গাংনীতে স্কুল ভ্যান উল্টে ১০ শিক্ষার্থী আহত

মেহেরপুরের গাংনী উপজেলার ভাটপাড়া গ্রামে একটি দ্রুতগতির মোটরসাইকেলের ধাক্কায় স্কুল ভ্যান উল্টে ১০ শিক্ষার্থী আহত হয়েছে।

মঙ্গলবার সকাল ১০টার দিকে গাংনী-কাথুলি সড়কের ভাটপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহত সকলেই গাংনী সন্ধানী স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী। তারা স্কুলে যাওয়ার পথে এ দুর্ঘটনার শিকার হয়।

আহতরা হলেন, মাইলমারী গ্রামের সাইফ আলী, লাবিবা খাতুন, পরশ, রাব্বী হক, ফাহিম হোসেন, ফাইজা খাতুন, রিতু এবং ভ্যানচালক উজ্জ্বল হোসেন।

স্থানীয়রা আহতদের উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন ক্লিনিকে ভর্তি করেছেন।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।




অন্তঃসত্ত্বা অবস্থাতেই লাল গালিচায় হাঁটবেন কিয়ারা

২০২৫ সালের ফেব্রুয়ারি মাসে অন্তঃসত্ত্বা হওয়ার খবর ঘোষণা করেছিলেন বলিউডের অন্যতম তারকা অভিনেত্রী কিয়ারা আদভানি। তবে এই অবস্থাতেই তিনি অংশ নিচ্ছেন জনপ্রিয় মেট গালা ফ্যাশন শোয়ে।

গত বছর কানে রেড সি ফিল্ম ফাউন্ডেশনে অংশ নিয়েছিলেন কিয়ারা। ভারতের প্রতিনিধিত্ব করেছিলেন সেখানে। কালো ও গোলাপি গাউন পরে গিয়েছিলেন অভিনেত্রী।

স্টাইল স্টেটমেন্ট সেট করেছেন কিয়ারা আদভানি। তার লুকস ও সৌন্দর্য চর্চায় থাকে সব সময়। তার অনুরাগী সংখ্যাও কম নয়। কিয়ারার মেট গালায় অংশগ্রহণের খবর শুনে তাকে শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছেন অনুরাগীরা।

২০২০ সাল থেকে সহ-অভিনেতা সিদ্ধার্থ মালহোত্রাকে ডেট করতেন অভিনেতা কিয়ারা। ২০২৩ সালে রাজকীয় কায়দায় বিয়ে করেন তারা। প্রেম পর্ব চলাকালীন সম্পর্ক নিয়ে কারও কাছেই মুখ খোলেননি কিয়ারা। রাজস্থানে তাদের রাজকীয় বিয়ের ভিডিও ভাইরাল আজও। প্রায়ই তা সোশ্যাল মিডিয়ার ফিডে ফিরে ফিরে আসে সেসব ভিডিওগুলো।

প্রেগন্যান্ট অবস্থাতেই মেট গালায় অংশ নেওয়ার কারণে অভিনেত্রীর পোশাকের দিকে সেদিন থাকবে সবার নজর। প্রিয়াংকা চোপড়া থেকে শুরু করে বলিউডের বেশ কয়েকজন তারকা অভিনেত্রী হেঁটেছেন মেট গালার লাল গালিচায়। এবার সেই তালিকায় যুক্ত হতে চলেছে কিয়ারার নামও।

সূত্র: যুগান্তর




মেহেরপুরে পুলিশের অভিযানে গ্রেফতার ৩

মেহেরপুরে পুলিশের ২৪ ঘন্টার অভিযানে ৩ জন আসামিকে গ্রেফতার হয়েছে।

গতকাল সোমবার দিবাগত রাত থেকে আজ মঙ্গলবার ভোররাত পর্যন্ত জেলার তিনটি উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এসব আসামি গ্রেফতার করা হয়।

