ঝিনাইদহে ওয়েব ফাউন্ডেশনের উদ্যোগে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত

কেন পরিষ্কার হাত এখনো গুরুত্বপূর্ণ (why are clean hands Steel important)এই প্রতিপাদ্যকে ধারণ করে আজ  বুধবার (২৩ অক্টোবর) ওয়েব ফাউন্ডেশনের উদ্যোগে ঝিনাইদহ সদর উপজেলার ঝিনাইদহ পৌরসভার অন্তর্গত ভুটিয়ারগাতী গ্রামের মালা-১ মহিলা সমিতিতে বিশ্ব হাত ধোয়া দিবস ২০২৪ পালন করে।

সকালে ঝিনাইদহ সদর উপজেলার জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সরকারি প্রকৌশলী মীর আল আমিনের উপস্থিতিতে হাত ধোয়া দিবস ২০২৪ অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের স্বাগত বক্তব্য রাখেন, ওয়েব ফাউন্ডেশনের প্রকল্প সমন্বয়কারী শাহেদ জামাল। হাত ধোয়া দিবসের মূল আলোচনা পত্র উপস্থাপন করেন ওয়েব ফাউন্ডেশনের প্রকৌশলী মোঃ খালিদ হাসান।

এসময় প্রধান অতিথি প্রকৌশলী মীর আল আমিন তার আলোচনায় বলেন,স্বাস্থ্যসম্মত ও টেকসই স্যানিটেশন ব্যবস্থা এবং ব্যক্তিগত পরিচ্ছন্নতা জনস্বাস্থ্য উন্নয়নের পূর্বশর্ত। ডায়রিয়া ও পানিবাহিত নানা রোগ থেকে রক্ষা পেতে স্যানিটেশন ব্যবস্থা ও সাবান দিয়ে হাত ধোয়ার অভ্যাস গড়ে তোলার বিকল্প নেই। খাওয়ার আগে ও পরে, টয়লেট ব্যবহারের পর এবং অন্যান্য সময়ে সকলের হাত ধোয়ার অভ্যাস গড়তে পরিবার ও শিক্ষা প্রতিষ্ঠানসমূহের দায়িত্ব অত্যধিক। কিভাবে হাতের মাধ্যমে জীবাণু মানব শরীরে প্রবেশ করে এবং সুস্থ থাকার জন্য হাত দেওয়ার গুরুত্ব নিয়ে আলোচনা করেন।

তিনি আরো বলেন, সামাজিক এ আন্দোলনকে আরও বেগবান করতে সরকারের পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠান, বিভিন্ন উন্নয়ন সহযোগী সংস্থা ও গণমাধ্যমসহ দেশের প্রতিটি নাগরিককে এগিয়ে আসারও আহ্বান জানান । আলোচনা শেষে দুই হাত ধোয়ার কৌশল হাতে কলমে প্রদর্শন করেন। সেসময় উপস্থিত সকলে প্রাত্যহিক জীবন নিয়ম অনুযায়ী হাত ধোয়ার নিয়ম মেনে চলার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

অনুষ্ঠানে সার্বিক পরিচালনায় ওয়েভ ফাউন্ডেশনের ঝিনাইদহ ইউনিট ম্যানেজার মোঃ ইব্রাহিম ইসলাম,সাংবাদিক,সমাজ উন্নয়ন কর্মী, শিক্ষার্থীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ।




জনবল নেবে সেভ দ্য চিলড্রেন

জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আন্তর্জাতিক বেসরকারি সংস্থা সেভ দ্য চিলড্রেন। প্রতিষ্ঠানটিতে অফিসার পদে একাধিক জনবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরও বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।

প্রতিষ্ঠানের নাম: সেভ দ্য চিলড্রেন

পদের নাম: অফিসার বিভাগ: সোশ্যাল ওয়ার্ক

শিক্ষাগত যোগ্যতা: সামাজ কর্ম/সমাজবিজ্ঞান, নৃবিজ্ঞান, উন্নয়ন অধ্যয়ন বা সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক ডিগ্রি।

