস্তফা ডাকু, ১ নং বাঁশবাড়িয়া ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল গনি প্রমুখ।

আসাদুজ্জামান বাবলু বলেন, পতিত স্বৈরাচার সরকারের সন্ত্রাসীরা ঢাকা বিশ্ববিদ্যালয় ও সেনাবাহিনীর সদর দফতর জ্বালিয়ে দেওয়ার জন্য কর্মসূচি দিয়েছে। বিএনপির নেতাকর্মী আওয়ামী সন্ত্রাসীদের সেই কর্মসূচির দাঁতভাঙ্গা জবাব দেবে। আমরা মাঠে আছি সন্ত্রাসীদের প্রতিহত করতে। স্বৈরাচারীদের প্রেত্মাত্বারা কোনো কর্মসূচি নিলে জাতীয়তাবাদী দল তাঁদের প্রতিহত করবে। আজ রবিবার সন্ধ্যায় আওয়ামী লীগের বিরুদ্ধে মশাল মিছিলের কর্মসূচি ঘোষণা করেন তিনি।




মেহেরপুর আদালতে আজ তোলা হতে পারে সাবেক মন্ত্রী ফরহাদকে?

মেহেরপুরে দায়ের করা হত্যা মামলায় আজ রবিবার আদালতে  তোলা হতে পারে সাবেক জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেনকে। কয়েকদিন ধরে এ গুঞ্জন চলছে। তবে বিষয়টি নিয়ে কোন কর্তৃপক্ষই নিশ্চিত করেনি।

মেহেরপুর জেলা কারাগার, জেলা প্রশাসন, পুলিশ প্রশাসনের কেউই নিশ্চিত করেনি বিষয়টি। মেহেরপুর প্রতিদিন থেকে সংশ্লিষ্ট কার্যালয়গুলোতে যোগাযোগ করা হলে প্রতিবারই তারা কিছু জানেন না বলে জানিয়েছেন।

মেহেরপুর সদর থানার ওসি আমানুল্লাহ আল বারী মেহেরপুর প্রতিদিনকে বলেন, বিষয়টি কোর্ট পুলিশ বলতে পারবে । এটি থানার বিষয় না। অপরদিকে কোর্ট পুলিশ পরিদর্শক বলেন, এটি জেল খানার বিষয়। তবে জেলা কারাগার কর্তৃপক্ষের কাছেও গতকাল রাত পর্যন্ত কোন বার্তা আসেনি।

আরও পড়ুন মেহেরপুরে পুলিশের অভিযানে আন্ত:জেলা ডাকাত দলের তিন সদস্য গ্রেফতার

তবে ঘটনাটি পরিস্কার হওয়ার জন্য আজ রবিবার মেহেরপুর আদালতে চোখ রাখতে হবে।

কিন্তু, একটি নির্ভরযোগ্য সূত্র নিশ্চিত করেছে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে মেহেরপুরের উদ্দেশ্যে রওয়ানা দিয়েছে পুলিশের একটি টিম। তবে, এলাকায় যাতে উত্তেজনাকর কোন পরিস্থিতি সৃষ্টি না হয় সেকারণে এ তথ্য গোপন করা হচ্ছে বলে ধারণা করা হচ্ছে।

সরকার পতনের পর সাবেক জনপ্রশাসন মন্ত্রী এবং মেহেরপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য ফরহাদ হোসেনকে গত ১৪ সেপ্টেম্বর রাতে ঢাকার ইস্কাটন এলাকা থেকে গ্রেপ্তার করে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-র‍্যাব।

৫ অগাস্ট সরকার পতনের পর সাবেক এই মন্ত্রীর বিরুদ্ধে মেহেরপুর থানায় তিনটি এবং ঢাকার আদাবর থানায় একটি হত্যা মামলা হয়েছে।

ফরহাদ হোসেন দ্বাদশ সংসদ নির্বাচনের পর গঠিত শেখ হাসিনার মন্ত্রিসভায় পূর্ণ মন্ত্রীর দায়িত্ব পান। এর আগের সরকারে একই মন্ত্রণালয়ে প্রতিমন্ত্রী ছিলেন তিনি।