মেহেরপুর সদর থানা পুলিশের অভিযানে গ্রেফতারকৃত হলো, কালা চাঁন্দপুর মোল্লাপাড়ার মোঃ আনারুলের ছেলে মোঃ লিটন মিয়া (২৫), মেহেরপুর সদর থানার, এফআইআর নং-১১, তারিখ- ০৭ এপ্রিল, ২০২৫; জি আর নং-১০৪, তারিখ- ০৭ এপ্রিল, ২০২৫; সময়- ২২.১৫ ঘটিকা ধারা- ৩৬(১) সারণির ৮(ক) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮, গোভীপুরের মৃত ইসমাইলের ছেলে মোঃ সাইদুর ইসলাম, বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ১ম আদালত, মেহেরপুর, নন জিআর নং-৭৩/২৪, তারিখ- ১৭ অক্টোবর, ২০২৪; (মেহেরপুর, মেহেরপুর সদর) ঘটনার সময়- ধারা- ৫০৬ ঞযব চবহধষ ঈড়ফব, ১৮৬০ এবং আমঝুপির মৃত জাফর আলী ওরফে তেগার ছেলে মোঃ পলাশ (৩০), মেহেরপুর সদর থানার ,এফআইআর নং-১০/১৮৩, তারিখ- ১০ জুলাই, ২০২০; সময়- ২০.৩০ ঘটিকা ধারা- ৩৬(১) সারণির ৮(ক) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮।

গ্রেফতাকৃতকে বিজ্ঞ আদালতে প্রেরণের ব্যবস্থা করা হচ্ছে। জেলার সর্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং বিভিন্ন অপরাধের অপরাধীদের গ্রেফতার করতে বিশেষ অভিযান চলমান থাকবে বলে জানিয়েছেন আইনশৃঙ্খলা বাহিনী।




এক সময় ছিলেন অস্ট্রেলিয়ার ভবিষ্যৎ, অবসর নিলেন ২৭ বছরেই

২০২১ সালে ভারতের বিপক্ষে সিডনিতে টেস্ট দিয়ে অস্ট্রেলিয়ার হয়ে অভিষেক। সে ম্যাচে খেলেছিলেন ৬২ রানের ঝলমলে এক ইনিংস। মনে করা হচ্ছিল এই উইল পুকোভস্কি টেস্টে অস্ট্রেলিয়ার ওপেনিং জুটিতে স্থায়ীভাবে জায়গা করে নিতেই এসেছেন। কিন্তু বিধি বাম, তিনি আর কখনও অস্ট্রেলিয়ার হয়ে খেলতেই পারলেন না! সে ম্যাচটা তার শেষ হয়ে গিয়েছিল কাঁধের চোটে।

তবে মূল সমস্যা সেটা নয়। কাঁধের ওই চোটটা তার ক্যারিয়ারে ‘ব্যতিক্রম’ই হয়ে এসেছিল। তার ক্যারিয়ারজুড়ে মূল সমস্যা হয়ে ছিল মাথায় বল লাগা। ২০১৯ সাল থেকে সব ধরনের ক্রিকেটে কনকাশন সাব নিয়ম প্রচলন ঘটার পর থেকে সবচেয়ে বেশি কনকাশন সাব হয়েছে এই উইল পুকোভস্কির জন্যই। কেন, কীভাবে তার মাথাতেই বল লাগে, সেটা এক গবেষণার বিষয়ই বটে। সব মিলিয়ে ১৩ বার বল লেগেছে তার মাথাতে। অবশেষে এবার সে কারণেই মোটে ২৭ বছর বয়সে পুকোভস্কি ক্রিকেটকে বিদায় বলে দিচ্ছেন।

গত বছরের মার্চে একটি বাউন্সারে মাথায় আঘাত পান তিনি। এরপর থেকে আর খেলেননি। মঙ্গলবার অস্ট্রেলিয়ার এসইএন রেডিওতে বলেন, ‘কীভাবে আবার পেশাদার খেলায় ফিরব, সেটা কল্পনা করাই কঠিন। কারণ আমি ঠিকভাবে জীবনও যাপন করতে পারছি না।’

সে কারণেই এবার তিনি ক্রিকেটকে বিদায় বলছেন। তিনি বলেন, ‘আমি জানি আমার মস্তিষ্কে যতটা ক্ষতি হয়েছে, তাতে আর ঝুঁকি নিতে চাই না। মাথায় আঘাতের কারণে মানসিক দিক থেকে সমস্যা হচ্ছে, এটা তো আছেই। এর পাশাপাশি ক্লান্তি, মাথাব্যথা, এসব তো নিয়মিত হয়। বাম পাশে কিছু হলে আমি অস্বস্তি বোধ করি। মাথা ঘোরে, বমি বমি লাগে।’