অন্যান্য যোগ্যতা: এনজিও বা আইএনজিওতে শিশু সুরক্ষা, ডাটা ব্যবস্থাপনা এবং ডাটা সুরক্ষা বিষয়ে দক্ষতা।

অভিজ্ঞতা: কমপক্ষে ২ বছর

চাকরির ধরন: ফুলটাইম

কর্মক্ষেত্র: অফিসে

প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)

বয়সসীমা: উল্লেখ নেই

কর্মস্থল: কক্সবাজার

বেতন: আলোচনা সাপেক্ষে

অন্যান্য সুবিধা: সংস্থার নীতিমালা অনুযায়ী

আবেদনের প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীরা  ক্লিক এর মাধ্যমে আবেদন করতে পারবেন।

আবেদনের সময়সীমা: আগ্রহী প্রার্থীরা আগামী ২৬ অক্টোবর, ২০২৪ ইং তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন।

সূত্র: কালবেলা




দর্শনায় ছাত্রলীগ কর্মীর হামলায় সাবেক কাউন্সিলর আশু জখম

চুয়াডাঙ্গার দর্শনা পৌরসভার ঈশ্বরচন্দ্রপুর গ্রামের (৯ নম্বর ওয়ার্ডের) সাবেক কাউন্সিলর আশুকে কুপিয়ে রক্তাক্ত জখম করে তার কাছে থাক মোটরসাইকেলে আগুন ধরিয়ে দিয়েছে বলে অভিযোগ ছাত্রলীগ কর্মী রাশেদ (২৩) এর বিরুদ্ধে।

গতকাল মঙ্গলবার রাত ৮ টার দিকে দর্শনা পৌর এলাকার ঈশ্বরচন্দ্রপুর মসজিদ মোড়ে এ ঘটনা ঘটে। এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে। আহত আশুরদ্দীন আশু (৪৫) পৌরসভার (৯ নং ওয়র্ডের) ঈশ্বরচন্দ্রপুর গ্রামের সাবেক কাউন্সিলর ও রবজেল মন্ডলের ছেলে।

জানাগেছে, গতকাল মঙ্গলবার রাত ৮ টার দিকে ঈশ্বরচন্দ্রপুর বড় মসজিদ মোড়ে আশুকে মোবাইল ফোনে কল দিয়ে ডাকে একই গ্রামের মসজিদ পাড়ার সানিরুলের ছেলে রাশেদ। এরপর আশু তার নিজ মোটরসাইকেল রেখে রাশেদের ডাকে একটু সামনের দিকে এগিয়ে গেলে দুজনের মধ্যে কথোপকথন হয়। পরে সে পিছনের দিকে ফিরে মোটরসাইকেলের দিকে গেলে হঠাৎই আচমকা এলোপাতাড়ি কুপিয়ে রক্তাক্ত জখম করে। এরপর আশুর কাছে থাকা পালসার মোটরসাইকেলে পেট্রোল দিয়ে আগুন ধরিয়ে দেয়। তাৎক্ষণিক আশপাশের লোকজন ছুঁটে এসে রক্তাক্ত আহত অবস্থায় আশুকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে যায় এবং মোটরসাইকেলের আগুন নিভানোর চেষ্টা করে। পরে সদর হাসপাতালে ভর্তি করে তার শরীরের মাথায়, পিঠে, হাতে ও পায়ে ১৫টি সেলাই করা হয়েছে বলেও জানাগেছে।

আহতর পরিবারের পক্ষ থেকে জানিয়েছেন, এটা রাশেদের পূর্ব পরিকল্পিত ঘটনা। তবে কেন কুপিয়েছে তা সঠিক জানা নাই। কিন্তু রাশেদ ছাত্রলীগের একজন কর্মী এবং এলাকার নামকরা মাদক ব্যবসায়ী। তার নামে মাদক ও মারামারি সহ একাধিক মামলা রয়েছে। এমন দুর্ধর্ষ মাদক ব্যবসায়ী এলাকার জন্য চরম হুমকি। তাই এরকম দুর্ধর্ষ মাদক ব্যবসায়ীকে আইনের আওতায় নিয়ে সঠিক বিচারের দাবি জানাচ্ছি। আর এই কুপিয়ে জখমের ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

