আর্টসেলে মুগ্ধ যুক্তরাষ্ট্র

দেশের জনপ্রিয় ব্যান্ড আর্টসেল। তাদের পথচলার ২৫ বছর অর্থাৎ রজতজয়ন্তী উদযাপনে এরই মধ্যে মার্কিন মুল্লুকে পাড়ি জমিয়েছে দলটি। সেখানের ডেনভার শহরে আজ ১৯ অক্টোবর কনসার্ট করবে তারা।

আর্টসেলের যুক্তরাষ্ট্র সফর শুরু হয় ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের পারডু বিশ্ববিদ্যালয় থেকে। সেখানে তারা ৭ সেপ্টেম্বর প্রথম কনসার্ট করে। এরপর তারা ভার্জিনিয়াতে ২২ সেপ্টেম্বর দ্বিতীয় কনসার্ট করে। লস অ্যাঞ্জেলেস শহরে ২৭ সেপ্টেম্বর তাদের তৃতীয় কনসার্ট অনুষ্ঠিত হয়। এরপর ৫ অক্টোবর ডালাস ও হিউস্টনে ১১ অক্টোবর কনসার্ট করে দলটি। এরপর ১৪ অক্টোবর ফিলাডেলফিয়াতে, এবার ডেনভার শহর মাতাবে লিংকন-ফয়সালরা।

যুক্তরাষ্ট্র থেকে নিজেদের কনসার্ট নিয়ে কালবেলাকে ব্যান্ডের লিড গিটারিস্ট ফয়সাল বলেন, ‘যুক্তরাষ্ট্রে আমরা এরই মধ্যে সাতটি কনসার্ট করেছি। শ্রোতাদের কাছ থেকে এখানে আমরা অভাবনীয় ভালোবাসা পাচ্ছি। প্রতিটি শো শ্রোতাদের উপস্থিতিতে কানায় কানায় ভরে যাচ্ছে। এমন একটি অভিজ্ঞতা আমাদের সত্যিই মুগ্ধ করছে। কারণ যুক্তরাষ্ট্রে এর আগে আমরা কখনো কনসার্ট করিনি। প্রথমবার এসে এমন ভালোবাসা পাব তা সত্যিই কল্পনা করিনি। সুযোগ হলেই তাই এখানে আমরা আসতে চাই। কারণ আয়োজকদের শৃঙ্খলা ও ব্যান্ডের প্রতি ভক্তদের ভালোবাসা আমাদের ব্যাপকভাবে উৎসাহিত করেছে এবং মধুর কিছু স্মৃতি উপহার দিয়েছে।’

এ সময় ফয়সাল আরও জানান, ২৩ অক্টোবর আর্টসেলের ভার্জিনিয়াতে শ্রোতাদের অনুরোধে আরও একটি কনসার্ট করবে। এ ছাড়া ২৬ অক্টোবর নিউইয়র্ক কনসার্টের মধ্য দিয়ে শেষ হবে যুক্তরাষ্ট্র সফর। এরপর ২৯ অক্টোবর তাদের দেশে ফেরার কথা রয়েছে।

এ সফরে নয়টি কনসার্ট করবে আর্টসেল। যার মধ্যে সাতটি শহরে কনসার্ট সম্পন্ন হয়েছে। বাকি আছে ভার্জিনিয়া ও নিউইয়র্ক কনসার্ট। যেসব শহরে আর্টসেল কনসার্ট করেছে-ইন্ডিয়ানা, ভার্জিনিয়া, লস অ্যাঞ্জেলেস, ডালাস, হিউস্টন, ফিলাডেলফিয়া ও ডেনভার।

এর আগে আর্টসেল তাদের ২৫ বছর পালনে অস্ট্রেলিয়া ও কানাডায় ট্যুর করেছে। এখন যুক্তরাষ্ট্র মাতাচ্ছে দলটি। এ ছাড়া রজতজয়ন্তী উদযাপনে দেশেও বেশ কিছু পরিকল্পনা রয়েছে তাদের।

