গাংনীতে নিরাপদ সবজি উৎপাদন হাব ক্লাস্টার” বিষয়ক সদস্য প্রশিক্ষণ

মেহেরপুরের গাংনীর পলাশীপাড়া সমাজ কল্যাণ সমিতি (পিএসকেএস)-এর সমন্বিত কৃষি ইউনিট এর কৃষি খাতের আওতায় “নিরাপদ সবজি উৎপাদন হাব ক্লাস্টার” বিষয়ক সদস্য প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

উক্ত প্রশিক্ষণে উপস্থিত উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ ইমরান হোসেন, উপজেলার অতিরিক্ত কৃষি কর্মকর্তা মোঃ রাসেল রানা। বর্তমান সময়ে নিরাপদ সবজির অবস্থা আন্ত পরিচর্যা এবং প্রাকৃতিক জৈব বালাইনাশক তৈরি প্রয়োগ সম্পর্কে আলোচনা করেন।

এসময় বিভিন্ন ফসল সম্পর্কে আলোচনা করা হয়, আলোচনা উপকারভোগীদেরকে পরামর্শ প্রদানের লক্ষ্য ও উদ্দেশ্যসহ কিভাবে এর রক্ষণাবেক্ষন করতে হবে সে সম্পর্কে দিক নির্দেশনা প্রদান করা হয়। এ ছাড়াও উপস্থিত ছিলেন পিএসকেএসের সহকারী পরিচালক (প্রশিক্ষণ) মোঃ সাইফুল ইসলামি এবং সমন্বিত কৃষি ইউনিটের সকল কর্মকর্তাগণ ।




কোটচাঁদপুর পৌর মহিলা কলেজের নবগঠিত এডহক কমিটির সংবর্ধনা

কোটচাঁদপুর পৌর মহিলা কলেজের নবগঠিত এডহক কামটিকে সংবর্ধনা দেয়া হয়েছে। আজ  মঙ্গলবার সকালে কলেজের হলরুমে এ সংবর্ধনা দেন কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা।

সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) শহিদুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,কোটচাঁদপুর পৌর মহিলা কলেজের নবগঠিত এডহক কমিটির সভাপতি ও কোটচাঁদপুর উপজেলা বিএনপির সভাপতি আব্দুর রাজ্জাক।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,কোটচাঁদপুর পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র এ কে এম সালাহউদ্দিন বুলবুল (সিডল), উপজেলা জামায়াতের আমীর ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মোয়াবিয়া হোসাইন, পৌর মহিলা কলেজের প্রতিষ্ঠাতা সদস্য ও পৌর সভার সাবেক মেয়র একে এম সিরাজুল হক সিরু মিয়ার সহধর্মিণী কামরুন নাহার (ডলি), এডহক কমিটির সদস্য ও শিক্ষক রবিউল ইসলাম, শিক্ষক প্রতিনিধি আবু বকর সিদ্দিক।

এ ছাড়া কলেজ প্রতিষ্ঠার স্মৃতিচারন করে বক্তব্য রাখেন, বিএনপি নেতা রেকজাউল ইসলাম, প্রাক্তন শিক্ষক মহাসিন আলী।




মেহেরপুরে সারের দোকানে ভোক্তার অভিযান, ৪৩ হাজার টাকা জরিমানা

সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বস্তা প্রতি ৪২০ টাকা বেশি দামে টিএসপি সার বিক্রি, কেনা-বেচার ভাউচার না রাখা ও মেয়াদ উত্তীর্ণ কীটনাশক সংরক্ষণ করে বিক্রির অপরাধে তিনটি সার ডিলার প্রতিষ্ঠানের কাছ থেকে ৪৩ হাজার টাকা জরিমানা আদায় করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মেহেরপুর জেলা কার্যালয়ের সহকারি পরিচালক সজল আহম্মেদ আজ মঙ্গলবার (২৯ অক্টোবর) দুপুর থেকে বিকাল সাড়ে ৫ টা পর্যন্ত মেহেরপুর শহরের কাথুলি রোড ও সদর উপজেলার উজলপুর এলাকায় পৃথক তিনটি দোকানে অভিযান পরিচালনা করেন।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মেহেরপুর কার্যালয়ের সহকারি পরিচালক সজল আহমেদ জানান, সরকার নির্ধারিত দাম ১৩৫০ টাকা সেখানে বস্তা প্রতি ৪২০ বেশি দামে ১৭৫০ টাকা দরে টিএসপি সার বিক্রির অভিযোগে মেহেরপুর শহরের কাথুলি সড়কের মেসার্স জামান এন্টারপ্রাইজ নামক সার ডিলারের মালিক মো: মামুনুজ্জামানকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪০ ধারায় ২০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া এবং ভবিষ্যতের এধরণের কাজ না করার জন্য সতর্ক করা হয়।

