দামুড়হুদা মডেল থানা পরিদর্শনে জেলা প্রশাসক মোহাম্মদ জহিরুল ইসলাম

দামুড়হুদা মডেল থানা পরিদর্শন করেছেন জেলা প্রশাসক মোহাম্মদ জহিরুল ইসলাম। এসময় সাথে ছিলেন দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ মমতাজ মহল ও সহকারী কমিশনার ভূমি কে এইচ তাসফিকুর রহমান।

আজ মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় তিনি সরজমিনে পরিদর্শন করেন।

দামুড়হুদা মডেল থানা পরিদর্শন কালে প্রথমেই জেলা প্রশাসক মোহাম্মদ জহিরুল ইসলাম কে ফুলেল শুভেচ্ছা প্রদান করেন দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ ওসি আলমগীর কবীর।

মডেল থানা পরিদর্শন কালে থানার সকল পুলিশ সদস্যদের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন এবং সার্বিক বিষয়ে খোঁজ খবর নেন তিনি।

এ সময় জেলা প্রশাসককে দামুড়হুদা মডেল থানার পক্ষ থেকে গার্ড অব অনার প্রদান করা হয়। মডেল থানা পরিদর্শন শেষে তিনি বলেন, জেলার আইন শৃঙ্খলা সমুন্নতি রাখতে জেলা প্রশাসন বদ্ধ পরিকর। দামুড়হুদা মডেল থানা এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক থাকায় তিনি সন্তোষ প্রকাশ করেন। থানায় এসে যেনো কোন সেবা গ্রহীতা বিড়ম্বনা ও প্রতারণার স্বীকার না হয় সেদিকে বিশেষ খেয়াল রাখতে হবে। পুলিশ ও জনগণের সম্পর্কের দূরত্ব কমিয়ে আনতে হবে। জনগণ ও পুলিশের সম্পর্ক ভালো থাকলে এলাকার সার্বিক পরিস্থিতি ভালো থাকে।




বাবা হলেন টাইগার পেসার

বাংলাদেশ ক্রিকেট দলের জার্সিতে দুর্দান্ত খেলছেন শরীফুল ইসলাম। বিশেষ করে শেষ কয়েক বছর ধরে জাতীয় দলের নিয়মিত পারফর্মার তিনি। সর্বশেষ ভারত সফরে টেস্টে বিশ্রামে থাকলেও ছিলেন টি-টোয়েন্টি সিরিজের স্কোয়াডে।

দুঃস্বপ্নের সফর শেষ করে দেশে ফেরার পর সুঃসংবাদ পেলেন পঞ্চগড়ের এ পেসার। জানা গেছে পুত্র সন্তানের জনক হয়েছেন জাতীয় দলের বাঁহাতি এ পেসার।

পিতৃত্বের স্বাদ পাওয়ার পরপর ক্রিকেটীয় ব্যস্ততা বাড়বে শরীফুলের। ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকাকে আতিথ্য দেবে বাংলাদেশ। দেশে মাসের শেষ দিকে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের দুই টেস্ট খেলতে ঢাকায় আসবে প্রোটিয়ারা।

ঘরের মাঠের এ সিরিজে তার ডাক পাওয়া অনেকটা নিশ্চিত। এরপর ওয়েস্ট ইন্ডিজ সফরে যাবে টাইগাররা। এ ছাড়া বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ১১তম আসরে দল পেয়েছেন তিনি। চিটাগাং কিংসের হয়ে খেলবেন বাঁহাতি এ পেসার।

সূত্র: কালবেলা




মেহেরপুরে বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপন

“স্বাস্থ্য সুরক্ষায় পরিষ্কার হাত সর্বদা গুরুত্বপূর্ণ” এই প্রতিপাদ্যে মেহেরপুরে বিশ্ব হাত ধোয়া দিবস ২০২৪ উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি, হাত ধোয়া প্রদর্শন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

জেলা প্রশাসক ও জেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের যৌথ উদ্যোগে আজ মঙ্গলবার (১৫ অক্টোবর) সকাল সাড়ে ১১ টার দিকে জেলা প্রশাসক কার্যালয় চত্বর থেকে এক বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় একইস্থানে এসে শেষ হয়।