ব্যান্ড মিউজিক ইন্ডাস্ট্রিতে দীর্ঘ এই যাত্রায় ভক্তদের অসংখ্য জনপ্রিয় গান উপহার দিয়েছে আর্টসেল। ১৯৯৯ সালে লিঙ্কন, সাজু, সেজান ও এরশাদের হাত ধরে যাত্রা শুরু হয় আর্টসেলের। তাদের শ্রোতাপ্রিয় গানের তালিকায় রয়েছে-‘অনিকেত প্রান্তর’, ‘ধূসর সময়’, ‘দুঃখ বিলাস’, ‘পথচলা’ ইত্যাদি। গত বছর প্রকাশিত হয়েছে আর্টসেলের তৃতীয় অ্যালবাম ‘অতৃতীয়’।

আর্টসেল ব্যান্ডের বর্তমান লাইনআপ জর্জ লিংকন ডি কস্টা, কাজী আশেকিন সাজু, সায়েফ আল নাজি সেজান, ফয়সাল ও ইকবাল আসিফ জুয়েল।

সূত্র: কালবেলা




ঝিনাইদহে ইমাম-খতিবদের দ্বায়িত্ব-কর্তব্য শীর্ষক সেমিনার

বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে ইমাম ও খতিবদের দ্বায়িত্ব-কর্তব্য শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

আজ শনিবার (১৯ অক্টোবর) দুপুরে শহরের কুটুম কমিউনিটি সেন্টারে জেলা ইমাম পরিষদের আয়োজনে এ সেমিনার অনুষ্ঠিত হয়।

জেলা ইমাম পরিষদের সভাপতি হাফেজ মাওলানা আশরাফুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সভাপতি এ্যাড. এম এ মজিদ।

প্রধান আলোচক ছিলেন লেখক, অনুবাদক ও গবেষক ড. মাও. শহিদুল ইসলাম ফারুকী। আলোচক ছিলেন, ঝিনাইদহ জামিয়াতুস সুন্নাহ’র উচ্চতর দাওয়াহ ও তুলনামুলক ধর্মবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান মুশাহিদ আলী চমকপুরী, জেলার ইমাম পরিষদের সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা মুহাম্মাদুল্লাহ প্রমুখ।

সেমিনারে বক্তারা, ইসলামের নৈতিকতা এবং সামাজিক দায়িত্ব পালনের মাধ্যমে ইমামরা বর্তমান পরিস্থিতিতে একটি ইতিবাচক পরিবর্তন আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন বলে মনে করেন। সেই সাথে সমাজে সহিংসতা, চরমপন্থা এবং ধর্মীয় বিদ্বেষের বিরুদ্ধে দাঁড়িয়ে মানুষকে ইসলামের শান্তির বার্তা পৌঁছে দেওয়ার আহ্বান জানান। এছাড়াও বর্তমান সময়ে সামাজিক সমস্যা যেমন মাদকাসক্তি, নারী ও শিশু নির্যাতন, এবং সাইবার অপরাধ মোকাবেলায় ইমামদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের পরামর্শ দিয়ে বলেন, জুমার খুতবা ও অন্যান্য ধর্মীয় অনুষ্ঠানের মাধ্যমে এসব বিষয়ে সচেতনতা বৃদ্ধি করতে হবে।




তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের অধীনে চাকরির সুযোগ

নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের অধীনস্থ বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল (বিসিসি)। রাজস্ব খাতে ৭টি পদে ১০ জনকে নিয়োগ দেবে প্রতিষ্ঠানটি। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন আগামী ১৪ নভেম্বর পর্যন্ত।

প্রতিষ্ঠানের নাম : বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল (বিসিসি)

আবেদন শুরুর তারিখ : ১৪ অক্টোবর ২০২৪

পদসংখ্যা : ৭টি

জনবল নিয়োগ : ১০ জন

বয়সসীমা: ১৮ থেকে ৩০ বছর। তবে বীর মুক্তিযোদ্ধা/শহীদ বীর মুক্তিযোদ্ধার সন্তান এবং শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে বয়স সর্বোচ্চ ৩২ বছর।