এই কনকাশনগুলো তার পারফর্ম্যান্সেও যে প্রভাব ফেলছে, তাও মনে করিয়ে দেন তিনি। অবসরের সিদ্ধান্তে এটাও একটা নিয়ামক হিসেবে কাজ করেছে। তিনি বলেন, ‘কনকাশনের আগের আমি আর এখনকার আমি এক না। পরিবার আর বন্ধুরাও সেটা বুঝতে পারছে। এটা আমার জন্য ভয়ের, তাদের জন্যও।’

মাত্র ১৮ বছর বয়সে তারকা ভিক্টোরিয়া দলে জায়গা করে নিয়েছিলেন পুকোভস্কি। তখনই সবাই ধরে নেয়, সামনে বড় কিছু হতে যাচ্ছেন তিনি। কিন্তু শর্ট বলের প্রতি দুর্বলতা ছিল তার। ক্যারিয়ারে ১৩ বারের মতো মাথায় আঘাত পেয়েছেন, তাতে ‘অবদান’ ছিল সে দুর্বলতারও। সবশেষ যেবার হলো, সেবার চিকিৎসকরা পরামর্শ দেন, তিনি যেন খেলা ছেড়ে দেন। তিনিও মেনে নিলেন। আর এভাবেই শেষ হয়ে গেল পুকোভস্কির স্বপ্নের মতো যাত্রা। যে তরুণ একসময় অস্ট্রেলিয়ার ভবিষ্যৎ ছিলেন, তিনিই এখন মাঠ থেকে চিরতরে বিদায় নিলেন।

সূত্র: যুগান্তর




মেহেরপুরে যৌথ অভিযানে হেরোইন ও টাকাসহ আটক ৪

মেহেরপুরে সেনাবাহিনী, উপজেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের যৌথ অভিযানে হেরোইন ও নগদ অর্থসহ চারজন মাদক কারবারিকে আটক করা হয়েছে।

এ সময় তাদের কাছ থেকে মাদক কেনাবেচার ৫ লক্ষ ৬২ হাজার ৩২০ টাকা জব্দ করা হয়। রবিবার (৮ এপ্রিল) সকালে তাদের আটক করে যৌথবাহিনী।

আটকরা হলেন- সদর উপজেলার মল্লিক পাড়ার মৃত কিয়াম উদ্দিনের ছেলে মহির উদ্দিন (৫০), মিয়াপাড়ার শাহাদত হোসেন সাজুর ছেলে মোঃ চঞ্চল (৪২), চঞ্চলের স্ত্রী মোছাঃ সাবরিনা এবং মল্লিক পাড়ার মৃত আহম্মেদ আলীর মেয়ে চায়না (৪৫)।

অভিযানে নেতৃত্ব দেন মেহেরপুর সদর উপজেলা নির্বাহী অফিসার খায়রুল ইসলাম, সেনাবাহিনীর সিনিয়র ওয়ারেন্ট অফিসার সুরুজ্জামান এবং জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মিজানুর রহমান।




মেহেরপুরে পৌরসভা ৪নং ওয়ার্ড বিএনপি’র সম্মেলন

মেহেরপুরে পৌরসভা ৪ নং ওয়ার্ড বিএনপি’র সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার রাত আটটার দিকে মেহেরপুরের কালাচাঁদপুরে পৌরসভা ৪ নং ওয়ার্ড বিএনপি’র সম্মেলন অনুষ্ঠিত হয়।

সম্মেলন অনুষ্ঠানে মেহেরপুর জেলা বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য আনছার উল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা বিএনপি’র সদস্য সচিব অ্যাডভোকেট কামরুল হাসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক ফয়েজ মোহাম্মদ। এই সময় উপস্থিত ছিলেন, মেহেরপুর জেলা বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য ইলিয়াস হোসেন, রোমানা আহমেদ।

এছাড়াও জেলা যুবদলের সহ-সভাপতি আনিসুল রহমান লাভলু, জেলা জাসাসের সদস্য সচিব বাকাবিল্লা, জেলা যুবদলের আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট এহান উদ্দিন মনা, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহ্বায়ক মুস্তাফিজুর রহমান সজীব, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম সজল, সদর উপজেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক সাইদুর রহমান, জেলা যুবদলের সদস্য মেহেদী হাসান রোলেক্স, বুড়িপোতা ইউনিয়ন বিএনপি’র সাবেক সভাপতি নাসির উদ্দিন, অ্যাডভোকেট আসাদুল আজম খোকন, আব্দুর রহিম, পৌরসভায় ১ নং ওয়ার্ড সাবেক কাউন্সিলর মীর জাহাঙ্গীর, মোশিউল আলম দ্বীপু, আব্দুল লতিফ জনি, সৌরভ, রিপন সহ পৌরসভা ৪নং ওয়ার্ডের বিএনপি’র নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

