হরিণাকুণ্ডুতে গণঅধিকার পরিষদের কর্মীসভা ও পৌর কমিটি গঠন

ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে গণঅধিকার পরিষদের পৌর শাখার আহবানে কর্মীসভা ও পৌর আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।

গতকাল মঙ্গলবার (৮এপ্রিল) বিকালে সংগঠনটির পৌর শাখার কার্যালয়ে মকলেচুর রহমান টোকন মিয়ার সভাপতিত্বে ও সাইদুর রহমান এর সঞ্চালনায় এ কর্মীসভা অনুষ্ঠিত হয়।

পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে থেকে নেতা কর্মীরা এতে অংশগ্রহণ করেন। কর্মীসভা শেষে উপস্থিত সকলের মতামতের ভিত্তিতে মকলেচুর রহমান টোকন মিয়াকে আহ্বায়ক ও সাইদুর রহমানকে সদস্য সচিব করে ৩১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়।

নব-নির্বাচিত পৌর আহ্বায়ক ও সদস্য সচিব পৌর সম্মেলন সফল করার লক্ষ্যে সকল নেতা কর্মীদের কাধে কাধমিলিয়ে কাজ করার আহব্বান জানান।

এছাড়া পৌর গণঅধিকার পরিষদের আয়োজনে আগামী ২৬ এপ্রিলের জনসভা প্রাণবন্তসহ সফল করতে একযোগে কাজ করার জন্য পৌর এলাকা ও উপজেলার আট ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের নেতাকর্মীদের আহব্বান জানান।




মেহেরপুরে ভোক্তা অধিকারের অভিযানে ৫০ হাজার টাকা জরিমানা

মেহেরপুরে ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে এক ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বুধবার দুপুরে মেহেরপুর কোর্ট রোডে এ অভিযান পরিচালনা করা হয়।

জেলা কার্যালয়ের সহকারী পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) মোহাম্মদ মামুনুল হাসান জানান, মেসার্স সাগর স্টোরে অনুমোদনবিহীন আইললি (জুস) বিক্রির দায়ে ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। এছাড়াও ১৫ কার্টন শিশুখাদ্য ধ্বংস করা হয়।

তিনি আরও জানান, জনস্বার্থে এ ধরনের অভিযান চলমান থাকবে।

অভিযানকালে উপস্থিত ছিলেন নিরাপদ খাদ্য কর্মকর্তা মো. রিয়াজ মাহমুদ ও জেলা পুলিশের একটি টিম।




ইসরাইলি পণ্য বয়কটে ঝিনাইদহে ক্যাম্পেইন

ইসরাইলি সকল পণ্য বয়কটে ঝিনাইদহ সদর উপজেলার ৭ নং মহারাজপুর ইউনিয়নের সকল মুসলিম নাগরিকের পক্ষে বিষয়খালী বাজারে বিশেষ ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।

গতকাল মঙ্গলবার বাদ মাগরিব বিষয়খালী শহীদ মোস্তফা স্কুল এন্ড কলেজ গেট থেকে এ বিশেষ ক্যাম্পেইন এশার আজান পর্যন্ত চালানো হয়। সেসময় বাজারের সকল ব্যবসায়ীদেরকে ইসরাইলি পণ্য বিক্রি না করার জন্য বিশেষ ভাবে আহ্বান করা হয়।

বিশেষ ক্যাম্পেইনে উপস্থিত ছিলেন বিষয়খালী শহীদ মোস্তফা স্কুল এন্ড কলেজের ধর্মীয় শিক্ষক মাওলানা শাহ মোহাম্মদ এনামুল হক ফয়েজী, বিশিষ্ট ব্যবসায়ী মাজেদুল ইসলাম মাজু, বিষয়খালী বাজার কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা আনিছুর রহমান, মিঞা অটো রাইস মিলের স্বত্বাধিকারী সাজেদুল ইসলাম সাজু মিঞা, সাংবাদিক বসির আহাম্মেদ, হাফেজ মাওলানা মুফতি আল-মামুন, ব্যবসায়ী দবির আলীসহ অসংখ্য ইউনিয়নের মুসলিম নাগরিকবৃন্দ।