আবেদনের শেষ সময় : ১৪ নভেম্বর ২০২৪

পদের নাম : অ্যাসোসিয়েট (আইন উপদেষ্টা)

পদসংখ্যা : ০১টি

বেতন : ২২,০০০-৫৩,০৬০ টাকা

শিক্ষাগত যোগ্যতা: আইন বিষয়ে অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি। বাংলাদেশ বার কাউন্সিলের সনদপ্রাপ্ত।

পদের নাম : লিয়াজোঁ অফিসার (আইটিইই)

পদসংখ্যা: ০১টি

বেতন: ২২,০০০-৫৩,০৬০ টাকা

শিক্ষাগত যোগ্যতা: স্নাতকোত্তর বা সমমানের ডিগ্রি অথবা দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএতে স্নাতক (সম্মান) ডিগ্রি।

পদের নাম : সাঁটলিপিকার কাম কম্পিউটার অপারেটর

পদসংখ্যা: ০১টি

বেতন: ১১,০০০-২৬,৫৯০ টাকা

শিক্ষাগত যোগ্যতা: স্নাতক বা সমমানের ডিগ্রি

পদের নাম : সাঁটমুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর

পদসংখ্যা: ০১টি

বেতন: ১০,২০০-২৪,৬৮০ টাকা

শিক্ষাগত যোগ্যতা: স্নাতক বা সমমানের ডিগ্রি

পদের নাম : ক্যাশিয়ার

পদসংখ্যা: ০১টি

বেতন: ১০,২০০-২৪,৬৮০ টাকা

শিক্ষাগত যোগ্যতা: স্নাতক বা সমমানের ডিগ্রি

পদের নাম : গাড়িচালক

পদসংখ্যা: ০১টি

বেতন: ৯,৩০০-২২,৪৯০ টাকা

শিক্ষাগত যোগ্যতা: জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমান পাস। হালকা বা ভারী গাড়ি চালনার বৈধ ড্রাইভিং লাইসেন্সসহ হালকা বা ভারী গাড়ি চালনার অভিজ্ঞতা থাকতে হবে।

পদের নাম : অফিস সহায়ক

পদসংখ্যা: ০৪টি

বেতন: ৮,২৫০-২০,০১০ টাকা

শিক্ষাগত যোগ্যতা: এসএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ

আবেদন ফি : পরীক্ষার ফি ১ ও ২নং পদের জন্য ৬১২ টাকা, ৩ থেকে ৬নং পদের জন্য ২১২ টাকা এবং ৭নং পদের জন্য ১১২ টাকা রকেট/বিকাশ/নগদের মাধ্যমে জমা দিতে হবে।

যেভাবে আবেদন করবেন : আগ্রহীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।

সূত্র: কালবেলা




সর্বোচ্চ শিরোপাজয়ীর পুরস্কার পেলেন মেসি

একটা সময় নিন্দুকেরা বলছেন, নিজের জন্য এবং ক্লাবের জন্য খেলেন মেসি। জাতীয় দলের জন্য না, তার মধ্যে নেই দেশপ্রেম। তবে জাতীয় দলে হয়েও সবকিছু অর্জন করার পর সবশেষ যুক্তরাষ্ট্রের মাটিতে অনুষ্ঠিত হওয়া কোপা আমেরিকার ফাইনালে কলম্বিয়ার বিপক্ষে যখন ইনজুরি নিয়ে মাঠ ছাড়ছিলেন মেসি।

তখন তার চোখ বেয়ে গড়িয়ে পড়েছিল বেদনার অশ্রু। একটা ট্রফির জন্য কিংবদন্তির এমন কান্না দেখে কোটি ফুটবল ভক্তদের হৃদয় কেঁদেছে। আর্জেন্টাইন বিশ্বকাপ জয়ী অধিনায়ককে সময়ের সেরা খেলোয়াড় তো বটেই, অনেকে এলএম-টেন মানেন সর্বকালের সেরা ফুটবলার।