আরও পড়ুন ৫২ টি মোটরসাইকেল চালককে ১ লক্ষ ৪৯ হাজার টাকা জরিমানা

আওয়ামী লীগের মনোনয়ন নিয়ে মেহেরপুর-১ আসন থেকে তিনবার সংসদ সদস্য হয়েছিলেন তিনি। তিনি মেহেরপুর জেলা আওয়ামী লীগের বর্তমান কমিটির সভাপতি। ২০১৪ সালে এক তরফা নির্বাচনে তিনি এমপি নির্বাচিত হওয়ার পর ২০১৫ সালে অনুষ্ঠিত জেলা আওয়ামী লীগের সম্মেলনের মাধ্যমে সভাপতি নির্বাচিত হন।

গণ আন্দোলনের মুখে ৫ অগাস্ট দেশে ছেড়ে ভারতে চলে যান শেখ হাসিনা। তিন দিন পর গঠন করা হয় অন্তর্বর্তীকালীন সরকার। এরপর একে একে গ্রেপ্তার হতে থাকেন আওয়ামী লীগের মন্ত্রী-প্রতিমন্ত্রীসহ শীর্ষ পর্যায়ের নেতা ও প্রভাবশালী সংসদ সদস্যরা।




কুষ্টিয়ায় জনবান্ধব ভূমিসেবা ও জরিপ কার্যক্রমে মাঠ প্রশাসনের ভূমিকা শীর্ষক কর্মশালা 

কুষ্টিয়ায় জনবান্ধব ভূমিসেবা ও জরিপ কার্যক্রমে মাঠ প্রশাসনের ভূমিকা শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।  আজ শনিবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রধান অতিথি থেকে এ কর্মশালের উদ্বোধন করেন (গ্রেড-১) ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের মহাপরিচালক মহ: মনিরুজ্জামান।

কুষ্টিয়ার জেলা প্রশাসক মো: তৌফিকুর রহমানের সভাপতিত্ব অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভূমি ব্যবস্থাপনা অটোমেশন প্রকল্পের প্রকল্প পরিচালক যুগ্ম সচিব ইফতেখার হোসেন, উপসচিব ও উপ প্রকল্প পরিচালক এ.টি.এম আজহারুল ইসলাম।

কর্মশালায় ডিজিটাল পদ্ধতিতে ভূমি জরিপের মাধ্যমে তিনটি সিটি কর্পোরেশন, একটি পৌরসভা ও দুটি গ্রামীণ উপজেলায় ডিজিটাল ভূমি ব্যবস্থাপনা পদ্ধতি স্থাপন (EDLMS) প্রকল্পের পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন উপস্থাপন করেন ভূমি মন্ত্রণালয়ের EDLMS প্রকল্পের প্রকল্প পরিচালক ও অতিরিক্ত সচিব (উন্নয়ন) জিয়াউদ্দীন আহমেদ এনডিসি।

কর্মশালায় বলা হয়, ভূমি মন্ত্রণালয়ের ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের অধীনে সরকার ডিজিটাল পদ্ধতিতে ভূমি জরিপ, সার্ভে, ডাটাবেজ ও সমন্বিত ল্যান্ড ম্যানেজমেন্ট সিস্টেম প্রতিষ্ঠার লক্ষ্যে দক্ষিণ কোরিয়ার আধুনিক সার্ভে প্রযুক্তির সহায়তায় ২০১৮ সালের জুলাই মাস থেকে ২০২৫ সালের জুন মাস পর্যন্ত EDLMS প্রকল্প হাতে নিয়েছে। প্রকল্পের আওতায় তিনটি সিটি কর্পোরেশন (ঢাকা-চট্টগ্রাম ও রাজশাহী), ১টি পৌরসভা ও যশোর জোনের আওতায় কুষ্টিয়া পৌরসভার অধীনে ২২৯০৭২.৪৮ একর ও ৯৭৯.৪৫ বর্গ কিলোমিটার এরিয়ার মধ্যে ৬৩৪টি মৌজায় এ কার্যক্রম পরিচালিত হচ্ছে। প্রকল্পের আওতায় ৬টি জরিপ লোকেশনে ৫৮৯টি মৌজায় ডিজিটাল ভূমি জরিপ (মৌজা ম্যাপ ও রেকর্ড) সম্পন্নকরণ করা হবে। এছাড়াও Real Time update প্রক্রিয়ায় মিউটেশনের সাথে সাথে ম্যাপ সংশোধন করা যাবে।