র‍্যালি শেষে জনসাধারণ ও পথচারীদের হাত ধোয়াতে উদ্বুদ্ধ করতে হাত ধোয়ার কৌশল প্রদর্শন করা হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

জেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপ-পরিচালক মোসলেহ উদ্দিনের সভাপতিত্বে আলোচনা প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক সিফাত মেহনাজ।

এ ছাড়াও এসময় পুলিশ পরিদর্শক আবুল আমিল, প্রাথমিক শিক্ষা অফিসার রুহুল আমিন, পৌর ভূমি অফিসার গাজী মহিউদ্দিন, জেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ মোসলেহ উদ্দিন, সহকারী প্রকৌশলী মোঃ মাহফুজুর রহমান, উপ সহকারী প্রকৌশলী ওয়াহেদ হাসান প্রমূখ উপস্থিত ছিলেন।




১০০ কোটি পার করল রজনীকান্তের ‘ভেটাইয়ান’ সিনেমা

তামিল সিনেমার মহাতারকা রজনীকান্ত ছবিতে থাকলে, দর্শক কেবল তাকেই দেখেন আর কিছু দেখেন না- প্রচলিত এই ধারণাকে ভুল প্রমাণ করে বেশ কয়েক বছর ধরে গল্পনির্ভর ছবিতে দেখা যাচ্ছে এই অভিনেতাকে। কেবল অ্যাকশননির্ভর না হয়ে গল্পনির্ভর হওয়ার কারণে প্রশংসিত হচ্ছে রজনীকান্তের নতুন সিনেমা ‘ভেটাইয়ান’ও। সমালোচক প্রশংসার সঙ্গে বক্স অফিসেও বাজিমাত করে যাচ্ছে ছবিটি।

ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়ান টুডের প্রতিবেদন অনুসারে, বৃহস্পতিবার (১০ অক্টোবর) মুক্তির পর ছবিটি ১০০ কোটি রুপি আয় পার করেছে। প্রথম চার দিনে টি জে জ্ঞানভেল পরিচালিত ছবিটির আয় ১০৪ কোটি ৮ লাখ রুপি।

এ ছবিতে রজনীকান্তসুলভ মসলা কিছুটা কম থাকায় ব্যবসা কম হয়েছে। এতে অনেক রজনীভক্ত হতাশ হলেও সমালোচকেরা খুশি। ৭৩ বছর বয়সে এসে নিজের ১৭০তম সিনেমায় এই তারকা নিজেকে যেভাবে ভাঙছেন, সেটার প্রশংসা করেছেন তারা।

এ সিনেমায় মূলত নির্মাতা টি জে জ্ঞানভেল পুলিশের বিচারবহির্ভূত হত্যাকাণ্ড নিয়ে বার্তা দিতে চেয়েছেন।

রজনীকান্ত ছাড়াও এ ছবিতে তারকার সমাবেশ ঘটিয়েছেন নির্মাতা। তিনি ছাড়াও এতে আছেন অমিতাভ বচ্চন, ফাহাদ ফাসিল, রানা দুগ্গাবতি, মঞ্জু ওয়ারিয়রের মতো তারকারা।

৩০০ কোটি রুপি বাজেটের ছবিতে পুলিশ কর্মকর্তার চরিত্রে দেখা গেছে রজনীকান্তকে। তামিলনাড়ু ছাড়াও ছবিটির শুটিং হয়েছে ভারতের কেরালা, মহারাষ্ট্র ও অন্ধ্র প্রদেশে।

সূত্র: ইত্তেফাক




সাফ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপ খেলতে নেপালে যাচ্ছে বাংলাদেশ

সাফ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপে খেলতে বাংলাদেশ দল আজ সকালে নেপালে যাচ্ছে। কাঠমান্ডুর দশরথে সাফ নারী চ্যাম্পিয়নশিপ আগামী ১৭ অক্টোবর উদ্বোধন হলেও বাংলাদেশ প্রথম খেলবে পাকিস্তানের বিপক্ষে ২০ অক্টোবর। সাফের বর্তমান চ্যাম্পিয়ন বাংলাদেশ। এবার তাদের ট্রফি ধরে রাখার মিশন।