এবার এই তালিকায় যোগ দিয়েছে স্প্যানিশ জনপ্রিয় সংবাদমাধ্যম মার্কা। তার হাতে তুলে দিয়েছে সর্বকালের সেরা ও সর্বোচ্চ শিরোপা জয়ী ফুটবলারের পুরস্কার জিতলেন এই কিংবদন্তি। বর্ণাঢ্য ক্যারিয়ারের একটা সময় স্প্যানিশদের তল্লাটে কাটিয়েছেন আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসি।

এক যুগের বেশি সময় ধরে খেলেছেন স্প্যানিশ জায়েন্ট ক্লাব বার্সেলোনার হয়ে। ক্লাবটিকে চারটি চ্যাম্পিয়নস লিগ ও ১০টি লা লিগায় শিরোপাসহ জিতেছেন মোট ৩৪টি শিরোপা। এছাড়াও পুরো ক্যারিয়ারে ৪৬টি ব্যক্তিগত ও ৫৬টি দলগত শিরোপা জিতেছেন এই কিংবদন্তি। এবার ক্যারিয়ারে গোধূলীলগ্নে এসে স্প্যানিশ জনপ্রিয় দৈনিক মার্কা কর্তৃক সর্বকালের সেরা ও সর্বোচ্চ শিরোপা জয়ী ফুটবলারের পুরস্কার জিতেছেন সর্বোচ্চ আট বারের ব্যালন ডি’অর জয়ী এই ফুটবলার।

সূত্র: ইত্তেফাক




ঝিনাইদহে শিক্ষক-কর্মচারী ক্রেডিট ইউনিয়নের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

ঝিনাইদহ সদর উপজেলা শিক্ষক কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ শনিবার (১৯ আক্টোবর) সকালে শহরের কুটুম কমিউনিটি সেন্টারে দি কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লীগ অব বাংলাদেশ লিমিটেড (কাল্ব)’র সহোযোগিতায় প্রতিষ্ঠানটির ১৩ তম সাধারণ সভা অনুষ্ঠিত হয়।

সদর উপজেলা শিক্ষক কর্মচারী ক্রেডিট ইউনিয়নের চেয়ারম্যান আলমগীর হোসেনের সভাপতিত্বে ও সেক্রেটারী খুরশিদ মোহাম্মদ সালেহ’র পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সভাপতি এ্যাড. এম এ মজিদ।

এসময় বিশেষ অতিথি হিসেবে সদর উপজেলা বিএনপি’র সভাপতি এ্যাড. কামাল আজাদ পান্নু, জেলা সমবায় অফিসার মোঃ জাফর ইকবাল, বাংলাদেশ শিক্ষক সমিতি (বিটিএ) জেলা শাখার সভাপতি মহিউদ্দীন, আব্দুর রউফ ডিগ্রি কলেজের অধ্যক্ষ জি এম রবিউল ইসলাম, সদর উপজেলা সমবায় অফিসার শামিমা নাছরিন ও সদর উপজেলা শিক্ষক কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ এর প্রতিষ্ঠাতা সভাপতি কৃপা সিন্ধু বিশ্বাস প্রমূখ।

সভায় সমিতির বার্ষিক আয়-ব্যয়ের হিসাব সদস্যদের মাঝে তুলে ধরে এর লভ্যাংশ ঘোষণা করা হয়। তাছাড়া সমিতির সদস্যবৃদ্ধি,ঋণ ও সঞ্চয়ের পরিমান বৃদ্ধি করে শিক্ষকদের জীবন মানোন্নয়ন নিয়ে বক্তারা আলোচনা করেন।




গাংনীর কাথুলীতে ২ কেজি গাঁজাসহ একজন আটক

মেহেরপুরের গাংনী উপজেলার কাথুলী বাজারে অভিযান চালিয়ে ২ কেজি গাঁজাসহ লিখন আলী নামের এক মাদক ব্যবসায়ীকে আটকক করেছে পুলিশ।

