দর্শনায় ৯৬ বোতল ভারতীয় ফেনসিডিলসহ যুবক আটক

চুয়াডাঙ্গা জেলার দর্শনা থানা পুলিশ মাদক বিরোধী অভিযান চালিয়ে ৯৬ বোতল ভারতীয় ফেনসিডিলসহ রমজান আলীকে (২৮) আটক করেছে।

আটককৃত মাদক ব্যবসায়ী রমজান আলী দর্শনা থানার বেগমপুর ইউনিয়নের রাঙ্গিয়ারপোতা নতুন পাড়ার আয়ুব আলীর ছেলে।

জানাযায় শনিবার (৯ নভেম্বর) ভোর ৫ টার দিকে দর্শনা থানার অফিসার ইনচার্জ শহীদ তিতুমীরের নেতৃত্বে অভিযান চালায় বেগমপুর ইউনিয়নের রাঙ্গিয়ারপোতা নতুনপাড়ার আয়ুব আলীর কলাবাগানের ভিতরে।

এ সময় দর্শনা থানার এস আই অনুজ কুমার সরকার গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় ফোর্সসহ মাদক বিরোধী অভিযান চালিয়ে কলাবাগানের ভিতর থেকে প্লাষ্টিকে মোড়ানো ৯৬ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার করে।পরে পুলিশ দেখে দৌড়ে পালানোর সময় রমজান আলীকে আটক করে।

এ ঘটনায় এস আই অনুজ কুমার সরকার বাদি হয়ে দর্শনা থানায় মাদক আইনে মামলা দায়ের করেন। আজ তাকে চুয়াডাঙ্গা কোর্ট হাজতে সোপর্দ করেছে।




কুষ্টিয়ায় সরকারি শিশু পরিবার থেকে শিশু নিখোঁজ

কুষ্টিয়ার সরকারি শিশু পরিবার (বালক) থেকে রিজভী নামে সপ্তম শ্রেণির এক শিক্ষার্থী এক সপ্তাহেরও বেশি সময় ধরে নিখোঁজ রয়েছে। এ ঘটনা জানাজানি হওয়ার পর শিশু শিক্ষার্থীদের বিক্ষোভের মুখে উপ-তত্ত্বাবধায়ক আসাদুজ্জামান ও সহকারী তত্ত্বাবধায়ক ইলিয়াস হোসেনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়েছে কুষ্টিয়া মডেল থানা পুলিশ।

গতকাল শুক্রবার (৮ নভেম্বর) রাতে সহপাঠী রিজভীর সন্ধানের দাবিতে বিক্ষোভ শুরু করে সেখানে অধ্যায়নরত আবাসিক শিশুরা। তারা শারীরিক নির্যাতন ও খাবার কম দেওয়াসহ নানা অভিযোগ করে পুলিশ ও জেলা প্রশাসনের কাছে।

এ সময় নিজ অফিসে উপস্থিত ছিলেন উপ-তত্ত্বাবধায়ক মো. আসাদুজ্জামান। তিনি জানান, গত ২ নভেম্বর রিজভী ও নাহিদ নামে দুই শিক্ষার্থী প্রতিষ্ঠানের প্রধান গেট দিয়ে বের হয়ে যায়। এরপর তাদের সন্ধান না পেয়ে প্রতিষ্ঠানের পক্ষ থেকে গত ৪ নভেম্বর থানায় জিডি করা হয়।

শিশুদের ওপর শারীরিক নির্যাতনে সবচেয়ে বেশি আসে ইলিয়াস হোসেনের নাম। তিনি সব অভিযোগ অস্বীকার করলেও নাহিদকে মারপিটের কথা স্বীকার করেন।

ইলিয়াস বলেন, নাহিদ যেহেতু রিজভীর সঙ্গে গিয়েছিল এবং পরে ফিরে এসেছে তাই তার কাছ থেকে সত্য তথ্য জানতে মারধর করা হয়েছে। এজন্য আমি একা দায়ী নই।

পরে পুলিশ শিশুদের বিক্ষোভের মুখে গতকাল শুক্রবার রাতে আসাদুজ্জামান ও ইলিয়াসকে আটক করে থানায় নিয়ে যায়।

কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার পলাশ কান্তি নাথ বলেন, আমরা প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য তাদের নিয়ে যাচ্ছি। বিস্তারিত পরে জানাতে পারবো।

অভিযোগ নিয়ে সেখানে এসেছিলেন রিজভীর মামা লোকমান হোসেন। তিনি বলেন, গত ৪ নভেম্বর খুলনা থেকে একটা কল আসে মোবাইল ফোনে। তারা আমাকে জানায় ট্রেনের মধ্যে রিজভীর ব্যাগ পাওয়া গেছে। এরপর আমরা উপ-তত্ত্বাবধায়ক আসাদুজ্জামানকে জানাই। পরে আমাদের চাপে তিনি থানায় জিডি করেছেন। আমরা দ্রুত রিজভীর সন্ধান চাই।




শিশুদের হাসির পেছনে মেহেরপুরের “ভাবনা” সংগঠন

মেহেরপুর ভাবনা সংগঠন সব সময় ব্যাতিক্রমী কিছু করার চেষ্টা করে। সেই ধারাবাহিকতা এবার সংগঠনটি মেহেরপুরের অসহায় শিশুদের নিয়ে আয়োজন করে “আনন্দের আহার”।

আজ শনিবার (৯ নভেম্বর) শহরের সেভেন সিন্স রেস্টুরেন্টে শিশুদের নিয়ে সংগঠনের কর্মীরা এই আয়োজন করেন।

সামর্থ্য না থাকায় যে সকল শিশু রেস্টুরেন্টে খেতে যেতে পারে না। টিভিতে কিংবা সামর্থ্যবান বন্ধুর কাছে গল্প শুনেছে পিৎজা, বার্গার, চিকেনসহ মুখরোচক খাবারের। রেস্টুরেন্টে বসে খাওয়ার ইচ্ছা থাকলেও সামর্থ্যর কাছে হার মেনে মন খারাপ করে থাকে অনেক শিশু। এসকল শিশুদের কথা চিন্তা করে ভাবনা নামের সংগঠনটি সুবিধাবঞ্চিত শিশুদের রেস্টুরেন্টে খাওয়ানোর সুযোগ করে দেয়।

সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক শাওন শেখের নেতৃতে সংগঠনের নেতৃবৃন্দে সহযোগীতায় ৩০ জন শিশুকে দুপুরের আহার করানো হয়।

আনন্দের আহারে এসে শিশু রিফাত জানায় সে ক্লাস টুতে পড়ে, তার বাবা একজন রিক্সাচালক, দিন আনে দিন খায়। তার বন্ধু নিলয় তার বাবার সাথে রেস্টুরেন্টে বসে চিকেন ও বার্গার খেয়েছিল সেই গল্প রিফাতকে শোনায়। রিফার তার বাবার কাছে রেস্টুরেন্টে খাওয়ার আবাদার জানালে তার বাবা তাকে অভাবের কথা শোনায়। রিফাত রেস্টুরেন্টে খেয়ে না যেতে পারায় তার অনেক মন খারাপ হয়। তবে আজ সে রেস্টুরেন্টে পিৎজা, বার্গার চিকেন ও অনেকে মুখরোচক খাবার খেয়ে অনেক আনন্দিত।

সংগঠনের সদস্যগণ বলেন, মেহেরপুর ভাবনা সংগঠনটি বিভিন্ন সময় সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষা উন্নয়ন ও মানষিক বিকাশে কাজ করে আসছে। এছাড়াও সামাজিক বিভিন্ন কার্যক্রম করে থাকেন। সেই ধারাবাহিকতায় আজ বিভিন্ন এলাকা থেকে ৩০ জন শিশুকে নিয়ে তাদেরকে একবেলা আহারের ব্যবস্থা করেন।

এসময় সাংগঠনিক সম্পাদক আরিফুল ইসলাম, সহ-সাংগঠনিক সম্পাদক রাসেল আহমেদ, দপ্তর সম্পাদক সাদাত আসসামি, সদস্য কোহেলী খাতুন, বাছেরা খাতুন, অনিকা, সিয়াম, নাজমুল, উদয়, রলিপ, তুষারসহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।