কিন্তু ট্রফি নিয়ে তারা ভাবছে না। কারণ একটা একটা করে ম্যাচ খেলে এগিয়ে যেতে চায়। সাদা চোখে সাবিনাদের হিসাব হচ্ছে ফাইনালে পৌঁছাতে হবে। এবার কোনো প্রস্তুতি ম্যাচ না খেলে বাংলাদেশ ফুটবল দল নেপাল যাচ্ছে। প্রস্তুতি কেমন হয়েছে, শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে পরখ করার সুযোগ পাননি সাবিনারা। তার ওপর ২০২২ সালে চ্যাম্পিয়ন হওয়ার বাংলাদেশ দলের অনেক ফুটবলার এবারের স্কোয়াডে নেই।

ইংলিশ কোচ জেমস পিটার বাটলারের ২৩ খেলোয়াড়ের মধ্যে ৯ জন নতুন হলেও অনূর্ধ্ব-১৬ চ্যাম্পিয়ন দলের গোলরক্ষক ইয়ারজান বেগম ছাড়া আট জনরই এটি প্রথম সাফ চ্যাম্পিয়নশিপ। সবাই অনূর্ধ্ব-১৬, অনূর্ধ্ব-১৯-সহ আন্তর্জাতিক ফুটবল প্রীতিম্যাচ খেলেছেন। সেখানে ভালো পারফরম্যান্স করার কারণে এবার সাফে খেলার সুযোগ পেয়েছেন।

বাংলাদেশ ট্রফি আনতে যাবে, নাকি ট্রফি দিয়ে আসবে, তা নিয়ে শঙ্কা উড়িয়ে দেওয়া যায় না। কারণ প্রস্তুতি ম্যাচ খেলে দেখার সুযোগ হয়নি। কোচ বাটলার বলেছেন, ‘অভিজ্ঞ ও তারুণ্যনির্ভর দল এটি। এ দল নিয়েই আমরা শিরোপা ধরে রাখার জন্য লড়াই করব। প্রথমে আমাদের সেমিফাইনাল নিশ্চিত করতে হবে, তারপর ফাইনাল।’ ইংলিশ কোচ বলেন, ‘শীর্ষ পর্যায়ে ইংলিশ প্রিমিয়ার লিগে ২০ বছর খেলেছি, তাই ফুটবল আমার কাছে চাপের নয়, উপভোগের। আমরা এই টুর্নামেন্ট উপভোগ করব। আমরা মুখে হাসি নিয়ে খেলব। এ নিয়ে আমার ওপর কোনো চাপ নেই।’

দুই বছরের ব্যবধানে সাফের দল বদলে গেছে আমূল। গতবারের নয়জন নেই এবার। বিশেষ করে, চার গোল করা ফরোয়ার্ড সিরাত জাহান স্বপ্না এবং রক্ষণের সবচেয়ে বড় ভরসা আঁখি খাতুন ফুটবল ছেড়ে চলে যাওয়ায় শক্তি কমেছে। অধিনায়ক সাবিনা খাতুন বলেন, ‘আমি ওদেরকে মিস করব।’ সাফ চ্যাম্পিয়ন হওয়া প্রসঙ্গে কোচ পিটার বাটলার বলেন, ‘পেছনর কথা বলে লাভ নেই। অতীতে যেটা অর্জন করেছি, সেটাকে শ্রদ্ধা করি, এটা নতুন টুর্নামেন্ট। এই দলটারও দারুণ সম্ভাবনা আছে।’

প্রথম বারের মতো সাফ খেলতে যাচ্ছেন গোলরক্ষক ইয়ারজান বেগম, মিলি আক্তার, ডিফেন্ডার আফঈদা খন্দকার, মিডফিল্ডার আইরিন খাতুন, ডিফেন্ডার কোহাতি কিসকু, ফরোয়ার্ড মাতসুসিমা সুমাইয়া, মুনকি আক্তার, শাহেদা আক্তার রিপা ও সাগরিকা। পুরোনো ১৪ জন হচ্ছেন-রূপনা চাকমা, মাসুরা পারভীন, সিউলি আজিম, শামসুন্নাহার, নিলুফা ইয়াসমিন নিলা, মনিকা চাকমা, মারিয়া মান্দা, স্বপ্না রানী, সানজিদা আক্তার, ঋতুপর্ণা চাকমা, সাবিনা খাতুন, তহুরা খাতুন, শামসুন্নাহার (জুনিয়র) ও কৃষ্ণা রানী সরকার।