ব্যবসায়ীদের উদ্দেশ্যে নেতৃবৃন্দ বলেন, দখলদার ইসরাইল নির্বিচারে ফিলিস্তিনের মুসলমানদের ওপর গণহত্যা চালাচ্ছে। বিশ্ব বিবেক আজ স্তব্ধ। বিশ্ব মুসলমান নেতৃত্ব কোনো ভূমিকা রাখছে না। ইসরাইলকে রুখতে প্রয়োজনে মার্কিন ও ইসরাইলের উৎপাদিত সকল পণ্য বয়কট করতে হবে।

আরও বলেন, প্রতিবাদের ভাষা হবে সংযত। সংঘাত সৃষ্টি করে প্রতিবাদ করার চেয়ে আমরা ইসরাইল ও মার্কিনী সকল পণ্য বয়কট করব। ইসরাইলের সন্ত্রাসী কর্মকান্ড রুখতে মুসলিম বিশ্বকে ঐক্যবদ্ধ হতে হবে।




মেহেরপুরে আল্লাহকে নিয়ে কটূক্তি, যুবককে গণধোলাই

মেহেরপুর শহরে আল্লাহকে নিয়ে কটূক্তি করায় হাফিজুল ইসলাম (৩৫) নামের এক রিকশাচালককে গণধোলাই দিয়ে পুলিশের হাতে সোপর্দ করেছে জনতা।

বুধবার (৯ এপ্রিল) দুপুরে মেহেরপুর প্রেসক্লাবের সামনে এই ঘটনা ঘটে। হাফিজুল মেহেরপুরের গাংনী উপজেলার সহোগলপুর গ্রামের বাসিন্দা এবং বাবলুর ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনার সময় মেহেরপুর প্রেসক্লাবের সামনে ইসলাম, মুসলিম, ঈমান ও ফিলিস্তিন বিষয়ে কটূক্তির প্রতিবাদে মানববন্ধন চলছিল। এ মানববন্ধনটি মেহেরপুরের আলোচিত নাস্তিক চঞ্চল আহমেদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে আয়োজন করে জেলা তৌহিদী জনতা।

মানববন্ধন চলাকালীন হাফিজুল রিকশা চালিয়ে পাশ দিয়ে যাওয়ার সময় আল্লাহকে নিয়ে আপত্তিকর মন্তব্য করলে উপস্থিত জনতা ক্ষুব্ধ হয়ে তাকে ধরে গণধোলাই দেয়। পরে তাকে সদর থানা পুলিশের হাতে তুলে দেওয়া হয়।

মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেসবাহ উদ্দীন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

প্রসঙ্গত, এর আগে মেহেরপুর সদর উপজেলার শোলমারী গ্রামের চঞ্চল আহমেদ তার ব্যক্তিগত ফেসবুক আইডিতে ইসলাম, ধর্ম ও ফিলিস্তিন নিয়ে কটূক্তি করেন। তারও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা খেলাফত মজলিসের সভাপতি মুফতি হুসাইন আহমাদ, সাধারণ সম্পাদক মুফতি মিনারুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মুফতি মাহবুবুর রহমানসহ স্থানীয় তৌহিদী জনতা।




ইসরাইলের গণহত্যার প্রতিবাদে গাংনীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

ইসরাইলের বর্বরোচিত গণহত্যার প্রতিবাদে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে মেহেরপুরের গাংনী উপজেলার গাঁড়াডোব গ্রামের সাধারণ জনগণ।

বুধবার সকালে মেহেরপুর-কুষ্টিয়া সড়কের গাঁড়াডোব বাজারে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন মেহেরপুর জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আখেরুজ্জামান। বক্তব্য রাখেন স্থানীয় রাজনীতিক আনসারুল হক, স্কুল শিক্ষক আব্দুর রকিবসহ আরও অনেকে।

বক্তারা বলেন, গাজায় গণহত্যা চলমান থাকলেও বিশ্ব বিবেক আজ নীরব। মানবাধিকার সংগঠনগুলোর এই নীরবতা প্রশ্নবিদ্ধ। তারা বলেন, এখন সময় এসেছে শক্তি সঞ্চয় করে প্রতিরোধ গড়ে তোলার।