এছাড়া উজলপুরে মেসার্স ন্যাশনাল এন্টারপ্রাইজ নামক সার ডিলার প্রতিষ্ঠানে সারের বিক্রি ভাউচার প্রদান না করা ও ভাউচারের কার্বন কপি সংরক্ষণ না করার অপরাধে প্রতিষ্ঠানটির ম্যানেজার মো: আজাদকে একই আইনের ৪৫ ধারায় ২০ হাজার টাকা ও সার-কীটনাশক বিক্রির প্রতিষ্ঠানে সারের কেনা-বেচার ভাউচার না রাখা ও মেয়াদ উত্তীর্ণ কীটনাশক সংরক্ষণ করে বিক্রি করার অপরাধে মেসার্স মমিন ট্রেডার্সের মালিক মো: চঞ্চলকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ৪৫ ও ৫১ ধারায় ৩ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযান সহযোগিতায় ছিলেন জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা রিয়াজ মাহমুদ, সদর উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর তারিকুল ইসলাম এবং মেহেরপুর জেলা পুলিশের একটি টিম।

এসময় উপস্থিত ব্যবসায়ী ও জনসাধারণকে এবিষয়ে সতর্ক করা হয় ও সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।




মেহেরপুরে হেরোইন রাখার মামলায় যাবজ্জীবন কারাদণ্ড

হেরোইন রাখার অভিযোগ শাহারুল এবং চঞ্চল নামের ২ মাদক ব্যবসায়ীকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড, ২০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরো ৩ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।

আজ মঙ্গলবার (২৯ অক্টোবর) বিকালে মেহেরপুর জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোঃ মনজুরুল ইমাম এ আদেশ দেন।

সাজাপ্রাপ্ত শাহরুল ইসলাম গাংনী উপজেলার গাঁড়াবাড়িয়া গ্রামের পঞ্চাতন শেখের ছেলে ও চঞ্চল হোসেন মেহেরপুর সদর উপজেলার কালীগাংনী গ্রামের আনিসুর রহমানের ছেলে।

মামলার বিবরণে জানা গেছে, ২০২৩ সালের ২ ফেব্রুয়ারি তৎকালীন মেহেরপুর ডিবি’র এস আই শেখ আশরাফুল ইসলামের নেতৃত্বে গোপন সূত্রের ভিত্তিতে মেহেরপুরের সদর উপজেলার কামদেবপুর মাধ্যমিক বিদ্যালয়ের পাশের একটি গলি থেকে শাহারুল ইসলাম, চঞ্চল হোসেন এবং শাব্দুল হোসেনের নামের ৩ জনকে আটক করেন।

ওই সময় শাহারুল ইসলামের প্যান্টের পকেট থেকে ১০০ গ্রাম ওজনের ১০ গ্রাম হিরোইন এবং চঞ্চল হোসেনের গেঞ্জির পকেট থেকে ৫০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।

ঐ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬ (১) সারনির ৮ (গ) ধারায় মেহেরপুর সদর থানায় একটি মামলা দায়ের করা হয়। যার মামলা নং মেহেরপুর সদর থানা ৮। সেসন ২১২/২৩। জি আর নং ৫৬।

পরে মামলা তদন্তকারী কর্মকর্তা মামলার প্রাথমিক তদন্ত শেষে আদালতে চার্জসিট দাখিল করেন। মামলায় মোট ৮ জন সাক্ষী তাদের সাক্ষ্য দেন।

এতে শাহারুল ইসলাম এবং চঞ্চল হোসেন দোষী প্রমাণিত হওয়ায় তাঁদের যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। এছাড়া ২০ হাজার টাকা করে জরিমান অনাদায়ে আরো ৩ মাসের কারাদণ্ডদেশ দেন।

মামলায় রাষ্ট্রপক্ষে ভারপ্রাপ্ত পিপি আসাদুজ্জামান এবং আসামি শাহারুলের পক্ষে সেলিম রেজা কল্লোল ও চঞ্চলের পক্ষে আলম হোসেন কৌশুলী ছিলেন।




মুজিবনগরে কৃষকদলের প্রস্তুতি সভা

মুজিবনগরে উপজেলা কৃষকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার (২৯ অক্টোবর) বিকালে মুজিবনগর কমপ্লেক্স সূর্যোদয় রেষ্ট হাউসে অনুষ্ঠিত প্রস্তুতি সভায় মেহেরপুর জেলা যুবদলের সহ-সভাপতি আব্দুল হামিদের সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, মেহেরপুর জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুর রশিদ।

অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, মেহেরপুর জেলা স্বেচ্ছাসেবকদলের সহ-সভাপতি সালাউদ্দীন আহম্মেদ,মুজিবনগর উপজেলা কৃষকদলের সভাপতি আরমান আলী, সিনিয়র সহ-সভাপতি রমজান আলী মেম্বার, সহ-সভাপতি সাব্দার আলী, সাধারন সম্পাদক কুন্নুত আলী, মোনাখালী ইউনিয়ন কৃষকদলের সভাপতি আশা, দারিয়াপুর ইউনিয়ন কৃষকদলের সভাপতি রিপন আলী, সাধারন সম্পাদক হাবিবুর রহমান প্রমুখ।

এ সময় মুজিবনগর উপজেলা ও ইউনিয়ন কৃষকদলের সকল নেতাকর্মিরা উপস্থিত ছিলেন।




কুষ্টিয়ার পদ্মায় নিখোঁজ ২ জন এএসআই’র মধ্যে ১ জনের মরদেহ উদ্ধার

কুষ্টিয়ার কুমারখালীর পদ্মা নদীতে জেলেদের হামলায় নদীতে পড়ে নিখোঁজ হওয়ার প্রায় ৩৬ ঘণ্টা পর দুই পুলিশ সদস্যর মধ্যে সহকারী উপপরিদর্শক (এএসআই) সদরুল আলমের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।

আজ মঙ্গলবার বেলা আড়াইটার দিকে মাঝ নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পরে কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম এবং সদরুলের পিতা মরদেহটি শনাক্ত করেন।

এএসআই সদরুলের বাড়ি পাবনা জেলার আতাইকুলা থানায়৷ তার তিন ছেলে মেয়ে৷ বড় ছেলে কলেজে পড়ে, মেয়ে হাই স্কুলে পড়ে এবং ছোট ছেলের বয়স মাত্র তিন বছর৷

তবে এখনো নিখোঁজ রয়েছে এএসআই মুকুল। তাকে উদ্ধারের জন্য উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছে উদ্ধারকারী দল। এএসআই মুকুলের বাড়ি মেহেরপুর সদরে, তার সপ্তম শ্রেণী পড়ুয়া ছেলে রয়েছে৷

এর আগে, গত সোমবার রাত ৩টার দিকে কুমারখালী থানার এসআই নজরুলের নেতৃত্বে ৬ পুলিশ সদস্য স্থানীয় দুই ইউপি সদস্যকে সাথে নিয়ে একটি মামলার ওয়ারেন্ট তামিলের জন্য নৌকা যোগে চর সাদিপুর যাচ্ছিল। মাঝ নদীতে পুলিশের ওই নৌকায় হামলা চালায় অবৈধভাবে ইলিশ ধরা জেলেদের একটি দল। এসময় পুলিশের নৌকাটি জেলেদের একটি নৌকার সাথে ধাক্কা লেগে ডুবে যায়। এতে চার পুলিশ সদস্যসহ দুই ইউপি সদস্য সাতরে কিনারায় উঠলেও এএসআই মুকুল এবং সদরুল নামের দুজন তলিয়ে যায়। ঘটনার পর থেকেই তাদের উদ্ধারে কাজ শুরু করে পুলিশ। সকালে তাদের সাথে যোগ দেয় খুলনা থেকে আসা ডুবুরি দল।

কুষ্টিয়া ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক জানে আলম বলেন, ‘যতক্ষণ পর্যন্ত নিখোঁজ পুলিশ কর্মকর্তাকে উদ্ধার করা না হবে, ততক্ষণ উদ্ধার অভিযান চলতে থাকবে।’

কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম বলেন, ‘পুলিশের ওপর হামলাকারীদের বিরুদ্ধে থানায় মামলার প্রস্তুতি চলছে। অভিযুক্তদের গ্রেপ্তারের জন্য কাজ করছে পুলিশ।’




মুজিবনগরে ওয়ার্ড মাস্টার প্রতিযোগিতা অনুষ্ঠিত

শব্দ শিখুন, ভাষা শিখুন এই প্রতিপাদ্যে গুডনেইবারর্স মেহেরপুর সিডিপির আয়োজনে, মুজিবনগর উপজেলার মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের নিয়ে ওয়ার্ড মাস্টার প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