কুষ্টিয়ায় কিশোরী নির্যাতন মামলার প্রধান আসামি গ্রেফতার

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার আল্লারদর্গা বাজারে র‌্যাবের অভিযানে কিশোরী নির্যাতন মামলার প্রধান আসামি ইসমাইল হোসেন (৫০) গ্রেফতার হয়েছেন।

গতকাল শুক্রবার (৮ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে র‌্যাব-১২ কুষ্টিয়া ক্যাম্পের সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে দৌলতপুর উপজেলার একটি চায়ের দোকান থেকে তাকে আটক করেন। তিনি কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার ক্ষেমিড়দিয়া গ্রামের মৃত মুক্তার সদ্দারের ছেলে।

ইসমাইল হোসেন ২৮ সেপ্টেম্বর কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার দক্ষিণ পাড়া গ্রামে একটি কিশোরীকে নির্যাতন করেন বলে অভিযোগ রয়েছে।

ঘটনার পর কিশোরীর পরিবারের পক্ষ থেকে ভেড়ামারা থানায় মামলা দায়ের করা হয়। মামলার পর র‌্যাব সদস্যরা আসামির অবস্থান শনাক্ত করে তাকে গ্রেফতারের জন্য অভিযান শুরু করেন।

র‌্যাব জানায়, গ্রেফতার হওয়া আসামিকে পরে ভেড়ামারা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।




মেহেরপুরে পুলিশের অভিযানে আন্ত:জেলা ডাকাত দলের তিন সদস্য গ্রেফতার

আন্তঃজেলা ডাকাত চক্রের ডাকাত সর্দারসহ ৩ সদস্যকে গ্রেফতার করেছে মেহেরপুর পুলিশ। এসময় ডাকাতির কাজে ব্যবহৃত দেশীয় অস্ত্র ও অন্যান্য মালামাল উদ্ধার করা হয়েছে।

গ্রেফতারকৃত ডাকাতরা হলো, রাজবাড়ি জেলার পাংশা উপজেলার সেনপাড়া কালিতলাপাড়া এলাকার ডাকাত দলের সর্দার মোঃ আলতাফ মন্ডল (৫৩), চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার বড়বোয়ালিয়া গ্রামের ডাকাত সর্দার রমজান আলী ও ডাকাতদলের অন্যতম নেতৃত্বস্থানীয় ডাকাত চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার মো: আসাদুল ইসলাম ওরফে শরিফুল ইসলাম।

তথ্য প্রযুক্তির সহায়তায় গাংনী থানা পুলিশ, জেলা গোয়েন্দা শাখা ও মেহেরপুর জেলা সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল একযোগে পৃথক অভিযান চালিয়ে এসব ডাকাতদের গ্রেফতার করে।

আজ শনিবার (৯ নভেম্বর) সকাল ১১ টার সময় পুলিশ সুপারের কনফারেন্স রুমে আয়োজিত প্রেসকনফারেন্স সাংবাদিকদের আনুষ্ঠানিক ভাবে মেহেরপুর পুলিশ সুপার (এসপি) মাকসুদা আকতার খানম, পিপিএম এই তথ্য জানান।

তিনি জানান, ডাকাত সর্দার মোঃ আলতাফ মন্ডলকে গত ৫ নভেম্বর রাতে রাজবাড়ি জেলার পাংশা উপজেলার সেনপাড়া কালিতলা বাজার থেকে গ্রেফতার করা হয়। এসময় তার কাছ থেকে ৭’শ টাকা ও মোবাইল ফোন জব্দ করা হয়।
ডাকাত সর্দার আলতাফের বিরুদ্ধে ৮ টি ডাকাতি মামলা ও ১ টি অস্ত্র মামলা আছে। গত ৬ নভেম্বর রাতে চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার বড়বোয়ালিয়া থেকে ডাকাত সর্দার রমজান আলীকে গ্রেফতার করা হয়। ডাকাত রমজানের বিরুদ্ধে ১ টি ডাকাতি ও ১ টি চুরির মামলা রয়েছে। ডাকাত মো: আসাদুল ইসলাম ওরফে শরিফুল ইসলামকে গত ৭ নভেম্বর রাত ১০ টার দিকে চুয়াডাঙ্গার আলমডাঙ্গার জিহালা গ্রামে অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়। ডাকাত আসাদুল ইসলাম ওরফে শরিফুল ইসলাম একটি হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি। এছাড়া তাঁর বিরুদ্ধে একটি চুরির মামলা রয়েছে।