সমাবেশ থেকে বক্তারা ইসরাইলের সকল ধরণের পণ্য বয়কট করার আহ্বান জানান এবং আন্তর্জাতিক মহলের দৃষ্টি আকর্ষণ করেন।




মেহেরপুর জেলা বাস ও মিনিবাস মালিক সমিতির মতবিনিময় সভা

মেহেরপুর জেলা বাস ও মিনিবাস মালিক সমিতির আসন্ন নির্বাচন উপলক্ষে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

গতকাল মঙ্গলবার (৮ই এপ্রিল) রাতে মেহেরপুর জেলা বাস ও মিনিবাস মালিক সমিতির কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়।

সভায় নির্বাচনী কার্যক্রম ও মনোনয়নপত্র ফরম বিক্রির জন্য নির্ধারিত ফি ঘোষণা করা হয়। সিদ্ধান্ত অনুযায়ী, সভাপতি ও সাধারণ সম্পাদক পদের জন্য ৫,০০০ টাকা, সহ-সভাপতি, সহ-সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক, কোষাধ্যক্ষ ও সড়ক সম্পাদক পদের জন্য ৩,০০০ টাকা এবং সাধারণ সদস্য পদের জন্য ১,০০০ টাকা ফি নির্ধারণ করা হয়।

নির্বাচন অনুষ্ঠান নিয়ে সভায় সর্বসম্মতভাবে সিদ্ধান্ত হয়, নির্বাচনের সর্বোচ্চ সময়সীমা ৪৫ দিনের মধ্যে নির্ধারণ করা হবে, তবে সম্ভব হলে তার আগেই নির্বাচন সম্পন্ন করার প্রচেষ্টা থাকবে।

সভায় প্রধান নির্বাচন কমিশনার মেহেরপুর জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মারুফ আহমেদ বিজন, সহকারী নির্বাচন কমিশনার এ.এস.এম সাইদুর রাজ্জাক টোটন (পিপি,মেহেরপুর জজ কোর্ট) ও মোখলেছুর রহমান স্বপন।

এছাড়াও সভায় উপস্থিত ছিলেন জেলা বাস ও মিনিবাস মালিক সমিতির সভাপতি জহিরুল ইসলাম, সহ-সভাপতি মোজাম্মেল হক, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নুরুল ইসলাম বাবলু, কোষাধ্যক্ষ রেজানুর রহমান, সাংগঠনিক সম্পাদক শরিফুল ইসলাম মিন্টু, সড়ক সম্পাদক খুলিলুর রহমান এবং নির্বাহী সদস্যবৃন্দ আব্দুল কুদ্দুস মেগা ও জাহাঙ্গীর আলম প্রমুখ।




৫ মিনিটেই সুন্দর ত্বক পাবেন যেভাবে

প্রতিদিন সকালে তাড়াহুড়ো করে কাজে বেরিয়ে যান। ত্বকের যত্ন নেওয়া তো দূরে থাক— প্রাতঃরাশের সময়টুকুও থাকে না অনেক সময়। তখন মনকে সান্ত্বনা দিয়ে নিশ্চয়ই বোঝান দুয়েক দিন স্কিনকেয়ার রুটিন না মানলে ক্ষতি নেই। কিন্তু এই ভাবনাই ডেকে আনছে আপনার ত্বকের চরম ক্ষতি। অথচ মাত্র ৫ মিনিট সময় খরচ করলেই আপনার সেই মুশকিল আসান হবে।

কিন্তু কীভাবে ত্বককে ভালো রাখবেন, সেই টিপস দিচ্ছেন বিশেষজ্ঞরা। সম্প্রতি সংবাদমাধ্যমে ত্বকের জেল্লা বাড়ানোর টিপস দিয়েছেন ডার্মা আর্টস দিল্লির প্রতিষ্ঠাতা ও চর্মরোগ বিশেষজ্ঞ ডা. মিত্র আমিরি।