আজ মঙ্গলবার (২৯ অক্টোবর) সকালে মুজিবনগর কমপ্লেক্স পর্যটন মোটেলে অনুষ্ঠিত ওয়ার্ড মাস্টার প্রতিযোগীতা গুডনেইবার্স মেহেরপুর সিডিপির ম্যানেজার সুব্রত টুডুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুজিবনগর উপজেলা নির্বাহী অফিসার খায়রুল ইসলাম।

গুডনেইবারর্সের সিনিয়র অফিসার (প্রোগ্রাম) রিফাত আল মাহমুদের সঞ্চালনায়  উক্ত অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মামুন উদ্দিন আল আজাদ, উপজেলা একাডেমিক সুপারভাইজার হাসনাইন জাহিদ, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি ও গোপালনগর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক জহিরুল ইসলাম, গুডনেইবারর্সের স্বাস্থ্য সহকারী আহসানুল হক প্রমুখ উপস্থিত ছিলেন।

মুজিবনগর উপজেলার মোট ১৮ টি শিক্ষা প্রতিষ্ঠানের ৫৪ শিক্ষার্থী ওয়ার্ড মাস্টার প্রতিযোগিতায় অংশ নেন।

প্রতিযোগিতায় বিজয়ীদের মোট পাঁচটি ক্যাটাগরিতে ভাগ করা হয়। প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেন শিবপুর আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী তাসনুভা খাতুন, দ্বিতীয় স্থান অধিকার করেন চুয়াডাঙ্গা জেলার বিষ্ণুপুর হাই স্কুলের শিক্ষার্থী সাদিকুর রহমান, তৃতীয় স্থান অধিকার করেন মুজিবনগর সরকারী মাধ্যমিক বিদ্যালয় শিক্ষার্থী তাসমিনা খাতুন, চতুর্থ স্থান অধিকার করেন আনন্দবাস মিয়া মনসুর একাডেমীর শিক্ষার্থী শুভ আহম্মেদ, পঞ্চম স্থান অধিকার করেন মানিকনগর ডিএস আমেনিয়া আলিম মাদ্রাসার শিক্ষার্থী মাহমুদা খানম সাইমা।

প্রতিযোগিতা শেষে প্রধান অতিথি ওয়াড মাস্টার প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।

পরে জানানো হয় ওয়ার্ড মাস্টার প্রতিযোগিতায় বিজয়ীরা গুডনেইবারর্সে রআয়োজনে জাতীয় পর্যায়ের প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে।




মেহেরপুরে বাংলাদেশ বিনির্মাণ বিষয়ে আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

মেহেরপুরে তারুণ্যনির্ভর উন্নত, সমৃদ্ধ, বৈষম্যহীন ও জবাবদিহিতামূলক বাংলাদেশ বিনির্মাণে আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ মঙ্গলবার (২৯ অক্টোবর) দুপুরে জেলা তথ্য অফিস আয়োজিত বার্ষিক কম সম্পাদন চুক্তি (এপিএ) ২০২৪-২৫ এর আওতায় ইসলামিক ফাউন্ডেশনের সম্মেলন কক্ষে এ মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় জেলা তথ্য অফিসার আব্দুল্লাহ্ আল মামুনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক সিফাত মেহনাজ।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার কামরুল আহসান।

অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- জেলা ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক এ জে এম সিরাজুম মূনীর, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারি পরিচালক সজল আহমেদ, নিরাপদ খাদ্য অফিসার রিয়াজ মাহমুদ, ছাত্র প্রতিনিধি ইমতিয়াজ আহমেদ, আমির হামজা প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক সিফাত মেহনাজ বলেন, তরুণ প্রজন্মের মাধ্যমে আমরা নতুন যে বাংলাদেশ পেয়েছি তা ধরে রাখতে হবে। তরুণদের নিজেদের পরিবারের প্রতি দায়িত্ব পালন করতে হবে। তরুণরা তাদের পরিবার, সমাজকে মুল্যায়ন করতে পারলে দেশকে সুন্দর ভাবে পরিচালনা করতে পারবে। একমাত্র তরুণরাই পারে মাদক, অনলাইন জোয়া, দূণীতি মুক্ত দেশ গড়তে। শুধু নিজেকে নিয়ে নয়, তরুণদের সবাইকে নিয়ে চিন্তা করার আহবান জানান তিনি।

মতবিনিময় সভায় জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরাও উপস্থিত ছিল।




এক্সিকিউটিভ পদে মেঘনা গ্রুপ নিয়োগ

জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ। প্রতিষ্ঠানটিতে প্রকিউরমেন্ট অ্যান্ড ট্রান্সপোর্ট বিভাগ এক্সিকিউটিভ/সিনিয়র এক্সিকিউটিভ পদে একাধিক জনবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরও বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।