সূত্র: ইত্তেফাক




মেহেরপুরে বিশ্ব সাদা ছড়ি নিরাপত্তা দিবস পালিত

“হাতে দেখলে সাদা ছড়ি এগিয়ে এসো সহয়তা করি” এই প্রতিপাদ্যে মেহেরপুরে বিশ্ব সাদা ছড়ি নিরাপত্তা দিবস ২০২৪ পালিত হয়েছে। দিবসটি উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে।

মেহেরপুর জেলা প্রশাসক ও জেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে আজ মঙ্গলবার (১৫ অক্টোবর ) সকাল ১০ টার দিকে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা আগে জেলা প্রশাসন কার্যালয় চত্বর থেকে একটি র‍্যালি বের করা হয়। র‍্যালি প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়।

জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মোঃ আসাদুল ইসলাম সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক সিফাত মেহনাজ।

বিশেষ অতিথি উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তানভীর হাসান রুমান, সিভিল সার্জন ডাঃ মহী উদ্দিন আহমেদ, প্রতিবন্ধী কর্মকর্তা তুলসী কুমার পাল প্রমুখ।




দামুড়হুদার চন্দ্রবাসে বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত

দামুড়হুদা উপজেলার নাটুদা ইউনিয়নের চন্দ্রবাস গ্রামে আজ সোমবার সন্ধ্যা ৬ টার দিকে ইউনিয়ন বিএনপির কার্যালয়ে যুবদল নেতা আমানুর রহমানের সভাপতিত্বে ওয়ার্ড বিএনপি, কৃষকদল, সেচ্ছাসেবকদল, যুবদল, ছাত্রদলের নেতাকর্মীদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নাটুদা ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক ওসমান গণি।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বৃহত্তর নতিপোতা ইউনিয়নের সাবেক সাধারন সম্পাদক শহিদুল ইসলাম মোল্লা, ইউনিয়ন কৃষকদলের সভাপতি আব্দুর রশিদ, সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম, বিএনপি নেতা জাবেদ আলী মেম্বর, নাটুদা ইউনিয়ন ছাত্রদলের সভাপতি জামিউল হাসান।

এসময় বক্তারা বলেন আমাদের এ বিজয় সাময়িক বিজয়। এ বিজয় ধরে রাখতে হলে আগামীতে চুয়াডাঙ্গা ০২ আসনের বিএনপির অভিভাবক মাহমুদ হাসান খাঁন বাবুকে এমপি করে সংসদে পাঠাতে হবে। জাতীয়তাবাদী দল বিএনপি সরকারে আসলে আমাদের বিজয় অর্জিত হবে। দলকে সুসংগঠিত করতে দিনরাত কাজ করতে হবে। সকলকে ঐক্যবদ্ধ থেকে কাজ করতে হবে। এ সময় আরো উপস্থিত ছিলেন যুবদল নেতা মাসুদ, শহীদ, মিন্টু, ছাত্রদল নেতা এখলাস, ওয়ালিদ, জিহাদ, ইয়াসিন, রাকিব, মহিবুল, সেলিম, তানভীর প্রমুখ। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন নাটুদা ইউনিয়ন ছাত্রদলের সভাপতি জামিউল হাসান।




দর্শনা প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে নবাগত ওসি’র মতবিনিময়

চুয়াডাঙ্গার দর্শনায় প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে দর্শনা থানার নবাগত ওসি’র মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ সোমবার সন্ধ্যার পর দর্শনা থানায় নবাগত অফিসার ইনচার্জ (ওসি) শহীদ তিতুমীরের সাথে সাংবাদিকদের এ মতবিনিময় অনুষ্ঠিত হয়।