শুক্রবার বিকাল ৩টার দিকে গাংনী থানা পুলিশের একটি টিম এ অভিযান পরিচালনা করেন। আটক লিখন আলী কাথুলী গ্রামের আনসার আলীর ছেলে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গাংনী থানা পুলিশের একটি টিম উপজেলার কাথূলী বাজারস্থ মোঃ খেজমত আলীর মিষ্টির দোকানের সামনে অভিযান চালায়। এসময় দোকানের সামনে পাকা রাস্তা থেকে ২ কোজি গাঁজাসহ লিখন আটক করে গাংনী থানায় নেওয়া হয়।  এঘটনায় তার বিরুদ্ধে মাদ্রক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দেওয়া হয়েছে।শনিবার তাকে আদালতে পাঠানো হবে।




দর্শনায় বিএনপি করা মামলার আসামী সাঈদ ড্রাইভারসহ ৫ জন গ্রেফতার

দর্শনা থানাধীন এলাকা থেকে আজ বিকাল ৩টার দিকে কেরুজ মিলের সাঈদ ড্রাইভার ওরয়ে মোটা সাঈদকে গ্রেফতার করেছে পুলিশ।

দর্শনা ইসলাম বাজার ভাড়া বাসা থেকে তাকে আটক করা হয়। সাঈদ হোসেন ড্রাইভার চন্ডিপুর গ্রামের মৃত লোকমান সদ্দার্র এর ছেলে।

দর্শনা থানার অফিসার্স ইনচার্জ শহীদ তীতুমির সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে মোটা সাঈদসহ বিভিন্ন মামলায় ৫ জন আসামীকে গ্রেফতার করেন। বিএনপি কর্মী রবিউল ইসলাম হেবার করা ডাকাতি ও বাড়ি ঘরে হামলা ও ভাংচুরের মামলায় সাঈদ ড্রাইভারকে গ্রেফতার করেন পুলিশ।

এ সাঈদ গত ৪ আগষ্ট দর্শনা বাসস্ট্যান্ড ৪ রাস্তার মোড়ে বৈষম্য বিরোধী ছাত্র/ছাত্রীদের মিছিলে উপর মান্নান ও তোতার নেত্রীত্বে লাটি সোটা ও বোমা হামলা করে। সে কেরু মিল এলাকাসহ বিভিন্ন স্থানে আওয়ামীলীগের হয়ে দীর্ঘদিন ব্যাপক দাপট দেখিয়েছে আসছিল।

এছাড়া গত পরশু দর্শনা থানাধীন এলাকা থেকে বিভিন্ন মামলার আসামী বিশেষ করে গহেরপুর মাঝিপাড়ার অমরেশ মাঝির ছেলে জিআর নং-২৬২/২৪ মামলার আসামী শ্রী অরবিন্দ (৩৫), একই গ্রামের শ্রী রতন মাঝির ছেলে গউর কুমার (২৩), ভেমরা থানার বামেন গ্রাম বর্তমান ঠিকানা দোস্ত গ্রামের আব্দুর রশিদের ছেলে সিআর-৫৬৮/২৪ মামলার আসামী নাসির উদ্দিন (৪৩) ও হিজলগাড়ী বাজার পাড়ার মৃত আক্কাস আলীর ছেলে পলাশ (৩৮) ১২৬/২৩ নং সাজা প্রাপ্ত আসামীদের গ্রেফতার করেন বলে পুলিশ জানায়।




মেহেরপুরে শহীদ আবু সাঈদ ক্লাবের উদ্বোধন করলেন মাসুদ অরুন

মেহেরপুরের কাথুলী সড়কে শহীদ আবু সাঈদ ক্লাবের উদ্বোধন করলেন মেহেরপুর জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য মাসুদ অরুন।