একবার জরিপ করা হলে বারবার জরিপ করার প্রয়োজন হবে না। ভূমি জরিপ, ভূমি ব্যবস্থাপনা ও সাব-রেজিস্ট্রি অফিসের মধ্যে নেটওয়ার্ক প্রতিষ্ঠা করে অটোমেশন ব্যবস্থার প্রবর্তন করা সম্ভব হবে। ভূমি ডাটা ব্যাংক প্রতিষ্ঠা করা হবে বিধায় ভূমি মালিকগণ তাদের প্রত্যাশিত তথ্য সহজেই অনলাইনের মাধ্যমে জানতে পারবেন। মৌজা ম্যাপ ও ভূমি মালিকানা স্বত্বের মধ্যে লিংকেজ স্থাপন করা হবে বিধায় সংশ্লিষ্ট ভূমি মালিকগণ স্ব স্ব দাগের নকশা সহজে দেখতে পাবেন।

ভূমি বিবাদ কমবে ও ভূমি উন্নয়ন কর আদায় সহজতর হবে। ভূমি জরিপ ও ব্যবস্থাপনায় আধুনিক প্রযুক্তি নির্ভর দক্ষ মানবসম্পদ গড়ে তোলা সহজ হবে। নগর পরিকল্পনা এবং এর উন্নয়নে সংশ্লিষ্ট অন্যান্য প্রতিষ্ঠানের মধ্যে ভূমি সংক্রান্ত ডাটা সহজে আদান-প্রদান করা যাবে এবং প্রকল্পটি বাস্তবায়িত হলে ভূমি জরিপ ও ভূমি ব্যবস্থাপনার মধ্যে আন্তঃলিংক স্থাপন করে ডিজিটাল ভুমি ব্যবস্থাপনা প্রতিষ্ঠিত হবে।
কর্মশালায় উপজেলা নির্বাহী কর্মকর্তাগণ, এসিল্যান্ড, ভূমি ব্যবস্থাপনার সাথে জড়িত কর্মকর্তাগণ, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাগণ, এনজিও প্রতিনিধি, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি, গণমাধ্যম কর্মীসহ সুশীল সমাজের প্রতিনিধিগণ অংশগ্রহণ করেন।




মেহেরপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

ঐতিহাসিক ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন করেছে মেহেরপুর জেলা বিএনপি’র একাংশ। আজ শনিবার (৯ নভেম্বর) বিকেলে দিবসটি উপলক্ষে জেলা বিএনপি’র একাংশের উদ্যোগে শহরের বড় বাজার অফিস প্রাঙ্গণে এক আলোচনা সভার আয়োজন করা হয়।

জেলা বিএনপি’র সহ-সভাপতি ওমর ফারুকের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা বিএনপি’র সহ-সভাপতি আলমগীর খান ছাতু।

এসময় বক্তব্য রাখেন, জেলা বিএনপি’র যুগ্ম সম্পাদক ফয়েজ মোহাম্মদ, সহ-সাংগঠনিক সম্পাদক মিজান মেনন।

বক্তারা বলেন, খুনি হাসিনার দোষদের বিএনপি’র দালালরা রক্ষা করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। ষড়যন্ত্র এখনো শেষ হয় নাই তাই সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানাচ্ছি। আমরা রক্ত ঝরিয়েছি, আমাদের ছাত্রসমাজ রক্ত ঝরিয়েছে এই খুনি হাসিনার দোষরদের রক্ষা করার জন্য নয়।