এসময় তিনি বলেন, আমি নতুন স্বাধীন দেশের নতুন ওসি হিসাবে এই দর্শনা থানায় যোগদান করেছি। আমি আমার সর্বোচ্চ চেষ্টা দিয়ে এই থানা এলাকায় সকল প্রকার মাদক, চোরাচালান ও বিভিন্ন অপরাধ দমনে সকলের সহযোগিতায় কাজ করতে চাই। অতীতে কি ঘটেছে এই থানায় সেটা আমি দেখতে চাই না। আমি চাই আমি যতদিন এখানে দ্বায়িত্বে থাকবো সব ধরনের অপরাধ দমনে কাজ করে যাবো ইনশাআল্লাহ। তবে বিশেষ করে মাদকের বিরুদ্ধে জোর তদারকি থাকবে। তাই আমি আপনাদের সকল সাংবাদিকদের সার্বিক সহযোগিতা কামনা করছি।

সাংবাদিকবৃন্দ বলেন, আমরা আমাদের দর্শনাকে মাদক ও দুর্নীতি মুক্ত করতে পুলিশকে সার্বিক সহযোগিতা করবো। সেই সাথে আমাদের পেশাগত দায়িত্ব থেকে মাদক, চোরাচালান, চাঁদাবাজি সহ বিভিন্ন অপরাধের বিরুদ্ধে সোচ্চার থাকবো। আমাদের লেখনির মাধ্যমে তা তুলে ধরবো। সেই সাথে মাদক ও দুর্নীতির বিরুদ্ধে কাজ করতে পুলিশকে সার্বিক সহযোগিতা থাকবে সাংবাদিকদের।

এসময় উপস্থিত ছিলেন, দর্শনা প্রেসক্লাবের সভাপতি ইকরামুল হক পিপুল, সাধারণ সম্পাদক এস.এম ওসমান, সাংবাদিক সমিতির সভাপতি জাহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক হানিফ মন্ডল, সাবেক সভাপতি মনিরুজ্জামান ধীরু, আওয়াল হোসেন, সাংবাদিক- কামরুজ্জামান যুদ্ধ, নজরুল ইসলাম, মাহমুদ হাসান রনি, মনিরুজ্জামান সুমন, চঞ্চল মেহমুদ, হাসমত আলী, আহসান হাবিব মামুন, মাসুম বিল্লাহ, ইমতিয়াজ আহমেদ রয়েল, আব্দুল হান্নান, সুকোমল চন্দ্র দাস বাঁধন, আবিদ হাসান রিফাত প্রমুখ।




আলমডাঙ্গায় গণত্রাণ কমিটির ২০০ জন স্বেচ্ছাসেবককে সংবর্ধনা প্রদান

আলমডাঙ্গা উপজেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় গণত্রাণ কমিটির ২০০ জন স্বেচ্ছাসেবককে সংবর্ধনা প্রদান করা হয়েছে।

আজ সোমবার সকাল ১১ টায়  সংবর্ধনা উপলক্ষ্যে দিনব্যাপী অনুষ্ঠানের শুরু হয় বর্নাঢ্য র‍্যালির মাধ্যমে।

র‍্যালি পান্না কমিউনিটি সেন্টার থেকে শুরু করে স্বাধীনতা স্তম্ভ হয়ে পুনরায় পান্না কমিউনিটি সেন্টারে এসে শেষ হয়। বেলা ১২ টায় স্বেচ্ছাসেবকদের অভিজ্ঞতা বর্ণনা, স্বেচ্ছাসেবার ব্যাপারে ইসলামের দিক নির্দেশনা সহ নানান বিষয়ে আলোচনা অনুষ্ঠিত হয়। এই পর্য়ায়ে বক্তব্য রাখেন ইমাম আকরাম হোসেন, শায়খ ইমদাদুল হক সহ প্রমূখ।

মধ্যহ্ন ভোজের পর আলমডাঙ্গা গনত্রাণ কমিটির প্রধান সমন্বয়ক শেখ শাফায়েতুল ইসলাম হিরোর সভাপতিত্বে শুরু হয় মূল অনুষ্ঠান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলমডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার শেখ মেহেদী ইসলাম।তিনি তার বক্তব্যে আলমডাঙ্গা গণত্রাণ কমিটির ভূয়সী প্রশংসা করেন এবং আগামীতেও এ কমিটি এলাকার নানাবিধ সামাজিক ও সেবামূলক কাজ চালিয়ে যাবেন বলে আশা করেন এবং তাতে তাঁর পূর্ণ সহযোগিতা থাকবে বলে আশাবাদ ব্যাক্ত করেন।