এসব ডাকাতদের গ্রেফতারের পর গত ৮ নভেম্বর বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়। তারা ফৌঃ কাঃ বিঃ ১৬৪ ধারায় স্বীকারোক্তি মূলক জবানবন্দী প্রদান করেন।

উল্লেখ্য, গত ২ নভেম্বর দিবাগত মধ্যরাতে মেহেরপুর-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের গাংনী উপজেলার শুকুরকান্দি নামক স্থানে রাস্তায় গাছ ফেলে ১০/১২ জন ডাকাত হাসুয়া করাতসহ দেশীয় অস্ত্র-শস্ত্র সজ্জিত হয়ে কুষ্টিয়ার দিক থেকে আসা ড্রামট্রাক, আলমসাধু, হানিফ পরিবহন ও কুষ্টিয়াগামী ড্রাম ট্রাক ও অন্যান্য যানবাহন আটকিয়ে গাড়ির ড্রাইভার, হেলপার এবং সাধারণ যাত্রীদের দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে নগদ টাকাসহ অন্যান্য মালামাল ছিনিয়ে নেয়।

এসময় ড্রাম ট্রাকের এক চালক ও এক হেলপারকে হাসুয়া দিয়ে কুপিয়ে রক্তাক্ত জখম করে। এই ঘটনায় অজ্ঞাতনামা ১০/১২ জন ডাকাতদের বিরুদ্ধে গাংনী থানায় একটি মামলা করা হয়। যার মামলা নং ০২, তাং- ০২/১১/২০২৪, ধারা- ৩৯৫/৩৯৭ পেনাল কোড।

এসময় মেহেরপুর এডিশনাল এসপি আবদুল করীমসহ পুলিশের কর্মকর্তারা ও স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।




মেহেরপুরে মাইক্রোবাসের ধাক্কায় প্রাণ গেল যুবকের

মেহেরপুর-চুয়াডাঙ্গা সড়কের রাজনগরে মাইক্রোবাসের ধাক্কায় নাহিদুজ্জমান (৩০) নামের এক যুবক নিহত হয়েছেন।

গতকাল শুক্রবার (৮ নভেম্বর) দিবাগত রাত ১১ টার দিকে ওই সড়কের সদর উপজেলার রাজনগরে এই দুর্ঘটনা ঘটে।

নিহত নাহিদুজ্জামান রাজনগর মোল্লাপাড়া এলাকার সামসুল হকের ছেলে।

মেহেরপুর সদর থানর ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমানুল্লাহ আল বারী এই তথ্য নিশ্চিত করেন।

আরও পড়ুন মেহেরপুর পৌর গোল্ড কাপ ক্রিকেট টুর্নামেন্ট অংশগ্রহণের লক্ষে প্রস্তুতি সভা

স্থানীয়রা জানান,  রাত ১১ টার দিকে নিহত নাহিদুজ্জামান রাস্তার পাশে দাঁড়িয়ে ছলেন। এসময় মেহেরপুর থেকে চুয়াডাঙ্গার দিকে যাওয়া দ্রুতগামী একটি মাইক্রোবাস তাঁকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়।

নাহিদুজ্জামান মাইক্রোবাসের ধাক্কায় রাস্তার উপর ছিটকে পড়ে গুরুতর আহত হন। আহতাবস্থায় তাঁকে উদ্ধার করে মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন মেহেরপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

মেহেরপুর জেনারেল হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক জানান, অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে।

ওসি আমানুল্লাহ আল বারী বলেন, পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।