আলোচনার পরে, বড় বাজার অফিস প্রাঙ্গণ থেকে একটি মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।

এসময় বিএনপি নেতা ফরিদুল হক, নাড়ু, খাইরুল, জেলা যুবদলের সহ-সভাপতি আনিসুর রহমান লাবলু, সাংগঠনিক সম্পাদক আসাদুল হক, সাবেক ইউপি সদস্য মুস্তাক রাজা, সদর উপজেলা যুবদলের সাবেক সভাপতি হাসিবুজ্জান স্বপন, জেলা জিয়া মঞ্চের আহবায়ক অ্যাড নজরুল ইসলাম, সদস্য সচিব ও জেলা যুবদলের সদস্য মনিরুল ইসলাম মনি, জেলা ছাত্রদলের সহসভাপতি নাহিদ মাহবুব সানিসহ জেলার বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।




মেহেরপুরে অরিন লেডিস বিউটি পার্লারের উদ্বোধন

মেহেরপুরে অরিন লেডিস বিউটি পার্লারের উদ্বোধন করা হয়েছে। আজ শনিবার (৯ নভেম্বর) সন্ধ্যার সময় শহরের কাঁশারি বাজারের পূবালী ব্যাংকের নিচে ফিতা ও কেক কেটে আনুষ্ঠানিকভাবে পার্লারের উদ্বোধন করেন অরিন লেডিস বিউটি পার্লারের পরিচালক বিউটিশিয়ান শিলা ও আলো।

উদ্বোধনী অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ড. লিনা ম্যাটসের চেয়ারম্যান ডা. মেলিনা সুলতানা।

এসময় তারা বলেন, আধুনিকতার ছোঁয়া দিতে আমাদের এই প্রতিষ্ঠানের সূচনা করা হলো। মেহেরপুরের নারী সাজে নতুন কিছু উপহার দিতেই আমাদের এই অগ্রযাত্রা। আমরা ভালো মানের পণ্যের মাধ্যমে আমাদের সেবাগ্রহিতাদের সুবিধা নিশ্চিত করব।

উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, মোছা: ইন্তিয়া, হাসিনা খাতুন, জেসমিন আক্তার, রিনা খাতুন সহ আরও অনেকে।

উল্লেখ্য, প্রতিষ্ঠানটিতে ফেসিয়াল, আইভ্রো প্লাক, বৌ-সাজানো, পার্টি মেকাপ, মেনিকিউর, পেডিকিউর, হেয়ার কার্টিং, রি-বন্ডিং, হেয়ার স্পাসহ সৌন্দর্য চর্চা করার সকল ব্যবস্থা রয়েছে।




মেহেরপুরে সংবর্ধনা ও নজরুল স্মরণ অনুষ্ঠান

করমদি ডিগ্রি কলেজের অধ্যক্ষ এমদাদুল হক পিএইচ ডি ডিগ্রি অর্জন উপলক্ষ্যে মেহেরপুরে সংবর্ধনা ও নজরুল স্মরণ অনুষ্ঠানে আয়োজন করা হয়েছে।

মেহেরপুর জেলা নজরুল একাডেমির আয়োজনে আজ শনিবার (৯ নভেম্বর) বিকেল ৩ টার দিকে শহরের কবি নজরুল শিক্ষা মঞ্জিলে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যক্ষ এমদাদুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা নজরুল একাডেমির সহ-সভাপতি শহিদুল ইসলাম।

এছাড়াও এসময় জেলা নজরুল একাডেমির সাধারণ সম্পাদক আনিসুর রহমান মাস্টার, কবি নজরুল শিক্ষা মঞ্জিলের সহকারী শিক্ষক এনামুল হক, কার্পাসডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মোঃ লিয়াকত আলী, অবসরপ্রাপ্ত সেনাবাহিনী সার্জেন্ট সাইফুল ইসলাম, চুয়াডাঙ্গা সরকারি কলেজ অবসরপ্রাপ্ত সহকারী অধ্যাপক আব্দুল মজিদ, অক্সফোর্ড কিন্ডার গার্ডেন স্কুলের সহকারী শিক্ষিকা নাহিদা রহমান, উপ পরিদর্শক মীর মফিজুর রহমান, সাবেক সাব ইন্সপেক্টর নূর মোহাম্মদ, মেহেরপুর সরকারি উচ্চ বিদ্যালয় মোঃ নাসির উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।