এ বিষয়ে দর্শনা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শহীদ তিতুমীর ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আমরা জানতে পেরেছি ঈশ্বরচন্দ্রপুরে সাবেক কাউন্সিলর আশুকে কুপিয়ে রক্তাক্ত জখম করা হয়েছে। তিনি বর্তমানে সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছেন। তবে আমরা এখনো পর্যন্ত কোন লিখত অভিযোগ পাইনি। কিন্তু কারা এ ঘটনার সাথে জড়িত তা খতিয়ে দেখে আসামি আটকের চেষ্টা চলছে।




মেহেরপুরের সাহেবপুরে বিদ্যালয় ভিত্তিক পরিকল্পনা সভা অনুষ্ঠিত

প্রাথমিক শিক্ষার মান উন্নয়ন, সবার জন্য মানসম্মত শিক্ষা নিশ্চিত করা, ঝরেপড়া রোধ এবং বিদ্যালয়কে শিশুবান্ধব পরিবেশ তৈরি করতে আজ বুধবার সকাল ১০ টার দিকে মেহেরপুর সদর উপজেলার আমদহ ইউনিয়নের ‘‘ সাহেবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বিদ্যালয় ভিত্তিক পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে।

গণসাক্ষরতা অভিযানের সহযোগিতায় মানব উন্নয়ন কেন্দ্র (মউক) ও কমিউনিটি এডুকেশন ওয়াচ গ্রুপ এই অনুষ্ঠানের আয়োজন করে।

মো: সাজদুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সাহেবপুর মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক মো: মিনারুল ইসলাম ।

এ সময় প্রকল্পের লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে বক্তব্য রাখেন প্রোগ্রাম ম্যানেজার মোছা: কাজল রেখা, পি.টি.এ সদস্য মো: বাবুর আলী ও ফারহানা খাতুন।

এ ছাড়া অনুষ্ঠানে এস.এম.সি, পি.টি.এ ও ওয়াচ গ্রুপের সদস্য সহ জনপ্রতিনিধগণ উপস্থিত ছিলেন।




রাষ্ট্রপতির থাকা না থাকা রাজনৈতিক সিদ্ধান্ত: নাহিদ

অন্তর্বর্তী সরকারের তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. নাহিদ ইসলাম বলেছেন, রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন থাকবেন কী থাকবেন না, এই প্রশ্নটি এই মুহূর্তে বাংলাদেশে আইনি বা সাংবিধানিক কোনো প্রশ্ন নয়। এটি একেবারেই একটি রাজনৈতিক সিদ্ধান্ত।

বুধবার (২৩ অক্টোবর) তিনি সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

তথ্য উপদেষ্টা বলেন, অন্তর্বর্তী সরকার একটি গণঅভ্যুত্থানের মাধ্যমে জনগণের সমর্থনে গঠিত হয়েছে। রাষ্ট্রের স্থিতিশীলতা এবং নিরাপত্তার স্বার্থে আমরা সেসময় বিদ্যমান সংবিধান এবং রাষ্ট্রপতিকে রেখেই সরকার গঠন করেছিলাম। কিন্তু যদি আমাদের মনে হয়, এই সেট-আপে অন্তর্বর্তী সরকারের কার্যক্রম ব্যাহত হচ্ছে অথবা জনগণ এই সেট-আপে অসন্তুষ্ট, তাহলে এই বিষয়টি নিয়ে আমরা ভাবব এবং পুনর্মূল্যায়ন করছি।’

নাহিদ বলেন, ‘রাষ্ট্রপতি থাকবেন কী থাকবেন না, এই প্রশ্নটি এই মুহূর্তে বাংলাদেশ আইনি বা সাংবিধানিক কোনো প্রশ্ন নয়। এটি একেবারেই একটি রাজনৈতিক সিদ্ধান্ত। ফলে রাজনৈতিক সমঝোতা এবং জাতীয় ঐকমত্যের ভিত্তিতে এ বিষয়ে একটি সিদ্ধান্তে আসা যেতে পারে।’

সূত্র: ইত্তেফাক




হোয়াটসঅ্যাপ কীভাবে অর্থ উপার্জন করে জেনে নিন?