উদ্বোধনকালে তিনি বলেন, স্বৈরাচারী হাসিনা পালিয়েছে দেশের মানুষ নতুন বাংলাদেশ পেয়েছে মানুষ এখন শান্তিতে থাকবে। মানুষ আর স্বৈরাচারী হাসিনাকে চাইনা। আল্লাহ ছাড় দেয় ছেড়ে দেয় না । তেমনি আমরা ছাড় দেবো কিন্তু ছেড়ে দেব না। তাই আওয়ামী সন্ত্রাসীদের বলতে চাই বেশি লাফালাফি করবেন না। আর যদি আমাদের কর্মী বাহিনী উপরে আরেকটি আঘাত হয়। তাহলে আমরা হাতে চুড়ি পরে বসে থাকবো না এর দাঁতভাঙ্গা জবাব দেবো।

আজ শুক্রবার (১৮ অক্টোবর) রাত ৮ টার দিকে ৪ নম্বর ওয়ার্ড নতুন পাড়া কাথুলি সড়কে এই ক্লাবের শুভ উদ্বোধন করেন।

বিশেষ অতিথির বক্তব্যে পৌর বিএনপির সভাপতি জাহাঙ্গীর বিশ্বাস বলেন, আওয়ামীলীগ সরকার এত দুর্নীতি করেছে এখন দেশে থাকতে পারছে না। বিভিন্ন স্থানে ও বাইরে আত্ম গোপনে রয়েছে। এই সুযোগে যাতে করে আমাদের বিএনপি নেতাকর্মীর সাথে কোন রকম সম্পর্ক তৈরি করে আমাদের ভিতরে কোন প্রকার কোন্দল সৃষ্টি না করতে পারে সেদিকে সজাগ থাকতে হবে সকলকে।

এ সময় উপস্থিত ছিলেন জেলা যুবদলের সভাপতি জাহিদুল ইসলাম জাহিদ পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক আবু ওবায়দুল্লাহ সেন্টু জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আজমল হোসেন মিন্টু মোল্লা ,কামরুজ্জামান বাবু পৌর বিএনপি’র সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুর রহিম কাউন্সিলর, হাফিজুর রহমান হাফিজ, মাসুদ রানা. ফকির আলী আসকার আলী মনিরুজ্জামান মনি সহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।




দর্শনা পৌর বিএনপির সমন্বয় কমিটির সদস্য মশিউর রহমানের ডিপ ফ্রিজ উপহার 

চুয়াডাঙ্গার দর্শনায় সমাজের অবহেলিত বাবা মায়ের কল্যাণে আমাদের পথ চলা সিনিয়র সিটিজেন হোমের অসহায় বৃদ্ধ বাবা-মায়েদের খাবার রাখার জন্য একটি ডিপ ফ্রিজ উপহার দিয়েছেন দর্শনা পৌর বিএনপির সমন্বয় কমিটির সদস্য আলহাজ্ব মোঃ মশিউর রহমান।

আজ শুক্রবার (১৮ অক্টোবর) সকাল ১১ টার দিকে দর্শনা পৌরসভার কেরু আনোয়ারপুর এলাকায় অবস্থিত সিনিয়ার সিটিজেন হোমে এই ডিপ ফ্রিজ উপহার প্রদান করা হয়।

দর্শনা পৌর বিএনপি’র সমন্বয় কমিটির সদস্য আলহাজ্ব মশিউর রহমান নিজ উদ্যোগে এই ফ্রিজ প্রদান করে।

এ সময় তিনি বলেন, দর্শনা কেরু এন্ড কোম্পানি প্রতিষ্ঠিত কেরু উচ্চ বিদ্যালয়ের শিক্ষক শিক্ষাঅনুরাগী ও বিএনপি নেতা মরহুম সদর আলী স্যার। তার ছেলে মোঃ সিরাজুল ইসলামের উদ্যোগে সমাজের অবহেলিত বাবা মায়ের কল্যাণে পথ চলা সিনিয়র সিটিজেন হোম তৈরি করেছে। এখানে অবলিত বাবা মায়ের থাকা খাওয়া সহ সুন্দর পরিবেশে বসবাসের বাস যোগ্য গড়ে তোলা হচ্ছে। বৃদ্ধ বাবা-মায়েদের সার্বিক খোজ খবর নেন প্রয়োজনীয় সহযোগীতারও আশ্বাস দেন।