ঝিনাইদহে বয়স্ক শিক্ষার্থীদের মাঝে কুরআন শরীফ বিতরণ

ইসলামের আলো ছড়িয়ে দিতে ঝিনাইদহে গ্লোবাল সেন্টার ফর কুরআন এন্ড পিস এর বয়স্ক শিক্ষার্থীদের মাঝে কুরআন শরীফ বিতরণ করা হয়েছে।

আজ শনিবার (০৯ নভেম্বর) সকালে শহরের কুটুম কমিউনিটি সেন্টারে গ্লোবাল সেন্টার ফর কুরআন এন্ড পিস বিজয়নগর ঢাকা নামের একটি সংগঠনের পক্ষ থেকে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এতে সংগঠনটির পরিচালক ব্যারিস্টার তরিকুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ সিদ্দিকীয়া মাদ্রাসার অধ্যক্ষ রুহুল কুদ্দুস।

সেসময় কালীগঞ্জ শোয়াইবনগর মাদ্রাসার অধ্যক্ষ নুরুল হুদা, ঝিনাইদহ সিদ্দিকীয়া কামিল মাদ্রাসার সহ-অধ্যক্ষ আব্দুর রাজ্জাক, সাংবাদিক ফয়সাল আহমেদ, সাবেক অধ্যক্ষ রবিউল ইসলাম, গ্লোবাল সেন্টার ফর কুরআন এন্ড পিস এর সদস্য খালেদ আহমেদ, ডা. নাজমুল হাসান, এডভোকেট শফিউল আলম, আব্দুর রশিদ, প্রভাষক রোকনুজ্জামান, সমাজসেবা অফিসার হাসানুজামান, ইঞ্জিনিয়ার কামরুল ইসলাম, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক নিজাম উদ্দীন, কারী আব্বাস আলী ও হাফেজ মাওলানা ইমরানসহ অন্যান্যরা বক্তব্য রাখেন। অনুষ্ঠানটি পরিচালনা করেন শাহজালাল ইসলামী ব্যাংক হাটগোপালপুর শাখার ব্যবস্থাপক এটি.এম শামছুজ্জামান।

আলোচনা সভা শেষে সদর উপজেলার বিভিন্ন এলাকার নানা শ্রেণী পেশার ৩৬ জন বয়স্ক মানুষের মাঝে কুরআন শরীফ বিতরণ করা হয়। এর আগে সংগঠনটির পক্ষ থেকে বিভিন্ন মসজিদে বয়স্ক এসব মানুষের কুরআন শিক্ষা দেওয়া হয়।




কুষ্টিয়ায় শহীদ ও আহত পরিবারের পাশে ‘আমরা বিএনপি পরিবার’

চব্বিশের গণঅভ্যুত্থানে ছাত্র-জনতার গণআন্দোলন চলাকালে কুষ্টিয়ায় আইনশৃঙ্খলা বাহিনীর গুলিতে নিহত ও আহত পরিবারগুলোর সাথে সাক্ষাৎ করেছে ‘আমরা বিএনপি পরিবার’-এর একটি প্রতিনিধি দল।

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমানের পক্ষ থেকে প্রতিনিধি দলটি কুষ্টিয়ায় আইনশৃঙ্খলা বাহিনীর গুলিতে নিহত ও আহত পরিবারের সদস্যদের সাথে মতবিনিময় করেছে।

আজ শনিবার (০৯ নভেম্বর ) দুপুর ২টায়  কুষ্টিয়া শহরের দিশা টাওয়ার মিলনায়তনে শোকাহত এসব পরিবারের সদস্যদের সাথে মতবিনিময় করা হয়।