আমাদের দৈনন্দিন জীবনে প্রিয়জনের খোঁজ নেওয়া অথবা দাপ্তরিক কাজে বার্তা আদান-প্রদানের জন্য আমরা বিভিন্ন ম্যাসেজিং প্ল্যাটফর্ম ব্যবহার করে থাকি। তার মধ্যে অন্যতম ফেসবুক মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ, স্ন্যাপচ্যাট, টেলিগ্রাম, সিগন্যাল ইত্যাদি। এসব পরিষেবা অধিকাংশই বিনামূল্যে পেয়ে থাকেন ব্যবহারকারীরা।

বর্তমানে প্রায় তিন বিলিয়ন মানুষ হোয়াটসঅ্যাপ ব্যবহার করছে। কিন্তু বিনামূল্যে গ্রাহকদের পরিষেবা দিয়ে ঠিক কীভাবে অর্থ উপার্জন করে হোয়াটসঅ্যাপ তা নিয়ে প্রশ্ন রয়েছে অনেকের মনেই।

বিবিসির এক প্রতিবেদনে উঠে আসে ম্যাসেজিং প্ল্যাটফর্মগুলোর অর্থ উপার্জনের একটি চিত্র। সেখানে বলা হয়, মূলত করপোরেট কোম্পানিগুলোর কাছ থেকে অর্থ উপার্জন করে হোয়াটসঅ্যাপ। কোম্পানিগুলো তাদের পণ্য বা পরিষেবার প্রচার করতে ব্যবহারকারীদের সাথে যোগাযোগ করতে চায়।

হোয়াটসঅ্যাপের প্রিমিয়াম সংস্করণ কিনলে অ্যাপের মাধ্যমে সরাসরি গ্রাহকদের সাথে চ্যাট করা যায়। সেটি হতে পারে কোনো কিছু সম্বন্ধে সাধারণ কথোপকথন বা আর্থিক লেনদেন। বিশ্বের অনেক জায়গায় এই ফিচারটি এখনো প্রায় শুরুর দিকে আছে। কিন্তু, উদারণস্বরূপ, ভারতের বেঙ্গালুরুতে হোয়াটসঅ্যাপের মাধ্যমে বাসের টিকেট কেনা এবং আসন বেছে নেওয়া যায়।

মেটা’র বিজনেস মেসেজিং-এর ভাইস প্রেসিডেন্ট নিকিলা শ্রীনিবাসন জানান, তাদের লক্ষ্য, ব্যবসায়িক কোম্পানি ও গ্রাহকরা যেন চ্যাট থ্রেডে সবকিছু ঠিকভাবে করতে পারে। এছাড়া ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলো কোনও লিংকের জন্য হোয়াটসঅ্যাপকে অর্থ দিতে পারে। সেক্ষেত্রে কোনও ফেসবুক বা ইন্সটাগ্রাম ব্যবহারকারী যদি বিজ্ঞাপন হিসাবে থাকা লিংকে প্রবেশ করে, তাহলে তার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টে একটি নতুন চ্যাট খুলে যায়। শুধু এই একটি ফিচারটি থেকেই কয়েক বিলিয়ন ডলার আয় হয়।