অনুষ্ঠানে স্বেচ্ছাসেবীদের পক্ষে বক্তব্য রাখেন লক্ষীপুরগামী উদ্ধারকারী দল প্রধান মুসাব ও আলমডাঙ্গা স্থানীয় পর্যায়ে কর্মরত স্বেচ্ছাসেবী দলের আবীর আনাম, সমন্বয়ক হাবিবুল করিম চনচল, রহমান মুকুল (সিনিয়র সাংবাদিক), আব্দুল্লাহ আল মামুন (সেক্রেটারি, বণিক সমিতি),জামাত নেতা নুর মোহাম্মদ টিপু, ডা. আব্দুল্লাহ আল মামুন, শরীফুল ইসলাম পিন্টু, ফজলুল হক শামীম (প্রধান শিক্ষক) মীর উজ্জ্বল সহ প্রমূখ।

আলোচনা সভা শেষে সকল স্বেচ্ছাসেবককে এই কাজের স্মৃতি সংরক্ষণে সার্টিফিকেট, এলাকার বিশিষ্ট সন্তানদের নিয়ে হাবিবুল করিম চনচলের লেখা “প্রাইড অব আলমডাঙ্গা” বইয়ের একটি করে কপি ও বিশেষ অবদানের জন্য কয়েকজনকে ক্রেস্ট প্রদান করা হয়।

দিনব্যাপী কর্মসূচী শেষাংশে স্বেচ্ছাসেবকদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে ২০০’র অধিক স্বেচ্ছাসেবক তাদের অভিবাবক এবং লক্ষীপুর জেলা স্বেচ্ছাসেবী সংস্থা ভিবিডি ৭ সদস্যের প্রতিনিধি দল অংশ নেয়।




আলমডাঙ্গায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালন

‘আগামী প্রজন্মকে সক্ষম করি দুর্যোগ সহনশীল ভবিষ্যৎ গড়ি’ এ প্রতিপাদ্যে সারাদেশের ন্যায় আলমডাঙ্গায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালন করা হয়েছে। দিবসটি উপলক্ষে আজ সোমবার সকাল ৯টার দিকে উপজেলা পরিষদ কার্যালয় চত্বর থেকে এক বর্ণাঢ্য র‌্যালি বের হয়। র‌্যালিটি শহরের বিভিন্ন গুরুত্ব¡পূর্ণ সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়।

পরে আলমডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার এর কার্যালয় চত্বরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উদ্যোগে ভূমিকম্প ও দুর্ঘটনা এবং অগ্নি দুর্ঘটনার ক্ষেত্রে গৃহীত পদক্ষেপের মহড়ার প্রদর্শিত হয়। এরপর পরবর্তীতে উপজেলা নির্বাহী অফিসার এর সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় আলমডাঙ্গা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এনামুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার শেখ মেহেদী ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার রেহেনা পারভীন, ইন্সট্রাক্টর জামাল উদ্দিন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জিয়াউল হক, কৃষি সম্প্রসারন কর্মকর্তা এ.জেড.এম ওবাইদুল্লাহ, সহকারি কৃষি সম্প্রসারন কর্মকর্তা আকরাম হোসেন, উপ-সহকারি কৃষি কর্মকর্তা আব্দুর রফিক, আশরাফুল আলম, মডেল মসজিদের পেশ ইমাম মাওলানা মাসুদ কামাল, স্টেশন অফিসার আব্দুল্লাহ আল মামুনসহ বে-সরকারি সংস্থা সুধীসমাজের প্রতিনিধিগণ ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার শেখ মেহেদী ইসলাম বলেন, বাংলাদেশ একটি দুর্যোগপ্রবণ দেশ। প্রতি বছর কোন না কোনো দুর্যোগে জানমালের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়ে থাকে। আগাম সতর্কবার্তার ওপর ভিত্তি করে দুর্যোগ আঘাত হানার আগেই কার্যকর পদক্ষেপ গ্রহণ করা গেলে দুর্যোগের সম্ভাব্য ক্ষয়ক্ষতি অনেকাংশে কমিয়ে আনা সম্ভব। তিনি বলেন, দুর্যোগের ঝুঁকি হ্রাসে জনগণ ও সংশ্লিষ্টদের সচেতনতা বৃদ্ধি করতে হবে।