মতবিনিময় অনুষ্ঠানে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে তাদের প্রতি সহমর্মিতার বার্তা পৌঁছে দেন ‘আমরা বিএনপি পরিবার’-এর আহবায়ক ও বিএনপি মিডিয়া সেলের সদস্য আতিকুর রহমান রুমন।

এসময় ‘আমরা বিএনপি পরিবার’-এর আহবায়ক আতিকুর রহমান রুমন বলেন, আমরা ১৫টি পরিবারকে আর্থিক সহায়তা দিয়েছি। যারা এখানে রক্ত দিয়ে শহীদ হয়েছেন অর্থ দিয়ে তাদের ঋণ শোধ করতে পারবেন না। বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান পক্ষ থেকে- আমরা এখানে এসেছি তাদের পরিবারকে শান্তনা দেওয়ার জন্য এটিই আমাদের মূল উদ্দেশ্য। বাংলাদেশে আমরা শহীদ ও আহত মিলে প্রায় ৩০০ পরিবারের পাশে দাঁড়িয়েছি।

‘আমরা বিএনপি পরিবার’-এর আহবায়ক আরও বলেন, আমরা আহতদের পাশে দাঁড়িয়েছি। অনেক সময় আমরা তাদের ঢাকা পর্যন্ত নিয়ে গিয়েছি, যারা বেশি আহত হয়েছে, গুরুতর আহত হয়েছে, যারা চোখ হারিয়েছে। আমরা ১৫০-এর অধিক মানুষকে ঢাকাসহ আশেপাশের হাসপাতালে চিকিৎসা দিচ্ছি এবং মেডিসিনের ব্যবস্থা করে দিচ্ছি। অনেক ফ্যামিলি আছে, যারা শহীদ হয়েছে, আহত হয়েছে তারা কিন্তু প্রকাশ করছে না। আমরা এগুলো ঢাকাশহরে খুঁজে খুঁজে তাদের সহায়তা দিচ্ছি।

এছাড়া দেশের প্রতিটি জেলায় শহীদ ও আহত পরিবারের কাছে আমরা যাবো, তাদের পাশে দাঁড়াবো ইনশাআল্লাহ, বলেন আতিকুর রহমান রুমন।

এসময় উপস্থিত ছিলেন-কুষ্টিয়া জেলা বিএনপি’র আহবায়ক কুতুব উদ্দিন আহমেদ, সদস্য সচিব জাকির হোসেন সরকার, বিএনপি’র নির্বাহী কমিটির সদস্য ব্যারিস্টার রাগিব রউফ চৌধুরী, বিএনপি’র নির্বাহী কমিটির সদস্য ফরিদা ইয়াসমিন, কুষ্টিয়া জেলা বিএনপি’র সিনিয়র যুগ্ম-আহবায়ক রেজা আহমেদ বাচ্চু মোল্লাসহ স্থানীয় নেতৃবৃন্দ।

পরে জেলার ১৫ জন পরিবারের মাঝে প্রতিটি পরিবারকে ৫০ হাজার টাকা করে সহায়তা প্রদান করে।




দর্শনায় ৯৬ বোতল ভারতীয় ফেনসিডিলসহ যুবক আটক

চুয়াডাঙ্গা জেলার দর্শনা থানা পুলিশ মাদক বিরোধী অভিযান চালিয়ে ৯৬ বোতল ভারতীয় ফেনসিডিলসহ রমজান আলীকে (২৮) আটক করেছে।

আটককৃত মাদক ব্যবসায়ী রমজান আলী দর্শনা থানার বেগমপুর ইউনিয়নের রাঙ্গিয়ারপোতা নতুন পাড়ার আয়ুব আলীর ছেলে।

জানাযায় শনিবার (৯ নভেম্বর) ভোর ৫ টার দিকে দর্শনা থানার অফিসার ইনচার্জ শহীদ তিতুমীরের নেতৃত্বে অভিযান চালায় বেগমপুর ইউনিয়নের রাঙ্গিয়ারপোতা নতুনপাড়ার আয়ুব আলীর কলাবাগানের ভিতরে।