মেটার ব্যবসার মূল লক্ষ্য হল হোয়াটসঅ্যাপের মাধ্যমে গ্রাহকদের সাথে যোগাযোগ বৃদ্ধি করা। তবে অন্যান্য যেসব মেসেজিং অ্যাপ আছে, সেগুলো ভিন্ন উপায় অনুসরণ করে। মেসেজের নিরাপত্তার জন্য আরেকটি সুপরিচিত প্ল্যাটফর্ম হলো ‘সিগন্যাল’ অ্যাপ। এটি একটি অলাভজনক প্রতিষ্ঠান। তারা বিনিয়োগকারীদের থেকে অর্থ নেওয়ার পরিবর্তে, অনুদানের মাধ্যমে তাদের কার্যক্রম পরিচালনা করে। ২০১৮ সালে হোয়াটসঅ্যাপের সহপ্রতিষ্ঠাতা ব্রিয়ান অ্যাকটনের থেকে ৫০ মিলিয়ন মার্কিন ডলার নগদ অনুদান গ্রহণ করে সিগন্যাল।

জনপ্রিয় ম্যাসেজিং প্ল্যাটফর্ম স্ন্যাপচ্যাটেও বিভিন্ন ধরনের মডেল আছে। এই অ্যাপে বিজ্ঞাপন দেখানো হয়। এর পাশাপাশি ‘স্ন্যাপচ্যাট স্পেকট্যাকল’ নামক অগমেন্টেড রিয়েলিটি চশমাও বিক্রি করে তারা। ফোর্বস ওয়েবসাইটের মতে, এর উপার্জনের আরও একটি পথ রয়েছে। ২০১৬ থেকে ২০২৩, এই সময়ের মাঝে শুধু সুদ থেকেই তারা ৩০০ মিলিয়ন মার্কিন ডলার উপার্জন করেছে।

সূত্র: কালবেলা




মেহেরপুর জেলার ৫ রোভারের ২৭তম মৃত্যু বার্ষিকী পালন

প্রতি বছরের ন্যায় এ বছরেও আজ পালন করা হচ্ছে শোকাবহ  দিবস। ২৩ শে অক্টোবর মেহেরপুর সহ বাংলাদেশের রোভার স্কাউট সদস্যদের কাছে একটি শোকাবহ দিন । এই মর্মান্তিক সড়ক দুর্ঘটনা সমগ্র বাংলাদেশের রোভারদের জন্য শোকাবহ হয়ে ওঠে।

এই মর্মান্তিক দুর্ঘটনায় তৎকালীন মেহেরপুর সরকারি কলেজের শরীর চর্চা শিক্ষক ও রোভার লিডার রমজান আলী, মুজিবনগর কলেজের রোভার ইউনিট লিডার আনোয়ার স্যারসহ অনেকেই আহত হয় তার মধ্যে সবচেয়ে বেশি গুরুতর আহত হয় মেহেরপুর সরকারি কলেজের রোভার ফারুক হোসেন।

ঘটনাস্থলে নিহত হন রোভার মোঃ মাসুম হোসেন, রোভার মোঃ মনিরুল ইসলাম, রোভার মাহফুজুর রহমান মাহফুজ, রোভার জাভেদ ওসমান, পিএস ও রোভার এস এম আমিনুল ইসলাম।

মেহেরপুর জেলা রোভারের পক্ষ থেকে এই দিবসে বিভিন্ন কর্মসুচী পালন করা হয়েছে। সকল ৭ টায় পৌর কবরস্থানে শহীদ পরিবারের সদস্যদের আত্মার মাগফিরাত কামনায়  দোয়া করা হয়। সকাল ৭.৩০ টায় কবি নজরুল শিক্ষা মঞ্জিলে অবস্থিত শহীদ রোভারদের স্বরণে স্মৃতিসৌধে পুষ্পমাল্য অর্পন করা হয়। এছাড়া বাদ আসর সরকারী কলেজ জামে মসজিদে মিলাদ মাহফিল অনুষ্ঠিত হবে।