আলমডাঙ্গায় ওয়ার্ড বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত

আলমডাঙ্গা পৌরসভার ৮ নং ওয়ার্ড বিএনপির মত বিনিময় সভা অনুষ্ঠানে হয়েছে। আজ শুক্রবার (০৮ নভেম্বর) রাত ৮ টার দিকে ৮নং ওয়ার্ডের নওদাবন্ডবিলে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।

মতবিনিময় সভায় ৮নং ওয়ার্ড বিএনপির সভাপতি আলিম উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলমডাঙ্গা পৌর বিএনপির যুগ্ন সাধারণ সম্পাদক আসিফ আল-নূর তানিম।

এ সময় তিনি বলেন, আমরা আজকে যেভাবে একত্রিত হয়ে মত বিনিময় সভা করছি, সে ভাবে আমাদের একসাথে বসার কোন সুযোগ ছিলো না, আজকে স্বৈরাচার হাসিনার পতনের পর যেভাবে পালিয়ে গিয়েছে, তাকে পালিয়ে যেতে দেওয়া ঠিক হয়নি। হাসিনা পালিয়ে গেলেও তার দোসররা আমাদের আশে পাশে আছে। তারা যেনো আমাদের উপরে খবরদারি করতে না পারে সেদিকে সবাইকে সজাগ থাকতে হবে। তিনি বলেন,আমাদের সবাইকে শরিফুজ্জামান শরিফ ভাইয়ের হাতকে শক্তিশালী করতে হবে।

আলমডাংগা পৌর ছাত্রদলের আহবায়ক আতিক হাসনাত রিংকুর সঞ্চালনায় বক্তব্য রাখেন আলমডাংগা উপজেলা ছাত্রদলের আহবায়ক জাহিদ হাসান শুভ, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব আল ইমরান রাসেল পৌর বিএনপি সাবেক সাধারণ সম্পাদক মোঃ সেকেন্দার আলী, ৮নং ওয়ার্ড সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম নান্নু সিনিয়র সহ-সভাপতি হায়দার আলী, সহ-সভাপতি আব্দুর রশিদ সাংগঠনিক সম্পাদক মোঃ আজম আলী, পৌর যুবদলের যুগ্ন আহবায়ক হাফিজুর ইসলাম, ৮ নং ওয়ার্ড যুবদলের সভাপতি উজ্জল যুগ্ন সম্পাদক আব্দুল মিয়া, ৬ নং ওয়ার্ড বিএনপির সহ সভাপতি আকুল আলী, পৌর যুবদলের যুগ্ন আহবায়ক হাফিজুর রহমান, লিলি, আলমডাঙ্গা ছাত্রদলের যুগ্ন আহবায়ক ওয়াহিদুজ্জামান শুভ ৮নং ওয়ার্ড ছাত্রদলের প্রচার সম্পাদক কাজল রহমান এ ছাড়াও আলমডাঙ্গা ০৮নং ওয়ার্ড বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।




ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, উভয় পক্ষের আহত ১০

ঝিনাইদহের কালীগঞ্জে বিএনপির দুই গ্রপের সংঘর্ষ ও বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছে। আহতদের মধ্যে ৬জনকে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

আজ শুক্রবার (০৮ নভেম্বর) রাত ৭টার দিকে উপজেলার কোলা বাজারে এই ঘটনা ঘটে।

জানাগেছে, কালীগঞ্জ উপজেলা বিএনপিতে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম ফিরোজ সমর্থিত উপজেলা যুবদল নেতা জলিল রানা ও কোলা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শুকুর আলীর মধ্যে কোলা বাজার ও আঞ্চলিক আধিপত্য বিস্তার নিয়ে বেশকিছুদিন ধরে দ্বন্দ্ব চলে আসছিল। সম্প্রতি একটি জমি দখল নিয়ে উভয় গ্রুপের মধ্যে দ্বন্দ্ব চরমে রুপ নেয়। আজ শুক্রবার সন্ধ্যার পরে কোলা বাজারের বিভিন্ন জায়গায় ৩টি বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। এরপর দুইগ্রুপের সদস্যরা সংঘর্ষে লিপ্ত হয়।