তিনি বলেছেন, ত্বকের যত্নে বরফ ব্যবহার করুন। অফিসের কাজে হাতে বিন্দুমাত্র সময় নেই। একটি বরফের ছোট কিউব নিন। একটা নরম কাপড়ের মধ্যে টুকরোটি নিয়ে ৩০ সেকেন্ড ধরে আপনার মুখে ঘষতে থাকুন। এতে ফোলাভাব দূর করে আপনাকে অনেক বেশি সতেজ দেখাবে।

এ ছাড়া এসপিএফ যুক্ত ময়শ্চারাইজার ব্যবহার করুন। ত্বকের দীপ্তি আরও বাড়াতে চাইলে এর মধ্যে অল্প পরিমাণ লিকুইড হাইলাইটার যোগ করে ভালো করে মিশিয়ে নিন। সেটি লাগিয়ে নিন ত্বকে। এর ফলে আপনার ত্বক থাকবে হাইড্রেটেড ও রোদের তাপ থেকে সুরক্ষিত।

চর্মরোগ বিশেষজ্ঞ ডা. মিত্র আমিরি বলেন, ক্রিম মেখে ত্বক শুষ্ক লাগলে ব্যবহার করুন ফেসিয়াল মিস্ট। গোলাপজল কিংবা অ্যালোভেরার মিস্ট ত্বকের জন্য দারুণ কার্যকর। এই মিস্ট ব্যবহার করলে ত্বক আর্দ্রতা ফিরে পাবে এবং ত্বকের জৌলুসও ফিরে আসবে।

এ বিশেষজ্ঞ আরও বলেন, ঠোঁটের শুষ্কতা দূর করতে লিপবামের জুরি মেলা ভার। লিপবাম ঠোঁটকে ময়শ্চারাইজ করে এবং নরম রাখতেও সাহায্য করে। এ ছাড়া আপনার ঠোঁটের পাশাপাশি চোখের পাতাতেও হালকা করে লাগিয়ে নিন একটুখানি লিপবাম।

তিনি বলেন, আর শিট মাস্ক ব্যবহার করুন। আমরা ফোনে স্ক্রল করতে করতে অনেক সময় নষ্ট করে ফেলি। সেই সময়ের মধ্যেই শিট মাস্ক আপনার ত্বককে আর্দ্র রাখার পাশাপাশি উজ্জ্বল ও মসৃণ করতে সাহায্য করবে। তাই ৫ মিনিটের এই শিট মাস্ক ব্যবহার করুন আর প্রাণখুলে হাসতে থাকুন।

সূত্র: যুগান্তর




চঞ্চলের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মেহেরপুরে মানববন্ধন

ইসলাম, মুসলিম, ঈমান ও ফিলিস্তিন নিয়ে কটুক্তির প্রতিবাদে চঞ্চল মাহমুদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছে মেহেরপুর জেলার তৌহিদী জনতা।

বুধবার (৯ এপ্রিল) সকাল ১০টার দিকে মেহেরপুর প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মেহেরপুর জেলার তৌহিদী জনতার ব্যানারে এ কর্মসূচির আয়োজন করা হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, অভিযুক্ত ব্যক্তি বর্তমানে গ্রেপ্তার অবস্থায় রয়েছে যার জন্য প্রশাসনের তাৎক্ষণিক পদক্ষেপে আমরা কৃতজ্ঞ। তবে এত বড় অপরাধের জন্য শুধু গ্রেপ্তারই যথেষ্ট নয়। আমরা চাই, তার বিরুদ্ধে যথাযথ আইনি প্রক্রিয়ায় দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হোক, যাতে ভবিষ্যতে কেউ এমন ধৃষ্টতা করার সাহস না পায়।

তারা আরও বলেন, ইসলাম ও রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে জড়িত নাস্তিক চঞ্চল মাহমুদকে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড দেওয়া হোক।

মানববন্ধনে উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা খেলাফত মজলিশের সভাপতি মুফতি হুসাইন আহমাদ, সেক্রেটারি মুফতি মিনারুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মুফতি মাহবুবুর রহমান, কুতুবপুর ইউনিয়নের শৈলমারি ২নং ওয়ার্ডের সভাপতি মো. খায়রুল ইসলাম, জেলা নাগরিক কমিটির সদস্য হাসনাতসহ স্থানীয় তৌহিদী জনতা।