কর্মসুচীতে উপস্থিত ছিলেন জেলা রোভারের সহ-সভাপতি নুরুল আহমেদ, সম্পাদক ফররুখ আহমেদ, কোষাধ্যক্ষ রফিকুল আলম বকুল, যুন্ম সম্পাদক আলমগীর হোসেন,  সহকারী কমিশনার জাহির হোসেন চঞ্চল, গাংনী সরকারী  ডিগ্রী কলেজের ইউনিট লিডার আসাদুজ্জামান, সেই সময়ের সবচেয়ে আহত রেভার ফারুক হোসেন, খুলনা বিভাগীয় রোভার মেট প্রতিনিধি অনিক ইসলাম, শহীদ রোভার মনিরুলের পিতা শহিদুল ইসলাম, শহীদ রোভার মাসুমের ভগ্নিপতি লিটন,শহীদ রোভার জাভেদ ওসমানের ভাই রাসেদ ওসমানসহ শহীদ পরিবারের সদস্য ও জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের রোভাররা উপস্থিত ছিলেন।

আহত রোভার ফারুক হোসেন বলেন, বাংলাদেশ রোভার অঞ্চলের সম্মানিত স্যাররা সবসময় আমার সমস্ত দায়িত্ব নিয়ে আমার পাশে থেকে সহযোগিতা করেছেন। আমি আল্লাহর অশেষ রহমতে সকল প্রতিবন্ধকতাকে জয় করে লেখাপড়া সম্পন্ন করেছি। তিনি আরও বলেন, স্কাউটস আমার প্রাণ, আমার বাঁচার অনুপ্রেরণা। ফারুক হোসেন বর্তমানে কাব শাখায় এএলটু সম্পন্নকারী।

এ দিবসে জেলা রোভারের সম্পাদক ও ছহিউদ্দিন ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক ফররুখ আহমদ বলেন, ১৯৯৭ সালের ২৩ অক্টোবর সপ্তম এশিয়া প্যাসিফিকে যাওয়া মৃত্যু দিবসে তাদের আত্মার মাগফিরাত কামনা করি এবং সেই সাথে  বিপির যে আদর্শ “পৃথিবীকে যেমন পেয়েছো তার চাইতে সুন্দর করে রেখে যেতে চেষ্টা করবে” সেই প্রত্যয়কে বুকে ধারণ করে আজকের যুবসমাজ দেশকে আগামীর পথে এগিয়ে নেবে। তিনি জানান, বাংলাদেশ স্কাউটস এর রোভার অঞ্চল সবসময় শহীদ রোভার পরিবারের সদস্যদের পাশে থাকবে।

মেহেরপুর জেলা রোভারের সহসভাপতি নুরুল আহমেদ বলেন, ২৩ শে অক্টোবর মেহেরপুর তথা রোভার স্কাউটসদের জন্য অত্যন্ত শোকাবহ দিন। প্রতিবছর এই দিন আসলে স্বরণ করিয়ে দেয় মেহেরপুর জেলার পাঁচজন শহীদ রোভারের নাম যারা ১৯৯৭ সালের এই দিনে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছিল। আজ যদি  রোভার সদস্যরা বেঁচে থাকতো তবে দেশের কল্যাণে তারা  কাজ করতো। তিনি  সড়ক দুর্ঘটনায় নিহত রোভার সদস্যদের জন্য দোয়া ও তাদের আত্মার মাগফিরাত কামনা করেছেন।




কেজিএফ থ্রি নিয়ে সুখবর

বলিউডের সাড়া জাগানো সিনেমা ‘কেজিএফ’ ও ‘কেজিএফ টু’ ফ্র্যাঞ্চাইজি ৩য় কিস্তি নিয়ে শুরু হয়ে গিয়েছে আলোচনা। কেজিএফ এর আগের দুই পর্বেই দর্শক মাতিয়েছেন ‘রকিং স্টার’ হিসেবে পরিচিত কন্নড় অভিনেতা যশ। এবার তিনি ‘কেজিএফ থ্রি’র রকি ভাইয়ের চরিত্র নিয়ে ফেরার সুখবর দিলেন ভক্তদের।

হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুযায়ী, সম্প্রতি দ্য হলিউড রিপোর্টার ইন্ডিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে ‘কেজিএফ থ্রি’ নিয়ে কথা বলেছেন অভিনেতা যশ।