এ সময় দর্শনা থানার এস আই অনুজ কুমার সরকার গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় ফোর্সসহ মাদক বিরোধী অভিযান চালিয়ে কলাবাগানের ভিতর থেকে প্লাষ্টিকে মোড়ানো ৯৬ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার করে।পরে পুলিশ দেখে দৌড়ে পালানোর সময় রমজান আলীকে আটক করে।

এ ঘটনায় এস আই অনুজ কুমার সরকার বাদি হয়ে দর্শনা থানায় মাদক আইনে মামলা দায়ের করেন। আজ তাকে চুয়াডাঙ্গা কোর্ট হাজতে সোপর্দ করেছে।




কুষ্টিয়ায় সরকারি শিশু পরিবার থেকে শিশু নিখোঁজ

কুষ্টিয়ার সরকারি শিশু পরিবার (বালক) থেকে রিজভী নামে সপ্তম শ্রেণির এক শিক্ষার্থী এক সপ্তাহেরও বেশি সময় ধরে নিখোঁজ রয়েছে। এ ঘটনা জানাজানি হওয়ার পর শিশু শিক্ষার্থীদের বিক্ষোভের মুখে উপ-তত্ত্বাবধায়ক আসাদুজ্জামান ও সহকারী তত্ত্বাবধায়ক ইলিয়াস হোসেনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়েছে কুষ্টিয়া মডেল থানা পুলিশ।

গতকাল শুক্রবার (৮ নভেম্বর) রাতে সহপাঠী রিজভীর সন্ধানের দাবিতে বিক্ষোভ শুরু করে সেখানে অধ্যায়নরত আবাসিক শিশুরা। তারা শারীরিক নির্যাতন ও খাবার কম দেওয়াসহ নানা অভিযোগ করে পুলিশ ও জেলা প্রশাসনের কাছে।

এ সময় নিজ অফিসে উপস্থিত ছিলেন উপ-তত্ত্বাবধায়ক মো. আসাদুজ্জামান। তিনি জানান, গত ২ নভেম্বর রিজভী ও নাহিদ নামে দুই শিক্ষার্থী প্রতিষ্ঠানের প্রধান গেট দিয়ে বের হয়ে যায়। এরপর তাদের সন্ধান না পেয়ে প্রতিষ্ঠানের পক্ষ থেকে গত ৪ নভেম্বর থানায় জিডি করা হয়।

শিশুদের ওপর শারীরিক নির্যাতনে সবচেয়ে বেশি আসে ইলিয়াস হোসেনের নাম। তিনি সব অভিযোগ অস্বীকার করলেও নাহিদকে মারপিটের কথা স্বীকার করেন।

ইলিয়াস বলেন, নাহিদ যেহেতু রিজভীর সঙ্গে গিয়েছিল এবং পরে ফিরে এসেছে তাই তার কাছ থেকে সত্য তথ্য জানতে মারধর করা হয়েছে। এজন্য আমি একা দায়ী নই।

পরে পুলিশ শিশুদের বিক্ষোভের মুখে গতকাল শুক্রবার রাতে আসাদুজ্জামান ও ইলিয়াসকে আটক করে থানায় নিয়ে যায়।

কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার পলাশ কান্তি নাথ বলেন, আমরা প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য তাদের নিয়ে যাচ্ছি। বিস্তারিত পরে জানাতে পারবো।

অভিযোগ নিয়ে সেখানে এসেছিলেন রিজভীর মামা লোকমান হোসেন। তিনি বলেন, গত ৪ নভেম্বর খুলনা থেকে একটা কল আসে মোবাইল ফোনে। তারা আমাকে জানায় ট্রেনের মধ্যে রিজভীর ব্যাগ পাওয়া গেছে। এরপর আমরা উপ-তত্ত্বাবধায়ক আসাদুজ্জামানকে জানাই। পরে আমাদের চাপে তিনি থানায় জিডি করেছেন। আমরা দ্রুত রিজভীর সন্ধান চাই।