আহতরা হলো কোলা ইউনিয়নের খালকুলা গ্রামের ইলিয়াস মোল্লার ছেলে ও ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শুকুর আলী মোল্লা (৬০), নওয়াব আলীর ছেলে সিদ্দিক(৪০), কোলা গ্রামের আমজেদ মন্ডলের ছেলে জলিল রানা (৪৫), পার খালকুলা গ্রামের নুর আলীর ছেলে সাজ্জাদুর রহমান (৩৫), কোলা গ্রামের রোকমান খা’র ছেলে নজরুল ইসলাম (৫০)।

এছাড়াও অন্যান্য আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, আজ শুক্রবার সন্ধ্যায় কোলা বাজারে শুকুর গ্রুপ ও জলিল গ্রুপের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় বিকট আওয়াজে এলাকা প্রকম্পিত হয়।

কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মানিক কুমার জানান, আধিপত্ত বিস্তার করা নিয়ে এই সংর্ঘষ হয়েছে বলে ধারাণা করা হচ্ছে। এ ঘটনায় এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বোমা বিস্ফোরণের বিষয়ে খতিয়ে দেখা হচ্ছে।




দর্শনায় জেলা জামায়াতের আয়োজনে রুকন সম্মেলন অনুষ্ঠিত

জামায়াতে ইসলামীর সেক্রেটারী জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন- বর্তমান আন্তবর্তী সরকারকে অনেক চ্যালেঞ্জ মোকাবিলা করতে হচ্ছে, ৫ আগস্ট বিপ্লবের পর পাল্টা প্রতিবিপ্লবের চক্রান্ত করছে হাসিনা। ফ্যাসিস্ট সরকারের দলবাজ প্রধান বিচারপতি নতুন অন্তর্বর্তীকালীন সরকারকে অবৈধ বলে চক্রান্ত করেছিল। তবে ছাত্রজনতা তাদের সেই ষড়যন্ত্র ব্যর্থ করে দিয়েছে। দেশ সংস্কারে যতটুকু সময় দরকার ততটুকু সময় অবশ্যই দেয়া হবে। কিন্তু অর্নিদিষ্ট সময় পর্যন্ত এটা চলতে পারে না। শেখ হাসিনা দেশের বাইরে বসে দেশবিরোধী ষড়যন্ত্রে লিপ্ত আছে। নানান অডিও-ভিডিও দিয়ে অপপ্রচার করা হচ্ছে। কখনো বলা যাচ্ছে, যেকোন সময় দেশে ঢুকে পড়বে আবার কখনো বলছে ডিসেম্বরের মধ্যে কাজ সারতে হবে।

আওয়ামী লীগের রাজনীতি প্রসঙ্গে জামায়াত নেতা আরও বলেন, এমন হত্যা, নারকীয় তান্ডব চালানো নিষ্ঠুর বর্বর খুনী শাসককে দেশের মানুষ আর ক্ষমতায় বসতে দিবে না। তাদের রাজনীতি আর নির্বাচনে আসার নৈতিক অধিকার নেই। আওয়ামী লীগ শুধু ফ্যাসিস্টই নয়, স্যাডিস্ট। হাসিনা যে অপরাধ করেছে তা শুধু ফ্যাসিস্ট বলে কভার করা যায় না, তিনি স্যাডিস্টও। কারন, সে মানুষের দুঃখ, কষ্ট, বেদনা, খুন, গুম দেখে ইনজয় করেছে। সকল খুনের মাস্টারমানইন্ড শেখ হাসিনাই ইতিহাসের শ্রেষ্ঠতম স্যাডিস্ট। জামায়াতে ইসলামীর সেক্রেটারী জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার চুয়াডাঙ্গার দর্শনায় চুয়াডাঙ্গা জেলা জামায়াত আয়োজিত বিশেষ রুকন ( সদস্য) সম্মেলনে এসব কথা বলেন।

আজ শুক্রবার (০৮ নভেম্বর) দুপুর আড়াইটায় জেলার দর্শনা পৌর অডিটোরিয়াম কাম-কমিউনিটি সেন্টারে জেলা জামায়াতের আয়োজিত বিশেষ রুকন সম্মেলনে অনুষ্ঠিত হয়।