সাক্ষাৎকারের সময় যশ বলেন, ‘কেজিএফ থ্রি’ অবশ্যই হবে, আমি কথা দিচ্ছি। তবে আমি এই দুটি প্রকল্পে (টক্সিক ও রামায়ণ) ফোকাস করছি। আমরা (তিনি ও প্রশান্ত নীল) এটি সম্পর্কে হামেশাই কথা বলি, আমাদের অনেকগুলো পরিকল্পনাও আছে… এটি বিশাল হবে, এটি এমন একটি বিষয় যাতে সত্যিই আমাদের সমস্ত মনোযোগ এবং ফোকাস প্রয়োজন।’

এসময় তিনি ‘কেজিএফ থ্রি’ সিনেমার পরিকল্পনা প্রসঙ্গে বলেন, ‘আমরা সত্যিই যা ইচ্ছে তাই বানিয়ে দিতে চাই না, কারণ দর্শকরা আমাদের অনেক দিয়েছেন। তাই আমরা কেজিএফ ৩ এমনভাবে বানাতে চাই, যাতে দর্শকরাও গর্ব করে।

এটা একটা কাল্ট সিরিজ। তাই তাড়াহুড়ো করে নষ্ট করতে চাই না। আমি আর পরিচালক প্রশান্ত নীল আলোচনা চালিয়ে যাচ্ছি, আমরা একেবারে বড় কিছু নিয়ে হাজির হব।’

২০১৮ সালে মুক্তি পেয়েছিল কেজিএফ। আর কেজিএফ চ্যাপ্টার ২ আসে ২০২২ সালে। এই ফ্র্যাঞ্চায়েজিতে যশকে দেখা গিয়েছে কি ভাইয়ের চরিত্রে।

কেজিএফের প্রথম পার্টটি ২৫০ কোটির কাছাকাছি ব্যবসা করেছিল। তবে কেজিএফ চ্যাপ্টার ২ ছিল ম্যসিভ হিট। ১২০০ কোটির উপর ব্যবসা করেছিল সিনেমাটি।

দ্বিতীয় পার্টে কাজ করেছিলেন বলিউডের অভিনেতা সঞ্জয় দত্তও। আশা রাখা যায়, তৃতীয় পার্টেও বলিউডের ছোঁয়া রাখবেন প্রশান্ত নীল। এখন দেখার কবে অফিসিয়ালি কেজিএফের ঘোষণা করেন তারা।

সূত্র: ইত্তেফাক




মেহেরপুরে সাড়ে ৩১ হাজার কিশোরী পাবে এইচপিভি টিকা

জরায়ু মুখের ক্যান্সার প্রতিরোধে মেহেরপুরে সাড়ে ৩১ হাজার জনের বেশি কিশোরীকে বিনামূল্যে এইচপিভি টিকা দেওয়া হবে।  মেহেরপুর সিভিল সার্জন অফিসের মাধ্যমে আগামী ২৪ অক্টোবর থেকে মাসব্যাপী এ বিশেষ টিকা কার্যক্রম চলবে।

এ উপলক্ষে আজ বুধবার (২৩ অক্টোবর) সকাল ১০ টার সময় সিভিল সার্জন হল রুমে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে সিভিল সার্জন ডাক্তার মহী উদ্দিন আহম্মেদ গণমাধ্যম কর্মীদের এ তথ্য জানান।

সংবাদ সম্মেলনে এইচপিভি ক্যাম্পেইন বিষয়ে সার্বিক কর্ম পরিকল্পনা উপস্থাপন করেন মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের মেডিকেল অফিসার ডা. ইনজামামুল হক। এসময় এই কর্মসূচির তত্বাবধায়ক ডাক্তার খোন্দকার ইমরান হাসিব উপস্থিত ছিলেন।

আগামী ২৪ অক্টোবর থেকে ৬ নভেম্বর পর্যন্ত ৫ম শ্রেণীতে অধ্যয়নরত ৬ হাজার ৬৯৬ জন, ষষ্ঠ শ্রেণীতে অধ্যায়ণরত ৬ হাজার ২৪৬ জন, সপ্তম শ্রেণির ৬ হাজার ৩৩৮ জন, অষ্টম শ্রেণির ৬ হাজার ১১১ জন, নবম শ্রেণির ৫ হাজার ৯৩৯ জন, প্রতিবন্ধী ও বিশেষ চাহিদা সম্পন্ন ৪১ ছাত্রীকে টিকা প্রদান করা হবে।