মেহেরপুরে পৌরসভা ৪ নং ওয়ার্ড বিএনপি’র সম্মেলন অনুষ্ঠানের সঞ্চালনা করেন জেলা বিএনপি’র সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক কাজী মিজান মেনন।




মেহেরপুরে ১ কোটি টাকার খাস জমি উদ্ধার, আশ্রয়ন প্রকল্পের উদ্বোধন

মেহেরপুর সদর উপজেলার কুতুবপুর ইউনিয়নের মনোহরপুর মৌজায় দীর্ঘদিন ধরে অবৈধভাবে দখল করা ৭৮ শতাংশ সরকারি খাস জমি উদ্ধার করেছে উপজেলা প্রশাসন।

সোমবার (৭ এপ্রিল) বিকেলে এ অভিযান পরিচালনা করেন মেহেরপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খায়রুল ইসলাম।

জানা গেছে, মনোহরপুর গ্রামের রূপচাঁদের ছেলে রবিউল দীর্ঘদিন ধরে সরকারি জমিটি দখলে রেখেছিলেন। অভিযানের সময় উপজেলা প্রশাসনের সঙ্গে ছিলেন পুলিশ, ব্যাটালিয়ন আনসার, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও), ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা, কুতুবপুর ইউনিয়ন পরিষদের সচিব ও গ্রাম পুলিশ।

সফল অভিযানের মাধ্যমে প্রায় ১ কোটি টাকা মূল্যের সরকারি খাস জমি উদ্ধার করা হয়। জমি উদ্ধারের পরপরই সেখানে আশ্রয়ন প্রকল্পের অধীনে ঘর নির্মাণ কাজের উদ্বোধন করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা খায়রুল ইসলাম জানান, “সরকারি জমি দখলমুক্ত করতে অভিযান অব্যাহত থাকবে। অবৈধ দখলদারদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না।”




গাংনীতে বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

বাংলা নববর্ষ ১৪৩২ উদযাপন উপলক্ষে গাংনীতে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৭ এপ্রিল) বিকেলে গাংনী উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রীতম সাহার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন গাংনী উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার সামসুল আলম সোনা, গাংনী থানার সেকেন্ড অফিসার উপপরিদর্শক (এসআই) আব্দুল গাফফার এবং গাংনী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পারভেজ সাজ্জাদ রাজা।

সভায় আরও উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা ইমরান হোসেন, উপজেলা প্রকৌশলী ফয়সাল আহমেদ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআও) মুনসুর আলী, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হোসনে মোবারক, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মোত্তালেব আলী, জনস্বাস্থ্য প্রকৌশলী মাহফুজুর রহমান কল্লোল, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাসিমা খাতুন, যুব উন্নয়ন কর্মকর্তা আসাদুজ্জামান, বাঁশবাড়িয়া টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজের অধ্যক্ষ আবুল কালাম আজাদ স্বপন, বাঁশবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলিমুজ্জামান, গাংনী উপজেলা প্রেসক্লাবের সভাপতি জুলফিকার আলী কানন, গাংনী পাইলট স্কুল অ্যান্ড কলেজের সহকারী প্রধান শিক্ষক মোস্তাফিজুর রহমান বাবলু, গাংনী পৌর বিএনপির ২ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক সুলেরী আলভী, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মেহেরপুর জেলা শাখার সদস্য সচিব মোজাহিদুল ইসলাম এবং গাংনী ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক আতর আলী।

এছাড়াও সভায় প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান, জনপ্রতিনিধি, সাংস্কৃতিক কর্মী, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দসহ গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

সভায় গাংনীতে বাংলা নববর্ষ ১৪৩২ উদযাপনকে ঘিরে আড়ম্বরপূর্ণ আয়োজনের প্রস্তুতি গ্রহণ করা হয়।




ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে চুয়াডাঙ্গায় বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

চুয়াডাঙ্গায় ইসরায়েলি আগ্রাসন ও গণহত্যার প্রতিবাদে, ফিলিস্তিনের সার্বভৌমত্ব ও রাষ্ট্রীয় স্বীকৃতির পক্ষে এবং সমর্থনে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালন করেছে চুয়াডাঙ্গার সর্বস্তরের মানুষ।