‘বড় ছেলে’র রেকর্ড ভাঙল ‘শ্বশুর বাড়িতে ঈদ’

দেশের শোবিজ অঙ্গনের জনপ্রিয় অভিনেতা নিলয় আলমগীর, যিনি ছোট ও বড় পর্দায় সমানভাবে সফল। বিশেষ করে ছোট পর্দায় কমেডি ঘরোনার নাটক করে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছেন তিনি।

তবে এবার নিলয়ের ক্যারিয়ার জীবনে নতুন একটি মাইলফলক অর্জিত হয়েছে। তার অভিনীত নাটক ‘শ্বশুর বাড়িতে ঈদ’ ৫৪ মিলিয়ন ভিউ পেয়েছে। যা ৮ বছর আগে মুক্তি পাওয়া জিয়াউল ফারুক অপূর্বের ‘বড় ছেলে’ নাটকের রেকর্ড ভেঙেছে।

নিলয় আলমগীর সবসময়ই তার অভিনয়ে ভিন্ন ধরনের চরিত্রে দেখা দেন। সম্প্রতি দর্শকদের দৃষ্টি আকর্ষণ করেছেন এই নাটকটির মাধ্যমে। ‘শ্বশুর বাড়িতে ঈদ’ নাটকটি গত বছর মুক্তি পায় এবং ইউটিউবের মাধ্যমে আজ ৫৪ মিলিয়ন ভিউ পেরিয়ে গেছে, যা অপূর্বের নাটকের রেকর্ডকে ছাড়িয়ে গেছে।

আট বছর আগে মুক্তি পাওয়া ‘বড় ছেলে’ নাটকটি এতদিন ছিল ইউটিউবে সর্বোচ্চ ভিউ পাওয়া নাটক (৫ কোটি ৪১ লাখ ৮২ হাজার)। সেই রেকর্ড ভেঙেছে ছোট পর্দার ‘জামাই’ খ্যাত নিলয় আলমগীর অভিনীত ‘শ্বশুর বাড়িতে ঈদ’। ১১ মাস আগে ইউটিউবে এসেছে মহিন খানের নাটকটি, গতকাল পর্যন্ত এটির ভিউ ৫ কোটি ৪৩ লাখ ৭৮ হাজার।

সূত্র: যুগান্তর




গাংনীতে সাজাপ্রাপ্ত দুই আসামি গ্রেফতার

মেহেরপুরের গাংনীতে পৃথক মামলায় সাজাপ্রাপ্ত দুই পলাতক আসামিকে গ্রেফতার করেছে গাংনী থানা পুলিশ।

গ্রেফতারকৃতরা হলেন, মাদক মামলায় ৪ বছরের সাজাপ্রাপ্ত মো. পল্টু হোসেন (৩৫) এবং পারিবারিক মামলায় এক মাসের সাজাপ্রাপ্ত কামরুজ্জামান শিহাব (২৮)।

পল্টু হোসেন গাংনী উপজেলার খাসমহল গ্রামের মৃত আব্দুল আজিজের ছেলে এবং শিহাব গাংনী শহরের থানাপাড়া এলাকার কালাম আলীর ছেলে।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বানী ইসরাইলের নেতৃত্বে পুলিশের দুটি পৃথক দল মঙ্গলবার দিবাগত রাতের শেষভাগে তাদের নিজ নিজ বাড়িতে অভিযান চালিয়ে গ্রেফতার করে।

ওসি বানী ইসরাইল জানান, পল্টু হোসেনের বিরুদ্ধে হেরোইন উদ্ধারের ঘটনায় দায়ের করা জিআর ১৯/১৩ নম্বর মামলায় আদালত তাকে ৪ বছরের কারাদণ্ড দেন। অপরদিকে, কামরুজ্জামান শিহাব পারিবারিক বিরোধজনিত সিআর ৩১৭/২৩ নম্বর মামলায় এক মাসের সাজাপ্রাপ্ত আসামি।

বুধবার (৯ এপ্রিল) দুপুরে গ্রেফতারকৃতদের আদালতে পাঠানো হয়েছে।