এছাড়াও ৭ নভেম্বর থেকে ২৪ নভেম্বর পর্যন্ত ১০ থেকে ১৪ বছর বয়সী শিক্ষাপ্রতিষ্ঠান বহির্ভূত ২০২ জন কিশোরীদের টিকা প্রদান করা হবে।




ভিনিসিয়ুসের হ্যাটট্রিকে দুর্দান্ত জয় রিয়ালের

সান্তিয়াগো বার্নাব্যুর ৯০ মিনিট অনেক লম্বা। কথাটি ফুটবলভক্তদের জানা। বার্নাব্যুর ৯০ মিনিট কতো লম্বা, তা আরও একবার দেখলো ফুটবল বিশ্ব। ২-০ গোলে পিছিয়ে বিরতিতে গিয়েছিল রিয়াল মাদ্রিদ। তবে দ্বিতীয়ার্ধে কামব্যাকের অসাধারণ গল্প লিখে বরুশিয়া ডর্টমুন্ডের জালে ৫ গোল দিয়েছে লস ব্লাঙ্করা। আর সেই গল্পের মহানায়ক ভিনিসিয়ুস জুনিয়র। করেছেন অসাধারণ এক হ্যাটট্রিক।

মঙ্গলবার (২২ অক্টোবর) রাতে ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে বরুশিয়া ডর্টমুন্ডকে ৫-২ গোলে হারিয়েছে কার্লো আনচেলত্তির শিষ্যরা। তবে ম্যাচের শুরুতেই পিছিয়ে পড়ে স্বাগতিকরা। ম্যাচের ৩০ মিনিটে ডোনিয়েল মালেন ও ৩৪ মিনিটে জেমি গিটেন্সের গোলে এগিয়ে যায় বরুশিয়া। তাদের গোলে ২-০ তে এগিয়ে থেকে বিরতিতে যায় সফরকারীরা।

এরপরের গল্পটা শুধুই রিয়ালের। ম্যাচে ফিরতে মরিয়া হয়ে খেলতে থাকে ভিনিসিয়ুস-রদ্রিগোরা। একের পর এক আক্রমণে ডর্টমুন্ড ডিফেন্সকে ব্যস্ত রাখে তারা। ম্যাচের ৬০ মিনিটে গোল করে দলের ব্যবধান কমান অ্যান্টোনিও রুডিগার।

এর দুই মিনিট পরেই স্কোরশিটে নাম লেখান ভিনিসিয়ুস। তার গোলে সমতায় ফেরে রিয়াল। এরপরও একের পর এক আক্রমণ চালিয়ে যায় লস ব্লাকোরা। ম্যাচের ৮৩ মিনিটে ম্যাচে প্রথমবারের মতো লিড নেয় রিয়াল। লকাস ভাসকেস গোল করে এগিয়ে দেন দলকে।

এর তিন মিনিট পরে অসাধারণ এক গোল করেন ভিনিসিয়ুস। নিজেদের অর্ধে থেকে বল পেয়ে একাই টেনে নিয়ে যান এই ব্রাজিলিয়ান। প্রায় ৭০ মিটার দৌড়ে ডি বক্সের বাইরে থেকে অসাধারণ শটে বল জালে জড়ান ভিনি।

এরপর ম্যাচের অতিরিক্ত সময়ে গোল করে নিজের হ্যাটট্রিক পূর্ণ করেন ভিনিসিয়ুস। রিয়াল মাদ্রিদের হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে এটি ভিনির তৃতীয় হ্যাটট্রিক। তবে চ্যাম্পিয়নস লিগে প্রথম। তার অসাধারণ নৈপুণে ৫-২ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে রিয়াল।

সূত্র: ইত্তেফাক