আজ শুক্রবার সকাল ১১ টার দিকে তিনি দলীয় নেতাকর্মিদের সাথে নিয়ে ফ্রিজটি তুলে দেন হোমের ম্যানেজারের আবুজার গিফারীর হাতে।

এ সময় মশিউর রহমান এ সময় উপস্থিত ছিলেন সাবেক দর্শনা পৌরসভার মেয়র মহিদুল ইসলামের ছেলে ও পৌর এলাকার ০৮ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মাহাদুল ইসলাম সেপাস, থানা ছাত্রদলের যুগ্মআহবায়ক সাহেদ ইসলাম সুজন, পৌর ছাত্রদলের যুগ্মআহবায়ক মুকিত শেখ, কলেজ ছাত্রদলের যুগ্মআহবায়ক রাজু আহমেদ, নবীন দলের সদস্য সচিব ডাবলু মিয়া, ছাত্রদল নেতা রকি, সুমন প্রমুখ।




দর্শনা কেরু চিনিকলের নিরাপত্তা কর্মীদের ৪৯০ টাকা পারিশ্রমে মানবেতর জীবন যাপন

দর্শনা কেরু চিনিকলের অধিনে নিরাপত্তা প্রতিদিনে হাজিরা ৪৯০ টাকা যা দিয়ে দিনপাত করা কঠিন হয়েছে। একদিকে দিন হাজিরা কম অপরদিকে নিত্য প্রয়োজনীয় জিনিসের মুল্যে বৃদ্ধি হওয়ায় সংসার চালাতে নাভিশ্বাস হয়ে পড়েছে এমটি বলেন হানিফ নামে নিরাপত্তা কর্মী।

এছাড়া ডিউটি থাকলে হাজিরা না থকলে হাজিরা হবে না এ নিয়মে চলছে এসব নিরাপত্তা সদস্যরা। বিগত ১৬ থেকে ২০ বছর ধরে এ ভাবেই চলে আসছে বলে জানান হাবিলদার জসিম উদ্দিন। সেটাপে অধিনে ৬০জন থাকার কথা থাকলেও সেখানে ৫৮জন নিরাপত্তা সদস্য রয়েছে । দুইটি পদ শূন্য রয়েছে। ফলে এ ৫৮ জন নিরাপত্তা সদস্য মিলের সিকিউরিটি দিয়ে যাচ্ছে এসব নিরাপত্তা সদস্যরা।

এ বিষয়ে সহকারী ব্যবস্থাপক বা নিরাপত্তা অফিসার মোজাহিদুল ইসলামের নিকট নিরাপত্তা সদস্যদের দিন হাজিরা বাড়ানো হবে কিনা জানতে চাইলে তিনি বলেন, না এমন কোন উদ্যোগ নেই। তবে কর্তৃপক্ষকে হাজিরা বাড়ানো বিষয় উদ্যোগ নেয়া হয়নি। উদ্যোগ নেবেন কিনা জানতে চাইলে তিনি বলেন না। তবে কোন সময় এ বিষয় কথা উঠলে কর্তৃপক্ষকে বলে দেখার চেষ্টা করবো।

নিরাপত্তা শ্রমিকদের দাবী বর্তমান বাজার দরের দিকে লক্ষ্য রেখে আমাদের দিন হাজিরা বাড়িয়ে দিলে আমরা ছেলে মেয়ে নিয়ে ভালভাবে খেয়ে পরে বাচঁতে পারতাম। বিষয়টি মানবিক দিক বিবেচনা করে দিন হাজিরা বাড়ানোর দাবী করেছে এসব নিরাপত্তা সদস্যরা।