প্রতিষ্ঠানের নাম: মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ

পদের নাম: এক্সিকিউটিভ/সিনিয়র এক্সিকিউটিভ

বিভাগ: প্রকিউরমেন্ট অ্যান্ড ট্রান্সপোর্ট

পদসংখ্যা: নির্ধারিত নয়

শিক্ষাগত যোগ্যতা: ইলেকট্রিক্যাল ইন ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিংয়ে বিএসসি।

অন্যান্য যোগ্যতা: লিফট, এসি, ভিআরএফ এসি, সাব-স্টেশন এবং জেনারেটরের মতো বিভিন্ন মেকানিক্যাল/ইলেকট্রিকাল আইটেমে দক্ষতা। কম্পিউটারে মাইক্রোসফট অফিস অ্যাপ্লিকেশনে (যেমন এক্সেল, ওয়ার্ড এবং পাওয়ার পয়েন্ট) দক্ষতা।

অভিজ্ঞতা: কমপক্ষে ৩ বছর

চাকরির ধরন: ফুলটাইম

কর্মক্ষেত্র: অফিসে

প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)

বয়সসীমা: উল্লেখ নেই

কর্মস্থল: ঢাকা

বেতন: আলোচনা সাপেক্ষে

অন্যান্য সুবিধা: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।

আবেদনের শেষ সময়: ০৯ নভেম্বর ২০২৪
সূত্র: কালবেলা




ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধ পারাপারের সময় ৩১ জন আটক

ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধ ভাবে বাংলাদেশ থেকে ভারতে যাওয়ার চেষ্টা কালে ৩১ জন বাংলাদেশী নাগরিককে আটক করেছে মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি) এর সদস্যরা। আটককৃত ব্যক্তিদের মধ্যে নারী-১৯ জন, পুরুষ-০৭ জন এবং শিশু রয়েছে ৫ জন।

বিজিবি’র প্রেস বিজ্ঞপ্তিতে জানান, গত ২৭ অক্টোবর রাত ৬টা হতে ১১টার মধ্যে বিভিন্ন সময়ে ৮ জন এবং ২৮ অক্টোবর রাত ৩টা হতে পরদিন দুপুর ১১টা পর্যন্ত বিভিন্ন সময়ের মধ্যে বিশেষ অভিযান পরিচালনা করে ২৩ জনসহ সর্বমোট ৩১ জন বাংলাদেশী নাগরিক মহেশপুর উপজেলার শ্রীনাথপুর, মাটিলা, কুমিল্লাপাড়া, পলিয়ানপুর, বাঘাডাংগা এবং জীবননগর উপজেলার বেনীপুর সীমান্ত এলাকা থেকে আটক করা হয়। মহেশপুর এবং জীবননগর সীমান্ত দিয়ে কিছু ব্যক্তি বাংলাদেশ হতে ভারতে যাওয়ার চেষ্টা করছে এমন সুনির্দিষ্ট গোয়েন্দা সংবাদের ভিত্তিতে সীমান্ত এলাকায় টহল জোরদার করে বিশেষ অভিযান পরিচালনা করে উক্ত এলাকা থেকে তাদেরকে আটক করা হয়েছে। আটককৃতরা হলেন বরিশাল, নড়াইল, রাজবাড়ী, চুয়াডাংগা, ঢাকা, নারায়নগঞ্জ, গোপালগঞ্জ, রংপুর ও চট্টগ্রাম জেলার বিভিন্ন উপজেলার বাসিন্দা।

আটককৃত ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। এছাড়াও ভারত থেকে বাংলাদেশে প্রবেশের সময় ২ জন নারীকে আটকের পর আন্ত সীমান্ত মানব পাচার প্রতিরোধ বিষয়োক আইন ও ভিকটিম চিহ্নিতকরন সংস্থা, জাস্টিস এন্ড কেয়ার, যশোর এর নিকট হস্তান্তর করা হয়েছে।

উল্লেখ্য চলতি অক্টোবর ২০২৪ মাসে এ পর্যন্ত সর্বমোট ২৫৫ জন সদস্যকে অবৈধ সীমান্ত অতিক্রমের সময় মহেশপুর ও জীবননগর সীমান্ত এলাকা হতে আটক করে আইনী প্রক্রিয়ার মাধ্যমে থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন মহেশপুর (৫৮বিজিবি) ব্যাটালিয়নের পরিচালক শাহ মোঃ আজিজুস শহীদ।