চুয়াডাঙ্গা জেলা জামায়াতের আমীর মোঃ রুহুল আমীনের সভাপতিত্বে অনুষ্ঠিত রুকন সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য দেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও যশোর-কুষ্টিয়া আঞ্চল পরিচালক মোবারক হোসাইন।

জেলা জামায়াতের সেক্রেটারী এ্যাডভোকেট মোঃ আসাদুজ্জামানের সঞ্চালনায় সমাবেশে শুভেচ্ছা বক্তব্য রাখেন যশোর-কুষ্টিয়ার অঞ্চল টিম সদস্য ড. আলমগীর বিশ্বাস, মেহেরপুর জেলা জামায়াতের আমীর মাওলানা তাজউদ্দীন খান প্রমুখ।

এর আগে ২০২৫-২৬ সেশনের জন্য জেলা আমীর হিসেবে পুনঃনির্বাচিত মোঃ রুহুল আমিনকে শপথ বাক্য পাঠ করান অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।
সন্মেলনে জামায়াতের জেলার ৮টি সাংগঠনিক থানার দেড় হাজারেরও বেশী রুকন উপস্থিত ছিলেন।

বিশেষ অতিথির বক্তব্যে কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোঃ মোবারক হোসাইন বলেন- জামায়াতের রুকনদের উদ্দেশ্যে আল্লাহর ঘোষনা ও বাইয়াত অনুযায়ী নামাজ, কুরবানী, জীবন ও মরণ আল্লাহর নির্দেশনা মোতাবেক পরিচালিত করতে আহবান জানান।

সন্মেলনে চুয়াডাঙ্গা জেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা আজিজুর রহমান, সহকারী সেক্রেটারী অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল, জীবননগর উপজেলা আমীর মাওলানা সাজেদুর রহমান, দর্শনা থানা আমীর মাওলানা রেজাউল ইসলাম. দামুড়হুদা উপজেলা আমীর মোঃ নায়েব আলী, চুয়াডাঙ্গা সদর উপজেলা আমীর বেলাল হোসাইন, আলমডাঙ্গা উপজেলা আমীর মোঃ দারুস সালাম, সহ সকল শাখা আমীর ও সেক্রেটারীবৃ›দ্ব এবং ইসলামী ছাত্রশিবিরের চুয়াডাঙ্গা জেলা সভাপতি হাফেজ মোহসিন এমদাদুল্লাহ জামেন উপস্থিথ ছিলেন।




দর্শনায় শহীদ আবু সাঈদ টি-টেন ক্রিকেট টুনার্মেন্ট অনুষ্ঠিত

দর্শনায় শহীদ আবু সাঈদ টি-টেন ক্রিকেট টুনার্মেন্ট অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার ( ৮ নভেম্বর) বিকাল ৩টায় দর্শনা কলেজ মাঠে শহীদ আবু সাঈদ ক্রিকেট টুনার্মেন্ট অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, দর্শনা পৌর বিএনপির প্রধান সমন্বয়ক ও সিনিয়ার সহ-সভাপতি হাবিবুর রহমান বুলেট।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, নাহারুল ইসলাম মাষ্টার ও ব্রাইট।

উক্ত খেলার যে দল দুইটি অংশ নেয় এরা হলেন রাফাত স্পোটিং বনাম মনোরঞ্জন স্পোটিং ক্লাব। শুরুতেই রাফাত স্পোটিং সব কয়টি উইকেট হারিয়ে ১০৬ রান করেন। দ্বিতীয় রাউন্ডের খেলায় মনোরঞ্জন স্পোটিং ক্লাব ৮১ রান করে অল আউট হয়ে যায়। ফলে রাফাত স্পোটিং ২৫ রানে বিজয়ী হয়।

সকল অনুষ্ঠান পরিচালনা করেন,শাওন, সাজু, রকি, উজ্জল, আলামিন. সাঈদ, সংগ্রাম, শরীফ ও রিদয় প্রমুখ।