সোমবার সকাল ১১টার দিকে চুয়াডাঙ্গা বড় বাজারের শহীদ হাসান চত্বর থেকে একটি  বিশাল বিক্ষোভ মিছিল ও মানববন্ধন শুরু হয়। মিছিলটি বড় বাজার থেকে পৌরসভা মোড় ঘুরে সরকারি কলেজের সামনে গিয়ে শেষ হয়।

বিক্ষোভে অংশগ্রহণকারীরা ইসরায়েলের ধ্বংস কামনা করে ও নিন্দা জানিয়ে বিভিন্ন স্লোগান দেন এবং ইসরায়েলি সব পণ্য বয়কট করার সিদ্ধান্ত ঘোষণা করেন।

বিক্ষোভ মিছিল ও মানববন্ধন শেষে ফিলিস্তিনের পক্ষে এবং ইসরায়েলের বিরুদ্ধে বক্তব্য রাখেন চুয়াডাঙ্গা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক আসলাম হোসেন, সদস্য সচিব সাফফাতুল ইসলাম, যুগ্ম সদস্য সচিব রনি বিশ্বাস, মুখ্য সংগঠক সজিবুল ইসলাম, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল চুয়াডাঙ্গা সরকারি কলেজ শাখার আহ্বায়ক ফয়সাল ইকবাল, ইসলামী ছাত্র আন্দোলন চুয়াডাঙ্গা জেলা শাখার প্রতিনিধি এস এম ফাহিম, ইন্তিফাদা ফাউন্ডেশন চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি সাফায়েত আদনান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চুয়াডাঙ্গা সদর উপজেলার আহ্বায়ক রাকিবুল ইসলাম, সদস্য সচিব ফাহিম উদ্দীন, মুখ্য সংগঠক আকাশ, মুখপাত্র আনজুম হাবিবা,এছাড়াও উপস্থিত ছিলেন সাধারণ শিক্ষার্থী ও বিভিন্ন পেশার মানুষ।




ফিলিস্তিনে বর্বরোচিত গণহত্যার প্রতিবাদে মেহেরপুরে বিক্ষোভ সমাবেশ

ফিলিস্তিনের অসহায়, নিরীহ মানুষের উপর দখলদার বর্বর ইসরাইলের হামলার প্রতিবাদে ও হামলা বন্ধের দাবীতে মেহেরপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৭ এপ্রিল) বিকাল সাড়ে ৫ টার সময় এ বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

মেহেরপুর কোর্ট মসজিদ প্রাঙ্গণ থেকে সর্বস্তরের জনগনের উপস্থিতিতে আয়োজিত এই বিক্ষোভ মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে মেহেরপুর প্রেসক্লাবের সামনে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

বক্তরা ফিলিস্তিনিদের প্রতি ইসরাইলের মানবাধিকার লঙ্ঘন এবং বর্বর হামলার তীব্র নিন্দা জানিয়ে তাদের আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়ে বক্তারা বলেন, “ফিলিস্তিনের নিরীহ মানুষদের উপর ইসরাইলের আক্রমণ নিঃসন্দেহে মানবাধিকারের লঙ্ঘন এবং এটি বিশ্বব্যাপী সমালোচনার সৃষ্টি করেছে।”

বক্তারা আরও বলেন, ইসরাইলের পণ্য বর্জন এবং এর বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করার দাবি জানিয়ে বলেন, “বিশ্ববাসী যদি ইসরাইলের অব্যাহত বর্বরতা থামাতে না পারে, তবে আমাদের প্রতিবাদ আরও তীব্র হবে।”

এ সময় উপস্থিত ছিলেন, জেলা জামায়াতের সেক্রেটারী ইকবাল হুসাইন, জামায়াতের জেলা নায়েবে আমীর মাওলানা মাহবুবুল আলম, জেলা জামায়াতের রাজনীতি সেক্রেটারী কাজী রুহুল আমীন, সদর উপজেলা আমীর মাওলানা সোহেল রানা, পৌর আমীর সোহেল রানা ডলার, মেহেরপুর জেলা শাখার খেলাফত মজলিসের সভাপতি হুসাইন আহমেদ, মেহেরপুর জেলা শাখার শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের সভাপতি আব্দুর রউফ মুকুল, জেলা জামায়াতের ব্যবসায়ী বিভাগের সভাপতি সাইফুল ইসলাম সহ জেলা ও উপজেলা নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।